এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debanjan Banerjee | ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৭544118
  •  আচ্ছা একটা এক্সেল শিটে কিছু ডাটা টাইপ করে কি সেটাকে টেবল হিসাবেই গুরুতে ডিসপ্লে করা সম্ভব ? কেউ একটু বুঝিয়ে দেবেন প্লিজ |
  • শ্রীমল্লার বলছি | ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৬544117
  • আজকে অনেকদিন পরে একজন মানুষের সঙ্গে দেখা হল আমার। দেখা তো কত মানুষের সঙ্গেই হ'য়ে থাকে, কথাও। কিন্তু খুব কম মানুষই আমার কাছে জায়গা ক'রে নিতে পারে। এটা আমার মুদ্রাদোষ। তো যাইহোক, তিনি আমাকে বলছিলেন, 
    • "বাঁচতে গেলে অবলম্বনের প্রয়োজন হয়। জানো? পাশে আজ কেউ নেই। বড় রকমের একা আছি। ভালো বাসতে বাসতে আমি ক্লান্ত। যাকেই ভালোবাসতে যাই, সেইই ভালোবাসা ফিরিয়ে দেয়!" 
     
    তাঁর সঙ্গে অনেক কথাই হল। শেষমেশ বুঝলাম, অবলম্বন এতটাই মূল্যবান যে, তার না-থাকা আমাদের ভেতর ভেতর শেষ ক'রে দেয়... 
  • Manali Moulik | 2401:4900:7330:6b5f:c897:a182:2f24:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:১১544116
  • হ‍্যাঁ। হবম‍্যান আর কেইন্স বর্ণিত সেই 'ওয়েলফেয়ার ষ্টেট' ধারণাটাই এখন অধিকাংশ ক্ষেত্রে বেশী উঠে আসছে দেখা যায়।
  • dc | 171.79.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৭544115
  • "সত‍্যি, ধ্রুপদী উদারনীতিবাদ অনেকটাই অলাদা ছিলো যার কম্পোনেন্ট এখন নিঃশেষিত-প্রায়"
     
    সেটা নাও হতে পারে। কেইন্স বর্ণিত ইকোনমিক সাইকেলের মতো ক্যাটালিস্ট আইডিয়ারও হয়তো একটা সাইকেল আছে। আপাতত নিওলিবারালিজম অনেকটাই ব্যাকফুটে, লোকজন হয়তো আবার ফিস্কাল স্পেন্ডিং এর দিকে ঝুঁকবে। 
  • Manali Moulik | 2401:4900:7330:6b5f:c897:a182:2f24:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:১০544114
  • %% থ‍্যাঙ্কিউ থ‍্যাঙ্কিউ।  এক্কেরে এই বইটাই। আপনাকে ধন‍্যবাদ।
  • %% | 2406:7400:10c:a293:706e:6bc7:3656:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫544113
  • Manali Moulik | 2401:4900:7330:6b5f:c897:a182:2f24:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭544112
  • @রঞ্জন রায় স‍্যার,
    না সিলোনে নন। ইগনাৎসিও রোমানেট। বিখ‍্যাত সাংবাদিক ইনি কাস্ত্রোর মুখোমুখি প্রশ্ন করে সম্পূর্ণ একটি অটোবায়োগ্রাফির রচয়িতা।

    ছবি এখানে ইনসার্ট করে কী করে? কভার পেজটা তাহলে অ‍্যাটাচ করতাম। দারুণ বইটা।
  • Ranjan Roy | ১৬ ডিসেম্বর ২০২৫ ০১:২৯544110
  • মানালি মৌলিক,
    ইগনাৎসিও রোমানেট নাকি ইগনাৎসিও সিলোনে?
    অবশ্য আমার ভুল হতে পারে। 
    আমি যার কথা বলছি তিনি "ফ্যান্টামারিয়া"র লেখক, ইওরো কমিউনিজমের কথা অনেক আগে ভেবেছিলেন। 
     
    কয়েক দশক আগে পড়েছিলাম, ভাল মনে নেই।
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ০০:৪৭544109
  • হচ্ছে না 
  • অন্য মনস্তাত্ত্বিক কারণ | 165.225.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ০০:৪৬544108
  • "রাত জেগে একা ঘরে ভুতের গল্প পড়ে বা ভয়ের গল্প পড়ে গা ছমছম করার ব্যাখা তবে কী করে দেবেন?"
    প্যাসিভ স্মোকিং 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ০০:২০544107
  • রাত জেগে একা ঘরে ভুতের গল্প পড়ে বা ভয়ের গল্প পড়ে গা ছমছম করার ব্যাখা তবে কী করে দেবেন?
    @অন্য মনস্তাত্ত্বিক কারণ 
  • কিমাশ্চর্য | 165.225.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ০০:১৭544106
  • গুরুতে ভূত নিয়ে ক্যাওড়ামোর কোন টই নাই! ভাবা যায়? 
  • অন্য মনস্তাত্ত্বিক কারণ | 165.225.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ০০:১৩544105
  • পোড়ো বাড়িতে অন্ধকার রাতে গা ছমছম করার জন্যে তো ভূতে বিশ্বাস করার দরকার নেই! সাপখোপ, গাঁজাখোর, চোরাকারবারী - অনেক রকম অজানা আশঙ্কার সম্ভাবনা রয়েই যায়! 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮544104
  • না , আমি ভুতের অস্তিত্বে একেবারেই বিশ্বাস করে না , এমন লোকের ক্ষেত্রে বলছি। 
  • শ্রীমল্লার বলছি | ১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৭544103
  • কৌতূহলী |  ১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৪
     
    • ..."নাকি এই গা ছমছমের অন্য মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে?" 
     
    হ্যাঁ, থাকতেই পারে। আমি তো ঘুমের মধ্যে স্বপ্নেয় ভূত দেখি। আর ২১+ এর জীবনে কেবলমাত্র একবারই ভূতের উপস্থিতি টের পেয়েছিলাম, খুব কাছ থেকেই। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৪544102
  • ভূতের অনস্তিত্ব বা অলৌকিক কোন কিছুর অনস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েও যদি ভুতের গল্প পড়ে বা অন্ধকার রাতে একা থেকে কোনকারণে গা ছমছম করে , তাহলে কি প্রমাণ হয় যে তাঁর অবিশ্বাসটা আদৌ তেমন পোক্ত নয়? নাকি এই গা ছমছমের অন্য মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে?
  • Manali Moulik | 2401:4900:7350:79bc:28dd:3fe3:5520:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:০০544101
  • জন গ্রে বলেচেন নিওলিবেরাল আর লিবেরাটার্নিয়ানিজম এক নয়। যাইহোক, নিওলিবেরাল ধারণাকে একবারে বাতিল করা না গেলেও এর অনেকাংশকেই সাপোর্ট করা যায় না। ইন্ডিভিজুয়াল অগ্রগতি ও ফ্রি মার্কেটের কথা বলছে ও স্টেটের ক্ষ‍্যামতা কমাচ্ছে, এদিকে সোসাইটি যখন ইনিকুয়‍্যাল তখন 'পজিটিভ ডিসক্রিমিনেশন' বাতিল করতে বলছে। এতে পিছিয়ে থাকা কমিউনিটিদের কী হবে?  হ‍্যাঁ @ dc sir, কেইনসিয়ান মডেল ফলো করলে 'রিভিশনিষ্ট লিবেরালিজম'  ফলো করা যায়। এটা ভালো। তবে রাষ্ট্রের অর্থ বরাদ্দ অনেকসময়ে এইখাতে সম্ভব না হলে গন্ডগোল হয়। যাকগে, একটা কথা খাঁটি বলেছেন জিওভান্নি সারতোরি, যে লিবেরালিজম সম্পর্কিত ধারণাগুলি নিয়ে যখন  চর্চা শুরু হলো তখন অলরেডি লিবেরালিজম ধ্বংসের পথে। সত‍্যি, ধ্রুপদী উদারনীতিবাদ অনেকটাই অলাদা ছিলো যার কম্পোনেন্ট এখন নিঃশেষিত-প্রায়।
  • dc | 2402:e280:2141:1e8:f8d5:2f1d:437:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:৫২544100
  • তাছাড়া আমি যে শেখার কথা বলেছি তার সাথে এসবের সম্পর্ক নেই। গুরুতে আসার আগে থেকেই আমি ক্যাপিটালিজমের প্রবক্তা ছিলাম, এখনও আছি। কিন্তু গুরুতে অনেকের অনেক বিষয়ে লেখা আমাকে ভাবতে শিখিয়েছে, যার জন্য ক্রিটিকাল রিডিং কথাটা বললাম :-)
  • dc | 2402:e280:2141:1e8:f8d5:2f1d:437:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮544099
  • নানা আমি কেইনেসিয়ান। গুরুতে আমার যতো পুরনো পুরনো কমেন্ট আছে যদি পড়েন তো দেখবেন আমি বেশীর ভাগ সময়ে ফিসকাল পলিসির প্রবক্তা, খুব কম সময়েই মনেটারি পলিসির কথা বলেছি। যেমন ধরুন, গভর্নমেন্ট স্পেন্ডিং এর কথা বহুবার বলেছি, বিশেষ করে হেল্থ, এডুকেশান, আর লার্জ ইনফ্রা প্রোজেক্টে। নিওলিবারালিজমের কয়েকটা আইডিয়া আমার ভালো লাগে, তবে সব নয়। আমি ফ্রি মার্কেট আর ফ্রি ট্রেড এর প্রবক্তা, কিন্তু সেখানেও মনে করি সরকারের রেগুলেটরি রোল থাকা উচিত। আমাকে একটু ওল্ড স্কুল ক্যাপিটালিস্ট বলতে পারেন। 
  • শ্রীমল্লার বলছি | ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩544098
  • গুরুতে তো অনেকেরই লেখা পড়া হল। পড়লাম। মন্তব্য করলাম। এতে ক'রে আমার সুবিধা হল অনেকরকমের। মানুষের মন নিয়েই কাজ করি। বোঝার চেষ্টা করি। নিজের মনের চলাফেরা গুলোকে অন্যের মনের চলাফেরা গুলোর সঙ্গে মিলিয়ে নিই, মিলিয়ে থাকি, মিলিয়ে আসছি। এত এত লেখা পড়েছি গুরুতে, অথচ দেখেছি– অনেকের মনই একটা স্তরের পরে আর এগোতে পারেনি। সে ছাপ লেখায় পড়েছে তাঁদের। আমার মন যেখানে এসে এখন থেমেছে, এই মুহূর্ত অব্দি— তেমন লেখকের খোঁজ; যে আমার মনের সঙ্গে সঙ্গেই হেঁটে এসেছে, তেমন খোঁজ খুব কমই পেয়েছি। আবার এও সত্যি, যাঁর মন যেখানে থেমে আছে এখন— সে সেই মতোই অন্যের লেখায় নিজেকে খুঁজে নেয়। এর মানে এই নয় যে, মনের এগিয়ে থাকা মানেই মন পরিণত। অনেক সময় পিছিয়ে থেকেও মন এমনকিছু ক'রে দেখাতে পারে, যা পরিণত মনের ধারণার বাইরে। 
  • Manali Moulik | 2401:4900:7350:79bc:28dd:3fe3:5520:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:৩১544097
  • @P  ফ্রি-ট্রেড এবং গ্লোবালাইজেশন ঘটিয়া ডেভেলপিং দেশগুলির ঘেঁচু উপকার হইয়াছে। রবার্ট নোজিক তো খুব "গ্লোবাল ভিলেজ'' বলে চেঁচালেন কিন্তু সে গ্রামের মোড়ল হলো সেই ওয়েস্টার্ন দেশগুলি। এগালিটারিয়ানিজম অফ রিসোর্স এসে জন রলস্ কর্তৃক দেওয়া ধারণাটি তবু কিছুটা উন্নতমানের। ইথিওপিয়ার মতো স্টং হওয়া উচিত এবিষয়ে। জোসেফ স্টিলগিৎস কি সাধে জেনাউইকে প্রশংসায় ভরিয়ে দেন !
  • বোদাগু | 2405:201:8008:c019:9021:8d67:557b:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:১০544096
  • :-)))))
  • P | 162.25.***.*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:০২544095
  • কিন্তু ডিসিবাবু তো নিওলিবারেল, মিল্টন ফ্রিডম্যানের চেলা। ওনার গুরু থেকে শেখা অনেকটা এমআইটি ওপেন কোর্স থেকে শিখে স্টার্টআপ বানানোর মত। পুরোটাই এনার্কিস্টদের পক্ষ থেকে ভস্মে ঘি ঢালা। এই জন্য গুরুতে কিছু লেখার ব্যাপারে সতর্ক থাকি যাতে কেউ কিছু শিখে ফেলতে না পারে।
  • বোদাগু | 2405:201:8008:c019:420a:56bb:bcee:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩544094
  • ;-))))
  • বোদাগু | 2405:201:8008:c019:420a:56bb:bcee:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ২১:৪২544093
  • দারুণ | 103.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫
    দারুণকে ধন্যবাদ। ধরে নিচ্ছি আপনি পুরোনো ভাটিয়ালি ইউজার।  গত কয়েকটা নির্বাচন ধরে আমি বিনা আমন্ত্রণে এবং বিনা পয়সায় যতটুকু পারি বিজেপি বিরোধিতা করার জন্য বিশেষ করে ধর্ম নিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদ কে জায়গায় নানা ভাবে সমর্থনে কিছু ভাট লিখে থাকি। এটা একদিক থেকে রাজনৈতিক অন্যদিকে ব্যক্তিগত ভাট হওয়া সত্ত্বেও মহান কাজ হিসেবে দেখছি, তবে আর কেউ দেখছে এরকম কোনো ঐতিহাসিক বা সাহিত্যিক বা বৈজ্ঞানিক এভিডেন্স নাই।
  • শ্রীমল্লার বলছি | ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬544092
  • মায়ের আমার একটাই কথা, সহজ প্রশ্নের সহজ জবাব দিতে হবে। এই আজকেই যেমন বকুনি খেলাম মায়ের কাছে। খেয়ে থাকিই প্রায়। ভাবি যে, এতভাল কথা বলি অন্যসব জায়গায়– কেবল মায়ের কাছেই সহজ হ'য়ে উঠতে পারি না। 
  • dc | 2401:4900:915c:f398:3916:535c:2b0b:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭544091
  • "বর্তমানে যে চর্চাটির খুব প্রয়োজন তা হলো প্রকৃত শিক্ষা, গবেষণা ও চিন্তনের চর্চা"
     
    এখানে এক্কেবারে একমত। শিক্ষা আর চিন্তনের চর্চা, অর্থাত ক্রিটিকাল রিডিং আর ক্রিটিকাল থিংকিং, এর থেকে বেশী দরকারি আর কিছু নেই। আর আমি গুরুতে অনেকদিন ধরে আছি, এখানে থেকে যে কতো কি শিখেছি তার কোন ঠিক নেই। আমি নিজে লিখি না কারন লেখার যোগ্যতা নেই, কিন্তু এখানে অনেকে অনেকদিন ধরে এমন সব লেখা লিখেছেন যা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। 
  • নাম? সে না হয় থাক। | 2401:4900:7330:6b25:cd34:4f3c:f90:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬544090
  • গুরুচন্ডা৯ সত‍্যিই মনোগ্রাহী প্ল‍্যাটফর্ম। সোশ‍্যাল মিডিয়া ভীষণভাবে এড়িয়ে চলি,  বন্ধুর কথায় ভাটিয়ালি পড়তে এলাম। আগে যদিও স্ক্রল করতাম পাঠক হিসাবেই। রঞ্জন রায়, হীরেন সিংহরায়, অসীম নন্দন, অমলেন্দুর কবিতা , শারদা মন্ডলের লেখাগুলি, কুমুদির জন‍্য গল্পের আহ্বান ইত‍্যাদি খুব ভালো লাগে। সব লেখাই একটু ব‍‍্যতিক্রমী, ভাবতে শেখায় যা আমি খুব পছন্দ করি। বর্তমানে যে চর্চাটির খুব প্রয়োজন তা হলো প্রকৃত শিক্ষা, গবেষণা ও চিন্তনের চর্চা। সে তো ঋত্বিকবাবু কবেই বলেছেন, "ভাবো, ভাবো, ভাবা প্র‍্যাকটিস করো।" প্লেটোর মতে, বস্তু ধ্বংসপ্রাপ্ত হতেই পারে, ধারণা অমর।  ধারণা জন্ম দেয় বস্তুর  ও ভিন্ন বাস্তবতার। যার থেকে গুরুর কথা শুনি, সেও টুকটাক লেখে এখানে দেখেছি। অতি-ভাবপ্রবণ আর অখাদ‍্য যদিও, কিন্তু লেখালেখির একটা চেষ্টা আছে ওর সবকিছুর পাশাপাশি। চলতে থাকুক চর্চা...সমমনস্কতা গড়ে তুলুক বৃহত্তর মানববন্ধন।আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সবাইকে।
  • অরিন | ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬544089
  • "ডিসির ১৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৫ এ করা প্রশ্নটা আমারও। কিছু ব্যাপার চোখে পড়ল, তাই বলছি আর কী... "
     
    হ‍্যাঁ আমিই। 
    ! চিহ্নের আলাদা কোন কারণ নেই, লগিন  করে আর না করে নামের পার্থক্য দেখানোর জন‍্য করেছিলাম, :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত