এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৯ অক্টোবর ২০২৫ ১৯:১৭542318
  • আমি Satantango -র কথা বলচি। মেলাংকোলি পড়ি ই নি। যদ্দুর মনেপড়ে সাল যদি না গুলোই ২০১৪ টা লুরুতে থাকি তখন এই নতুন অনুবাদটা ব্লসমে বই ঘাঁটতে গিয়ে পেয়েছিলুম। 
     
    সিনেমা তো অনেক আগে দেখা। বইটি তার চে কমা বা সিনেমা ও সাহিত্যের তুলনা এরকম কিছুই করতে চাইনি। আসলে সিনেমাটা একটা অস্বস্তি তৈরী করে ( বোরডম নয় ) একটা আটকে পড়ার অনুভূতি যা খুব  ডিরেক্ট। এঁকে সাইটিং এ পুরোটা দেখা। লেখার ক্ষেত্রে , ঠিক ঐভাবে এনগেজড হইনি। এবার সেটা অনুবাদের কারণে হতে পারে , লেখাটা পড়েছি আরবান সেটাপে বসে আর সিনেমা দেখেছিলুম একটা পাহাড়ি গ্রামের ফ্যাক্টরিতে  চাকরিসূত্রে নিজেই থাকি তখন।  নানান কারণ হতে পারে। এ থেকে কোনো সিদ্ধান্ত টানা যায়না জাস্ট পার্সোন্যাল হ্যাজ :))
     
    আবার পড়তে হবে গুছিয়ে। 
  • &/ | 107.77.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৯:০৯542317
  • আহা  মূল  ভাষায়  যাঁরা  পড়েছেন  তাঁদের  বক্তব্য  জানা  যাচ্ছে না . বাইরের  সবাই  এর তো  ইংরেজি অনুবাদ  ভরসা 
  • &/ | 107.77.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৯:০৫542316
  • ফেসবুকে  চমৎকার  সব  পোস্ট  আসছে  ক্রাসনাহোরকাইকে  নিয়ে . ওঁর  লেখার  ভিত্তিতে  করা সিনেমাগুলো নিয়েও  জনগণ  খুবই  উদ্বেলিত . 
  • <> | 2401:4900:7070:7672:a944:c459:23e6:***:*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৯:০৩542315
  • ক'দিন আগে curious নামে একজন মির্চা কার্টারেস্কুর উল্লেখ করেছিলেন। Solenoid মনে হয় ওনার বড় উপন্যাস এবং রোমানিয়ার ঐ লেখক ক্রাজনাহোর্কাইয়ের একদম সমসাময়িক। কিন্তু Solenoid ইত্যাদি সম্বন্ধে পড়ে ভেবেছিলাম, ক্রাজনাহোরকাই যখন পড়ে ফেলেছি তখন কার্টারেস্কু না পড়লেও হয়ত চলবে।
  • <> | 2401:4900:7070:7672:a944:c459:23e6:***:*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৫৭542314
  • একক কি Melancholy থেকে করা সিনেমার কথা বললেন ? সে দেখেছিলাম এবং বইটা পরে পড়েছিলাম। কিন্তু সিনেমাটা বইটির তুলনায় কিছু 'কম' মনে হয়েছিল যেন। ঘটনাগুলো দেখানো হয়েছিল বটে কিন্তু মৃত তিমি মাছের অনির্দিষ্ট সিম্বলিজম, সে জিনিস সিনেমায় আসেনি, এই ভেবেছিলাম।

    তিমি মাছ বলতে মনে পড়ল, উপন্যাসের জগতে দুটি লেখায় তিমি মাছ চরিত্র হিসেবে, মবি ডিক আর এই লেখাটি। দুই লেখাতেই তার মাধ্যমে জগত থেকে মহাজগত অবধি পৌঁছনর চেষ্টা করা হয়েছে, কসমিক যাকে বলি, মবি ডিকে সেটা মনে হয় বেশী যথার্থ ভাবে ফুটেছিল। তো সব লেখকেরই predecessor থাকে, ক্রাজনাহোরকাইয়ের লেখার উত্তরসূরী মবি ডিক, কাফকার ক্যাসল আর গোগোলের ডেড সোলস।

    কিন্তু, হাঃ, Satantango কি দেখস হবে না ?
  • &/ | 107.77.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৫৭542313
  • হাঙ্গেরির  ভাষা  নাকি  বেশ  একটু  অন্যরকম , অন্য  ইউরোপীয়  ভাষাগুলোর  তুলনায় .  যাঁরা  ঘুরেছেন,, থেকেছেন , তারা আরও  ভালো বলতে পারবেন। 
  • Ekak | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৫১542312
  • অনুবাদ। 
  • &/ | 107.77.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৯542311
  • এঁরা  কি  নিজেদের  মাতৃ ভাষাতেই  লেখেন , পরে  ইংরেজি  অনুবাদ  হয় ? নাকি  বিক্রম শেঠ প্রমুখ দের  মতন  সরাসরি  ইংরেজিতেই  লেখেন ?
  • &/ | 107.77.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৪২542310
  • কঠিন , বেশ  কঠিন । উচ্চারণ।  
  • Ekak | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৪১542309
  • সিনেমটি দেখার সূত্রেই পরবর্তীতে পড়া। বাকি একটাও পড়িনি। আসলে , সিনেমাটি বেশি ভালো লেগেছিলো। 
  • :|: | 2607:fb90:bd03:c16c:1d85:bbbd:2b9d:***:*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:২২542308
  • আবাপনুযায়ী ক্রাসনাহোরকাই
  • | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:১২542307
  • থেঙ্কু
  • | ০৯ অক্টোবর ২০২৫ ১৮:০৭542305
  • war অ্যান্ড war পড়েছিলাম। melancholy  of resistance নামাই।  কিন্তু ভদ্রলোকের নামের উচ্চারণ কী? মানে লাজলোর পরে। 
  • r2h | 208.127.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৭:০৪542304
  • ও হ্যাঁ হ্যাঁ, স্যরি, গুপ্তঃ)
  • <> | 103.99.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৭542303
  • Laszlo Krasznahorkai নোবেল পেলেন, হাঙ্গেরীর নভেলিস্ট। অন্ততঃ একটা বই যদি পড়তে চান, The Melancholy of Resistance পড়ুন। ঠকবেন না। দু'টো পড়তে চাইলেন War and War। Satantango প্রথম উপন্যাস, বেলা টার যা নিয়ে ৮-৯ ঘন্টার সিনেমা বানিয়েছিল। এইসব লেখাগুলোই ২০০০ র আগে। এর পরের বইগুলো নিয়ে বিশেষ ধারণা নেই, পড়িনি। কিন্তু ঐ প্রথম দুটো মনে হয় সবথেকে powerful লেখা।

    তবে, যারা কমলকুমারের সুহাসিনীর টানা গদ্য দেখে ভড়কি খান, তারা পড়ার চেষ্টা করবেন না। টানা গদ্যে ৩০০ পাতার লেখা, একটাই বাক্য, যতিহীন। apocalyptic আর গ্রোটেস্ক, ডিসঅর্ডার আর ভায়োলেন্স, এই হল সহজে লেখার বিষয়।

    সেই কবে প্রথম পড়েছিলাম, ঐ তিনটে বই দিয়ে এই লেখককে অনেকদিন অনুসরণ করেছিলাম।
  • Ranjan Roy | ০৯ অক্টোবর ২০২৫ ১৬:০৬542302
  • আমার অল্প বয়সে ওনার একটাই ভালো লেগেছিল-- কাগজের বৌ
    আর একটা ছোট গল্পের সংকলন  -- ট্যাংकि साफ़ l
    তাতে শ্বশুর মশাই জামাই এর বাড়িতে থাকতেন এবং জামাই এর গামছাতে  নাক মুছতেনl
    माना করলে, বা নতুন গামছা কিনে দিলে কোন পরিবর্তন নেই l
  • Ranjan Roy | ০৯ অক্টোবর ২০২৫ ১৫:৫১542301
  • Thursday Murder Club দেখেছি l ব্রিটিশ হিউমার l বেশ লাগলো l
  • Ranjan Roy | ০৯ অক্টোবর ২০২৫ ১৫:৪৯542300
  • ধন্যবাদ ডিসি, 
    আমি Stig এর পরের আরেক জনের লেখা প্রথম বইটা,  মানে সিরিজের চার নম্বর,  পড়েছি l ভালো l
  • Manali Moulik | ০৯ অক্টোবর ২০২৫ ১২:১৭542299
  • সায়েন্স ফিকশনের ক্ষেত্রে অনীশ দেব অসাধারণ লেখক ছিলেন। তবে সম্প্রতি কল্পবিজ্ঞানের বাইরেও ওনার লেখা ভাবিয়েছিলো সমাজ নিয়ে 'সংঘর্ষ'  উপন‍্যাসে। আর ওনার 'প্রতিঘাত সম্পূর্ণ' তো বই হিসাবে বেরিয়েছে। বেশ ভালো।
  • অরিন | 119.224.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ১১:৪০542298
  • বাংলার বাইরের ফিকশন নিয়ে বললে বিশেষ করে ডিটেকটিভ উপন্যাস আমার সবসময়ের পছন্দের  লেখিকা নহাইও মার্শ ।
     
     গত চার পাঁচ বছরে আমার পড়া সবচেয়ে ভাল লাগা বই এলিনর ক্যাটেনের "বার্নাম উড", আর মারেকাস জুসাকের বুক থিফ। 
  • Supriyo Mondal | ০৯ অক্টোবর ২০২৫ ১১:৩৮542297
  • কিট্টুদাদা/বাঘাকাকা হিমানিশ গোস্বামীর লেখা চরিত্র। আনন্দমেলায় বেরোত। বেশ কয়েকটা লেখা আছে।
  • | ০৯ অক্টোবর ২০২৫ ০৯:৫৯542296
  • হুতো, নীহাররঞ্জন রায়?? খাইসে! তিনি তো বাংলার ইতিহাস লিখেছেন। কিরীটি রায়ের স্রস্টা নীহাররঞ্জন গুপ্ত। 
     
    কিরীটির বই থেকে আমার টেক অ্যাওয়ে ছিল বাড়িতে ঘাসের চটি আর কিমোনো পরা।  কিমোনো তো ধরেন কাফতান টাইপ, সে পেয়েই গেলাম। কিন্তু ঘাসের চটি বহু খুঁজে কোন একটা হস্তশিল্পমেলায় পেয়েছিলাম। খুব একটা আরামদায়ক নয়। 
     
    নীহার গুপ্তের বইয়ের পাতা ভরানোর টেকনিকটা নিয়ে আমাদের বাড়ি বেশ হাসাহাসি হোত। 
    কে? 
    আমি।
    ও তুমি? 
    হ্যাঁ আমি 
    এইভাবে চলছে পাতার পর পাতা। 
     
    ওঁর অপেক্ষাকৃত বেটার বই ',তালপাতার পুঁথি'৷ এখন আর পড়তে পারব কিনা জানি না, তবে ক্লাস এইট নাইনে পড়ে ভাল লেগেছিল। 
  • dc | 2402:e280:2141:1e8:5141:55d1:6e3e:***:*** | ০৯ অক্টোবর ২০২৫ ০৮:৫৯542295
  • আমি ছোটবেলায় দুটো পুজোসংখ্যা গোগ্রাসে পড়তাম, আনন্দমেলা আর কিশোর জ্ঞান বিজ্ঞান। প্রথমটায় শীর্ষেন্দু, আর পরেরটায় অদ্রীশ বর্ধন। ইন ফ্যাক্ট শীর্ষেন্দুর "বড়োদের" লেখাগুলো পড়িইনি, শুধু আনন্দমেলার লেখাগুলোই পড়েছি।
     
    মনোজদের অদ্ভুত বাড়ি, পটাশগড়ের জংগলে, নৃসিংহ রহস্য, পাতালঘর ইত্যাদি হাজার হাজার বার পড়েছি। পটাশগড়ের জংগলের মতো অসাধারন দুর্দান্ত গল্প বাংলা-ইংরেজি মিলিয়ে আজ অবধি খুম কম পড়েছি। 
     
    অদ্রীশ বর্ধনের লেখাগুলোও খুব ভালো লাগতো, যদিও উনি অনেক সময়েই ইংরেজি সাই ফাই থেকে টুকতেন বলে একটু খারাপ লাগতো। আর পরের দিকের শীর্ষেন্দুর লেখাগুলো অসহ্য রকম বোরিং হ্যাজ হয়ে গেছিল বলে পড়া ছেড়ে দিয়েছিলাম।   
  • r2h | 134.238.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ০৮:৫১542294
  • ছোটবেলায় স্কুলে অসৈরন কাজকর্ম করলেই বা খারাপ নাম্বার পেলেই, মানে যা সব বরাবর হত, বেবাক শিক্ষককূল আছিছিছি, শঙ্খর ভাই হয়ে এ কেমন করে এমনধারা বেআদব আদেখলা হয়েছে -এইসব বলে কাছাখোলা হয়ে যেতেন। তাতে ভ্রাতৃগর্ব যথেষ্ট হত, কিন্তু একই সঙ্গে, আরে মশাই মাফ করুন না, এমনও মনে হত। এই কমেন্টটা পড়ে তাই মনে হলঃ
    • &/ |  ০৯ অক্টোবর ২০২৫ ০৬:৫৫
    • ... জীবনানন্দের মতন সূক্ষ্ম রুচির মানুষ যখন ওই মামাশ্বশুরের...

    তবে মজার ব্যাপার হল সিনেমা টিনেমার ক্ষেত্রে শুনেছি একেবারে ভুলভাল মগজহীন জনমোহিনী জিনিসপত্র বানান এমন অনেক লোক আসলে ব্যক্তিগত ভাবে খুবই উচ্চস্তরের সূক্ষ্মরুচির অধিকারী।
  • r2h | 134.238.***.*** | ০৯ অক্টোবর ২০২৫ ০৮:৪৪542293
  • কাকাবাবু তো গোয়েন্দা না, আমার ভালো লেগেছিল গুণদা তালুকদার, ইঙ্গমার স্মেল্ট - এই চরিত্রগুলিকে। হানি আলকাদিকেও বেশ লেগেছিল। আটের দশকের কাকাবাবু চমৎকার লাগতো, তারপর ভুলভাল।

    তবে এইসবই গোগ্রাসে পড়েছি, ছোটবেলায় ভালো লাগতো, পুজো সংখ্যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। কালজয়ী হয়নি আরকি, সে আর ক'টা সাহিত্যকীর্তিই বা হয়।
  • যদুবাবু | ০৯ অক্টোবর ২০২৫ ০৮:২৬542292
  • ওঃ আমি তো অর্ধেক এডাল্ট জীবন কুকুর মেকুর ভিডো দেখেই অতিবাহিত করলাম। তবে ইউটিউব না, ইন্সটা :)  
     
    রিটায়ার করে একটা নামানুষী শেল্টার খুলবো ভাবি। পাঠশালার আশা ছেড়ে দিয়েছি। অবশ্য যদি অদ্দিন বাঁচি। 
  • dc | 2402:e280:2141:1e8:5141:55d1:6e3e:***:*** | ০৯ অক্টোবর ২০২৫ ০৮:০৮542291
  • হিগাশিনোও বুক লিস্টে আছে, মেয়ে রেকমেন্ড করেছে, আর মাঝে মাঝেই জিগ্যেস করে, পড়েছো? পৃথিবীতে যে কতো বই, সিনেমা, আর গান আছে! ওদিকে রোজ সাবিন হসেনফেল্ডার একটা করে ভিডিও বানান, সেগুলো না দেখলেই নয়, আর য়ুটুব খুললেই চারটে বেড়াল, তিনটে কুকুর, আর আড়াইটা খরগোশের শর্ট না দেখে পারিনা। আটচল্লিশ ঘন্টার দিন হওয়া ভীষন দরকার :-(
  • যদুবাবু | ০৯ অক্টোবর ২০২৫ ০৮:০১542290
  • ওসম্যানের প্রথমটা থার্সডে মার্ডার ক্লাব খুব ভালো, রহস্যের জন্য নয় - এমনি যাকে বলে heartwarming, পরেরগুলো মোটামুটি। যেন নিজের চরিত্রগুলোর ক্যারিকেচার নিজেই করছেন। কিছু একটা মিসিং। 
     
    ম্যাক্বল স্মিথের নাম্বার ওয়ান লেডিস ডিটেকটিভ এজেন্সির ব্যাপারেও তেমন মনে হয়েছে। 
     
    আমি যে গোয়েন্দা উপন্যাসের সিরিজটা খুব পছন্দ করি সেটা কেট আটকিনসনের লেখা। গোয়েন্দার নাম জ্যাকসন ব্রডি। সিরিজের প্রথম বইয়ের নাম কেস হিস্ট্রিস। প্রায় সবকটাই খুব ভালো, বিশেষ করে ১, ৩, ৪। 
     
    আর হিগাশিনো। তবে তিনি তো খুবি জনপ্রিয়। তবে তার আবার সবকটাই বড়ই ট্র্যাজিক। তাও, লেখেন বড় ভালো। 
  • দীপ | 2402:3a80:431c:f650:878:5634:1232:***:*** | ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৫০542289
  • গত পঞ্চাশ বছরের মধ্যে অতীন বন্দোপাধ্যায় অত্যন্ত শক্তিশালী লেখক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত