এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৭541654
  • ক্যাসেটগুলোতে সেই কতকাল আগের তরুণতর মানুষগুলোকে দেখা যাচ্ছে। আহা, এইগুলোর দিকে চেয়ে তাঁদের নিজেদের কী মনে হয় না, কী তাঁরা ছিলেন, কী তাঁরা হয়েছেন?
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৪541653
  • সুপ্রিয়া দেবীর ইন্টারভ্যুটা দেখছিলাম শুনছিলাম সেদিন, ওই ঋত্বিক ঘটকের টইতে লিংকটা ছিল। সেখানেও তো এক প্রতিভাবান পরিচালকের মদের নেশায় একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে অকালমৃত্যু। ভদ্রলোকের স্ত্রী ছিলেন, সন্তানাদি ছিল। কী অবস্থা হল তাদের। শুধু আর্থিক না, অন্যান্য সমস্যাও খুবই ক্ষতি করতে পারে।
  • | 42.108.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:০১541652
  • একত্রে অ্যালবামটা সুমনচিকেতা - এই সময় এই গান এই দুজন --- লাইভ অনুষ্ঠানের রেকর্ডেড ভার্সান।  পাতা ঝরা মরশুমে, চলো সজনা, পিট সিগারের গান, তিনটে বাঁদর, সুমনের গলায় নচির গান
    সে একটা কাণ্ড হয়েছিল।
    এখন দুটোই খচ্চরের চূড়ান্ত উদগাণ্ডুর ডিম হয়েছে। চটি চাটতে চাটতে জিভ ক্ষয়ে গেছে বলে গানটাও ঠিকঠাক হয় না আর।
  • r2h | 165.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৭541651
  • দুঃখ কষ্ট দারিদ্র অকালমৃত্যু - এইসবকে গৌরবদান করতে আমার ঘোর অনীহা। নিজে খুব ধূসর মেটে বর্ণের জাগতিক প্রকৃতির বলেই হবে হয়তো।
    প্রতিভাবান লোক আর ক'বছর বেঁচে থাকলে জগতের আরও উপকার হত, আত্মীয়স্বজনের কিছু সুসার হত, প্রতিভাবান লোকটি মৃত্যুশয্যায় শুয়ে অসহায় বোধ করেছিলেন কিনা ভাবি, ঘরের আঙিনার কচি লাউডুগাটির কথা ভেবেছিলেন কিনা, পরিবার ভেসে যাবে - এমন ভেবেছিলেন কিনা ভাবি। প্রকাশক বন্ধুজন যাঁরা মৃত্যুর পর গিলে করা পাঞ্জাবী পরে ভাষন দেবেন তাঁরা আরেকটু সহায়তা করতে পারতেন কিনা ভাবি, প্রতিভাবান লোকটি আরেকটু আখের গুছিয়ে রাখলে ভালো হত কিনা ভাবি। সাহিত্যের উপকার তো হল, কিন্তু মৃত্যু এমনই একটা না ফেরার পথ, যে সেটাকে বাহার দিতে ইচ্ছে করে না।

    এমনিতে সবার জীব্নই নিজের, তা নিয়ে তাঁরা কী করবেন সে তাঁদের ব্যাপার। কিন্তু দরজা বন্ধ হয়ে গেলে আর খোলার উপায় নেই, এ এক বড় সমস্যা।
  • | 42.108.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫২541650
  • ছোট বড় মিলে --  অ্যালবামটার নাম। ফেলুদার গান ও তিনজনের একত্রে।
  • r2h | 165.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০541649
  • প্রকাশ্যে তিক্ততা আছে কী? জানি না, এমনিতে এক পেশার নামকরা লোকেদের মধ্যে রেষারেষি তো থাকে। খুব ভালো প্রকাশ্য সম্পর্ক কখনও ছিল? একত্রে অ্যালবামটা বোধয় কিছুটা হাত মেলানো টাইপের ছিল, সুমন ও নচিকেতার ভক্তদের মধ্যে খারাখারি ছিলই। আমি একবার কী একটা অনুষ্ঠান শুনতে গেছিলাম যেখানে সুমন অঞ্জন নচিকেতা ছিলেন, ঐ অ্যালবামের কী একটা গান হচ্ছিল, তিনজন গাইবেন ওরকম ব্যাপার ছিল, কিন্তু নচিকেতা কেমন একটেরে অনিচ্ছুক মত একটা হাবভাব করছিলেন, তেমন গলা মেলানও নি। কী জানি।

    আমার কাছে অবশ্য সুমন আর নচিকেতার গান খুবই আলাদা রকম, দু'জন একসময়ে গান গেয়েছেন, সমকাল নিয়ে, এই মিল। এছাড়া মৌলিকতা, গানের ধরন, যন্ত্রানুষঙ্গ ইত্যাদি নিয়ে তেমন কিছু মিল দেখি না। সঙ্গীতজ্ঞরা ভালো বলতে পারবেন।
    এর বাইরে ব্যক্তিগত সমীকরন কী কেন কবে সেসব দিয়ে আর কী হবে।
     
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫541648
  • আচ্ছা এই সুমন আর নচিকেতার মধ্যে তো একসময় খুব ভাল সম্পর্ক ছিল , উভয়ের একসাথে গানও আছে। এখনও দুজন একই দলের সমর্থক। তাহলে উভয়ের মধ্যে সম্পর্ক এত তিক্ত হল কবে থেকে আর কী কারণে? 
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৪541647
  • হঠকারিতা বলেই মনে পড়ে গেল অবিমৃষ্যকারিতা। অবিমৃষ্যকারিতার মানে একজন বলেছিল নিরামিষ খাওয়া। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২541646
  • এইবারে ভাবুন স্থায়ী উপার্জন নেই এমন স্বামীর ঘর করতে এসে সেই স্ত্রীর কী অবস্থা হল। স্ত্রীর নিজেরও কোনো চাকরি নেই, সেই আমলে তো সেটাই দস্তুর ছিল। এদিকে ছেলেপুলে জন্মাচ্ছে। একটি লোকের হঠকারিতায় কত কত মানুষের ভোগান্তি।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৮541645
  • @শ্রীমল্লার বলছি
    কবিতা নিয়ে তো সেরকম চর্চা করি না , তাই এটা ঠিক বলতে পারব না। তবে এখানে অনেকেই চর্চা করেন , তাঁরা বলবেন আশাকরি 
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৮541644
  • বড় কোনো হাউস থেকে লেখাপত্র বের করতে থাকলে হয়ত মানিক বন্দ্যোর আর্থিক অসুবিধে হত না পরে। সমরেশ বসু যেমন বড় হাউসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন, সিনেমার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন, চিত্রনাট্য লিখতেন, ইত্যাদি কারণে আর্থিক সচ্ছলতা পেয়েছিলেন।
  • kk | 2607:fb91:4c1f:77b8:4e7:afd0:62b:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৫541643
  • সুমনের 'ইচ্ছে হলো' বলেও একটা অ্যালবাম ছিলো না? তার কভারের ছবিটা খুব সুন্দর ছিলো। সাদা-কালো, একটা পাখির খাঁচা।
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৩541642
  • রঞ্জনদা, মানিক বন্দ্যো ছাত্রজীবনেই 'অতসী মামী' নামে এক গল্প লিখে সেকালের খুব নামকরা পত্রিকায় পাঠিয়ে দেন, সেই গল্প ছাপা হয় এবং একটা সেন্সেশন তৈরী হয়ে যায়। একজন তরুণ লেখকের প্রথম গল্প এতটা সাড়া তুলতে পারে এই ব্যাপারটাই তো বিরাট। মানিক বন্দ্যো কিন্তু পড়াশোনা ছেড়ে দেন নি, চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওঁর দাদা আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ায় পড়া বন্ধ করতে হয়। নিজস্ব উপার্জন নেই, পড়াশোনা শেষ করে ডিগ্রি পান নি, এই অবস্থায় বিয়ে করে বসেছেন, এই অবস্থায় দাদা ইত্যাদিরা আর্থিক সহায়তা কতদিনই বা দিতে পারেন? তাঁদেরও তো কাজ করে উপার্জন করতে হয়।
  • pathetic narcissist | 2a03:e600:100::***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২541641
  • সাধারণ কথাবার্তা বলতেও যার পাঁচটা বাক্য নিজের সম্পর্কে বলতে হয়, তার মধ্যে সাড়ে তিনখানাই নিজের প্রশংসা - তার আর সেলফি তোলার দরকারটাই বা  কী? নিজেকে নিয়ে আদেখলেপনার কতই না চ্যায়রা
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬541640
  • সুমন যখন ওই গানগুলো করতেন, তার একটু পর থেকে নচিকেতা গান শুরু করেন। কিন্তু নচিকেতার গান লোকেরা ততটা সিরিয়াসলি নিতেন না, যতটা সুমনেরগুলো নিতেন। তারপরে নচিকেতা তো মনে হয় সিনেমায় নেমে গেলেন আর সুমন তো রাজনীতিতে .. চন্দ্রিল লিখতেন, 'ক্ষমতায় এসে তিনি সুমনকে করলেন ব্রাত্য আর ব্রাত্যকে করলেন মন্ত্রী।' ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০541639
  • হুতেন্দ্র, আর একটা ছিল জাতিস্মর নামের ক্যাসেট। সেইখানে সেই অসাধারণ একটা গান ছিল, 'অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবীদাওয়া/ এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।'
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫১541638
  • @Ranjan Roy, আবার অন্যদিকে দেখুন, সমরেশ বসুকে। দারিদ্র্য থেকে সমাজের উঁচু স্তরে উঠে এসেছেন, সেই লিখেই কিন্তু। আসলে, ভবিষ্যৎ তো কেউ বলতে পারেন না। একেকজনের সঙ্গে একেকরকমের ঘটনা ঘটে। প্রত্যেকের পরিস্থিতি, জীবন এমনকী দর্শনটাও নিজের নিজের মতোই। 
  • r2h | 165.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯541637
  • কিন্তু সুমনের গান, তারপর নচিকেতা, তারপর জীবনমুখী তকমা -এইসবে প্রাচীনপন্থী গায়কদের মধ্যে একটা চিলুবিলু পড়ে গেছিল, কে যেন একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী রেগে গিয়ে বললেন আমরা কী তবে মরণমুখী গান গেয়েছি এতদিন?
    কী মুশকিল এত রাগ করার কী আছে!
    নতুন ধরনের গান হচ্ছে, কোথায় সঙ্গীতরসিকরা খুশি হবেন, তা না, শুধুশুধু রাগারাগি!
  • r2h | 165.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩541636
  • স্যরি অনুপর্ণা-র নামটা ভুল লিখেছি।

    জীবনমুখী ব্যাপারটা কিন্তু ইয়ে, যদ্দুর মনে পড়ে ওটা নচিকেতার প্রথম ক্যাসেটে লেখা ছিল, সুমনের ক্যাসেটে বরাবর আধুনিক বাংলা গান, বা সুমনের গান লেখা থাকতো।
    পরে তকমাটা সুমনের গানের সঙ্গে শক্ত হয়ে এঁটে যায়, কিন্তু উনি নিজে ব্যাপারটাকে সেরকম ভাবে এন্ডর্স করেননি।
     
     
     
     
    ছবিগুলি খুঁজে বের করলাম, ভাবলাম দিয়েই দিই! 
     
  • Ranjan Roy | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪২541635
  • মানিক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞানের স্নাতক হওয়ার আগেই কলেজ ছেড়ে দিয়ে গল্প লিখতে শুরু করেন l দাদাকে লিখেছেন  -- আপনি যা খুশি বলুন আমি জানি যে আমিই এখন বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক
    প্রচুর লিখেছেন l কিন্তু চরম দারিদ্রের মধ্যে জীবন যাপন করতে হয়েছে l
     
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯541634
  • @& আপনার জন্য—
     
    কাছে গেলে হয়তো সেও, 
    ফোঁস তোমাকে করতে পারে।
    তাই তো মানুষ নিজের বিষেই,
    আরও অনেক মানুষ মারে... 
     
  • &/ | 151.14.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৩541633
  • আরে হুতেন্দ্রও দেখি অনুপূর্ণা লিখলেন!!!!!
  • &/ | 151.14.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮541632
  • মানুষ চেনার ব্যাপারে নিজের অভিজ্ঞতা বলতে পারি। একেবারেই মানুষ চিনি না। ভয় পাই, খুব ভয় পাই। কে কখন স্বমূর্তি ধরে। দূর থেকে সাবধানে মানুষ দেখি, ক্বচিৎ কদাচিৎ কাছ থেকে। এমনিতে মানুষ, গড়পড়তার হিসেবে, খুবই ভালো। কিন্তু বেশি কাছে গেলে কী হবে বলা যায় না। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৩541631
  • এই যেসব শিল্পী কবি সাহিত্যিকদের কথা আমরা বলাবলি করি, রুজি রোজগারের একটা ব্যবস্থা প্রায় সকলেরই ছিল। হয় সেটা তাঁদের শিল্প সাহিত্য দ্বারা, নয়তো পৃথক কোনো পেশার দ্বারা।
  • &/ | 151.14.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১১541630
  • সুমনও গাইতেন, 'রুজি রোজগারের জন্য করছি রফা', অনেক আগে, তখন উনি দেশে ফিরে একটা নতুনরকম গানের মুভমেন্ট শুরু করেন। নানা জায়্গায় অনুষ্ঠানে গিয়ে গান গাইতেন। সেই গানগুলোকে বলা হত জীবনমুখী গান।
  • &/ | 151.14.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৮541629
  • জগন্নাথদেব মণ্ডলের কিছু কিছু কবিতা আমিও পড়েছি। ফেসবুকে কিছু পড়েছি। কিছু পড়েছি গুরুচণ্ডালিতে।
  • r2h | 165.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭541628
  • হ্যাঁ, সে তো বটেই, নেহাৎ দ্বারকা ঠাকুরের নাতি না হলে ক'জনই বা নিশ্চয়তার পেছনে না দৌড়ে পারে।

    তাও লোকে করে, কেউ কিছুটা কেরিয়ার গুছিয়ে করেন, যেমন সম্প্রতি অনুপূর্ণার কথা পড়লাম, বা অনুপম রায়। কেউ পাশাপাশি করেন, তারাপদ রায় এট আল যেমন, কেউ পেশা ও ভালোবাসাকে একসঙ্গে মিলিয়ে নিতে পারেন, যেমন সুনীল শক্তি, কেউ ঝুঁকি নেন, যেমন শ্রীজাত করেছেন বলে শুনি। কেউ আবার ইচ্ছে করেই রুজি রুটি ও ভালোবাসা আলাদা রাখে।
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২541627
  • @kk "সবার দ্বারা সব হলে তো হয়েই যেতো।" 
    শ্রীমল্লার এমনিতেই মূর্খ.... মূর্খের কথায় আঘাত পাবেন না। smiley
  • kk | 2607:fb91:4c1f:77b8:4e7:afd0:62b:***:*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৯541626
  • আরে না না, 'মজা করার' কোনো ব্যাপারই নেই। আমি সত্যিসত্যি জানতে চাইলাম। প্রশ্ন করার ব্যাপারে আমি সবসময়েই খুব সিরিয়াস। আসলে 'লড়াই' কথাটার যেমন ব্যপ্তি তেমনিই গভীরতা। কে যে কোন লড়াই কেমনভাবে লড়ছে, কে তার আন্দাজ পায়? যাক গে। আপনি একুশ বছর বয়সেই অনেক মানুষ দেখেছেন, চিনতে শিখেছেন। দারুণ ব্যাপার! আমি,সেই হুতো যেমন একবার বলেছিলো আপনার জ্যাঠামশাই হবার মত বয়স, সেই বয়সে এসেও আজ অব্দি বলে উঠতে পারলামনা "মানুষ চিনি"। তো ঠিকই আছে। সবার দ্বারা সব হলে তো হয়েই যেতো।
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৭541625
  • @r2h "আগে কফি হাউস আদি আড্ডাখানা, কিছু কিছু কলেজ ক্যাম্পাস, কিছু কিছু দেশীয় শুঁড়িখানা ইত্যাদিতে তরুণ কবিদের খোঁজ পাওয়া যেত, আজকাল কী হয় কে জানে।" 
     
    আমার বন্ধুদের মধ্যে দেখেছি, একজন ভালো গান করে। কিন্তু সেই গান করে কোনো ভবিষ্যৎ পাওয়া যাবে কিনা তা নিয়ে তার বরাবরের অনিশ্চয়তা। সে এখন উচ্চ শিক্ষার জন্য নিজেকে তৈরি করছে। চাকরি করবে। আসলে সেই বন্ধু অনিশ্চয়তায় জীবন কাটাতে পারবে না। 
     
    আরেকজন বন্ধু আমার, যে বরাবর উজ্জ্বল ছাত্রী। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও সম্ভবত জেলার মধ্যে মেধা তালিকায় কোনো একটা স্থানে ছিল। তো সে দারুণ নাচে! পড়াশোনার পাশাপাশি নাচকেও এগিয়ে নিয়ে চলেছে। হয়তো নাচ নিয়েই ভবিষ্যৎ এ এগোবে। ঝুঁকি নেবে। ভুলও হতে পারি আমি। তো কথা হচ্ছে, যে যেটা করতে ভালোবাসে, সে সেটা নিয়ে এগোতে যাওয়ার আগেই তার মনে একটা দ্বন্দ্ব কাজ করে— 'এর কোনো ভবিষ্যৎ আছে তো?' ভয়েই তাই আর এগোনো হয় না। অধিকাংশ মানুষই জীবনে একটা নিশ্চয়তা চান। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত