এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ২৬ জুলাই ২০২৫ ২৩:৩২540599
  • @পাপাঙ্গুল
     
    দীপেশ চক্রবর্তী অবশ্যই প্রেসিডেন্সি। ওদের ক্যান্টিনে মৌলানা থেকে আড্ডা দিতে এসে ওনার নিজের লেখা এবং গাওয়া গান  শুনেছি। স্কলার ছিলেন।
     গৌতম চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি। তবে এঁরা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন না। 
     
    প্রয়াত রাঘব বন্দ্যোপাধ্যায় আমার ঘনিষ্ঠ বন্ধু।
    পড়ত বঙ্গবাসীতে ইংরেজি অনার্স। ওর শ্যালক বিনয় বা  ভজু পড়ত মৌলানায় ইংরেজি নিয়ে। বিষ্ণু দে পড়াতেন। ওর মাধ্যমেই আমার রাঘবের সঙ্গে পরিচয়। পরবর্তী কালে আশি-নব্বইয়ের দশকে ওরা দুজনে মিলে "যোগসূত্র" বলে চমৎকার সাহিত্য ম্যাগ চালাতো, বেশ নাম হয়েছিল।
    ওরা রাখত বেঙ্গল পটারি পাড়ায়,।
     
    রাঘব কামারডাঙ্গা রেল কলোনীতে মাসিমা আর ও। এবং যত বন্ধুবান্ধবদের রাজনীতির কারণে বাবা বাড়ি থেকে বের করে দিতেন তারা এসে রাঘবের কাছে ওই দাদুর দস্তানায় আশ্রয় নিত।
    মাসিমা রান্নবান্না সামলাতেন। ছেলেগুলো টিউশন করে খরচা চালাত। 
     
    রাঘব বঙ্গবাসীর নেতা অচিন্ত্য গুপ্তের সঙ্গে প্রেসিডেন্সি কন্সোলিডেশনেই ছিল।
    বাস্তবে প্রেসিডেন্সির সঙ্গে পিজিএস এফ, বঙ্গবাসী,  সিটি  কলেজ, স্কটিশ, মৌলানা, মণীন্দ্র চন্দ্র জয়পুরিয়া, দমদম মতিঝিল  --সবাই ছিল।
    আজিজুলদের সঙ্গে সাউথের কলেজগুলি। 
     
    আর একটা গ্রুপের কথা না বললেই নয়।
    চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন খ্যাত অনন্ত সিং এর আর সিসি আই যার চালুনাম ছিল ম্যান-মানি-গান বা এমএমজি।
     
    সদর স্ট্রিট পোস্ট অফিস এবং রাসেল স্ট্রিট স্টেট ব্যাংক ডাকাতি আর জদুগোড়ায় রুয়ামের জঙ্গলের অ্যাডিভেঞ্চার ওনার দলের কীর্তি। 
     
    আশ্চর্যের কিছু নেই।
    স্বাধীনতা আন্দোলনের সময়েও গুপ্ত সমিতির ফান্ড রেইজ করতে ডাকাতির চল ছিল। স্বদেশী ডাকাত কথাটা সেভাবেই উৎপন্ন।
    উনি সেই ট্রয়াডিশন থেকে এসেছিলেন। চিন্তায় অস্ত্রর উপর নির্ভরতা বেশি ছিল। 
    বৃটিশ টিচার মেরী টাইলার এদের দলে ছিলেন। এদের বেশির ভাগ রিক্রুট বেহালা অঞ্চলে। 
     
    এদের সেকেন্ড ইন কমান্ড ব্রজ রায় (প্রয়াত) পরবর্তী জীবনে মরণোপরান্ত দেহদানের সংস্থা খুলেছিলেন, ভবানীপুরে। 
     
    দাঁড়ান,  আপনাদের আগ্রহ দেখে একটা কথা ভাবছি। 
     
    আমার ফেরারী ফৌজ উপন্যাস যা গুরুর পাতায় আদ্দেক বেরিয়েছিল, পরে ঋতবাক থেকে বই হয়েছে--আমি আবার সিরিয়ালে পোস্ট করছি। 
    দক্ষিণ কলকাতার কিছুটা ছবি পাবেন।  অনন্ত সিং গ্রুপেরও। 
     
  • aranya | 2601:84:4600:5410:8826:45be:41e7:***:*** | ২৬ জুলাই ২০২৫ ২৩:১৬540598
  • 'হাজার চুরাশির মা' একটা অসাধারণ বই 
  • &/ | 151.14.***.*** | ২৬ জুলাই ২০২৫ ২৩:১৫540597
  • 'নকশালনামা' লেখাটা কেমন হয়েছে? 'দেশ' এ ধারাবাহিক বের হত। কেউ কি তখন পড়েছেন? বা পরে বই হবার পর?
  • aranya | 2601:84:4600:5410:8826:45be:41e7:***:*** | ২৬ জুলাই ২০২৫ ২৩:০৩540596
  • গৌতম ঘোষের সিনেমা। মোটামুটি 
  • &/ | 151.14.***.*** | ২৬ জুলাই ২০২৫ ২৩:০০540595
  • কালবেলা অবলম্বনে একটা সিনেমাও হয়েছে, খুব একটা সুবিধের না, তবু হয়েছে তো। আন্দোলনের বাইরের সাধারণ মানুষদের অনেকেই 'কালবেলা' পড়েই .... আর এই ব্যাপার নিয়ে আরেকটা বইও খুব পরিচিত, মহাশ্বেতা দেবীর 'হাজার চুরাশির মা'
  • আ খোঁ | 2402:3a80:42e8:ff1b:378:5634:1232:***:*** | ২৬ জুলাই ২০২৫ ২২:৫৮540594
    • r2h | 134.238.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০৫:১৩
    •  মাঝে মাঝে আজিজুল হক আসতেন দেখতাম, উনি এলে একটা চাপা ব্যস্ততা হত চতুর্দিকে। একটা হাসপাতাল হাসপাতাল গন্ধ ঘিরে থাকতো, ডেটল টেটল মেশা যেমন হয়, কিন্তু অম্লান হাসি।
    মাঝে মাঝে মানে উনি তখন প্রায়ই ওখানে আসতেন। হপ্তায় ২/৩ দিন তো বটেই। তবে সবসময়ই হাসপাতাল হাসপাতাল গন্ধ থাকতো না মনে হয়। হয়তো যেদিন রক্ত নিয়ে হাসপাতাল থেকে সরাসরি আসতেন সেদিন আপনি হয়তো ওই গন্ধ পেয়ে থাকবেন। 
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৬ জুলাই ২০২৫ ২২:৫৬540593
  • @রঞ্জনদা , রাঘব বন্দ্যোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী আর মহীনের গৌতম চট্টো কোন দলে ছিলেন?
  • aranya | 2601:84:4600:5410:8826:45be:41e7:***:*** | ২৬ জুলাই ২০২৫ ২২:৩০540592
  • আজিজুল কারাগারে ১৮ বছর লিখছিলেন কারাগার থেকেই। অশোক দাশগুপ্ত সেই পাতাগুলো জেল থেকে লুকিয়ে বাইরে আনার ব্যবস্থা করেন, দৈনিক আজকালে ছাপা হতে থাকে, বেশ সাড়া ফেলে পাঠকসমাজে 
  • aranya | 2601:84:4600:5410:8826:45be:41e7:***:*** | ২৬ জুলাই ২০২৫ ২২:১৭540591
  • লন্ডনে গিয়ে কিভাবে ঐ সার্জারি করান , তা নিয়ে আজকালে একটা উপন্যাস লিখেছিলেন, বেশ ভাল 
  • <> | 2405:201:802c:7858:5579:e454:3e98:***:*** | ২৬ জুলাই ২০২৫ ২১:২৬540590
  • আজ আছি - শৈবাল মিত্রর আত্মজীবনী, খুবই ভাল লেখা। পড়ে জেনেছিলাম, ছোটবেলা থেকে হার্টে ফুটো ছিল, ভুল চিকিৎসার জন্য। সেই নিয়ে বিপ্লব ইত্যাদি, সারা জীবনে ৫ - ৬ টা ওপেন হার্ট, গোটা দুয়েক ছুটকো পেসমেকারের সার্জারি ! একটা হার্ট সার্জারি, কীভাবে লণ্ডন পৌঁছে গিয়ে সেখানে !

    আর, নকশাল আমল নিয়ে ওনার বেশ কিছু উপন্যাস আছে, অজ্ঞাতবাস একটা। সবই ছোট আকারের, ব্যক্তিগত আর সময়ের অভিজ্ঞতা আধারিত। তীব্র, সমরেশমার্কা সাগা নয়।
  • &/ | 107.77.***.*** | ২৬ জুলাই ২০২৫ ২১:১৯540589
  • সমরেশ  মজুমদারের  ভায়রাভাই  হয়ে  যান  বিয়ের পর .
  • Ranjan Roy | ২৬ জুলাই ২০২৫ ২০:১৮540588
  • নির্মল ব্রহ্মচারীর উৎপল দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ওঁর প্রথম কাব্যগ্রন্থের ভূমিকা উৎপল লিখেছিলেন।
     
    পরে উনি সম্ভবতঃ সুইডেন বা ডেনমার্ক বাসী হন।
     
    বলা ভাল, শৈবাল মিত্র ও নির্মল ব্রহ্মচারী গোড়ার দিকে নিয়মিত কবিতা লিখতেন, নন্দন ম্যাগাজিনে বেরোত।
     শৈবাল পরে গদ্যশিল্পী হয়ে যান। 
  • Ranjan Roy | ২৬ জুলাই ২০২৫ ২০:১৩540587
  • আজিজুল হক, শৈবাল মিত্র, নির্মল ব্রহ্মচারী এঁরা ষাটের দশকে সিপিএমের ছাত্রফ্রণ্টএর সাংগঠনিক ও তাত্ত্বিক নেতা ছিলেন। তখনও এস  এফ আই নামকরণ হয়নি। 
    এঁদের দক্ষিণ কলকাতায় প্রতিনিধিরা ছিলেন বীরেশ গুহ, দিলীপ পাইন ও প্রলয়েশ মিশ্র। 
    ছাত্রফৌজ নামে পত্রিকাটি এঁদের সম্পাদনায় চলত।
    এঁরা ছিলেন বিদ্রোহী গ্রুপ।  তখন 'অফিসিয়াল লাইন' কথাটি খুব চালু ছিল।
     
     
    সিপিএমের ছাত্রফ্রণ্টের  অফিশিয়াল লাইনের সর্বমান্য নেতা ছিলেন বরানগরের দীনেশ মজুমদার। তারপরেই সুভাষ চক্রবর্তী, বিমান বসু ও শ্যামল চক্রবর্তী। 
    প্রথম গ্রুপটিকে সন ৬৬-৬৭ নাগাদ  সিপিএম ব্যান করে দেয় এবং ছাত্রফৌজ পত্রিকার সংগে সাধারণ সদস্যদের সম্পর্ক না রাখতে বলা হয়। 
     
    ওদিকে দেশহিতৈষী পত্রিকার সম্পাদকমণ্ডলী তে রেবেল গ্রুপের নিয়ন্ত্রণ। যেমন সুশীতল রায়চৌধুরী, সরোজ দত্ত, প্রবীর বসু প্রমুখ।
    তারপর একদিন নাকতলার ভোলা বসুর নেতৃত্বে সিপিএম ক্যাডারদের এক বাহিনী এসে দেশহিতৈষী অফিস দখল করে সুশীতল, সরোজ , অর্থাৎ পুরো রেবেল গ্রুপকে শারীরিক ভাবে নিগ্রহ করে  বের করে দেয়।
    ওঁরা তখন দেশব্রতী নামে আলাদা কাগজ বের করেন। এবং খোলাখুলি নকশালবাড়িকে সমর্থন করেন।
    শৈবাল সম্ভবতঃ ওই অফিস থেকে গ্রেফতার হন।
     
    এদিকে প্রেসিডেন্সি কলেজ থেকে নতুন ছাত্র নেতৃত্ব  উঠে আসছে। এঁদের সঙ্গে ইউনিভার্সিটির পিজি ইউনিট মিলে তৈরি হল পিজিএসএফ কনসোলিডেশন। 
    তখন অসী ম চট্টো(কাকা) , দীপাঞ্জন রায়চৌধুরী, অমল সান্যাল, রণবীর সমাদ্দার, সন্তোষ রাণা,অচিন্ত্য গুপ্ত এঁরা নেতৃত্বে ছিলেন।
     
    ১৯৬৭  সালের সম্ভবতঃ নভেম্বরে ঢাকুরিয়ার রামচন্দ্র হাই স্কুলে সারাদিনের সম্মেলন হয়।
     সেইখানে স্পষ্ট হয় দুটো গ্রুপের দ্বন্দ্ব।
     
    দ্বন্দ্বের আপাত কারণ দুই লাইনের বিতর্ক। সেটা কী?  ভারত রাষ্ট্রের শ্রেণীচরিত্র কী -- নয়া উপনিবেশবাদী নাকি আধা উপনিবেশবাদৈল
    একদিকে প্রেসিডেন্সি গ্রুপের কাকা ও দীপাঞ্জনের নেতৃত্বে একের পর এক বক্তা এসে নানান যুক্তি তর্ক ও ডেটা দিয়ে বলে যাচ্ছে-- সেমি কলোনিয়ালিস্ট! আধা উপনিবেশবাদী!
     
    অন্যদিকে আজিজুল হক, দিলীপ পাইন, বীরেশ , প্রলয়েশরা বলছেন --কোনমতেই না। নিও কলোনিয়ালিস্ট, নয়া উপনিবেশবাদী।
    কোন ফয়সালা হয় নি। সবাই আলাদা লাইনে ও সংগঠনে কাজ করতে থাকেন।
     
    শেষে.১৯৬৯ সালের ২২ শে এপ্রিল তারিখে সিপি আই (এম এল )  দল ঘোষণা হলে সবাই তাতে যোগ দেন।
     
    আজকে মনে হয় ওই বিতর্কটি পাত্রাধার কি  তৈল, নাকি তৈলাধার কি পাত্র গোছের ছিল। সারবস্তু কম, নেতৃত্বের লড়াই বেশি। 
     
    * এর চেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক ইপিডব্লু এবং সোশ্যাল সায়ন্টিস্টে  হয়েছিল।
    যেমনঃ
     ১ ভারতের কৃষি ব্যবস্থার চরিত্র কী? ক্যাপিটলিস্ট নাকি সেমি ফিউডাল?
    এতে বাঘা বাঘা বুদ্ধিজীবী ও স্কলার দিনের পর দিন লড়েছিলেন।
    যেমন ড্যানিএল ও অ্যালিস থর্নার, প্রভাত ও উৎসা পট্টনায়েক, পরেশ চট্টোপাধ্যায়, বানাজী এবং আরও অনেকে। 
     
    ২  ভারতীয় সমাজে ক্লাস না কাস্ট (শ্রেণী না জাতি) কোনটা গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক ইউনিট?
    এতে সিপিএমের রণদিভে, অজিত রায়; প্রাক্তন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সেক্রেটারি পি সি জোশী, মহারাষ্ট্র থেকে সত্যশোধক কমিউনিস্ট পার্টির শরদ পাতিল, দক্ষিণের ক,জন জাতপাত নিয়ে কাজ করা স্কলার, ওম গেইল্ভেট এঁরা আসর জমিয়েছিলেন।
    আমার ভাল লেগেছিল পুরণচাঁদ জোশীর লেখা। পুরনো চাল সত্যিই ভাতে বাড়ে। 
     
     
    তারপর কী হইল জানে শ্যামলাল।
     
    অসীম ও সন্তোষ রাণা নির্বাচনে দাঁড়ালেন। জেল থেকে বেরিয়ে আজিজুল সিপিএম এর পক্ষে কথা বলতে লাগলেন।  সন্তোষ রাণা মেদিনীপুরের ডেবরা গোপীবল্লভ পুর এলাকার গ্রাম সমাজের বিশ্লেষণ করে চমৎকার দুটো   বই লিখলেন। আজ উনি প্রয়াত।
    অসীম একসময় হান্টারের অ্যানালস অফ দ্য রুরাল বেঙ্গল বাংলায় অনুবাদ করেছিলেন।
    টিভিতে নিয়মিত হাজিরা দিতেন।
    ইদানীং দেশে ধারাবাহিক নকশালনামা লিখে পুরষ্কার পেয়েছেন।
     
    রণবীর সমাদ্দার বেসিক্যালি বড় স্কলার।
    কোলকাতায় ক্যালকাটা রিসার্চ গ্রুপ নামে  সংস্থা  গড়ে  সামাজিক-অর্থনৈতিক ইস্যুতে রিসার্চের কাজ চালিয়ে যাচ্ছেন। সারা ভারতের লিবারেল চিন্তার সাংবাদিক ও অধ্যাপকের সঙ্গে যুক্ত। মাঝে মধ্যে ইউরোপে বিভিন্ন ইউনিতে ভিজিটিং প্রফেসরের দায়িত্ব পালন করেন।
     
  • &/ | 107.77.***.*** | ২৬ জুলাই ২০২৫ ২০:০৯540586
  • আরে  ফেবুগ্রূপেই  তো  লোকে  বলছে  সমরেশ মজুমদার  তাঁর  ভায়রাভাইকে  নিয়েই  ওটা  লিখেছেন 
  • Orphange | 47.32.***.*** | ২৬ জুলাই ২০২৫ ১০:০০540585
    • Skm | ২৬ জুলাই ২০২৫ ০৪:০৬
    • Orphange cum school. 
    সারগাছি রামকৃষ্ণ মিশন, https://www.rkmsargachi.org/index.php
  • b | 14.139.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০৯:৫৯540584
  • নকশাল আন্দোলন + প্রেমকাহিনী পড়তে চাইলে কালবেলা  পড়বেন না, "শালবনি" পড়ুন। 
  • r2h | 134.238.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০৯:৫৮540583
    • &/ | ২৫ জুলাই ২০২৫ ২৩:২৭
    • সনাতন  কই ?  ... নিরাপদ  পাখিরা  কই ?
     
    আহা, এখন কি আর সনাতন, নিরাপদ পদ্যের দিন আছে? তরুণ কবিরা আছেন, তাঁরা আধুনিক ও বিপজ্জনক কবিতা লিখবেন, সেসব পড়তে হবে যে!

    রায় বংশীয়দের বলি, রোমাঞ্চ কাহিনী সিরিজের প্রতি পর্বের শেষে হস্টেলের দুর্দান্ত বালকদের হাতে শৃংখলাবাতিকগ্রস্ত রহ রায়ের যা হেনস্থা হত, সেসব জানার পরেও যদি আপনারা তার সঙ্গে সম্পর্ক পাতাতে চান, তাহলে আমার আর কী।
  • | ২৬ জুলাই ২০২৫ ০৯:২৫540582
  • শৈবাল মিত্রের কালবেলা নামে কোন উপন্যাস আছে নাকি?? তাতে আবার অনিমেষ নামে চরিত্রও আছে?  
     
    সমরেশ মজুমদারের কালবেলার অনিমেষ আজিজুল হকের আদলে কিনা এই প্রশ্নটা কাল মলাট গ্রুপে একজন করেছিলেন। সেটা যে একেবারেই ঠিক নয় তা তাঁকে ওখানকার পাঠকরা সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন। 
  • b | 14.139.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০৯:১৯540581
  • কোথা সুগ্রীব , কোথা অঙ্গদ  
    গয় গবাক্ষ জাম্বু 
    ম্যানচেস্টারে সাহেবেরা মিলে 
    গুছায়ে দিতেছে বাম্বু 
  • r2h | 134.238.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০৫:১৪540580
    • Skm | ২৬ জুলাই ২০২৫ ০৪:০৬
    • Orphange cum school. 
     
    না, দুঃখিত, আমার একেবারেই কিছু জানা নেই।
    এ পাতায় কারো না কারো নিশ্চয় কিছু জানা থাকবে ...
  • r2h | 134.238.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০৫:১৩540579
    • aranya | ২৬ জুলাই ২০২৫ ০১:২৩
    • - আজিজুল কে নিয়ে ... 
    খুব ভালো লাগলো। অন্য রকম, অসুস্থ দেহ অম্লান হাসি অন্যরকম একটি লোক। ছাত্রাবস্থায় স্টেট ব্যাংকের মিডলটন রো শাখায় অ্যাকাউন্ট ছিল, মাসের শুরুতে টাকা তুলতে যেতাম। মাঝে মাঝে আজিজুল হক আসতেন দেখতাম, উনি এলে একটা চাপা ব্যস্ততা হত চতুর্দিকে। একটা হাসপাতাল হাসপাতাল গন্ধ ঘিরে থাকতো, ডেটল টেটল মেশা যেমন হয়, কিন্তু অম্লান হাসি।
  • Skm | 2607:fb91:2ca7:c649:ad2:5157:8111:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০৪:০৬540578
  • Orphange cum school. 
    Rkm/ Bharat sebashram etc. like trusted স্কুল 
    কলকাতার কাছাকাছি  আছে কি . Rahara RKM বা আদ্যাপিঠ কেমন। Ranjan রায় /r2h or anybody কোনো suggession. 
  • অরিন | 122.56.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০২:৪১540577
  • "কলকাতা থেকে কৃষ্ণনগর , ...  আজিজুল হক"
     
    বাহ, ভারি সুন্দর লিখেছেন @অরণ‍্য! 
  • aranya | 2601:84:4600:5410:a06e:2270:baf0:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০২:২৪540576
  • হ্যাঁ, বুঝেছি। শৈবাল মিত্র ছিলেন তাত্বিক নেতা, অনিমেষ- এর সাথে মিল আমি পাই নি। কোথাও তেমন পড়ি ও নি 
     
    শৈবাল মিত্রের 'কলির শেষ' বই টা বেশ ভাল লেগেছিল 
  • &/ | 107.77.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০২:১৩540575
  • মানে অনিমেষ চরিত্রটার কথা বলছিলাম।   সে তো আন্দোলনে ছিল দলের সদস্য হয়ে 
  • aranya | 2601:84:4600:5410:a06e:2270:baf0:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০২:১০540574
  • মনে হয় না। 
  • &/ | 107.77.***.*** | ২৬ জুলাই ২০২৫ ০২:০৩540573
  • এই যে শৈবাল  মিত্র ,  'কালবেলা' উপন্যাসটা  কি  এই ভদ্রলোকের জীবনাশ্রিত ?
  • aranya | 2601:84:4600:5410:a06e:2270:baf0:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০১:৩৫540572
  • শারদীয়া আজকাল কিনেছি বহুবছর - আজিজুল, শৈবাল মিত্র, সন্দীপন, মহাশ্বেতা, শ্যামল গঙ্গোপাধ্যায় এদের লেখা পড়ার জন্য। 
    গুড ওল্ড ডেজ 
  • Srimallar | ২৬ জুলাই ২০২৫ ০১:২৯540571
  • এখানে প্রথমবার এলাম। মন্দ লাগছে না।
  • aranya | 2601:84:4600:5410:a06e:2270:baf0:***:*** | ২৬ জুলাই ২০২৫ ০১:২৩540570
  • কলকাতা থেকে কৃষ্ণনগর , লোক গিজগিজ, লোকাল ট্রেন 
    আপিস কাছারি, হকার ভিখিরি, মাঠে সেঞ্চুরি কে  হাঁকালেন 
    সব একই মুখ, জানলার ধারে, অন্যরকম একটি লোক 
    অসুস্থ দেহ, শ্রান্ত তবুও, অম্লান হাসি, আজিজুল হক 
     
    - আজিজুল কে নিয়ে লিখেছিলাম একদিন। কম বয়সের ছেলেমানুষী, এখানে থাক 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত