এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ জুলাই ২০২৫ ১৮:৪৬540327
  • জনপ্রিয় লিস্ট করতে হলে আবার অন্য অনেক সিনেমা ঢুকবে,যেগুলো আমার ততটা ভালো লাগেনি বা লাগেনা। শিবু-নন্দিতার ছবি জনপ্রিয়তায় এক নম্বরে। রক্তবীজ,বহুরূপী আরও অনেক আছে। দেবের ও বক্স অফিস ভাল- এখনও অনেকে খাদান,টনিক, প্রজাপতি, প্রধান এসবের কথা বলে। আমার ভালো লাগেনা তেমন। 
  • r2h | 134.238.***.*** | ২১ জুলাই ২০২৫ ১৭:৫৬540326
  • তবে মোটের ওপর আমার ঐ বক্তব্য ছিল, বাংলায় ভালো সিনেমা হচ্ছে না- এই বক্তব্য তর্কযোগ্য। পথের পাঁচালী বা মেঘে ঢাকা তারা বছর বছর হচ্ছে না, সে হওয়ার কথাও না। কিন্তু পোটেনশিয়াল আছে, ভালো সিনেমা হয়ও, সেগুলিকে বাজারজাত করা, বাজারে চালানো- সেসব নিয়ে চ্যালেঞ্জ আছে বলে মনে করি। জওয়ান পাঠান সিকন্দর ছাবা ঐসব হাবিজাবির থেকে খারাপ তো অন্তত হচ্ছে না। এবার ঐ সিনেমাগুলি অনেক পয়সা খরচ করে তৈরি, তাই অনেক চকচকে। অনেক পয়সা খরচ করে বিজ্ঞাপিত, তাই লোকের মাথায় থাকে।

    ঋতুপর্ণর একটা সিনেমা আমি একাধিকবার দেখেছি, সেটা হল হীরের আংটি।
  • r2h | 134.238.***.*** | ২১ জুলাই ২০২৫ ১৭:৫০540325
  • ওহো, রমিত তো বাংলা সিনেমার লম্বা লিস্টি নামিয়ে দিয়েছে, যুক্তি দিতে যাচ্ছিলাম, এগুলি স্মরণযোগ্য না- তারপর মনে হল আরে বাপু আমি তো বাংলার বাইরে থাকি, কী করেই বা এইগুলি আমার চোখের সামনে থাকবে আর আমি দেখতে পেয়ে পেয়ে মনে রাখবো।
    মায়ানগররের কথা এখানকার এক বন্ধুও বললো, আর পুতুলনাচের ইতিকথা নিয়ে কী একটা খবর কোথায় পড়ে ভাবলাম সিনেমাটা হচ্ছে বুঝি, রিলিজড সেটা বুঝতে পারিনি।
    থ্যাংকিউ, দেখি তো খুঁজে পেতে কোনটা কোনটা দেখা যায়।
  • যদুবাবু | ২১ জুলাই ২০২৫ ১৭:৩৬540324
  • @লসাগুদা, খুব ভালো বুঝিয়ে বললে। থ্যাঙ্কিউ। 
     
    @হুতোদা, হ্যাঁ সেটা হয়তো কিছুটা ঠিক। তাছাড়া এখন এতো জিনিষ ক্রমাগত দেখেই চলেছি আর সবকিছুই এত সহজলভ্য, যে খুব ভালো জিনিষেরও আয়ুষ্কাল সীমিত। মেরেকেটে এক কী দু সপ্তাহ, ব্যাস। ভালো বইয়ের মনে হয় আরেকটু বেশি। 
     
    আগে আবাপ-র কোথাও একটা "বেস্টসেলার" লিস্ট বেরোত, এই যেমন নিচে, আজকাল আর বেরোয়? (আমি অনেকদিন আবাপ পড়িনি বলাই বাহুল্য।) ... এখন কোন কোন বই বেস্ট-সেলার জানতে ইচ্ছে করে। 


    মনে রাখার কথা বলতে মনে পড়ল, আমি পাড়ার কাকিমাদের আড্ডায় একবার জিজ্ঞেস করেছিলাম যে কোন সিনেমা দেখে দুর্দান্ত লেগেছিল, বা বারবার দেখেছেন, তাতে সবাই বলেছিলেন ঐ শিবপ্রসাদ-নন্দিতার সিনেমা, অধুনা অভিজিত সেন (টনিক/প্রজাপতি ইত্যাদি)। এটা শুধু অ্যানেকডোটাল নয়, শিবু-নন্দিতার বাংলা সিরিয়ালসম সিনেমার আলাদাই ফ্যানবেস, যেমন ফ্যানবেস স্বঘোষিত ফার্স্টবয়ের। সেই ফ্যানদের জিজ্ঞেস করলে নিশ্চিত জানা যাবে, এখনই স্বর্ণযুগ চলছে। আমি কনডিসেন্ডিং টোনে বলতে চাই না, কিন্তু আমার ধারণা ওঁদের সত্যিই ঐ সিনেমাগুলি দুর্দান্ত ভালো লেগেছিল। এগুলো অবশ্য হলে না দেখে বাড়ির বিশাল টিভিতে দেখলে কিছু রসাস্বাদনে ঘাটতি হয় কি না জানা নেই। হয়তো সেটাই ভবিতব্য - হইচই আর জী-ফাইভ। 

    বাঙালির বানানো, কিন্তু বাংলা নয়, এমন কাজ - দুরন্ত লেগেছিল অল দ্যাট ব্রীদস। দেখেছিলে? অদ্ভুত। ইন্দ্রনীল/ ইন্দ্রাণীদির লেখাটা পড়ে কেন জানি না ঐটার কথা মনে পড়ল। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ জুলাই ২০২৫ ১২:১৯540323
  • ঋতুপর্ন ঘোষের সিনেমা নিয়ে লসাগু দা যেটা বললো, ভেবে দেখলাম ঠিকই, একটা স্থবিরতা আছে ক্যামেরার গতিতে। ঢিমে লয়ে চলন। সেটা কখনো ভালো লাগে কখনো আবার সিনেমার গতি কমিয়ে দেয়। আমার ব্যাক্তিগত মত ওঁর যে পোটেনশিয়াল ছিল বেশিরভাগ অব্যবহৃত রয়ে গেছে   
  • lcm | ২১ জুলাই ২০২৫ ১১:৪২540322
  • না, মানে দেখো, অডিও মিডিয়াম যদি ধরো - রেডিওতে নাটক, বা শ্রুতিনাটক - তাতে সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, শব্দ সব মিলিয়ে একটি আবহ তৈরি হয়, বাকিটা শ্রোতা নিজের কল্পনায় মিশিয়ে নেন। থিয়েটার-এ ভিস্যুয়াল আসে, তাতেও অভিনয়, মঞ্চসজ্জা, সাউন্ড, মিউজিক সব মিলিয়ে দর্শকের কাছে সামগ্রিক ছবি ফুটে ওঠে। থিয়েটারে যখন খেলার মাঠের গ্যালারির দৃশ্য দেখানো হয় তখন একটা আবহ তৈরি করা হয় যাতে দর্শক মনে মনে চলে যান স্টেডিয়ামে।   

    সিনেমা আরও অনেক কিছু। সিনেমা কেবল সংলাপ বা গল্প বলার মাধ্যম নয় (যদিও সেভাবেও ব্যবহার হতেই পারে) - আলো, ছায়া, অন্ধকার, রঙ, শব্দ .... এবং গতিশীলতা - মুভিক্যামেরা ইজ অব্যাউট মুভিং - ঋতুপর্ণের সিনেমায় এই অন্য সিনেমাটিক সম্ভাবনাগুলি অনেক সময় মনে হয় কেমন যেন ইচ্ছাকৃতভাবে সীমিত রাখা হয়েছে, হয়ত তিনি সংলাপ ভিত্তিক ড্রামাটিক এলিমেন্ট এ বেশি গুরুত্ব দিয়েছেন, ক্যামেরাকে একটু সাবডিউড রেখেছেন। গতিমান দৃশ্যর থেকেও বেশি ভরসা করেছেন চিত্রনাট্য ও অভিনয় দিয়ে দর্শকের অনুভব জগতে পৌঁছতে। তাঁর কাজকে অ্যান্টি-থিয়েটার অন ফিল্ম হিসেবেও দেখা যেতে পারে। তাতে সিনেমা কম, ড্রামাটিক এলিমেন্ট বেশি। চরিত্রেরা কখনও গভীর মনস্তত্ত্ব থেকে কথা বলে, তাদের সংলাপ কখনো কাব্যিক, কখনো নাটকীয়, কিন্তু আবার অনেক সময়ই অতিকাব্যিক বা অতিনাটকীয়। 
     
    বাংলা সিনেমার অসাধারণ সব সিনেম্যাটিক মুহূর্ত - অপু-দুর্গার কাশফুলের আর ট্রেন, বা মরুভূমিতে ট্রেন আর উট ... এই লেভেলের কিছু  ঋতুপর্ণর সিনেমা থেকে গভীর দাগ কাটে নি, মানে, আমার মনে হয় নি। 
     
    বারবার দেখেছি অনেক কিছু, বেশির ভাগই বারবার দেখি নি - স্বীকার করে নিই শুধুমাত্র এই বারবার দেখার ব্যাপারটা কোনো কাজের উৎকৃষ্টতার পরিমাপ হতে পারে না - তবুও যদি বলতেই হয় - সত্যজিৎ এর কিছু সিনেমা তো আছেই (যেমন অনেক বাঙালিই বারবার দেখেছেন),  এছাড়াও অন্য ভাষারও কিছু দেখি। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ জুলাই ২০২৫ ১০:৪৮540321
  • মানিকবাবুর মেঘ বোধয় 24 এর শেষের দিকে এসেছিল বা 25 এর শুরুতে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ জুলাই ২০২৫ ১০:৪৫540320
  • ২০২৫ এ ভালো বাংলা সিনেমা অবশ্যই আছে - নধরের ভেলা, মায়ানগর (কিছু বছর আগে নির্মিত, 25 এ মুক্তি), 
     
    সত্যি বলে সত্যি কিছু নেই, অংক কি কঠিন, পুতুল নাচের ইতিকথা (কিছু বছর আগে নির্মিত, 25 এ মুক্তি), পক্ষীরাজের ডিম।
  • Apu | 14.194.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৯:৪০540319
  • ছিল দারুণ সেটা ।একটা বন্ধু সিঙড়া জিলিপি খাওনোর হিসেব খাতায় লিখেছিলেন । 
     
     অনেক টা এইরকম :-
     
    তারপদ                                       ঐ বন্ধু 
    --------   -----                             ----------------
     
    ২ টা  জিলিপি                          ১ টা জিলিপি 
    ১ টা সিঙড়া                             ১ টা সিঙড়া 
    ১  টা  জিলিপি                            ১ টা জিলিপি
    ------------------------------------------------------------------
    মোট ৩ টে জিলিপি ১ টা           ২ টে জিলিপি ১ টা সিঙড়া
    সিঙড়া
  • r2h | 165.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৯:৩২540318
  • যদুবাবু, না ছিদ্রান্বেষন বলবো না, সঙ্গত সমালোচনা; প্রসঙ্গটা তুললাম অ্যান্ডর অ্যান্ডর সত্যজিৎ রায় ও ঋতুপর্ণ ঘোষের নাম করেছেন ভালো সিনেমা বোঝাতে, তো, এঁদের সমালোচনা অনেক আছে, ভালোর পরাকাষ্ঠা হিসেবে এঁরা সর্বজনমান্য তা না। তবে মোটের ওপর কন্সার্ন, বক্তব্য, এসবে তেমন কোন আপত্তি নেই আরকি। ক্ষ্যামাঘেন্না করে দেখার মত সিনেমাও আজকাল খুবই কম। একটা দুটো অতি ভালো সিনেমা দু'তিন বছরে হয়, কিন্তু তা দিয়ে বাজার চলে না।

    অরিনদা, আচ্ছা, থ্যাংকিউ! খুঁজে দেখি কোথায় পাওয়া যাচ্ছে।

    এইটা সবারই পড়া, তাও লিংক রেখে যাই।

    আজ গেছিলাম নগরবাউল জেমসের গান শুনতে। গোলমাল, খুচরো মারপিটের কারনে পুলিশ মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা সম্যক বোঝা গেল না, বাংলাদেশের লোকজন ইমোশনালি চার্জড, জেমস 'বাংলাদেশ' গাইলেন। কী জানি কী ব্যাপার। 
  • অরিন | 2404:4404:4405:700:ac97:f2f9:40cc:***:*** | ২১ জুলাই ২০২৫ ০৯:০৫540317
  • "ওদিকে বুদ্ধ জয়ন্তীর টইয়ে বার্দো পড়ে, ব্রিজেট বার্দো ভেবে, এ কী কথা শুনি হায় বলে কিছুক্ষন।
    তারপর বুঝলাম এ অন্য ব্যাপার।"
     
    মুভি দেখবেন? লিঙ্কন ইন দ্য বার্দো দেখতে পারেন, মানে তিব্বতী বার্দোর যা মানে এও তাই, এবি লিঙ্কনের ছেলে নিয়ে 
     
  • charlie | 47.32.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৮:১৭540316
  • এজ্ঞে আমি একটা সিনেমাই বার বার দেখি, দ্য গ্রেট ডিকটেটর।
  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৭:৩২540315
  • লেডি শঙ্করাচার্যের সংলাপ বলার ব্যাপারটা যতগুলো সিনেমা দেখলাম প্রায় সবেতেই একইরকম। সত্যজিতের সিনেমায় রাগী রাগী হয়ে স্বামীকে অভিযোগ করছেন, ঋতুপর্ণের সিনেমাতেও রাগী রাগী হয়ে স্বামীকে অভিযোগ করছেন, প্রায় একই রকমের গলায়। আবার আরেক সিনেমায় এক নবাগতা অভিনেত্রীকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করছেন, সেখানেও একইরকম ধরণের রাগী-রাগী অসহিষ্ণু ধরণের নাক-উঁচু গলা!!!!
  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৭:২৭540314
  • লেডি শঙ্করাচার্য 'উৎসব' সিনেমাতেও ছিলেন, বেশ প্রধান চরিত্রেই।
  • যদুবাবু | ২১ জুলাই ২০২৫ ০৭:০৪540313
  • এ তো কখনো খেয়াল করিনি। নাটকের মতন বলছ? পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে না এমন? সংলাপ-নির্ভরতা হয়তো সত্যি - সেটা আবার আমার কখনও কখনও দুর্দান্ত লেগেছে।  
     
    কার ক্যামেরা ডায়নামিক মনে হয় এরকম একজনের নাম বলো। বা রাদার, কার সিনেমা বারবার রি-ওয়াচ করো? 
  • lcm | ২১ জুলাই ২০২৫ ০৬:৩৮540312
  • ঋতুপর্ণ ঘোষ এর সিনেমা আমার খুব একটা ভালো লাগে না...  কোনো সিনেমা একবারের বেশি দেখেছি বলে মনে পড়ে না, বা, দেখার কোনো তাগিদ অনুভব করি না... কেন জানি না ওর সিনেমায় ক্যামেরা বেশি স্ট্যাটিক মনে হয়.. অনেক সময়ই একটু বেশি রকমের সংলাপনির্ভর... ভিস্যুয়াল মিডিয়াম হিসেবে ম্রিয়মান বা নিস্তেজ মনে হয়.... 
    ( অবশ্যই একান্ত ব্যক্তিগত মতামত )
  • যদুবাবু | ২১ জুলাই ২০২৫ ০৫:৫২540311
  • হ্যাঁ, লিখেই মনে হ'ল একটু ছিদ্রাণ্বেষী মার্কা কমেন হয়ে গ্যাছে। ঋতুপর্ণর সিনেমা অবশ্যই সম্পদ। আর কাটাছেঁড়া করতে বসলে হেন জিনিষ নেই যার কিছু না কিছু খুঁত বেরুবে না। 

    আর কেন আপ্লুত হতাম না তার কারণটাও একেবারেই মোক্ষম ধরেছো। আমার মনে হ'ত আমার যে পরিবেশে দিন কাটতো, ঋতুপর্ণ সেই জগত থেকে অনেক দূরে। আবার আয়রনিক্যালি, প্রথম যে সিনেমা টিভিতে দেখে মনে হয়েছিল এইত্তো এইরকম-ই বাড়িঘরউঠোন চিনি, এইরকম প্রতিবেশী, সেই সিনেমার মূল চরিত্রে ছিলেন ঐ অ্যাণ্ডরের ভাষায় "লেডি শঙ্করাচার্য।"  

    আর "বাজার না থাকলে সিনেমা হবে না, সিনেমা না হলে বাজার থাকবে না, এই তো" - এ তো বটেই। একক কোথায় যেন কবে লিখেছিল, টাকা নেই তাই চাকা নেই। অতএব, আমাদের "ফিরে এসো চাকা টাকা" ডাকাডাকি করা ছাড়া উপায় নেই।
  • r2h | 208.127.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৫:৪২540310
  • ওদিকে বুদ্ধ জয়ন্তীর টইয়ে বার্দো পড়ে, ব্রিজেট বার্দো ভেবে, এ কী কথা শুনি হায় বলে কিছুক্ষন।
    তারপর বুঝলাম এ অন্য ব্যাপার।

    তবে মন দিয়ে পড়ছি, ভালো লাগছে। বেফাঁস ফুক্কুড়ি করে ফেলবো - ঐ ভয়ে ফুট কাটছি না।
  • r2h | 208.127.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৫:৩৬540309
  • হ্যাঁ সে তো একশোবার, ঋতুপর্ণর সিনেমা খুবই উচ্চ মধ্যবিত্তের বৈঠকখানাকেন্দ্রিক - ঐ অভিযোগ তো আছেই।
    যদিও এটা আমি মানি না, সর্বত্রগামী আর কেই বা হতে পারে, মানুষের সীমাব্দ্ধতা থাকে। একটা সচকা বা একটা হীরের আংটি আমার মতে সম্পদ তো বটেই।
    মুশকিল হল বাংলা সিনেমার মান নিয়ে বুদ্ধিজীবি মহল কোনদিনই উলুতপ্লুত হননি, সত্যজিৎ রায়ও ক্ষ্যামাঘেন্না করে দেখতেন - এই কথা বলেছেন; আবার সত্যজিৎ রায় নিয়ে ইক্ষুবিষয়ক গোলযোগ করেছেন এমন অভিযোগ, ঋত্বিক ঘটককে নিয়ে কারো না কারো কোন না কোন অভিযোগ নিশ্চয় থাকবে।
    আবার বৈঠকখানার সিনেমা বানালে গ্রামবান্ধবরা রাগ করবেন, বেশি গ্রামের সিনেমা বানালে যদি মধ্যবিত্তবান্ধবরা রাগ করেন? মধ্যবিত্ত ব্যাপারটা নেহাৎই অসম্মানজনক বলে মধ্যবিত্তবান্ধবরা প্রকাশ্যে পরিচয় দেন না, কিন্তু মধ্যবিত্তবান্ধব কি আর নেই বাজারে? আর এর বাইরেও অনেক বাঘা বাঘা চিত্র পরিচালক ছিলেন ও আছেন বাংলায়, তাঁরাও সব মাথায় থাকুন।

    এবার মান যাই হোক, ওল কন্দ মুখি পানি, বাজার একটা ছিল। আর সিনেমার মত খরচান্ত ব্যাপারে বাজারটা দরকার, এ তো আর লিটল ম্যাগাজিন না যে অগ্নিশ্রাবী কবিতা ছাপিয়ে প্রেসের পয়সা না দিয়ে কেটে পড়লাম। বাজার না থাকলে সিনেমা হবে না, সিনেমা না হলে বাজার থাকবে না, এই তো। বাজার মানে শুধু ভোক্তা না, বাজারের অন্য দিকটা, মানে প্রোডিউসার ফিনান্সার ডিস্ট্রিবিউটর ইত্যাদি। তাদের বাংলায় সিনেমা হল কি হলো না তাতে কিছু এসে যায় না সঙ্গত কারনেই। এছাড়া সিনেমা কর্মী ইউনিয়ন আছে, তাদের সঙ্গে পরিচালক প্রযোজকদের খিঁট আছে।
    একটা খুব সোজা জিনিস, গত তিন বছরে তৈরি হিন্দি সিনেমা কয়েকটার নাম হয়তো বলে দিতে পারবো। ভাবতে হবে, কিন্তু বলতে পারবো। সেসব কি ভালো সিনেমা? একেবারেই না, কিন্তু পয়সা খরচ করে চকচকে করে বানানো, নানান গণমাধ্যমে পঁচিশবার বিজ্ঞাপন দেখেছি। দেশে থাকলে অষ্টপ্রহর এফেমে গান টান শুনেছি। তো সেসবের জন্যও তো পয়সা লাগে।

    এলন্দাকে বলা হোক আপনাকে সাম্মানিক বাঙালিত্ব দেওয়া হল, কিছু পহা ছাড়ুন।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২১ জুলাই ২০২৫ ০৫:০০540308
  • গুরু আর চণ্ডালের নূতন ঠেকের জন্য অনেক  শুভেচ্ছা। আগের ঠিকানায় কখনও যাওয়া হয়নি। আশা রাখি এই ঠিকানায় হয়ত হবে।
  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৪:৩৩540307
  • ওরে বাবা, ল্যাম্পপোস্ট খুব বিতর্কিত কেস। লেডি শঙ্করাচার্য এই নিয়ে কী একটা বলেছিলেন আগে।
  • যদুবাবু | ২১ জুলাই ২০২৫ ০৪:৩১540306
  • এ আবার কী কথা? ইউনিভার্সাল বেসিক কচুরির বন্দোবস্ত নেই? 
  • :|: | 45.48.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৪:২৫540305
  • হয়তো রোলটা আপনাকে দেবে। কিন্তু জাস্ট ফাই মৃত ল্যাম্পোস্টের রোলে অভিনয়ের জন্য পুঁটিরামের কচুড়ি দেওয়া হচ্ছে না। 
  • যদুবাবু | ২১ জুলাই ২০২৫ ০৩:৫৬540304
  • ২০২৫-এর সিনেমার লিস্ট দেখছিলাম। দেখা তো দূরস্থান, কতগুলোর নামই শুনিনি। হতেই পারে এদের মধ্যে কোনোটা হয়তো সাংঘাতিক ভালো - কোনো কারণে চাপা পড়ে গেছে। 

    https://en.wikipedia.org/wiki/List_of_Bengali_films_of_2025 
     
    আবার এও ঠিক যে "অবক্ষয়" চললে সবকিছুতেই তার প্রভাব দেখা যায়। সময়-ই এমন। ভাবি বাচ্চাদের জন্য তেমন ভালো বই কৈ? তারপরেই আবার কতো বাচ্চাকে দেখি একটাও বই না পড়ে শৈশব কৈশোর পেরিয়ে যাচ্ছে। 

    অন আ ডিফারেন্ট নোট, ঋতুপর্ণ ঘোষের সব সিনেমা যে দুরন্ত ভালো লাগে এমন মুক্তকণ্ঠে স্বীকার করতে একটু কেমন যেন আটকায়। কিছু কিছু বেশ লাগে, কিছু কিছু একটু প্রিটেনশাস। তবে, ঐ সময়কার স্বপন সাহা, হরনাথ চক্কোত্তি, এন কে সলিল মার্কা কোডোপাইরিনের পাশে নিঃসন্দেহে ভালো। চোখের বালি-র আগেপিছে চলছে সবুজ সাথী, রাখে হরি মারে কে ... এইসব। 

    তবে, আমার মনে হয় এইবার গুরুর লোকজনের তেড়েফুঁড়ে উঠে একটা সিনেমা বানিয়ে ফেলা উচিত। বাওজাম বাগান তো আর হ'ল না, অ্যাট লিস্ট একটা সিনেমা বানালে একটা মৃত ল্যাম্পপোস্টের রোল চাই। 
  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২৫ ০৩:০৫540303
  • কিন্তু ঋতুপর্ণ ঘোষের উনিশে এপ্রিল আসামাত্র যেমন বোঝা গিয়েছিল অন্যরকম জিনিস, পরের পর উৎসব, বাড়িওয়ালি ইত্যাদির পর চোখের বালি, নৌকাডুবি ইত্যাদিতেও, সেরকম কোথায়? ( নৌকাডুবি তো রবীন্দ্রনাথের উপন্যাস, কিন্তু ঘোষমশাইয়ের চিত্রনাট্যটা ভাবুন, গোল্ডেন লোটাস সম্বোধনে চিঠি দিচ্ছে, তখনকার কলকাতার সমাজের একঝলক দুঝলক , চোখের বালি তেও তেমনই, বিবেকানন্দের প্রয়াণ, পরের বিপিন পালের সভা ---এইসব ব্যাপারগুলো আরকি! )
  • r2h | 165.***.*** | ২১ জুলাই ২০২৫ ০২:৫৭540302
  • এবার, অ্যান্ডরের প্রশ্ন ছিল কেন হয় না আজকাল।
    রমিতের লিস্টির স্প্যান গত দশ পনেরো বছর, আরও বেশিও হতে পারে। ২০২৫ এর 'ভালো' বাংলা সিনেমার লিস্ট আছে কিছু?
    মুশকিল হল, এই দশ পনের কুড়ি বছরের হঠাৎ চমক গুলি মনে করলে বোঝা যায় পোটেনশিয়ালের অভাব নেই।
    সমস্যা হল পুঁজি ও লজিস্টিকস, ডিস্ট্রিবিউশন। সিনেমা বানানো অনেক টাকার ব্যাপার...
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ জুলাই ২০২৫ ০২:৪৯540300
  • @ &/,
     
    বাংলার কয়েকটা সিনেমা আমি লিখে লিস্টি করেছিলাম, তারপর টাইপ করতে করতে উড়ে গেল, সেই থেকে আর পোস্টানো হয়নি, যেগুলো মনে আসছে লিখছি।
     
    বাকিটা ব্যক্তিগত, বিনিসুতোয়, শব্দ, তাসের দেশ, জ্যেষ্ঠপুত্র, ওপেন টি বায়োস্কোপ, বিলু রাক্ষস, ...
     
    বাকিরাও পছন্দের বা অন্যরকম কিছু বাংলা সিনেমা জুড়ে দিন। 
  • aranya | 2601:84:4600:5410:c0a6:d41b:fcd9:***:*** | ২১ জুলাই ২০২৫ ০১:৩৯540299
  • গুরু-র নতুন ঠেক হয়েছে, বইপাড়ায়। ভাল খবর 
  • &/ | 107.77.***.*** | ২১ জুলাই ২০২৫ ০০:০৪540298
  • শরৎ কালের  গল্পটা  সবচেয়ে  ভালো  লাগত 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত