এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোরিং হ্যাজ | 167.103.***.*** | ১০ জুলাই ২০২৫ ১০:২৩540054
  • সবই তো ভাল। কিন্তু এসবের এনার্জী খরচ নিয়ে চাপ আছে। আপাতত হাইপের বাজারে কেউ বিশেষ ভাবিত নয় (গুটিকয়েক লোক ছাড়া)। কিন্তু একটা সময়ে এসব এসে কামড়াবে।
     
    https://www.technologyreview.com/2019/06/06/239031/training-a-single-ai-model-can-emit-as-much-carbon-as-five-cars-in-their-lifetimes/

    সেমিকন্ডাক্টর রিসার্চ কর্পোরেশনের একটা রিপোর্ট আছে - ২০৫০ সালে এই এআইয়ের জন্যেই প্রাইমারিলি, প্রতি সেকেন্ডে 10^42 - 10^45 বিট প্রসেসিং হবে। এর এনার্জী কনজাম্পশন গ্লোবাল এনার্জী প্রোডাকশনের খুব কাছাকাছি এসে যাবে। আরও অনেক ভয়ানক তথ্য আছে। এর নানান কারণও আছে, তবে সেসব একটু বেশি টেকনিকাল।
  • অরিন | 122.56.***.*** | ১০ জুলাই ২০২৫ ০৯:৫৫540053
  • যদুবাবু উবাচ, "ঠিক যে এ্যাই জাজ-ও করে না (সাধারণতঃ)"
    করে, যদুবাবু, করে। 
    এআই কে যেভাবে ট্রেন করা হবে, তার ওপর নির্ভর করে। ধরুণ ট্র‍্যাফিক টিকিট দেবার কাজে এআই লাগানো হয়েছে, এবং প্রেডিকশনের একটা ফিচার রাখা হয়েছে জাতি, দেখা যাবে হয়ত অশ্বেতকায় জনতা রেটে ট্র‍্যাফিক টিকিট পাচ্ছে, কারণ এতাবৎকাল সাদা পুলিশ অশ্বেতকায়দের বেশী বেশী টিকিট দিয়েছে এবং সেই ডাটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। আসলে সবটাই তো সেই মানুষের খবরদারীর ওপর নির্ভর করে, দেখতে যতই যন্ত্রের মতন লাগুক। 
    টুইনের কাজে আপনার শুভেচ্ছা পেয়ে ভারী খুশী হলাম এবং উৎসাহ পেলাম। 
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৫ ০৬:৪৭540052
  • চতুর্মাত্রিক, উষ্ট। উট্র। ঃ-)
  • যদুবাবু | ১০ জুলাই ২০২৫ ০৬:৪২540051
  • অরিন-দা, লসাগু-দা - দুজনের সাথেই একমত। 

    তবে আমি চ্যাট-জিপিটির এই নতুনতম মডেলকে বিভিন্ন স্বাস্থ্য-সংক্রান্ত প্রশ্ন করে দেখেছি যেগুলো ডাক্তারবাবুকে করা হয়নি, সময়াভাবে বা পাতি ভুলে গেছিলাম। সেগুলো সব-ই রেফারেন্স সহ ঠিকঠাক উত্তর দিয়েছে, সেই রেফারেন্সগুলো পড়েও দেখেছি যে ঠিক-ই লিখেছে। 
     
    একভাবে ভেবে দেখলে, এ্যাইয়ের কাছে spontaneity, বা eccentricity আশা করা যায় না ঠিক-ই, তেমনি এটাও ঠিক যে এ্যাই জাজ-ও করে না (সাধারণতঃ)। সে অবশ্য ডাক্তারেরও করার কথা নয়, কিন্তু তবুও। যেগুলো আমাদের কাছে স্টিগম্যাটাইজ়িং মনে হয় বলে চট করে অন্য কাউকে বলতে চাপ লাগে, সেগুলো একটা ল্যাঙ্গোয়েজ মডেলকে বলা সহজতর। 

    আপনার ডিজিট্যাল টুইন প্রোজেক্টের জন্য আবারও শুভেচ্ছা রইলো, অরিনদা। 
  • :|: | 2607:fb90:bd29:46b2:2004:7c45:2d05:***:*** | ১০ জুলাই ২০২৫ ০৩:৪৭540050
  • আলোচনা শুনে বুঝলুম ন্যাচারাল স্টুপিডিটি দিয়ে ককুমকে এয়াই "ক্যামেলকুমার" বলে ভুল কিছু করেনি। বরাবরই জেনে এসিছি "উট চলেছে মুখটি তুলে"!
  • lcm | ১০ জুলাই ২০২৫ ০৩:৩৮540049
  • অরিন ঠিক ধরেছেন ... এআই দিয়ে আড্ডার আবহ তৈরি মুশকিল... মানে স্ক্রিপ্টেড আড্ডা তো ঠিক ইয়ে নয়... আড্ডা তে একটা র‌্যান্ডমনেস থাকে, এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে ভেসে যাওয়া... এই যেমন, এখানে একজন ভাটের রেসিপি নিয়ে বললেন, তখন একজন লাউপাতা-কেচকি মাছের রেসিপি নিয়ে জিগ্গেস করলেন... এই যে নিরন্তর প্রসঙ্গান্তর, ভেসে ভেসে বেড়ানো, এটা আড্ডার এক বৈশিষ্ট্য - এটা এআই দিয়ে ঠিক... হবে হয়ত কখনও পরে ... যখন আরও অনেক তথ্য আসবে ...
  • অরিন | 2404:4404:4405:700:34bb:c7ac:1c68:***:*** | ১০ জুলাই ২০২৫ ০২:১৪540048
  • "কো-পাইলট কোডের ভুল ধরে দিচ্ছে, এল-এল-এম বিশাল বড়ো বই ধরে অল্প সময়ে ওসিয়ার করে পুরোনো লিটিল ম্যাগাজিনের ডিজিট্যাল কপি বানিয়ে দিচ্ছে, কী রোগ-নির্ণয় করছে ইত্যাদিপ্রভৃতি সে সব ভালো, কিন্তু আড্ডা নয়, গান নয়, চূড়ান্ত ডিস্ট্রেসের সময় ফোনের ওপারে এ্যাইয়ের গলা নয়। এর মানে এই নয় আমি এ্যাইয়ের ক্ষমতায় মুগ্ধ নই, কিন্তু এইটা আমার আজকের স্টান্স। কাল পালটে গেলে যাবে। "
     
    যদুবাবু, আপনার পয়েন্ট টা আমি বুঝি।   
    আমার ব্যক্তিগতভাবে ঐ "পডকাস্টের" আঙ্গিক ব্যাপারটা ভাল লেগেছে, যদিও আমার ব্যাপারটাকে কখনোই "আড্ডা" বলে মনে হয়নি, কারণ পুরোটাই স্ক্রিপটেড। নতুন কিছু পাওয়া গেল না যে। 
     
    আড্ডা বলুন, বা মানুষের সূক্ষ্ম সেন্টিমেন্ট বুঝে তার সঙ্গে আচরণ, এই ব্যাপারগুলো এতটাই "মানুষের" ব্যাপার যে তাকে যন্ত্র দিয়ে (আজকালকার দিনে, ভবিষ্যতের কথা জানি না) সেভাবে অনুকরণ করাও সম্ভব নয়, বিশেষ করে বাণিজ্যিক কারণে তো একেবারেই মনে হয় না কখনো করা যাবে। যেটা যাবে এবং হচ্ছে, পূর্বনির্দেশিত তথ্যকে নিয়ে তাকে "পেশ করা", এবার নানাভাবে। এবং এই পেশ করার জায়গাটায় নানান ধরণের heuristic দেওয়া হয়। যাতে একটা transaction এর রূপ থাকে, কিন্তু সে জিনিস আর ব্যক্তি মানুষের প্রতিক্রিয়া ঠিক এক জিনিস নয়। 
     
    এ আই দিয়ে কোন কিছু নির্মাণ করা যে কি কঠিন কি বলব। গত মাস ছয়েক ধরে আমরা আমার digital twin দিয়ে diabetes পাল্টে দেবার গবেষণায় শুধু এই মানুষ প্রশ্ন করবে আর যন্ত্র AI ভিত্তিক কিন্তু মানুষের মত করে উত্তর দেবে, এইলব্যাপারটা তৈরী করতেই নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে কি মাসে আমরা একেকটা মডেল তৈরী করি আর "না না, ঠিক হচ্ছে না" বলে আবার নতুন করে শুরু করি। মানুষের মনের কথার চেতনাগত অনিশ্চয়তা আর তাকে আন্দাজ করে পারস্পরিক কথোপকথন নির্মাণ করা যে কী কঠিন এবং frustrating আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি।  মনে হয় অসম্ভব। 
     
    যেটি নিয়ে আলোচনার সূত্রপাত, যেমন কমলকুমার মজুমদারের বিষয়ে আমাদের সাম্প্রতিক আড্ডার ব্যাপারটা বিবেচনা করলে দেখবেন লসাগুর নোটএলেম ভারি চমতকার সামারি করে হয়ত কথোপকথনের মাধ্যমে পেশ করেছে, কিন্তু এটুকুই। "আড্ডার" যে spontaneity বা ধরুন uncertainty , সেটা সে কখনোই ধরতে পারবে বলে মনে হয় নি, কারণ সেভাবে তাকে "তৈরী" করা হয়নি, কোনদিন সম্ভব হবে কি না, সে প্রশ্ন কালের গর্ভে। তারপর তো কথাবার্তার স্টাইল, ইত্যাদি যার কথা ":)" লিখেছেন। 
     
    যার জন্য এই যন্ত্রের "মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে" আলাপচারিতার প্রয়াস, এ এক প্রায় অসম্ভব (এখন মনে হয়), কোনদিনই হয়ত হবে না। কিন্তু হওয়া উচিত কি না, সেটাও একটা গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন। অন্তত যতদিন না পর্যন্ত আমরা যন্ত্রের "আবেগ" ব্যাপারটির হদিশ পাচ্ছি । তার পরেও । 
     
    ফলে আমি এখনো বুঝে উঠিনি এতে কি ধরণের মানসিক প্রতিক্রিয়া উপযুক্ত হবে। 
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৫ ০০:৫৬540047
  • গলা চুলকানো কচুবাটার রেসিপি তো দেখি কেউ দেন না! অথবা লাউপাতা মুড়ে কাচকি মাছের রেসিপি?
  • nd | 115.24.***.*** | ০৯ জুলাই ২০২৫ ২৩:৪০540045
  • বহুদিন বাদে ভাট বৈচিত্র্য। মাঝেমধ্যে দেখে যাই, কিন্তু সেই বোরিং হ্যাজ।  জায়নবাদ , ইসলামোফোবিয়া , তিনো , বিচেপি, আর, অমুকে আসেন্না তমুকে আসেন্না নাকিকান্না। কদিন হল দেখচি কমল কিসসার সঙ্গে এআই দিয়ে মাখিয়ে বেশ অন্যরকম রেসিপি, পুরোনো স্বাদ।
  • &/ | 151.14.***.*** | ০৯ জুলাই ২০২৫ ২৩:২২540044
  • চলচিত্তচঞ্চরি টাইপ ব্যাপার। ঃ-) একজন ভবদুলালকে প্রয়োজন ছিল শুধু। ঃ-)
  • :) | 103.244.***.*** | ০৯ জুলাই ২০২৫ ২২:৫২540043
  • এই যে পাওয়া গেছে সেই লাল শাড়ি কালো শাড়ির কেস। অনিরুদ্ধ লাহিড়ী। কমলকুমার ও কলকাতার কিসসা।
     

     
    ক্রপ আর করলাম না। দু লাইন বাড়তি নাহয় কেউ পড়েই নিলেন।
    যা মনে হচ্ছে কমলবাবু বিভিন্ন সময় শুটিং দেখতে গিয়ে যা দেখেছেন তার ভিত্তিতে নানা সময় আড্ডায় বা নিকটজনদের এসব সমালোচনা করেছেন। এসব আপত্তির কিছু হয়তো সিনেমায় দেখার পর আর থাকতো না, শাড়ির ব্যপারটাই যেমন।
    বহুদিন আগে দেখা, এখন আবার নতুন করে পুরোটা দেখার অবস্থায় নেই। তবু এমন হয়তো হতেই পারে, বাস্তবে শুটিং-এর সময় অপু হয়তো কুলকুচি করে তুলসীতলায় জল ফেলেছিল, ওই জায়গায় আলো ইত্যাদি ঠিকঠাক রেখে শুটিং হয়েছিল বলে, কিন্তু ক্যামেরাতে হয়তো শুধু অপুর মুখটুকু এল, তুলসীতলা আসলে দেখাই গেল না, ফ্রেমের বাইরে থাকল, বা ফ্রেমে হয়তো তুলসীতলা টপকে পিছনে ঝোপ, জঙ্গল এসবই দেখা গেল, জাস্ট সম্ভাবনা, যেটা শুটিং এর সময় দর্শকের জায়গা থেকে দেখে বোঝা মুশকিল। 
  • lcm | ০৯ জুলাই ২০২৫ ২১:৩৩540042
  • আমি এআই দিয়ে তৈরি দুএকটা সুন্দর গান শুনেছি,  এখানে ১:১১ থেকে একটি  স্যাম্পল শুনুন -- 
     
    এখন বেস্ট টুল হল SUNO
  • lcm | ০৯ জুলাই ২০২৫ ২১:২৩540041
  • অরিন,
    https://notebooklm.google/
    ফ্রি ভার্সান। ফাইল আপলোড করার পর ইন্টারফেসের ডানদিকে স্টুডিও সেকশনে Audio Overview তে Deep Dive Conversation (Two Hosts) - এখানে ক্লিক করলে পডকাস্ট ভার্সান তৈরি হবে, একটু সময় লাগবে বানাতে। ভাটিয়ালি থেকে তিন চারটে লম্বা পোস্ট একটা ফাইলে ভরে আপলোড করেছিলাম।
  • &/ | 151.14.***.*** | ০৯ জুলাই ২০২৫ ২০:৩৫540040
  • একটা গল্প বহুদিন খুঁজছি, কোনো সংকলনে পড়েছিলাম। কার লেখা একেবারেই মনে নেই। গল্পটা অদ্ভুত। একটা শহরে, ব্যস্ত সন্ধ্যা গাড়িঘোড়া বড় রাস্তায় যানজট, এরই মধ্যে একজন মানুষ এক সেভিয়ার মসীহার আসার অপেক্ষা করছে। তারই জবানিতে গল্পটা। কেউ কি হদিশ দিতে পারেন?
  • &/ | 151.14.***.*** | ০৯ জুলাই ২০২৫ ২০:৩২540039
  • অন্তর্জলির গল্পটা কোন সময়ের? মানে গল্পের আখ্যানের সময়কাল মোটামুটি কোন যুগ?
  • + | 151.115.***.*** | ০৯ জুলাই ২০২৫ ১৯:৩০540038
  • কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল ডেটা থেকে গোদা প্যাটার্ন বা স্টিরিওটাইপগুলো বের করে। বুদ্ধিশুদ্ধি বলতে মানুষ সাধারণত যা বোঝে তার ঠিক উল্টো। এইজন্য এমআইটির এক প্রফেসর এআইকে ন্যাচারাল স্টুপিডিটি বলেছিলেন।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০৯ জুলাই ২০২৫ ১৯:১৩540037
  • পডকাস্টগুলো পোষায়নি। ইংরেজীটায় বিজাতীয় অ্যাকসেন্টে 'ক্যামেলকুমার' নিতে অসুবিধে হচ্ছিল, আর বাংলাটা প্রায় রেডিওর গল্পদাদুর আসর...যেন, ছোটরা, আজ তোমাদের শোনাবো একজনের কথা ...
    আর এও মনে হল, কনটেন্টে কমলকুমারকে নিয়ে অ্যানেকডোটই ব্যবহার হয়েছে, এটা একরকমের প্রেজুডিস, কমলকুমার মানে তির্যক উক্তি ও আচরণ, এটাই যেন perpetuate হচ্ছে !
  • r2h | 208.127.***.*** | ০৯ জুলাই ২০২৫ ১৮:৫১540036
  • যদুবাবুর কথায় মোটামুটি পুরোই একমত।
    একটা যন্ত্র একেবারে মানুষের আচার আচরন মিমিক করছে, মুগ্ধ হয়ে গালে হাত দিয়ে তার কথা শুনতে শুনতে সে যে যন্ত্র তাই ভুলে যাচ্ছি, ক্রমে হয়তো তার সঙ্গে কথাবার্তা বলতেও শুরু করে দিচ্ছি - এইটা আমার কাছে খুবই গোলমেলে একটা ব্যাপার মনে হয়।
  • যদুবাবু | ০৯ জুলাই ২০২৫ ১৮:১৮540035
  • @ অরিনদা, তার নিচেই তো লিখেছি "ইয়ার্কি মারছি"। ইয়ার্কির ব্যাখ্যা দেওয়া মুশকিল। ঃ) 

    দেখুন, নোটবুক জেনারেটেড পডকাস্ট খুব-ই ইম্প্রেসিভ, আবার আশঙ্কার-ও বটে। আর খুব সত্যি বলতে আমার হয়তো মনের মধ্যেই একটা দেওয়াল তোলা আছে, বা এই বিষয়ে কোথাও তীব্র রক্ষণশীলতা রয়ে গেছে, সেটা আপনি বললেই মেনে নেবো। দুজন মানুষ আর্নেস্ট ভাট বকচে, হয়তো দুটো অসৈরণ থাউক্কা কথাই বলছে, সে আমি সারাদিন শুনে যেতে পারি, কিন্তু অ্যালগোরিদম জেনারেটেড আড্ডা বা গান আমি শুনছি না, আমি শুনতে চাই না। ঐ শুরুতেই "লেট আস আনপ্যাক" শুনলেই মনে হয় হ অই লইয়া থাক। 
     
    কো-পাইলট কোডের ভুল ধরে দিচ্ছে, এল-এল-এম বিশাল বড়ো বই ধরে অল্প সময়ে ওসিয়ার করে পুরোনো লিটিল ম্যাগাজিনের ডিজিট্যাল কপি বানিয়ে দিচ্ছে, কী রোগ-নির্ণয় করছে ইত্যাদিপ্রভৃতি সে সব ভালো, কিন্তু আড্ডা নয়, গান নয়, চূড়ান্ত ডিস্ট্রেসের সময় ফোনের ওপারে এ্যাইয়ের গলা নয়। এর মানে এই নয় আমি এ্যাইয়ের ক্ষমতায় মুগ্ধ নই, কিন্তু এইটা আমার আজকের স্টান্স। কাল পালটে গেলে যাবে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ জুলাই ২০২৫ ১৭:৩১540034
  • হ্যাঁ, স্ক্রিপ্ট লিখে নিজে নিজেই পডকাস্ট বানায় এই নোটবুক এল এল এম    
  • <> | 2401:4900:7069:9ab0:448e:e394:6d8f:***:*** | ০৯ জুলাই ২০২৫ ১১:৪১540033
  • কালনিমে, সে রেফারেন্স শানু লাহিড়ীর আত্মজীবনীটায় পাবেন।
  • কালনিমে | 103.244.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০৮:১৬540032
  • @৩ঃ০৫- দারুণ কাজ lcm কিন্তু দয়াময়ী মজুমদার এই খালাসিটোলার মিথ এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন- রেফারেন্স খুঁজে পেলে দেব। এই স্ক্রিপ্ট ও কি llm generated?
  • পডকাস্ট  | 165.225.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০৬:৫৭540031
  • নাহ! এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানাতেই হচ্ছে! তুলকালাম তুলকালাম!  
  • &/ | 151.14.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০৪:০৭540030
  • পডকাস্টে অমলেট কই? ঃ-) ( অবশ্য খানিকটে শুনলাম মাত্র। )
  • অরিন | 2404:4404:4405:700:d8b7:9ea8:2f46:***:*** | ০৯ জুলাই ২০২৫ ০৪:০১540029
  • "সাংঘাতিক ব্যাপার। লসাগুদার এই দুঃসাহসিক প্রচেষ্টার নাম দিলাম অন্তর্জালি যাত্রা। অন্তর্জালি কিন্তু একটি সমাস, অন্তর্জাল + জালি, মধ্যপদলোপী। "
     
    জালি কি কারণে যদুবাবু?
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৯ জুলাই ২০২৫ ০৩:৫৭540028
  • ইংরেজি পডকাস্ট বাংলার থেকে ভাল হয়েছে - দুইই অসাধারণ হয়েছে।
  • অরিন | 2404:4404:4405:700:44f2:4296:a9cc:***:*** | ০৯ জুলাই ২০২৫ ০৩:৩৭540027
  • আরে, এটা অসাধারণ হয়েছে lcm, Google Notebooklm এর লিঙ্কটা দিন না |
  • যদুবাবু | ০৯ জুলাই ২০২৫ ০৩:৩০540026
  • সাংঘাতিক ব্যাপার। লসাগুদার এই দুঃসাহসিক প্রচেষ্টার নাম দিলাম অন্তর্জালি যাত্রা। অন্তর্জালি কিন্তু একটি সমাস, অন্তর্জাল + জালি, মধ্যপদলোপী। 
     
    ইয়ার্কি মারছি বটে কিন্তু এ্যাই ভাট পড়ে একটা কিছু নামিয়ে তো দিলো। সব ঢপ এমনও না। লিখতে বলে চমৎকার লিখেও দেবে নিশ্চয়ই। 
     
    তবে, এ ছাড়াও LLM এর পোষাকি নাম যে এল মিত্র সেটাও জানা গেলো। এল ফর লার্জ না ল্যাঙ্গোয়েজ সেটা নিয়ে কিছু রহস্য রয়ে গেল দিনান্তের। :D  
  • lcm | ০৯ জুলাই ২০২৫ ০৩:০৫540025
  • বাংলায়... নোটবুক এলেলেমে ল্যাঙ্গুয়েজ বাংলা অপশন আছে... কিন্তু  বাংলা ভার্সানটা ঠিক জমল না, অনেক ছোটও ( ৫ মিনিট) - - -
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত