এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০২:৫৮540024
  • কোন কমেন্টগুলি নিয়ে এইটা হয়েছে তা বোঝার চেষ্টা করছি। এলেলেম কি নিজের মত কন্টেন্ট সাজিয়ে নিয়েছে? চমৎকার ব্যাপার তো। কারন অর্ধেকের আগে সত্যজিৎ রায় আসেননি দেখছি, কিন্তু ভাটে তো শুরু থেকে ছিলেন, অনেকটা জুড়ে।

    আচ্ছা, দু'জনের হাতে দু'রকমের আখের ব্যাপারটা কি অন্য কোন ইক্ষুবিদ ভ্যালিডেট করেছেন?
    তুলসীতলায় কুলকুচি ব্যাপারটা এমনিতে হওয়ার কথা না কিন্তু আনসুপারভাইজড শিশু সচরাচর শাস্ত্রবাক্যে বাঁধা আচারভীরু হয় না। কুলকুচিটা যেন কোন দিনের কথা? কিছু একটা বিশেষ দিন ছিল যদ্দুর মনে পড়ে। পাঠশালা?
    আঁশের কাপড় মেক সেন্স, তবে বামুন হলেও বাড়িতে খাণ্ডার শাশুড়ি ননদ নেই, দারিদ্র‌্যে প্রাণ ওষ্ঠাগত, বাউন্ডুলে স্পাউস - এই অবস্থায় কিছু ডিসকাউন্ট হয় না?

    পারফেকশনিস্টদের ব্যাপার আলাদা, কমলকুমার সত্যজিৎ রায় দুইই তা ছিলেন।
    শিন্ড্লার্স লিস্ট বানানোর সময় পড়েছিলাম স্পিলবার্গ গায়ে গুলি বেঁধার আওয়াজ করেছিলেন পশুর মৃতদেহে চট জড়িয়ে তার মধ্যে গুলি করে।
    কিন্তু পথের পাঁচালীর ডিটেলের খুঁতগুলি সাবজেক্টিভ বলে মনে হয়।
  • r2h | 208.127.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০২:৪২540023
  • এটা শুনছি। বাংলায় হলে জমবে আরও!
  • lcm | ০৯ জুলাই ২০২৫ ০২:৩২540022
  • টই একটা করে রাখা উচিত ....
    তো ভাবলাম, এই কদিনের ভাটের কনটেন্ট নিয়ে যদি একটা অডিও পডকাস্ট টাইপের জিনিস করা যায়... হয়েছে কিছু একটা (গুগল নোটবুল এলএলএম দিয়ে)... ইংরেজিতে যদিও, পরে না হয় এটার বাংলা করা যাবে .... একটু দেখুন তো কেমন হল, মনে রাখবেন জিনিসটা এই কদিনের ভাটের কনটেন্ট দিয়ে তৈরি ---
     
  • . | ০৯ জুলাই ২০২৫ ০২:২৬540021
  • আমি তিনজনকেই দেখেছি। একজন আমার বাবার বন্ধু ছিলেন, আর আরেকজন ছিলেন প্রথম জীবনে মায়ের সহকর্মী এবং পরেও দীর্ঘদিন ধরে যোগাযোগ ও বন্ধুত্ব অটুট ছিলো। বারো ক্লাসের পরে যখন নিজের পছন্দের বিষয় পড়বার গোঁ ধরেছিলাম, মায়ের দিদির মত সেই বন্ধু সেই বিশ্ববিদ্যালয়ের তখন বিভাগীয় ডীন। তিনি খপ করে আমার ধরে নিয়ে অন‍্য ডীনের ঘরে নিয়ে যান। ওদের মধ‍্যে ইশারায় ইঙ্গিতে কীসব কথা হলো। আমায় বুঝিয়ে বাঝিয়ে নিরস্ত করা হয়েছিলো। নইলে জীবন হয়ত অন‍্য খাতে বইত। তবে কমলকুমারকে কখনও সরাসরি দেখিনি। অন‍্য ভাইবোনের তুলনায় তিনি একটু অন‍্যরকম ছিলেন বলে শুনতাম। খুব ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে। অ‍্যাকাডেমির সেন্ট্রাল এবং সাউথ গ‍্যালারি জুড়ে জয়নুল আবেদিনের ওয়াটার কালারের সব কাজের একজিবিশন হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ততদিনে। একেকটা ছবি একটা পুরো দেওয়াল জুড়ে রয়েছে। দুর্ভিক্ষের ছবি। ঘোলাটে সাদা কাগজে কালো রঙ দিয়ে কাজ। মৃত গরুর ওপর কাক বসে আছে এই দৃশ্য মনে পড়ছে। জয়নুল আবেদীন সাহেব ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। মা তখন শানুদির সঙ্গে গল্প করছে। শানুদির স্বামী ছিলেন, ধনী মানুষ এবং দাম্ভিক মনে হয়েছিল তাঁকে দেখে। অন‍্যদিকে নীরদ মজুমদার বাবার সঙ্গে কথা বলেই চলেছেন। আমরা দুই বোনে কীরকম অবহেলিত এবং বোর ফীল করছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব‍্যাথা করছিল এটা মনে আছে।
    আরেকবার মায়ের শানুদির একক একজিবিশন ঐ অ‍্যাডেমিতেই। কালচে নীলচে সব অয়েল পেন্টিং। লন্ডনে সম্ভবত আঁকা কিছু হাসপাতালে থাকাকালীন। সে সমস্ত ছবি হাসপাতালের।  সেবার নির্মল দত্ত, নীলিমা দত্ত, রথীন মৈত্র এঁরা সব ছিলেন। শানুদি বারবার আমাদের যেতে বলেছিলেন ওঁর বাড়ি। বাড়ির ঠিকানা ল‍্যান্সডাউন কোর্ট শুনে আমি ভাবছিলাম উনি কি কোর্টের মধ্যে থাকেন?  সঙ্কোচে জিজ্ঞাসা করতে পারি নি। অনেক বছর পরে সত‍্যিই সেই বাড়িটা দেখেছি। ততদিনে উনি ওখানকার পাট চুকিয়ে সম্ভবত লেকটাউনে থাকতেন। সবই আবছা মত টুকরো টুকরো স্মৃতি।
  • আলাদা থ্রেড | 165.225.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০১:৫৪540020
  • কোর গ্রুপ আর কি করবে! জওয়ান জওয়ানি কই?! কে আছো ইত্যাদি ... 
  • &/ | 151.14.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০১:৪৫540019
  • ককুম সংক্রান্ত এইগুলো টইতে আলাদা থ্রেড খুলে তুলে রাখা ভালো। পরবর্তীকালে গবেষকদের কাজে লাগবে। কোর গ্রুপের লোকেরা কী বলেন?
  • r2h | 208.127.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০১:১২540018
    • যদুবাবু | ০৮ জুলাই ২০২৫ ১৮:০৩
    • ... ":)" স্মিতনিক-কে অজস্র ধন্যবাদ, আবারও। এই যে খুঁজে খুঁজে একটি একটি করে তুলে আনছেন এগুলির জন্য অপেক্ষা করে থাকা যায়। ...
     
    একেবারে। এই রেফারেন্স গুলি পড়তে চমৎকার লাগছে, আর কালও যেটা বললছিলাম, ঐ করে কিছু পুরনো পড়া, কিছু নতুন পড়া।
  • r2h | 208.127.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০১:১০540017
  • এয়ারপোর্টে জুতো ব্যাপারটা কিন্তু অনেকদিন থেকেই হচ্ছে। পরীক্ষামূলক ছিল আরকি বোধয়। আটলান্টাতে গত বছর থেকেই দেখছিলাম বেশিরভাগ সময় জুতো খুলতে হয় না। সেই দেখে হয়তো একদিন শক্ত করে ফিতে বেঁধে জুতো পরে গেলাম, সেদিনই জুতো খুলতে হল। কী যন্ত্রনা।
    আগে আটলান্টায় কুকুরশোঁকা এক আবশ্যিক ছিল, সেও বেশ কিছুদিন উঠে গেছে।
    তবে ছোট এয়ারপোর্টগুলিতে যথাবিহিতর ব্যতিক্রম দেখিনি।
  • অরিন | 2404:4404:4405:700:d8b7:9ea8:2f46:***:*** | ০৯ জুলাই ২০২৫ ০০:২৪540016
  • :) এর সূত্রে কমলকুমার মজুমদার কে নিয়ে প্রচুর তথ‍্য জানা গেল, বিশেষ করে ব‍্যক্তিমানুয় সংক্রান্ত বিযয়। এইগুলো একটা টই বা ঐজাতীয় কোথাও ধরে রাখলে ভবিষ‍্যতের রেফারেনস হিসেবে কাজে আসবে মন্ হয়। 
  • ইয়েলো পেরিল | 174.198.***.*** | ০৯ জুলাই ২০২৫ ০০:১৮540015
  • পেরিলের হদ্দমুদ্দ মশায়! চীন তো আম্রিকান কোম্পানিগুলো তাড়িয়েই দিচ্ছিল! এখন অবশ্য ট্রাম্পও বলছে চীনের সুবিধা নিলে বাঁশ দেব! বেচারাদের করুণ দশা! 
  • MP | 2401:4900:3f04:d197:8a93:37ff:11c0:***:*** | ০৮ জুলাই ২০২৫ ২৩:৫০540014
  • @lcm, এটা কি আম্রিকার "ইয়েলো পেরিল" এরই বর্তমান ভার্শন ? সাদা চামড়ার লোকেরা যখন খুশি ঢুকবে কিন্তু হলুদ চীনারা ঢুকবেনা , শুনে তো এটাই মনে হচ্ছে l  
  • lcm | ০৮ জুলাই ২০২৫ ২৩:৪৮540013
  • কেসিপাল তো ঠিক আছে, সূর্য আর পৃথিবীর চারদিকে ঘুরছে না, কোপার্নিকাস-পূর্ব যুগ কয়েকশো বছর পেরিয়ে এসেছে .. ইত্যাদি ...
    কিন্তু মুশকিল হয় যেগুলো, একটু ভেগ - এই যেমন, সমীক্ষায় দেখা যাচ্ছে যে কেদারায় বসার সময় ডান পা বাঁ পায়ের ওপর তুলে বসলে, বাঁ হাঁটুর সমস্যা ঠিক হয়ে যায়।.. বা ধরুন, ফ্রেনোলজি - মাথার খুলির শেপ দেখে নাকি বোঝা যাবে মানুষটির ব্যবহার বা চরিত্র কেমন...

    আর একটা ব্যাপার হল এত কোটি কোটি কনটেন্ট চারিদিকে যে এখন সকলেই কমবেশি HPD তে ভুগছেন ...
  • পাপাঙ্গুল | 103.214.***.*** | ০৮ জুলাই ২০২৫ ২৩:৩৮540012
  • ভারতে নেপাল ভুটান ছাড়া সবাইকেই ট্রানজিট ভিসার জন্য আলাদা করে আবেদন করতে হয়। 
     
    @যদুবাবু , থ্যাংকু। JSTOR এ 1A, পার্ট IC টা এখানে পেলাম -
     
    ABOUT THE MIDDLE of 1952 I asked Sri Kamal Majumdar and Chanchal Kumar
    Chatterjee if they would consider the preparation of a good bibliography of articles,
    memoirs and books published from ancient times to the present day on the natural
    resources, trade, commerce and industry of Bengal. The scope of the bibliographical
    survey was discussed for several days and it was agreed that the best course would
    be to prepare a bibliography under several main heads and knit together a connected
    account of the contents of the more important contributions on each subject.
    ...
    1 regret that I have not been able properly to discharge the role of editor. I
    wish J had checked the translations and references more closely. For a brief while
    Sri Radhaprasad Gupta helped with draft translations of Sri Kamal Majumdar's
    articles. At the time the draft of this part of the Report was taken up, the
    writing, editing, putting together, laying out type, printing and publishing of as
    many as eight books were on my hands, and naturally I failed to gIve as much time
    and attention to the drafts and work of translation as I should have.
     
    সূচিপত্র থেকে দেখা যাচ্ছে ককুম বিড়ি , ছাতা , কাঁসা , পেতল ইত্যাদি কুটির শিল্প নিয়ে কাজ করেছিলেন। পরে সময় নিয়ে পড়তে হবে।
  • &/ | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২৫ ২৩:০৮540011
  • কেসিপালের থিওরির মত প্রচুর থিওরি খুব সফিস্টিকেটেড ভাষায় প্রচুর অংক টংক দিয়ে পরিবেশন করা হচ্ছে। এগুলো ছাঁকার উপায় কি? হোক্স কিনা জানার উপায় কী? (এরা আবার আজকাল অনেক ফলোয়ার নিয়ে আসে, তারা ক্রমাগত আহা আহা মারহাব্বা মারহাব্বা বলতে থাকে। )
  • lcm | ০৮ জুলাই ২০২৫ ২১:৩৬540010
  • এয়ারপোর্টে সিকিওরিটিতে আর জুতো খুলতে হবে না বলছে, সর্বত্র নয়, আস্তে আস্তে হচ্ছে। কুড়ি বছরের বেশি হল জুতো খোলা চালু হয়েছে।
  • lcm | ০৮ জুলাই ২০২৫ ২১:২৬540009
  • না, চিনের নাগরিকদের জন্য ইউএসএ তে ভিসা ফ্রি এন্ট্রির কোনো অপশন নেই, যেমন ইউরোপ বা অস্ট্রেলিয়া বা কানাডার সিটিজেনদের আছে।
  • <> | 2405:201:802c:7858:cd0b:5b1b:2446:***:*** | ০৮ জুলাই ২০২৫ ২০:৫৩540008
  • ১৯৩৪ না, ১৯৩৮। লেখা বিষয়ক লেখাটায় লিখছেন, '১৯৩৮ সালের পর আমরা আর লেখা প্রকাশ করতে চেষ্টা করি নাই'। এবং, 'ইত্যবসরে ১৯৩৮ - ৪৮ পর্যন্ত অপেক্ষা করি, এইভাবে ১৯৫৬ সালে আবার নতুন চেষ্টা করি'। প্রবন্ধটার ঐ প্যারাটা পড়ে মনে হয়, লেখা যে বিভিন্ন সময়ে বন্ধ, সেটা লেখা কী হবে, সেই নিয়ে প্রশ্নের সামনে পড়ার জন্যই বন্ধ, 'ঐ বাঙালীত্ব আমাদের ধ্রুব জ্ঞান। এইটা ফুটাইয়া তোলাই আমাদের লক্ষ্য', এর পেছনে ছোটার জন্যই। উষ্ণীষ পর্বের গল্পে এই বাঙালীত্ব ফুটে বেরোচ্ছিল না, ফলে ক'বছর চেষ্টা করে সেটা বন্ধ হয়, এরকম অনুমান করি।
  • MP | 2401:4900:3f04:d197:8a93:37ff:11c0:***:*** | ০৮ জুলাই ২০২৫ ২০:০৪540007
  • @ পাপাঙ্গুল , @lcm , চীনের মানুষদের আম্রিকাতে যেতে এরকম কোনো ভিসার সুবিধা দেয় কি আম্রিকি সরকার ? চীনের মানুষদের ভারতে আসতে এরকম কোনো সুবিধা থাকে কি ?
  • :) | 103.244.***.*** | ০৮ জুলাই ২০২৫ ১৮:৫০540006
    • <> | ০৬ জুলাই ২০২৫ ০২:৫৫
    • ১৯৩৪ - ৪৮ , মোটামুটি এই সময় জুড়ে লেখা বন্ধ করে দিয়েছিলেন
    এইটে খানিক হিরণ্ময় কথিত অতিরঞ্জন তথা ওঁর ভুল কনক্লুশন টানা লেখাপত্র পড়ার ফল। আদতে ১৯১৪ নভেম্বরে জন্ম। পরাধীন ভারতে কোনো পত্রিকায় লেখা পাঠিয়েছেন এমন তথ্য কিন্তু নেই। নিজেরাই 'উষ্ণীষ' পত্রিকা ছেপেছেন ১৩৪৪ ভাদ্র থেকে চৈত্র (১৯৩৭-৩৮) ২৩-২৪ বছর বয়সে। নাটকের বই ছেপেছেন (দুর্নাম) যার প্রায় সবটাই ট্রাঙ্কবন্দী থেকে পরে পুড়িয়ে ফেলা হয়। বাকি সময়ে কিন্তু নাটক লিখছেন, যেগুলো প্রতি বছর ভাই বোনেরা মিলে অভিনয় করছেন। দেওয়াল পত্রিকা করছেন, নিশ্চয় সেখানে লিখছেনও। সেই পত্রিকা করা নিয়েই দয়াময়ীর সঙ্গে ভাব ভালোবাসা বিবাহ, ১৯৪৭-এই তো।  গল্প উপন্যাস তখন হয়তো জমছে খাতার পাতায়, কে জানতে গেছে?
    এই ১০ বছরের মধ্যের সময়টাতেই রোজগার, নানান ব্যবসা, অঢেল টাকা উপার্জন ও খরচ, ব্রান্ডেড পোষাক আশাক পরিধেয় বেসিকালি লাইফস্টাইল-এর পিছনে অপরিমিত ব্যয়। তারপরেও সময় পেয়ে লিখলেও তা পত্রিকায় পাঠিয়ে ছাপানোর মতো উদ্যোগ করে ওঠার ব্যাপার নেই। প্রত্যাখ্যানের সম্ভাবনাতেও হয়তো। নিজেদের পত্রিকা করে ওঠা না হলে আগেও নিশ্চয়ই সেসব ছাপা হত না। পরাধীন ভারতে পুলিশের ছেলে বলে তাদের একটু নিচু নজরেই দেখা হত, এমন হিন্ট একজন দিয়েছিলেন অনিরুদ্ধ লাহিড়ীকে, '...কলকাতার কিস্যা' গ্রন্থে তা লিপিবদ্ধও। স্বাধীন ভারতে বাকি জীবন ধুতি পাঞ্জাবি পরে কাটানোর সঙ্গে এর যোগ টানাও সম্ভব। আবলুশ কাঠের মতো কালো রঙ নিয়ে যতই স্যুট টাই বুট পরুন, নেটিভ বলেই চেনা যাবে সে বোধেও হয়তো। ক্রমশ ভারতীয়ত্ব, স্পেসিফিকালি বাঙালীত্বের, শিকড়, গর্ব, অভিনবত্ব ও স্বাতন্ত্র্য খুঁজে চলার সঙ্গেও হয়তো।
     
    হিসেবমতো কমলকুমার বাংলা পত্রপত্রিকা জগতে প্রথম লেখা পাঠালেন 'সাহিত্যপত্র' পত্রিকায়, ১৩৫৫ কার্তিক (১৯৪৮)-এ যা ছাপা হয়। স্বভাবতই বিষ্ণু দে ও চঞ্চলকুমার চট্টোপাধ্যায়-এর সঙ্গে পরিচিতি সূত্রে তাঁদের উদ্যোগে প্রকাশিত পত্রিকা বলেই। ওঁর সাহিত্য জার্নিটা এখান থেকেই শুরু বলে ধরা উচিত, আগে নিজেদের পত্রিকায় ছাপা লেখাপত্রকে ফুটনোটে উল্লেখ করে।
    বাধ সাধে 'লাল জুতো' গল্পটা আনন্দের গল্পসমগ্রের প্রথম গল্প হিসেবে ছেপে। বেশিরভাগ পাঠকই ওই প্রথম দু পাঁচটা গল্প আর উপন্যাস সমগ্র থেকে প্রথম উপন্যাসের সিকি পোয়াটাক পাতার বেশি এগোয়ইনি। তবে ওঁর নিজের কাছেও লালজুতো গল্পটা অ্যাকসেপটেবল ছিল বলেই নিশ্চয় সুবর্ণরেখার 'গল্প সংগ্রহ'তে রাখেন। উষ্ণীষে প্রকাশিত বাকি চারটে গল্প, 'মধু', 'প্রিনসেস', 'সমাহিত', 'মহামানবের জন্ম' - নিজেই সংকলনভুক্ত করেননি যেহেতু, গুরুত্বও তেমন দিতে চাননি ওগুলিকে নিশ্চয়। তাই, পরেও, যখন 'সচিত্র ভারত' ও অন্যান্য পত্রিকায় টাকার বিনিময়ে গল্প লিখছেন, সেগুলোকেও ডিসকার্ড তথা ডিসওন করেছেন। 
  • যদুবাবু | ০৮ জুলাই ২০২৫ ১৮:০৩540005
  • পাপাঙ্গুল, সেনশাস-রিপোর্ট পাওয়া যায়। এই যে দ্যাখো উপরের দিকে পার্ট ওয়ান সি-তে কমল মজুমদারের নাম। একটু কষ্ট করে পড়তে হবে, স্যরি। 
     


    আর রিপোর্টের লিঙ্ক এই, আশা করি খুলবে - https://www.jstor.org/stable/saoa.crl.25803753

    আর ":)" স্মিতনিক-কে অজস্র ধন্যবাদ, আবারও। এই যে খুঁজে খুঁজে একটি একটি করে তুলে আনছেন এগুলির জন্য অপেক্ষা করে থাকা যায়। হতেই পারে এই সাক্ষাৎকার-ভিত্তিক লেখাগুলোর সবেতেই অল্প জল মেশানো, বা কোথায় স্মৃতিবিচ্যুতি হচ্ছে, সে হোক। 
     
    খালি মনে হচ্ছে, এইগুলো একটা যদি টই-তে রাখা যেত জমিয়ে। কিন্তু সে অনেক খাটুনি। 

    (অন্য প্রসঙ্গে, @পাপাঙ্গুল- বইপোকা থেকে ছবি আর তুলে আনলাম না। ফেসবুকের জঞ্জাল ফেসবুকেই থাক, আবাপ'র জঞ্জাল আবাপয়।) 
  • পাপাঙ্গুল | 2401:4900:630b:47:1863:9cff:fe5d:***:*** | ০৮ জুলাই ২০২৫ ১৬:৫০540004
  • সেনসাস রিপোর্টটা খুঁজে দেখতে হবে যদি পাওয়া যায়
  • :) | 103.244.***.*** | ০৮ জুলাই ২০২৫ ১৬:০৯540003
  • আচ্ছা, আবার একটু বোর করে যাই। 
     
    সমতট ৪১-এ নিজের লেখাটি ছাড়া আর মাত্র এই সাক্ষাৎকারটিতেই সত্যজিতের সরাসরি বক্তব্য জানা যায় কমলকুমার বিষয়ে। তবে একটা বিষয় মনে রাখার। হিরণ্ময় গাঙ্গুলী মোটেও বিশ্বাসযোগ্য লোক নন। সত্যজিতের জীবৎকালে তিনি সাক্ষাৎকারটি প্রকাশ করেননি, এমনকি নিজের গবেষণাপত্রেও নয়। এর কোনো রেকর্ডিং ছিল না। মৌখিক কথাবার্তার নোট সত্যজিৎকে দেখিয়ে কারেক্ট করিয়ে নেওয়াটা পাতি গল্প বলেই আমার মনে হয়। কিছু জায়গা সত্যজিৎ পেন দিয়ে কেটে দেন, এই বক্তব্যও নানা কারণে অসৎ বলেই মানি। সত্যজিতের তিরোধানের পাঁচ বছর পরে পত্রিকার প্রয়োজনে সম্ভবত তিনি পুরো সাক্ষাৎকারটি কনস্ট্রাক্ট করেছিলেন একবারের সাক্ষাৎ কথোপকথনের স্মৃতি বা নোট থেকে। ফেসবুকে তিনি গত বছর সাতেক যা লেখেন তারও অধিকাংশই মনের মাধুরী মিশায়ে এবং বাকিটুকু ডাহা মিথ্যে বলেই আমার বিশ্বাস।
     




     
    আর এই হল অশোক মিত্রের সাক্ষাৎকার। সত্যি বলতে কি উনি যথেষ্ট কনফিউজ করেছেন। প্রথমত 'সমতট'-এর আর্টকল প্রসঙ্গ। আগেই বলেছি সমতট এর সমস্ত সংখ্যার সূচিপত্র (এটা ওঁরাই বই আকারে বিক্রি করেন) ঘেঁটেও এ বিষয়ে কোনো প্রবন্ধ পাইনি, একটিমাত্র চিঠি পেয়েছি। আর ১৯৭৯ এ সমতটের বয়স ১০ বছর। ফলে এমনও নয় যে ১৯৫৫তে পথের পাঁচালি বেরোনো সময়কার কোনো লেখার কথা অশোকবাবু বলছেন। সেটা হলে 'সমতট'-টা স্মৃতিবিভ্রম। দ্বিতীয়ত চিঠির বক্তব্য আর সাক্ষাতকারের বক্তব্য পুরো আলাদা। চিঠিতে লিখেছেন সিনেমা দেখে এসে কমলবাবু তাঁর কাছে নানা ভুলভ্রান্তি ধরে দেন, আর সাক্ষাৎকারে বলছেন কমলবাবু মানিকবাবুকে নানা বিষয়ে সাহায্য করেছিলেন। দুটোই ঠিক হতে পারে একমাত্র এভাবে, যে, মাঝে মাঝে শুটিং দেখতে গিয়ে, বা আড্ডায় কমলবাবু বিভিন্ন গ্রামীণ আচার ও রীতিনীতি বিষয়ে মানিকবাবুকে অবহিত করেন। তদুপরি ফাইনাল সিনেমা দেখে এসে হতাশ হন যে আরো নানা জায়গায় মানিকবাবু ছড়িয়ে রেখেছেন, আর সেটা অশোকবাবুকে এক্সপ্লেইন করেন। স্বভাবতই সেকালে মানিকবাবু যেসব বিষয় না জেনে বা অনবধানে ছড়িয়েছেন, তা ধরার মত মণীষা বাংলায় বা ভূভারতে আর তেমন বিশেষ কেউ ছিল না। যেমন সাদাকালো ছবিতে দেখে ভাইবোনের হাতে দুই ভিন্ন প্রজাতির আখ চেনার বা খেয়াল করার মত মানুষই বা কজন! কেই বা সিনেমা জুড়ে পাখির ডাক শোনার জন্য কান পেতে রাখেন।
     




     
    সাক্ষাৎকারদুটো থেকে যেটা খেয়াল করার, কমলকুমার মজুমদারকে অন্তর থেকে কতখানি শ্রদ্ধা করতেন এই দুজন বিখ্যাত মানুষ।
     
     
  • Apu | 14.194.***.*** | ০৮ জুলাই ২০২৫ ১৫:১৫540002
  • অনেকের ছাপা বই পছন্দ . তাদের পিডিএফ পড়তেই ভালো লাগে না 
    যেমতি আমি 
     
    এই নিয়ে বিরাট একটা টই  ছিল 
     
  • পাপাঙ্গুল | 2401:4900:630b:47:1863:9cff:fe5d:***:*** | ০৮ জুলাই ২০২৫ ১৩:৫৭540001
  • entry permit to certain Chinese cities - গাঁয়ে বা উইঘুর ক্যাম্পে যেতে দেবেনা 
  • lcm | ০৮ জুলাই ২০২৫ ১২:৫৭540000
  • বা, ইন্ডিয়ান টুরিস্টরা চায়নায় যেতে চায়না  
  • অরিন | 2404:4404:4405:700:3aba:f8ff:fe54:***:*** | ০৮ জুলাই ২০২৫ ১২:৪৭539999
  • কই , এ লিস্টে ভারতের নাম নেই যে |
    চায়না কি ভারতের লোকেদের আসতে দিতে  চায়না? 
  • lcm | ০৮ জুলাই ২০২৫ ১২:১৬539998
  • চায়না ৫৫ দেশের নাগরিকদের ভিসা ফ্রি এন্ট্রি দিচ্ছে - 
     
    Under the newly upgraded 240-hour visa-free transit policy, foreign travelers can apply for a six-day entry permit to certain Chinese cities upon arrival at the port of entry, provided they hold a passport from one of the 55 eligible countries. They also must show that they are traveling to a third country after leaving China, which means they must show a connecting ticket to a third country when arriving in China. 
     
    The 55 countries are: 

    25 countries in the Europe Schengen area: Austria, Belgium, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Norway, Poland, Portugal, Slovakia, Slovenia, Spain, Sweden, and Switzerland.  

    15 other countries in Europe: Russia, United Kingdom, Ireland, Cyprus, Bulgaria, Romania, Ukraine, Serbia, Croatia, Bosnia and Herzegovina, Montenegro, Macedonia, Albania, Monaco, and Belarus.  
     
    Six countries in the Americas: the United States, Canada, Brazil, Mexico, Argentina, and Chile.  
     
    Two countries in Oceania: Australia and New Zealand.  
     
    Six countries in Asia: South Korea, Japan, Singapore, Brunei, the United Arab Emirates, Qatar, and Indonesia. 
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ০৮ জুলাই ২০২৫ ১১:৩৬539997
  • ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ২০০৮র পর থেকে টাকার থলি নিয়ে বাজারে ঘুরচে 
  • lcm | ০৮ জুলাই ২০২৫ ১১:১৬539996
  • কবির দল তো গেয়েই গেছেন -
    -----
    কিছু কিছু বস্তু আছে শেষে যার শুরু ...
    ...
    একদিন আমেরিকাও ধ্বংস হবে বিলেত যাবে ঝুলে ....
    ---
  • পাপাঙ্গুল | 171.76.***.*** | ০৮ জুলাই ২০২৫ ১১:০৩539995
  • "প্রতি দশকে মিনিমাম একটি ভাঁওতা " - সত্যি কথা 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত