এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.***.*** | ০৫ জুলাই ২০২৫ ২০:২৩539904
    • রমিত চট্টোপাধ্যায় | ০৫ জুলাই ২০২৫ ১৬:০৬
    • ... দেবেন্দ্রনাথ কে নিয়েও বর্তমান আম বাঙালি খুব যে নাক সিঁটকায় তাও নয়। ...
    দেবেন্দ্রনাথের বাচ্চার সংখ্যা নিয়ে নাক সিঁটকানো তো দূরের কথা, নাক গলানো উচিতও না। মানে, ডাজন্ট মেক সেন্স। ঠিকঠাক জন্মনিয়ন্ত্রনের পদ্ধতি নেই, অঢেল টাকা, কঠিন অসুখ হলে অ্যান্টিবায়োটিক নেই, ভূসম্পত্তির দিক দিগন্ত দেখা যায় না- এমন লোক খামোখা কেন ভেবে চিন্তে যৌনতা করতে যাবে?
     
    • Ekak | ০৫ জুলাই ২০২৫ ... এটা কিন্তু আদতে রাজনৈতিক গড্ডালিকা !!!  এমন ভাব করে যেন বেশি বাচ্চা নেওয়া সামাজিক অপরাধ। এই অপরাধবোধটা রাষ্ট্র তৈরী করেচে। ...
     
    হ্যাঁ, একটা কেরেস্তান সাদা সায়েব যখন ভ্যানগাড়িতে করে পাঁচটা বাচ্চা তিনটে কুকুর আর ঝুড়িতে বেড়ালছানা নিয়ে বেরোয় তখন তা নিয়ে কারও চোখ কপালে ওঠে না। কিন্তু কালো বাদামী হলে আ ছিছি হয়। আর তাদের যদি ফেজ নূর হিজাব নিকাব থাকে তাহলে তো হয়েই গেল।
    এইবার গরীব দেশে জনসংখ্যার চাপ সামলানো কঠিন ছিলৈ হয়তো কে জানে, কিন্তু আর কয়েক দশক পর যখন অল্পবয়সীদের সংখ্যা কমতে থাকবে তখন কী হবে তাই ভাবি।
     
     
    • :) | 103.244.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১২:৩৩
    • সিনেমা দেখতে গেলে সিনেমাটা কেমন হল, যা দেখানো শোনানো হল সেগুলো সিংক করল কিনা, বিশ্বাসযোগ্য হল কিনা সেটুকুই বিচার্য মনে হয়। পিছনের গল্প বা উপন্যাসের ব্যাগেজটুকু, সাহিত্য হিসেবে কেমন ছিল, কোন দর্শন বা বক্তব্য ক্যারি করছিল তার থেকে স্বাধীনভাবেই সিনেমাটাকে দেখা উচিত মনে করি। পরিচালক গল্পকাঠামোটাকে তাঁর সিনেমার জন্য প্রয়োজন বোধে গ্রহণ করেছেন বলেই আখ্যানের সমস্ত খুঁটি নাটি, সব চরিত্র বা সেগুলোর অরিজিনাল এসেন্স, দর্শন তাঁকে ফুটিয়ে তুলতেই হবে এমনটা মনে করি না। সিনেমাটা যাঁরা বানাচ্ছেন, গল্পকাঠামোটা তাঁদের নিজস্ব নয় বলে গল্পকারকে অ্যাকনলেজ করার জায়গাটা যেমন অনস্বীকার্য, তেমনি সিনেমাটা স্বতন্ত্র শিল্পমাধ্যম বলেই তার সার্থকতার প্রয়োজনে যেমন দরকার তেমন ডিপার্চারের অধিকারও অঁতরের নিজস্ব। সত্যজিতের বা ঋত্বিকের সিনেমা দেখতে গেলে শক্তিপদ রাজগুরুর বা সুবোধ ঘোষের গল্প পড়া আদৌ জরুরি নয়। আর তা না হলে বিভূতিভূষণ পড়াও জরুরি নয়।
     
    • :) |  ০৫ জুলাই ২০২৫ ১২:৩৩
    • ... কিছু লোকজন অন্তত ক্ষুব্ধ হবে না বা ব্যক্তিগত পরিসরেও ক্ষোভ প্রকাশ করবে না এটা একটু অন্যায় আবদার হল না কি? ...
    হ্যাঁ হ্যাঁ, সে তো একশোবার, ব্যক্তিগত পরিসরে ক্ষোভ নিয়ে একেবারেই কোন বক্তব্য নেই। সেসব লিপিবদ্ধ হয়ে পাবলিক পরিসরে এলেই তা নিয়ে আমার মত পাঁচপেঁচী লোক মাথা ঘামায়। আর তুলসীতলায় বালকের কুলকুচি তো বড় ব্যাপার, শ্রাবণগগন আর নৌকো বোঝাই রাশি রাশি ভারা ভারা ধান নিয়েই কি আর তর্ক কম হয়েছে।
     
    • ... সিনেমাটা স্বতন্ত্র শিল্পমাধ্যম বলেই তার সার্থকতার প্রয়োজনে যেমন দরকার তেমন ডিপার্চারের অধিকারও অঁতরের নিজস্ব। সত্যজিতের বা ঋত্বিকের সিনেমা দেখতে গেলে শক্তিপদ রাজগুরুর বা সুবোধ ঘোষের গল্প পড়া আদৌ জরুরি নয়। আর তা না হলে বিভূতিভূষণ পড়াও জরুরি নয়।
     
    এতেও দ্বিমত হওয়ার কোন অবকাশই নেই। কী ভাবে কতটুকু ইত্যাদি। তবে যৌবনের অ্যাংগস্ট বোঝাই গল্প রোমান্টিক জঙ্গলভ্রমণের সিনেমা হয়ে গেলে যে নির্মানের একটা পরিবর্তন হয়ে যায় আগাপাস্তলা, সেদিকে নির্দেশ।
    তবে হ্যাঁ বিভূতিবাবু ও সত্যজিতের অপু আলাদা লোক - এমন ধরে নিলে কোনই গোল নেই।
  • kk | 172.56.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৯:৩৪539902
  • হ্যাঁ,অমিতাভদা'র এক স্পেশ্যাল অকেশনের ভোজের প্রস্তুতিতে এক ডজন অমলেটের ছবি আমার মনে আছে :-)
  • kk | 172.56.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৯:৩২539901
  • সায়ন এখানেই একবার অমলেটের এক ঝোল শিখিয়েছিলো। নারকেলের দুধ আর আমসি কিম্বা আমের আচারের তেল-মশলা দিয়ে। খুব চমৎকার স্বাদ হতো তার।
  • Ekak | ০৫ জুলাই ২০২৫ ১৯:১৪539899
  • শুধু কম ডিম বলে নয় ,  রুটি দিয়ে খেতে গেলেও ওমলেটের ঝোল সুস্বাদু অল্টারনেটিভ। কাঁচা ডিমে  আলুসেদ্ধ জিরেভাজা আর অল্প বেকিং সোডা  মিশুয়ে নিলে ইয়ামোটামোটা ওমলেট হয় রন্ধ্রে রন্ধ্রে ঝোল ঢোকে আহা !
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৯:১১539898
  • পাটিসাপ্টার মতন  করে  অমলেটগুলো  করে নিয়ে  তারপরে  ঝোল . খুব এফেক্টিভ 
  • kk | 172.56.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৯:০৬539897
  • কম ডিমে বেশি লোকের রান্না করতে গেলে অমলেটের ঝোলও তো বেশ কাজের।
  • Ekak | ০৫ জুলাই ২০২৫ ১৮:৩৫539896
  • তাতে ঝোলেরস্বাদ টা বেটার হয় :) 
     
    ইদিকে ডিমের দাম বেড়েই চলেছে। কোয়ালিটিও নিম্নগামী। কেষ্টপুরে ডবল কুসুম সাজিয়ে বসেছে দেখে ওলা থেকে নেবে পড়লুম। দেড়শো টাকা ডজন। তিন তিনটে পচা বেরুলো। যা তা !
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৮:৩১539895
  • ময়দা দিয়ে সিল্করে অল্প ভেজে ঝোলেদিয়ে রান্না হল , ময়দার  ঠোলা সমেত  ঝোলে  চলে গেল  অর্ধেক  কুসুম ,  ডিমের  সাদা অংশ  নৌকোর খোলের  মতন  ভাসতে লাগল , এরকম ও  হয়  :)
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৮:২৪539894
  • ময়দা দিয়ে সীল করলেও অনেক সময়  মানে না . কুসুমটা  ঝোলে  চলে যায় 
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৮:২২539893
  • খুন্তি র কোনা দিয়ে সেদ্ধ ডিমটাকে অল্প  সল্প  খুদে খুদে চিরে  চিরে তারপরে  ঝোলে  দেন  অনেকে , কুসুম  ঝোলে মিশে  যায়না  তাতে, কিন্তু তেল মশলা  ঢোকে   
  • Ekak | ০৫ জুলাই ২০২৫ ১৮:১৭539892
  • ডিমসেদ্ধ ভাগ করে কেও ঝোলে দেয়না মেসশাবক ছাত্রছাত্রী ছাড়া। ভাগ করা ডিমে ময়দা দিয়ে সিল করে একটু ভেজে নিয়ে তারপর ঝোলে দেয়। 
  • Ekak | ০৫ জুলাই ২০২৫ ১৮:১৫539891
  • হ্যাঁ হাফ অব্দি সুতো দিয়ে চিরে দেওয়া হতো যাতে ঝোল মসলা ঢোকে। আজকাল কাঁটা দিয়ে স্ট্যাব করে দি। 
  • :) | 103.244.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৮:১০539890
  • আরে একা খাবো কেন, মা, বাবা, আমি ঠাকুমা চার জন খাবে তো। আর গোটা ডিম ঝোলে দিলে ঝোলের নুন মসলা ভালো করে কুসুনে ঢোকে না। ডিম ছুরি বা বটি দিয়ে কাটার চেয়ে সুতো দিয়ে বেশি নিখুঁত আর মসৃণ ভাবে ভাগ হয়। দু তিনটে তরকারির পরে যেটুকু ভাত থাকে তার জন্য গোটা একটা ডিম অপচয়ই বলা উচিত। 
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৮:০৮539889
  • ডিমসেদ্ধ ভাগ  করে  ঝোলে দিলে  হাফ কুসুম  কখনো থাকে , কখনও ঝোলে মিলিয়ে  যায়  :)
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৮:০৫539888
  • আজকাল ডিম  প্রসঙ্গ  উঠলেই  ককুম  মনে  পড়ছে।  আগে  মনে  পড়ত  কেলোদাকে। ভালো  কথা , কেলোদা  কই ?
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৮:০৩539887
  • একা একা ডিম ভাগ  করতেন  কেন ??? গোটাটাই  ঝোলে  দিতেন  না কেন ?
  • যদুবাবু | ০৫ জুলাই ২০২৫ ১৭:৫৯539886
  • "Brandolini's law" মনে পড়ে যায় মাঝে মাঝে। :) 
  • :) | 103.244.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৭:৪৯539885
  • দূর!  আমি এক সন্তান হয়েও ছোটোবেলায় সুতো দিয়ে ডিমসেদ্ধ ভাগ করেছি। যা খুশি ইভেন্ট যেটার উপর খুশি কজ হিসেবে চাপালেই হল?
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৭:২৬539884
  • সুতো দিয়ে ডিমসেদ্ধ কেটে ভাগ করে  ঝোল  রাঁধার যে সেনসিটিভ  আখ্যান  পাওয়া যায় , সেও  তো  শিক্ষিত  মধ্যবিত্ত  বহু  সন্তানের  ঘরের 
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৭:১৪539883
  • হাঁসমুরগির পালের মত  ছানাপোনার  মধ্যে  ট্রমাও  প্রচুর।  অবহেলার , অযত্নের ,  অন্যান্য  নানা  অসুবিধার .  প্রথম  প্রতিশ্রুতির  সেই  ছেলেটা  তো শেষে  নিরুদ্দেশই  হয়ে গেল 
  • Ekak | ০৫ জুলাই ২০২৫ ১৬:৫০539882
  • যথেষ্ট কথা বলে। বাবা গো আমরা তো একটা দুটো নিয়েই হিমশিম !!! মাগো ফুটবল টিম বানানোর তালে আছে মনোয় ! 
    এসব শুনতে হয় চারপাশ থেকে। 
     
    গরিবকে নিয়ে বরং সরকারের মাথাব্যথা কম। প্রাইম টাইমে বিজ্ঞাপন দিয়ে যাদের মাথায় ঢোকানো হত দুটির বেশি বাচ্চা একদম নয় ---- তারা কেও গরিব ছিল না ।ছিল মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী। যারা সংখ্যায় যত নিয়ন্ত্রিত থাকে তত মঙ্গল। এরা ভীষণ ফ্লোটিং ভোটার। ওদিকে  গুর্বোরা ক্লাসের দুস্টু ছেলে। কন্ডোম বিতরণ করে এলেও পাত্তা দেবেনা। তাদের মধ্যে শিশুমৃত্যুর হার ও বেশি তাই যা বেশি পয়দা করবে মরে হেজে কিছুটা ব্যালান্স করে যাবে। কিছুকে ধরেকরে লাইগেশন করিয়ে দেওয়া যাবে। কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত যা পয়দা করবে তার মধ্যে বেঁচে থাকবে বেশি। তারা আবার বড়ো হয়ে মধ্যেবিত্ত ভোটার শ্রেণী তৈরী করবে। তারা সংসদীয় ব্যবস্থায় মাথা গলাবে।  এগেইন রিস্কি ইনভেস্টমেন্ট। এদের ধরে করে বেঁধে দেওয়া যাবেনা। তাই সোশ্যাল স্টিগমা তৈরী করা হলো। এস ইফ অনেকগুলো বাচ্চযা নেওয়া পশ্চাৎপদ একটা ব্যাপার।  এই মেন্টাল গেমটা দীর্ঘদিন যাবৎ খেলা হয়েছে। এর সঙ্গে এক বাচ্চা না দু বাচ্চা না তিন বাচ্চা তার সম্বন্ধ নেই। 
     
    আর সরকারের রিসোর্স কিছু কমতি নেই। এই অজুহাতেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়। এইযে ক্রিমি লেয়ার তৈরী হলো পিছড়ে বর্গের মধ্যে এবং তাই ঘিরে সংরক্ষন  বিরোধী রাজনীতি মাথাচাড়া দিলো এটা চাইলে সরকার আটকাতে পারতো সংরক্ষণ সিস্টেমকে রেগুলারলি সংশোধন করে করে। একটা করে ফতোয়া দিয়ে আগামী পঞ্চাশ বছর আল্লার নামে  ছেড়ে দিলুম এটা সরকারের গাফিলতি। এবং ইচ্ছাকৃত। 
  • &/ | 107.77.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৬:৪১539881
  • ছেঁড়া ছাতা টা মেটাফরিকাল ছিল  মনে হয়  ওই  বাঁ  বাঁ  বিজ্ঞাপনে  :)
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ জুলাই ২০২৫ ১৬:০৯539880
  • আচ্ছা তাহলে সতীদাহও তো সরকারের নাক গলানো উচিত নয়, কারো বউ যদি স্বেচ্ছায় সতী হতে চায়, তার ফ্যামিলির লোক বলবে, আমাদের ফ্যামিলি ম্যাটার আমরা বুঝে নেব, সরকারের কি? 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ জুলাই ২০২৫ ১৬:০৬539879
  • একচুয়ালি যার ক্ষমতা আছে সে অনেক বাচ্চা কাচ্চা নিলে কেউই কোনো কথা বলে না সেসব নিয়ে। গরিবের বেশি বাচ্ছা নিয়েই বেশিরভাগ মাথাব্যাথা সমাজ ও সরকারের। আজ কটা লোক প্রশ্ন তুলতে যায় বেকহ্যাম, জোলি, মাস্কের এতগুলো বাচ্চা কেন? এমনকি দেবেন্দ্রনাথ কে নিয়েও বর্তমান আম বাঙালি খুব যে নাক সিঁটকায় তাও নয়। 
     
    দুই সন্তান নীতি সাধারণ ভারতবাসীর জন্যই ছিল যাদের তখন আর অন্য কিছু এন্টারটেইনমেন্ট ছিল না। এমনিতেই জনসংখ্যা প্রবল প্রতিযোগিতা ও সীমিত রিসোর্সের ওপর বিপুল চাপ তৈরি করেছে। তাই আর বেশি না বাড়লে ভালোই মনে হয়। 
     
    এবার থিওরেটিকালি যদি সরকারের অসীম রিসোর্স থাকত, দারুন প্ল্যানিং থাকত, সবার জন্য অফুরন্ত সুযোগ থাকত তখন বেশি বাচ্চা নেওয়ার ঠিক ভুল নিয়ে অন্য রকম আলোচনা করা যেত। কিন্তু বর্তমান ভারতের জন্য এটা ঠিকই আছে মনে হয়। 
     
    আর ওদিকে চায়না যেটাই করে বাড়াবাড়ি করে ফেলে, দুম করে এক সন্তান নীতি চাপাতে গিয়ে অনেক প্রভাব পড়েছে নানা দিকে। এখন ফল ভুগছে। 
  • একক | ০৫ জুলাই ২০২৫ ১৫:১৪539878
  • এরকম আরেকটা বিষয় হলো বহুবিবাহ।  
     
    সরকারের কাজ আইনি নিরাপত্তার ফ্রেমোয়ারক তইরি করা এবং ইম্পলিমেন্ট করা। নাগরিক রা কী কম্বিনেশনে কঞ্জুগাল লাইফ লীড করবে তাই নিয়ে সরকার মরাল পলিসিং করে কেন!!  
     
    বহুবিবাহ এখনো করা যায় যদি একটাও বিয়ে সরকারি রেজিস্টারড না থাকে। তাহলে সরকার কিছুই করতে পারবে না। হিন্দু হলেও। কিন্তু তাতে সম্পত্তি সংক্রান্ত সমস্যা প্রচুর। 
     
     
  • তাই বলুন | 207.244.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৫:১১539877
  • আমি ভাবলুম এককবাউও সেশে সোস্যালিস্ট হয়ে গিয়ে গুর্বোদের আনলিমিটেড এন্ডিগেন্ডি পয়দা করার অধিকার সাপোর্ট করে বসলেন!  ঘাবড়ে গেছিলুম :|
  • Ekak | ০৫ জুলাই ২০২৫ ১৪:৫২539876
  • আরে এন্ডিগেন্ডি লিখলে বেশ একটা ক্যালরব্যালোর ফিলিং হয় তাই লেখা:)) তিনটে না পাঁচটা না ন টা সেটা ফ্যাক্টর না। ব্যাপার হলো এই নিয়ে এসোসিয়েটেড মোরাল পোলিসিং। দুটির বেশি বাচ্চা "কখনোই"  নয় এটা বারবার বলবে কেন রাষ্ট্র। খূব বেশি বলতে পারে দুই এর অধিক কাচ্চা হলে এক্সট্রা মাথার ইএসআই -রেশন কার্ড এসব কিছু ইস্যু হবেনা। তাহলেই গুর্বোদের মাস টা কেটে যাবে। এতো ভুলভাল মোরাল পোলিসিং কেন !
  • *** | 103.244.***.*** | ০৫ জুলাই ২০২৫ ১৪:৪৫539875
  • সরকার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত