- &/ | 151.14.***.*** | ০৩ জুলাই ২০২৫ ০৫:০০539784
- ককুম নাকি 'পথের পাঁচালি' সিনেমাটা দেখে বলেছিলেন, গাঁয়ের চাষীরা কি জানে শউরে বাবুরা তাদের দুঃখু দেখে এত কাতর?
এর চেয়ে ভালো "নাকি" ব্যবহার করে নিজের মনের মাধুরীকে লোকগ্রাহ্য করে পরিবেশনের উদাহরণ পাওয়া একটু মুশকিল। একটা চেষ্টা করে দেখা যাক :-
"মল্লিকা ধর নাকি "মল্লিকাবাহার" পড়ে জীবনে প্রথমবার বমি করে বলেছিলেন, বিবমিষা শব্দের মানে এই বুঝলাম।"
- r2h | 165.***.*** | ০৩ জুলাই ২০২৫ ০৯:০৭539787
- কমলবাবু বোধয় এমনিতেও একটু কুচুটে মত ছিলেন। উপন্যাসের চরিত্ররা জানলো কি জানলো না তারওপর উপন্যাসের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করার কথা তো না।
এটা পড়েই মনে হল, অন্যের দেওয়া ভিত্তিহীন তথ্য যাচাই না করে বিশ্বাস করে মতামত গড়ে তুলে মন্তব্য করে ফেলার একটা তুলনা বাংলায় দেওয়া হয় : "কাকে কান নিয়ে গেল শুনে কাকের পিছনে দৌড়নো"।
তাহলে সত্যজিৎ কমলকুমার ও চাষী সংক্রান্ত বিষয়টি আসলে কী ছিল? সেকথা সত্যজিৎ লিখেছিলেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত সম্পাদিত 'সমতট' পত্রিকা-এর দশম বর্ষপূর্তি সংখ্যা (১১ বর্ষ ১ সংখ্যা, জুলাই সেপ্টেম্বর ১৯৭৯) কমলকুমারের মৃত্যুর পর প্রকাশিত প্রথম ক্রোড়পত্রে। ক্রোড়পত্রটি একটি লেখা বাদ দিয়ে সম্পাদকের মতুন ভূমিকাসহ পুস্তিকাকারে প্রকাশিত হয় ১ মে ১৯৯৩ তে। প্রাসঙ্গিক অংশটি এরকম :
"কফি হাউসের স্মৃতির মধ্যে কমলবাবুর কথার ধারের কথাটাই সবচেয়ে বেশি মনে পড়ে। জনৈক বামপন্থী কবি সম্বন্ধে তাঁর মন্তব্য হল- ‘ভদ্রলোক সোশাল কনটেন্ট না থাকলে নস্যি নেন না।’ চাষী-মজুরদের হাল সম্পর্কে শহরের মার্কসিস্ট বাবুরা উৎকণ্ঠিত সে কথা চাষী-মজুর জানে কি? কমলবাবুর ভাষায়, ‘ব্যাঙের একটা লাতিন নাম আছে ব্যাঙ তা জানে কি ?’ "
এই রেফারেন্সেই নিচের প্রসঙ্গে বলেছিলাম,
- &/ | 151.14.***.*** | ৩০ জুন ২০২৫ ২০:৩০539708
- বাস্তবের পদ্মানদীর মাঝিরা কি কেউ 'পদ্মানদীর মাঝি' উপন্যাসটা পড়েছেন? বা অবলম্বনে বানানো চলচ্চিত্রটি দেখেছেন?
- &/ | 151.14.***.*** | ৩০ জুন ২০২৫ ২০:৩১539709
- তারপরে ধরুন শরৎবাবুর মহেশ এর গফুর অমিনা প্রভৃতিরা কি ঐ ধরণের লেখাগুলো পড়েছেন কেউ?
- &/ | 151.14.***.*** | ৩০ জুন ২০২৫ ২০:৩২539710
- অথবা বিভূতিবাবুর তালনবমীর ওই বালকেরা?
- b | 2402:3a80:1c50:8494:278:5634:1232:***:*** | ৩০ জুন ২০২৫ ২০:৩৬539711
- অথবা মোষেরা কালাপাহাড় ?
- :) | 103.244.***.*** | ৩০ জুন ২০২৫ ২২:২২539718
- অ্যান্ডরের প্রশ্নটা বহু প্রাচীন, ককুম এ ব্যপারে শেষ কথা বলে গিয়েছেন (বি খানিক সেই লাইনেই খেলেছেন ) ।
নিশ্চয় ভাবছেন এই চাষী প্রসঙ্গে পথের পাঁচালী এল কেন? শুধুই সত্যজিৎ রায় এর সূত্রে? সম্ভবত না। কারণ সত্যজিতের লেখার এর পরের অংশটুকু এরকম :
" কমলবাবুকেই প্রথম দেখলাম, একজন সাহেবকে ‘ওই ফরসা ভদ্রলোকটি’ বলে উল্লেখ করতে। তির্যক রসিকতায় কমলবাবুর জুড়ি ছিল না, এবং সেই রসিকতা ব্যক্ত করার ভাষার উপর দখল ছিল সাংঘাতিক। কফি হাউসে আমাদের এক বন্ধু প্রত্যহ নিয়মিত ডবল ডিমের অমলেট খেতেন। কমলবাবু একদিন আর থাকতে না পেরে বললেন, ‘ডিমের অতখানি করে খেলে পাঁচটা মেয়েমানুষ রাখতে হয় গো !’
১৯৫৫ সালে পথের পাঁচালী ছবি মুক্তি পাবার পর অনেকবার অনেক অনুরোধ সত্ত্বেও কমলবাবুর মনে ছবিটা দেখা সম্বন্ধে কোনো উৎসাহ সঞ্চার করতে পারিনি । আমি অবিশ্যি নিরুদ্যম হইনি। শেষে একদিন যখন সত্যিই দেখলেন, তখন হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলেন। আমারই এক পরিচিতের সঙ্গে তাঁর দেখা হয় রাস্তায়, তাকে বললেন ছবিতে মাত্র একটি দৃশ্য ভালো লেগেছে—যেখানে অপু দুর্গা চিনিবাস ময়রার পিছনে ধাওয়া করে। খবরটা শুনে কিঞ্চিৎ অভিমান হয়েছিল; রাশো-মন-কেও যে এককথায় বাতিল করেছিলেন সেটা ভেবে কোনো সান্ত্বনা পাইনি।
এর বেশ কিছুদিন পরে যখন ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়, তখন ছবিটির প্রসঙ্গ আর তুলিনি, আর মনেও সেই সম্পর্কে আর কোন উষ্মার ভাব ছিল না, কারণ ততদিনে হৃদয়ঙ্গম করেছি পল্লীগ্রামের জীবন নিয়ে ছবি করে কমলবাবুকে খুশী করার মত ক্ষমতা আমার নেই। "
ফলে বহু আগের কোনোকালে পড়া আধো আধো মনে থাকা পাঠবস্তু নিয়ে ভাট বকার সময় নানান আশেপাশের জিনিস স্মৃতিতে মিলেমিশে যায়। এসবকে সিরিয়াসলি নিয়ে কোনো মতামত গড়ে তুলবেন না। যত প্রাচীনই হোন, ভাটিয়ালিতে লোকে ভাট বকতেই আসে, একথা স্মরণ রাখবেন।
যেমন
- অরিন | 2404:4404:4405:700:4426:73e6:6679:***:*** | ০৩ জুলাই ২০২৫ ১২:৩৯539791
- কমলকুমারের পথের পাঁচালি চলচ্চিত্রকে কেন্দ্র করে সত্যজিৎ রায়ের সঙ্গে কফি হাউসের আড্ডায় সমালোচনার কথা রাধাপ্রসাদ গুপ্ত লিখে গেছেন।
এবার এইটার রেফারেন্স দরকার। অন্তত
এখানে সেসব কিছু নেই।
আর, ৯ ফেব্রুয়ারি, ১৯৭৯ তে মৃত্যুর পর ২০.০১.৮৯-তে উত্তরা, পূরবী, উজ্জ্বলাতে
মুক্তিপ্রাপ্ত অন্তর্জলি যাত্রা চলচ্চিত্রায়ণ ওঁর মনঃপূত হয়েছিল কিনা জানাটা বোধহয় বেশ কঠিন হবে। সত্যজিৎ বিভিন্ন গল্পে প্ল্যানচেট প্রসঙ্গ এনে আনন্দগোষ্ঠীপাঠকশিশু মনের স্পেকট্রামে যে ইমপ্রেশন রেখে গেছেন সেই লাইনেই চেষ্টা করতে হবে মনে হয়।