মজার ব্যাপার হচ্ছে "সফল প্রবাসী" শব্দবন্ধ ব্যবহার করিইনি। কেনই বা করব? ব্যাংকার বা আইটি হলে সফল আর দুনিয়ার মজদুর হলে অসফল এমন বালখিল্য বাইনারি শাইনিং ইন্ডিয়ানরাই করে থাকে।
লিখেছিলাম মডেল ইমিগ্র্যান্ট। এটি পোলিটিক্যাল শব্দবন্ধ। মডেল মাইনোরিটির ইতিহাস আপনারা জানেন কিনা জানিনা, তবে কালো আমেরিকানরা যখন নাগরিক অধিকার আদায়ের জন্য লড়ছে, সেই ষাট-সত্তরের দশক থেকে এশিয়ান ইমিগ্র্যান্টরা মডেল মাইনোরিটি আখ্যা পেয়ে আসছে। এ নিয়ে বিজয় প্রসাদের কার্মা অফ ব্রাউন ফোক বইটা পড়ে দেখতে পারেন। নামটা ডব্লুইবি দুবইস সাহেবের বিখ্যাত বই সোলস অফ ব্ল্যাক ফোক থেকে নেওয়া। (দোহাই দুবইস আবার কিনি জানতে চাইবেন না)
দুবইস প্রশ্ন করেছিলেন হাও ডাজ ইট ফিল টু বি আ প্রব্লেম? বিজয়প্রসাদ তাঁর বইতে বাদামি লোকেদের প্রশ্ন করেছেন হাও ডাজ ইট ফিল টু বি আ সলিউশন?
But there is also another question that needs to be asked, and this book will take it as its central problem: "How does it feel to be a solution?" Addressed to all Asians, but increasingly with special reference to South Asians, this question asks us brown folk how we can live with ourselves as we are pledged and some times, in an act of bad faith, pledge ourselves, as a weapon against black folk. What does it mean, this book asks, for us to mollify the wrath of white supremacy by making a claim to a great destiny when we are ourselves only a product of state engineering through immigration controls and of the beneficence of more socialized systems of education in South Asia, or when we are but the children of those who have accumulated a certain amount of cultural capital because of those processes? This book, then, is about the feelings, the consciousness of being South Asian, of being desi (those people who claim ancestry of South Asia) in the United States. It is also a set of sutras (aphorisms) of the karma (fate) of desis, who most now imagine ourselves within the U.S. racial formation and seek to mediate between the dream of America and our own realities. (Vijay Prashad, "The karma of Brown folk")
তো যারা নিজেদের সফল মোরগ ভাবেন, তাঁদের কাছ থেকে "How does it feel to be a solution?" পার্সপেক্টিভটা পাওয়া গেলে তবু ইন্টারেস্টিং হত। যেমন একজন বাদামি ভারতীয় হিসেবে, কলোনিয়াল ইউরোপের প্রতিনিধি হিসেবে আফ্রিকায় গিয়ে লোন বিলি করতে কেমন লাগে, লেখায় যদি সেই পোলিটিক্যাল কনশাসনেসটা থাকতো। সেটা নেই, এটুকু বলার।