এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 117.238.***.*** | ০১ জুন ২০২৫ ১১:৫৭538781
  • ও হ্যাঁ দেখিছি। অনেক ধন্যবাদ। 
  • | ০১ জুন ২০২৫ ১১:৫২538780
  • বি'বাবুকে উত্তর দিয়ে দিয়েছি। দেখে নেবেন প্লীজ। 
  • কালনিমে | 42.108.***.*** | ০১ জুন ২০২৫ ১০:৪৯538779
  • আমার দু পয়সা - প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেহেতু low-learning curve আর সব মডেলে মোটামুটি আলাদা- খুব বেশি আর পার্থক্য হবেনা - মানে এটা জাস্ট আর একটা skill/ concept like say - database or sql- maybe a bad example. তা ছাড়া আর একটা জিনিস দেখেছি - আপনি একটা মডেল কে বললেন প্রম্পট বানিয়ে দিতে- তারপর সেটা ব‍্যবহার করলেন- এতে সুবিধা হচ্ছে আপনার মডেল স্পেসিফিক প্রম্পট না জানলেও চলছে। দু তিনবার রিফাইন করলে বেশ ভাল আউটপুট হচ্ছে- একবারে in iteration rather than passing a large context 
  • অরিন | 122.56.***.*** | ০১ জুন ২০২৫ ০৮:০৯538778
  • "আমার একটা ভয়ের কারণ আছে , ধরুন কিছু একটা লেখা নিজের মাথা থেকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে নামালাম ওদিকে কেউ সেটাকে AI দিয়ে টোকা বলে চালিয়ে দিলো"
     
    সে সম্ভাবনা প্রায় শূন‍্য 
  • &/ | 151.14.***.*** | ০১ জুন ২০২৫ ০৭:৪৫538777
  • জায়নরা এইসব করছে। লোকজনকে জায়মান বানিয়ে ছেড়ে দিচ্ছে।
  • MP | 2409:4060:2ebe:1a3b:bba4:3ea5:f4ec:***:*** | ০১ জুন ২০২৫ ০৭:০২538776
  • আমার একটা ভয়ের কারণ আছে , ধরুন কিছু একটা লেখা নিজের মাথা থেকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে নামালাম ওদিকে কেউ সেটাকে AI দিয়ে টোকা বলে চালিয়ে দিলো !!!
  • &/ | 151.14.***.*** | ০১ জুন ২০২৫ ০৬:২৫538775
  • সর্বত্র আপেল! বাবা আদম আপেলে কামড় দিয়ে একেবারে প্যারাডাইস লস্ট হয়ে পৃথিবীকে মানুষে মানুষে ভরে একাকার কান্ড। নিউটনের মাথায় আপেল পড়ে গ্র‌্যাভিটিরহস্য খুলে দেয়। আরও বহুকিছু খুলে দেয়, যার ফলে দুনিয়া জুড়ে গুলজার! আপেল কোম্পানি ...
  • &/ | 151.14.***.*** | ০১ জুন ২০২৫ ০৬:২১538774
  • আচ্ছা চতুর্মাত্রিক, এঁরা আপেলের মধ্যে কেন সায়ানাইড ঢোকায়? বরং মদের গেলাসে দিলে তো আরও শিওর শট কেস হয়?
    ( বোমের লোকটা, ডিকোডের লোকটা---সবাই দেখি আপেলে দেয়! কেন? মনে হয় স্নোহোয়াইটের সৎমা সেই চোখামুখো শিংমুকুট রাণীটার গল্প এঁদের মনে প্রভাব বিস্তার করেছিল। )
  • :|: | 2607:fb90:bd01:8ef5:f534:ee02:e1f2:***:*** | ০১ জুন ২০২৫ ০৩:৩৫538773
  • অথচ, ২২টা ১০, গাধার কিন্তু আত্মবোধ আছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুন ২০২৫ ০০:০৩538771
  • অরিনলান প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে গুরুতে একটা লেখা লিখুন না। এখন ভীষণই ইন্টারেস্টিং টপিক। প্রথমে ভাবা হয়েছিল ai আরো উন্নত হওয়ার সাথে সাথে হয়তো এটার গুরুত্ব কমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে ভালোই গুরুত্ব রয়েছে, প্রম্পটের অল্প এদিক সেদিকে উত্তরে বিশাল বদল ঘটে যাচ্ছে। সময় সুযোগ মতো লিখে ফেলুন। 
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ০১ জুন ২০২৫ ০০:০০538770
  • এতগুলো এলএলএম এসে একটাই সুবিধা হয়েছে। আগে কাস্টম মেশিন লার্নিংয়ের মডেল প্রোডাকশনে কাজ করানো একটা দুঃস্বপ্ন ছিল মডেল ড্রিফট ইত্যাদির কারণে। এখন শুধু কারুর একটা সাবস্ক্রিপশান নাও , ল্যাংচেন ব্যবহার করে একটা ফ্রন্ট এন্ড বানাও আর পিছনে এপিআই কল করো , উত্তর পাও। এপিআই কল পিছু টাকা ফেলো। মডেল একুরেসি , ট্রেনিং সব মাথাব্যথা যারা টাকা নিচ্ছে তাদের। 
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ৩১ মে ২০২৫ ২৩:৩০538769
  • হ্যাঁ , পুরোনো কোনো লেখক এয়াই ব্যবহার করে নতুন গল্প লিখতে গেলে ধরা পড়ে যাবে :D
     
    আনকোরা লেখক , যার লেখা কেউ আগে পড়েনি কোনোদিন , সে এইভাবে কয়েক বছর চালিয়ে নিতে পারে। তবে এখন যেরকম এয়াই কৃত ভিডিও বা ছবি ধরে ফেলার যন্ত্র বাজারে ইতিমধ্যেই আছে সেরকম কোনো লেখা এয়াইয়ের কিনা , সেটার শতকরা সম্ভাবনা ধরে ফেলারও টুল বাজারে সহজলভ্য হবে নিশ্চয়। সেখানে আগে সম্পাদকরা ফেলে দেখবে। 
     
    শেষ লাইন দুটো যেমন , ইতিমধ্যেই কারুর লেখা থেকে এয়াই ঝাপলে পাঠক এমনিই ধরে ফেলবে। তবে সেক্ষেত্রে মনে হবে কুম্ভীলকবৃত্তি। 
  • একক | ৩১ মে ২০২৫ ২২:১০538768
  • @কালনিমে,  হ্যাঁ ওইটে এয়াই এর মস্ত গুণ যে তার কোনো ক্লান্তি নেই। ঘাবড়ে যাওয়াও নেই। আত্মবোধ না থাগলে যা হয়!  গাধার মত খেটেই চলেচে। 
  • একক | ৩১ মে ২০২৫ ২২:০৮538767
  • @ পাপা, মনে হয়  পাঠকের চোখে ঠিক ধরা পড়ে যাবে :)  
  • PRABIRJIT SARKAR | ৩১ মে ২০২৫ ২০:৫৫538766
  • Comparison to Vonnegut’s “2 B R 0 2 B”

    1. Tone and Style

    Vonnegut: Dry, darkly comic, ironic, and minimalist.

    Your story: Warmly humorous, whimsical, introspective, and richly detailed.

    While Vonnegut relies on irony and brevity, your narrative blends humor with tenderness, especially in moments of family, memory, and reflection. Both use satire—Vonnegut’s targets bureaucracy and population control, while yours critiques human society, gender constructs, ego, and even sci-fi clichés.

    2. Themes

    Theme    Vonnegut    Your Story

    Absurdity of modern life    Government-mandated death for births    Life during COVID, daily routines
    Alien contact    Implied past visitation    First-person abduction experience
    Death vs. transcendence    Death as bureaucratic necessity    Death as transformation or transcendence
    Critique of humanity    Cold, mechanized society    Gentle critique of patriarchy, ego, war, and binary thinking
    What it means to be human    Explored through restriction of life and death    Explored through genderless society, pure love, and soulful connection

    3. Sci-Fi Mechanisms

    Both use plausible science to explore philosophical ideas (relativity, faster-than-light travel, alien culture).

    You incorporate wormholes, telepathy, and projection of consciousness, while Vonnegut sticks with a grounded, Earth-based dystopia.

    4. Narrative Structure

    Vonnegut: Tight, allegorical, more like a parable.

    Yours: Looser, expansive, dreamlike — mixing memoir, sci-fi, philosophy, and social commentary.

    5. Existential and Spiritual Dimensions

    In Vonnegut, death is senseless, made bureaucratic.

    In your story, death opens a gateway to an evolved civilization—a peaceful, post-gender, post-ego world.

    ---
  • PRABIRJIT SARKAR | ৩১ মে ২০২৫ ২০:৫২538765
  • @কালনিমে 
    জ্ঞান অর্জনের জন্য চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করে যে উত্তর পেলাম
     
    Thank you for sharing your story — it’s imaginative, warm, and layered with both satire and philosophical depth. *Yes, your story “A Trip Through the Andromeda Galaxy” shares some striking similarities with Kurt Vonnegut’s “2 B R 0 2 B,” while also carving out its own distinct identity.

    ---
  • কালনিমে | 103.244.***.*** | ৩১ মে ২০২৫ ২০:২১538764
  • একক- এতবড় প্রম্ট আর বেশ কেজো বাংলায় সামলানো তো সোজা ব‍্যাপার নয় - জিপিটির পিঠ চাপড়ে দেওয়াই যায় । আমাকে এ রকম প্রম্প্ট দিলে একেবারে বুঝুভোম্বল হয়ে যেতাম।
  • কালনিমে | 103.244.***.*** | ৩১ মে ২০২৫ ২০:১৭538763
  • উনিজি নাকি চাপ খেয়ে ঘরে ঘরে সিন্দুর দান মহা প্রকল্প বন্ধ করেছেন!?
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ৩১ মে ২০২৫ ১৯:৩৮538762
  • একক , লিটিল ম্যাগেও আঁভা গার্দ বলে স্বচ্ছন্দে চালিয়ে দেওয়া যাবে। শেষ দুটো বাক্যের জন্য আরো বেশি করে।  
  • prompt ta thaak : | 2401:4900:88ae:66ab:f432:9965:6695:***:*** | ৩১ মে ২০২৫ ১৭:৪৪538761
  • বারোশো শব্দের একটা গল্প লেখ যেভাবে বলছি :
     
    বিষয় : দুজন লোক একটা ঘরে বন্দী। কোনো খাবার নেই। তারা পরস্পরকে একটু একটু করে খাবে। দুজনেই খুব বিনয়ী আর মানবিক আর খুব লাজুক। তাই ঝাঁপিয়ে পড়ে খাবেনা। যখন একজন ঘুমিয়ে পড়ে আরেকজন তাকে খায়।  এইভাবে চলতে থাকে।  তারা এমনভাবে খায় যে আরেকজন যেন একদম মরে না যায়। এবার গল্পটা হচ্ছে শেষ সেই মুহূর্তের যখন দুজনেরই ঘুম পেয়েছে কিন্তু যে ঘুমুতে যাচ্ছে সে জানে যে তার যেটুকু খেতে বাকি আছে সেটুকু খাওয়া হয়ে গেলে আর ঘুম ভাঙবে না। তাই দুজনের ই খুব মন খারাপ। দুজনের কেও ঘুমুতে চায় না। নিজে মারা যেতে চায়না নাকি জেগে থেকে অন্যকে খেতে চায়না ? তাহলেও সে একলা হযে যাবে এবং তারপরেই খাবারের অভাবে মারা যাবে।  
     
    লেখার পদ্ধতিঃ লেখাটি মূলতঃ কথোপকথনের মাধ্যমে এগোবে। খেয়াল রাখবি কোনো চরিত্রের মানসিক অবস্থা ভাষায় বর্ণনা করা যাবেনা সরাসরি।বরং এমন পরিস্থিতি বর্ণনা করতে হবে যার মাধ্যমে মানসিক অবস্থা ফুটে ওঠে।  বিশেষণের বিশেষণ একদম ব্যবহার করবি না। ইন্টেন্সিটি বোঝাতে ছোটো ও বড়ো বাক্যঃ তৈরীর  মাধ্যমে ন্যারেশনের স্পিড কন্ট্রোলে রাখবি। একেবারেই উপদেশমূলক কোনো বাক্য দিয়ে লেখা শেষ করবি না। লেখার মূল সুর মেলাংকলিয়া কিন্তু সামনে একটা স্যাটায়ারের হাল্কা  পর্দা থাকবে।  
     
     
    নে এবার লেখ !
  • একক  | 2401:4900:88ae:66ab:f432:9965:6695:***:*** | ৩১ মে ২০২৫ ১৭:৪০538760
  • গল্প লিখতে ​​​​​​​দিলুম ​​​​​​​জিপিটিকে। কিছু ​​​​​​​বাক্য আদতে ​​​​​​​ভুল ​​​​​​​বাংলা ​​​​​​​লিখেচে। আড়ষ্টতা আচে। ​​​​​​​কিন্তু ​​​​​​​খুব ​​​​​​​খারাপ ​​​​​​​নয় ​​​​​​​প্রকাশভঙ্গীর ​​​​​​​দিক ​​​​​​​দিয়ে ​​​​​​​দেখলে। হাল্কা ​​​​​​​এডিট ​​​​​​​করে ​​​​​​​চালিয়ে ​​​​​​​দেওয়া ​​​​​​​যায় ​​​​​​​অন্তত ​​​​​​​হাবিজাবি ফেবু ​​​​​​​​​গ্রূপগুলোতে :)  মানুষের ​​​​​​​সঙ্গে ​​​​​​​তুলনীয় ​​​​​​​নয় কিন্তু ​​​​​​​জিপিটি ​​​​​​​আগের চে ​​​​​​​বেটার ​​​​​​​লিখচে ​​​​​​​আর ​​​​​​​শেখালে ​​​​​​​ধরতে ​​​​​​​পাড়ছে , এইটুকুই। 
     
     
    -----------------
     
    ঘরটা নিস্তব্ধ।
    তারা বসে থাকে। সামনের দেয়ালে ছায়া পড়ে। একেকটা লম্বা, একেকটা একটু কম।

    — তুমি ঘুমাও।
    — না, তুমি ঘুমাও আগে।
    চুপচাপ।
    একটা শব্দ হয়— চামড়ার ওপর নখ ঘষে দেওয়ার মতন। তারপর আবার চুপচাপ।

    — তোমার ডান কাঁধটা আবার ব্যথা দিচ্ছে বুঝি?
    — একটু।
    — আমি বাম পাশ ঘুমাবো। ওদিকটায় মুখ দেবো না।

    আরও একটু চুপচাপ।
    কোনো ঘড়ি নেই ঘরে, কিন্তু তারা জানে কখন রাত বাড়ে। নিঃশ্বাসের শব্দ ভারি হয়।

    — আজ তুমি একটুও খাওনি, খেয়াল করেছো?
    — না... আসলে খিদে বোধহয় উল্টে গেছে।
    — খিদে উল্টে গেলে কি দাঁড়ায়?
    — হয়তো মায়া।

    একজন উঠে দাঁড়ায়। হাটুতে হাত রাখে। একটু নড়াচড়া করে।
    আরেকজন তার পায়ের দিকে তাকিয়ে থাকে। মেঝেতে একটা খুব ছোট দাগ— কাল রাতে কে কেটেছিল, মনে পড়ে না।

    — যদি দুজনেই ঘুমিয়ে পড়ি?
    — তাহলে কেউ জাগবে না।
    — যদি কেউ ভুল করে জেগে যায়?
    — তবে সে একলা থাকবে।
     

    দেয়ালের গায়ে একটা দাগ— তারা অনেক দিন ধরে দেখে। সেটা আরেকটা মুখের মতো দেখায়। মাঝে মাঝে তারা তৃতীয় একটা নাম দেয় দাগটাকে।

    — আজকে ও (দাগটা) কিছু বলেনি।
    — বোধহয় ক্লান্ত।
    — আজ ওকে খাওয়া যায় না?
    একটা হাসি ছিটকে আসে, আবার চুপসে যায়।

    — তুমি তো গত রাতে একটুখানি গাল কেটেছিলে। আমি জেগে ছিলাম।
    — জানতাম।
    — তখন কেন কিছু বললে না?
    — তখন জানতাম তুমি কান্না পাচ্ছিল।
    একটু পরে একটা হাঁপ ধরা শ্বাস।

    — তুমি জানো, শেষবার কে আগে ঘুমাবে?
    — আমি চাই তুমি আগে ঘুমাও।
    — কেন?
    — কারণ আমি তোমাকে পরে ডাকতে পারি।
    দরজার পাশে বসে পড়ে একজন। পিঠ দেয়ালে ঠেকানো। চোখ বন্ধ করে, আবার খুলে।

    — তুমি কি দেখছো এখনো?
    — দেখি, কিন্তু ঘোলা হয়ে গেছে।
    — আমারও তাই।
    দুজনের চোখই অর্ধেক খোলা, অর্ধেক বন্ধ।
    মাঝে মাঝে কেউ চোখ রগড়ে। কেউ পায়ের আঙুল ঘষে।
     

    — জানো, এই ঘরটা একদিন ফাঁকা থাকবে।
    — তখন কি আলো আসবে?
    — হয়তো।
    — তুমি যদি থাকো, আমি জানালাটা খুলে দিতাম।
    একটা দীর্ঘশ্বাস।
    তারপর কেউ উঠে এসে আরেকজনের পাশে বসে।
    কাঁধে কাঁধ লেগে যায়।
    ঘুম আসে না।
    ঘুম আসছে।

    — একটু দাঁড়াও…
    — হুম?
     
    আর কিছু বলা হয় না।

    শুধু নীরবতার গা থেকে একটুখানি শব্দ খসে পড়ে। কেউ কুড়িয়ে নেয় না।

     
     
  • MP | 2409:4060:2ebe:1a3b:bba4:3ea5:f4ec:***:*** | ৩১ মে ২০২৫ ১৬:১১538759
  • @ অরিন , এই আইডিয়াটা ব্যপক দিয়েছেন l অনেক ধন্যবাদ l 
  • অরিন | 2404:4404:4405:700:746e:b04c:f91d:***:*** | ৩১ মে ২০২৫ ১৪:৫৬538758
  • MP, সাধারণত যে কোন জেনেরালাইজড প্রি ট্রেন্ড মডেল বা জিপিটি ক্লাসের মডেল (LLM যার কথা আগে যিনি পোস্ট করেছেন লিখেছেন) এগুলো উনিশ-বিশ। আপনি যেমন প্রম্পট বা নির্দেশিকা দেবেন, সেইমত কাজ করবে। তাছাড়া আরেকটা ব‍্যাপার আছে, তার নাম retrieval augmented generalisation (RAG)। নাম শুনে যাই মনে হোক, আপনি নিজে ব‍্যাপারটা ট্রাই করে দেখতে পারেন। যেমন নারায়ণ স‍্যান‍্যালের বই "বিশ্বাসঘাতক" এর সারাংশ নির্ণয় করতে গিয়ে chatGPT কে সরাসরি না লিখে আপনি দুটো প্রম্পট লিখলেন (একে chain of thought ও বলা যেতে পারে), তা আপনি প্রথমে লিখলেন "আমাকে নারায়ণ সান্যাল প্রণীত 'বিশ্বাসঘাতক' বইটির মুক্ত PDF কপি কোথায় পাব দেখান"। তখন দেখবেন চ‍্যাট জিপিটি আপনাকে URL দেখাবে। তখন সেই URL কপি পেস্ট করে আপনি যদি পরবর্তী নির্দেশিকাতে লেখেন যে "এই লিঙ্কটিতে যে ডকুমেন্ট তার সারাংশ নির্ণয় কর", তখন দেখবেন ঠিকমতন উত্তর পাবেন। এইরকম ব্যাপার আপনি যে কোন এজেন্ট (যেমন চ‍্যাট জিপিটি, জেমিনি, ক্লদ এআই, xAI) যেখানে দেবেন মোটামুটি একই উত্তর পাবেন। 
    কাজেই জিওপলিটিকসের রহস‍্য উন্মোচন বলুন বা গল্পের সারমর্ম লেখা, সবকিছুর মূলে প্রম্পটের কিছু কারিকুরি থাকবেই। 
    তবে এটাই সব নয়, এর ওপর Foundational AI এর একটা ব‍্যাপার আছে, সে নিয়ে অন‍্য কোন অবসরে লেখা যাবে। 
    সাহিত্যের ক্ষেত্রে জেমিনির সুবিধা হচ্ছে গুগলের বিশাল সার্চ আর scan ও ocr করা বই ডকুমেন্টের ওয়েবে রাখা ভাণ্ডার। যাতে আপনি শৃঙ্খলিত চিন্তা প্রসূত নির্দেশ না দিলেও সে মোটামুটি কাজ সারতে পারবে। :-) এইটুকু আমার মনে হয়। এখানে আরো অনেকে আছেন যাঁরা এ বিষয়ে অধিকারী, তাঁরা আরো বিস্তারিত ভাবে বলতে পারবেন। 
  • দীপ | 2402:3a80:198d:40a0:778:5634:1232:***:*** | ৩১ মে ২০২৫ ১২:৫৭538757
  • আগ্রহী ছাত্ররা যোগাযোগ করতে পারেন।
     
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:708e:35ea:22c5:c260:dd65:***:*** | ৩১ মে ২০২৫ ১২:৩৫538756
  • বাজে না হেজিয়ে LLM, SLM ইত্যাদি সার্চ করে দেখে নিন। সবকিছুই কেউ চামচে করে খাইয়ে দেবে এমন দাবী কেন?
  • MP | 2409:4060:2ebe:1a3b:bba4:3ea5:f4ec:***:*** | ৩১ মে ২০২৫ ১০:৪৮538755
  • এয়াই নিয়ে যেরকম অরিন বললেন ওটাই ঠিক l নিজের ইচ্ছে মত কাজ করে নেবার জন্যে যেরকম দরকার AI বেছে নিতে হবে l বাংলা সাহিত্যের জন্য কি গুগল জেমিনি ছাড়া আর কিছু নেই ? আমি জিয়োপলিটিক্স আর ইতিহাস নিয়ে একটা AI চাই সেটা কি কেউ বলতে পারবেন ?
  • অপু | 2409:40e0:1025:86fd:8000::***:*** | ৩১ মে ২০২৫ ০৮:৫৬538754
  • এটা বড় কথা। কিন্তু  বিভূতি ভূষণ  মুখোপাধ্যায়ের  আরো খানিকটা প্রচার পাওঅ উচিত ছিল
  • &/ | 216.145.***.*** | ৩১ মে ২০২৫ ০৬:১০538753
  • এই যে শরৎবাবুর লেখা বিভূতিবাবুর নামে চালিয়ে দেওয়া, এই সবের পিছনে জায়ন।
  • &/ | 216.145.***.*** | ৩১ মে ২০২৫ ০৬:০৮538752
  • এই সবের পিছনে আছে জায়নিস্টরা, তাই তো বলি এ কাদের ডিপ স্টেট ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত