এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৯ মে ২০২৫ ০০:১৪538661
  • মানুষবাঘেরা খুব বেঘো হয়, কিন্তু বাঘমানুষ পরম সাত্ত্বিক হয়।
  • &/ | 151.14.***.*** | ২৯ মে ২০২৫ ০০:১২538660
  • সেই সাত্ত্বিক পুরোহিতমশাইয়ের মতন একটি শাকের ক্ষেত করতে হবে। উনি বাঘ থেকে মানুষ হয়েছিলেন বলে আমিষ ছুঁতেন না, স্বপাকে শাকান্ন খেতেন।
  • kk | 172.58.***.*** | ২৯ মে ২০২৫ ০০:১২538659
  • এটা পড়ে তোমার সেই রূপকথার কথা মনে পড়ছে। সেই যে কোন গ্রহে গাছরা কথা বলে আর মানুষদের কোনো শব্দভাষা নেই। ঐ গল্পটা শেষ করলে না তো?
  • &/ | 151.14.***.*** | ২৯ মে ২০২৫ ০০:০৯538658
  • তখন সেই আত্মজীবনীর নাম হবে, "সরলবনের কোলসই" । পাইনগাছগুলো মাথা দুলিয়ে দুলিয়ে বলবে, 'হ্যাঁ হ্যাঁ তাই তো!' সরোবরের আয়নাজলে হাওয়া ঝিলঝিল করে আল্পনা তুলবে। আল্পনার ভাষায় বলবে, 'হ্যাঁ হ্যাঁ একদম তাই।' ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৯ মে ২০২৫ ০০:০৪538657
  • কোলসই !!!! ঃ-)
  • kk | 172.58.***.*** | ২৯ মে ২০২৫ ০০:০৩538656
  • ঐ কোলসাই লেকের ধারে, পাইনবনের মধ্যে একটা ছোট্ট লগ কেবিন বানিয়ে আমি একাএকা সারা জীবন থেকে যেতে চাই। একদম একার বদলে সঙ্গে একটি ভৌ থাকলেও ক্ষতি নেই। খুব ভালো থাকবো সরলবনে হ্রদ-পাহাড়ীর কোলসই হয়ে। এই সরল কোনোদিন হারাবেনা। আমার খেই আর সব জায়গা থেকে হারিয়ে গেলেও।
  • &/ | 151.14.***.*** | ২৮ মে ২০২৫ ২৩:৫২538655
  • ওই মজলিশটিই ছিল প্রধান আকর্ষণ। ওরই জন্যে তো বা লা তে যাতায়াত ছিল, ওখানেই তো কত বন্ধু হল, মুখ না দেখে কথা না শুনে কিছুই না জেনে এমনকি নামও না জেনে শুধু নিক আর লেখার মাধ্যমে বন্ধু হওয়া। যাকে বলে অন্য সর্বনিরপেক্ষ একান্ত লেখানির্ভর বন্ধুত্ব। সেই মজলিশ মনে হয় লুপ্ত হয়ে গেছে অনেক বছর আগেই।
  • r2h | 134.238.***.*** | ২৮ মে ২০২৫ ২৩:৪২538654
  • বাংলালাইভ তো আছেই, এখন বোধহয় অনলাইন পত্রিকাটাই প্রধান।
    বন্ধুটি কী করলো... বেঁচে থাকার জন্য তো কিছু না কিছু করতেই হয়, ঐ।
  • &/ | 151.14.***.*** | ২৮ মে ২০২৫ ২৩:৩৪538653
  • সেই বা লা এখনও আছে? তবে সম্ভবত সেই বা লা মজলিশ আর নেই। তাহলে কি এখন বা লা বইয়ের দোকান হিসেবে আছে?
  • &/ | 151.14.***.*** | ২৮ মে ২০২৫ ২৩:৩০538652
  • তারপর? সেই লোক কী করলেন? অন্য চাকরি করলেন?
  • r2h | 134.238.***.*** | ২৮ মে ২০২৫ ২৩:২২538651
  • সেইয়ের পর খেই জোড়াতে সত্যিই ব্যাপারটা সত্যিই বেশ আরো কাব্যিক হয়েছে! সেই হারিয়ে যাওয়া আর সেই খেই হারিয়ে যাওয়া - চমৎকার ব্যাপার।
    একশো টাকায় থাকা খাওয়া সহ গৃহশিক্ষিকার চাকরি - ঐটাও বেশ চোখে পড়লো।
    আমার এক বন্ধু ছিল, বাংলাদেশ থেকে মাধ্যমিক পাশ করে চোরা পথে ভারতে চলে এসেছিল - উচ্চতর পড়াশুনো করার জন্য। দু'বছর নষ্ট করে ক্লাস এইটে ভর্তি হয়েছিল একটা স্কুলে, টিউশনি করতো, আর শয়নং হট্টমন্দিরে। স্কুলের সহৃদয় শিক্ষকেরা তার অধ্যবসায় দেখে তাকে স্কুলেই থাকার ব্যবস্থা করে দেন। কিছুদিন পর সে এক গ্রামীন বৃহৎ ধনাঢ্য পরিবারে থাকা খাওয়ার পরিবর্তে পড়ানোর চাকরি নিয়ে চলে যায়, এইরকম নানান জিনিস করে সাম্মানিক স্নাতক স্তর পর্যন্ত পড়াশুনো করে। তার মাঝে আরও নানান নাটকীয় ও হৃদয় বিদারক জিনিসপত্র হয়েছিল, সেসবে আর গেলাম না।

    এইসবের পর সেই বন্ধুটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে একটা ভালো সরকারি চাকরি পায়।

    সব হয়ে যাওয়ার পর চাকরিতে যোগ দেওয়ার আগে কাগজপত্রে নাগরিকত্ব সংক্রান্ত গোলমাল ধরা পড়ে, এবং তার এত বছরের সব অশ্রু রক্ত স্বপ্ন বৃথা হয়।

    হায় সীমান্ত, হায় দেশ, হায় মানব সভ্যতা।

    হারানো সরলতা- এইটা খুবই ইন্টারেস্টিং সত্যিই। পুরনো কাগজ, পুরনো সময় দেখে, পড়ে মন দ্রব হয়, মনে হয়, আহা কী মধুর অদৃষ্ট সময়। কিন্তু সত্যিই ১৯৭১, চরম দুঃসময়। এবং এতদিন পর, আজকের দিন দেখে মনে হয়, অনেকাংশে নিস্ফলও বটে।

    বা-লা-তে গুরুর বই, এটা খুব ভালো ব্যাপার হল। আমাজনেও। তবে দু'জায়গাতেই সব বই ওঠেনি, ঐগুলি ফলো আপ করতে হবে।
    একবার শুনেছিলাম পৃষ্ঠাসংখ্যার কিছু ব্যাপার আছে, তাই অতি ক্ষীণতনু বইগুলির কী হবে জানি না, বান্ডিল করে তোলা যায় কি?
  • &/ | 151.14.***.*** | ২৮ মে ২০২৫ ২৩:০৩538650
  • বহুকাল আগের আনন্দমেলায় জাইগেনসিয়া নামে একরকম গোলাপ নিয়ে একটা চমৎকার গল্প বেরিয়েছিল। গল্পে একজন মামা চরিত্র ছিলেন যিনি বিজ্ঞানচর্চা দর্শনচর্চা ইত্যাদি করতেন। গল্পের কথক তাঁরই ভাগ্নে। কেউ খোঁজ দিতে পারেন গল্পটি কার লেখা ? আবছা মনে পড়ছে হয়ত অমর মিত্র ওই গল্পের লেখক। কেউ প্লীজ ভেরিফাই করুন। ওই একই মামা (ও ভাগ্নে) চরিত্রওয়ালা আর একটি গল্পও বেরিয়েছিল, সেই গল্পে এক কথা বলা পাখি ছিল যে প্রাচীন পারস্যের ভাষায় কথা বলত (স্মৃতি থেকে বলছি, হয়ত কিছু কিছু তথ্যে ভুলভ্রান্তি থাকছে, তবে মূল ব্যাপারটা ঠিক)।
  • . | ২৮ মে ২০২৫ ২১:১৪538649
  • আজ দর্দৈ বাজার ঘুরে এলাম। মধ‍্য এশিয়ার সর্ববৃহৎ বাজার।
  • . | ২৮ মে ২০২৫ ২১:১২538648
  • এবং বিশমার্মাক।
  • . | ২৮ মে ২০২৫ ২১:১১538647
  • আমরা তো দুদিন যাবৎ কিরঘিজস্তানে রয়েছি। আবার যাব ফিরে কাজাখস্তানে। খাবারদাবার সব একইরকম এই দেশগুলোয়। শাশলিক পোলাও সামসা সালাদ লিপিয়োশকা চা মান্তি পিলমেন্নি খানম ইত‍্যাদি প্রভৃতি।
  • :|: | 2607:fb90:bd01:8ef5:3df3:12f8:d6d9:***:*** | ২৮ মে ২০২৫ ১৯:৩৮538646
  • নিশ্চয়ই জমবে ১৯টা ০৬। গল্পটি যদ্দুর সম্ভব অরিজিনালি জ্যোতি-বুদ্ধ কেন্দ্রিক। কারন ওনারা একই রাজনৈতিক পরিবারের পিতাপুত্র তুল্য। বছর কুড়ির পুরানো গল্প নতুন নাম দিয়ে লিখতে গিয়ে পথিক পথ হারাইয়াছে।
  • PRABIRJIT SARKAR | ২৮ মে ২০২৫ ১৯:০৬538645
  • জ্যোতি বসু অবসর নেবার পর মমতা ওকে গালি দেওয়া বন্ধ করে ওকে পায়ে হাত দিয়ে প্রণাম করত; সম্ভবত জন্ম দিনে ফুল নিয়ে যেত। তখন যত লড়াই বুদ্ধের সঙ্গে। তাই হয়তো গল্পকার ওই ভাবে গল্পটা লিখেছে। বুদ্ধ সি এম হবার পর আচার আচরণ 'ওরকম তো কতই ঘটে' থেকে পাল্টেছিল। ওকে অতটা বদ দেখিয়ে গল্পটা জমবে না হয়তো।
  • Ranjan Roy | ২৮ মে ২০২৫ ১৮:৫০538644
  • হোয়া ইউনির খবরগুলো বড্ড একটেরে, যেমন জ্যোতিবাবুর থেকে রাজ্যপাট প্রাপ্তিযোগ। 
     
    তবে চূটকি শিল্পের স্বাধীনতা ভেবে যদি ছাড় দেওয়া যায়!
     
  • :|: | 2607:fb90:bd01:8ef5:3df3:12f8:d6d9:***:*** | ২৮ মে ২০২৫ ১৮:৩৭538643
  • ১১:৩৩ -- প্রশংসা শুনতে কার না ভালো লাগে! কিন্তু এটি আমার প্রাপ্য না। যে "খেই" শব্দটি হয়ত একটু মিষ্টত্ব যোগ করছে সেটি এই কীবোর্ড থেকে বেরোয়নি। তাই আরও লেখা আপনার থেকেই আশা করি।  
     
    কিন্তু, ১৬:৪০, জ্যোতিবাবুর থেকে তো রাজ্যপাট আসেনি! পরের এডিশনে ঠিক করে নেওয়া উচিৎ। হোয়া ইউনি হলেও, ইউনি তো বটে! 
  • PRABIRJIT SARKAR | ২৮ মে ২০২৫ ১৮:০৮538642
  • শোনা যায় চটি চাটা অভিরূপ এই গল্প ছেড়েছে।
  • PRABIRJIT SARKAR | ২৮ মে ২০২৫ ১৬:৪০538641
  • হোয়াটসআপ থেকে পেলাম:
     

    এক গ্রামে একটা মাতাল ছিল সে সারাদিন মদ খেতো আর বাড়ির বাইরে খাটিয়াতে বসে বসে পাড়ার লোককে উদুম খিস্তি মারতো।

    লোকটার খিস্তির চোটে পাড়ার লোক অতিষ্ট হয়ে গিয়েছিল। সবাই ভাবছিল বুড়ো যেদিন মরবে সেদিন আমাদের হাড় জুড়াবে।

    লোকটা কিন্তু মনে মনে বুঝতে পেরেছিল যে পাড়ার লোককে সে এতো জ্বালিয়েছে যে তাদের অভিশাপে পরলোকে গিয়ে তাকে প্রচুর শাস্তি ভোগ করতে হবে।

    তাই লোকটা একদিন তার তিন ছেলেকে ডেকে বললো, তোমরা এমন কিছু করবে যাতে আমার মরার পড়ে লোকে আমাকে ভালো বলে।
    ব্যাটারা আগু পিছু চিন্তা ভাবনা না করেই বাপকে কথা দিয়ে ফেললো, যে তারা এমন কিছু করবে যাতে লোকে তাদের বাবাকে ভালো বলে।

    এরপর যথারীতি একদিন মাতালটা মারা গেলো।
    কিন্তু মাতালটা সারাজীবন পাড়ার লোককে এতো জ্বালিয়েছে যে কোনকিছুতেই পাড়ার লোকদের তাকে ভালো বলা সম্ভব ছিল না।

    কিন্তু ব্যাটারা যে কথা দিয়ে ফেলেছে। অতএব কথা তো রাখতেই হবে।
    এরপর অনেক চিন্তা ভাবনা করে তিন ব্যাটা মিলে মদ খেয়ে বাড়ির দাওয়ায় বসে পাড়ার লোকজনকে উদুম খিস্তি দিতে লাগলো। আর শুধু খিস্তি নয় তারা পাড়ার লোককে ধরে ধরে কারণে অকারণে বেসপাট পিটাতেও লাগলো।
    এমনি ভাবে দিন চলে যায়... গ্রামের মানুষ তাদের অত্যাচারে অত্যাচারে নাজেহাল হয়ে মৃতপ্রায়!

    এরপর গোটা গ্রামে আলোচনা হতে লাগলো যে, এদের চেয়ে তো এদের বাপটাই ভালো ছিল।
    সে আর যাই হোক এদের মতন ধরে ধরে পিটাতো না, শুধু খিস্তিটাই দিতো।
    অতঃপর পাবলিক মেনে নিলো যে বাপটাই ভালো ছিল। এবং মাতালকে দেওয়া কথা তার ব্যাটারা এইভাবে রক্ষা করলো।

    বর্তমানে রাজ্যের অবস্থাও ঠিক সেইরকম।
    জ্যোতি বসু সারাজীবন অত্যাচার করার পর মরার আগে হাসপাতালের বেড-এ শুয়ে মমতার হাত দুটি ধরে বলে গিয়েছিলেন:
    "রাজ্যটা তোর হাতে তুলে দিয়ে গেলাম রে মিনু। কিন্তু সারাজীবন যা অত্যাচার করেছি লোকের অভিশাপে আমার নরকেও ঠাঁই হবে না।
    তুই বাপু এমন কিছু করিস যাতে  মরার পড়ে লোকে আমাকে ভালো বলে।"

    ব্যাস যেমনি কথা তেমনি কাজ।
    ক্ষমতায় এসে মমতা জনতার উপর এতো অত্যাচার করতে লাগলো, এতো অত্যাচার করতে লাগলো, যে অত্যাচারে অত্যাচারে অতিষ্ট হয়ে বাংলার মানুষকে এখন বলতে শোনা যাচ্ছে এরচেয়ে তো বামফ্রন্ট আমলই ভালো ছিল।
    অতঃপর মমতার দৌলতে জ্যোতির আশা পূর্ণ হলো।
    ৫৮ হাজার লোকের খুনি জ্যোতি বসুও আজকে ভালো লোক বৈকি!

    গ্রীক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন রাজাদের নীতি হচ্ছে "মানুষকে এতো কষ্ট দাও এতো কষ্ট দাও, যাতে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তাদের কাছে উন্নয়ন মনে হয়। কারণ মানুষকে ভালো রাখলে সে নিন্দা করার সুযোগ পায়। আর কষ্টে রাখলে রুটির লোভে তার প্রভুভক্তি জেগে ওঠে।"
    কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ মে ২০২৫ ১৬:০৬538640
  • পুরোনো আন্দবাজারের বিজ্ঞাপন গুলো দেখার পর কিছু পুরোনো বাংলা বিজ্ঞাপন খুঁজে দেখতে ইচ্ছে করছিল এটা দারুণ !
  • কু বা ২ | 103.87.***.*** | ২৮ মে ২০২৫ ১৫:২৭538638
  • আবার রবিবার ৮ই আগস্ট এই অনুষ্ঠানের আগের দিন, ৭ই আগস্ট থেকে রবিতীর্থের রজত জয়ন্তী (২৫ বছর) পূর্তি উপলক্ষে বার্ষিক উৎসবের সূচনা, এক‌ই জায়গায়(রবীন্দ্রসদনে), সুচিত্রা মিত্রের একক সঙ্গীতানুষ্ঠান দিয়ে। চমৎকার সমাপতন, কণিকা নিশ্চয়ই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় এসে থাকলে, সেদিনের দর্শকাসনে যাঁরা ছিলেন তাঁদের কারোর অভিজ্ঞতা জানতে পারলে ভাল হত‌।
  • কুতূহলী বামা | 103.87.***.*** | ২৮ মে ২০২৫ ১৫:১৯538637
  • একটা জিনিস নজরে পড়ল বিজ্ঞাপনগুলোর মাঝখানে-সুরসঞ্চয়ন আয়োজিত কবিগুরুর নৃত্যনাট্য "সাগরিকা", নেপথ্য সঙ্গীতে দেবব্রত বিশ্বাস, কণিকা বন্দ্যোপাধ্যায়, গোরা সর্বাধিকারী প্রমুখ, নৃত্যে পূর্ণিমা মুখোপাধ্যায়। সাগরিকা তো মহুয়া কাব্যগ্রন্থের সেই বিখ্যাত কবিতা-"সাগরজলে সিনান করি...", কিন্তু এরকম কোনো নৃত্যনাট্য তো নেই। তাহলে কি নৃত্য-আলেখ্য কিছু? তাসের দেশের কিছু গান নিয়ে তৈরি করা হয়েছিল কি? বেশ কৌতূহল হচ্ছে জানতে।
  • অরিন | 2404:4404:4405:700:55:881:207c:***:*** | ২৮ মে ২০২৫ ১৫:১৩538636
  • lcm, "আর এই হল জেমিনির রেজাল্ট"
    জেমিনি সাংঘাতিক রকমের ভাল দেখছি। 
    মনে হয় ইমেজ দিয়ে সেন্টিমেন্ট অ‍্যানালিসিস করতে বললেও করে দিত। 
  • | ২৮ মে ২০২৫ ১৪:৩৮538635
  • কোলসাই লেকের ছবিটা ভারী সুন্দর। 
     
    সব বই মনে হয় বা-লায় ওঠে নি এখনো।
  • Guruchandali | ২৮ মে ২০২৫ ১৩:০৫538634


  • শুরু হল, বাংলালাইভ স্টোর (banglalivestore.com), গুরুচণ্ডালী প্রকাশনের বইপত্রের নতুন অনলাইন ঠিকানা... অর্ডার করুন নীচের লিঙ্কে ক্লিক করে - https://shorturl.at/PDYnz

    কেন বাংলালাইভ স্টোর থেকে অর্ডার করবেন?
    ১ কেবল ভারতেই নয়, ভারতের বাইরেও বাড়ি বসে পেয়ে যান আপনার পছন্দের বইগুলি।
    ২ একই ওয়েবসাইটে পাবেন স্বনামধন্য প্রকাশনা থেকে লিটল ম্যাগাজিন অবধি সবার বই।
    যেকোনও প্রকার পেমেন্ট মোডে বই কিনতে পারবেন এখান থেকে। 

    এছাড়াও পাবেন নতুন প্রকাশিত বইয়ের খবর। থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থাও।

  • lcm | ২৮ মে ২০২৫ ১১:৫২538633
  • নিখিল বলছিল - এসব চ্যাটজিপিটি, এসব ফালতু, বাতাস আর বাতাসার ফারাক বোঝে না ... 
    তাই শুনে অবিনাশ বলল - ফারাক কোথায়, আজকালকার বাতাসা দেখেছিস - স্বচ্ছ, তার অন্তরে বাহিরে বাতাস ...
  • b | 14.139.***.*** | ২৮ মে ২০২৫ ১১:৪৫538632
  • ও হ্যাঁ আর টু এইচ কে অজস্র  ধন্যবাদ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত