এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 172.56.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ২০:২৮537412
  • দময়ন্তীদি, পাপাঙ্গুল,
    বুলবুলভাজায় দেখলাম মৈত্রী রায়মৌলিকের লেখা আলোচনায় এসেছে। ওখানে লিখে সুতো ঘাঁটবোনা বলে এখানে লিখছি। মৌত্রী রায়মৌলিক আমার খুবই নিকট আত্মীয়। নিজের পিসতুতো ভাইয়ের বৌ। কিন্তু অনেস্ট কনফেশন করবো, তার কোনো লেখাই আমার পড়া হয়নি। কোন বই দিয়ে শুরু করবো আর তারপর কোনগুলো পড়বো,এই ব্যাপারে কি তোমাদের কোনো সাজেশন আছে?
  • . | 194.56.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ১৯:১০537411
  • একজন কথা বলে বেরিয়ে এসে বাইট দিচ্ছেন। ওনাকে ব্যাপক ঘোল খাইয়েছে, WBBSE দেখিয়ে দিয়েছে। ঐ পুরোনো কথাই ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে।
    তবে মালগুলোকে ঘেরাও করে রেখেছে। ওষুধ জল খাবার অ্যালাও করছে। চেয়ারম্যান টেয়ারম্যান সব ঘেরাও।
  • PRABIRJIT SARKAR | ২২ এপ্রিল ২০২৫ ১৮:৩২537410
  • তাদের চাকরি 31 ডিসেম্বর অব্দি যদি না কোর্ট নতুন কিছু বলে। যারা আন্দোলন করছে তারা নতুন করে পরীক্ষা দিয়ে যোগ্যতা আবার প্রমাণ করতে চায় না। কোর্টের রায় বেরোনোর আগে এই তালিকা জমা দিলে এত ঝামেলা হত না।
  • . | 194.56.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ১৮:০৭537409
  • SSC Case Live: কারা কারা স্কুলে যেতে পারবেন, জেলায় জেলায় গেল তালিকা
  • . | 194.56.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ১৭:১৬537408
  • এখন কটা দিন মূর্খমন্ত্রীর ইংরিজি ভাষণ শোনা যাবে।
  • জয় | ২২ এপ্রিল ২০২৫ ১৩:৩৮537407
  • দারুন লাগলো। ধন‍‍্যবাদ প্রবীরজিৎ, শেয়ার করার জন‍্য।
     
    আসলে আকাশী বল বা গেরুয়া বলে ছন্দ মেলে না ব'লে। 
    না লাল বল/ না নীল বল।
    আরো আসল 
    অসইব‍্য কথাটা বলেই ফেলি।... 
     
    আমাদের কোন বলসই নাই আরঃ(
     
  • PRABIRJIT SARKAR | ২২ এপ্রিল ২০২৫ ১২:১৬537406
  • চন্দ্রবিন্দুর গান
  • গুরুচণ্ডা৯ | 2a0d:bbc7:0:1::***:*** | ২২ এপ্রিল ২০২৫ ১১:৪২537405
  • লেখকের বিবরণ সাধুতে, চরিত্রের উক্তি চলিতে।
  • বুঝেছি কিছুটা | 116.206.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ১০:৩৯537403
  • এ বোধহয় গুরুচন্ডালির‌ই ফসল, নিজে একটু ভেবে দেখলাম। লেখক এই রচনাংশে চলিত-সাধু দুর‌কম‌ই মিশিয়েছেন কোথায় "বলিয়াছিলেন" তো কোথাও "দেখতে লাগল"। এই করতে গিয়ে সংস্কৃতে "দৃষ্ট্বা" থেকে সাধু বাংলায় "দেখিবা" এরকম হ‌ওয়া উচিত, উনি ই-কার বাদ দিয়ে "দেখবা" লিখে ফেলেছেন।
  • সপ্তর্ষির ছবি দেখে | 116.206.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ১০:২৯537402
  • লাস্ট লাইনটায় লক্ষ্য করলাম, "দেখবা মাত্র" লেখা হয়েছে। আমরা কি এরকম বাংলা বলি এখন? "দেখামাত্র", "করামাত্র", "বলা মাত্রই" এরকম‌ই তো লেখা বা বলা হয়। 
  • সপ্তর্ষি | 47.32.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০৯:০৯537401
  • PRABIRJIT SARKAR | ২২ এপ্রিল ২০২৫ ০৮:১৪537399
  • রাত ভোর শিক্ষকরা রাস্তায়
  • PRABIRJIT SARKAR | ২২ এপ্রিল ২০২৫ ০৮:১১537398
  • ইসিজি করেই নাকি রাজ্যপালের হার্টে তিনটে ব্লক ধরা পড়ল। বাই পাস করতে হবে বোঝা গেল। আমাদের তো এনজিওগ্রাম করার অত্যাচার সহ্য করতে হয়। মুর্শিদা বাদ সিনড্রোম?
  • ম্যাটার, এনার্জি | 173.62.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০৮:০০537397
  • lcm য়ের পোষ্ট সব একেবারে ইসে, মানে, প্রাঞ্জল করে দিয়েছে angel
  • PRABIRJIT SARKAR | ২২ এপ্রিল ২০২৫ ০৭:২৩537396
  • Biplob Pal লিখছেন

    (১)
    মুর্শিদাবাদে আমাদের আদি বাড়ি। ছোটবেলায় যে করিমপুরে থেকেছি সেটাও মুর্শিদাবাদের লাগোয়া। আমার বাড়ির সামনে ছিল খড়ে নদী। তারপরেই মুর্শিদাবাদ। প্রতিদিন বাড়ির ছাদ বারান্দা থেকে দেখতাম মুর্শিদাবাদের সবুজ ক্ষেত। তখন মুর্শিদাবাদের দিগন্তে দেখা যেত মাটির বাড়ী। বাবার স্কুল ছিল মুর্শিদাবাদ জেলায়। ঠাকুরদা যদ্দিন বেঁচেছিলেন মুর্শিদাবাদে নিশিন্দপুর এ নিজের গ্রামের বাড়ীতে থাকতেই পছন্দ করতেন। উনি অনেক যত্ন করে কাঠাল বাগান, আম বাগান বানিয়েছিলেন। পুকুর ছিল। সেগুলো ছিল উনার প্রাণ। কিন্ত কিছুই রক্ষা করা যায় নি। ওই গ্রামে খুব বেশি হলে ১৭ টা হিন্দু ফ্যমিলি ছিল। পুকুরে বিষ দেওয়া, বাঁশ গাছ চুরি করা এগুলো ছিল সাধারণ ঘটনা। তারপরে জলের দরে সেসব সম্পত্তি মুসলমান প্রতিবেশীর কাছে বেচে করিমপুর বা বহরমপুরে কোন রকমে একটা ঘর তুলে হিন্দুদের বেঁচে থাকা কোন বিচ্ছিন্ন ঘটনা না। হাজার হাজার এই কেস পাবেন। আজকে বিজেপি ক্ষমতায় তাই মুর্শিদাবাদে হিন্দুদের দুর্দশা জাতীয় খবর। কিন্ত এগুলো বামেদের জমানা থেকে চলে আসছে। দু চারটে লাশ পরা ও কোন নতুন কিছু না ওখানে। লাশ পরা এবং তার থেকে সাম্প্রদায়িক উত্তেজনা অনেকবার দেখেছি। তবে বামেদের আমলে দাঙ্গা পর্যন্ত যেত না। কারন পার্টির কন্ট্রোল ছিল স্থানীয় মুসলমান নেতাদের ওপর। যেটা তৃণমূলে একদম নেই। যার জন্য মুর্শিদাবাদ বাংলার কাশ্মীর হয়ে উঠেছে।

    (২)
     মুর্শিদাবাদ বাংলার আদি রাজধানী। নবাব আমলের আগেও এই জায়গা ছিল বাংলার রাজা মহারাজা সুলতানদের কাঙ্ক্ষিত রাজধানী। কেন সেটা ম্যাপ দেখলেই বুঝবেন। এটি বাংলার একদম মধ্যবর্তী। ব্রিটিশরা কলকাতা পত্তন না করলে, মুর্শিদাবাদ বাংলার রাজধানী থেকে যেত। এখানে ছিল বহু সম্ভ্রান্ত বনেদি মুসলমান এবং হিন্দু ব্যবসায়ীদের বাস।

    দেশভাগের ফলে এই জেলার শিক্ষিত এবং জমির মালিক মুসলমানরা বাংলাদেশে চলে গেল। কিন্ত তারা সংখ্যায় নগন্য। তাদের জমি বিনিময় করে বাংলাদেশ থেকে হিন্দুরা এসে মুর্শিদাবাদে ঘর বসালো। গরীব মুসলমানরা কিন্ত বাংলাদেশে গেল না। তারা মুর্শিদাবাদে থেকে গেল। আমার ঠাকুরদা ঐভাবেই কুষ্টিয়া থেকে মুর্শিদাবাদে এসেছিলেন। এমন গ্রাম যেখানে সবাই মুসলমান। কিন্ত কয়েক ঘর হিন্দু। যারা বিনিময় করে জমি পেয়েছিল।

    (৩)
    ১৯৮০ সাল পর্যন্ত মুর্শিদাবাদ এ কোন সাম্প্রদায়িক সমস্যা ছিল না। এর বড় কারন পেট্রো ডলার তখনো আসে নি। মুর্শিদাবাদের গরীব মুসলমানদের না ছিল শিক্ষা। না ছিল অর্থের জোর।

    কিন্ত অপারেশন বর্গা শুরু হতে আর পেট্রো ডলার এ মাদ্রাসা মসজিদ বাড়তে সমস্যা শুরু হয়।

    প্রায় প্রতিটা হিন্দু চাষী এর জমিতে মুসলমান বর্গাদার ছিল। ফলে যদিও বা হিন্দুরা কিছু জমি পেয়েছিল বিনিময়ের ফলে, সেগুলো হাতছাড়া হয়।

    কংগ্রেস আমলে হিন্দু ফ্যমিলি এর ওপর দাঙ্গা ভাবা যেত না। কারন তখন ও কংগ্রেস বড় বড় জমির মালিক দ্বারা পরিচালিত। ফলে পুলিশ জমির মালিকদের স্বার্থ দেখত। কেউ এসব করার সাহস পেত না।

    ১৯৮০ সাল থেকে দেখেছি হিন্দু চাষী ফ্যমিলি গুলোর ওপর অত্যাচার হয়। হিন্দুদের বাঁশ কেটে নেওয়া। পুকুরে বিষ দেওয়া। এগুলো তখন শুরু হয়। এর কারন পুলিশ তখন পার্টির হাতে। পার্টির দরকার মুসলমান ভোট। ফলে পুলিশ আর হিন্দু ফ্যমিলি গুলোকে প্রটেকশন দিতে পারল না।

    মুর্শিদাবাদের আদি সিপিএম নেতারা যেমন কমরেড আব্দুল বারী এরা সাচ্চা কমিউনিস্ট। ওনারা প্রকৃত সেক্যুলার নেতা ছিলেন। কিন্ত ১৯৮০ সাল থেকে এদের পার্টি ক্ষমতা থেকে সরানো শুরু করল। জেলা সিপিএমের ক্ষমতায় এল সাম্প্রদায়িক মুসলমান নেতারা। তখন থেকেই খেলা ঘুরে যায়। এগুলো আমার চোখের সামনে ঘটে যাওয়া ইতিহাস। আবদুল বারী আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। সিপিএম কিভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে এগুলো নিয়ে উনার আক্ষেপ ছিল সব থেকে বেশী।

    ধরুন আপনার বাঁশ কেটে নিয়ে চলে গেছে। বাবা গেলেন স্থানীয় পার্টির নেতার কাছে। যারা কিনা আবার বিশেষ বন্ধু। তারাই বললেন আপনি এখানে থেকে আর কি করবেন। আমরা না হয় একদিন বাঁচাতে পারব। এখানে আপনাদের ভবিষ্যতই বা কি? আপনারা বরং বেচে দিয়ে চলে যান।

    আজ আপনারা গোটা মিডিয়ার পর্দায় মাত্র কয়েকশ হিন্দুর গ্রামছাড়া হওয়া দেখে রে রে করে উঠছেন। কিন্ত কেউ কি খবর রাখে কিভাবে মুর্শিদাবাদের এইসব গ্রাম গুলো থেকে লাখে লাখে হিন্দু পরিবার উৎখাত হয়েছে? যাকে বলে স্লো জেনোসাইড। আপাত দৃষ্টিতে তাদের রাতের আলোয় পালিয়ে আসতে হয়ত হয় নি। তারা জলের দরে জমি বেচে করিমপুরে বা বহরমপুরে কোন রকমে একটা দোকান দিয়ে বেঁচে আছে।

    এই বাস্তুহারা লোকগুলো নিয়ে বাংলায় কোন সাহিত্যিক উপন্যাস দূরের কথা, একটা গল্প বা রিপোর্টও কেউ লেখে নি। লিখলে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেবে। রাজ্যে সরকারের ভাতা পাবে না। কেউ ডাকবে না। অবশ্য বাংলা সাহিত্য বলে কিছু বেঁচে আছে কি না সেটাই জানি না।

    আজ মুর্শিদাবাদে কয়েকশ হিন্দুর ঘর পুড়েছে। সেটা নিয়ে জাতীয় মিডিয়ায় এত খবর দেখে আমি শুধু ১৯৮০-১৯৯০ এর কথা ভাবছিলাম।

    ব্যক্তিগত ভাবে আমি হিন্দু মুসলমান এইসব ধর্মীয় পরিচয় একদম পছন্দ করি না। বামদের পছন্দ করি না কারণ মুর্শিদাবাদের মুসলমানদের আধুনিক মানুষ করার বদলে মুসলমান তারাই বানিয়েছে। স্রেফ ভোটের জন্য। আজ তৃণ্মুল তার ফয়দা তুলছে।

    (৪)
    মুসলমানদের আধুনিক মানুষ না করে তাদের ধর্মের দিকে ঠেলে দিলে তারা দাঙ্গা করবেই। এটা শুধু ভারতে না। ফ্রান্স ইংল্যান্ড জার্মানিতেও তারা এক জিনিস করছে। যেসব দেশে দাঙ্গা করতে পারছে না সেগুলো হল আরবের দেশগুলো, রাশিয়া, চিন, সিঙ্গাপুর। কারন এসব দেশে গনতন্ত্র নেই। তাই দাঙ্গা করার অধিকার নেই। ইভেন আরবের দেশগুলোতে ইসলামের নামে দাঙ্গা করলেও বিচারক গর্দান নেবে।

    বাংলাদেশের দিকে তাকান। দুদিন আগে ভবেশ রায় বলে দিনাজপুরের এক হিন্দু নেতাকে অপহরণ করে খুন করা হয়েছে। তার ফ্যামিলি বলছে সকালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছে। পিটিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেলে গেছে। তারা হাসপাতালে ভর্তি করলে সেখানে মারা গেছেন উনি।

    আইরনি হচ্ছে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিবারের কথা শোনা হয় নি। সরকার এবং পুলিশ এটাকে স্বাভাবিক মৃত্যু বলে বাংলাদেশের সংবাদ পত্রে খবর দিয়েছে।

    অর্থাৎ সরকার যদি না চায়, কোন হিন্দু খুন হলে তার বিচার দূরের কথা সেটাকে স্বাভাবিক মৃত্যু বলে মিডিয়ায় চালাবে। বাংলাদেশে জেনোসাইড আর কি বাকি রইল?

    কোন মুসলিম দেশে বা অন্যকোন দেশে ডাঙ্গাকারী তৌহাদি জনতাকে পুলিশ ঠেকাতে পারে না। কিন্ত দুবাই রিয়াদ, দোহা বা সিঙ্গাপুর পারে। কেন পারে? কারন এইসব দেশের সরকার রাজনীতি চায় না। যেহেতু রাজনীতি নেই। এগুলো autocratic দেশ। এরা ব্যবসা চায়। দাঙ্গা হলে ব্যবসা আসবে না।

    আমি আবার বলছি, মুর্শিদাবাদে দাঙ্গা নতুন কিস্যু না। পুলিশকে ঠেকিয়ে রেখেছে তাই দাঙ্গা হয়েছে। এই দাঙ্গার সম্পূর্ন দায় তৃণমূলের। তারা বাঘের (সাম্প্রদায়িক মুসলমান নেতা) পিঠে চেপে কদ্দিন ভোটে জিতে আসে দেখি। সিপিএমের ও সেই চেষ্টা ছিল। কিন্ত সেই বাঘই তাদের খেয়েছে।

    - Biplab Pal
  • জয় | ২২ এপ্রিল ২০২৫ ০৪:৫৫537395
  • বহুদিনবাদে ভাটিয়ালীতে প্রপার ভাট হচ্ছে!
  • lcm | ২২ এপ্রিল ২০২৫ ০৪:১৪537394
  • ম্যাটার, এনার্জি ... এসব গুরুতর বিষয়ে অথেন্টিক সোর্স থেকে শুনুন - 
  • kk | 172.56.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০৩:১৯537393
  • হ্যাঁ, এক সপ্তর্ষি মণ্ডল শান্তিনিকেতনেও ছিলো। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। স্যান্ডি চিনবে :D
  • ম্যাটার এনার্জী | 173.62.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০৩:০৮537392
  • "২টো দশের নামটা হুড়োহুড়িতে পড়লুম মমতা ব্যানার্জী।"
    --যাকে বলে হাহাছিপগে, বহুদিন বাদে 
  • :|: | 2607:fb91:386:d7c8:8d65:3c0f:e389:***:*** | ২২ এপ্রিল ২০২৫ ০৩:০১537391
  • দুটো পঁয়তাল্লিশ -- সাতজন ঋষি একসঙ্গে থাকলেই তো সেটা সপ্তর্ষি মন্ডল। নবরত্ন সভা যেমন অনেক রাজারই ছিলো। সেতো একটাই নয়! আপনার জানা মন্ডলে ওনার নাম পাননি তা বলে অন্য কোথা অন্য কোনওখানে হয়তো ছিলেন। ;)
  • &/ | 151.14.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:৫৯537390
  • তা একরকম ঠিকই পড়েছেন। উনিই তো ম্যাটার, উনিই তো এনার্জী! ঃ-)
  • :|: | 2607:fb91:386:d7c8:8d65:3c0f:e389:***:*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:৫৮537389
  • এদিকে নামের লিস্ট আর মুখ্যমন্ত্রী বিষয়ক কথা হচ্ছে আর ওদিকে দর্শন-বিজ্ঞান। ফলত ২টো দশের নামটা হুড়োহুড়িতে পড়লুম মমতা ব্যানার্জী। উফফ! 
  • &/ | 151.14.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:৫৬537388
  • সাধুসন্ন্যাসী নিয়ে মহাস্থবির জাতকের বিভিন্ন খন্ডে কত রকম কত কিছু। লেখক আতর্থী ('স্থবির' নামের চরিত্রটি) নিজেই বাড়ি থেকে পালিয়ে নানা জায়্গায় যেতেন ও বিভিন্ন সাধুসঙ্গও করেছেন অথবা কোনো বন্ধুসঙ্গ করেছেন যারা কোনো সাধুর সঙ্গে ছিলেন। সেইসব গল্পগুলো চমৎকার চমৎকার সব গল্প। একজন বলতেন তিনি সূর্যে চলে যান, সেখান থেকে সূর্যবিজ্ঞান শিখে আসেন। আরেক সাধু এক দাদাকে দীক্ষা দিয়েছিলেন, সেই দাদার সূক্ষ্মদৃষ্টি খুলে যায়। এইরকম সব। একজন সাধিকা ছিলেন যিনি স্থবিরের জীবনের অতীতের নানা ঘটনা বলে দিতেন।
    (বোঝা যায় তখনকার ভারতে সাধুসন্ন্যাসী নিয়ে খুবই একটা আকর্ষণ ছিল মানুষের, অনেকে মনে করতেন পরাধীন ভারতকে সাধুরাই স্বাধীন করবেন একটা বিরাট বিপ্লব ঘটিয়ে )
  • &/ | 151.14.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:৪৫537387
  • সপ্তর্ষিলোক না? সেখান থেকেই নাকি এসেছিলেন? (ছোটোবেলায় যখন প্রথম সপ্ত ঋষির নাম শুনলাম তখন ক্রতু পুলহ পুলস্ত্য ইত্যাদিদের লিস্টে সিরিয়াসলি বিবেকানন্দ না দেখে খুবই অবাক হই ঃ-) )
  • কিন্তু  | 173.62.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:৪২537386
  • "বিবেকানন্দ পরলোকে যান ১৯০৫" - উনাকে কি প্ল্যানচেটে ডেকে (বা অন্য কোনভাবে) কনফার্ম করা হয়েছে যে উনি অন্যলোকের বাসিন্দা? 
  • বহুদিন | 173.62.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:৪০537385
  • ' বহুদিন' মানে মানবসমাজ যদ্দিনের 
  • ক্লাসিকাল | 173.62.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:৩৯537384
  • চেতন অচেতনের তফাত নিয়ে চিন্তা বহু হাজার বছর ধরেই আছে, তাদের একটা সাধারনীকরনের চিন্তাও নতুন কোন দার্শনিক প্রশ্ন নয়! দলাই লামাও নিউরোসায়েন্স নিয়ে আগ্রহী। বলা হচ্ছে বুদ্ধের কাজ নিউরোসায়েন্সকে প্রভাবিত করেছে। তো, সেসব হওয়া আশ্চর্যের কেন? দর্শন, শিক্ষা, নীতি - সবই তো ধর্মের প্ল্যাটফর্মে বহুদিন ধরেই চলছে - অস্বীকার করলে তো বড়ই মুশকিল। 
  • &/ | 151.14.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ০২:২৬537383
  • ১৯০৫ সালের আগে অণু পরমাণুর অস্তিত্ব বিষয়েও এমনকি ফিজিক্স কমুনিটি অবধি সন্দিহান ছিল। জেজেথমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বটে সেই সময়ের আগে, কিন্তু সেগুলো যে কিভাবে কোথায় থাকে সেসব ব্যাপার কিছুই বোঝা যায় নি। প্লাম পুডিং মডেল টাইপের মডেল ছিল।
    ১৯০৫ এ আইনস্টাইন একটা পেপারে ব্রাউনিয়ান মোশনের গাণিতিক বিশ্লেষণ করে ইন্ডাইরেক্ট প্রমাণ দেন যে বস্তুর মধ্যে অণু (বা পরমাণু, মৌল পদার্থে) থাকে, তীব্রগতিতে দৌড়ে বেড়ায়, ধাক্কাধাক্কি করে।
    বিবেকানন্দ পরলোকে যান ১৯০৫ এর আগেই, সেই যুগে ফিজিক্সের এইসব ধারণা ছিল একেবারেই ক্লাসিকাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত