এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৩ মার্চ ২০২৫ ২৩:৪১536564
  • গুরুভাইবোনদের প্রতি একটা প্রশ্ন আছে। আপনারা যাঁরা ইওরোপ-আমেরিকায় চাকুরীরত তাঁরা জব-ইন্টারভিউতে "আপনার বর্তমান স্যালারি কত" জাতীয় প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমি ইওরোপের বিভিন্ন দেশে অনেকবছর কাটিয়েও এই প্রশ্নের মুখোমুখী হইনি কখনো। অবশ্য আমি চাকরি খুব বেশি পরিবর্তনও করিনি। 

    ভারতে এই প্রশ্ন নাকি HR রাউণ্ডে করা হবেই হবে এইরকম। 
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৩ মার্চ ২০২৫ ২৩:০৩536563
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ২০:১১,
     
    সিনিয়র ভাবা জুনিয়র ভাবাকে অত সহজে ছাড়েন নি বোধ হয়। প্রথমে মেক্যানিক্যাল নিয়ে দারূণ রেজাল্ট সহ পাশ করা তারপর ফিজিক্স পড়ার ছাড়পত্র মিলেছিল—এইরকম শুনেছিলাম।
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৩ মার্চ ২০২৫ ২২:৫৩536562
  • @PRABIRJIT SARKAR | ২২ মার্চ ২০২৫ ১৫:৩২,
     
    রাহুল গান্ধীর ডিগ্রী নিয়ে একটি কথা শোনা যায় যেটির উৎস বি জে পির সুব্র‍্যহ্মণম স্বামী।  স্বামীর বক্ত্ব্য হল উনি নাকি ইউনিভার্সিটিতে নিজের চেনাজানা সূত্র কাজে লাগিয়ে জেনেছেন যে রাহুল গান্ধী ঐ ইউনিভার্সিটি থেকে কোন ডিগ্রী কমপ্লিট করেননি এবং বলাই বাহুল্য এই তথ্য আই টি সেলের মধ্য়ে খুব পপুলার। এদেরকে মোদী বা স্মৃতি ইরাণীর ডিগ্রীর ভ্যালিডিটি নিয়ে জিজ্ঞাসা করলে রীতিমত ধমকাতে শুরু করে। 
  • MP | 2409:4060:2d3c:9e78:136c:e402:2e7d:***:*** | ২৩ মার্চ ২০২৫ ২২:৪০536561
  • যারা মধ্যপন্থা তারা প্রায় সবাই জায়নবাদীদের উপর নানাভাবে নির্ভরশীল , ওদের পকেটেই বলা যায় l বাম আর দক্ষিণ একই অবস্থা l অর্থনীতির সেই ডিপেন্ডেন্সি থিওরির তত্ত্ব খেটে গেলো বলা যায় l সবাই যদি পরজীবী পরগাছা হয় তাহলে আর লড়াইয়ের আশা কি ?
  • PRABIRJIT SARKAR | ২৩ মার্চ ২০২৫ ১৯:২৯536560
  • যারা বাম দক্ষিণ কোন দিকে নেই তাদের দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে পড়াটা বন্ধ করতে হবে।
  • MP | 2409:4060:2d3c:9e78:136c:e402:2e7d:***:*** | ২৩ মার্চ ২০২৫ ১৯:২৩536559
  • @প্রবীরজিৎ , দক্ষিনপন্থার বিরুদ্ধে তাহলে অপশনস কি ? আমার তো মনে হয় আরো চরম দক্ষিনপন্থা যেখানে ভোটে জিতলেই বিরোধী দক্ষিনপন্থীদের ঝাঁড়েমুলে নিকেশ করা l 
  • PRABIRJIT SARKAR | ২৩ মার্চ ২০২৫ ১৮:৩৩536558
  • বিশ্ব জুড়ে দক্ষিণ পন্থা র আগুন জ্বলছে। তোয়াজি বাম পন্থা হাওয়া দিয়ে এই আগুন বাড়িয়ে দিচ্ছে।
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৩ মার্চ ২০২৫ ১৭:০৮536557
  • কি যে চলছে বিশ্বজুড়ে কিছুই বুঝতে পারছি না। আংকেল টমের দেশের ডাবল-ইন্জিন সরকার গোটা পৃথিবীকে রসাতলে প্রবেশ করিয়ে ছাড়বে পণ করেছে। খুব ফ্রাসট্রেটিং পরিস্থিতি। চারপাশ খুব দ্রুত বদলে যাচ্ছে। বহুদিনের পরিচিত লোকজন যাদের বিবেকবোধ আছে বলে জানতাম তাদেরও কথাবার্তায় আজকাল আঁশটে গন্ধ উঠছে। কিছু লোকজন বেশ উচ্চগলায় এদের জয়গান গায়, আর একদল লোক আছে যারা নিজেদেরকে একটু চালাক ভাবে তারা একটু ইনিয়ে বিনিয়ে এদের প্রতিটা স্টেপকে বা ঘৃণাভাষণকে ডিফেন্ড করার চেষ্টা করে।

    এই কিছুদিন আগেই এক পরিচিতের সঙ্গে কথা হচ্ছিল। ভদ্রলোক আই টি-তে কাজ করেন এবং এলন মাস্কের বেশ ভক্ত। কথা প্রসঙ্গে আমি জার্মানির ইলেকশানে এলন মাস্কের অতিদক্ষিণপন্থী পার্টিকে সাপোর্ট করার ব্য়াপারে আপত্তি জানালাম। তাতে সে চটে গিয়ে প্রথমে বলল "তাতে হয়েছেটা কি?" আমি তীব্র আপত্তি জানিয়ে বললাম যে এই নাৎসী-পন্থীদের হাতে অন্তত ষাট লাখ নিরপরাধ ইহুদী সহ এককোটির উপর সম্পূর্ণ নিরীহ মানুষ মারা গেছে। তখন তার বক্তব্য "মাস্ক একজন ব্যবসায়ী, সে তার সুবিধামত কথা বলতেই পারে।নিজের মতামত স্বাধীনভাবে জানানোর অধিকার তার আছে।" এই হল মাস্টার্স করা আই টি-গাইয়ের বিবেকবাণী এবং ফ্রীডম অফ স্পীচ সম্পর্কে ধারণা। আমি জানি না যে সে হলোকাস্টের ইতিহাস জানে কি না অথবা প্রয়োজনে সুবিধাজনকভাবে এই নক্কারজনক ইতিহাস ভুলে যাওয়ার ভান করে কিনা।

     
  • PRABIRJIT SARKAR | ২৩ মার্চ ২০২৫ ১৫:০৪536556
  • টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে সর্বভারতীয় প্রথম স্থান, ইনস্ট্রুমেন্টেশনে দ্বিতীয়, ভূতত্ত্ব এবং অর্থনীতির প্রথম স্থান যাদবপুরের সাফল‍্যের আয়না বলা যায়।
    রাজনৈতিক বিতর্কের আবহে এ যেন অন‍্য যাদবপুরের উড়ান। সদ‍্য প্রকাশিত স্নাতকোত্তর স্তরে উচ্চ শিক্ষার প্রবেশিকা তথা গেট (গ্র‍্যাজুয়েট অ‍্যাপ্টিচুড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং) এবং আইআইটি-র জ‍্যাম (জয়েন্ট অ‍্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স)-এ বাংলার মুখ কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ই।
    ইলেকট্রনিক্স অ‍্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে সর্বভারতীয় প্রথম স্থান, ইনস্ট্রুমেন্টেশনে দ্বিতীয়, ভূতত্ত্ব এবং অর্থনীতির প্রথম স্থান যাদবপুরের সাফল‍্যের আয়না বলা যায়। তবে এটুকুই সব নয়, সামগ্রিক ভাবে দেখা যাচ্ছে, সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানের বিভিন্ন বিভাগে প্রথম ১০০ জনে যাদবপুরের পড়ুয়াদের উপস্থিতি রীতিমতো চোখে পড়ার মতো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ‍্যাপক প্রীতম আইচ নিজেও যাদবপুরের প্রাক্তনী। তিনি বলছিলেন, “যাদবপুর কখনও কিছু বিতর্কিত কারণে শিরোনামে আসে। কিন্তু সার্বিক ভাবে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের পরিবেশ খারাপ নয়, সেটাই সর্বভারতীয় স্তরের ফলাফলগুলি বোঝায়। যাদবপুরে এখনও যৎসামান্য খরচে গরিব ঘর বা প্রথম প্রজন্মের পড়ুয়ারাও শিক্ষা লাভ করেন। গেটে সফলদের মধ‍্যেও নানা শ্রেণির কৃতীরা আছেন।”
    অর্থনীতিতে এ বার দেশে প্রথম ৫০ জনের মধ্যে যাদবপুরের ছ’জন আছেন। তাঁদের মধ্যে তিন জন ছাত্রী। সারা দেশে রসায়নে প্রথম ১০০ জনের সাত জন এবং ভূতত্ত্বে প্রথম ১০০ জনের পাঁচ জন যাদবপুরের। এর বাইরেও নজরকাড়া ফল রয়েছে। গেটের ফল আইআইটি বা দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে স্নাতকোত্তর স্তরে পাঠের রাস্তা খুলে দেয়। রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরিরও দরজা খোলে। অর্থনীতির অধ্যাপিকা তন্ময়ী বন্দ্যোপাধ্যায় বলেন, “সংবাদমাধ্যমের একাংশে নিন্দিত যাদবপুরের সেটাই আসল পরিচয় নয়।” পদার্থবিদ‍্যার অধ্যাপক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “নানা প্রতিকূলতার মধ্যে যাদবপুরের সাফল‍্যের ধারাবাহিকতা ফেলনা নয়। এই নজির খেয়াল করে সরকার যাদবপুরকে প্রাপ‍্য স্বীকৃতি বা পরিকাঠামোগত মর্যাদা দিলে সার্বিক শিক্ষার হালই উন্নততর হবে।”
    তথ্যসূত্রঃ আনন্দবাজার পত্রিকা।
  • MP | 2409:4060:2d3c:9e78:136c:e402:2e7d:***:*** | ২৩ মার্চ ২০২৫ ১৪:৩৭536555
  • https://americanmind.org/salvo/christian-nationalism-and-israel/.                                   জায়নবাদীদের সঠিক ভাবে বিশেষতঃ তাদের বাইরের দুনিয়া সম্বন্ধে আউটলুক কি বুঝবার জন্য উপরের লেখাটা দিলাম l এরা নিজেদের এক্সসেপশনাল chosen people বলেই দেখে যেমনভাবে নাৎসিরা দেখতো তিরিশের দশকের ইউরোপে l যে ভদ্রলোক এই লেখাটি লিখেছেন তিনি নিজে একজন কট্টর জায়নবাদী বলাই বাহুল্য l 
  • MP | 2409:4060:2d3c:9e78:136c:e402:2e7d:***:*** | ২৩ মার্চ ২০২৫ ১৩:৪৮536554
  • "আগের প্রজন্মের সম্পত্তি ছাড়া একটা ঠিকঠাক, হাসিকান্নার জীবনে পোঁছতে পারবে না। কোন মানুষের প্রতিভা ও পরিশ্রম হয়তো মানবসভ্যতার ইতিহাসে প্রথমবার যথেষ্ট নয় অন্য কারুর জন্মসূত্রে পাওয়া সম্পত্তি ও উত্তরাধিকারের সামনে দাঁড়ানোর জন্য। " পাইকে অনেক ধন্যবাদ এরকম একটা কঠোর বাস্তবের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দেবার জন্য l পাই , এরকম সময়ে তাহলে আমাদের মত তৃতীয় বিশ্বের গরীব দেশের কি করণীয় ?                                     আমি এখনো মনে করি আম্রিকাতে জায়নবাদী নিয়ন্ত্রণই দায়ী এই অসহনীয় অবস্থার জন্যে l ইউনিভার্সিটি , মিডিয়া , ওয়াল স্ট্রিট , মেন্ স্ট্রিট , সিলিকন ভ্যালি , বন্ড মার্কেটে গত বেশ কয়েক দশকের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণেই জায়নবাদীরা আম্রিকার মধ্যে সবথেকে বেশী প্রজন্ম সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ন্ত্রণ করে l নতুন টেকনোলজি প্রভাবে তৈরী হওয়া কাজগুলোও ওরাই পুরোপুরি নিয়ন্ত্রণ করবে যেহেতু ওরা উচ্চ শিক্ষাব্যবস্থাকেও আম্রিকার অন্য অনেক  কমিউনিটির হাতের বাইরে পাঠিয়ে দেবে ট্রাম্পের আমলে l অর্থাৎ ওরাই ট্রাম্পকে সামনে রেখে আগামী আরো কয়েকটা দশকের আম্রিকায় ভাগ্য নিয়ন্ত্রণ করবে l এটাই কঠোর বাস্তব কিন্তু সত্যি কথাটা বললেই তো এখানে অনেকেই মানতে পারবেনা l 
  • b | 117.238.***.*** | ২৩ মার্চ ২০২৫ ১২:৩৩536553
  • বুলশিট জবের  লিস্টিতে আমার্টা থাকা উচিৎ ছিলো । 
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ১০:২৩536551
  • পাপাঙ্গুলের মতন আমারও মনে হয়, টেক এর জ্যোতি ইয়ে হয়ে আসবে ... টেক হয়ে যাবে জলভাতের মতন, আলাদা দাপট তেমন থাকবে না ....
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ১০:২২536550
  • " ... সোশ্যালিস্ট বিপ্লবটা আমেরিকা থেকেই শুরু হবে ... দেখবেন সোশ্যালিজম ফ্যাশন হবে ..."
     
    আহা ! প্লাস কি শোনালে !
    হে প্রভু ! 
     
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৩ মার্চ ২০২৫ ১০:০৯536549
  • এজাইল টিম, টিম লিডার, ম্যানেজার ব্যাপারগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। এখন সবাই ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর বলে। 
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ০৯:৪৮536548
  • বলছে কনস্পেচুয়াল এজ - এর মানে যে কি ...
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৩ মার্চ ২০২৫ ০৯:৪৮536547
  • টেকের সঙ্গে কোর সেক্টর ইঞ্জিনিয়ারিং এ যে বেতনের গ্যাপটা গত কুড়ি বছরে ক্রমে বাড়ছিল, ধারণা সেটা এবার কমবে। টেক এখন আর অতটা 'কুল' থাকবে না।
  • + | 207.244.***.*** | ২৩ মার্চ ২০২৫ ০৯:৪৫536545
  • একটা বই আছে। ডেভিড গ্রেবারের। বুলশিট জবস। পড়ে দেখতে পারেন। চমস্কির মুখে শুনে পড়েছিলুম।
     
    এআই চাকরি খেয়ে নিচ্ছে বা সফটওয়্যার এঞ্জিনিয়ারকে রিপ্লেস করে দিচ্ছে, এসব কোনোদিন হবে না। যারা বলে তারা কিস্যু না বুঝে বলে। আদতে স্রেফ ওভারপ্যারামেট্রাইজড স্ট্যাট। আমেরিকান ড্রিমট্ৰিম অনেকদিনই গোল্লায় গেছে, এআই না, সেটার জন্য দায়ী গত পঞ্চাশ বছরের নিওলিবারাল রাজনীতি।
     
    তবে আশা আছে। এই আমেরিকান ড্রিম আর ট্রাম্পের খোঁয়ারি কাটলে সোশ্যালিস্ট বিপ্লবটা আমেরিকা থেকেই শুরু হবে। মার্ক্সের কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে।
     
    দেখবেন সোশ্যালিজম ফ্যাশন হবে। লুইজির জন্য এই লেভেলের সাপোর্ট আগুনের সংকেত দিচ্ছে।
  • Shuvashis Das | ২৩ মার্চ ২০২৫ ০৯:৩৪536544
  • এই মিনিংলেস জবের ব্যবস্থার মধ্যে, আপামর মধ্যবিত্তের যে ইন্সিকিউরিটি প্রশমিত হতো, তা হয়তো আর হবার উপায় নেই। কিন্তু ঠিক কি করলে, বা কোন স্কিল করায়ত্ত করলে, একটু স্বস্তির জীবন যাপন করা যাবে, গুরুরা একটু আলো ফেলবেন? 
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৩ মার্চ ২০২৫ ০৯:৩৪536543
  • মিনিংফুল মানে আমেরিকান ড্রিম না। আমেরিকান ড্রিম জীবনে একরকম প্রতিষ্ঠার মাপকাঠি। লেখক মনে হয় সেটাই বোঝাতে চেয়েছেন।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ২৩ মার্চ ২০২৫ ০৯:৩০536542
  • প্রতিষ্ঠা
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ০৯:২৯536541
  • অ্যাকচুয়ালি, কাজ কমে যাচ্ছে ঠিকই।

    একটি দশ জনের টিমের সপ্তাহে ৪০০ ঘন্টার কাজ নেই, ধরা যাক ৩২০ ঘন্টার কাজ আছে। কিন্তু তাতে প্রোডাকটিভিটি ঠিক আছে। তাহলে এখন সহজ উপায় হল, ঐ টিমের সপ্তাহে ৩২০ ঘন্টা কাজ করলেই হয়, মানে হয় চার দিন আট ঘন্টা করে, বা, পাঁচ দিন সাড়ে ছ ঘন্টার একটু বেশি করে। মাইনে বেনিফিট সব একই রইল, শুধু কাজের সময় কমে গেল।

    ইউরোপের কিছু দেশে সপ্তাহে সপ্তাহে ৩৫-৩৬ ঘন্টা কাজের সময় হয়েছে, ফ্রান্সে প্রথম বোধহয়।
  • π | ২৩ মার্চ ২০২৫ ০৯:২৩536540
  • উন্নত বললে সমস্যা ছিল না। মিনিংফুলে হোঁচট খেলাম।
     
    ভাল কথা, মিনিংফুলের এক কথায় প্রতিশব্দ আর কী আছে, অর্থপূর্ণ ছাড়া? 
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ০৯:১৭536539
  • হ্যাঁ, সেটা তো ঠিকই।
    মিনিংফুল কথাটা সেভাবে ... কিন্তু উন্নত জীবনযাত্রা বলতে তো এগুলো বোঝায় - একটি থাকার বাড়ি, যাতায়াতের/যানবাহনের সহজ উপায়, গাড়ি বা ভালো পরিবহনে সামিল হবার উপায়.... এইসব
  • π | ২৩ মার্চ ২০২৫ ০৯:০৮536538
  • আমি আবার ফেবু ইনফ্লুয়েন্সারের এই সাম্প্রতিক ভাইরাল পোস্টটা পড়ে কিছুটা হুব্বা হলাম।
    'মিনিংফুল' এর মানে নিজের বাড়ি গাড়ি? 
    -------
    "মার্কিন মুলুকে থাকার সময় শুক্রবার তাড়াতাড়ি অফিস থেকে কেটে কলীগদের সাথে আটলান্টিক এভিনিউতে একটা পাবে যেতাম। বছরখানেক আগে এক শুক্কুরবারের সন্ধ্যেয় ব্রুকলিন ডাউনটাউনের একটা পাবে আমার মার্কিনী ম্যানেজার, স্টিভ একটা কথা বলেছিলো, the rise of meaningless jobs. কথাটা যদিও আমেরিকার ক্ষেত্রে বলেছিলো। আমরা না হয় পরে সেটাকে ভারতের জন্য মেপেজুপে দেখবো। ব্যাপারটা মোটের ওপর এরকম যে আমরা যে কথাগুলো শুনে বড় হই, যে মন দিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো দেখে চাকরি করতে হবে, চাকরি করে সেভিংস করতে হবে, যা খুশি খরচ করলে হবে না, এবং চাকরিতে উন্নতি-টুন্নতিও করতে হবে। এই পুরো জার্নিটা সফলভাবে করে ফেলতে পারলেই 'American Dream' ছুঁয়ে ফেলা সম্ভব। 

    পরের প্রশ্ন, কি সেই আমেরিকান ড্রিম? সাফল্য কারে কয়? ড্রিমটা হলো এরকম যে বাপ-ঠাকুরদার সম্পত্তি ছাড়াই, সম্পূর্ণ শূন্য থেকে শুরু করেও একটা মানুষ একটা বাড়ি কিনে, হোমলোন শোধটোধ করে ফেলে, সংসার করে, দুতিনটে বাচ্চা বড় করে, রিটায়ার করতে পারে। রিটায়ার করেও সোশাল সিকিয়োরিটির টাকায় বুড়ো বয়সটা চলে যাবে। সোশাল সিকিয়োরিটি ব্যাপারটা আপাতত ছেড়ে দিচ্ছি, আমাদের দেশে এরকম কিছু নেই। the rise of meaningless jobs বলতে এটাই বোঝায় আমেরিকাতে এবং স্টিভের মতে ইয়োরোপেও ক্রমশ, এবং খুব দ্রুত এরকম চাকরি বা পেশা কমে যাচ্ছে, যে চাকরি একজন মানুষ সততার সাথে পঁয়ত্রিশ বা চল্লিশ বছর ধরে ঘাড়- গুঁজে করলেও মাত্র একটা প্রজন্মের মধ্যে বাড়ি কিনে, অল্প সখ-আহ্লাদ করে, ছেলেমেয়ে বড় করে জীবন কাটিয়ে দিতে পারে। 

    ঠিকই বলেছে। আমেরিকাতে নিউইয়র্ক-ক্যালিফোরনিয়া বলছি না, একটু ঠিকঠাক জায়গায়, এখন বাড়ির এভারেজ দাম চারলক্ষ ডলার মত। ডিম-দুধ-পাউরুটি, গাড়ি, তেল, ইন্সিউরেন্স সমস্ত কিছুর দাম দুমদাম বাড়ছে। খুব কম চাকরি আছে, যেটা দিয়ে ২০২৫-এ শূন্য থেকে শুরু করে সত্তর বছর বয়সে এসে এইসব হিসেব মেলানো সম্ভব। এবার ভারতে আসি। ভারতে তো এই হিসাবে অধিকাংশ চাকরিই তাই! অসংগঠিত ক্ষেত্রে বলে না, সংগঠিত ক্ষেত্রেও। যেখানে ভালো শার্ট-প্যান্ট পরে বাবু হয়ে চাকরি করতে যেতে হয় সেখানেও। নতুন করে rise আর কি হবে! forever existence of meaningless jobs. আপনাদের আশেপাশে এরকম কজন দেখতে পান যারা কোন ইনহেরিটেন্স ছাড়া, মানে বাপ-ঠাকুদ্দার বিন্দুমাত্র সম্পত্তি ছাড়া শুরু করে এই কাজগুলো করতে পারবে? আপনি বলবেন, সে কি আমিই তো করেছি! আমার বাবা-মা-ই তো করেছেন। 

    অনেকেই করেছেন, আমাদের বাবা-কাকার প্রজন্ম অবধি। শূন্য হাতে শুরু করেছেন। পরীক্ষা দিয়েছেন। শিক্ষক হয়েছেন। রেলে চাকরি করেছেন, ইউকো ব্যাঙ্কে চাকরি করেছেন, হার্ডওয়ারের দোকান সামলেছেন। দু-কাটা জমি কিনে একতলা বাড়ি করেছেন। সেই বাড়ি দোতলা হয়েছে একদিন। ছেলের বাইক, মেয়ের পড়াশোনা, বিয়ে দেওয়া সবই হয়েছে। এই কাজটা আজ কতজন করতে পারবে? আজ, ২০২৫-এর মার্চ মাসে। কতজন কুড়ি-বাইশ বছরের ছেলে খালি হাতে শুরু করে কিছু একটা করে বাড়ি করবে, বা ফ্ল্যাট কিনবে, হাসিকান্নার সংসার করে সব হিসেব মিলিয়ে দিয়ে যাবে সত্তর- পঁচাত্তরে? জমির দাম কত? আচ্ছা বাড়ি ছেড়ে দিলাম। মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোচি, নাগপুর, কোলকাতা, ভুবনেশ্বরে ফ্ল্যাটের দাম কত? বাচ্চা হলে প্রাইভেট স্কুলের ফিজ কত? হেলথ-কেয়ারের খরচ কি? 

    কোন কোন চাকরি বা পেশায় এইগুলো করা যায়? ডাক্তার? সফটওয়ার ইঞ্জিনিয়ার? এক্সিস বা বন্ধন ব্যাঙ্কে চাকরি? মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ? জানি না কতোটা যায়। হয়তো যায়। যদি যায় কত শতাংশ চাকরি  বা পেশা সেই অর্থে 'meaningful' যা একটা বছর পঁচিশের ছেলে বা মেয়ে পরের তিরিশ-চল্লিশ বছর করতে পারলে হিসেবগুলো মিলিয়ে দিতে পারবে? এইরকম পেশার সংখ্যা কমছে। দ্রুত। খুব দ্রুত। AI কথাটা অতিরিক্ত ইউজ করে করে এতোটা হেজে গেছে যে, লোকে শুনলে বলে, হ্যাঁ, AI, আসছে তো, জানি তো!  আসছে না, এসে গেছে। এই এখন। BPO,KPO, সাপোর্ট সেন্টারের কোন কাজ থাকবে না। এখুনি প্রায় নেই, আরোই থাকবে না। অধিকাংশ কোম্পানিতে সাপোর্টে কল করে মানুষের গলা অবধি পৌঁছনো যায় না। 

    একটা এন্ট্রি লেভেল বা মিড লেভেল সফটওয়ার ইঞ্জিনিয়ারকে Cursor বা Trae.AI দিয়ে রিপ্লেস করে দেওয়া যায় এখুনি, আজকেই। কোড লেখার দরকারই নেই, লো-কোড, নো-কোড প্লাটফর্ম আর্কিটেকচার। আজ থেকে এক-দুবছর পরে সিনিয়ার সফটওয়ার ইঞ্জিনিয়ারকে, আর্কিটেক্টকে রিপ্লেস করা যাবে। ব্যাঙ্কিং এর ভবিষ্যৎ Branchless Banking , ব্রাঞ্চ সার্ভিস থাকবে শুধু প্রিমিয়াম কাস্টমার এক্সেসের জন্য, যেমন এয়ারপোর্টে লাউঞ্জ হয়। একটা গ্রাফিক্স ডিজাইনার, প্রচ্ছদ শিল্পীকে, কন্টেন্ট রাইটার,কপি-রাইটারকে, আইনজীবীকে এমনকি একজন ডাক্তারকে রিপ্লেস করা সম্ভব। ভবিষ্যতে না,  doomsday prophecy না, এখুনি যায় এবং প্রথম বিশ্বে হচ্ছে। এর উত্তরে পডকাস্টে, রেডিট থ্রেডে একটা ছেলেভোলানো কথা শোনা যায়, যে প্রচুর পুরনো চাকরি যেমন যাবে, কিন্তু ভয়ের কিছুই নেই। নতুন অনেক চাকরি, পেশা তৈরি হবে। হ্যাঁ এবং না। হ্যাঁ কারণ সত্যি হবে। না কারণ সেটা সংখ্যায় এতোই অল্প যে আনুপাতিক হারে সেটা ধর্তব্যের মধ্যে আসে না। একটা ফিল-গুড, আব্বুলিশ আর্গুমেন্ট মাত্র। 

    যে সমস্ত ছেলেমেয়ে আজ পিঠে ব্যাগ ঝুলিয়ে, জলের বোতল নিয়ে প্রথমবার নার্সারিতে স্কুলে গেলো, তারা যদি মন দিয়ে পড়াশোনা করে, পড়াশোনা করে চাকরি করে, চাকরি করে সেভিংস করে এবং চাকরিতে উন্নতি-টুন্নতিও করে, তাহলেও তারা আর হয়তো কোনদিন, কখনো আগের প্রজন্মের সম্পত্তি ছাড়া একটা ঠিকঠাক, হাসিকান্নার জীবনে পোঁছতে পারবে না। কোন মানুষের প্রতিভা ও পরিশ্রম হয়তো মানবসভ্যতার ইতিহাসে প্রথমবার যথেষ্ট নয় অন্য কারুর জন্মসূত্রে পাওয়া সম্পত্তি ও উত্তরাধিকারের সামনে দাঁড়ানোর জন্য। 

    the rise of meaningless jobs is already here! 
    পরের প্রজন্মের জন্য আমরা রেখে যাবো the rise of meaningless human talent & effort."
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ০৯:০৫536537
  • হ্যাঁ, ফেডারেল রিসার্চ ফান্ডিং কাট হচ্ছে, অনেক বড় ইউনির পিএইচডি প্রোগ্রাম, রিসার্চ ওয়ার্ক থমকে গেছে।
  • lcm | ২৩ মার্চ ২০২৫ ০৮:৪৭536536
  • শুধু আমেরিকান এলিট স্কুল বলে নয়, বেশির ভাগ নামদামী ইউনিতেই এটা প্রযোজ্য। এখানে একজন ধনী ব্যক্তির ছেলে কেম্ব্রিজে মিউজিক পড়তে গেছিল ( কানাঘুষো যে সে ভর্তি হয়েছিল প্রভাব প্রতিপত্তি খাটিয়ে, তাদের কিসব ফ্যামিলি লিগেসি আছে), কিন্তু সে শেষ করেছিল অন্য এক সাবজেক্টের ডিগ্রি নিয়ে।
  • PRABIRJIT SARKAR | ২৩ মার্চ ২০২৫ ০৮:৪৩536535
  • আমেরিকায় স্টেট গভর্নমেন্ট স্টেট উনিভার্সিটি কে টাকা দেয়। কেন্দ্রীয় সরকার কিছু দেয়। কেন্দ্রীয় নীতি প্রণয়নের জন্য। সেটা ট্রাম্প তুলে দিল। নানা থিংক ট্যাংক টাকা পায়। সেখানে অনেকে গবেষণার জন্য ফেলোশিপ পায়। সেগুলো উঠে যাচ্ছে। বা অনিশ্চয়তা তৈরি হয়েছে। একজন কে চিনি যিনি উইলসন সেন্টারে কোন নামি ফেলোশিপ পেয়ে এই আবহাওয়া তে যোগ না দিয়ে অন্য শেষের পাকা চাকরিতে ফিরে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত