এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রবীরজিৎ সরকার | 2401:4900:8828:d112:e1e2:4f8d:993f:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪২535663
  • @পাই  যিনি  লিখেছেন তাকে খুঁজছি। শেয়ার করতে গিয়ে কিছু বাদ দিয়ে আংশিক করিনি। রবীন্দ্রনাথ এত কিছু লিখেছেন যা কিছু ওর নামে চলতে পারে। যেমন বাংলাদেশে ব্যাপক প্রচার হয় উনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় হবার বিরোধিতা করেছেন বলেছেন চাষিদের জন্য অমন বিশ্ব বিদ্যালয় গড়ার দরকার কি?
  • π | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১535662
  • কী হল প্রবীরজিতবাবু, উত্তর দিলেন না? 
  • . | 38.9.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৮535661
  • ধুর্বাল মাতৃভাষা দিয়ে ছেঁড়া যায়। একুশে ফেব্রুয়ারি নামক ঢপের চপের গাঁড় মারি।
  • PRABIRJIT SARKAR | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৫535660
  • বাঙালিরা সর্বত্র ছড়িয়ে আছে আগেই লিখলাম। তাই 'মেরো' তাড়াও হবে আত্মঘাতী। তার উপর বহুদিন কমিউনিস্টরা ছিল। তাই ওপারে হিন্দু মারলেও এপারে প্রতিশোধ নেওয়ার চেষ্টা দানা বাঁধেনি। এখন ভোটের অঙ্ক আছে। তাই তিনুদের আমলেও বিজেপি চাইলেও ব্যাপক ভাবে মুসলিম নিধন এই বঙ্গে হচ্ছে না।
     
    আসামের লোকজন বঙ্গে খুব একটা নেই। দেশ ভাগ হল আর ওদিকের বর্ডার পেরিয়ে বাঙালিরা ত্রিপুরা আসাম এল। এছাড়াও কিছু জেলা বাঙালি মুসলমান মেজরিটি হলেও আসামে ঢুকে গেছে। ওদের উপর বাঙালি সংস্কৃতি চেপে যাচ্ছে। ওদের ভাষায় শুনেছি বিদেশি বলতে বঙ্গাল বোঝায়। তাই বঙ্গাল খেদাও মানে বিদেশি আবার বাঙালি খেদাও। নেলির গণ হত্যায় বেশির ভাগ বাঙালি মুসলমান খুন হয়েছিল। সেই সময়কার ইনদিরা কংগ্রেসি সরকার ওই আসুর আন্দোলন দমন করতে পারে নি। রাজীব এসে ওই এন আর সি মেনে নিয়েছিল। সেটাই কোর্টের আদেশে ওখানে করতে গিয়ে যত ফ্যাসাদ। বিজেপি ভেবেছিল মুসলিমদের বিদেশি বলা যাবে কিন্তু দেখা গেল গরিব হিন্দুদের ও ঠিকমত ডকুমেন্ট নেই।
     
    ত্রিপুরায় বাঙালি ছাড়া বেশির ভাগ তথাকথিত উপজাতি। এক সময় ওরাও নিজ বাসভূমিতে বাঙালির আধিক্য মানতে পারেনি। অস্ত্র ধরেছিল।
     
    ব্যাপক বাঙলাদেশী  অনুপ্রবেশ অনেক জায়গায় বাঙালি বিদ্বেষে পরিণত হয়েছে। তাই বাংলা শুনলে এরা বাংলাদেশি ভাবে। অশিক্ষা তো আছেই। বিদেশে যেমন অনেকে জানে না যে ভারতের একটা অঙ্গ রাজ্য বাংলা বলে। ওরা জানে বাংলাদেশিরাই শুধু বাংলা বলে।
  • MP | 2401:4900:3f05:f319:f7bb:3c51:9852:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০২535659
  • @প্রবীরজিৎ , তাহলে ভারতের অংশ হয়েও অসমে কি করে বাঙালী খেদাও আন্দোলন এতদিন ধরে ছিলো ? এখনো কাউ বেল্টে কি করে তাহলে CAA করে বাঙালীদের তাড়াবার প্ল্যান হয় তাদের উপরে "বাংলাদেশী" লেবেল সেঁটে ? অন্যান্য রাজ্যের মানুষের কাছে সবার আগে তার নিজের গোষ্ঠীর স্বার্থ পরে ওসব ভারত টারোত দেশপ্রেম l এই আপনাদের মত সনাতনী বাঙালিদেরই দেখি যত আত্মঘাতী ভারতপ্রেম ! সুভাষচন্দ্রের অন্তিম পরিণতি থেকে বাঙালী যে কবে শিক্ষা নেবে ! সুভাষচন্দ্র প্রাণ দিয়ে দেশের সেবা করলেন আর লাভের গুড় পুরোটাই খেলো গান্ধী আর সংঘ পরিবার দুজনে মিলে ! এজন্যেই নীরোদবাবু আপনাদের মত সনাতনী বাঙালীদের আত্মঘাতী বলেছিলেন l 
  • PRABIRJIT SARKAR | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৮535658
  • পশ্চিম বঙ্গের বাঙালি কোন আন্দোলন করেনি কে বলল? খাদ্য আন্দোলন করে 'কাঁচ কলা' সেনদের তাড়িয়ে যুক্ত ফ্রন্ট শাসন এনেছিল। ওদিকে নকশাল বাড়ির সশস্ত্র 'বিপ্লব' কলকাতায় ছড়িয়ে দিয়েছিল। বাংলাদেশের মুক্তি যুদ্ধ ইন্দিরা গান্ধীর পপুলারিটি বাড়িয়ে দিয়েছিল সঙ্গে রিগিং ৭২-৭৭ এর ইন্দিরা কংগ্রেসি শাসন ফিরিয়ে এনেছিল। তারপর ৩৪ বছর মেকি বামদের শাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হবার পর শহুরে এলাকায় মেকি বামদের দুর্বল করে দেওয়া হল। শেষ পর্যন্ত সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ওই বামদের তাড়িয়ে তৃণমূল শাসন নিয়ে এল।
    ভারতের অংশ হয়ে অবাঙালি খেদাও আন্দোলন করা কি করে সম্ভব? এখানকার গরিবরা বাইরে কাজ করতে যায় আবার ব্রিলিয়ান্টরা বিদেশে চাকরি না পেলে দিল্লি মুম্বাই বেঙ্গালুরুতে বড় মাইনের কাজ নিয়ে চলে যায়।
     
  • যদুবাবু | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৪535657
  •  
    ২৮ তারিখ। এটার খপর প্যালারামের থেকে পাওয়া। তিনি যদিও পশ্চিমা দর্শন নিয়ে পড়াশুনো করছেন বলে অধুনা কিঞ্চিৎ অদর্শন হয়ে আছেন। 
     
  • র২হ | 2607:fb91:de5:bb45:2899:3f89:e097:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২২535656
    • π | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২১
    • ...তথ্যসূত্র দেবেন?
    তথ‍্যসূত্র আবার কী। মামার বাড়ির আবদার পায়া হ‍্যায় নাকি। সেই সত‍্য যা রচিবে ফেবু। 
     
    অ‍্যান্ডরকে অনেক দিন পর দেখে আনন্দিত হলাম। চেনাশুনো লোকজন একেবারে ভাট ছেড়ে দিলে কী করে চলবে!
  • &/ | 151.14.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৩535655
  • আমার আর আসা হয় না আজকাল। আপনারা ভালো আছেন? মাতৃভাষা দিবসের শুভেচ্ছা নেবেন।
  • π | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪০535654
  • ধুত্তেরি।  এটা কি নতুন পোকা ?  ভাটে পোস্ট করতে করতে মোবাইলে অন্য ট্যাব দেখে আবার ভাটের ট্যাবে ফেরত একে রিফ্রেশ হয়ে ড্রাফট উড়ে যায়? আবার গাদাগুচ্ছ লেখা উড়ল। কলেজস্ট্রীটে সেদিন আমাদের গুরুর দোকানউন্নয়নঅভিযান নিয়ে লিখছিলাম, সব  গেল :( 
  • π | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৭535653
  • যদুবাবুকে অবশ্যই ধন্যবাদ। ভাটে ঢোকাই দায় হয়।  বিদ্বেষের বাগান হয়ে বসে আছে, যত্ন করে দেশবিদেশের দ্বেষবিদ্বেষ চাষবাস হয় আজকাল।  আমার আগের প্রশ্নটা আবার তাতে সারজল দিয়ে আরো ডালপালা মেলার সুযোহ না দিয়ে বসে, এখন সেই ভয় হচ্ছে।  যদুবাবুর পোস্টটা আগে দেখলে মোটে জিগাতাম না :(
     
     
  • π | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২১535652
  • প্রবীরজিতবাবু, এটার তথ্যসূত্র দেবেন? 
     
    'রবীন্দ্রনাথ পর্যন্ত একবার ভয়ানক রেগে গিয়েছিলেন রক্তের যায়গায় খুন ব্যবহার করতে দেখে! কবির নামোল্লেখ না করেই এইসব ধ্যাস্টামির প্রতিবাদ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ!  '
  • aranya | 2601:84:4600:5410:b9bd:a96f:4d9f:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১১535651
  • 'আমার ভাইএর রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারী
      ​​​​আমি কি ভুলিতে পারি '
     
    - আজকের বাংলাদেশে বোধহয় এই গান গাওয়ার মানুষ খুবই কম  
  • r2h | 208.127.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৩535650
  • যদুবাবুকে ধন্যবাদ দিচ্ছে সবাই, যদুবাবু যে ধন্যবাদার্হ তাতে তো দ্বিমত হওয়ার কোন কারণ নেই। আমি এখনও খুলে দেখিনি, এইসব দেখলেই আমার মনে হয় এই রে, কী যেন পড়িয়ে দিচ্ছে। তার ওপর আবার অধ্যাপক লোক। সাহস করে লিংক খুলে পড়ে ফেলতে পারলে আমিও যে ধন্যবাদ দেবো তাতে আমার অন্তত কোন সন্দেহই নেই।
  • r2h | 208.127.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৯535649
  • ঠিক এইরকম যুক্তি চাড্ডিরা দেয়, মুসলমানদের জনসংখ্যা বেশি, সব রসাতলে গেল - এইসব বলে।
    ইউপির জনসংখ্যা বেশি - এই বললেই, ওখানে তো 'ওরা', চারটে বিয়ে - এইসব শোনা যায়।

    বিদ্বেষ ছড়াবেন না। বিদ্বেষ খুব খারাপ জিনিস আছে। নিজেকেই ল্যাজের দিক থেকে খেতে শুরু করে।

    অন্য রাজ্যের জনসংখ্যার চাপ ইত্যাদি বাস্তব সমস্যা, তবে জনসংখ্যাকে বোঝা না ভেবে জনসম্পদ ভাবার একটা পদ্ধতিও আছে। গরীব্গুর্বো কুলি মজুর গ্রামের লোক অনেক কাচ্চাবাচ্চা - সাংস্কৃতিক আধিপত্য কায়েম করার থেকে বেশি জরুরী দরকার তাদের আছে।
    বাংলাদেশেও হিন্দি সিরিয়েলের রমরমা, যদিও বাঙালী সংখ্যাগুরু। ও কি সংখ্যা দিয়ে হয়? ইংরেজরাও ভারতে সংখ্যাগুরু ছিল না।

    সেদিন কার একটা বক্তৃতা শুনছিলাম - হিন্দিভাষী - বলছিলেন হিন্দির চাপে উত্তর ভারতীয় ভাষাগুলি লুপ্ত হয়ে যাচ্ছে। শুনতে অবাক লাগে। ভদ্রলোক ব্যাখ্যা করছিলেন - সিনেমাতে সব অভিজাত লোকজন হিন্দি বা পাঞ্জাবীতে কথা বলে। যখনই কারো কথায় ভোজপুরী, মৈথিল, গাঢ়োয়ালি ইত্যাদি টান থাকে - দেখা যায় সে হয় চাকর বাকর নাহয় কমিক চরিত্র।
    তো ঐসব নানা জটিলতা আছে।

    বানী যদি দিতেই হয় তো একটু তলিয়ে ভাবুন না। আধিপত্যের জন্য সংখ্যা গুরুতর বিষয় না।

    আর ঐ, বিদ্বেষ ছড়াবেন না। বিদ্বেষ খুব খারাপ জিনিস আছে। নিজেকেই ল্যাজের দিক থেকে খেতে শুরু করে।
  • প্রবন্ধের জার্নাল | 165.225.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৬535648
  • যদুবাবুকে বিশাল একঘর ধন্যবাদ! 
  • MP | 2401:4900:3f05:f319:f7bb:3c51:9852:***:*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১535647
  • @র২হ , বিহার ইউপি এসব রাজ্যে ইচ্ছে করেই জনসংখ্যা ওরা নিয়ন্ত্রণ করেনা ওদের বৃহত্তর জিয়োপলিটিক্সের স্বার্থের কথা ভেবে কিন্তু পশ্চিমবঙ্গ বহুদিন আগেই কেন্দ্রের চাপে জন্মনিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে l কেন্দ্র কিন্তু বিহার ইউপিকে কোন চাপ দেয়নি জন্মনিয়ন্ত্রনের জন্যে l এখন জন্মনিয়ন্ত্রণে বিহার ইউপির ব্যর্থতার হার কেন পশ্চিমবঙ্গ বহন করবে ? 
  • b | 117.238.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭535646
  • যদুবাবুকে ধন্যবাদ । 
  • দীপ | 2402:3a80:198d:3f62:778:5634:1232:***:*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১535645
  • "বিহারী পাঞ্জাবী" এটা কি? কাঁঠালের আমসত্ত্ব?
  • যদুবাবু | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৮535644
  • https://www.frontiersin.org/news/2024/12/18/frontiers-for-young-minds-nobel-collection-three-new-nobel-prize-winning

    ফ্রন্টিয়ার্স দেখলাম নোবেল লরিয়েটদের অল্প বয়সীদের জন্য সহজ করে লেখা প্রবন্ধের একটা জার্নাল বের করেছে। খুব-ই ভালো উদ্যোগ। একদম কাটিং-এজ কাজ সহজ করে লেখা তো এমনিতেই খুব শক্ত, তাও অল্প-বয়সীদের জন্য অল্প বয়সীদের দিয়েই রিভিউড। ভেতরে আর্টিকল/ভলিউমের লিঙ্ক আছে। সব-ই ওপেন সোর্স। 
  • r2h | 208.127.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫535643
  • বাংলাদেশ একটা দেশ। পব একটা রাজ্য। ভারত একটা বহুভাষাভাষী দেশ।
    আমি ত্রিপুরার বাঙালী, ত্রিপুরীরা আমাদের তাড়িয়ে দিলে মুশকিল হত।
    আসামের অনেক গোষ্ঠী আসাম থেকে বাঙালীদের তাড়াতে চায় -আমরা তাদের নিন্দা করি।

    যত আপদ।

    এই লুতফরের লেখা ভাষাদিবসের বাজারে বেশ সংক্রমিত হয়েছে দেখছি। এ আরেক আপদ। কাজকর্মে স্থানীয় ভাষাভাষী লোক নিজেদের অধিকার রক্ষা করতে চাইলে এতে এত ব্যাব্যারব করার কী আছে কে জানে।

    আর এই তত্ত্বকথার চোঁয়া ঢেকুর লোকে হুলিয়ে শেয়ারও করছে।
  • MP | 2401:4900:3f05:f319:f7bb:3c51:9852:***:*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১২535642
  • @প্রবীরজিৎ , এই লুৎফুর তামিম কি প্রবাসী বাঙালী  ? তবে ওনার কথা মেনে নিয়েও একটা কথা বলতেই হবে বাংলাদেশের বাঙালী অন্ততঃ নিজের ভুল বুঝতে পেরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলো এবং বিহারী পাঞ্জাবিদের দেশছাড়া করতে পেরেছিলো এপার বাংলাতে ভদ্রলোকেরা তো কখনোই কোনো আন্দোলন সেভাবে করেনি ১৯৪৭ সালের পরে l এপার বাংলার সব কিছুই তো এখন বিহারী হিন্দুস্তানী গুজু মারুদের হাতে আর এপার বাংলার ভদ্রলোকেরা তো চুপচাপ তাদের পরাধীনতা মেনেই নিয়েছে একপ্রকার l এদিকটাতে তো অন্ততঃ ওপার বাংলা এগিয়ে আছে এটা তো মানবেন l 
  • r2h | 208.127.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৫535641
    • :|: | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮
    যা বলেছেন :D
  • PRABIRJIT SARKAR | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬535640
  • ২১ শে ফেব্রুয়ারি নিয়ে দুর্দান্ত একটি প্রতিবেদন লিখেছেন লুৎফর তামিম। লেখাটি শেয়ার না করে পারলাম না।

    বাঙ্গালা ভাষার ইতিহাসে সবথেকে বড় চিটিংবাজির দিন ২১ শে ফেব্রুয়ারি।

    গোলাম মোস্তফা বাংলার শিক্ষক হলেও কঠিন পাকিস্তানপন্থী ছিলেন এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার পক্ষে ছিলেন। মৌলানা আকরাম খান বাংলাকে পৌত্তলিকদের ভাষা মনে করতেন। লীগ সরকারের চাপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীক থেকে "শ্রী" শব্দটি বাদ গিয়েছিল, ওটা নাকি পৌত্তলিকতার প্রতীক। মজার কথা, এই আকরাম খান ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন।

    একটা তেঁতো সত্যি বলি?  
    ভাষা আন্দোলন মাতৃভাষার প্রতি ভালোবাসার থেকে হয়নি! হয়েছে স্রেফ পাকিস্তানের সরকারি চাকরি না পাওয়ার ভয় থেকে।

    উর্দু সরকারি ভাষা হলে পাকিস্তানের বাংলাভাষীরা সরকারি চাকরিতে পিছিয়ে পড়তো পশ্চিম পাকিস্তানি কিংবা বিহারীদের থেকে‚  তাই বাংলা চাই বাংলা চাই বলে অমন হল্লা জুড়ে দিয়েছিলো।  যেটাকেই পরে রোম্যান্টিসিজমের পালিশ দিয়ে‚ গুচ্ছ গুচ্ছ কবিতা গল্প নাটকের ভেতর দিয়ে ফিল্টার করে সার্ভ করা হয়েছিল, ইতিহাসের পাতায়, মাতৃভাষা রক্ষার আন্দোলন বলে।

    প্রথমে ফিরিঙ্গি আমাদের বাপের দেশ দখল করে নিয়েছে। এই অভিমানে ইংলিশ শিখলোনা!  ফলে ব্রিটিশ আমলে সরকারি ক্ষেত্রে পিছিয়ে পড়লো হিন্দুদের থেকে।  যখন হুঁশ ফিরলো তখন তো আর প্রতিযোগিতা করে হিন্দুদের সমান হওয়ার সুযোগ নেই! সুতরাং বাই উঠলো ধর্মের ভিত্তিতে  সংরক্ষণ চাই! তাও দেওয়া হল  [ বেঙ্গল প্যাক্ট‚ সাম্প্রতিক বাঁটোয়ারা etc etc ]!  কিন্তু এত সংরক্ষণ দিয়েও যখন সমান হওয়া গেলোনা‚  হিন্দুরা যথারীতি এগিয়েই থাকলো!

    তখন বায়নাক্কা উঠলো দেশভাগের। আমাদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে আলাদা দেশ চাই। [ লাহোর প্রস্তাব‚ ১৯৪০]

    বহু খুন - জখম - দাঙ্গা - গনহত্যা - গনধর্ষনের দ্বারা অবশেষে দেশ ভাগ হল।  

    এখন পাকিস্তানে হিন্দুরাই  সংখ্যালঘু। বেশিরভাগ প্রাণ নিয়ে ইন্ডিয়ায় পালাল‚ বাকিদের বেশিরভাগকে মেরে কেটে ফেলা হল আর বাকিদের স্রেফ গায়ের জোরে দাবিয়ে দেওয়া হল।  ফলে সরকারি চাকরিতে হিন্দুদের প্রাধান্য স্বাভাবিকভাবেই কমে গেল।

    কিন্তু এর মাঝে সব হিসাব গুবলেট করে দিলো পাকিস্তানের শাসকরা! এতদিন পর্যন্ত নজরুল থেকে শুরু করে জসীমুদ্দীন হয়ে প্রত্যেকে‚ each and everyone‚ বাংলা ভাষার ভেতর আরবি ফারসি ঢুকিয়ে ভাষার আক্ষরিক অর্থেই শ্রাদ্ধ করে রেখেছিলো! রবীন্দ্রনাথ পর্যন্ত একবার ভয়ানক রেগে গিয়েছিলেন রক্তের যায়গায় খুন ব্যবহার করতে দেখে! কবির নামোল্লেখ না করেই এইসব ধ্যাস্টামির প্রতিবাদ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ!  

    কই তখনতো কারও একবারও প্রান কাঁদেনি ওরে মাতৃভাষারে‚ ওরে মাতৃদুগ্ধরে বলে!

    আর যেই দেখলো উর্দুকে রাষ্ট্রভাষা বানিয়ে সব চাকরি বিহারী বা পাঞ্জাবিরা নিয়ে নিচ্ছে‚ এত কষ্ট করে ক্যালকাটা বা নোয়াখালী করেও কোনো লাভ হোলোনা‚ লাভের দই খেয়ে যাচ্ছে বিহারী বা পাঞ্জাবি নেপোয় ‚ তখন এসে হৈহল্লা শুরু হলো মাতৃভাষা মাতৃভাষা বলে।  উপচে উপচে পড়তে লাগলো বাঙ্গালা প্রেম ! মিটিং মিছিল ডেপুটেশন আরও কতকিছু!

    আর‚ এত যাদের মাতৃভাষার প্রতি উথলে ওঠা ভালোবাসা, তারা নিজেদের ছেলেমেয়েদের নাম বিদেশি ভাষায় রাখে ক্যামনে? ভাই ? হ্যাঁ ?

    ✍ লুৎফর তামিম।
  • PRABIRJIT SARKAR | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪535638
  • MP | 2409:4060:209:e6b9:757f:72fa:da93:***:*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭535637
  • একজন আম্রিকি Ashkhenazi জায়নবাদী দুজন মিজরাহী (আরব ভাষী ইহুদী) কে প্যালেস্টিনিয়ান ভেবে গুলী করেছে l আচ্ছা এটা কি এন্টি সেমিটিজম নাকি ইসলামোফোবিয়া ?
  • PRABIRJIT SARKAR | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬535636
  • এবারের কুম্ভমেলায় এক সাধুর খোঁজ পাওয়া গেছে আই আই টি তে পড়াশোনা করে কিছুকাল চাকরি করে শেষে সাধু হয়ে লাইম লাইটে এসেছেন। তিনি ভবিষ্যত বাণী করেছেন- ভারত ভাল খেলেও হারবে পাকিস্তানের কাছে। সামনের রবিবার খেলা।
  • :|: | 2607:fb90:bd9e:5731:f9b2:916d:903b:***:*** | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮535635
  • আর কিছু জনতা ফেসবুক লিং গুরুতে পোস্ট করে দেবে। 
  • PRABIRJIT SARKAR | ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩১535634
  • প্রোবাবিলিটি তত্ব একটি গোলমেলে। বাংলায় যাকে বলে এয়াও হয় ওয়াও হয়। একটা নিখুঁত মুদ্রার হেড পড়ার প্রবাবিলিটি ১/২ বা ৫০ পার্সেন্ট। পর পর দুবার হেড পড়ার চান্স ১/২ গুন ১/২ অর্থাৎ ১/৪। ক্রিকেট খেলায় কোন ক্যাপ্টেন পাঁচ টেস্টের সব ক্ষেত্রে হেড বলে টসে জেতে অনেক সময়। সেই জেতার সম্ভাবনা অনেক কম। তাও হয়। অনন্তকাল ধরে কয়েন টস করে গেলে ফিফটি পারসেন্ট কেসে হেড আর বাকি ফিফটি পার্সেন্ট কেসে টেল পড়বে। 
     
    একটা উল্কা কলকাতায় পড়বে কিনা তার প্রোবাবিলিটি অঙ্ক কষে বার করা আরো কঠিন। তাই আজ বলবে পড়বে কাল বলবে পড়বে না। এর মধ্যে মিডিয়া অনেক টিআরপি বাড়িয়ে নেবে। ধর্ম গুরুরা ও কামিয়ে নেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত