এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 2409:4060:401:4a2e:e4f7:6146:1742:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৮535603
  • @রঞ্জন , আরএকবার প্রশ্নটা করুন তো l প্যালেস্টাইনের উপরেই ছিলো মনে হচ্ছে ! মনে করিয়ে দেবার জন্যে ধন্যবাদ l 
  • r2h | 192.139.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৩535602
  • অবশ্য কটু প্রশ্ন নিয়ে আমার কোন কৌতূহলও নেই। এই বিশ্বনাগরিকদের যন্ত্রনায় ভাটে আসা এক মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। একশো আটটা টই খেরো আছে, সেসব জায়গায় রেকারিং ডেসিমাল করলেই হয়।

    একসময় দেখতাম বাংলাদেশের ছাগুরা সবতে ইহুদি নাসারা (নাসারা মানে জানি না) বলে কিছু একটা অস্তিত্বের প্রতি সব দোষ চাপাতো, এখানেও তাই হয়েছে।

    লম্বা লম্বা প্রবন্ধ কপি পেস্ট করে দেওয়াও এক উপদ্রব, যেখানে দু লাইন ভনিতা দিয়ে একটা লিংক দিয়ে দিলেই চলে।

    যাগ্গে, কী আর করা।
  • r2h | 192.139.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৮535601
  • কটু প্রশ্নটা মিস করেছি মনে হচ্ছে, দেখলাম না তো।

    কী ঠান্ডাই না পড়েছে। রোব্বার রাতে বোস্টনে নামতে গিয়ে প্লেন কতক্ষন ঘুরপাক খেল, গতবার একবার এরকম করে নামতে না পেরে ফিলি চলে গেছিল, ভাবলাম যাহ, আজও হরিমটর। সে শেষমেশ নামলো।
    রানওয়ে টানওয়ে জমে একেবারে তক্তা হয়ে আছে।
    নেমে দেখি বোস্টন থেকে ওড়ার ফ্লাইট সব ডিলেড বা ক্যানসেল, কোটিখানেক লোক চিলুবিলু করছে।

    তার মধ্যে কাল দুপুরে ফায়ার অ্যালার্ম বেজে এই ভয়ানক হাওয়ার মধ্যে দশ মিনিট বাইরে।
    সাধে কী আর পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণের ব্যাপারটা দেখে চলা উচিত।
  • :|: | 2607:fb90:bd9e:5731:cd7c:476:93ad:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৮535600
  • ১৮ টা ১০: প্রশ্নের আবার মিষ্টি কি, কটুই বা কি? প্রশ্ন হলো প্লেন এন্ড সিম্পুল প্রশ্ন! 
  • kk | 103.185.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৯535599
  • রমিত ,
    দারুণ! থ্যাংকু থ্যাংকু! আমি তো আসানসোল চলে এসেছি,তবে ধৃতিমান একদিন গিয়ে নিয়ে আসবে। কিন্তু সেদিন 'আপনি' কাটিয়ে দুই তরফেই 'তুমি' হবার কথা হলো না? 
  • | 146.196.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৫535598
  • জো বাইডেন কি আজকাল নির্দেশ আনন্দবাজারের মাধ্যমে দিয়ে থাকেন?
  • Ranjan Roy | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১০535597
  • এম পি 
    মনে হচ্ছে আমার কটু প্রশ্নটা আপনি ভুল বুঝেছেন. 
  • PRABIRJIT SARKAR | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৮535596
  • আনন্দবাজার থেকে:ইজ়রায়েলকে ২০০০ পাউন্ড (৯০৭ কেজি) ওজনের বোমা সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, বিভিন্ন সূত্রের দাবি, ইজ়রায়েলের হাতে সেই বোমা তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর এই ঘটনাকে ঘিরে আবার যুদ্ধের জুজু দেখছেন অনেকে।
  • PRABIRJIT SARKAR | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২535595
  • জেফ (Sachs)  মার্কিন যুক্তরাষ্ট্র এর অর্থনীতিবিদ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করছেন। নীচে তার লিঙ্ক
  • PRABIRJIT SARKAR | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮535593
  • পুবের কলম সংবাদপত্র থেকে:

    কী ঘটবে ফিলিস্তিনিদের ভাগ্যে?
    সৈয়দ তানভীর নাসরীন

    কী হবে ফিলিস্তিনের? কী হবে গাজার ২০ লক্ষ নাগরিকের? নিজের খেয়াল খুশিতে দেশ চালাতে অভ্যস্ত ডোনাল্ড ট্রাম্পকে না হয় মার্কিন মুলুকে বিভিন্ন আইনগত বাধার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু গোটা বিশ্ব জুড়ে তিনি যে পাগলাদাশুর নতুন ভার্সন শুরু করেছেন, সেই অনুযায়ী গাজাতে কি আমেরিকা সৈকত শহর বানাবে? আর ২০ লক্ষ ফিলিস্তিনিদের নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্য দেশে পরবাসী হতে হবে? এই প্রশ্নের কোনও উত্তর নেই। কিন্তু বিবিসি দেখলাম লিখেছে, ইতিমধ্যেই গাজা প্রবেশের চেক পয়েন্টে মার্কিন সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। এবং সেখানে ইসরাইলের সঙ্গে ও মিশরের সেনাবাহিনীর সঙ্গে মার্কিন কমান্ডোরাও চেক পয়েন্টে নজরদারির কাজ করছে। তাহলে কি আমাদের ধরে নিতে হবে, গাজায় আর কোনও ফিলিস্তিনি থাকবে না এবং সেখানে, ট্রাম্পের কথামতোই, ‘প্রমোদ নগরী’ বানানো হবে? গোটা বিশ্বের মানুষ কি একজন ধনকুবেরের এইসব তুঘলকি আচরণ মেনে নেবে? আরও জরুরি প্রশ্ন, যে ডোনাল্ড ট্রাম্প উত্তর দেননি যে, তিনি ওয়েস্টব্যাঙ্কের উপরও ইসরাইলের দখলদারিত্ব মেনে নেবেন কিনা। তিনি চার সপ্তাহ এর জন্য অপেক্ষা করতে বলেছেন। ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ফিলিস্তিনি মুক্ত করে ‘প্রমোদ নগরী’ বানানোর প্রস্তাবে অবশ্য সবচেয়ে সোচ্চার সমর্থক ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের তরী পার করে দিয়ে যদি গাজাতে ‘প্রমোদ নগরী’ তৈরি হয় এবং সেই ‘প্রমোদ নগরী’ থেকে অর্জিত অর্থ আমেরিকা আর ইসরাইলের মধ্যে ভাগ হয়, তাহলে জিওনবাদী নেতৃত্ব যে খুশি হবে, তা তো পরিষ্কার। কিন্তু গোটা বিশ্বের কী মত?

    আমি নয়াদিল্লি বা নরেন্দ্র মোদির সরকার ফিলিস্তিন নিয়ে কী ভাবছে, সে বিষয়ে খুব একটা চিন্তিত নই। চিন্তিত নই কারণ, যে দেশের সরকার তার নিজের নাগরিকদের হাত-পা বেঁধে মার্কিন সামরিক বিমানে করে দেশে ফেরানোর প্রতিবাদ করতে পারে না, বরং নিশ্চুপে মেনে নেয়, তাদের কাছ থেকে কিছু না আশা করাই ভালো। কিন্তু গোটা বিশ্বের তথাকথিত মুসলিম দেশগুলি কী ভাবছে? ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ’-এর কী মতামত? সৌদি আরব, ইরান বা তথাকথিত ‘মুসলিম পাওয়ার হাউজ’ তুরস্ক এভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ট্রাম্পের পরিকল্পনাকে মেনে নিচ্ছে?  এখনও অবধি যে দুটি রাষ্ট্রে, অর্থাৎ জর্ডান এবং মিশরে ট্রাম্প গাজার ২০ লক্ষ ফিলিস্তিনিকে পাঠানোর প্রস্তাব দিয়েছেন, তাঁরা প্রতিবাদ করেছেন। কিন্তু শুধু প্রতিবাদ করলে তো হবে না, ট্রাম্পের এরকম অনৈতিক, বিশ্বমানবতা বিরোধী এবং সমস্ত ধরণের আইনকানুনকে উপেক্ষা করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের বিরুদ্ধে গোটা বিশ্বের গর্জে ওঠা উচিত। সমস্যা হচ্ছে, তথাকথিত মুসলিম দেশগুলি যতটা গর্জায় ততটা বর্ষায় না। সৌদি আরবের এখনও অবধি কোনও কড়া বিবৃতি নেই, ইজিপ্ট অর্থাৎ মিশর এবং জর্ডন অবশ্য জানিয়ে দিয়েছে, তারা ট্রাম্পের এই প্রস্তাবের সঙ্গে সহমত নয়, অর্থাৎ কোনওভাবেই গাজার বাস্তুচ্যুত ২০ লক্ষ ফিলিস্তিনিকে তারা নিজেদের দেশে আশ্রয় দিতে পারবে না। অস্ট্রিয়ায় এক সিরিয় রিফিউজির হামলা এবং তার নিজেকে আইএস সমর্থক বলে দাবি করা বা খোদ মার্কিন মুলুকে শামসুদ্দিন জব্বারের আইএসের হয়ে নিজেকে ‘লোন উলফ’ ঘোষণা করা বোধহয় শ্বেতাঙ্গ পৃথিবীতে এখনও তেমন আলোড়ন তোলেনি। তাঁরা ঠিক বুঝতে পারছেন না, যে গত এক বছর ধরে চলা ইসরাইলের ফিলিস্তিনি গণহত্যা  গোটা বিশ্বের মুসলিম জনমতকে ঠিক কতটা ক্ষুব্ধ করে তুলেছে। যদি শ্বেতাঙ্গ পৃথিবী অর্থাৎ তথাকথিত ইউরোপ, আমেরিকার সভ্য দেশগুলি নিজেদের সংযত না করে, তাহলে যে মুসলিম মন জঙ্গিবাদের দিকে হাঁটবে, সেই উপলব্ধিও সম্ভবত তাদের মস্তিষ্কে প্রবেশ করছে না। তা না হলে ইউরোপ এটা আলোচনা করতে পারে, যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বকে সাজাতে চাইছেন বা তাঁর ভাষা নতুন ‘ওয়ার্ল্ড অর্ডার’ তৈরি করতে চাইছেন, তা ইউরোপকে কতটা বিপন্ন করতে পারে, কিন্তু এটা আলোচনা করছেন না, যে ট্রাম্পের অদ্ভুতুড়ে প্রস্তাব ফিলিস্তিনকে যদি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়, তাহলে মুসলিম মনে যে গভীর ক্ষত তৈরি হবে, সেটা কীভাবে আইএস বা অন্য জঙ্গি সংগঠনগুলিকে পুষ্ট করতে পারে! জেলেন্সকি নিজে ইহুদি, ফলে ইহুদি স্বার্থের বাইরে তাঁর মাথায় কিছু আসে না। তাই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের জন্য মার্কিনি সাহায্য বন্ধ হলে কী হবে, সেটা নিয়ে জেলেন্সকি যতটা তৎপর, ইউরোপের অন্য নেতারা যতটা ব্যস্ত, হয়তো তারা অন্যদিকে মন দেওয়ার সাহস বা শক্তি অর্জন করতে পারছে না। কিন্তু আবারও বলছি, সৌদি আরব থেকে তুরস্ক, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ, তারা কি বুঝতে পারছে না, যে ট্রাম্প কি ভয়ঙ্কর এক নতুন সমস্যা তৈরি করতে চলছেন? সেটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে কিন্তু আমরা আবারও একটা খৃস্টান পৃথিবী বনাম মুসলিম পৃথিবীর সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি।  

    যেহেতু গত শতকের নয়ের দশকের পর থেকেই আমেরিকা সচেতনভাবে নিজেদের আদিপত্য বাড়াতে চেয়েছে বা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করে চেয়েছে, সেহেতু মস্কো বা বেইজিং কী ভাবছে, সেই নিয়ে ওয়াশিংটন খুব একটা ভাবিত নয়। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজের খেয়াল-খুশি মতো নিজের দেশেই সরকারি কর্মীদের চাকরি খেয়ে নিচ্ছেন এবং তারপর আদালতে গিয়ে সেই সরকারি কর্মীদের মোকাবিলা করতে হচ্ছে, তিনি যে অন্য রাষ্ট্রের মতামত নিয়ে একটুও ভাবিত হবেন, এমনটা মনে করারও কোনও কারণ নেই। কিন্তু চিন বা রাশিয়া কী করবে? চিন অবশ্যই সৌদি আরবের সঙ্গে বা আরব দুনিয়ার সঙ্গে গত পাঁচ বছরে সখ্য বাড়িয়েছে। এমবিএস, সৌদি আরবের বকলমে শাসক মহম্মদ বিন সুলেমান চিনের সঙ্গে আরব দেশগুলির শীর্ষবৈঠকের আয়োজন নিজের দেশেই করেছেন। আর রাশিয়া ঘোষিতভাবেই ইরানের পাশে বা বিভিন্ন ইস্যুতে আমেরিকার প্রতিস্পর্ধী অবস্থান নিয়েছে। কিন্তু হয়তো ইউক্রেনের যুদ্ধ মেটাতে ব্যগ্র পুটিন অন্য ইস্যুতে এখনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে যেতে রাজি হবেন না। বেইজিং এবং মস্কো কীভাবে ফিলিস্তিনি সমস্যাকে দেখছে তা পরিষ্কার নয়, কারণ তাদের কাছ থেকে কোনও প্রকার বিবৃতি আসেনি। কিন্তু এটা বোধহয় সকলের বোঝার সময় হয়ে এসেছে, যে গত শতকে যুগোশ্লাভিয়া ভেঙে যাওয়ার পর যেভাবে সেখানকার বিভিন্ন নতুন রাষ্ট্রে মুসলিমদের গণহত্যার শিকার হতে হয়েছিল, তা-ই হয়তো বিন লাদেনের আল কায়দা বা পরবর্তীকালে আইএস তৈরির পিছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিল। বিক্ষুব্ধ মুসলিম মন, শ্বেতাঙ্গ পৃথিবীর কাছ থেকে অবমাননা পাওয়া এবং তাদের স্বার্থকে উপেক্ষা করা, হয়তো পৃথিবী জুড়ে সংঘাতের আবহ তৈরি করেছিলে।

    আল কায়দা এবং আইএসের ধ্বংসের পরে অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো আমেরিকা এবং তার নেতৃত্বে শ্বেতাঙ্গ পৃথিবী মুসলিম পৃথিবীর সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করতে অগ্রসর হবে। কিন্তু জো বাইডেন একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে সে গুড়ে বালি ঢেলে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কী করবেন? যিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সুযোগ পেলেই ফিলিস্তিনি সমস্যার সমাধান করে দেবেন, তিনি যে এমন আজগুবি রিসর্ট শহর বানানোর প্রস্তাব দেবেন, তা কেউ ভাবেনি। এটা সবাই জানে, যে আমেরিকা বা শ্বেতাঙ্গ আমেরিকা ইসরাইলের দিকে ঝুঁকে থাকে। সেখানে জিওনবাদীদেরই আধিপত্য। কিন্তু, তবুও দীর্ঘদিন ধরে এই বিষয়ে একটাই মত আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জেরও ছিল, সেটা হচ্ছে ইসরাইলের পাশাপাশি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রও থাকতে হবে। তাহলেই একমাত্র এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত প্রস্তাব বা বিবেচনাকে একেবারে উড়িয়ে দিয়ে গাজাতে ‘প্রমোদ নগরী’ আর ওয়েস্টব্যাঙ্কে কী করতে চান, সে বিষয়ে পরিষ্কার নন। তাহলে কি আবার আমরা একটা ‘ফ্ল্যাশ পয়েন্ট’ বা ‘অগ্নিগর্ভ’ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে? ইসরাইলি হামলায় ফিলিস্তিনে প্রায় ৫০ হাজার লোকের মৃত্যুর পরঅও কি শান্তি ফিরবে না? ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভাবছেন, যে গাজাকে ফিলিস্তিনি শূন্য করে ‘প্রমোদ নগরী’ বানালে সব সমস্যা মিটে যাবে? আহত ফিলিস্তিনি মন আর বিক্ষুব্ধ মুসলিম মননে প্রলেপ পড়বে, এতই সহজ? নাকি বিশ্বনেতারা ভাববেন, যে ফিলিস্তিনি সমস্যার আসলে কীভাবে মোকাবিলা করা যায়, তাদের জন্য মানবিক উপায়ে কীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়।https://epaper.puberkalom.com/?date=18/02/2025&page=4&url=home&ced=11
  • রমিত চট্টোপাধ্যায় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫535592
  • কেকে আছেন? সই সমেত বই আপনার জন্য গুরুর দোকানে রেখে এসেছি।
  • b | 14.139.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০০535591
  • ডল্লো এক প্যাকেট বাড়িতে এনেছি , মা কিছুতেই রান্না করতে দিচ্ছে না। কি মুশকিল ! 
  • র২হ | 96.23.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৯535590
  • :D :D 
     
     কয়েকটা থ্রেডে সন্দেহজনক জিনিস দেখলাম, ফাঁকা কমেন্ট ডেল হওয়ার পর মনে হচ্ছে ঠিক হয়েছে।
    কিন্তু একটু তদন্ত দরকার মনে হয়।
  • :|: | 2607:fb90:bd9e:5731:cd7c:476:93ad:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৮535589
  • দুইটা পঞ্চান্ন -- কেনো? এমন সন্দো হলো কেনো? আমার লেকা দেখতে পাচ্চেন না বোলে? 
  • র২হ | 2607:fb91:de5:bb45:1d42:eae2:1492:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৫535588
  • সাইটে কিছু গোলমাল চলছে? হ‍্যাক/ অ‍্যাটাক কিছু?
  • একক | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩535587
  • ডল্লো খোরসানি পেয়ে যাবেন দোকানে। এম্নিতে মেশায় না, বলে দিলে বীফ থুকপার সঙ্গে গোটা চারেক কুচিয়ে দেবে। একদম গা গরম তন্দুরুস্ত হয়ে যাবেন গা!  
  • পাপাঙ্গুল | 150.242.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৮535586
  • ঠান্ডা কাটাতে থেন্থুক , টিংমো ব্রেড আর মাখন দেওয়া চা 
  • b | 117.238.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩২535585
  • গ্যাংটকে ক্কি ঠান্ডা আর ক্কি গুঁড়ি গুঁড়ি  বৃষ্টি রে বাপ । নিতান্ত ছাপোষা   ভিক্টোরিয় ব্রাহ্ম  ভাষায় বলতে গেলে বি*  টাকে উঠে যাবার যোগাড় । নানাবিধ যৎসামান্য তিব্বতী  খাদ্য খেয়ে আত্মাকে দেহের মধ্যে  ধরে রাখা  গেলো, এদিকে সেই  সাত আট  ডিগ্রি টেম্পারেচার আর বৃষ্টির মধ্যে  পালে২ বাঙালী টুরিস্ট  হি২ করে কাঁপতে২ ঝগড়া করতে২ ঘুরছে  ।বউরা বৃষ্টিতে ভিজতে২   বরদের দিকে এমন অগ্নিদৃষ্টিতে  তাকাচ্ছে যে, মনে হল সমতলে নামবার পরে বর বেচারাদের কপালে যৎপরোনাস্তি দুঃখ আছে । 
    * এদিকে শিলিগুড়ি থেকে ফেরার ট্রেন ছিলো বেলা ১২ঃ৩৫-এ । মহাকুম্ভ  এফেক্টে দিল্লি থেকে সেই ট্রেন ১০ না ১১  ঘন্টা লেট । 
  • MP | 2401:4900:708b:cb68:8069:8b60:edaf:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১535584
  • আম্রিকাতে মায়ামি বিচে একজন জায়নবাদী ইসরাইলী দুজন মানুষকে গত শনিবার গুলি করে জখম করেছে l সে প্রথমে স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করে উল্লাস করছিলো কেননা সে ভেবেছিলো যে সে দুজন প্যালেস্টিনিয়ানকে খুন করেছে তাই তার কোনো শাস্তি হবার প্রশ্নই নেই l কিন্তু কিছুক্ষনের মধ্যেই জানা যায় যে যারা আহত হয়েছে তারা ইসরাইলী l অদ্ভুত ব্যাপার যে , আহত ব্যক্তিরা পুলিশের কাছে শুনানি দিয়েছে এই বলে যে তাদের গুলী করেছে কোন প্যালেস্টিনিয়ান l কোনো জায়নবাদী যে তাদের আহত করেছে এটাই তাদের বিশ্বাস হয়নি l  আচ্ছা সত্যি সত্যি যদি আহত দুজন প্যালেস্টিনিয়ান হত তাহলে কি এই জায়নবাদী খুনিটার কোনো শাস্তি হতো আম্রিকাতে ? মনে হয়না যেহেতু ট্রাম্প তো বোধয় পুরো পুলিশ ডিপার্টমেন্টটাই তুলে দিচ্ছে !  https://www.timesofisrael.com/liveblog_entry/florida-man-arrested-after-shooting-2-israelis-says-he-thought-they-were-palestinians/
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬535582
  • যদুবাবু দারুণ পডকাস্টের সন্ধান দিলেন। জমিয়ে রাখলাম। সময় নিয়ে শুনব।
  • b | 42.105.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১১535581
  • জয় ,  ভালো  আছেন তো ? 
  • যদুবাবু | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৭535580
  • একটা বেশ ইন্টারেস্টিং পডকাস্ট পেলাম। নাইট সায়েন্স। মন্দ না। অবশ্য বেছে বেছে শুনছি। 
     
    https://open.spotify.com/show/6berzd2rX6rpJQ6CPnbOtI?si=9b5a5fecf515417f

    আমি এমনিতে ইতিহাস/কবিতা/পপ ফিলোজফি এইসব পডকাস্ট শুনি হাঁটতে হাঁটতে। সেগুলোও আজকাল একটু চাপ লাগছে শুনতে। 
  • MP | 2409:4060:215:8651:7487:f432:bd1a:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫535579
  •                               প্রতুলবাবুর এই গানটাও খুবই ভালো লাগে আমার l ওনার আত্মার চিরশান্তি কামনা করি l 
  • MP | 2409:4060:215:8651:7487:f432:bd1a:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০535578
  • @রঞ্জন বাবু , গাজার আর জর্ডনের এক হয়ে যাওয়া আটকাচ্ছে ভূগোল l গাজা আর জর্ডনের মধ্যে পুরো গোটা ইস্রাইলটাই আছে l ইসরাইল  আর জর্ডন এক না হলে জর্ডনের সঙ্গে গাজাকে এক হতে পারবেনা l তবে ​​​​​​​জর্ডনের ​​​​​​​পক্ষে ​​​​​​​সবচেয়ে ​​​​​​​বড় ​​​​​​​সমস্যা রাজনীতি l জর্ডন খুব ছোট্ট আর গরীব একটা দেশ l তার পক্ষে গাজার ভার নেওয়া আর্থিক ভাবেই অসম্ভব l তাছাড়া জর্ডনের মানুষও এটা মেনে নেবেনা l এখন গাজার মানুষকে জর্ডানে পাঠানো মানেই গাজাতে জেনোসাইডকে মেনে নেওয়া l সেটা জর্ডনের মানুষও মেনে নেবেনা l জর্ডনের রাজা নিজের গদি বাঁচাতেই ব্যাস্ত l ​
  • Ranjan Roy | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৬535577
  • ইজরায়েল নরওয়ে সমঝোতা ভঙ্গ করে বহুদিন ধরে আরবদের খালি করিয়ে ইহুদী বসতি বানাচ্ছে। এ নিয়ে মার্কিন সাংবাদিকদের 2008 সালের ডকুমেন্ট আছে, যেমন খান ইউনুস বসতি এলাকা।
  • Ranjan Roy | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯535576
  • গাজাযুক্ত ইজরায়েল? এভাবে চিন্তা করলে জর্ডানযুক্ত গাজা নয় কেন?
     
  • দীপ | 42.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০535575
  • যতোদিন বাংলা সাহিত্য থাকবে, ততোদিন এই গান লোকের মুখে মুখে ফিরবে। এই গানের মাধ্যমে শিল্পী অমর হয়ে থাকবেন।
    প্রয়াত শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম!
     
  • PRABIRJIT SARKAR | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৮535574
  • দক্ষিণ আফ্রিকার সাদারা কালো মানুষদের আন্দোলন আর আন্তর্জাতিক চাপে মেজরিটি রুল গণতন্ত্র মেনে নিয়েছে। ইসরাইলকে সেরকম চাপ কোন বৃহৎ শক্তি দিচ্ছে না। গাজা ওয়েস্ট ব্যাংক স্বাধীনতা পেল না। অথচ এরকম চুক্তি হয়েছিল সেই ১৯৯৫ সালে। একটা কনফেডারেশন হতে পারত।
  • জয় | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫২535573
  • বাংলার মুখ প্রতুল চলে গেলেন। আমাদেরও যেতে হবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত