এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কালনিমে | 103.244.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৮531124
  • যাচ্চলে ! একমাস ধরে সব মিডিয়ায় এসব ছড়ানো হল, পাবলিক কে ক্ষেপানো হল এবং দাবি করা হল এই মব কেই চাই - এখন রাতারাতি পাল্টি খেলে চলবে কি করে? সেই ঈশপ বাবু ত কবেই এভাবে পাবলিক কে বোকা বানাতে নিষেধ করে গেছেন।
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৫531123
  • ঠিকই, আমি সত্যিই অত টিভি দেখি না। তবে প্রশ্ন তো এখনও একই থাকছে, এই আবোলতাবোল বিষয়টা নিয়ে আলোচনায় কী ক্ষতি হয়েছে (সময় নষ্ট ছাড়া)? নির্দিষ্টভাবে এই বিষয়টার তদন্তে কোনো প্রভাব নেই। তদন্তে প্রভাব পড়তে পারে এমন ভুল তথ্য বা সাক্ষ্য দিলে মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
     
    টিভি মিডিয়ায় লাগামছাড়া তথ্যগতভাবে ফেক বা ফেক সেনসেশন তৈরি করা নিউজ বিরাট সমস্যা, সাধারণভাবে। শুধু আরজি করের ক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা আছে বলে মনে হয় নি। সব পলিটিকাল ইস্যুতেই এটাই দেখি, অ্যাপলিটিক্যাল ইস্যুতেও। আর তেমনি অ্যাঙ্করদের চেঁচানো, আমার ওই আমলকী গ্রামের জমিদারের মতন বলতে ইচ্ছে করে "চিচাইছিস(লি) কেনে"?!!
  • r2h | 192.139.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৮531122
  • একটা মশকরা আছে, রাশভারি ভদ্রলোক সচরাচর অন্তঃপুরবাসিনী স্ত্রীকে নিয়ে শিয়ালদা স্টেশনে সারা রাস্তা ঝগড়া করতে করতে নেমেছেন। ভদ্রমহিলা ভিড়ে, লোকারণ্যে, আওয়াজে অতিষ্ঠ, তার ওপর একতরফা ঝগড়া শুনতে শুনতে মাথা ঠিক রাখতে না পেরে পতিদেবতার গালে ধাঁই করে য়্যাক চড় কষিয়ে দিয়েছেন ভিড়াক্কার প্ল্যাটফর্মে। ভদ্রলোক স্বভাবতই ভয়াবহ স্তম্ভিত হতবাক- তারপর জিজ্ঞেস করলেন, মানে, এটা কী করলে তুমি? কী হলো এটা? তুমি কি ফাজলামি করলে এটা?
    স্ত্রী গোঁ গোঁ করে বললেন, না, একদম ভেবেচিন্তে সিরিয়াসলিই করেছি, এটা তোমার অনেক দিনের পাওনা।

    ভদ্রলোক ততোধিক গোঁ গোঁ করে বললেন, যাক, আমি ফাজলামো একেবারে পছন্দ করিনা, এটা ওরকম কিছু হলে আজ একটা হেস্তনেস্ত হয়ে যেত। যা করার সিরিয়াসলি করেছো বলে আজ ছেড়ে দিলাম।

    খুবই মাজে মশকরা, মার্জনা চাই।
    তবে সিরিয়াস আলোচনা শুনে ঐটা মনে পড়লো। বাঘা বাঘা সমাজপতি সেলিব্রিটি ডাক্তার এবং তাদের বক্তব্য, ও তাঁদের বক্তব্য নিয়ে গণমাধ্যমে আলোচনা - এর কোন কিছুই যে সিরিয়াস না, এইটা একটা নতুন খবর।

    আর ফেক খবর সংক্রান্ত ডাকে ডাক্তরারা মিছিল করে থানায় কেন গেছিলেন সেটাও একটা কথা।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৭531121
  • সিরিয়াস ব্যক্তিরা সিরিয়াসলি সারাক্ষণ টিভি আর খবরের কাগজে গুজব রটিয়ে যাচ্ছেন তো। আপনি না দেখলেও করছেন। বন্ধ করে দিন।  আমি তো চাইই কথা না হোক এই সব আবোলতাবোল নিয়ে।  
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১২531120
  • প্রথমত কোনো সিরিয়াস ব্যক্তি কোনো সিরিয়াস আলোচনায় দেড়শো গ্রাম নিয়ে আলোচনা তর্ক করছেন এরকম আমি দেখিনি। ব্যাপারটা হলো যেকোনো সিরিয়াস ব্যাপারে কতকগুলো ফালতু জিনিস ঢুকিয়ে দিলে বা এসে পড়লে ঐগুলোকে জড়ো করে নিয়ে হ্যাহ্যা করে গোটা ব্যাপারটাকেই লঘু ফালতু করে দেওয়া বহু পুরোনো টেকনিক। গুরুত্বপূর্ণ প্রশ্নকে ষড়যন্ত্র তত্ত্বে রূপান্তরিত করতে দেশেদেশে অথরিটির দ্বারা এই টেকনিক বিপুল ব্যবহৃত।
     
    "টিভি .. প্রশ্নটা না করে" — তাতে কী ক্ষতি হয়েছে? "পুলিশ .. ডেকেছিল" — এই ভুল তথ্যে কার কী ক্ষতি হয়েছে পুলিসকে পদক্ষেপ করতে হলো?
     
    ব্যাপারটা প্রথম থেকেই অ্যাবসার্ড, যে হিসেবটা বললেন, আমি তো একবারও গুরুত্ব দিইনি। ওই কথাটা না বললে আন্দোলন হত না তেমনও নয়। তদন্তকারী দল মোটেই ওসব গুরুত্ব দেয় নি, তারা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য বা নমুনা থেকে নিজেরাই তথ্য তৈরি করে নেবে। তাহলে কোথায় অসুবিধে? যে কজন কিছু না ভেবে প্রতিক্রিয়া দিচ্ছিলেন, পরের কি তারপরের দিনেই কাগজে আসল ব্যাপারটা বেরোনোর পর আমি তো আর কোথাও এই নিয়ে আলোচনা উল্লেখ শুনি না। শুধু তৃণপক্ষ এই গুলো নিয়ে লাফিয়ে কী একটা প্রমাণ করতে চায়, বোধহয় ভাবে গোটা ব্যাপারটাই ভুয়ো গুজব প্রমাণ করে দেওয়া যাবে, বা গেলে মন্দ হয় না, এরকম কিছু।
     
    "ডাক্তাররা ওঁকে আর কুনাল সরকারকে সামনে নিয়ে মিছিল করেছিলেন। অর্থাৎ তাঁরাও এটা এনডোর্স করছেন।" — না, সুবর্ণ বাবুকে নিয়ে মিছিল করা মানেই দেড়শো গ্রাম এনডোর্স করা হয় না। একেবারেই ভুল কথা এটা। আন্দোলন হয়েছে বিচারের দাবিতে অপশাসনের বিরুদ্ধে ক্ষোভে, অপরাধের তথ্যগত খুঁটিনাটি নিয়ে কেউ আন্দোলনে কিছু বলেন নি, সেগুলো তদন্তকারী সংস্থার দেখার কথা, তারাই দেখছেন।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫531119
  • গ্রামে তেমন কিছু অসুবিধে নেই, যদিও বীর্যের ঘনত্ব জলের মতো ১ না, তাও ঠিক আছে, ধরে নেওয়া গেল মিলিই বলেছেন। সমস্যা হল ১৫০ সংখ্যায়। পঞ্চাশটা লোক লাগবে মিনিমাম, অত বীর্য উৎপাদনে। একজন সেটা ভুল বলেছেন, তাতেও তেমন সমস্যা নেই। সমস্যা হল দুটো জায়হায়। এক, টিভি ওঁকে বিশেষজ্ঞ বলে দেখিয়েছে, এখনও দেখিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা না করে। দুই, পুলিশ এই ভুয়ো খবরটা ছড়ানোর জন্য ওঁকে ডেকেছিল। ডাক্তাররা ওঁকে আর কুনাল সরকারকে সামনে নিয়ে মিছিল করেছিলেন। অর্থাৎ তাঁরাও এটা এনডোর্স করছেন। এই এনডোর্সমেন্টের জন্য ভুয়ো খবরটা ছড়িয়েছে। একা সুবর্ণবাবু তো ছড়াননি। এবং সে নিয়ে তক্কো করেও চলতে হচ্ছে এখনও। সেইটাই সমস্যা। 
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:১২531117
  • ভাগ মানে ভাগতে বলা? খুব বুদ্ধি!
  • কালনিমে | 103.244.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০531116
  • এখনো এই ফেক নিউজ্ নিয়ে বাজার গরম চলছে? "সেই উকুনে বুড়ি পুড়ে মরলো/ বাঘ সাত দিন উপোস রইল.." সেই causality থেকে এখনো বেরনো যায়নি দেখছি। কিন্তু সিপিএমের পার্টিকে চাঙ্গা রাখতে এখনো নতুন ইস‍্যু চাই কোয়ার্টারলি - খুবই ইন্টারেস্টিং। এটা ঠিক কেউ এখনো social
    Media য় আন্দোলন আন্দোলন খেলতে চাইছেন - কিন্তু তাতে লাভ হবে কি? 
  • যাক | 152.58.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮531115
  • অরিত্রর নখ দাঁত ধীরে ধীরে বেরচ্ছে। তুইতোকারি, এবপর কী?
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩531114
  • গুরু, তৃণ সরকার থাকতে ইস্যুর অভাব হবে না।
     
    ভালো কথা (btw), প্যালেস্তাইন গণহত্যা নিয়ে তৃণ কী বলে? কোন পক্ষে? 
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪০531113
  • ভাগ! প্রচুর লিকুইড জিনিসের একক আয়তনের বদলে ভরের ওপর থাকে, যেমন লিকুইড রিভাইভ সেদিনই কিনলাম ১০০গ্রাম। বিশেষ করে যেগুলো সেমি লিকুইড ফর্মে থাকে বা সলিড ফর্মেও বদলে দেওয়া যায় তেমন জিনিস। আর মিলিলিটারে সিমেন মাপবে কে? গ্রামেই তো সুবিধে।
     
    বিকট ভুল হোক আর যিনিই বলুন, ব্যাপারটা ইন্সিগনিফিক্যান্ট (গণধর্ষনের সম্ভাবনাটা নয়)। ওই ব্যক্তি স্বীকার করলেন কি না তাতে কী এলো গেলো? তদন্তে বা আন্দোলনে এর কী প্রভাব?
  • | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২531112
  • হ্যাঁ ১৫০ গ্রাম সিমেনের কথা সুবর্ণ গোস্বামী বলেছেন। এরপরে যদ্দুর মনে হচ্ছে বরখা দত্তের চ্যানেলেও দেখেছি বা ট্যুইটারে পড়েছি এই নিয়ে। সুবর্ণ গোস্বামী তো ভুল স্বীকার করেন নি বরখা দত্তও না। কিন্তু এটা বিকট ভুল। তো স্বীকার না করলে কি ভুলটা আব্বুলিশ হয়ে ঠিক হয়ে যায়? আর আব্বুলিশ করতে না দিয়ে ভুল মনে করালে তৃণ হয়ে যায়? 
     
    এটায় দুটো মজা আছে। সিমেনের মেজারিং একক গ্রাম হওয়া উচিত না। লিটার বা মিলিলিটার। আমরা কুইন্টাল ক্কুইন্টাল জল নিয়ে হেসে গড়িয়েছি। আমিও হেসেছি খিল্লি করেছি। কিন্তু সুবর্ণ গোস্বামী গ্রাম বলেছেন সেই নিয়ে ভুরুটাও তুলি নি। 
    আর ভুলকে আব্বুলিশ  করতে চাওয়াটা আরেক মজা।
  • PRABIRJIT SARKAR | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৩531111
  • সিবিআই গণ ধর্ষণের প্রমাণ পায় নি বলে সব 'সূত্র' বলছে। শেষ পর্যন্ত খুন আর প্রমাণ লোপ দিয়েই চারজ সিট দেবে বলে মনে হয়। দেড়শ গ্রাম বীর্য তত্ব এখন ইনজেকশন করে বীর্য ঢোকানো তে দাঁড়িয়েছে। সার্জারি করে সূক্ষ্ম কামড়ের দাগ করেছে যাতে কেউ একজন (ওই সঞ্জয়) ধর্ষন করে খুন করেছে প্রমাণ হয়। ষড়যন্ত্র তত্বের একটা ভার্সন হল: অন্যায় দেখে রুখে দাঁড়ানোর জন্য মেয়েটাকে মারধর করে আধ মরা করে ফেলে রেখে মাতাল সঞ্জয় কে দিয়ে ধর্ষণ ও খুন করানো।
  • হে হে | 2a0b:f4c2:1::***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮531110
  • চাড্ডি আর ছাগু যে যার অ্যাজেন্ডা নিয়ে নেমে পড়েছে। দিপচাড্ডি যা কপিপেস্ট করে আন্দোলন শুরু কর। তসলিমা ভাঙিয়ে ফুটেজ ভিক্ষা করিস তসলিমার সময় ত পোঁদটাও নাড়াস নি। এখন কিছু করে দেখা। গুরুছাগুটা কুড়িখানা ফেক না নামিয়ে নিজের মুরোদে নিজের নামে কিছু করে দেখা।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮531109
  • সিমেন তৃণদের প্রচার কেন হবে? ও তো সুবর্ণ গোস্বামী করেছেন। তারপর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গণধর্ষণ তত্ত্ব। সেটা তো চারদিকে এখনও ছড়িয়ে আছে।
  • দীপ | 2402:3a80:198d:bf01:778:5634:1232:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩১531108
  • কামাল পাশাকে আদর্শ করে আন্দোলন পরিচালিত হবে। বঙ্কিম, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, নজরুল, অতুলপ্রসাদের গান বাজবে।
  • দীপ | 2402:3a80:198d:bf01:778:5634:1232:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৬531107
  • বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে আন্দোলন করা দরকার। তসলিমা, শাহরিয়ার কবির, ইমতিয়াজ মাহমুদ; সবাইকে নিয়ে আসতে হবে।
  • Guru | 2409:4060:2e14:283a:5220:b1cf:a091:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৬531106
  • @অরিত্র ,                                                       প্রতি তিনমাসে একটা করে আন্দোলন তো করবেন কিন্তু ইস্যু কি হবে ? Palestine genocide আর ইসলামোফোবিয়া কি ইস্যু হতে পারে ?
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৭531105
  • আর এই বাংলায় সেমিকন্ডাকটর শিল্প বিপ্লব বা টেক্সটাইল শিল্প বিপ্লব যদি সত্যিসত্যিই হয় এবং তার সঙ্গে শিক্ষিত মধ্যবিত্তের মাসাধিক দীর্ঘ রাত জাগা আরজি কর বিক্ষোভ ও আন্দোলনের যদি সামান্যতম ধনাত্মক যোগসূত্রও থাকে তবে প্রতি ত্রৈমাসিকেই এইরকম একটি আন্দোলন আমাদের আয়োজিত করা উচিত এবং তার প্রত্যেকটায় আমার সোৎসাহ অংশগ্রহণ থাকবে।
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২০531104
  • আবার সেই সিমেন? এই ১৫০গ্রাম সিমেন দেখতে পাচ্ছি সকল তৃণ একেবারে মাথায় করে, মগজের মধ্যে ভরে রেখেছেন, নামানোর কোন ইচ্ছেই নেই। ফলে আরজি কর নিয়ে সমস্ত চিন্তা ভাবনা বিচার বুদ্ধিতে ওই ১৫০গ্রামের প্রভাব পড়ছে। একজনও সুস্থ মস্তিষ্কের ব্যক্তি ওটাকে পাত্তা দেয় নি, তদন্তের ক্ষেত্রে এমন মাথামুণ্ডুহীন বিষয়ের কোনো তাৎপর্য নেই, আন্দোলনেও ছিল না। শুধু চায়ের দোকানের বিশেষজ্ঞ চর্চায় ছিল এটি। কিন্তু তৃণর খুবই পছন্দ হয়েছে বিষয়টা, এতটাই যে তারাই রটিয়েছিলেন কিনা সেটাও ভেবে দেখার।
  • PRABIRJIT SARKAR | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০২531103
  • মেয়েটির ক্লাস মেট একজন বেশ কিছু ছবি তুলেছিল শুনলাম। সিবিআই সেগুলো অথেন্টিক প্রমাণ পেয়েছে। ময়না তদন্তের সঙ্গে যে ছবি তোলা হয়েছিল সব খুব খারাপ কোয়ালিটির। তাই ওই ময়নাতদন্তের ডাক্তারকে বেশি জেরা করছে শুনলাম।
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৭531102
  • হ্যাঁ ওই নমুনাগুলোর ডিএনএ মিলিয়ে দেখা উচিত মেয়েটির বাবা মায়ের সঙ্গে।
  • হিজি-বিজ-বিজ | 2603:8000:a403:4186:68e0:23cc:68d:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩531101
  • পাঠানো *
  • হিজি-বিজ-বিজ | 2603:8000:a403:4186:68e0:23cc:68d:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩531100
  • পোস্টমর্টেম এর ক্ষেত্রে এগুলো কালেক্ট করে রাখা হয় এবং ভিসেরা এক্সামিনেশন এর জন্য পাথানো হয়। নিউজ লন্ড্রি নাকি পিএম রিপোর্ট দেখেছে এবং সেটার সামারি ও দিয়েছে।  <  https://www.newslaundry.com/2024/08/17/150-mg-of-semen-what-the-kolkata-doctors-post-mortem-actually-says   >   
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:a403:4186:68e0:23cc:68d:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৯531099
  • উফফ আবার সূত্র। এবং আবাপ। 
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৮531098
  • আরজি কর ময়নাতদন্ত: (আবাপ থেকে)
     
    তদন্তকারীদের সূত্রে দাবি— 
    * দেহ উল্টে পর্যন্ত দেখা হয়নি মনে করা হচ্ছে।
    * মৃতের শরীরে আঘাতের চিহ্নগুলি ঠিক কোথায় কোথায়, কী ধরনের ক্ষত, আঘাতের খুঁটিনাটি তথ্য, রক্তপাত হলে তার সম্ভাব্য কারণ বা দেহের পাশে থাকা জিনিসপত্র, পোশাকের বিশদ তথ্য নেই।
     
    * আর যে ভিডিওগ্রাফি করা হয়েছে তার রেসলিউশন ভালো নয়, শরীরের আঘাতগুলো যথেষ্ট স্পষ্ট নয়।
     
    সাধারণত ময়নাতদন্ত থেকে প্রচুর নিশ্চিত তথ্য বেরিয়ে আসে, অন্তত কী কী ঘটে থাকতে পারে, সেগুলোর ঘটনাক্রম বা কোনো অস্ত্র ব্যবহার হয়ে থাকলে সেটা কী ধরনের ইত্যাদি। এক্ষেত্রে আমি অন্তত নিশ্চিত কোনো তথ্য কপুর থেকে শুনিনি, ধর্ষণ হয়েছে কিনা তাও নিশ্চিত করে বলে নি, মারধর হলে কতটা হয়েছে, একজনের পক্ষে সম্ভব কিনা এগুলোও না। ঠিক কোন আঘাত মৃত্যুর কারণ, আঘাতের পর কতক্ষন প্রাণ ছিল। কিছুই আমি শুনিনি। কিন্তু দেহ সংরক্ষণ করা হয় নি, যার মানে সাধারণত হয় যে পুলিশের কাছে কেসটার সমস্ত কিছু পুরোপুরি পরিষ্কার এবং প্রামাণ্য তথ্য সব জোগাড় হয়ে গেছে। সেটা তো হয় নি, তাহলে?
  • :|: | 174.25.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৬531097
  • ওমা, সাতটা ছয়, হাউস কি গ্লোবের বাইরে? স্মল স্কেলে যাহা হাউস বিগ স্কেলে তাহাই গ্লোব কিনা! 
  • &/ | 151.14.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৭531096
  • 'নীলকমল লালকমল' নামে একটা পত্রিকা বের হত একসময়। সেই পত্রিকায় একটা ধারাবাহিক উপন্যাস বের হচ্ছিল যেটা কোনো সোভিয়েত কল্পবিজ্ঞান উপন্যাসের অনুবাদ। নাম ছিল 'ফ্ল্যাশ ব্যাক'। বাই এনি চান্স, কারুর কি চোখে পড়েছে? পুরো অনুবাদ কি হয়েছিল? (আমি পত্রিকাটার মাত্র কয়েকটি সংখ্যা পড়েছিলাম)
  • kk | 172.58.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৬531095
  • গরু গ্লোবাল ওয়ার্মিং করে জানতাম। এখন স্মল স্কেলে নেমে এসে হাউস ওয়ার্মিং ও করছে বুঝি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত