এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • NRO | 165.124.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৬530283
  • আমাদের সত্যি কথাই স্বীকার করা উচিত যে দলমত নির্বিশেষে ভারতীয় শাসককুল চিরকালই অতীব দুর্নীতিপরায়ণ। তৃণমূল কোনো ব্যাতিক্রম নয় তবে যেহেতু WB is a failed state তাই এখানে এদের দুর্নীতিগুলো বড় প্রকটরূপে চোখে পড়ে। প্রয়াতঃ নিরোদ চন্দ্র চৌধুরী 1920's এর kolkata কর্পোরেশন এর কথা লিখে গেছেন যে সাহেবদের হাত থেকে কংগ্রেসের হাতে ক্ষমতা আসার পর এক বছরের মধ্যে Calcutta corporation কেমন করে 'চোরপোরেশন' হয়ে উঠেছিলো - আর সেদিন সেটা ছিল C R Das Subhas Bose এর কংগ্রেস। 
  • aranya | 2601:84:4600:5410:cd90:a6a1:7aa6:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৫530282
  • পলিসি-র ব্যাপারে, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বন্ধ হোক, এটা ডাক্তারদের একটা দাবী। এ নিয়ে নতুন কি পলিসি নেওয়া যায়, জানি না। একটা রিপোর্টে দেখলাম, দুর্নীতি রূপ হিমশৈলের শুধু চূড়াটুকু দেখা গেছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির চেয়েও এর পরিমান অনেক বেশি, কয়েক হাজার কোটি টাকা 
  • aranya | 2601:84:4600:5410:cd90:a6a1:7aa6:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৭530281
  • জুনিয়র ডাক্তার রা এককাট্টা থাকলে সুপ্রীম কোর্ট তাদের আন্দোলন নিয়ে কি রায় দিল , তাতে কিছু আসে যায় কি? ৭ হাজার ডাক্তারের বিরুদ্ধে রাজ্যের পক্ষে কোন স্টেপ নেওয়া সম্ভব নয় 
    রাজ্য সরকার ডিভাইড এন্ড রুল পলিসি ট্রাই করছে - একটা খবর দেখলাম, বোধহয় গত কাল দুপুর দুটো পর্যন্ত কোন কোন জুনিয়র ডাক্তার ডিউটিতে এসেছেন তার লিস্ট বানানো হবে। এগুলো চাপ দিয়ে সলিডারিটি ভাঙার চেষ্টা। কতটা সফল হবে, তা ভবিষ্যত  বলবে 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৪530280
  • আরে প্ররোচনা দিইনি। কী মনে হয় বলছি মাত্র। সবকিছুরই তো লজিকাল স্টেপ আছে। ডাক্তারদের এই দুটো নিয়ে ভাবা উচিত। 
    ১। জনসমর্থন - শুধু শহুরে না, আস্ত জনসমাজের। ২। কোর্টে কী বলবেন। ওঁদের উকিল দুজনকে খুব ইমপ্রেসিভ লাগেনি। নিশ্চয়ই দুটো নিয়েই চিন্তাভাবনা আছে। 
     
    মমতার জনসমর্থন হুহা কমেছে। এই সেকশনে কতটা ছিল, বলা মুশকিল, কিন্তু তা হলেও মমতার জন্য খুবই অ্যালার্মিং। একটা আত সেকশন উল্টোদিকে চলে গেলে, অন্যত্রও প্রভাব পড়ে। মমতা লজিকাল স্টেপ অনুযায়ী যা করছেন। 
    ১। উৎসবে ফিরতে বলছেন। এটা গরীব লোকেদের কাছে আহ্বান। দিন কতকের মধ্যে দোকানদার বা হকারদের এক-আধটা অবস্থান দেখতে পেলে অবাক হবনা। 
    ২। 'লোক মরছে' তে হাইলাইট করছেন। এই ডোমেনটাই আন্দোলনকারীদের আওতার বাইরে। অনেকেই সর্বত্র প্রশ্ন করছেন, কেন, স্বাস্থ্যসাথী বেসরকারিতে চলেনা? কিন্তু নিচের তলায় ক্ষোভ কিছুটা বাড়ছে। তাঁদেরও এক-দুটো ক্ষোভ-বিক্ষোভ বেরিয়ে আসবে। 
    ৩। সুপ্রিম কোর্ট। এখনও পলিসি হল, গণ-আন্দোলনে স্টেট হস্তক্ষেপ করবেনা। ফলে চাপ বাড়বে। এবং পুরো চিত্রটা থালায় সাজিয়ে কোর্টকে দেওয়া হবে।আন্দোলন বে-আইনী ঘোষণা করতে হলে কোর্ট করুক। 
     
    এ ছাড়া অন্য অপশন নেই। তবে এগুলো উপর-উপর। আন্ডার দা টেবল, সব পক্ষের সঙ্গেই সব পক্ষের নিশ্চয়ই কথাবার্তা চলছে। কোনো সন্দেহ নেই। সেগুলো কী হচ্ছে আন্দাজ করা সম্ভব না।  
     
  • সুধাংশু শেখর | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫০530279
  • No problem. I just wanted to say I don't believe this protest has ever been non-violent. 

    “It is forbidden to kill, therefore all murderers are punished, unless they kill in large numbers or to the sound of trumpets.” 
  • সুধাংশু শেখর | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৪৫530278
  • সেটাই তো। কপু তো এডিট করে ধরা খেয়েছে। খায়নি?
     
    সুপ্রিম কোর্টের বিচারাধীন এতো হাই-প্রোফাইল কেস - সেখানে ভিডিও এডিট করে পেশ করলেই তো বিরোধি পক্ষ ক্যাঁক করে ধরবে। তখন চেক করলেই বেরিয়ে যাবে এডিট করা হয়েছে কি না। এতো কাঁচা কাজ সরকার করত বলে মনে হয় আপনার? 
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৪৩530277
  • ঐ মহিলার হলফনামা তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাপোস্টাইল করে আনতে হবে। উনি তাতে রেগে গিয়ে অনশন করলে আবার কুইজমাস্টার পেস্ট্রি প্যাটি চকোলেটের জন্য দৌড়োবে।
    যাগ্গে আলোচনা গোল গোল ঘুরছে। 
    জুনিয়র ডাক্তারদের জন্য শুভেচ্ছা জানিয়ে আমার তরফ থেকে এই প্রসঙ্গে আপাতত ইতি। হাজার উশকানিতেও রা কাড়ছি না এখন।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৩২530276
  • পুলিস ফোটো এডিট করে প্রেস কনফারেন্স করে যেখানে।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৯530275
  • দাবী আগেই জানানো হয়েছিল।
    যাইহোক, সুন্দর রাজনীতি? laugh
  • সুধাংশু শেখর | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৯530274
  • "ভয় পেয়েছে"- টা তো আন্দাজ। একটা অ্যাকশন - উনি লাইভ স্ট্রিমিং করেন নি। কেন করেন নি সেটা তো পারসেপশন, গ্যেস। হতেই পারে আইনি জটিলতা ছিল তাই করেননি। বা অন্য কোনো কারণ। আমার ধারণা - এটাও রাজনৈতিক চাল - মনে হয় কপিল সিব্বালের পরামর্শে এইটা করেছেন মমতা। এই যে বাচ্চাগুলো মিটিং-এ গেলো না, এটার জন্য পরের শুনানিতে ঝাড় খেতেই পারে কোর্টের কাছে। আর এখন ফরেন্সিক সায়েন্সেস এতো উন্নত, আর এই পর্যায়ে একটা কেস, সেখানে মিটিং-এর ভিডিও এডিট করে পালটে দেবে এতো সোজা নাকি? বিশেষ করে যদি হলফনামা থাকে আনএডিটেড বলে? 

    উকিলগুলোও সব ওঁছা। এইসব বিকাশফিকাশ দিয়ে আর চলে না। আগের হিয়ারিং-এ কি একটা মিউমিউ করে বসে পড়ল। 
  • :|: | 174.25.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৬530273
  • মনে হয়না লাইভ স্ট্রিমিং *না করতে দেওয়াটা* ভয়ের প্রকাশ। 
     
    অহিংস নয় -- এই ব্যাখ্যাটি যুক্তিযুক্ত laglo.
  • :|: | 174.25.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৪530272
  • মনে হয়না লাইভ স্ট্রিমিংটা ভয়ের প্রকাশ। সুন্দর রাজনীতি। অন্তত এই স্ট্রিমিং/মিটিং ইস্যুতে মমতা জিতে গেলো কারণ মিটিং ভেস্তে যাওয়ায় কোনও দাবীদাওয়াই পেশ করা যায়নি। যে দাবী আসেনি তা পূর্ণ করার ঝঞ্ঝাটও রইলো না। 
  • সুধাংশু শেখর | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫৫530271
  • আমায় মাপ করবেন। আপনারা আন্দোলনকে "অহিংস" বলছেন কেন বুঝতে পারছি না।

    কর্মবিরতির ফলে বিনা-চিকিৎসায় মৃত্যু হলে সেটা কি হিংসার মধ্যে পড়ে না এমন বলতে চাইছেন? না, কর্মবিরতির ফলেই মৃত্যু হয়েছে এটাই প্রমাণসাপেক্ষ অর্থাৎ আনভেরিফায়েড, তাই অ-হিংস? 

    "অহিংস" শুনে মনে পড়ে বিশ্বজোড়া অহিংসার প্রতীক গান্ধিজী প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশজুড়ে প্রচার চালিয়ে  তরুণ ভারতীয়দের ক্যানন ফডার হতে উদবুদ্ধ করেছিলেন। সেই সাংঘাতিক অপরাধের জন্য ওঁকে আমার প্রায়ই অন্যতম এক হিংস্র মানুষ মনে হয়। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫০530270
  • কীসের টাকা? কে পেত? আবার কোনো হোআ "খবর" আছে মনে হচ্ছে। 
     
    অ্যাকচুয়ালি দাবীতে কিছু পলিসি সংক্রান্ত জিনিস থাকলে  ভাল হত। অথবা একে দিয়ে হবেনা ভাবলে সরাসরি পদত্যাগ। 
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৪530269
  • রেপ তো কিছুই না, কেসটা মার্ডার কেস।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৩530268
  • মমতা তো লাইভ স্ট্রীমিং করতে পর্যন্ত ভয় পেয়েছে।
    এটা একটা উদাহরণ।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f07b:956b:b655:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪২530267
  • আম ছালা ক্ষমতার ভাষা। কথামত টাকা নিয়ে মেয়েটাকে রেপড হতে দিলে কিছু পেতিস। এখন তো কিছুই পাবিনা।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩৯530266
  • এত তাড়াতাড়ি আম হোক কি ছালা, এসবের হিসের কষা কি বুদ্ধিমানের কাজ হবে?
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩৭530265
  • শেষ মরীয়া চেষ্টাটা তো কুণাল ঘোষ করল গতকাল ঐ ফেক অডিও ছড়িয়ে।
    ডাক্তারেরা তাতেও ভয় পান নি।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f07b:956b:b655:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩৫530264
  • আমি ভয় পেলেই বা কি, না পেলেই বা কি। লোকে ভয় পাচ্ছে কিনা সেটাই আসল।
     
    খেলা পথে হচ্ছে, লোকের সামনে। মাননীয়া সেটা খেলতে রাজী না। কি আর করা। কোর্ট জোর করে আড়ালে খেলা করাবে? চেষ্টা করুক। ক্ষমতা অত্যাচার করেই থাকে। লোকে ভয় না পেলে কি করবে?
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩৪530263
  • শাসক রাষ্ট্রশক্তি কোর্ট সকলেই ভীত।
    সব ডাক্তারেরা স্ট্রাইক করে না বসে বেশি চাপ দিলে।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩৩530262
  • অল্প লইয়া থাকি। smiley
  • :|: | 174.25.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২৯530261
  • তাতেই খুশী? তিন্নঙ পজিশন পেয়ে। ​​​​​​​বড্ড ​​​​​​​অল্পে ​​​​​​​খুশী ​​​​​​​তো! 
    ভেবেছিলাম বুদ্ধিমান ছেলেপিলেরা চাপ দিয়ে কয়েকটি বেসিক জিনিস আদায় করে নিতে পারবে। এতো আমও গেলো ছালাও গেলো টাইপ কেস হতে চলেছে। সরকার আগেও বদলেছে পরেও বদলাবে। কেউই ন্যূনতম চাহিদা মেটায়নি। একটা সম্ভবনা দেখা দিয়েছিলো এবার --  মনে হচ্ছে এবারও হলোনা। 
    শাসক একেবারেই ভয় পায়নি। ওটা উইশফুল থট। ভয় পেলে অন্যরকম আচরণ করতো। এঞ্জয় করছে -- মাঝে মধ্যে কিত্তনে আখর দিয়ে যাচ্ছে। ইউরোপে আমেরিকায় বসে জনতা যেমন করছে। উইকএন্ডের ফল মিট। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২৮530260
  • তিন নম্বর কেন। আরও অনেক আছে। 
     
    আর আমি যেটা বললাম এটা ভয় দেখানো? ই কিরে ভাই। একদম ভয় পাবেননা। এ নেহাৎই অবসরের ভাট বকা। যেকোনো আনাড়িও জানে, এগুলো উঠবে, যদিনা তার আগে সব মিটে যায়।
     কথায় কথায় তিনু-টিনু-অ্যাপলজিস্ট ফিস্ট বলছেন কেন সেটা অবশ্য বুঝি। যুক্তিপূর্ণ কথার জবাব যুক্তি দিয়ে দিতে পারেননা বলে। অভ্যাসটা চলে গেছে। এর জন্য সোশাল মিডিয়া অনেকাংশে দায়ী।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f07b:956b:b655:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৯530259
  • সুপ্রীম কোর্টের ভয় দেখানোটা বেশ কিউট লাগল কিন্তু। কুনাল ঘোষ বিষের ভয় দেখাচ্ছে, কেউ ব্যবস্থা নেবার ভয় দেখাচ্ছে, কেউ মেয়ে বউদের বিকৃত ছবি দেয়ালে সাঁটিয়ে দেবার ভয় দেখাচ্ছে, কেউ গুন্ডার দল নিয়ে পেটাবে বলছে, কেউ দেশদ্রোহী বলছে, কেউ চন্দ্র-চূড়ের ভয় দেখাচ্ছে। চারিদিকে ফোঁস ফোঁস। নবান্নের চোদ্দ তলায় বাবুরাম সাপুড়ে বাঁশি বাজাচ্ছে।
     
    পুলিশ ফেক কেস দিচ্ছে, ভয় দেখিয়ে বানানো ভিডিও শেয়ার করছে, ফটোশপ করা ছবি দিয়ে সাংবাদিক সম্মেলন করছে, ঘুষ খাবার ছবিকে সাহায্য করার ছবি বলে চালাচ্ছে।
     
    সেটিং করা সিবিআইয়ের সাথে কুমীর ডাঙ্গা খেলা হচ্ছে। তবে খেলার মাঝে মাঝে এক দু ঝলক সত্যি দেখা যাচ্ছে। তিনু অ্যাপোলজিস্টদের এই নিয়ে রাগ দেখলেই বোঝা যায় বিকাশবাবু ভীমরুলের চাকে ঘা না হোক, খোঁচা একটা দিয়েছেন।
     
    দরজা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৬530258
  • আচ্ছা ঠিক আছে। ওরা তিন নম্বরে। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৪530257
  • কে বলল। এর চেয়ে অনেক বড় আন্দোলন হয়েছে। জয়প্রকাশ নারায়ণের। অনেক বেশি রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে। 
     
    রাজ্যস্তরেও হয়েছে। ভাষার জন্যে অনেকগুলো আন্দোলন। বাংলায়ই একটা হয়েছে। বাংলা-বিহার সংযুক্তিকরণের বিরুদ্ধে। পুরোটাই অহিংস ছিল। 
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১১530256
  • বরং ভয় পাচ্ছে শাসক, রাষ্ট্রশক্তি, কোর্ট, পুলিশ। আদতে ভয় দেখানোটা যাদের এক্তিয়ারে পড়ে, তারাই ভয়ে কাবু।
    এরকম আন্দোলন ভারত স্বাধীন হবার পরে আর হয় নি।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০৯530255
  • ভয় পাচ্ছে কিনা বলার সময় এখনও আসেনি। কারণ স্টেট অপ্রেশন কার্যত নেগেটিভ। সাধারণভাবে সরকারবিরোধী আন্দোলনে এরকম হয়না। 
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০৫530254
  • আরও একটা মজার জিনিস, জুনিয়র ডাক্তারেরা অহিংস আন্দোলন করছেন। 
    শাসক হোক, কি রাষ্ট্র, এরা তো হুব্বা হয়ে গেছে। ডাক্তারগুলো মারপিট করছে না, আক্রমন করছে না, দলবল নিয়ে তেড়ে যাচ্ছে না, ক্কী ক্কেলো! হুড়কো দেবার জন্য ক্রিমিনাল কেসও দিতে পারছে না।
    অন্যদিকে সাধারণ জনতা এদের সমর্থন করছেন।
    মমতাম্যাম একদিন বিড়বিড়িয়ে বলেছিল ডাক্তার বানাতে কতো খরচ হয়। উফ্, পারি না!
    তা সিরাজডাক্তার বা ঐরকম ডাক্তার কোথায় গেল?
    খরচ তো আরও অনেক শিক্ষাখাতেই হয়, জোর করে ভয় দেখিয়ে তাদের দিয়ে হয়ত কাজ করানো যায়, যেমন আই এ এস, আইপিএসরা করে। তবে ডাক্তাররা তো ভয়টাকেই জয় করে ফেলেছে। এই সহজ সত্যটুকু যত শীঘ্র হজম করা যায়, ততই ভুল চক্করে গোল গোল ঘোরাটা বন্ধ হতে পারে।
    ওরা রাজনৈতিক দলবাজিতে ঢুকবে না স্যার।
    ওরা ভয়টয়ও পাচ্ছে না ম্যাডাম।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত