এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৪530253
  • দেখা যাক সুপ্রীম কোর্ট কতটা চাপ দিয়ে বশে আনতে পারে এই ডাক্তারদের।
    মুশকিল একটাই — এরা আর ভয় পাচ্ছে না।
    এই ভয় না পাওয়া ফেনোমেননটা সকলেরই হিসেবের বাইরে ছিল। এটার সঙ্গে কীকরে কোপ করতে হয় সেটা শাসক, সুপ্রীম কোর্ট, দলগুলোর সিলেবাসের বাইরে পড়ে গেছে।
    জুনিয়র ডাক্তারেরা এখনও তরুণ প্রজন্ম, আনপ্রেডিক্টেবল। চাকরি হারানোর ভয় পায় না, সন্তান পালনের ঝুঁকি নেই। এখনও পর্যন্ত করাপ্টেড হয় নি, এমন একটা বয়স যে বয়সে আদর্শের জন্যে সমস্ত লোভ তুচ্ছ করা যায়।
  • :|: | 174.25.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৬530252
  • একজনকে ডাক্তার তৈরী করতে রাষ্ট্রের মানে ট্যাক্স পেয়ার মানি কেমন খরচ হয়? 
  • উফ | 2409:40e6:1:2668:4ce1:d0ff:fef5:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৯530251
  • ডট চাড্ডি আবার ফেক নিউজ ছড়াচ্ছেন!  এরকম না জেমেই কনফিডেন্টলি সব পোস্ট করে দেন নাকি ফেক জেনেবুঝেই করেন?  হোয়াটাসাপ ইউনিভার্সিটি তে ফরোয়ার্ড বা পোস্ট হলেই অন্ধের মত তা এখানে কপি পেস্ট করলে হবে? একবার  গুগল করলেই তো বেরিয়ে যেত সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি এটা ভুল তথ্য বলে আগেই ঘোষণা করেছে, এমনকি অভিযোগও দায়ের করেছে দিল্লি পুলিশে, যারা যারা এই ফেক ছড়িয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে। আপনিও সেই তালিকায় ঢুকলেন কিনা সেটা তাদেরই জিগেশ করুন।
     
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৬530250
  • কোনো কিছুই প্রশ্নাতীত থাকা ঠিক না। সুপ্রিম কোর্টও না। রামমন্দির রায় আছে একদিকে, অন্যদিকে ইলেকটোরাল বন্ড। কোথাও একটা ব্যাপার তো আছেই। হাইকোর্টও প্রশ্নাতীত থাকা ঠিক না। বহু জাজমেন্ট ময়ূখ রঞ্জন আগেই প্রেডিক্ট করে দিয়েছেন দেখেছি। একজন তো চাকরি ছেড়ে প্রার্থীই হয়ে গেলেন। বিখ্যাত উকিলও প্রশ্নের ঊর্ধ্বে নেই। বিশেষ বিশেষ ঘরে বিচার পড়লে তাঁর জুনিয়ারদের ফি নাকি বেড়ে যেত (অরুণাভ ঘোষ অভিযোগ করেছেন) । এছাড়াও কথায় কথায় সিবিআই ডাকেন, এবং সুপ্রিম কোর্টে গিয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকেন কেন, সেও এক প্রশ্ন। অন্ধবিশ্বাস ছাড়াই সবকটা খতিয়ে দেখা দরকার। 
     
    তবে, এইসব বাদ দিলেও, এবার ডাক্তারদের বিপুল জনসমর্থন চাই। কারণ সুপ্রিম কোর্টে ব্যথা হবার সম্ভাবনা। আগের দিনও, মিডিয়া যেটা বলেনি, ট্রান্সক্রিপ্ট পড়লে দেখবেন, ডাক্তারদের ব্যাপারটা ওঠে শুনানির শেষে। চন্দ্রচূড় জানতে চান, সমস্যাটা কী। পাঁচ দফা দাবী-টাবির কথা সেখানে আসেনি। একমাত্র নিরাপত্তাহীনতার কথাটা ওঠে। চন্দ্রচূড় নিরপত্তাহীনতার ব্যাপারটা সংশ্লিষ্ট সকল পক্ষকে দেখতে বলেন, রাজ্যসরকারকে নিরপত্তার ব্যাপারে রাজ্য সরকারকে আস্থা অর্জন করতে বলেন, এবং তারপর ডাক্তারদের কাজে ফিরতে আদেশ দেন। এরপরেও আইনজীবী আরও কিছু যুক্তি দিতে গেলে কোর্ট বস্তুত ধমক দেয়। পরের শুনানিতে কপিল সিব্বল অবশ্যই বলবেন, যে, পরপর তিনদিন ডাকা হয়েছিল 'খোলা মনে' আলোচনার জন্য। মুখ্যমন্ত্রী স্বয়ং ছিলেন। এবং ডাক্তাররা আলোচনা করেননি, স্রেফ লাইভ স্ট্রিমিং হবেনা বলে, বিচারক যেই হোক না কেন, এইটা ডাক্তারদের বিপক্ষেই যাবার কথা। সোশাল মিডিয়ায় জিনিসটা মাইলেজ দিলেও। মমতা এইটার জন্যই অপেক্ষা করছেন। ফলে ডাক্তাররা আইনী যুক্তি নিশ্চয়ই ভেবে রেখেছেন। এবং প্রবল জনসমর্থন, যা কোর্টকে চাপ দিতে পারে, সেটার কথাও।  
  • Supradip Das | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫২530249
  • বুকে নিয়ে হাজারো আড়ষ্টের ক্ষত,
         হয়েছি বারংবার অনিয়মিত নত।.. 
    কি জানি এ জীবন আমাকে দেবে কিনা মুখবন্ধীতার সুযোগ,
         আমি থাকব সন্তরণ স্রোতের বিপরীতে
    উপসংহারে আমি আসলাম ২২শের পুষ্পুশীতে।
                                                                                        - সু-প্রদীপ
                                                                                      ১৩/০৯/২০২৪
                                                                         ( জন্মদিনে লিখেছিলাম )
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৮530248
  • নভেম্বরে রিটায়ার করবে শোনা যাচ্ছে।
    তবে সেটা বড়ো কথা নয়। জুনিয়র ডাক্তারেরা ভয় পাচ্ছেন না, কোনওকিছুকেই ভয় পাচ্ছেন না। দমন পীড়ন সুপ্রীমকোর্ট ক্ষমাকরা বাবাবাছাকরা খুনেরহুমকি দলীয়ছাঁচেদাগানো — নাথিং! টোটাল ডিনায়াল। স্বাস্থ্যব্যবস্থাকে সুস্থ করতে হবে — এটাই লক্ষ্য।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:২১530247
  • আসলে ভয় পেয়েছে শাসক।
    স্বাস্থ্যক্ষেত্রে করাপশন বন্ধ করতে তো চায় না। তাই বেগ বরো স্টীল বা সেন্টু ভয় মিথ্যাচার  ইত্যাদি চলছে।
    লাভ নেই।
    কী করবে? পাসপোর্ট দেবে না? ভিসা না পাবার ব্যবস্থা? জেলে ঢোকাবে? কজনকে? সকলকে পারবে না, বেছে বেছে কজনকে? লাইসেন্স বাতিল করবে? সব ফেইল করবে।
    সিনিয়র ডাক্তারেরা সাপোর্ট দেবে জুনিয়রদের। বেশি বাড়াবাড়ি করলে সিনিয়ররা যদি কর্মবিরতি করেন? তখন কী হবে?
    বড্ড ভুল জায়গায় চাপ সৃষ্টি করতে চলেছে শাসকশক্তি এবং সুপ্রীমকোর্ট।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f07b:956b:b655:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৫530246
  • চন্দ্রচূড় রামমন্দিরের পক্ষে রায় দেয়। 370 ধারা কাটিয়ে দেয়। আরো অনেক কিছু করে। শুধু মোদীকে দিয়ে গণেশ পুজো করায় এমন তো নয়।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f07b:956b:b655:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৩530245
  • তৃণমূলের কোর্ট ভক্তি। 
     
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:১২530244
  • কাজেই যারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ওদেরকে এক্সপ্লয়েট করে কোনও একটা দলের আন্ডারে ওদের আন্দোলনকে ঢোকানোর, তারা ক্রমে বুঝবে যে এই চেষ্টাটা মাঠেই মারা যাবে।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৯530243
  • আর যদি সত্যি সত্যিই ওটা সত্যি অডিও হয়, তবে তো বোঝাই যাচ্ছে প্রত্যেকটা দল চেষ্টা করছে এই সুযোগে ২০২৬ এর ভোটব্যাংকের জন্য।
    তাহলে তো আরও ঠিক যে ডাক্তারদের আন্দোলনে কোনও দলকে ঢুকতে দেওয়া ঠিক নয়। কাছাকাছি ঘেঁষতে এলেই গো ব্যাক!
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৬530242
  • পুলিশের এই অ্যারেস্ট করানোও শাসকদলের সাজানো ঘটনা হতে পারে। অডিওটাকে জাস্টিফাই করানোর জন্য।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৩530241
  • অডিওটা সত্যি হলে পুলিশই আড়ি পেতে করেছে। সেজন্য প্রেসে বেরোনোর পর পরই একজনকে ধরেও ফেলেছে। 

    lcm, এক ভাবনায় ভোট দিলেও শতাংশ তুলনা করলে ঠিক বোঝা যাবে না। ওর মধ্যে দল ভাঙ্গানো ইত্যাদি নানা জটিল অঙ্ক আছে।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫১530240
  • অডিওর স্ক্রীপ্টটা কে লিখল? ব্রাত্য বোস তো এত কাঁচা স্ক্রীপ্ট লিখবে না।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৮530239
  • কুণাল ঘোষ বোকার মত আরেকটা কাজ করেছে ঐ অডিও স্প্রেড করে। ঘুরিয়ে ভয় দেখাতে চাচ্ছিল ডাক্তারদের। প্রাণের ভয়। ওদের নাকি খুন করার পরিকল্পনা করছে বাম ও অতিবাম। তার পরে বলেছে যে ওদের খাবার জল এসবও বহিরাগতরা দিতে পারবে না, তাতেও বিষ থাকতে পারে।
    কিন্তু — ও কুণালবাবু ও শরভতে ভিষ নাই!
     
    ডাক্তারেরা বলে দিয়েছেন, কেও বহিরাগত নয়।
     
    বোকা বোকা প্ল্যান কুণালের,; ডাক্তারদের বুদ্ধি অনেক বেশি। কুবুদ্ধি নয়, সুবুদ্ধি। এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি।
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৭530238
  • পাপাঙ্গুল,
    অনেক রাজ্যে বিধানসভা আর লোকসভায় ভোটাররা ভিন্ন চিন্তাভাবনায় ভোট দেন। পশ্চিমবঙ্গের ভোটারদের ট্রেন্ড কিন্তু তা নয়। গত ৫০ বছরের ডেটাদেখলেই সেটা বোঝা যাবে।
    আর হ্যাঁ, অফ কোর্স এটা তো হাই লেভেলে ভোট % এর হিসেব, মাইক্রো লেভেলে অ্যানালিসিস করলে অবশ্যই বিভিন্ন মাইক্রো বা লোকাল প্যাটার্ন দেখা যাবে।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪১530237
  • মৃতার বাবা মাকে ডিসি নর্থ টাকা দিতে চাননি, ভিডিও রেকর্ড করেছিল পুলিশ, ফেবুতে প্রকাশ করলেন তৃণমূলের মুখপাত্র। 
    বাম ও অতিবামের মধ্যে ফোনে কথা আড়ি পেতে রেকর্ড করল পুলিশ, প্রেস কনফারেন্সে প্রকাশ করলেন তৃণমূলের মুখপাত্র। 
    পুলিশ নিজে কনফারেন্স রুমের ছবি ক্রপ, ফটোশপ করছে। সেসবের প্রেস কনফারেন্স করে সাফাই দিতে গিয়ে ধরাও পড়ছে। 

    আজব।
  • সিএস | 2405:201:802c:7858:e4e7:e976:763a:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪০530236
  • আর সিনিয়ররা তো কাজে অছে, জুনিয়ররা না গেলে কী অসুবিধে, কোর্টে শুনানিতে উঠেছিল। কোর্ট কাটিয়ে দিয়েছিল।

    থ্রেট খাচ্ছে ডাক্তাররা, এই যুক্তিও উঠেছিল। কোর্ট বলেছিল, কে দিচ্ছে থ্রেট ? উত্তর মেলেনি মনে হয়।

    পরের দিন নিশ্চয় সিব্বল কাজে না ফের নিয়ে খোঁচাবে। কৌস্তভ কী বলে দেখা যাক, লাইভ স্ট্রীম হয়নি বলে ?

    এরপর বলার থাকে কোর্ট মানি না, ওরা গণেশপুজো করে ।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৬530235
  • এই অডিও ফোন ট্যাপ করে পাওয়া ? সেটা কি আইনসঙ্গত ?
  • সিএস | 2405:201:802c:7858:e4e7:e976:763a:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৩530234
  • ডাক্তার আর উকিল, ভাজপার সাপোর্ট খুব। এক্দম প্রথমে আইটিসেলের খবর এরাই পায়।
  • সিএস | 2405:201:802c:7858:e4e7:e976:763a:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩২530233
  • এরপর ব্যাপারটা ক্রমশঃ রিয়েল দলীয় রাজনীতি হবে, ক্যাও হবে। সিবিআইও বুঝে গিয়ে তদন্ত নিয়ে তা না না না করবে।

    এসবের আগেই মীটিংটায় যাওয়া উচিত ছিল।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩২530231
  • "তৃণমূল সরকারকে হ্ঠানোর আন্দোলন করুন" - এটা সরকারি কর্মচারী হিসেবে জুনিয়র ডাক্তারদের এজেন্ডা নয়। তাদের এজেন্ডা স্বাস্থ্য ভবন , পুলিশ কমিশনারদের মত ব্যর্থ আমলাদের সরানো। 
  • নাইভবাবা | 47.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩০530232
  • lcm , আপ ভি নাইভ আছেন। ডাক্তারদের মধ্যে কি লেভেলে চাড্ডি আছেন আপনি জানেন । তারা হারগিস লেফটদের সঙ্গে যাবে না।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯530229
  • ডেটাটা ভুলভাল। লোকসভার সঙ্গে বিধানসভার ডেটার তুলনা করা যায় না। আর তুলনা করতে হয় বুথভিত্তিক বা খুব কম করে হলেও বিধানসভা ধরে।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯530228
  • "অরাজনৈতিক কেন হতে হবে সেটা বুঝতে পারছি না। যখন পুরো ব্যাপারটাই রাজনৈতিক।"
     
    উঁহু, গুলিয়ে দিলে চলবে না।
    এ রাজনীতি কং বাম বিজেপি তিনো রাজনীতি নয়।
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৭530227
  • কুণাল ঘোষের অডিওটা "হ্যালো আমি সোমা বলছি" চেয়েও কাঁচা। অনেকটা সন্দেশখালির সেই ভিডিওটার মতো।
  • অরিত্র | 103.77.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৬530226
  • হ্যাঁ ডট এর সঙ্গে একমত, ডাক্তাররা আগেও ঘোল খাইয়েছিল। আরেকটা জিনিস শুনলাম, জানি না, ডাক্তারদের মধ্যে এসইউসিআই এর সংগঠন খুব পোক্ত এবং এই আন্দোলনে ওদের কিছু বৌদ্ধিক সাহায্য থাকতে পারে, যারা মমতাকে খুবই কাছ থেকে চেনে। এটা একটা ফ্যাক্টর হতে পারে।
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৫530225
  • ডাক্তারদের তো অবভিয়াস অপশন রয়েছে। অরাজনৈতিক কেন হতে হবে সেটা বুঝতে পারছি না। যখন পুরো ব্যাপারটাই রাজনৈতিক। ডাক্তাররা বামফ্রন্ট/কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে, সাপোর্ট নিয়ে, তৃণমূল সরকারকে হ্ঠানোর আন্দোলন করুন, ঘোষিতভাবে। কিন্তু সেটা তারা করবেন না। 
  • aranya | 2601:84:4600:5410:7c1a:fc:fd70:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৪530224
  • ভাল ডেটা। ২০১৬ থেকে ২০১৯ - ক্রিটিকাল পিরিয়ড , বাম কং এর ভোট তলানিতে গেল, বিজেপি-র ভোটে বিশাল স্পাইক 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত