এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৫530013
  • সে তো বটেই, গণের যা ইচ্ছা।
  • r2h | 208.127.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩২530012
  • নির্বাচন নিয়ে কোন অসন্তোষ প্রকাশ করা ঠিক না এটা আবার কে কবে বললো?

    প্রসঙ্গত, সেদিন একটা অনুষ্ঠান দেখতে গেছিলাম, সেখানে লোকজন আবৃত্তি করলেন, বক্তৃতা দিলেন। একাধিক জন বললেন গণতন্ত্র নামক ঢপের জন্য ভারতমাতার এত দুরবস্থা, টাকায় কেন গান্ধীর ছবি, নেতাজী এলে সবাইকে সিধে করে দিতেন।

    মুশকিল হলো জনগন হিটলার, মোদি, হিমন্ত বিশ্বশর্মা, যোগী আদিত্যনাথ, ডোনাল্ড ট্রাম্প ইত্যাদি অনেককেই ভোট দিয়ে জিতিয়ে আনে। গোলমেলে তো বটেই। কিন্তু ঐটাই গণতন্ত্র - এবার সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য মিডিয়া, বিচার ব্যবস্থা ইত্যাদির স্বাধীনভাবে কাজ করার কথা। সেগুলি নিয়ে গোলমাল।
    এবার কেউ, যেমন আমি, পুরো নির্বাচনপদ্ধতি টাই রিগড - এমনটা মনে করি না, কারন অন্য অনেক দেশের মত ভারতেও এখনও অনেকেই নিজের ভোটটাকে যথেষ্ট দামি মনে করেন। ভোটে কারচুপি, সন্ত্রাস, রিগিং তো হয়ই, কিন্তু সেটাই ডিসাইসিভ ফ্যাক্টর হলে কোন ক্ষমতাশালী দল কোনদিন ক্ষমতা থেকে যেত না। আর তার জন্যই গণতন্ত্র ও নির্বাচনের শক্তির কথা স্মরণে রাখা খুব দরকারি।
    অসংখ্য মানুষ, তাদের নানান রকম স্বার্থ ও মনোবৃত্তি। সেসব নিয়ে একটা নিখুঁত নয় এমন ব্যবস্থা চলছে। সেটাকে একেবারে তুশ্চু করে দিলে স্বৈরাচারীদের সুবিধে হয়। আবার অনেক মানুষ মনে মনে স্বৈরাচারীদেরই আকাঙ্খা করেন। প্রাজ্ঞ মিনমিনে নেতার থেকে গাম্বাট পালোয়ান নেতাকে নিয়ে লম্ফঝম্প করেন। তো কী আর করা যাবে। জনগণ কী ভাববে আর নেতারা তাকে কীভাবে প্রভাবিত করবে সেইসব নিয়ে গ্রীক দার্শনিক চমৎকার সব ভালো ভালো কথা আছে, সেসব আজকের দিনেও দামী। তো পদ্ধতি বা তন্ত্র কোনটাই নিখুঁত কিছু না। কিন্তু সংসদীয়, নির্বাচনভিত্তিক, গণতন্ত্রের থেকে সুবিধেজনক কিছুও এখনও পাওয়া যায়নি।
    এইসব সাতপাঁচ।

    অনেক গোলমাল আছে, কিন্তু পুরো গল্পটা রিগড - এটা কনস্পিরেসি থিওরিস্টদের মত কথা বলে মনে হয়।

    আইএমএইচও, নিতান্তই। ভিন্ন ভিন্ন মত তো থাকবেই। সারা পৃথিবীতে ঠিকঠাক ভোট হলে হয়তো দেখা যাবে জনমত বলছে রাজতন্ত্র ফিরিয়ে আনা হোক, আমরা সন্ধ্যেবেলা চাষবাস সেরে নামগান করতে করতে দিগন্তে রাজপ্রাসাদের আলো দেখতে চাই, আগে কী সুন্দর দিন কাটাইতাম।
  • &/ | 151.14.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৯530011
  • ওঁরা অনেকে চলে গেছেন। আর আসেন না। শুধু তর্ক না, ওঁদের এমনি লেখাপত্রও আর পাই না।
  • যদুবাবু | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০২:০২530010
  • অ্যাণ্ডরঃ সেইজন্যেই তো এখন খাঁ খাঁ ফাঁকা মাঠ। তেড়ে তর্ক-র মধ্যেই তো ট্রোলিং শুরু হয়। সেটাকে ঠাণ্ডা মাথায় নেওয়া সহজ না। আমিই তো পারি না। 
    আর আমি তো গুরুতে এই সেদিনের লোক। আমার-ই মনে হয় ভাটের পাতায় মিনিংফুল আলোচনার ফ্রিকোয়েন্সি কমে গেছে। ব্যক্তি-আক্রমণ বেড়েছে কি না জানি না অবশ্য। তবে, আশা করি আবার ভালো ভালো আলোচনা হবে। 
  • . | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০২:০১530009
  • শুধু নির্বাচন কেন? সুপ্রীম কোর্ট নিয়েও কিছু বলা যায় না। 
    অথচ ...
  • . | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০২:০০530008
  • কীসের তর্ক?
    রেপ খুনের পক্ষে ও বিপক্ষে? পক্ষে বলবার লোক আছে?
  • &/ | 151.14.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫৯530007
  • এইরকম একটা দল কী করে ক্ষমতায় আসে, বছরের পর বছর হা রে রে হে হে হেহে লুঠ কর তেড়ে তেড়ে করে চালিয়ে যায়, টিকিটি ধরতে পারে না কেউ? নির্বাচন জিনিসটা আদৌ যে কী কেজানে! এই নিয়ে হাঁ হাঁ করে কত তর্কই হয়ে গেল বিগত নির্বাচন-আমলে। সবই নাকি গণের কীর্তি। গণের শক্তি যাকে বলে। তারাই এদের আনে, গদিতে বসায়। ভোটে কোনো কারচুপি যে নেই তা বলা যায় না, তবে কিনা নির্বাচন নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করা ঠিক না।
  • &/ | 151.14.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫২530006
  • কিছু লোক আহত ব্যথিত হয়ে চলে যাবার যে সম্ভাবনা সে তো তৃপবুভূ আমলেও ছিল। কিন্তু তা বলে কি তখন তেড়ে তর্ক কম হত?
  • যদুবাবু | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪১530005
  • হ্যাঁ আশ্চর্য সময়। এই সময়ের দলিল রাখা দরকার। সৈকতদা একটা দরকারি কাজ করছে। তবে, আরও হলে ভালো হত। একটা অসুবিধে যে অনেক কিছুই ফেসবুকে ভিডিও বা লাইভ স্ট্রিমিং-এর লিংক। সেগুলো লিংক রেখে দিলেও পরে আর কাজ করবে কি না কে জানে। 

    অ্যাণ্ডর - "তেড়ে তর্ক" হলেই নিশ্চয়ই কিছু লোক আহত-ব্যথিত হয়ে গুরু ছেড়ে চলে যাবেন। আরও বেশি কিছু শত্রুতা, দোষারোপ বা অন্য ক্ষয়ক্ষতিও হতে পারে, তেমন রাগারাগি হলে। সেটা হয়তো ইনেভিটেবল, কিন্তু ব্যক্তিগতভাবে না হলেই খুশি হবো। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:fb66:925a:35c4:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯530004
  • তর্কের তো কিছু নেই। একদিকে আন্দোলনের সমর্থকরা, অন্য দিকে মেহের আলীরা। সব ঝুট হ্যায়, তফাৎ যাও।
     
    তর্ক হবেই বা কেন? যা হচ্ছে, রাস্তায় হচ্ছে। কোনটা সত্যি, কোনটা মিথ্যে সে বিচার পরে ইতিহাসের পন্ডিতরা করবেন। তবে এটা ঠিক সিঙ্গুর নন্দীগ্রামের সময়েও এত পাবলিক সেন্টিমেন্ট দেখিনি। এই দেখ সরকার সত্যি বলছে, এটা জাস্ট লোকে খাচ্ছে না।
  • &/ | 151.14.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৬530003
  • কত কান্ডই ঘটে যাচ্ছে, কিন্তু কই আপনারা তো সেরকম তেড়ে তর্ক আর করেন না? সেই তৃপবুভূ আমলে যেমন করতেন?
  • kk | 172.58.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৪530001
  • ওপরের ঐ প্যাঁচার বন্ধু পেঙ্গুইনটিকে বড়ই পছন্দ হলো।
  • r2h | 208.127.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৭530000
  • ওহো।
    এটা বিশ্রী ব্যাপার, খুবই লো। এইটুকু গুমটি দোকান ঘর ভাড়ার জন্য অত কিছু করতে হয় নাকি। আর সিকি তো খুব ভালো ভাবেই জানতো গুরুর খরচপত্র কীভাবে চলে, কোত্থেকে আসে। পার্কস্ট্রিট কামদুনি ইত্যাদি সময় তখন গুরুর কাজকর্ম পরিচালনা যারা করতো তাদের কী অবস্থান ছিল, তাতে শাসক দলের সমর্থকদের কী প্রতিক্রিয়া ছিল - সেসবও জানতো। ২০১৪ তে প্রকল্প ভট্টাচার্যের বঙ্গমঙ্গল ছাপা হলো - সেইসময়ের কথাও জানা।
    আর রুজি রুটির সংস্থান - এ নিয়ে আর কী বলবো। খুবই কুরুচিকর।

    যাকগে, কী আর করা যাবে।

    এখনকার যে আন্দোলন ও সচেতনতা, বিপুল মানুষের পথে নামা - এটা খুবই আশার কথা। কিন্তু এই সবই তো ন্যায্য ও সঙ্গত দাবী নিয়ে। এসবের জন্য মিথ্যে স্ল্যান্ডার করার কোন প্রয়োজন তো নেই, বা ফেক খবর টবরের।
    মিথ্যে জিনিসটা টেঁকসই না, এটা একটা সমস্যা (বা সুবিধে)।
  • . | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৬529999
  • কোলকাতা কর্পোরেশনে মেয়র সাহেবের জন্য মেরুদণ্ডং
  • . | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৬529998
  • পিসি দিন তো গেল
    সন্ধে হোলো
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:d8e3:21ce:4231:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০২529997
  • আগে আপনাদের নিজেদের ঝগড়ায় একেবারে আগ্রহ ছিল না। ইদানিং ট্রোলিত হয়ে একটু জানার ইচ্ছা বেড়েছে।
     
    এই ISBN চোর ব্যাপারটা কি? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:d8e3:21ce:4231:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৮529996
  • মব রুলে মমতার কবেই বা আপত্তি ছিল? ২০১১ র আগে মব অর্থে উৎশৃঙ্খল জনতার শাসন চালিয়েছে। আর এখন মব অর্থে ক্রিমিনাল মাফিয়ার শাসন চালাচ্ছে।
     
    তা আরো বড় মব জনতার সমর্থন নিয়ে বাটাম দিচ্ছে। তাতে খেলব না বললে চলবে কেন? খেলা তো সবে শুরু হল।
  • লে ক্যারে | 14.139.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০:২২529995
  • দেখুন একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে মতামত দিয়ে যাই। 
    নানা জায়গাতে সুখ্যাত শুনে অ্যাপল টিভির (গ্রাহক নই) স্লো হর্সের কিচু ট্রেলার দেখলাম। গ্যারি ওল্ডম্যান যথারীতি ফাটিয়ে দিয়েছেন। এবার বাড় খেয়ে বইটা কিনলাম। মানে ঐ সিরিজের প্রথম বইটা। ভালো, কিন্তু ঐ আর কি। মনে হল বইটা ওরকম টেলি সিরিজের জন্যেই লেখা। লে ক্যারে-র কাছাকাছিও নয়, যদিও ঐ জঁরের বই।
  • hihihi | 185.246.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৫529994
  • ISBN চুরি করে বেচতে না পেরে চোরটার ঘটি হারানো অবস্তা তো। laugh
  • ভোলেবাবা | 106.77.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৭529993
  • ইক্কিরে ভাই! গুরুকে গাল দিয়ে চার দিনে মোটে আটটা লাইক...
  • dokan vara | 77.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৮529992
  • কালনিমে | 2402:3a80:1983:84f7:d985:9360:dbef:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৩529991
  • *সবাই একশ টাকা করে দিলেও লক্ষ লক্ষ টাকা উঠে আসা উচিত - হাজার হাজার মানুষ পথে নেমেছে - তা হলে টাকা উঠছে না কেন?
  • কালনিমে | 42.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৯529990
  • এখন মব এমন ক্ষেপে উঠেছে - আবাপ অনুযায়ী আইনজীবিরা কোর্টের মধ্যে বলছে "ধর্ষক সন্দীপের ফাঁসি চাই " - যে অভিযোগ কোথাও ওঠেনি। ভয় হয় কেউ কেউ হয়ত এরপর শারিয়া ল চেয়ে বসবেন - বিচার পাচ্ছে না বলে। 
    আর একটা বিষয় - ছাত্রদের আইনজীবিদের জন্য টাকা তোলা হচ্ছে দেখছি। সবাই যেখানে বিচার চাইছে সোশাল মিডিয়া বা রাস্তায়, সেখানে এটা কি করে হতে পারে? একেবারেই বুঝুভোম্বল ব্যাপার
  • | 2409:40e0:23:afba:8000::***:*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:২৪529989
  • এলসিএম দা, "সেটা বড় কথা নয়" wink
  • lcm | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১৬529988
  • একটু সংশোধন করে দিই... কবিতা নাও হতে পারে, অনুবাদের পরে কবিতা হয়ত হয়ে গেল প্রবন্ধ বা গল্প...
  • &/ | 151.14.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৯529987
  • খুব ভালো হয়, ছিল একটা কবিতা, হয়ে গেল দুটো কবিতা। ঃ-)
  • lcm | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৯529986
  • আমি কবিতা অনুবাদ করতে পারি, কিন্তু অনুবাদের পর সেটা অন্য একটা কবিতা হবে।
  • kk | 172.58.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৮529985
  • মুশকিল হচ্ছে এই সংখ্যাগুলোর বেশির ভাগেই কবিতা আছে অনেক। আর কবিতার অনুবাদ আমার দ্বারা হবার না! খুঁজে বেছে দেখতে হবে শুধু গল্প আছে এমন সংখ্যা যদি পাই।
  • &/ | 151.14.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৬529984
  • পুরোনো সোভিয়েত আমলের যে লেখাপত্রগুলো আসত, সেগুলোতেই শুধু একটু যা মিসোজিনিমুক্ত ফ্লেভার পাই। আর বাকী সবেতে কর্পো-মিসোজিনি দেখি। দুয়েকপাতা এগোতে না এগোতেই বিরক্ত লাগতে থাকে। বিখ্যাত বিখ্যাত সব বিশ্বে প্রচারিত লেখাপত্র... কী আর বলি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত