এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ০৯ জুলাই ২০২৪ ০০:৩৯526522
  • @দ দি, কেকে - থ্যাঙ্ক ইউ। :) হ্যাঁ, সাহস করে একটা কেলেঙ্কারি করে ফেলব এবার। ভয় নেই, তোমাদের/আপনাদের কাউকেই গেয়ে শোনাবো না। (যদি না ভুল করে একসাথে কিঞ্চিত দারুব্রহ্মের সাধনা করে ফেলি, সেক্ষেত্রে অগ্রিম মাপ।)

    @কৌতূহলীঃ আমি দামড়া বয়সে গিটারে টুংটাং করতে শিখেছি বটে, তবে ঐ ইউটিউব দেখে, অর্থাৎ স্বশিক্ষিত। কিছু কিছু বার-শেপের জন্য আঙ্গুল যতটা ব্যাঁকাতে হয় সে আর ব্যাঁকে না, কিন্তু ঐ নেট থেকে কাছাকাছি কিছু দিয়ে অ্যাপ্রক্সিমেট করে বাজিয়ে নিই। আমি তো আর স্টেজে উঠুম না। নিজের কানে নিজের বাজনা শুনে ঐ তো 'বেলা বোস' কি 'বেলা চাও'-এর মত কিছু একটা বাজছে মনে হলেই হোল। 

    আমি ছোটবেলায় আঁকা শিখেছি, বেশ কিছুদিন, কিন্তু আমার তখনও পেন্সিলে আউটলাইন এঁকে, ঐ আকাশে আকাশি আর মাঠে সবুজ আর গাছে কচিকলাপাতা রঙ করতে ভালো লাগতো না, আমার খালি অরণ্যদেবের কার্টুন আঁকতে ভালো লাগতো আর সত্যজিতের বই থেকে নকল করতে। এখনো প্রায় তাইই লাগে, খালি ঐ প্রকৃতির দৃশ্য আঁকার অত্যাচারটা গ্যাছে।

    তবে, বড়ো বয়সে শেখা যায় বলেই মনে হয়। হয়তো কোন মিডিয়াম ভালো লাগছে ইত্যাদি ভালো ধরিয়ে দেওয়ার জন্য কাউকে, ইন-পার্সন বা অনলাইন লাগবে। 
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৫৩526521
  • @&/ 
    মার্ক্স মোদী মমতা বলে একটা বই আছে তো
  • &/ | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৫০526520
  • গান বা বাজনা ইত্যাদি শেখা শুরু করতে হয় গুরুর কোলে বসে। মানে খুব ছোটোবেলায়, তিন-চার বছর বয়সে শুরু করতে হয়।
  • &/ | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৪৬526519
  • ফেবুতে এক বইয়ের গ্রুপে মার্ক্স ও মোদী (বা এইরকমই কোনো নামের) একটা বই দেখে চমৎকৃত হলাম।
  • kk | 172.56.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৪৫526518
  • শার্লক হোমস নন তো? ;-)
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৪৫526517
  • আমারও সামনে বসে শেখারই ইচ্ছে আছে কিন্তু কর্ম সূত্রে বাইরে যেতে হলে সেখানে তো সবসময় টিচার নাও পেতে পারি , তখন হয়তো অনলাইনেই শিখতে হবে।
  • &/ | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৪২526516
  • একটা ভুতুড়ে প্যাটার্নের গল্প পড়লাম। অনলাইন ভায়োলিন ক্লাসে একজন ভূত ছাত্র যোগ দিত, ক্যামেরা অফ করে, কিন্তু অডিও অন করে। খুব ভালো ভায়োলিন বাজাত।
  • &/ | 151.14.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৪০526515
  • আমার এক খুবই ফাজিল আত্মীয় আছেন। কিছু জিজ্ঞেস করলেই বলেন, 'চোখ আর কান খোলা রাখুন।' ঃ-)
  • kk | 172.56.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৪০526514
  • গিটার, কী-বোর্ড এগুলোর অনলাইন লেসন কিনতে পাওয়া যায় জানি। কিন্তু টিচারের সামনে বসে শেখার একটা সুবিধা আছে যে কোথাও অসুবিধে হলে, বা ভুল হলে সেটা তখুনি শুধরে নেওয়া সহজ হয়। অনলাইন লেসনে সেটা কীভাবে করানো হয় তা জানিনা। হতে পারে সপ্তাহে বা মাসে কিছুদিন টিচারের সাথে জুমে মীট করা যায়। যাঁরা এভাবে শিখেছেন বলতে পারবেন।
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৪০526513
  • @দ ম্যাম ,
    গলার সুর ব্যাপারটা অতিকথন কি? কেউ যদি হেঁড়ে গলার হয় বা বেসুরো গলার হয় , তাহলে কি রেওয়াজের ফলে সে ভাল গায়ক হতে পারে? 
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:৩২526512
  • আচ্ছা , গিটার বা ওই জাতীয় বাদ্য যন্ত্র কি কেউ অনলাইনে শেখান ,বা শেখা যায়?
  • kk | 172.56.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:২৯526511
  • মানে 'দেখার চোখ', 'শোনার কান' থাকলে তো খুবই ভালো। কিন্তু না থাকলেও ক্ষতি নেই। প্রথমে কিছু টেকনিক শিখতে হয়। তারপর আস্তে আস্তে অভ্যেস করতে করতে চোখ কান ইম্প্রুভ করতে থাকে। আমার যেটুকু অভিজ্ঞতা আর কী।
  • :|: | 174.25.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:২৬526510
  • তেইশ বাইশ: বিশ্বাসটিই আসল। নিশ্চয়ই হয়ে যাবে। দুজনের জন্যই শুভেচ্ছা রইলো। 
  • kk | 172.56.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:২৬526509
  • ছবি আঁকা, বাজনা বাজানো দুটোই যেকোনো বয়সে শেখা যায়। একটু ধৈর্য্য আর উৎসাহ থাকলেই হলো।
  • :|: | 174.25.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:২৪526508
  • নিশ্চয়ই যায়, ২৩টা সাত। ছবি আঁকার ক্ষেত্রে বোধহয় দেখার চোখ (ফিজিক্যাল হোক বা মেন্টাল) আর বাদ্যযন্ত্রের ক্ষেত্রে মনে হয় শোনার কান -- এগুলি প্রিরিকুইজিট। যাঁরা শিখতে পেরেছেন তাঁরা আরও প্রাণ-জল করে বলতে পারবেন। 
  • | ০৮ জুলাই ২০২৪ ২৩:২২526507
  • উফ জন্মস্য না, 'জন্মায়'
  • | ০৮ জুলাই ২০২৪ ২৩:২২526506
  • 'গলায় সুর' ব্যপারটা নাকি নেহাৎই অতিকথন। কেউ কেউ অতি সুরেলা হয়েই জন্মস্য বটে তবে  সেরকম তো নানা বিষয়ে প্রতিভা নিয়ে অনেকেই জন্মায়। কিন্তু নিয়মিত সাধনায় মোটামুটি একটা গাইবার মত গলা নাকি তৈরী হয়েই যায়। এ সব আমার মামাতো দিদির গানের শিক্ষকরা বলতেন। তা যদুবাবু তো শিখতেই চাইছে। সে হয়েই যাবে। 
     
    আমার যেমনি বীণা বাজানো  শেখার ইচ্ছে ছিল। এখনো হয় নি হয়ত কোনোদিন সেও হয়ে যাবে।
  • কৌতুহলী | 103.249.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:০৭526505
  • ছবি আঁকা বা কোন বাদ্য যন্ত্র(গিটার, সেতার) ৩০ বছর বয়সের পর শেখা যায়?
  • :|: | 174.25.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২৩:০১526504
  • ২২:৫৬ প্রায় ঠিক। কারণ যদ্দুর মনে হয় গলায় সুরও থাকতে হবে টাইপ প্রিরিকুইজিট আছে। আমার মতো একসঙ্গে সাতটি সুর সাম্যবাদের পথে বেরিয়ে এলে চার হোক বা চল্লিশ -- দিল্লী দূর অস্ত! 
  • র২হ | 2601:c6:d200:2600:1491:e83d:d6f2:***:*** | ০৮ জুলাই ২০২৪ ২২:৫৮526503
  • ওহো। এটা তো বেশ আশার কথা শোনা গেল।
     
    তার মানে আমার সংগীতজ্ঞ হওয়া হবে না কেবল আলস্যের কারনে। সে ঠিক আছে।
  • | ০৮ জুলাই ২০২৪ ২২:৫৬526502
  • আমি হেন ঢ্যাঁড়শ যদি ৫৬ বছরে একদম ০ থেকে বা -১০ থেকে শুরু করে সাঁতার শিখে ফেলতে পারি তাহলে ৪০+ তো নেহাৎি কচি ছেলে হে। না পারার কিছুই নেই। একজনের কথা শুনেছিলাম ৫৫তে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে গান শেখা শুরু করে বছর চারেকের মাথায় রীতিমত ফাংশান টাংশানে গান।
     
    শুরু করে দাও জাস্ট।
  • kk | 172.56.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২২:৫২526501
  • ডিঃ মঃ মানে ছিলো "ডিসক্লেমার - মস্করা" :-)
  • যদুবাবু | ০৮ জুলাই ২০২৪ ২২:৪৩526500
  • ডিঃ মঃ কি জিনিষ? আমার-ও চাই। আমি এত বেশি ও বাজে বকি যে পার্মানেন্ট একটা ঐরকম নোটিশ লাগবে। অবশ্য সবটাই ক্লোজ়ড চেনা গ্রুপে। (হুতোদা জানে।) 

    একটা অন্য প্রশ্নঃ গুরুতে তো অনেকেই গান গাইতে পারেন, হয়তো কাউকে শিখিয়েছেন এমন-ও পাওয়া আশ্চর্য নয়।
    তাদের কাছে প্রশ্ন - কেউ কি চল্লিশ পেরুনোর পর গান শিখতে পারেন? মানে স্টেজে উঠে পারফর্ম করবার অভিপ্রায় নিয়ে নয়, বা দূর থেকে ভেসে আসা সুর শুনে রাগ-রাগিণী চিনে ফেলার মত ক্ষমতাও নয়। শুধু এইটুকু শেখা যাতে কোনো আড্ডায় গলা ছেড়ে গেয়ে ওঠার আগে একটু অন্ততঃ কনফি পাওয়া যায়? বা হয়তো একটু পিছনের ব্যাকরণ শেখা যায়? 

    কেন জিজ্ঞেস করছি সে তো বলাই বাহুল্য। জীবনে অজস্র আক্ষেপের মধ্যে একটি এই যে ছোটোবেলায় গান শিখিনি। 
  • র২হ | 2601:c6:d200:2600:1491:e83d:d6f2:***:*** | ০৮ জুলাই ২০২৪ ২২:২২526499
  • কেকে, হ্যাঁ, সে তো একশোবার - আর নেটদুনিয়ার বাইরে, আগে থেকে চেনার ব্যাপারটা - এইটা আমার কাছে একটা মজার ও চেরিশেবল ব্যাপার - আমি মাঝে মধ্যে 'সুকন্যার বয়ফ্রেন্ড' কিওয়ার্ড সার্চ দিয়ে গুরুভাটের ওই পোস্টটা দেখে আসি :D
     
    হ্যাঁ মজা টজা তো ভালো, তার ওপর আমি এমনিতেই লঘু প্রকৃতির লোক, কিন্তু পাছে কেউ রাগ করেন তাই বলে রাখা আরকি!
     
    হ্যাঁ, ডি: ম: টা চলেছিল বেশ কিছুদিন!
  • :|: | 174.25.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২১:৫৬526498
  • ঘটনা। লঘুতা বিষয়ে ২১:৩১-এর অবসার্ভেশনের কথা বলছি। কিন্তু এইরকমটা নতুন না। চক্রবৎ এই ফেজটা আসে। সঙ্গে নিয়ে আসে নতুন টার্মিনোলজিও। একবার এনেছিলো লেখার শেষে জুড়তে হবে ডি:ম:। সব খারাপেরই ভালো দিক থাকে। তাই ভুক্তভোগী হওয়া সত্ত্বেও মনে হয়, থাক বাছারা, আর সকলের সঙ্গেই "রাগের ঝাল গুঁড়ো, ভায়োলেন্সের দম আটকানো ধোঁয়া, এ ওকে খিমচে দেওয়া কামড়ে দেওয়া" -- কেষ্টর জীব বই তো নয়! :)
  • kk | 172.56.***.*** | ০৮ জুলাই ২০২৪ ২১:৩১526497
  • একটা কথা মনে এলো বলছি। লক্ষ্য করলাম হালে দুটো টইতে হুতো লঘুতার জন্য, চাপল্যের জন্য ক্ষমা চেয়েছে ('চেয়েছেন' আর লিখলাম না। হুতোকে সেই কবে থেকে, নেট দুনিয়ার বাইরে থেকেই চিনি। ছোট ভাইয়ের মতই মনে করি)। কিন্তু আমার তো মনে হয় মাঝেমাঝে এই লঘুতাগুলো বরং ভালো জিনিষ। চারদিকে এই এত রাগের ঝাল গুঁড়ো, ভায়োলেন্সের দম আটকানো ধোঁয়া, এ ওকে খিমচে দেওয়া কামড়ে দেওয়া, এইসবের মধ্যে এক দুটো হাল্কা কথা, একটু রসিকতা এগুলো আমার দরকারি জিনিষ মনে হয়। ডিসি আর এলসিয়েমদা'র এই রকম পোস্ট মাঝেমাঝে দু একটা পাই যেগুলো পড়ে মনে হয় এক ঝলক প্রশ্বাস নেবার মত হাওয়া পেলাম। এটা আশা করি যে গুরুতে যাঁরা লেখেন তাঁদের মিনিমাম একটা মানসিক ম্যাচিওরিটি আছে যে এগুলো নিতে পারবেন, লঘুতায় বিরক্ত হবেননা। অবশ্য...অবশ্য বলাও বা কিছু যায়না। আজকাল লোকে এত অল্পেই রেগে ওঠে! যাহোক, নিজের মনে হওয়া জানালাম, সময় বাড়তি বলে। কারুর ভিন্নমত থাকতেই পারে।
  • PRABIRJIT SARKAR | ০৮ জুলাই ২০২৪ ১৯:৫৮526496
  • ফ্রান্সে দক্ষিণ পন্থী রা হৈ হৈ করে ক্ষমতা পেয়ে যাবে বলে ম্যাকর বামদের সঙ্গে জোট বেঁধে ওদের ঠেকিয়ে দিয়েছে। এদেশে কং বাম সেটা করতে পারেনি।
  • যোষিতা | ০৮ জুলাই ২০২৪ ১৯:২১526495
  • অনেক দেশেই জন্ম-মৃত্যু-বিবাহ-ডিভোর্স সংক্রান্ত নথি মিউনিসিপাল কর্পোরেশনের অফিসে থাকে। সেন্ট্রালাইজড ডেটাবেস না থাকলে তো বাইগামী বা পলিগামী সহজেই হতে থাকবে।
  • যোষিতা | ০৮ জুলাই ২০২৪ ১৯:১৭526494
  • ম্যারেজ রেজিস্ট্রার তো অসংখ্য। ডিভোর্সের জন্যও কোনও ডেটাবেস নেই? ডিভোর্স জিনিসটা ভারতে কোর্টে হয় না? 
  • পাপাঙ্গুল | ০৮ জুলাই ২০২৪ ১৬:৫২526493
  • ব্রিটেনে লেবার জেতার ফলে ফরাসিরা রাতারাতি মন বদলে ফেলল কিনা সেটা একটা প্রশ্ন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত