এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১৮ জুন ২০২৪ ০৮:১৭526099
  • উঁচু লেভেলে উঠলে বোধ হয় মনটা চতুর্মাত্রায় চলে যায়। তাই অমন আনন্দ হয়। ঃ-)
  • আনন্দম | 173.62.***.*** | ১৮ জুন ২০২৪ ০৮:১৫526098
  • ব্রহ্মলাভ ও ঈশ্বরলাভ সমার্থক বলেই আমার ধারণা ছিল। এবং, যদ্দূর জানি, তাঁকে পাওয়া গেলেই ঐ চিরস্থায়ী আনশেকেবল আনন্দ হয়। 
    কেবল তেনার ডেফিনিশানটাই কোনদিন পরিষ্কার হল না!  তাই আগাম সাবধানবাণী দিয়ে রেখেছি যাতে না বলে দেন - উনাকে পেলেই সব পরিষ্কার হয়ে যাবে - এরকম ধাঁধালো উত্তর যেন না দেন! 
    (বাই দ্য ওয়ে, ফুটিচার সাহেবের বলা আনন্দের লেভেল থিওরি কিন্তু পুরোদস্তুর মানি) 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:432d:2aa:***:*** | ১৮ জুন ২০২৪ ০৮:০০526097
  • অমৃতের আনন্দের একমাত্র তুলনা জিলিপি। 
  • &/ | 151.14.***.*** | ১৮ জুন ২০২৪ ০৭:৫১526096
  • অমৃত, মশাই, সে একেবারে অমৃত। সে আনন্দের তুলনা কোথায়? ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:50c7:c0e9:22fb:***:*** | ১৮ জুন ২০২৪ ০৬:১৪526095
  • আহা কী আনন্দ আকাশে বাতাসে - এইটে বোধায় চূড়ান্ত আনন্দের কাছাকাছি কিছু :-)
  • kk | 172.58.***.*** | ১৮ জুন ২০২৪ ০৬:০৮526094
  • কিন্তু চূড়ান্ত আনন্দ কি ঈশ্বরলাভের আনন্দ নাকি? ফুটিচার যে বলেছেন টোটাল ইন্ডিপেন্ডেন্ট আনন্দ? আমারও তাইই ধারণা ছিলো। যে আনন্দের জন্য কোনো কারণ, কোনো শর্ত লাগেনা। সেইজন্যই এই আনন্দ কোনোকিছুতে নাড়াও খায়না। আনকন্ডিশন্যাল, আনশেকেবল আনন্দ। তাই নয়?
  • ar | 71.174.***.*** | ১৮ জুন ২০২৪ ০৬:০৮526093
  • ব্লক করে দেওয়ার আগে দেখে নিন!!

    Spies, secrets and threats: How the Modi regime targets people overseas | Four Corners
  • dc | 2402:e280:2141:1e8:50c7:c0e9:22fb:***:*** | ১৮ জুন ২০২৪ ০৬:০১526092
  • *সাবজেক্টিভ 
  • dc | 2402:e280:2141:1e8:50c7:c0e9:22fb:***:*** | ১৮ জুন ২০২৪ ০৬:০০526091
  • না, ধর্মের ভাট বলবো না, সবারই নিজের নিজের মত বা ওয়ার্ল্ড ভিউ থাকতে পারে। তবে ব্যাপারটা মনে হয় খানিকটা সবজেক্টিভ। তবে চার ডট পেটুকানন্দের কথা উল্লেখ করলেন না দেখে একটু দুঃখ পেলাম। সবার চেয়ে সেরা আনন্দ হলো পেট ভর্তি করে খেয়ে আনন্দ :-)
  • আনন্দম | 173.62.***.*** | ১৮ জুন ২০২৪ ০৫:৪৭526090
  • আমার বক্তব্যটা বলেই যাই টইতে। 
     
  • আনন্দম | 173.62.***.*** | ১৮ জুন ২০২৪ ০৫:৪৫526089
  • ডিঃ কিছু বোল্ড করতে চাই নি! ঐটি অগ্রাহ্য করবেন। 
  • আনন্দম  | 173.62.***.*** | ১৮ জুন ২০২৪ ০৫:৪৪526088
  • @:|:, 
    এইটে একটু বেশি টেকনিকাল হয়ে গেছে, আর ধর্মে অ্যাপাথি থাকা লোক তো প্রথমেই ধর্মের ভাট বলে কাটিয়ে দেবে!  হিন্দুশাস্ত্রের বইপত্তরের এইটে ভয়ানক সমস্যা! 
    In fact, চূড়ান্ত আনন্দ জিনিষটা কি আপনি একটু ব্যাখা করতে পারেন? একটা বানী পড়েছিলাম - ঈশ্বরলাভের আনন্দ তো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, সবচেয়ে কাছাকাছি তুলনা হল সহবাসের আনন্দ!   আশা করব এইরকম কিছু বলবেন না! 
     
     
  • :|: | 174.25.***.*** | ১৮ জুন ২০২৪ ০৩:২৭526087
  • ১৮ জুন ২০২৪ ০২:২৭-- না। ধ্যানের আনন্দ আর বিষয়ে আনন্দ আলাদা। রবীন্দ্রসঙ্গীত শুনে যাঁর আনন্দ হয় শুনতে না পেলে তাঁকে আনন্দ কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু ধ্যানের আনন্দ নিজের মধ্যে। যেখানেই যাবে সেখানেই পাবে। 
    আনন্দের স্তর বিভাগ আছে। লোয়েস্ট লেভেল আপনার উদাহরণের বিষয়গুলি। সকলের জন্যই বিষয়ানন্দ। আপনি যেমন শান্তির কথা বলেছেন। এই ​​​​​​​সুপারফিসিয়াল টেম্পোরারি ​​​​​​​আনন্দকে চিরস্থায়ী ​​​​​​​এবং গভীরতর ​​​​​​​করার ​​​​​​​জন্য কেউ ​​​​​​​কেউ ​​​​​​​সাধনার ​​​​​​​পথে ​​​​​​​এগিয়ে ​​​​​​​আসেন। ​​​​​​​তাঁদের ​​​​​​​সাধন পথ ​​​​​​​অনুযায়ী ​​​​​​​সেকেন্ড ​​​​​​​লেভেল ​​​​​​​আনন্দে ​​​​​​​উত্তীর্ন ​​​​​​​হবার চেষ্টা ​​​​​​​করেন। 
    যেমন ধ্যানানন্দ (যোগ মার্গীদের জন্য) বা ভজনানন্দ (ভক্তি মার্গীদের জন্য) অথবা বিদ্যানন্দ (জ্ঞানমার্গীদের জন্য)। সব পথের শেষে যে চূড়ান্ত আনন্দ সেইটেই টোটাল ইন্ডিপেন্ডেন্ট আনন্দ -- দর্শনের ভাষায় যাকে বলে ব্রহ্মানন্দ। 
    লঙ লঙ ওয়ে টু গো ...
  • &/ | 151.14.***.*** | ১৮ জুন ২০২৪ ০৩:১৩526086
  • কী আশ্চর্য ! প্রশান্ত অশান্ত কবিতাটার নামও ধ্যান! র‌্যান্ডম লাইন তুলেছিলাম, খুঁজতে গিয়ে দেখি এই। ঃ-)

    ধ্যান
    -রবীন্দ্রনাথ ঠাকুর

    নিত্য তোমায় চিত্ত ভরিয়া
    স্মরণ করি,
    বিশ্ববিহীন বিজনে বসিয়া
    বরণ করি;
    তুমি আছ মোর জীবন মরণ
    হরণ করি।
    তোমার পাই নে কূল--
    আপনা-মাঝারে আপনার প্রেম
    তাহারো পাই নে তুল।
    উদয়শিখরে সূর্যের মতো
    সমস্ত প্রাণ মম
    চাহিয়া রয়েছে নিমেষ-নিহত
    একটি নয়ন-সম--
    অগাধ অপার উদাস দৃষ্টি,
    নাহিকো তাহার সীমা।

    তুমি যেন ওই আকাশ উদার,
    আমি যেন ওই অসীম পাথার,
    আকুল করেছে মাঝখানে তার
    আনন্দপূর্ণিমা।
    তুমি প্রশান্ত চিরনিশিদিন,
    আমি অশান্ত বিরামবিহীন
    চঞ্চল অনিবার--
    যত দূর হেরি দিক্‌দিগন্তে
    তুমি আমি একাকার।
  • &/ | 107.77.***.*** | ১৮ জুন ২০২৪ ০২:৩১526085
  • "তুমি প্রশান্ত চিরনিশিদিন / আমি অশান্ত  বিরামবিহীন'
  • dc | 2402:e280:2141:1e8:80e0:1d06:a1e3:***:*** | ১৮ জুন ২০২৪ ০২:২৭526084
  • ব্ল্যাক সাবাথ তো একটা উদাহরন :-) কারুর লেড জেপ শুনলে প্রশান্তি আসে তো কারুর রবীন্দ্রসঙ্গীত, কারুর পায়েস খেয়ে প্রশান্তি আসে তো কারুর টেনিস খেলে, কারুর পাহাড়ে ঘুরতে গেলে প্রশান্তি আসে তো কারুর মাইন্ডফুল মেডিটেশান করলে। এগুলোর কোনটাই প্রত্যক্ষ বা পরোক্ষ কিছু না, যার যাতে প্রশান্তি আসে তার তাতেই আনন্দ। 
  • :|: | 174.25.***.*** | ১৮ জুন ২০২৪ ০০:৪০526083
  • ১৭ জুন ১৫:৪৬: আপনার প্রশান্তিটা ব্ল্যাক সাবাথ ডিপেন্ডেন্ট। পরোক্ষ। ধ্যানের মেট্ৰোনাম-শান্তি প্রত্যক্ষ। বর্তমান ভাষায় আতমোনির্ভর। 
  • | ১৭ জুন ২০২৪ ২০:১৪526082
  • একটা অপদার্থ রেলমন্ত্রী একটা মিথ্যেবাদী সরকার পরের পর মিথ্যে বলে যায়। কোন ট্রেন ঠিক সময়ে চলে না, ৩-৫ ঘন্টা লেট স্বাভাবিক ঘটনা। ১৬-১৮ ঘন্টা লেট হামেশা হচ্ছে।  IRCTC একটা চোরের আড়ত। সমানে বেশী দাম প্রায় ডাবল দাম নেবার চেষ্টা করে খাবারের। ট্যুইট করলে এসে পায়ে পড়ে আর ঠিক দাম নেয়। এত যে ট্যুইট হচ্ছে প্রতিদিন পিএনআর নাম্বার দিয়ে, কই ওভারচার্জিং তো কমছে না। কমছে না তার কারণ এই ওভারচার্জিঙের টাকার ভাগ একদম ওপরের লেভেল অবধি যায়। 

    এই এতকিছুর পরে এইভাবে প্রতি বছর একটা করে দুর্ঘটনা ঘটবে যেখানে অসহায় কিছু মানুষ কিছু বোঝার আগেই লাশ হয়ে যাবে আর নির্লজ্জ মন্ত্রী এসে সেজেগুজে টিভিতে বাইট দেবে। জনগণকে বোঝাবে চালক বা গার্ড সিগনাল উপেক্ষা করেছে। বেমালুম চেপে যাবে যে একাধিক  সিগনাল খারাপ ছিল।  ফান্দে ভারত আর বুলেট ট্রেনের ধাপ্পাবাজিতে রেলের ইনফ্রা চুলোয় গেছে। 

    অবশ্য বেনারসের রুদালি এসে ক্যামেরার সামনে একটু কেঁদেও নিতে পারে।
  • b | 117.194.***.*** | ১৭ জুন ২০২৪ ১৮:৪৫526081
  • *এক্সপ্রেস 
  • b | 117.194.***.*** | ১৭ জুন ২০২৪ ১৮:৪৪526080
  • ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্স্প্রেসে  অ্যাক্সিডেন্ট  হয়েছে, মূলতঃ পিছনের দুটো কামরা (জেনেরাল বগি ) তেই হতাহত সর্বাধিক মনে হচ্ছে । 
  • একক | ১৭ জুন ২০২৪ ১৭:২১526079
  • হ্যাঁ, মডেল টা জরুরী। তাইলে বাইরে থেকে ইন্ডিউস করা যাবে। তবে না কাজের কাজ। 
  • dc | 2402:e280:2141:1e8:6567:3b12:1f1f:***:*** | ১৭ জুন ২০২৪ ১৭:০৭526078
  • অরিন্দমবাবু, এভাবে উত্তর পাওয়া যাবে বলে মনে হয় না :-) মাইন্ডফুল মেডিটেশান নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা চলছে দেখেছি, তবে যতোদিন না আরও অনেক আরসিটি পাবলিশ হচ্ছে, থিওরেটিকাল মডেল বেরোচ্ছে, ততোদিন আমি স্কেপটিক থাকবো। মেডিকাল সায়েন্সের ইতিহাসে বহু হিট আর বহু মিস আছে আপনিও জানেন। তবে আপনি লিখতে থাকুন, আমরা সবাই পড়বো আর আলোচনায় অংশ নেবো। 
  • একক | ১৭ জুন ২০২৪ ১৬:০১526077
  • যা বলেচো!  আমার লেড জেপের কাশ্মির শুনলে হয়। এগুলো মেডিটেটিভ এফেক্ট দেয় তো! 
     
    কিন্তু ধরো একজন ধ্রূপদী গায়ক,  সকাল থেকে রাত ভেতরে নোম তোম চলচে। ইদিকে, রাস্তায় বেড়িয়ে চা অলার সঙ্গে মেজাজ হারিয়ে ফেল্লো। তাহলে কী সে ধ্যানের ফল পায় নি?  
     
    সীমিত ক্ষেত্রে পেয়েচে। সার্বিক পেতে হলে এবস্ট্রাকট হতে হয়। আমাদের ফাঁকিবাজ শিরোমণি রামকেষ্টবাউ অবিশ্যি, জুগার বাতলেচেন : রাজার কাছে কাপড়া-রুপিয়া চাওয়া যাবে না। তাহলে সস্তার ভেলকি ও সা চাতুরী তে কনভার্ট করে যাবে। সে যাদের ধাতে পোষায় তারা করে। আমি নিজে ধ্যানের সঙ্গে ধর্ম জড়াই ন্যাহ্ 
  • অরিন | ১৭ জুন ২০২৪ ১৫:৫৬526076
  • "তবে এই চক্করে প্রচুর লোক বিশ্বব্যাপী ধূপকাঠির ব্যাবসা খুলে সেইটেকেই সার করেচে। লোকে তাই স্কেপ্টিক থাকে। "
     
    সেইটাই তো হয়েছে মুশকিল । 
     
  • অরিন | ১৭ জুন ২০২৪ ১৫:৫৩526075
  • স্কেপ্টিসিসিম তো ঠিক আছে, dc , খুবই স্বাভাবিক, হবে নাই বা কেন?
     
     
    আপনি যে প্রশ্নগুলো রেখেছেন, সেগুলোর চটজলদি উত্তর দেওয়া প্রায় অসম্ভব, তার কারণ, mindfulness ব্যাপারটা তো ঠিক একটা রাসায়নিক "বস্তু" ধরণের কিছু নয়, বা একটা হাতে ধরার মতন জিনিস নয় । এর আরেকটা সমস্যা হচ্ছে (সমস্যা ঠিক নয়, তও ধরে নিন), যে ব্যাপারটা ওপর ওপর খুব সহজ, কিন্তু যে এফেক্টগুলো দেখা যায় (উদ্বেগ কমে যাওয়া, ব্রেন এ বেশ কিছু নেটওয়ার্ক এর পরিবর্তন, ব্রেন এ cortical thickness বেড়ে যাওয়া ), এগুলো কেন হয়, এর causal মেকানিসম  কি? 
    মুশকিল হচ্ছে আপনি যদি "mechanism " এর কথা বলেন, এক কথায় উত্তর দেওয়া উচিত, "কেউ ঠিক ঠিক  জানে না ", কিন্তু জানে না মানে যে ব্যাপারটা জালি, তা নয় । 
    এফেক্ট সাইজ, জেনেরাইজেবিলিটি যদি বলেন, ধরে নিচ্ছি আপনি health effects  এর কথা বলছেন । এইগুলো নিয়ে মোটামুটি জানা আছে । 
    সেগুলো নির্ভর করে কি ধরণের অসুখ নিয়ে জানতে চান তার ওপর । anxiety, depression, mood disorder, stress এইসব ক্ষেত্রে খুব ভালো কাজে দেয় । ধরুন যদি distress দেখেন, তো সিস্টেমেটিক রিভিউ / মেটা Analysis (Individual  patient data based মেটা-analysis ) থেকে দেখা যাচ্ছে 
    " The primary outcome was psychological distress (unpleasant mental or emotional experiences including anxiety and depression) at 1 to 6 months after program completion. Data were checked and imputed if missing. Pairwise, random-effects, two-stage IPD meta-analyses were conducted. Effect modification analyses followed a within-studies approach. Stakeholders were involved throughout this study. Fifteen trials were eligible; 13 trialists shared IPD (2,371 participants representing 8 countries. In comparison with passive-control groups, MBPs reduced average distress between 1 and 6 months post-intervention with a small to moderate effect size (standardized mean difference, −0.32; 95% confidence interval, −0.41 to −0.24; P < 0.001; no heterogeneity). Results were robust to sensitivity analyses and similar for the other timepoint ranges. Confidence in the primary outcome result is high. We found no clear indication that this effect is modified by the pre-specified candidates. Group-based teacher-led MBPs generally reduce psychological distress among volunteering community adults. More research is needed to identify sources of variability in outcomes at an individual level."
     
     
    এফেক্ট খুব বিশাল  কিছু নয়, সেটাই হবার কথা, এ তো ম্যাজিক নয়  । ২০০০ লোকের ওপর করা, ৮ টা দেশে (আমেরিকা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, চিলি, কানাডা , নেদারল্যান্ডস , ইউকে, তাইওয়ান ), জেনেরাইজেবিলিটি নিয়ে সমস্যা থাকার কথা নয় । এটা একটা সাম্প্রতিক meta analysis , এরকম আরো আছে । চিকিৎসায় এর থেকে অনেক weaker evidence নিয়ে প্রচুর অসুখের চিকিৎসা চলে । 
     
    কিছুটা উত্তর পাওয়া গেলো কি? 
     
     
  • dc | 2402:e280:2141:1e8:9cd6:7a6d:f440:***:*** | ১৭ জুন ২০২৪ ১৫:৪৬526074
  • আমার তো ব্ল্যাক সাবাথ শুনলে ওরকম মেট্রোনোমের মতো প্রশান্তি আসে laugh
  • একক | ১৭ জুন ২০২৪ ১৫:৪৩526073
  • মেডিটেশনে করটিসোল কমে, এরকম স্টাডি একাধিক দেখেচি। সেসব কতটা ভরসাযোগ্য তা বোঝার মত বিদ্যে আমার নাই। 
     
    তবে যোগা র মতই ধ্যান ও, দিনে কয়েক মিনিট বা ঘন্টা মাদুর পেতে করার জিনিস নয়। সিস্টেমে নিয়ে নিতে হয়। সরবদা ভেতরে চলতে থাকা মেট্রোনোম এর মত ব্যাপার আর কী।  কিছুই না এমনিতে - যাস্ট তালে রেখে দিচ্চে। হয়তো দেখে মনে হচ্চে কী স্পীডে বাজাচ্চে রে ভাই, এই বুঝি ভুল যায়গায় আঙুল পড়ে যাবে!!  কিম্বা হয়তো আর পাঁচটা লোকের মতই তেড়েমেড়ে বাজারের মাঝখানে ঝগড়া  করচে যোগী। কিন্তু ভেতরে অশান্তি নাই। কারণ অই মেট্রোনোম।  যা বাজচে তালে বাজচে। সেজন্যেই প্রথমদিকে মাদুর।  ধূপ দীপ।  
     
    তবে এই চক্করে প্রচুর লোক বিশ্বব্যাপী ধূপকাঠির ব্যাবসা খুলে সেইটেকেই সার করেচে। লোকে তাই স্কেপ্টিক থাকে। 
  • dc | 2402:e280:2141:1e8:9cd6:7a6d:f440:***:*** | ১৭ জুন ২০২৪ ১৫:১৪526072
  • অরিন্দমবাবু, ধ্যান বা মেডিটেশান নিয়ে বেশ খানিকটা স্কেপটিসিজম আমারও আছে। অ্যান্টিপ্যাথি আরও স্ট্রং ফিলিং, অতোটা বোধায় নেই, তবে স্কেপটিসিজম আছে। (অ্যান্টিপ্যাথি আছে জ্যোতিষি, হোমিওপ্যাথি, রিলিজিয়ন ইত্যাদির জন্য)। তার কারন আমি র‌্যাশনালিস্ট, কোন কিছুর মেকানিজম আমার কাছে পরিষ্কার না হলে আমি সে নিয়ে সংশয়ে থাকি। আর ধ্যান ব্যাপারটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু আছে কিনা, থাকলেও তার এফেক্ট সাইজ কি, সেটা জেনারালাইজেবল কিনা, সেসব নিয়ে কোন পরিষ্কার আউটকাম এখনও দেখা যায় নি। ধ্যান বলতে ​​​​​​​আপনি যে ইন্টারভেনশানের ​​​​​​​কথা ​​​​​​​বলছেন ​​​​​​​(বা ​​​​​​​অন্য ​​​​​​​অনেক ​​​​​​​রিসার্চ ​​​​​​​টিম ​​​​​​​যেটা ​​​​​​​বলছেন) সেটা ​​​​​​​না ​​​​​​​করেও ​​​​​​​মানসিক শান্তি ​​​​​​​আসতে ​​​​​​​পারে ​​​​​​​কিনা, ​​​​​​​সেসব ​​​​​​​নিয়েও ​​​​​​​মনে ​​​​​​​হয় ​​​​​​​কোন ​​​​​​​লং ​​​​​​​টার্ম ​​​​​​​স্টাডি ​​​​​​​হয়নি। তাই ধ্যানের টইতে ক্রিটিকাল মন্তব্য আসবেই। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনার লেখাটা পুরো হয়ে গেলে মন্তব্য করবো, তবে অন্যরা তার আগেই কমেন্ট লিখতে শুরু করে দিয়েছেন। 
  • অরিন | ১৭ জুন ২০২৪ ১৪:০০526071
  • সমরেশবাবু, আপনার কথাটা মনে ধরেছে । ঠিক বলেছেন ।
     
    এমনিতে খুব একটা মাথা ঘামানোর কিছু নেই,  আমি ভাবছি অন্য কথা । আমি বোঝবার চেষ্টা করছি meditation কে কেন্দ্র করে এদের এইরকম সাংঘাতিক antipathy র কারণ টা কি? আমার চারপাশের পাশ্চাত্যের মানুষের মধ্যে একটা কৌতূহল আছে, যার জন্য নিউরোসায়েন্স ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে দেখার এতো উৎসাহ । একেকবার মনে হয়  ভারতে মনে হয় এতো ভন্ড সাধুর উৎপাতের কারণে  ধ্যান কথাটা শুনলে অনেকে রেগে ওঠে, সেটা যে একটা সিরিয়াস চিন্তাভাবনা গবেষণারও বিষয় হতে পারে, ব্যাপারটা আর মনে প্রবেশ করে না । 
     
    অথচ জনারণ্যের  অলক্ষ্যে দেখুন কত মানুষ সাধনা করে চলেছেন, এগুলো কিন্তু এক ধরণের গবেষণা , সে কোথাও প্রকাশিত হোক না হোক । প্রকাশিত না হলে আমাদের মতো কিছু লোকের ক্ষতি, তা সে আর কি করা যাবে?
     
    যার জন্য আপনার বর্ণিত নিউরোলজিস্ট ভদ্রলোকের ব্যাপারটা আমার এতো মনে ধরেছে । এই যে মানুষটার আপন  মনের গভীরে যাত্রা, এ যারা পারে, তারা পারে । এই লেখাটার সূত্রপত সেই কাহিনীটা থেকেই  বলতে পারেন, তারপর তো ওই নিয়ে কেকে আর &/ এর উৎসাহ ছিলই  । আমার ইদানিং  যন্ত্রের মধ্যে "মানুষ" এর যমজ তৈরির প্রোগ্রামিং এর প্রজেক্টের কাজ করতে করতে ভাবছিলাম এটা নিয়ে, যেখান থেকে বাংলায় লেখার সূত্রপাত, অনেকটা ইংরিজিতে যাকে বলে "thinking  out loud " । 
  • সমরেশ মুখার্জী | ১৭ জুন ২০২৪ ১৩:২১526070
  • অরিনবাবু,


     
    ভাটে আপনার আজকের উপরোক্ত মন্তব্য প্রসঙ্গে নীচের স্ক্রিন শটটি রাখলাম। এই মন্তব্য আপনি করেছি‌লেন আমার  - “মুক্ত বন্দী শালায় কিছুক্ষণ”  ব্লগের প্রথম পর্বে।


     
    আপনার ঐ ধ‍্যান ও স্নায়ুবিজ্ঞান সংক্রান্ত লেখাটির ট্রিগার‌ও আমার অনসূয়া দেবী যাত্রা‌র ওপর লেখার অন্তিম পর্বে কেকের মন্তব্য। আপনার মতো বিচক্ষণ, স্থিতধী মানুষের পক্ষে কিছু পাঠকের মন্তব্যের জবাব দিয়ে সময়, মুড, এনার্জি‌, ফোকাস নষ্ট না করাই ভালো। “কমেন্ট” অফ করলে পাঠকেরা মিথস্ক্রিয়া করবে কী করে? কিছু উল্লেখযোগ্য মন্তব্য, ইনপুট‌ও তো এসেছে। কমেন্ট অফ করলে তাও তো আসবে না। তাই আমার অনুরোধ, যা কেকে‌ও বলেছেন, আপনি এসব মন্তব্যে বিক্ষিপ্ত, বিক্ষুব্ধ না হয়ে যা লিখতে চাইছেন লিখুন। ভালো থাকবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত