এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুন ২০২৪ ০০:০৪525139
  • দেশভাগ যদি অনিবার্য ছিল বলেও মেনে নিই, যেখানে যিনি পরিবার নিয়ে ছিলেন ইচ্ছেমতো, সেখানে থাকতে দিলেই সবচেয়ে ভালো হত। সবাইকে জোর করে এদিক ওদিক পাঠানোর মানে কি। ভারতে আসলে চিরকালই সংবেদনশীলতার ভীষন অভাব এবং লাভ আর হেটের মাঝামাঝি কোনো অবস্থান নেই। 
  • &/ | 151.14.***.*** | ০১ জুন ২০২৪ ০০:০০525138
  • পূর্ব পাকিস্তানেও, এমনকি বর্তমান বাংলাদেশেও চলছে। সেই অতীতের সাতচল্লিশে না, এমনকি এই বর্তমানেও। জোর করে, কৌশলে সম্পত্তি দখল, প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে দেশত্যাগে বাধ্য করা...
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:5b8a:3b06:***:*** | ৩১ মে ২০২৪ ২৩:৫৮525137
  • গুগলের জেমিনাই, আর এমএস আর আপেলের চ্যাট জিপিটি। 
  • | ৩১ মে ২০২৪ ২৩:৫৫525136
  • "পাকিস্তানে (বিশেষতঃ পশ্চিম পাকিস্তানে ) সংখ্যালঘুর ওপর অত্যাচার - খুন, ধর্ষণ, জোর করে ধর্মান্তর, সম্পত্তি দখল ইঃ ১৯৪৭ এর পরেও অব্যাহত থেকেছে " 
    - উঁহু শুধু পাকিস্তানে তো নয়, ভারতেও সমানেই চলেছে ৫২-৫৩ পর্যন্ত।  বহু মুসলমান যারা পাকিস্তানে যেতে চায় নি তাদের ঘরবাড়ি লুটে মেয়েদের ধর্ষণ করে যেতে বাধ্য করা হয়েছে।  সেন্ট্রাল প্রভিন্সের পুলিশের সক্রিয় সহায়তায় হয়েছে। আনিস কিদওয়াই  আর সুভদ্রা যোশী বারেবারে ছুটে গেছেন কখপ্নো নেহেরু কখনো প্যাটেল। নেহেরু স্টেপ নিয়েওছেন। কিন্তু অত্যাচারের তুলনায় সে সামান্যই। 
    আনিস কিদওয়াই এর মেমোয়ার্স দেখুন। পাকিস্তানের সলমন রশিদের মেমোয়ার্স দেখুন। 
     
    ষষ্ঠ পান্ডবের ঠাকুর্দাকে কুচিয়ে কেটে রেখেছিল হাওড়ায়, ফলত পরিবারটিকে পূর্ব পাকিস্তানে যেতে হয়। গুরুতেই আছে তো সেই লেখাটা। 
  • r2h | 192.139.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৫৪525135
    • aranya | ৩১ মে ২০২৪ ২৩:৩৬
    • গুরু দেশ ভাগকে সমর্থন করছিলেন (অন্তত আমি ত তাই বুঝলাম, যদি না শয়তানের উকিল হয়ে থাকেন )। 
      ...
      দেশ ভাগকে সমর্থন করে ভয়েস আসুক। তবে তার কাউন্টার, এই দেশভাগ কতটা ভয়াবহ, সে মতও থাকবে 
     
    সমর্থন করার তো প্রশ্নই নেই। কেউ ঐ ম্যাসাকারকে সমর্থন করলে আমি তাকে উন্মাদ বা শয়তান বলবো।

    তবে দেশভাগ মানেই তো তা না, তত্বগত ভাবে দেশভাগ সমর্থন করে সেটাও হয়তো একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হতে পারতো। রাতারাতি র‌্যাডক্লিফ লাইন না হলে, যথেষ্ট সময়, আলোচনা হতে পারলে সেটা ভালোভাবেও হতে পারতো।

    আমার মতে সেসব কিছু না হলে সব থেকে ভালো হত - পরিস্কার ও স্পষ্ট অবস্থান।
     
    গুরু বলেছেন আজকের ভারতে সংখ্যালঘুদের অবস্থা দেখে সেই সময় সংখ্যালঘুদের নেতাদের কনসার্ন ভ্যালিড।
    সেটা নিয়ে কী মনে হয়?
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ মে ২০২৪ ২৩:৫৪525134
  • এদিকে গুগল তো প্রচুর টাকা দিত অ্যাপলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার জন্য। এবার ওপেন এআই ও তো ওয়েব ব্রাউজার আনছে। তারাই জাঁকিয়ে বসবে হয়তো অ্যাপল জুড়ে।
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৫২525133
  • এই গুরুচন্ডালির কোর কমিটিও খুব আপেল খান শোনা যায়।
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৫২525132
  • একটা বছরকে বেঞ্চমার্ক ধরুন, ১৯২৪। লাহোর প্রস্তাব আসতে আরও ১৬ বছর বাকি।
     
    ওই বছরের ৪ মে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লিগের সভাপতির অভিভাষণে জিন্না বলেন, "স্বরাজ অর্জনের এক অপরিহার্য শর্ত হল হিন্দু ও মুলমানদের মধ্যে রাজনৈতিক ঐক্য... আমি এই ক্থা বলতে চাই যে, যেদিন হিন্দু ও মুসলমান মিলিত হবে সেইদিনই ভারতবর্ষ ঔপনিবেশিক স্বায়ত্তশাসন পাবে।"
     
    একই বছরের ১৪ ডিসেম্বর ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় লালা লাজপত রাই ঘোষণা করেন, "Under my scheme the Muslims will have four Muslim States: 1) The Pathan Province or the North-West Frontier 2) Western Punjab 3) Sindh and 4) Eastern Bengal. If there are compact Muslim communities in any other part of India, sufficiently large to form a province, they should be similarly constituted. But it should be distinctly understood that this is not a united India. It means a clear partition of India into a Muslim India and a non-Muslim India."
     
    বেলেঘাটায় অবস্থানরত গান্ধী একেবারে শেষ পর্যায়ে আবুল হাশিমের কাছে স্বীকার করেছিলেন যে এর চেয়ে জিন্নার ১৪ দফা দাবি মেনে নেওয়া অনেক যুক্তিযুক্ত হত। কাজেই জিন্নাকে ওই রাস্তায় ঠেলে দেওয়া হয়েছিল। তাঁর পেছনে ছিল ইস্পাহানিদের গোষ্ঠীস্বার্থ, কংগ্রেসের পেছনে ছিল বিড়লাদের শ্রেণিস্বার্থ। তাতে কোটি মানুষের প্রাণ গেল নাকি তাঁরা দেশ ছাড়তে বাধ্য হলেন - তাতে দুই দলের কিছুই যায় আসেনি।
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৫১525131
  • ডিসি, আপেল জিনিসটাই অতি রহস্যজনক। ইভ খেলেন আদম খেলেন, দুম করে পড়লেন দুনিয়ায়। নিউটন আপেলতলায় বসে দুম করে মাধ্যাকর্ষণ ধরে ফেললেন। রহস্য, রহস্য। এখন আবার এই আপেল কোম্পানি।
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৪৭525130
  • নেহরু নিজে নাকি কাশ্মিরী পন্ডিতদের বংশধর অর্থাৎ কিনা আপন লোক, ঘরের ছেলে। সেই লোক এই আপনদের জন্য এ কীরকম করলেন! ওঁরা মানে ওই উচ্ছেদ হওয়া মানুষগুলো কীরকম ফীল করেন তাঁদের ঘরের ছেলের কাজে, কেজানে!
  • dc | 2402:e280:2141:1e8:b52b:29af:d4e5:***:*** | ৩১ মে ২০২৪ ২৩:৪৭525129
  • এও দেখুন, ওপেনএআই অ্যাদ্দিন মাইক্রোসফটের সাথে স্ট্র‌্যাটেজিক পার্টনারশিপে ছিল, মাইক্রোসফট তো তাদের ভরসায় কোপাইলটও লঞ্চ করে ফেললো। এদিকে এখন শোনা যাচ্ছে আপেলও নাকি ওপেনএআই এর সাথে কথাবার্তা বলছে। এর পর হয়তো সিরি ও চ্যাটজিপিটিকে ফলো করবে। ভারি রহস্যজনক সব ব্যাপার। 
  • aranya | 2601:84:4600:5410:d3d:375d:cebf:***:*** | ৩১ মে ২০২৪ ২৩:৪২525128
  • 'দেশভাগের  মত বিশাল ম্যাসাকারএর অনেকগুলো লেয়ার' - ঠিক কথা 
  • | ৩১ মে ২০২৪ ২৩:৪১525127
  •  এলেবেলে 
    দেশভাগ ধর্মের ভিত্তিতে হয় নি এরকম ফ্ল্যাট স্টেটমেন্টে একমত নই। দেশভাগের  মত বিশাল ম্যাসাকারএর অনেকগুলো লেয়ার। অর্থনীতি আর রাজনীতি দুইই দুটোকে চালাবার চেষ্টা করেছে।  অনেকেই নিজের এবং নিজের শ্রেণীর স্বার্থ দেখেছে।  শেষমেষ এই প্লেয়াররা যে যার রুটি হালুয়ার ভাগ বুঝেই নিয়েছে। সাধারণ মানুষ মরেছে কাটাকাটি করে। অবশ্যই ধর্মকে ফোরফ্রন্টে রেখে রুটি হালুয়া ভাগ হয়েছে। 
  • aranya | 2601:84:4600:5410:d3d:375d:cebf:***:*** | ৩১ মে ২০২৪ ২৩:৪১525126
  • ভারতের সংখ্যালঘু  আলাদা দেশ চাইতেই পারেন। কিন্তু সেই নতুন দেশে সেখানকার সংখ্যালঘু দের নিরাপত্তা নিশ্চিত হওয়া দরকার 
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৪০525125
  • শুধু ভারতভাগকে সমর্থনই না, সাউথ ইন্ডিয়ার শ্রমিক কেন নর্থ ইন্ডিয়াতে গিয়ে কাজকর্ম করবে খাবেদাবে বগল বাজাবে, এইসব নিয়েও প্রশ্ন তুলছিলেন গুরুনিক।
  • aranya | 2601:84:4600:5410:d3d:375d:cebf:***:*** | ৩১ মে ২০২৪ ২৩:৩৬525124
  • গুরু দেশ ভাগকে সমর্থন করছিলেন (অন্তত আমি ত তাই বুঝলাম, যদি না শয়তানের উকিল হয়ে থাকেন )। 
    এখন দেশভাগ মানে  ১৯৪৭ এর ভয়াবহ  দাঙ্গা , ছিন্নমূল মানুষ, ট্রেন ভর্তি লাশ - এতেই তো শেষ নয়। পাকিস্তানে (বিশেষতঃ পশ্চিম পাকিস্তানে ) সংখ্যালঘুর ওপর অত্যাচার - খুন, ধর্ষণ, জোর করে ধর্মান্তর, সম্পত্তি দখল ইঃ ১৯৪৭ এর পরেও অব্যাহত থেকেছে .
    দেশ ভাগকে সমর্থন করে ভয়েস আসুক। তবে তার কাউন্টার, এই দেশভাগ কতটা ভয়াবহ, সে মতও থাকবে 
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৩৪525123
  • এত অরোরা উঠল ক'দিন আগে, অথচ দ্রি সেই আগামীর অবয়ব টইটাতে কিছুই লিখলেন না। বড়ই আশা করে অপেক্ষায় ছিলাম।
  • r2h | 192.139.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৩৩525122
  • কিন্তু প্রশ্নে আপত্তি কী সেটা খোলসা করে না বললে প্রশ্নকর্তা বুঝবেন কী করে অপত্তিটা কোথায়!
    ওঁর মনে হয়েছে আজকের ভারতে সংখ্যালঘু বিষয়ক অবস্থানে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশ চাওয়ার ইতিহাসকে যুক্তিযুক্ত বলে মনে হয়।
    আজকের ভারতে সত্যিই ব্যাপার স্যাপার সুবিধের না। তো সেই পরিপ্রেক্ষিতে এই প্রশ্নতে উত্তর দিয়ে কাউন্টার করা যেতে পারে, ঐতিহাসিক দলিল দস্তাবেজ দিয়ে বলা যেতে পারে না, এর ছাড়াও সমাধান ছিল - এই তো।

    আবার অন্যরা যা দলিল দিচ্ছেন তাতে মনে হচ্ছে জিন্নাসায়েবের দিল থেকে ধর্মের ব্যাপারটা গৌণ, ওঁর কাছে ছিল শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ইত্যাদি, বরং বিড়্লাদের দিক থেকে ধর্মের ব্যাপারটা বড় ছিল, অন্যদিকে বাণিজ্য।
    তার কাউন্টার হতে পারে। প্রশ্নটাতে কী সমস্যা সত্যিই বুঝলাম না।

    আর অন্য দিকে, ট্রোল গালাগাল বিষয়ে ডাবল স্ট্যান্ডার্ড বিষয়ে কিছু কথা পার্থবাবুর লেখায় বলেছিলাম। দীপের মন্তব্যে নীরবতা বিষয়ে একটা স্মাইলি সহ সেটা মনে করালামঃ)
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৩৩525121
  • দ-দি, হ্যাঁ। এই সেই বিখ্যাত নলিনী সরকার। হকের পেছনে ছুরি মেরে হক মন্ত্রিসভারই অর্থমন্ত্রী। বিড়লা ও গান্ধীর অতি ঘনিষ্ঠজন।   
     
    দেশভাগ যে ধর্মের ভিত্তিতে হয়নি তার সবচেয়ে বড় প্রমাণ ৪১-এর সেন্সাস। যদি তাই হত, তাহলে বাংলার সমস্ত মুসলমানপ্রধান জেলাই পূর্ব পাকিস্তানে পড়ত এবং হিন্দুপ্রধান জেলাগুলি পশ্চিমবঙ্গে। পাঞ্জাবের ক্ষেত্রেও একই কথা।  
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:৩২525120
  • হার্প চালিয়ে গরম বাড়াচ্ছে। বিল গেটস আর ডিপ স্টেট।
  • dc | 2402:e280:2141:1e8:b52b:29af:d4e5:***:*** | ৩১ মে ২০২৪ ২৩:২৯525119
  • এদিকে চতুর্দিকে যা গরম পড়েছে, সে আর কহতব্য না। 
  • | ৩১ মে ২০২৪ ২৩:২৮525118
  • খিস্তিদীপ তো র‍্যাঙ্ক ইতর। 
    ও হ্যাঁ আমার মা মানে সারমেয় অর্থাৎ কুকুর (খিস্তিদীপের ভাষ্যে) 
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:২৭525117
  • ট্রোলশ্রী কয়েকদিন চুপ আছেন। তবে পরিচিত নিকে যে আসছেন না, তা বলা যায় না। ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:b52b:29af:d4e5:***:*** | ৩১ মে ২০২৪ ২৩:২৬525116
  • আর ট্রোল cheeky
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:২৬525115
  • চমৎকার চমৎকার প্রশ্নট্রশ্ন যত আসতে দেওয়া যায় ততই ভালো।
  • r2h | 192.139.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:২৩525114
  • বেশ বেশ!

    হ্যাঁ, সে তো বটেই। স্প্যাম না করলেই হলো আরকি।
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:২২525113
  • না না, সমস্যা কীসের? সব রকম ভয়েসই তো আসার কথা।
  • | ৩১ মে ২০২৪ ২৩:২১525112
  • আমারো মনে হয় বই পড়াটা শিফট করে গেছে। তবে রিল ইত্যাদির প্রভাবও মারাত্মক বটে।  
     
    আচ্ছা এই নলিনী সরকারকে নিয়েই কি ছড়া ছিল 
    বাংলার নারীগণ হও সাবধান
    সরকারে এসেচগে জোড়ে নলিনী বিধান
    মায়ের কাছে শোনা এইটা। মা' এপারে এসে যখন স্কুলে ভর্তি হয় তখনই শোনে।
  • r2h | 192.139.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:২০525111
  • গুরু নিকের স্কুল অফ থটে ঠিক কী সমস্যা?

    ওঁর সাউথ ইন্ডিয়ান মন্তব্যে রেগে গেছিলাম বটেঃ)
    কিন্তু উনি খুব ভালো প্রশ্ন করেন, মৌলিক রকম চিন্তা করেন বলে মনে করি, সেসব প্রশ্ন অনেক সময় অস্বস্তিকর হতে পারে।

    দীপ নিকের স্কুল অফ থ্টকে মেনে নিতে পারলে গুরু নিক তো নইস্য। এই তো দু'পাতা আগে আমার লেখা কোট করে জনীন্র গর্ভের লজ্জা বললেনঃ)
  • &/ | 151.14.***.*** | ৩১ মে ২০২৪ ২৩:১৪525110
  • আর এই গুরু নিকের স্কুল অব থট এর লোকেরা তিড়িং তিড়িং করে নৃত্য করতেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত