এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:2db5:b8f2:b17:***:*** | ২৪ মে ২০২৪ ২৩:২৩524778
  • পাড়ায় একটা বাচ্চা ছেলেকে দেখছি, সারাক্ষণ ফুটবল নিয়ে ঘোরে, আর দারুণ ড্রিবলার। ওর বাবা-মা কে বলব কিনা ভাবছি, কোচিং ক্যাম্পে পাঠাতে। 
    গত কাল ছেলেটাকে একটা ড্রিবলিং ট্রিক শেখালাম। 
  • এলেবেলে | 202.142.***.*** | ২৪ মে ২০২৪ ২২:১৩524777
  • এলসিএম, একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরুন আমি লিখতে চাইছি---
     
    "মনুসংহিতা-র অষ্টম অধ্যায়েও এই প্রাড়্‌বিবাকের উল্লেখ আছে:
    সভান্তঃ সাক্ষিণঃ প্রাপ্তানর্থিপ্রত্যর্থিসন্নিধৌ।
    প্রাড়্‌বিবাকো[হ]নুযুঞ্জীত বিধিনানেন সান্ত্বয়ন্‌।। ৮.৭৯
    সভার মধ্যে একত্রিত সাক্ষীদের বাদী-প্রতিবাদীর সমক্ষে, প্রাড়্‌বিবাক সান্ত্বনাপূর্ণ বাক্যে এইভাবে জিজ্ঞাসা করবেন।
    ফলে প্রাক্‌-ঔপনিবেশিক বিচারব্যবস্থায় যাবতীয় আইনি বিবাদের মীমাংসার বিষয়ে ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা নন, রাজা কিংবা কাজিই ছিলেন চূড়ান্ত রায়দানের অধিকারী।"
     
    আগে এই কলে যেভাবে লেখা যেত সেটা হল, মনুর শ্লোকটা ডবল ট্যাব বা ইনডেন্ট দিয়ে, তার অর্থটা (সভার মধ্যে ... জিজ্ঞাসা করবেন) সিঙ্গল ট্যাবে আর বাকি লেখাটা লেফট অ্যালাইনমেন্টে। কিন্তু এখানে পুরো লেখাটাই বামপন্থী হয়ে যাচ্ছে। এটার কোনও সমাধান করা যায়?
     
    আসলে প্রচুর সংস্কৃত শ্লোক ও তার বাংলা অর্থ লেখাটায় আছে। সেই কারণেই বলা আর কি।
  • on spivak | 207.244.***.*** | ২৪ মে ২০২৪ ২২:০৯524776
  • সমরেশ মুখার্জী | ২৪ মে ২০২৪ ২২:০৮524775
  • dc-২৪.৫/২১:০৫ - “আমার ইন জেনারাল উচ্চারন নিয়ে খুব বেশী নিটপিকিং ভালো লাগে না। ঠিক উচ্চারন জানলে ভালো, না জানলেও বোঝা গেলেই হলো।”

    ডিসি‌র যে এটা মনের কথা তা আমি বাস্তবে নিজে‌ও বুঝেছি হালে। 

    ২৩.৪ - আমার হপায় - “লক্ষ্মীবাবুর নকলি সোনার টিকলি” নামক একটি হালকা লেখা পোষ্ট করেছি‌লাম। তাতে ইতালিয়ান পরিচালকের নাম - Sergio Leone এবং অভিনেতা Eli Wallach আমি ভুল করে লিখেছি‌লাম - সের্গেই লিওন এবং এলি ওয়ালচ্‌।

    পরে ওতে হীরেন সিংহরায়ের মন্তব্যের জবাব দিতে গিয়ে লিখেছি‌লাম - ইতালিয়ন ভাষা ফোনেটিক - তাই লেখা উচিত ছিল সের্গিও লিওনে  (যেমন গডফাদার সিনেমা‌য় করলিওনে পরিবার)। dc আবার লিখেছেন সার্জি‌ও লিওনি। প্রপার নাউনের সঠিক উচ্চারণ লেখা‌র ব‍্যাপারে আমি নিতান্তই গোলা। 

    তার নীচে ডিসি ২৩.৪/১৭:০১ আমায় স্বান্তনা দিয়ে লিখেছিলেন - “উচ্চারন নিয়ে ভাববেন না, বুঝতে পারলেই হলো :-)”

    অর্থাৎ ডিসি আমায় জনসমক্ষে শুধরে না দিয়ে নিজের মন্তব্যে লিখেছি‌লেন - সার্জিও লিওনি এবং এলি ওয়ালাখ। আমি অনেককিছু না জানলেও লজ্জা নেই। তবে বিভিন্ন সূত্র, অন‍্যের লেখা, মন্তব্য থেকে সাধ‍্যমতো জানতে, ভুল শুধরে নিতে চেষ্টা করি।

    লেখাটা পড়ে আমায় এক পরিচিত‌জন লিখলেন - “Wallach আইরিশ নাম - ch লেখা হয় উচ্চারিত হয় না । অতএব এলি ওয়ালা।” 
     
    যদি‌ও উইকি বলছে - Eli Herschel Wallach was a son of Polish Jewish immigrants Abraham and Bertha (Schorr) Wallach from Przemyśl. পোলিশ ইহুদী পরিবারের আইরিশ নাম কীভাবে হয় বুঝলাম না। তবে তাকে আর জিজ্ঞাসা করিনি। নাম নিয়ে পাহাড় খোঁড়া পোষায় না।

    Eli Wallach উচ্চারণ কেমন হবে তা নিয়ে YT বলছে - ইলাই ওয়ালাখ। জানা‌র কোনো শেষ নাই crying
     


     
  • on spivak | 74.2.***.*** | ২৪ মে ২০২৪ ২২:০৪524774
  • ঘটনাটার ভিডিও খুঁজে পেলাম। 
     
    ছাত্রটি দু'বয় উচ্চারণ করে এবং স্পিভাক বাধা দিয়ে বলেন দু'বইস। ওয়ার রিপোর্ট থেকে -
    She suggested a correct way of pronouncing the name ‘Du Bois’, and that there is a politics of race attached to the pronunciation, not least because Du Bois himself was very particular that his name be pronounced not as French sounding but as most common/Black folks would pronounce it. She reprimanded him twice, and also requested him not to be rude to an 83-year-old woman who was in his institution on the request of the students. Neither the student who raised the query nor Spivak was innocent in their symbolic games; it was like ships passing by the night.
     
    তো এ বিষয়ে বলার কিছু নেই। এই স্পিভাক টাইপের জোচ্চোর ইন্টালেকচুয়ালদের ফোঁপরদালালি দেখলে হাসি পায়। সারা দুনিয়ার বামপন্থী আন্দোলনে এদের কোনদিন কোন কন্ট্রিবিউশন ছিল না, থাকবেও না। জোচ্চোর বল্লাম বলে ক্ষুব্ধ হবেন না, ওটা নোয়াম চমস্কির থেকে ধার করা -
     
     
    আরও আলোচনা এ প্রসঙ্গে শুনতে পারেন। কর্নেল ওয়েস্ট ও নরমান ফিংকেলস্টাইনের ওক পলিটিক্স নিয়ে সমালোচনা -
     
     
     
     
     
     
  • lcm | ২৪ মে ২০২৪ ২২:০২524773
  • এলেবেলে,
    লেখার কলে কিছু বদল তো হয় নি। শুধু এডিটর থেকে ডিরেক্টলি ইমেজ আপলোড করা যাচ্ছে না। ওটা দেখতে হবে।
  • dc | 2401:4900:2300:ce03:8497:7d37:4c19:***:*** | ২৪ মে ২০২৪ ২১:৫৮524772
  • তাও ঠিক। 
  • এলেবেলে | 202.142.***.*** | ২৪ মে ২০২৪ ২১:৫১524771
  • ও এলসিএম, সাইটটা একবার সারান না। মানে যেমন লিখতে চাইছি ঠিক তেমনটাই দেখাবে (যেমনটা কিছুকাল ছিল), সেইটা আরেকবার ফিরিয়ে আনুন না। তাহলে একটা দুই বা তিন পর্বের ধারাবাহিক লেখা দিতাম। 
  • এলেবেলে | 202.142.***.*** | ২৪ মে ২০২৪ ২১:৪৮524770
  • বিদেশি নামের উচ্চারণ নিয়ে নিটপিকিং আমারও ভালো লাগে না কিন্তু বাঙালিরা যে ভাবে অন্য বাঙালিদের নামের ভুলভাল উচ্চারণ করে ও লিখে অভ্যস্ত, তাতে কোথাও একটা হেজিমনি লুকিয়ে থাকে। এই আধিপত্যবাদ বাঙালি হিন্দুর মধ্যে সবচেয়ে বেশি। তাই শামসুর রাহমান লেখা হয় না, লেখা হয় না মুজফ্‌ফর আহ্‌মদ কিংবা মুহম্মদ শহীদুল্লাহ। আর সোহরাওয়ার্দি উচ্চারণটা এ পার বাংলার কত শতাংশ বাঙালি করেন কিংবা বানানটা যথাযথ লেখেন, সেই নিয়ে ঘোর সংশয় আছে। 
  • lcm | ২৪ মে ২০২৪ ২১:৩৫524769
  • " ... কাছাকাছি চিন্তার লোকেরাই ঝগড়া করছে নিজেদের মধ্যে ..." 
     
    এটা ন্যাচারাল। দেখুন যেখানে সবাই সবার সঙ্গে ১০০% এগ্রি করছে সেখানে আড্ডা আলোচনার কন্টেন্ট লিমিটেড। কিন্তু কিছু পার্থক্য থাকলে, কাছাকাছি চিন্তা কিন্তু একটু ভিন্নমত থাকলে, সেখানে আলোচনা চলে। তবে ধৈর্য লাগে। একটু এদিক ওদিক হলেই - ওহ এ তো চাড্ডি বা আর্বান নকশাল - এরকম লেবেলিং করলে লোকজন উৎসাহ হারায়। তবে, পোলারাইজেশন বেড়ে গেলে তখন ধৈর্য কমে যায়, বিশ্বাস কমে যায়। 
  • lcm | ২৪ মে ২০২৪ ২১:১৬524768
  • যাদের ব্যাক পেইন আছে, কোমড় বেঁধে ঝগড়া - ক্যান বি থেরাপি।
  • dc | 2401:4900:2300:ce03:8497:7d37:4c19:***:*** | ২৪ মে ২০২৪ ২১:০৮524767
  • আমার ইন জেনারাল উচ্চারন নিয়ে খুব বেশী নিটপিকিং ভালো লাগে না। ঠিক উচ্চারন জানলে ভালো, না জানলেও বোঝা গেলেই হলো। পৃথিবীতে কতো ভাষা, কতো নাম, কতো উচ্চারন, কাজেই ভুল হতেই পারে। 
     
    ডিসক্লেমারঃ গায়ত্রী চক্রবর্তি স্পিভাক ঘটনা নিয়ে কোন মতামত নেই, স্রেফ উচ্চারন জনিত ঘটনা বলে বললাম।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৪ মে ২০২৪ ২০:৫৭524765
  • ছাত্রটির কথার মধ্যে irony ছিল যা গায়ত্রী চক্রবর্তী ধরতে পারেননি।

    গায়ত্রীর কথার logic উনিও মনে হয় না খুলে বলেছিলেন, ফলে insistence কেন সে বোঝা যায় নি। তার ওপর উনি শিক্ষকসুলভ আচরণ করেন আর ছাত্রটির পৌরুষভাবের নিন্দে করেন।

    ছেলেটিও, পরে, দলিতদের কথা বলতে না দিলে গালি খাবে বলে টুইটারে bastard ও bitch বলে গালি দেয়।

    তো, এরকম তো হামেশাই হচ্ছে। কাছাকাছি চিন্তার লোকেরাই ঝগড়া করছে নিজেদের মধ্যে, জেনারেশন গ্যাপ, পরিবর্তিত পরিস্থিতি, ডিজিটাল দুনিয়ার কায়দা সব মিশে থাকছে।
  • r2h | 165.***.*** | ২৪ মে ২০২৪ ২০:৪৮524764
  • লেখকের মাছি ধরা, বা মতামত দেওয়ার জন্য (মতান্তরেপ্রশংসা করার জন্য) পাঠককে উত্যক্ত করা - এগুলি ঠিক কোথায় হয়? ব্যক্তিগত ইনবক্সে? তবে অবশ্য কিছু বলার নেই, লেখক পাঠকের ব্যক্তিগত সমীকরনে নাক গলিয়ে লাভ নেই।
    আমি যেহেতু পাঠক হিসেবে আমাকে চেনে না কেউ কাউকে চিনি না আমি সেই তো ভালো মোডে চলি তাই নিজের এরকম কিছু অভিজ্ঞতা হয়নি, তাছাড়া যাঁদের লেখকরা এরকম উত্যক্ত করেন তাঁদের মতামত বিশেষ ওজনদার নিশ্চয়; আমার যেহেতু সেরকম কিছু নেই তাই ঐ দিকটা কখনো জানতে পারবো না।

    কোমর বেঁধে ঝগড়া - এইটা নিয়ে জানতে আগ্রহী। এটা নিশ্চয় ব্যক্তিগত ইনবক্সে হয় না...
    এবার এর দুটো দিক হতে পারে। কিছু লেখায় তর্কের মেজাজ গরম থাকে, এলেবেলের লেখা যেমন, তাতে শব্দে বাক্যে মল্লযুদ্ধ হবে তা এক্সপেক্টেড।
    অথবা তৃপবুভ জাতীয় লেখায়। সিঙ্গুর নন্দীগ্রামের জমানায় প্রকাশিত লেখা এখনও নানান প্রসঙ্গে উঠে আসে।
    আবার নিতান্ত ব্যক্তিগত লেখায়, মতামত একরকম, আর নিটপিকিং, ইচ্ছাকৃত আঘাত করে বলা - সে আরেকরকম। আবার গুরুতে খিল্লির চল আছে, সেও একরকম। তো ঐরকম হলে লেখক কাউন্টার করবেন, রেগেও যেতে পারেন, তাতে মন্তব্যকারীরও দায় আছে। সম্প্রতি শুভশ্রী রায়ের লেখায় এরকম দেখেছি। পাঠক একটা লেখাকে এক লাইনে বোকা বোকা বলে দিলে লেখক তাকে টুইয়ে দিলে তাতে আমি দোষ দেখি না।
    অথবা পার্থবাবুর লেখায়। সাভারকর ভক্ত ট্রোল লেখকের ফান্ডিং নিয়ে প্রশ্ন করলে অন্য পাঠক যদি তা নিয়ে ছড়া কাটেন, তাতেও একটু কোমর বাঁধাই যায় (পার্থবাবু অবশ্য সেটা করেননি, আমিই বরং অনর্থক নাক গলিয়েছি)।

    এছাড়া 'কোমর বেঁধে ঝগড়া' তেমন চোখে পড়েনি, অবশ্য সব লেখা তো পড়ি না, কত ভালো ভালো লেখাও মিস হয়ে যায়।

    তো, দুয়েকটা উদাহরন হাতে পেলে হয়তো সেসব নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দরবার করা যেত- এই সাজানো বাগানে যথাযথ জলসিঞ্চন করা হোক - এই বলে।

    সিএসের ২৪ মে ২০২৪ ২০:১৭-র শেষ দু'লাইনে ক দিলাম।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৪ মে ২০২৪ ২০:২৭524763
  • এলসিএম এর সিপিএম - ভাজপা ভক্ত নিয়ে পোস্টটা পড়ে মনে হল, মোদীজী না এলে এইরকমের লোকেদের আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যেত বা আরো খারাপ কিছু; বড় কিছুর ঠেকনা না পেলে, সব পেয়েছির বামপন্থা বা ৫৬ ইঞ্চির সাপোর্ট, এঁরা দৈনন্দিন কাটাতে পারবে না।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৪ মে ২০২৪ ২০:১৭524762
  • Du Bois মনে হয় ব্ল্যাক আমেরিকান, পরে ঘানার নাগরিকত্ব নিয়েছিল। অনুষ্ঠানটা হচ্ছিল ওনাকে নিয়েই, দুই দিক মিলিয়ে গায়ত্রী স্পিভাক মনে হয় ভেবেছিলেন যে নামটা ঠিক ভাবে বলা হবে। সাদা মানুষের নাম হলে মনে হয় না insist করতেন, তদুপরি প্রশ্নটাতে ওনার ঠাকুর্দাকে টেনে আনা হয় যে নাকি বিদ্যাসাগরের বন্ধু ছিল। এখন, এগুলো সব মিলিয়ে তর্কের, তত্ত্বের বা বৈপ্লবিক ব্যাপার, কিন্তু পড়লাম ঐ ছাত্রটি পরে টুইটারে গায়ত্রী চক্রবর্তীকে bitch আর আরো কী একটা বলেছে ! সেটার অনেকের নিন্দে করেছে কিন্তু ব্যাপারটা misogynic এই অ্যাঙ্গেল দিয়ে , কিন্তু ভাবছিলাম যে একজন ৩০ বছরের লোক এখন ৮৩ বছরের মানুষকে এরকম নিকৃষ্ট গালি দিতে পারি নাকি এবং সে গালি আবার তত্ত্ব বা দলিতভাব দিয়ে substantiate করা যায় নাকি ! কিন্তু ইন্টারনেটকেন্দ্রিক তর্ক বা বক্তব্য যা দাঁড়ায় সেটা এখন তো এরকমই, মনে হয় না গায়ত্রী চক্রবর্তী এ জিনিস নিতে পারবেন।
  • যদুবাবু | ২৪ মে ২০২৪ ১৯:৫৭524761
  • প্রেডিকটিভ পুলিশিং বন্ধ হওয়া একটা খুব ভালো পদক্ষেপ। আমি সেই ২০১৬ সালে একটা ইঞ্জিরি প্রবন্ধ লিখেছিলাম এই নিয়ে, আমার এক ক্রিমিনোলজিস্ট কলিগের সাথে। মূলতঃ এই প্রেডিকটিভ পোলিশিং-এর বায়াস নিয়ে আপত্তি জানিয়ে। আগেও এটা পোস্ট করেছি কি না ভুলে গেছি, করলেও আরেকবার লিংক দিয়ে যাই। এই নিয়ে আলোচনা হওয়া দরকার - ভারতের কনটেক্সটে। 
     
    Does Machine Learning Reduce Racial Disparities in Policing? 

    (তবে, মাছি ধরার উদ্দেশ্য বা দরকার নেই, এটা বলে রাখি আগেভাগে।)  
  • অরিত্র | 103.77.***.*** | ২৪ মে ২০২৪ ১৫:৫৬524760
  • আচ্ছা বুঝেছি। 
  • অরিন | 2404:4404:1732:e000:c83e:e1f6:1d18:***:*** | ২৪ মে ২০২৪ ১৫:৩১524759
  •  
    "Predictive policing বলতে আমি বুঝলাম মানুষের বিহেবিহরাল মনে আচরণগত স্বভাবগত বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করে পুলিশগিরি (আইন রক্ষা বা moral policing ও হতে পারে), আর তার সঙ্গে বলেছে manipulation এর কথা অর্থাৎ রাষ্ট্রের বা ক্ষমতার কাছে অপ্রিয় অবাঞ্ছিত বৈশিষ্টগুলো বদলে দেওয়ার চেষ্টা (যার একটা উপায় হয়তো positive/negative reinforcement)।"
    এটা দেখুন, 
  • b | 14.139.***.*** | ২৪ মে ২০২৪ ১৫:১০524757
  • এদিকে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক  কেস খেয়েছেন 
  • অরিত্র | 103.77.***.*** | ২৪ মে ২০২৪ ১৫:০৬524756
  • আমার তো প্রত্যেকটাই সদর্থক মনে হল। বস্তুত ভারতের আধার নিয়ে আমার যে সংশয়গুলো রয়েছে তার মধ্যে ব্যক্তি হিসেবে ওঠা সংশয়গুলোর অনেকগুলোই এখানে addressed হয়েছে।
     
    "বিভিন্ন ট্র্যাফিক আইল্যাণ্ডে ক্যামেরা বসিয়ে.." এটাই তো রিয়েল টাইম রিমোট (অর্থাৎ ব্যক্তির সম্মতি ব্যতিরেকে, তার অজ্ঞাতেই দুর থেকে তার শনাক্তকরণ) বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন? নাকি? 
     
    Predictive policing বলতে আমি বুঝলাম মানুষের বিহেবিহরাল মনে আচরণগত স্বভাবগত বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করে পুলিশগিরি (আইন রক্ষা বা moral policing ও হতে পারে), আর তার সঙ্গে বলেছে manipulation এর কথা অর্থাৎ রাষ্ট্রের বা ক্ষমতার কাছে অপ্রিয় অবাঞ্ছিত বৈশিষ্টগুলো বদলে দেওয়ার চেষ্টা (যার একটা উপায় হয়তো positive/negative reinforcement)।
     
  • অরিন | 2404:4404:1732:e000:c83e:e1f6:1d18:***:*** | ২৪ মে ২০২৪ ১৪:৪৯524754
  • অরিত্র,  এ আইন বলবৎ করবার একটা সদর্থক দিক হচ্ছে predictive policing এর ওপর AI/ML এর নিষেধ জারি। উদাহরণ বিশেষ করে নানা শহরের ডিজিটাল যমজ তৈরীর প্রোজেক্টগুলোয় শহরের বিভিন্ন ট্র্যাফিক আইল্যাণ্ডে ক্যামেরা বসিয়ে মানুষের মুখের বা চেহারার ছবি তুলে এ আই পুলিশ করার প্রবণতা কম হবে হয়ত। এবার দেখার যে ইউরোপের এই উদাহরণ অন্য দেশগুলো নেয় কি না। 
  • অরিত্র | 103.77.***.*** | ২৪ মে ২০২৪ ১২:২৯524753
  • ইউরোপিয়ান ইউনিয়ন "কৃবু" নিয়ে কিছু দরকারী আইন আনলো। আইন দিয়ে কতটা কী কায়দা করা যাবে বলা মুশকিল বিশেষত যেখানে মূল সমস্যা বড় ক্ষমতা যেমন রাষ্ট্র এবং বহুজাতিক কোম্পানিদের থেকেই, তাও এতে কৃবু সম্পর্কে বা নজরদারি নিয়ন্ত্রণ সম্পর্কে সর্বজনীন দৃষ্টিভঙ্গিটা ঠিক হয়।
     
    যে জিনিসগুলো বারণ হবে সেগুলো: 
    • real-time remote biometric identification
    • biometric categorization systems (based on sensitive characteristics) 
    • emotion recognition (in workplace and schools),
    • social scoring (চীনের scs জাতীয়)
    • predictive policing and applications that manipulate human behavior. 
    • untargeted scraping of facial images from the web or CCTV footage to  create facial recognition databases.
     
    https://www.biometricupdate.com/202405/real-time-remote-biometrics-banned-in-eu-with-final-green-light-for-ai-act
  • lcm | ২৪ মে ২০২৪ ১২:১৮524752
  • এই ত্তো! সমরেশবাবুর এই স্পিরিটটা ...
  • সমরেশ মুখার্জী | ২৪ মে ২০২৪ ১২:০৭524751
  • @ অন‍্য আরেক নীপা, 
     
    "এরকম তো সবাই।"
     
    এই, না না, আমি মোটেও এরকম না। আমি এক নিছক গোলা,  খোরাক,  টিউবলাইট, হেজুবুড়ো। আর বুড়োদের স্বভাব‌ই হচ্ছে অল্পে রেগে যাওয়া। ওটুকু ক্ষমাঘেন্না করলে দেখা যাবে ঐ ট্রোল ফোল নিয়ে ছাড়া অধিকাংশ বিষয়ে‌ই আমার কোনো স্ট‍্যান্ড‌ নেই - না সাইকেলের স্ট‍্যান্ড না কোনো পলিটিক্যাল স্ট‍্যান্ড। wink
     
    মহাজন উবাচ অনুযায়ী রাজনৈতিক বোধ ছাড়া "আসল সাহিত্যিক" হ‌ওয়া‌ও সম্ভব নয়। অত‌এব আমার যা কিছু বাঁজা লেখালেখি ঐ হেজুবুড়ো‌র হ‍্যাজ হিসেবে‌ই নিতে হবে। crying
  • lcm | ২৪ মে ২০২৪ ১১:৫০524750
  • এখন তো ভোটের বাজার, এই তো তক্কের মহা সন্ধিক্ষণ।
     
    মাঝে একদিন কাকাতুল্য এক সিনিয়র সিটিজেন আত্মীয়র সঙ্গে ফোনে কথা হচ্ছে, তিনি আগে ছিলেন বাম সাপোর্টার, এখন বিজেপি সাপোর্টার, কিন্তু তিনি যে বিজেপির থেকেও বেশি বিজেপি সাপোর্টার বুঝতে পারি নি।

    - হ্যাঁরে, তোদের ওদিকে মিডিয়ায় ইন্ডিয়ার ইলেকশন নিয়ে কি বলছে রে, কার জেতার চান্স লিখছে
    -- দু একটা খবরে দেখলাম, বলছে যে বিজেপির জেতার চান্স এবারে
    - দেখছিস তো, ঠিকই বলেছে, ওদের মিডিয়া তো আমাদের এখানকার মতন না, বিক্রি হয়ে যায় নি। তাহলে দ্যাখ, সারা পৃথিবীতে মোদীকে মেনে নিয়েছে, নেগেটিভ কিছু কেউ বলে না, যা বলে সব এখানকার এই চটিচাটা মিডিয়াগুলো। শোন, ওখানেই থেকে যা, ওদের ভ্যালু সিস্টেম আছে, এখানকার মতন জালি সিস্টেম না (ইত্যাদি ...)
    -- না, একেবারে বলছে না তা নয়, দু একটা সমালোচনামূলক খবরও বেরিয়েছে
    - কোনটা, কোনটা?
    -- না, ঐ মোদী রাজস্থানে না কোথায় গিয়ে ভোটের প্রচারে বলছেন বিরোধীদের ভোট না দিতে, তাহলে নাকি সব সব সম্পত্তি টাকাপয়সা মুসলিমদের হাতে চলে যাবে। এটার সমালোচনা করে খবর বেরিয়েছে, যে মোদী হেট স্পিচ দিয়েছেন, ইত্যাদি
    - ডাহা মিথ্যে, এরকম কিছু মোদী বলে নি, এখানে এরকম কোনো খবর নেই, ওয়েস্টের প্রোপাগান্ডা মিডিয়া, ইন্ডিয়ার ডেভলপমেন্টকে হিংসে, পয়সা খাইয়ে মিথ্যে প্রচার করছে... ...
    -- ও, তাহলে কি এখানে থাকব না বলছ?
    ( দীর্ঘ নীরবতা... )

    যাগ্গে এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, ইয়ে কেমন আছে... কবে আবার আসছিস.... ... 
  • dc | 2402:e280:2141:1e8:bc0a:c7bb:df07:***:*** | ২৪ মে ২০২৪ ১১:৩১524749
  • একি, আমি তো অনেক বিষয়েই বলেছি অরিন্দমবাবুর সাথে একমত! "অরিনের সঙ্গে একমত" অবশ্য বলিনি :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত