এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:196c:30f8:778:5634:1232:***:*** | ০৯ মে ২০২৪ ২২:৫৩523904
  • ধান্দাবাজি ক্রমশ প্রকাশিত হ‌ইতেছে।
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ২২:৫০523903
  • লেঠেল পাঠিয়ে পেটানো ,উপার্জন কেড়ে নেওয়া --এসব তাহলে সামান্য ব্যাপার ? যত আপত্তি দেশমাতৃকায় ?
  • r2h | 208.127.***.*** | ০৯ মে ২০২৪ ২২:৪৩523902
  • লেঠেল এসে আর্ধেক রোজগার কেড়ে নেওয়া আর সবাইকে একটা আর্কিটাইপ, প্রতীক, বিশ্বাস মানতে জোর করা - এই দুটো একরকম বা কাছাকাছি রকম বিপজ্জনক - এতে আমরা একমত হলে একবারেই আর কোন তর্ক নেই।
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ২২:২৬523901
  • নির্বাচিত প্রার্থী লেঠেল পাঠিয়ে আপনার দৈনিক রোজগারের অর্ধেক কেড়ে নেয়, না দিলে পিটিয়ে ঝামা করে। তখন ? 
  • aranya | 2601:84:4600:5410:c8f1:968e:9b33:***:*** | ০৯ মে ২০২৪ ২১:৫৯523900
  • আনন্দমঠ প্রসঙ্গে , প্রথম সংস্করণে নাকি ইংরেজ মারার কথা ছিল। সরকার রেগে যাওয়ায় (বঙ্কিম সরকারী চাকুরে ছিলেন ), দ্বিতীয় সংস্করণ থেকে বদলে দেন 
  • dc | 2402:e280:2141:1e8:dcab:e7e7:bff0:***:*** | ০৯ মে ২০২৪ ২১:৫৭523899
  • এলেবেলে :-)
     
    r2h, হ্যাঁ আমাদের সময়ে বোধায় সবচেয়ে বড়ো স্কুল না কি একটা ছিলো। আমার মা বলতো গোরুর গোয়াল laugh
    আর ক্যাট ফ্যাট কিস্যু না, আমি তো মহায়ন মুখস্থ করে আর বই এর মধ্যে লুকিয়ে পানু পড়ে পাশ করে বেরিয়ে গেছি। 
  • r2h | 208.127.***.*** | ০৯ মে ২০২৪ ২১:৩৯523898
  • ও, ডিসি সাউথপয়েন্টের?

    আমি যখন কলকাতায় এলাম তখন যেসব নতুন বন্ধুবান্ধব হলো তাদের মধ্যে অনেক সাউথ পয়েন্টের ছিল।
    তাদের মধ্যে যে সবচে দুর্দান্ত পড়ুয়া ছিল, বিদ্যাপতি থেকে গিনসবার্গ, কমলকুমার থেকে হেডলি চেজ সবই পড়া আর তার মধ্যে অনেক কিছু আবার কন্ঠস্থ, সে ক্লাস টেনে পড়তে সাউথ পয়েন্ট থেকে রাস্টিকেট হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। অভিযোগ অবশ্য খুবই বিশ্বাসযোগ্য, ঐ বয়সেই বন্ধুটি তপসিয়া অঞ্চলের তৎকালীন কুখ্যাত সমাজবিরোধী, এলিয়াস যদ্দুর মনে পড়ে ভাল্লুক, তার গ্যাঙের সঙ্গে মারপিট করে প্রভুত সম্মান অর্জন করেছিল।
    এখন অবশ্য বন্ধুটি বহুজাতিকে বড়সাহেব।

    আমাদের ছোটবেলায় ভারতের বোধয় সবচে বেশি শিক্ষার্থীর স্কুল এরক কিছু একটা ক্যাটেগরিতে কুইজ টুইজে সাউথ পয়েন্টের নাম শুনতাম। আর এদিক ওদিক ঐ অনুকরনে সাউথ পয়েন্ট নর্থ পয়েন্ট ইস্ট পয়েন্ট ওয়েস্ট পয়েন্ট এইসব নামের 'ইংলিশ মিডিয়াম' স্কুল দেখা যেত।

    আমাদের ওদিকে তো এত ক্যাট স্কুল ছিল না, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা আমাদের তুলনায় একটু স্মার্ট হলেও সে হিসেবের মধ্যেই ছিল।
    কলকাতায় এসে সাউথ পয়েন্ট পাঠভবন সেন্ট লরেন্স ডায়াসেশন কার্মেল - এসব স্কুলের ছেলে মেয়েদের দেখে শুরুর কয়েক সপ্তাহ বেশ একটু খানি আত্মসচেতন, গার্ডস আপ মোডে থাকতাম। তারপর নানান রকম উন্মার্গগামিতা করতে করতে সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল।
  • এলেবেলে | 202.142.***.*** | ০৯ মে ২০২৪ ২১:৩৭523897
  • শ্যামাপ্রসাদকে অকারণ ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে কিংবা তাঁর ও হিন্দু মহাসভার সঙ্গে প্যাটেল ও বিড়লার হবনব নিয়ে আবারও দু-চার কথা লেখাই যেত, কিন্তু একটা ফালতু স্প্যামের সঙ্গে এনগেজ হয়ে কী লাভ? বরং ডিসিজনাব যদি এই নিয়ে ফের গুগলাতে শুরু করেন, তো হাজির হয়ে যাব খন!
  • r2h | 208.127.***.*** | ০৯ মে ২০২৪ ২১:২৯523896
  • একদম তাই। আর এই আমরা বৃত্তের বাইরের লোকজনদের অস্তিত্বই কেউ অস্বীকার করে, কেউ আবার থ্রেট বলে মনে করে।
  • dc | 2402:e280:2141:1e8:dcab:e7e7:bff0:***:*** | ০৯ মে ২০২৪ ২১:০৬523895
  • ভোটে কোন একজন প্রার্থী জিতে আসাটা চাপিয়ে দেওয়া নাও হতে পারে, কারন যারা সেই প্রার্থীকে ভোট দিয়েছিল আর যারা দেয়নি, তারা সবাই এক্সপেক্ট করে যে সেই প্রার্থী সবার জন্য কাজ করবে। 
     
    চাপিয়ে দেওয়া তখন হয় যখন সেই প্রার্থী তার ব্যাক্তিগত দর্শন, বিশ্বাস, ইত্যাদিকে সবাইকে ফলো করতে বাধ্য করে। সেই প্রার্থী যখন বলে আমি দেশকে মা মনে করি, অতএব সবাই দেশকে মা মনে করবে; আমি বন্দে মাতরম শুনে আবেগে মথিত হয়ে যাই, তাই সবাইকে আবেগে মথিত হতে হবে; আমি জাতীয় সংগীত শুনলে উঠে দাঁড়াই, তাই সবাইকে উঠে দাঁড়াতে হবে - সেটাকে বলে চাপিয়ে দেওয়া। আর যখন সেই প্রার্থী বলে এসব না করলে তুমি পাকিস্তানে যাও, আমার চ্যালারা এসে তোমাকে পিটিয়ে দেবে আর তার পরেও যদি তুমি বেঁচে থাকো তো পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে, সেটাকে বলে চাপিয়ে দেওয়া। আমি থেকে আমরা, যে আমরার মধ্যে আখলাক ছিলো না। 
  • kk | 172.58.***.*** | ০৯ মে ২০২৪ ২১:০৬523894
  • এই দুদিনের এত এত পোস্টের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগলো অরিত্র'র বলা '&/' সিম্বলের চিত্রকল্প।
    এলেবেলের পোস্টগুলোও ভালো লেগেছে। না জানা জিনিষ জানলাম। ঋন স্বীকার না করলে অকৃতজ্ঞতা হবে।
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ২০:৫৮523893
  • ওই ট্রোলটাকে চিনতে পেরেছি এতদিনে ,আগেও সন্দেহ করেছিলাম। 
  • r2h | 208.127.***.*** | ০৯ মে ২০২৪ ২০:৫১523892
  • ইনফ্যাক্ট নির্বাচিত প্রার্থী চাপিয়ে দেওয়ার ব্যাপারটা অ্যান্ডর খুব ভালো উদাহরন দিয়েছেন, থ্যাংকিউ। এইটা খুবই ভালো একটা উদাহরন হতে পারে, আজকের প্রেক্ষিতে।

    তো, একজন ভোটে জিতে এসেছে মানেই তাকে বা তার নীতিকে আমি সমর্থন করি - তা না। তাই গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় স্লোগান দিতে লোকজনের তেমন অসুবিধে হয়নি।

    কিন্তু ইমার্জেন্সির সময় হয়েছে।
    এখন জয় শ্রীরাম না বললে বা গোরু খেলে মার্ধোর খেতে বা লিঞ্চড হতে হয়।
    স্বৈরাচারী ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করা যায় না।

    ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ভোটে জিতে আসা লোকটি প্রশ্নের ঊর্দ্ধে, সংখ্যাগুরুর আচার অবশ্যমান্য।

    তো, এইগুলি ঠিক না।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৯ মে ২০২৪ ২০:৪৭523890
  • অনেক ত হল! কে কোথায় দাঁড়িয়ে, এক পোস্টারের স্ক‍্যান থেকে সবাই যার যার অবস্থান বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। এবার অন্য কিছু ভাট হোক!
  • r2h | 208.127.***.*** | ০৯ মে ২০২৪ ২০:৪৬523889
  • যা হয় আর যা হওয়া উচিত - এই দুটো আলাদা।
    আইন আদালত, শাসন ব্যবস্থা, স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর, আর ব্যক্তিগত বিশ্বাস - এইগুলি আলাদা।
    রাজনৈতিক মত আর ধর্মবিশ্বাস -এই দুটো আলাদা।
    বাধ্যতামূলক আর ঐচ্ছিক -এই দুটো আলাদা।
    আমি বিশ্বাস করি আর দেশের সবাই বিশ্বাস করে - এগুলিও আলাদা।
    আমি প্রণত আর সকল দেশবাসী প্রণত - এও আলাদা।

    বেশিরভাগ বিশ্বাস করে আর বেশিরভাগ যখন বিশ্বাস করে তখন সবাই কেন বিশ্বাস করেবে না - এই দুটিকে মেলানো সমস্যাজনক।

    বন্দেমাতরম, ভারতমাতা- এইসবের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেসব নিয়ে মতানৈক্যের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। জয়ন্ত ভট্টাচার্যের লেখার লিংক দিলাম, এলেবেলেও অনেকটা লিখেছেন।

    এইসব আরকি।
    পুণরাবৃত্তি, চর্বিতচর্বনই হলো, তা হোক।
  • aranya | 2601:84:4600:5410:c8f1:968e:9b33:***:*** | ০৯ মে ২০২৪ ২০:৪২523888
  • ময়দান সিনেমাটা দেখার সময় আমার কিঞ্চিৎ গায়ে কাঁটা, চোখ ছলছল ইঃ হয়েছিল, ভোলাকে দেখতে বলতে পার :-) @এলসিএম 
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ২০:৩৭523887
  • এই যে ভোট হয় ,যে বেশি ভোট পায় সে নির্বাচিত হয় ,সংখ্যাগুরু র একটা ব্যাপার তো এখানেও। আমার পছন্দের প্রার্থী ধরুন সামান্য ভোট পেল। নির্বাচিত প্রার্থী তো 'চাপিয়ে দেওয়া 'হল আমার উপর। অথচ গণতন্ত্রে এই তো হয়ে আসছে ।গণতান্ত্রিক প্রক্রিয়াতেও তো 'চাপিয়ে দেওয়া', একেবারে প্র্যাকটিকালি  
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৯ মে ২০২৪ ২০:৩০523886
  • "সামান্য একটা জিনিস - সংখ্যাগুরুর মতটাকে 'সবার' মত বলে প্রতিষ্ঠা করলে সেটা আসলে চাপিয়ে দেওয়া হয়, এই জিনিসটা নিয়ে দিনের পর দিন পাতার পর পাতা তর্ক চলাই হলো সমস্যাটা কত গভীরে, তার সূচক।"
     
    একদম। 
  • dc | 2402:e280:2141:1e8:dcab:e7e7:bff0:***:*** | ০৯ মে ২০২৪ ২০:১৯523885
  • "সামান্য একটা জিনিস - সংখ্যাগুরুর মতটাকে 'সবার' মত বলে প্রতিষ্ঠা করলে সেটা আসলে চাপিয়ে দেওয়া হয়, এই জিনিসটা নিয়ে দিনের পর দিন পাতার পর পাতা তর্ক চলাই হলো সমস্যাটা কত গভীরে, তার সূচক।"
     
    ঠিক এই ব্যাপারটা আমিও লাস্ট দুদিনে হঠাত রিয়েলাইজ করলাম। যতোদিন বাঁচি ততোদিন শিখি :-)
  • দীপ | 2402:3a80:196c:30f8:778:5634:1232:***:*** | ০৯ মে ২০২৪ ২০:০৪523884
  • মুসলিম লীগ সর্বাধিক সাফল্য পেয়েছিল অবিভক্ত বাংলায়। এখানে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, যা পাঞ্জাবের সম্ভব হয়নি। ফলে খুব সহজেই কলকাতা ও  পূর্ববঙ্গে দাঙ্গা লাগানো সম্ভব হয়েছিল। 
    তবে কলকাতায় দাঙ্গা একতরফা হয়নি, দুপক্ষ‌ই মারামারি করেছিল। 
    মৌলানা আজাদ কলকাতা দাঙ্গার জন্য সরাসরি সুরাবর্দীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছিলেন।
  • দীপ | 2402:3a80:196c:30f8:778:5634:1232:***:*** | ০৯ মে ২০২৪ ১৯:৫৪523882
  • ১৯৪৬ সালের অন্তর্বর্তী নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছিল কংগ্রেস, দ্বিতীয় মুসলিম লীগ। হিন্দু মহাসভা একটি আসন‌ও পায়নি। শ্যামাপ্রসাদ 
    উনিভার্সিটির সংরক্ষিত আসনে জিতেছিলেন।
    পরিষ্কার বোঝা যায়, সেসময় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল কংগ্রেস আর মুসলিম লীগ। হিন্দু ভোটের প্রায় পুরোটাই গিয়েছিল কংগ্রেসে, মুসলিম ভোট গিয়েছিল লীগের কাছে। 
     হিন্দু মহাসভা বা শ্যামাপ্রসাদের বিশেষ কোনো প্রভাব ছিলনা। থাকলে তিনি নিশ্চয় সংরক্ষিত আসনে দাঁড়াতেন না।
    ১৯৪৬-৪৭ এর রাজনীতি নিয়ন্ত্রণ করেছে কংগ্রেস আর মুসলিম লীগ।
    ১৯৮০-৮৪ সাল অব্দি জনসংঘ বা বিজেপি ভারতীয় রাজনীতিতে কিছুই করতে পারেনি। বরং কম্যুনিস্ট পার্টি তখন অনেক বেশি শক্তিশালী ছিল।
  • r2h | 208.127.***.*** | ০৯ মে ২০২৪ ১৯:৩৯523881
  • এলেবেলে অনেকটা ঐতিহাসিক প্রেক্ষিত দিয়েছেন।
    এই লেখাটাও থাক - https://www.guruchandali.com/comment.php?topic=28587
  • r2h | 208.127.***.*** | ০৯ মে ২০২৪ ১৯:৩৫523880
  • সামান্য একটা জিনিস - সংখ্যাগুরুর মতটাকে 'সবার' মত বলে প্রতিষ্ঠা করলে সেটা আসলে চাপিয়ে দেওয়া হয়, এই জিনিসটা নিয়ে দিনের পর দিন পাতার পর পাতা তর্ক চলাই হলো সমস্যাটা কত গভীরে, তার সূচক।
    তাও তো গুরুচণ্ডা৯তে এইসব কথা নরম করে তত্ত্ব, আবেগ, যুক্তি ইত্যাদি দিয়ে আসে, বাইরের দুনিয়ায় ডান্ডা হাতে।

    ভাবছিলাম কাটিয়ে দিই, এ টেনে আর কী হবে। তারপর মনে হলো এই তো সামান্য কিছু পরিসর আছে যেখানে কনফর্মিস্ট মেজরিটারিয়ান মতামতগুলির বিরুদ্ধে মুখ খোলা যায়, আর কত জায়গা ছেড়ে দেওয়া যায়।
    তো, পুণরাবৃত্তি, চর্বিতচর্বন, তাই সই। বলেই চলি!

    :|: কাল আবার একটা চমৎকার স্মার্ট মন্তব্য করেছেন, শুনতে খুবই ভালো। ফুট কাটার একটাই জায়গা, কোন 'আমরা' কোন 'আমি'র ওপর নিজের মত চাপাবে, সেই বিবাদে ১৯৪৮এর পনেরোই আগস্ট যত রক্তপাত, হত্যা, উদ্বাসন হয়েছে, তার চাপে একটা দেশ বহু দশক স্বাধীনতা দিবস উদযাপন করতে দ্বিধা করেছে। (বিজেপি সরকারের আগে ১৫ই আগস্টের বদলে ২৬শে জানুয়ারীই ভারতের সার্বভৌমত্বের মূল উদযাপনের দিন ছিল)।

    সেসব ভুলে থাকার একটা পথ অবশ্য আছে, শ্যামাপ্রসাদ, হিন্দু মহাসভা, বম্বে লবি ইত্যাদির কথা বিস্মৃত হয়ে দেশভাগের পুরো দায় "ওদের" ওপর চাপানো।
  • অরিত্র | ০৯ মে ২০২৪ ১৬:৩৬523879
  • নেটফ্লিক্সে "টোকিও ট্রায়াল" দেখতে পারেন, আমার বেশ ভালই লেগেছে।
  • b | 14.139.***.*** | ০৯ মে ২০২৪ ১৬:৩৪523878
  • "ফেকু  শ্রুমের ঘোরে যা সব বলেছে "
    কে আবার কি বললেন ?
  • guru | 115.187.***.*** | ০৯ মে ২০২৪ ১৬:১৩523877
  • @lcm
    "এই আলোচনায় একটি দেশের আলাদা করে উল্লেখ করা হয় - জাপান। জাপানে একসময় উগ্র জাতীয়তাবাদ ছিল, পূর্ব এশিয়ার অনেক দেশ তার শিকারও হয়েছিল। কিন্তু, জাপান পাল্টে গেল। গত শতাব্দীর সবথেকে অমানবিক কাণ্ড জাপানে ঘটার পরেও জাপানিদের মধ্যে সেই অর্থে প্রথাগত উগ্র জাতীয়তাবাদ তেমনভাবে দেখা গেল না। অনেকে ভেবেছিলেন যে ওয়েস্টার্ন দুনিয়া জাপানিদের কাছে চিরকালের মতন জাতশত্রু হয়ে যাবে, যাকে বলে ইটারন্যাল কনফ্লিক্ট, কিন্তু তেমন কিছু দেখা গেল না। এদিকে কালচারাল আইডেন্টিটি রক্ষা করার ব্যাপারে জাপানিরা সাংঘাতিক সিরিয়াস।"
     
    জাপানীদের সম্রাট দুদুটো পরমাণু বোমার পরে নিজে থেকে আত্মসমর্পণ করেছিলেন প্রকাশ্যে রেডিওতে | এটা অবশ্য শোনা কথা | শোনা যায় জাপানীরা নিজেদের সম্রাটকে দেবতার মতো পুজো করতো | তারা তাদের ইতিহাসে সম্রাটকে কখনো আত্মসমর্পনের মতো ঘটনা দেখেনি | তাদের মনের ডিফেন্স চিরকালের মতো টালমাটাল হয়ে যায় এর পর থেকেই |
     
    তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অনাক্রমণ নীতি পুরোটাই আম্রিকি উপনিবেশবাদের জন্য | আম্রিকার প্রচুর সামরিক ঘাঁটি জাপানে আছে | আম্রিকা আসলে জাপানকে আবার অস্ত্রে সজ্জিত হতে এতদিন দেয়নি | তবে জাপানীরা নিজেরা কিন্তু অনেকদিন ধরেই চেষ্টা করছেন উগ্র জাতীয়তাবাদকে আবার জাগিয়ে তুলতে | বর্তমানে চৈনিক জুজুর সামনে আম্রিকা জাপানকে আবার অস্ত্রে সজ্জিত হতে বলছে | ইতিহাস আবার পাল্টাতে চলেছে | জাপানি উগ্র জাতীয়তাবাদ আবার ফিরে এলো বলে |
  • | ০৯ মে ২০২৪ ১৫:৪৭523876
  • এদিকে ফেকু  শ্রুমের ঘোরে যা সব বলেছে রিলায়েন্স এক্কেরে ধড়াদ্ধড় পড়েছে। 
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ০৯ মে ২০২৪ ১৫:২৫523875
  • lcm র পোস্টটা পড়ে মনে হল যে ফিলিপিন্সেও এরকম কিছু একটা হল, সেই মার্কোস না কে যেন ডিক্টেটর টাউপের ছিল, ক্ষমতা ছাড়তে হল, তার ছেলে মনে হয় ক্ষমতায় এল, কিছুদিন আগে। জেনারেশন পাল্টে গেলে পুরোন, দাগী জমানার পরের প্রজন্ম ফিরে আসে !

    ভাজপা এটা জানে, সেই জন্য রা-গা কে খিল্লি - খিস্তি করে যায়। লোকের স্মৃতি জিইয়ে রাখার এটা একটা উপায় তারা করেছে, উল্টোদিক দিয়ে।
     
     
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ মে ২০২৪ ১৪:৩৬523874
  • একটা অদ্ভুত ব্যাপার, আমেরিকায় যারা ঢুকতে পারতো না, দিকে দিকে তারাই এখন ক্ষমতায় চেপে বসেছে কিরম। পাবলিক মেমোরি বড়ই দুর্বল।
  • lcm | ০৯ মে ২০২৪ ১২:৫৪523873
  • হ্যাঁ, হ্যাঁ, তারেক ওরফে কনফু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত