এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৮:২৭523458
  • ওঃ হ্যাঁ Dewey Defeats Truman! laugh 
     
    কী লজ্জাজনক ব্যাপার! 
  • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৮:২৬523457
  • দেখতে পাচ্ছি না তো :( 
     
    লিংক দেহি। 
  • অরিন | 132.18.***.*** | ০৬ মে ২০২৪ ০৮:১৪523456
  • যদুবাবু, "এমন কি এগজ়িট পোলেও কত্ত কাঁড়ি কাঁড়ি ভুল থাকে। এই আমাদের রাজীব কারাণ্ডিকার এই নিয়ে সুন্দর বক্তৃতা দিতেন, যে ২০,০০০ লোকের ওপিনিয়ন পোল দিয়ে কী করে ১০০ কোটি লোকের (ধরা যাক তার মধ্যে ৬৫% ভোট দেবেন, তাহলে ৬৫ কোটি লোকের) রেজ়াল্ট প্রেডিক্ট করা যায়? "
     
    ১০০% সহমত! 
    এই কথাটা উঠলেই যে ছবিটা মনে আসে, দিয়ে রাখি, 
  • aranya | 2601:84:4600:5410:588:5ba7:4555:***:*** | ০৬ মে ২০২৪ ০৭:৩৮523455
  • ."কেউ" যদি সাধারণ নাগরিক হয়, তার জান-মানের ব্যাপার আছে, গুচ্ছ সামাজিক সমঝোতা আছে, পেশাগত সমীকরণ আছে, তার কাছে আমার অন্ততঃ কোনো প্রত্যাশা নেই। ...
    কিন্তু "কেউ" আদর্শগতভাবে রাজনৈতিক বিরোধী দলের ক্যান্ডিডেট হলে তার নীরবতাকে নীরব সম্মতি ভাবতে ইচ্ছে হয়'
     - অবশ্যই। একমত 
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৭:৩৫523454
    • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৭:৩৩
    • ..."কেউ" যদি সাধারণ নাগরিক হয়, তার জান-মানের ব্যাপার আছে, গুচ্ছ সামাজিক সমঝোতা আছে, পেশাগত সমীকরণ আছে, তার কাছে আমার অন্ততঃ কোনো প্রত্যাশা নেই। ...
      কিন্তু "কেউ" আদর্শগতভাবে রাজনৈতিক বিরোধী দলের ক্যান্ডিডেট হলে তার নীরবতাকে নীরব সম্মতি ভাবতে ইচ্ছে হয়। ...
     
    একদম, একমত।
  • aranya | 2601:84:4600:5410:588:5ba7:4555:***:*** | ০৬ মে ২০২৪ ০৭:৩৫523453
  • সন্দেশখালি-র স্টিং ভিডিও নিয়ে বাম দলগুলো সত্যিই কিছু বলছে না ? !! 
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৭:৩৩523452
    • dc | ০৬ মে ২০২৪ ০৬:৪৮
    • ...অন্য অনেক রাজ্যেই কিন্তু যারা কারখানা চায় তাদের মধ্যেও অনেকেই কং কে ভোট দেয়। 
     
    হ্যাঁ, সে তো বটেই, তাই লিখলাম
    • r2h | 208.127.183.209 | ০৬ মে ২০২৪ ০৫:০৯523431
    • ...কংগ্রেসকেও দিতে পারতো, যাদি তার আগের মত শিং ও ল্যজ থাকতো।
    অন্য অনেক জায়গায় আছে, সেসব জায়গায় অনেকে ভোট দেয়। 
    পবতেও কি আর একেবারে ভোট পায় না, তবে নগন্য আরকি।
     
    • dc | ০৬ মে ২০২৪ ০৬:৫১
    • ...কেউ কোন ইস্যু নিয়ে না বললে তাকে কোন একটা বাক্সে ঢুকিয়ে দেওয়াটা ভুল মনে হয়। কে চাড্ডি আর কে চাড্ডি নয়, সেটা বেশ কিছু দিন ধরে অনেক পোস্ট দেখলে বোঝা যায়।
     
    হ্যাঁ, এতেও একমতই...

    • &/ | ০৬ মে ২০২৪ ০৭:০৯
    • ...একে ডিসক্লোজ করে না কেন কোর গ্রুপ, সেটাই প্রশ্ন।
     
    কী করে করবে? মানে, তথাকথিত কোর গ্রুপের কাছে সমস্ত ইউজারের নাম পরিচয় ইত্যাদি তথ্য আছে - এমন মনে হওয়ার কারন কী?
    তথ্য নেই, থাকা সম্ভব কিনা জানি না, কিন্তু ঐ তথাকথিত কোর গ্রুপ ওরকম গোয়েন্দাগিরি করতে শুরু করলে গুরুর ভিশনের সঙ্গে খুবই বেমানান হবে বলে আমার মনে হয়।
    ট্রোল সংস্কৃতি বিষয়ে অন্তত গুরুর মত ফোরামে ইউজারেরও আছে, পার্থবাবুর টইয়ে লিখেছিলাম। ট্রোল, স্প্যাম - ইত্যাদি আমাদের মনের মত হলে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবো, উৎসাহ দেবো, আর তা না হলে চাইবো তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হোক - ওটা ঠিক অবস্থান বলে আমার অন্তত মনে হয় না।
  • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৭:৩৩523451
  • ডিসির সাথে সামান্য ডিসেগ্রি করতে চাহি। যদিও হুতোদাকে বলা। 

    "কেউ কোন ইস্যু নিয়ে না বললে তাকে কোন একটা বাক্সে ঢুকিয়ে দেওয়াটা ভুল" - অবশ্যই ভুল। "কেউ" যদি সাধারণ নাগরিক হয়, তার জান-মানের ব্যাপার আছে, গুচ্ছ সামাজিক সমঝোতা আছে, পেশাগত সমীকরণ আছে, তার কাছে আমার অন্ততঃ কোনো প্রত্যাশা নেই। ইন ফ্যাক্ট, আমি চাইব কেউ ঝুঁকি নিলে যেন বুঝে নেন। বরং, ঐ "ঠিক" জায়গায় ভোট করে আসুন তাঁরা, এইটুকুই চাই। 

    কিন্তু "কেউ" আদর্শগতভাবে রাজনৈতিক বিরোধী দলের ক্যান্ডিডেট হলে তার নীরবতাকে নীরব সম্মতি ভাবতে ইচ্ছে হয়। আর এ তো এমন ব্যাপার না যে তাকে বলা হচ্ছে আচ্ছা ঐ যে জাপানে মেটাবো ল' আছে, সেই নিয়ে আপনি চুপ কেন? তাকে বলা হচ্ছে তার রাজ্যের সবচাইতে জ্বলন্ত ইস্যুতে সে চুপ কেন? 
  • &/ | 151.14.***.*** | ০৬ মে ২০২৪ ০৭:১৮523450
  • ডিলিট্শ্রী। ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:15d3:fd29:b8e2:***:*** | ০৬ মে ২০২৪ ০৭:১৩523449
  • ডিলিট উপাধি পেয়েছে? 
  • &/ | 151.14.***.*** | ০৬ মে ২০২৪ ০৭:০৯523448
  • ডিসি, ওই ড্যাশ ট্রোলটা যে আপনি নন সেটা জানি। ওই ট্রোলের টোনটাই পুরাতন জোঁকের মত, কতবার ডিলিট পেয়েছে তবু চালিয়ে যায় ট্রোলিং, নিবিড় অধ্যবসায়। একে ডিসক্লোজ করে না কেন কোর গ্রুপ, সেটাই প্রশ্ন।
  • dc | 2402:e280:2141:1e8:15d3:fd29:b8e2:***:*** | ০৬ মে ২০২৪ ০৬:৫১523447
  • আর ইন জেনারাল মনে হয়, কেউ কোন ইস্যু নিয়ে না বললে তাকে কোন একটা বাক্সে ঢুকিয়ে দেওয়াটা ভুল মনে হয়। কে চাড্ডি আর কে চাড্ডি নয়, সেটা বেশ কিছু দিন ধরে অনেক পোস্ট দেখলে বোঝা যায়। 
  • dc | 2402:e280:2141:1e8:15d3:fd29:b8e2:***:*** | ০৬ মে ২০২৪ ০৬:৪৮523446
  • র২্হ এর ৫:০৯ পোস্ট এর সাথে একমত, শুধু এইটুকু বাদেঃ 
     
    "আবার শাইনিং যারা কারখানা চায়, তাদের কাছে, কারখানাই যদি চাইবো তাহলে তো দক্ষিনপন্থাই ভালো, বাম হলে আবার শ্রমিক ইউনিয়নের আপদ আসবে"
     
    পবতে কে কি চায় জানিনা, তবে অন্য অনেক রাজ্যেই কিন্তু যারা কারখানা চায় তাদের মধ্যেও অনেকেই কং কে ভোট দেয়। বেশ কিছু রাজ্য আছে যেখানে আর্বান পপুলেশান এর মধ্যেও কং এর সাপোর্ট আছে, যদিও সেটা বিজেপির সাপোর্টের থেকে হয়তো কিছুটা কম। 
     
    আর ট্রোলিং প্রসঙ্গে ডিসক্লেমার দিয়ে দি বাবা, আমি আজ অবধি &\ কে অন্য নিক বা অন্য আইপি থেকে কোন পোস্ট করিনি। কোর কমিটির কাছে আর ডিপ স্টেটের কাছে (বিল গেটস এর কাছেও) সব প্রমান আছে। 
  • aranya | 2601:84:4600:5410:588:5ba7:4555:***:*** | ০৬ মে ২০২৪ ০৬:৩৩523445
  • যুগান্তর - সুন্দর নাম হবে । @যদুবাবু
  • যোষিতা | ০৬ মে ২০২৪ ০৬:১৬523444
  • জোঁকশ্রীর জন্য
     
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:৫৮523443
  • হ্যাঁ, এই দক্ষিনপন্থাকে সমর্থন স্টিগমাটাইজিং- এইটা খুব মজার।

    যেমন ঐ কালকের আবাপর বিজ্ঞাপন, বা রাজ্যপাল বোস, বা গঙ্গাধর - এইসব ইস্যু বিষয়ে নীরবতা দেখলে ফ্যসিবাদ, বিশ্ব ভ্রাতৃত্ব, সাম্য ইত্যাদি নিয়ে বড় কথা বলা দলগুলির আরএসেস বিষয়ে ভাবনা নিয়ে মনে হয় জানলে না গো অসম্মত, বাইরে বাইরে যেমনই হই ভিতর থেকে আমিও ঠিক, তোমার মতো, তোমার মতো
  • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৫:৫১523442
  • অরণ্যদা, blush!

    হুতোদার সাথে একমত। আমার তা ছাড়াও মনে হয় টিভির পর্দায় এক জায়গায় পাড়ার কিছু লোক জমায়েত হলেও মনে হয় আরে কত লোক। তর্কের খাতিরে যদি ধরেও নি তারা সবাই মুগ্ধ হয়ে ভোট দেবে, তাহলেও, কত আর হয়? টিভিতে প্রচারের সময়ের ছবি বা ভিডিও দেখে ভোটের হিসেব করা অসম্ভব ব্যাপার।

    এমন কি এগজ়িট পোলেও কত্ত কাঁড়ি কাঁড়ি ভুল থাকে। এই আমাদের রাজীব কারাণ্ডিকার এই নিয়ে সুন্দর বক্তৃতা দিতেন, যে ২০,০০০ লোকের ওপিনিয়ন পোল দিয়ে কী করে ১০০ কোটি লোকের (ধরা যাক তার মধ্যে ৬৫% ভোট দেবেন, তাহলে ৬৫ কোটি লোকের) রেজ়াল্ট প্রেডিক্ট করা যায়? 

    তা ছাড়াও অনেক সময়েই দক্ষিণপন্থী দলকে ভোট দেওয়া একটা স্টিগমাটাইজ়িং ব্যাপার। ইউ-এসে যেমন যত লোকে ট্রাম্পকে ভোট দেয় তারা যে সবাই বেরিয়ে এসে সেটা স্বীকার করে এমন না। এর একটা উপায় আছে অবশ্য, র‍্যান্ডমাইজ়ড রেস্পন্স টেকনিক। কিন্তু সে আবার ডাইগ্রেশন হয়ে যাবে। 
     
    আর দল - আমি তো মোটামুটি বোধবুদ্ধি হওয়ার পর থেকেই বামপন্থী। সে কী আর লুক্কায়িত? তবে, নতুন দল লাগবে মনে হয়, কিন্তু সুন্দর বাংলা নাম চাই, এই যেমন এক সময় ছিল যুগান্তর বা অনুশীলন সমিতি। ঐ ধাঁচের কিছু। ইনিশিয়ালিজ়ম নয়, ঐ বাংলা নামেই ডাকা যাবে এমন। 
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:৫১523441
  • লোকেদের সচেতনতা থাকতে পারে কিন্তু লোকাল লোকেদের হাতে কোনকিছুর এনফোর্সমেন্ট রাখাতে গেলে সেটা ভিজিলান্তে হয়ে ওঠে - সেটাকে আর সামলানো যায় না। আইন আর আইনের প্রয়োগ করতে হয়।

    আমার ঠাকুরদার কেনা কাঁঠাল বাগান যদি আজ আমি আমার চিকিৎসার খরচের জন্যে বেচে দিতে চাই, আর লোকাল লোক এসে ব্যাগড়া দেয়, সে খুবই বিপজ্জনক ব্যাপার হবে।
    সুন্দরব অঞ্চলে জনপদ ক্রমেই বনের দিকে চলে যাওয়া, বাইপাসের ধারে রামসার জলাভূমির সংরক্ষণ - এইসব নিয়ে কিছু করা যেত। ১৯৯৫ সালে কলকাতা এলাম, বাইপাসের এক ধারে বিস্তীর্ন ধানক্ষেত ছিল সেসব উজাড় হয়ে বাড়িঘর উঠেছে, সে নাহয় ব্যক্তিগত জমি, চাষের জমির চরিত্র পাল্টে বাস্তু হয়েছে।
    অন্যদিকে পুরো বাইপাসের ধার ঘেঁষে খাল ছিল। সেই খাল পরবর্তী দশ বছরে বেমালুম হাপিস - তার ওপর মার্বেলের দোকানের অস্থায়ী গুদাম থেকে মার্সিডিজ বেঞ্জের শোরুম সব হয়ে গেল চোখের সামনে।
    দক্ষিনমুখী রেললাইনের ধার ধরে জলা ছিল - সেও আর নেই।
    এসব যদি লোকাল লোকেদের দেখতে হয় তাহলে সরকারের আর কী দরকার।
  • &/ | 151.14.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:৩৮523440
  • বড় স্কেলে পরিবেশ দূষণ ইন্ডাস্ট্রি, যুদ্ধ, লগার ইত্যাদির জন্যই, সে তো অনস্বীকার্য। কিন্তু লোকাল লেভেলে অসহনীয় অবস্থার জন্য পুকুর দিঘি লোপাট করা, ঝোপজঙ্গল লোপাট করা, খোলা মাঠ লোপাট করা ইত্যাদি খুবই দায়ী। এইসব ব্যাপারগুলো লোকাল লোকেদের হাতেই ছিল, এইগুলো রক্ষা করা যেত। এখনও করা সম্ভব, স্থানীয় বাড়ি ভেঙে বাগান লোপ করে বহুতল বানানো বন্ধ করার আদেশনামা জারি করে।
  • &/ | 151.14.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:৩৩523439
  • লেখার ধরণ থেকে ট্রোলশ্রীটাকে যদি কেউ চিনে ফেলেন, তাহলে ডিসক্লোজ করে দিন প্লীজ। বহু বছর ধরে জোঁকের মতন ট্রোলিং করে যাচ্ছে এই ড্যাশটি, এবারে এক থাবা নুন দিন এর উপরে।
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:৩১523438
  • পরিবেশ নিয়ে বক্তব্যে আমি যা বুঝি - মাঝে একটা ধুঁয়ো উঠেছিল, ছাতে গাছ লাগান, টবে গাছ লাগান, এসি কম চালান - ইত্যাদি। আসলে সেসবে কিছু হয় না, যা হয় তা বড় স্কেলে, ইন্ডাস্ট্রিয়াল।
    এবার সেসবের বিরুদ্ধে কেউ কোন কথা বলবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের পরিবেশ বিষয়ে এক অবস্থান। ময়দান থেকে বইমেলা সরে যাওয়া নিয়ে শিক্ষিত আলোকপ্রাপ্ত নাগরিক সমাজে যা হাহাকার হয়েছিল তাতে পরিবেশ সচেতনতা ব্যাপারটার অস্তিত্ব আছে বলে মনে হয় না।

    অন্য দিকে, গরম লাগা একটি ভোগবাদী পাশ্চাত্য ঢং, এরকম বলছেন কেউ কেউ। সেটাও আমার ঢপের কথা মনে হয়। এরকম গরম আগেও পড়তো খুবই সত্যি কথা, কিন্তু তখন দূষণ কম ছিল, প্রায় সব জনপদেই গুটিকয় জলাশয় ছিল, গাছের ছায়া ওয়ালা একতলা দোতলা বাড়ি ছিল। তাতে গরম কিঞ্চিৎ সহনীয় হত। এখন সেসব উজাড় হয়ে যেরকম বাসস্থান হয়েছে তাতে গরম তো লাগবেই।
    আগে দুপুরবেলা পাড়াগুলি, শহরের সব মেজোরাস্তা শুনশান হয়ে যেত। আজকাল সর্বত্র অষ্টপ্রহর দৌড়তে থাকা লোক দেখি। তো, কী আর হবে।
  • অরিন | 202.36.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:২৯523437
  • হুঁ, ট্রোল আবার শ্রী? :-/, ঔদার্যের পরিচয়!
     
    @&/, ঠাণ্ডা যুদ্ধের কারণে পরিবেশের বিশেষ করে ক্লাইমেটের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। 
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:২৪523436
  • ওহ দেখলাম।

    ট্রোল কে সে আর কী করে জানা যাবে। অমেকে লেখার ধরন দেখে চট করে বুঝে নেন, আমি ওটা খুব একটা পারি না। আবার আমার নিজের ক্ষেত্রে, যতই অন্যরকম লেখার চেষ্টা করি, সবাই দেখি ঠিক চিনে ফেলে। নিরাপদ পাখিরা শুরু করে ভাবলাম বেশ একটা অন্যরকম স্টাইল হলো, লোকজন দেখি এমনকি ভেরিফাই করারও দরকার মনে করেনি, নির্বিকার ভাবে হুতো বলে কথাবার্তা শুরু করে দিল।

    হুঁ, ট্রোল খুব বিপজ্জনক প্রবনতা। যেকোন ধরনের নেমকলিং পরিত্যাজ্য বলে মনে করি।
  • যোষিতা | ০৬ মে ২০২৪ ০৫:১৪523435
  • সরি, রফলা বাদ গেছিল। ওটা দিত্তেই হবে, ওটাই লেজ।
  • যোষিতা | ০৬ মে ২০২৪ ০৫:১২523434
  • টোলশ্রীটা সেকেন্ড করলাম।
  • &/ | 151.14.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:১০523433
  • অরিন, চিন্তা করে দেখুন গোটা কোল্ড ওয়ার পিরিয়ডে একদিকে সোভিয়েত অন্যদিকে আমেরিকা পাল্লা দিয়ে অস্ত্র পরীক্ষা চালিয়ে গেছে, পরিবেশের কী যে হয়েছে খোদায় মালুম। কেজানে সেসবের সুদূরপ্রসারী প্রভাব কী দাঁড়িয়েছে।
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:১০523432
  • কে কোথায় কাকে ট্রোল করছে? কোন টই?
  • r2h | 208.127.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:০৯523431
  • অ্যান্ডরের ০৬ মে ২০২৪ ০৩:৪১ প্রশ্নটা রেটরিক হলেও হতে পারে, তবে খুব কঠিন বোধহয় না।

    বামফ্রন্টের মূল শক্তি, ঘোষিতভাবেই ছিল 'মেহনতী মানুষ'এর সমর্থন। মুশকিল হলো, মেহনতী মানুষ ভোট শুধুই আই ওয়াশ - এরকম ভাবে না, নিজেদের ভোট দেওয়া ও রাজনৈতিক মত প্রকাশের জন্য জান লড়িয়ে দেয়। সেখানে ভালো রকম ভায়োলেন্স, পেশিশক্তি, তৃণমূল স্তরে সংগঠন, মাপ মত জঙ্গীপনা - ইত্যাদি লাগে। সেসব ২০১১ থেকে রাতারাতি উবে গেছে। পার্টি সমর্থকরা মার খেলে তাদের বাঁচাতে আসার মত, বা আইনী সহায়তা দেওয়ার মতও কোন ব্যবস্থা নেই। এরকম হওয়া বাঞ্ছনীয় কিনা তা অন্য প্রশ্ন, কিন্তু হাটে মাঠে এটাই হয়, সব দলই এত অভ্যস্ত। বিজেপি বরং এইসব জিনিস অন্য লেভেলে খেলে - যেটা আরও অনেক বেশি বিপজ্জনক।

    এবার শাইনিং জনতার ইস্যু অন্য। তার সঙ্গে 'মেহনতি' মানুষের ইস্যু সব সময় মেলে না। গাড়ি কারখানা তৈরি না হওয়া বা এসএসসি দুর্নীতির থেকে থেকে বড় সমস্যার অস্তিত্ব 'মেহনতী' মানুষের জীবনে আছে।

    আবার শাইনিং যারা কারখানা চায়, তাদের কাছে, কারখানাই যদি চাইবো তাহলে তো দক্ষিনপন্থাই ভালো, বাম হলে আবার শ্রমিক ইউনিয়নের আপদ আসবে - সুতরাং কারখানাপন্থীরা সিঙ্গুর নিয়ে মমতার মুন্ডুপাত করলেও, উন্নয়নের সংজ্ঞা যদি পরিবেশ ধংস করে বড় কারখানা বানানোই হয়, তবে ভোট বিজেপিকেই দেবে। কংগ্রেসকেও দিতে পারতো, যাদি তার আগের মত শিং ও ল্যজ থাকতো।

    এইবার, বাকি জিনিসপত্রে কী হচ্ছে? রাজ্যপাল যৌন নিগ্রহে অভিযুক্ত- তা নিয়ে সবাই অপেক্ষা করছে বিষয় "আরেকটু স্পষ্ট" হওয়ার। ইন্টারেস্টিং ব্যাপার হল যৌন নিগ্রহের অভিযোগ উঠলে সাধারনত অভিযোগকারীর বয়ান সত্যি ধরে নিয়ে এগুনোর চল - এই বিষয়ে, সিপিএম কি বলেছে, যে রাজ্যপালকে সাময়িক ছুটিতে পাঠানো হোক অন্তত? যদি না বলে থাকে, তবে সেখানে যতই ইম্প্রেসিভ তরুণ নেতা থাকুক, তাকে আমি বিরোধিপক্ষের প্রতিনিধিই বা কী করে ভাববো, নির্যাতিতের প্রতিনিধিই বা কী করে ভাববো?
    সন্দেশখালি - এত বড় একটা এজেন্ডা পাওয়া গেল বিজেপির বিরুদ্ধে- কোন সুসংহত স্টেটমেন্ট কি পেলাম? বরং এমন প্রশ্ন শোনা যাচ্ছে যে তাহলে কি জমি হাতানো হয়নি? কী আশ্চর্য জমি হাতানো আর গণহারে যৌন নির্যাতন এক হল?
    ভয় হল তৃণমূল সুবিধে পাবে। কিন্তু একটা জাতিবিদ্বেষ ছড়ানো দলের বিরুদ্ধে এক গাদা এজেন্ডা পেয়েও যদি একটা বাম দল চুপ করে থাকে তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা থাকার তো তেমন কারন নেই। গত কালের আনন্দবাজারে বিজেপির বিজ্ঞাপন দেখলাম। এই জিনিসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের থেকে বড় গুরুদায়িত্ব এই মুহূর্তে কোন বিরোধী দলের থাকার কথা না।

    এবার কথা হল অন্য দল কী করছে, বা পবতে তৃণমূল কী করে ভোট পায়। তৃণমূলের হাতে মোটামুটি টাকা সুতরাং পেশিশক্তি আছে, তাছাড়া মমতা নিজেকে মোদির প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। অনেকে সেটিং বলেন, হতেই পারে। কিন্তু পাবলিক পার্সেপশনে ব্যাপারটা আছে, বাংলার বাইরেও এমনকি।

    চোরের থেকে গণহত্যাকারী জাতিবিদ্বেষী বেশি বিপজ্জনক - এই জিনিসটায় পরিস্কার মতৈক্য নেই, আমার মতে ব্যাপারটা আশ্চযজনক। সেইটা হলে হয়তো হিসেব কিছুটা পরিস্কার হত।

    মিডিয়া কেন খবর দেয় না... বিজেপির টাকা আছে মিডিয়া হাউসগুলিতে, তাছাড়া আইনসভাগুলিতে নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা আরেকটু বাড়লে হয়তো রাজনৈতিক উপস্থিতি আরেকটু স্পষ্ট হত।
  • &/ | 151.14.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:০৭523430
  • হুতেন্দ্র, অ্যাডমিন বা অন্য কোর গ্রুপ, এই হরেকনিক নিয়ে এসে গালাগাল পোস্ট করে যাওয়া নিষ্ঠাবান ট্রোলটা কে? এই ট্রোলটি গত দশককাল ধরে নিবিড় অধ্যবসায়ের সঙ্গে ট্রোলিং করে চলেছে, একে ট্রোলশ্রী দিন।
  • অরিন | 202.36.***.*** | ০৬ মে ২০২৪ ০৫:০৫523429
  • @&/, ফাণ্ডিং কেউ দেবে না, তার চেয়েও গোলমেলে আপনি ডাটা বার করতে পারবেন না। 
     
    "The U.S. Military Emits More Carbon Dioxide Into the Atmosphere Than Entire Countries Like Denmark or Portugal
    But no one knows exactly how much, because the Pentagon’s reporting is spotty. A Humvee gets between four and eight miles per gallon; an F-35 requires 2.37 gallons per mile"
     
    @অরণ্য, "অবিশ্যি নতুন দলও তৈরী করা যায় "
    যায় তো, যেমন ধরুণ "Bharatiya Jodubabur Party" (BJP), মানে অন্য বিজেপি, ;-), এখন যদুবাবু বিজেপির হয়ে দাঁড়াবেন কিনা, সেইটেই ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত