এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ০৫ মে ২০২৪ ০৪:৫৩523398
  • এক ইয়ং কাপল ২২ সালের আগস্টে রেজিস্ট্রি করে, আচার অনুষ্ঠানের বিয়ে করতে করতে ২৩ সালের ডিসেম্বর ।এত দেরি বলে রূপশ্রীর টাকাটা আর পেল না। তবে নিজেদের কষ্টার্জিত টাকা আর শুভানুধ্যায়ীদের সাহায্যে ব্যাপারটা ভালোভাবেই হয়ে গেছে সব মিলিয়ে । শুভমস্তু।  
  • যদুবাবু | ০৫ মে ২০২৪ ০৪:৫১523397
  • বিজেপি নয়, আর যেই হোক। :D 

     
  • &/ | 107.77.***.*** | ০৫ মে ২০২৪ ০৪:৪৭523396
  • বিগ ডেটায় আরও অনেকেই ঢুকবেন। গুরুচণ্ডালিতে রেজিস্ট্রি প্লাস আচার অনুষ্ঠান বিয়ে র অনেক কেস থাকার কথা 
  • &/ | 107.77.***.*** | ০৫ মে ২০২৪ ০৪:৪৩523395
  • কোন পার্টির টিকিটে দাঁড়াবেন ?
  • যদুবাবু | ০৫ মে ২০২৪ ০৪:০৪523394
  • আচ্ছা দুটোই নেব। তবে, ফিরিতে কিছু হবে না। 
  • &/ | 107.77.***.*** | ০৫ মে ২০২৪ ০৩:৫২523393
  • মন্ত্রী হোন মন্ত্রী হোন 
  • :|: | 174.25.***.*** | ০৫ মে ২০২৪ ০২:৫৫523392
  • নানা শিক্ষা না, পিলিজ বিদেশটা নিন। আমরা ফিরিতে দেশ বিদেশ ঘুরে বেড়াবো! 
  • অরিন | 119.224.***.*** | ০৫ মে ২০২৪ ০২:৪৯523391
  • (ইয়ে, দাঁড়ালে খপর দেব, আপনেরাও একটু ভোট-টোট দেবেন।) 
     
    একদম! 
    সে আর বলতে? 
    ভোট দেওয়া, ক্যানভাসিং, গান, ফান ... 
  • যদুবাবু | ০৫ মে ২০২৪ ০২:৩২523390
  • আজকেই পাইদিকে বলছিলাম, আমার কিন্তু পেটে পেটে খুব ইচ্ছে একদিন ভোটে দাঁড়াবো। জিতলে সো-ও-জা শিক্ষামন্ত্রী হবো। আর হারলে তো ভাটিয়া৯-র পাতা আছেই। অবশ্য তদ্দিনে আর ভোট ব্যাপারটাই থাকলে হয়। বা, হয়তো ভোট থাকবে, কিন্তু বিজেপি ছাড়া অন্য কারুর নমিনেশন জমা দেওয়ার-ই হয়তো আর সুযোগ থাকবে না। 

    রাম তো ভোটে এক পা তুলে দাঁড়িয়েই আছেন, দেখচি শ্যাম ও চলে এলেন। এরপর যদু আর মধু। 

    (ইয়ে, দাঁড়ালে খপর দেব, আপনেরাও একটু ভোট-টোট দেবেন।) 
  • অরিন | 119.224.***.*** | ০৫ মে ২০২৪ ০২:৩১523389
  • "কি ঘটনা সেটা কদিন পরে বোঝা যাবে। সন্দেশখালিতে মমতা সরকার জমি ফেরত দিচ্ছে বলে খবর বেরিয়েছিল। যদি কিছুই না হয়ে থাকে তো কার জমি কাকে ফেরত দিচ্ছিল? "
     
    সবটাই মায়া মশাই, একটা ইলিউশানের ঘোর। ম্যাট্রিকস রি-রি-রি-লোডেড।
  • যদুবাবু | ০৫ মে ২০২৪ ০২:২৪523387
  • ইকি কাণ্ড। এই যে উত্তর দিলাম। পোস্ট হোলো না কেন?! কী সব ভুতুড়ে ব্যাপার। 

    যাই হোক, সমরেশবাবু, আপনি হচ্ছেন এন ইজুকালটু থ্রি। অতএব, আমরাই বিগ ডেটা। লাঠি লাও, বল্লম লাও, এ্যাই লাও, জিপিটি লাও। কিন্তু তাহলে কর্পোরেশন (বা যারা রেকর্ড রাখে) তাদের ডেটাবেসে কোন তারিখ থাকে? দুটোই? না প্রথমটা? 

    আনুষ্ঠানিক বিয়ে আমাদের হয়নি। তাতে অবশ্য বিন্দুমাত্র দুঃখু নেই। আবার করিনি বলে খুবেক্টা কিছু গর্ববোধও নেই। যার যা ভাল্লাগে, করে। 

    তবে, আইনটা হাস্যকর। আমার মাঝে মাঝে মনে হয় যে এরা এমন দমবন্ধকর একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে যে একদিন ডিফেনেস্ট্রেশন অফ প্রাগের মত একটা ব্যাপার ঘটবে দিল্লিতে। খালি জানলার নিচে গোবরের স্তুপ চাই। সে নিশ্চয়ই আছে। 
  • সমরেশ মুখার্জী | ০৪ মে ২০২৪ ২৩:৫৬523386
  • @ যদুবাবু 
     
    রাশিবিজ্ঞানীকে বিগ ডাটা  নিয়ে কাজ করতে সাহায্য করতে আমার ডেটা‌ও দিলুম নীচে - মানে ম‍্যারেজ সাট্টিপিটির উপরাংশ।


    তবে আমি গিয়ে কেবল নোটিশ‌টা দিয়ে এসেছিলাম। ম‍্যারেজ রেজিস্টার ঐ দিন সন্ধ্যায় নিজে এসেছি‌লেন, তখন‌ও না হ‌ওয়া আমার শ্বশুরবাড়ি। নোনতা, মিষ্টি, চা সহযোগে জলযোগ করে কাগজের বৌ যোগ করে দিলেন আমার জীবনে। দুজন সাক্ষী‌ও উপস্থিত ছিল। ফর্মের Section/ Act দেখে বোঝাই যাচ্ছে - ঐ কাগুজে বিয়ে হয়েছিল ইস্পেশাল বিবাহ এ্যাক্টো অনুযায়ী। 

    এই বার একটু ঘেঁটে দি যদুবাবু‌কে। 
     
    অতঃপর 23.01.90 তে আমাদের হোলো আনুষ্ঠানিক বিয়ে - মানে হিন্দুমতে বিয়েতে যা যা হয় আর কি - সপ্তপদী,  সিঁদুর‌দান, শুভদৃষ্টি ইনক্লুডিং কালরাত্রি … ফুলশয‍্যা … এটসেটরা। সে‌ই হিন্দু মতে বিয়ের প্রমাণ হিসেবে দু তরফের বিয়ের কার্ড‌, বিবাহ অনুষ্ঠানে‌র মায় নিমন্ত্রিতদের চর্বচোষ‍্য ভোজনের‌ও ছবি‌ও আছে। অত‌এব আমাদের বিয়ে প্রথমে কাগজে - 1954 এ্যাক্টো অনুযায়ী এবং পরে 1955 হিন্দু ম‍্যারেজ এ্যাক্টো অনুযায়ী প্রাচী‌ইইইন “সংস্কার” মতে‌‌ও সিদ্ধ।

    ন‍্যান এইবার এই ডাটা নিয়ে কী এ্যাই লাগাবেন লাগান। laugh
  • পলিটিশিয়ান | 2607:fb91:38f:135b:ad2:dc57:6711:***:*** | ০৪ মে ২০২৪ ২৩:৫৬523385
  • কি ঘটনা সেটা কদিন পরে বোঝা যাবে। সন্দেশখালিতে মমতা সরকার জমি ফেরত দিচ্ছে বলে খবর বেরিয়েছিল। যদি কিছুই না হয়ে থাকে তো কার জমি কাকে ফেরত দিচ্ছিল? 
     
    এখন জমি লুঠ হয়েছে মানেই রেপ হয়েছে তা নয়। কিন্তু সাজানো রেপ বা পয়সা দিয়ে ভয় দেখিয়ে রেপ ভিকটিমের আত্মীয়দের কিনে নেওয়া, দুটোই তৃণমূল (ও বিজেপির) পুরোনো প্লেবুক। এখন আবার চাকরি চুরির কেসগুলো নিয়ে পিসী ভাইপো একটু চাপে আছে। ইলেকশন চলছে। এখন কদিন একটু দৃষ্টি সরানোর ইনসেন্টিভ খুবই বেশি।
     
    কদিন গেলে স্পষ্ট হবে কি হয়েছে।
  • যদুবাবু | ০৪ মে ২০২৪ ২৩:৩৪523384
  • দেখেছি,পড়েওছি। সাঙ্ঘাতিক। 

    আমি যতটা নোংরা ভাবি, রাজনীতি তার থেকেও অনেক অনেক অনেক গুণ বেশি নোংরা। 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:25b9:c01:***:*** | ০৪ মে ২০২৪ ২৩:২১523382
  • এআই ঘটক! laugh
  • যদুবাবু | ০৪ মে ২০২৪ ২৩:১৪523381
  • laugh ডিসি, মাইরি সাহস তো কম নয়, এই নিয়ে ঠাট্টা করেন? 
     
    আচ্ছা আমার-ও ঐ। মানে এক মাস আগে নোটিশ। আর সাট্টিফিটি কবে পেয়েছিলাম মনে নেই। কাজেই, আমি আর আপনি মিলিয়ে n = 2, আরেকটা পেলেই বিগ ডেটা। তারপর এ্যাই লাগিয়ে দেবো। 

    তবে, সেই রেজিস্ট্রার না অফিসার ভালো লোক ছিল, খুব মিঠুনের ফ্যান। আমাকে নরম মানুষ পেয়ে মিঠুনের সিনেমার রোম্যান্টিক কি একটা গান গেয়ে শুনিয়েছিলেন। মনে নেই। 
  • dc | 2402:e280:2141:1e8:f4ca:e934:108e:***:*** | ০৪ মে ২০২৪ ২৩:০৬523380
  • হিন্দু ম্যারেজ অয়াক্টে বিয়ে করলে বোধায় রেজিস্ট্রি সার্টিফিকেট দেয় না (বা লাগে না)। এরকম কিছু বোধায়, তবে এই ব্যাপারে আমি খুব কম জানি। মোটে একবারই বিয়ে করেছি, তাও রেজিস্ট্রার অফিসে গিয়ে (আগে থাকতে নোটিস দিতে হয়েছিল, আর সার্টিফিকেট বোধায় হপ্তাখানেক পরে পেয়েছিলাম), কাজেই স্যাম্পেল সাইজ একটু ছোট। আপাতত যে র‌্যান্ডম স্যাম্পলিং করে দেখবো, সে সুযোগও নাই।  
  • যদুবাবু | ০৪ মে ২০২৪ ২২:৪৯523379
  • ভালো বুঝলাম না খবরটা পড়ে। এটা কি হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সবার জন্যেই? নাকি একটা আরেকটার মধ্যে সাবসিউমড? 

    আমাদের যেমন স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছিল। কোনো অনুষ্ঠান হয় নি, জাস্ট একটা বাবরিছাঁট ম্যারেজ অফিসার এসে কাগজে সই করিয়েছিল। মানে লোক ডেকে খাওয়ানো, ম্যারাপ বাঁধা, আগুনটাগুন, মন্ত্র এসব কিসুই হয়নি। সাট্টিফিটি খুলে দেখলাম, লেখা আছে আন্ডার সেকশন থারটিন অফ Act XLIII of 1954। তা এরপর কি আর এরকম করা যাবে না? সেরিমনি করতে হবে? সে কী করে হয়?! 

    খবরে লিখেছেঃ "It noted that under the Special Marriage Act, 1954, a man and a woman can acquire the status of being a husband and a wife as per the provisions of the said Act". The Special Marriage Act, 1954 is not restricted to Hindus. Any man and woman irrespective of their race, caste or creed can acquire the status of being a husband and a wife under the provisions of the Special Marriage Act, 1954 but under the provisions of the Act (Hindu Marriage Act, 1955), there should not only be compliance of the conditions as prescribed under Section 5 of the said Act but also the couple must solemnise a marriage in accordance with Section 7 of the Act," it said.
  • dc | 2402:e280:2141:1e8:f4ca:e934:108e:***:*** | ০৪ মে ২০২৪ ২২:৪২523378
  • আজকেও একটা গান শুনুন
     
  • b | 117.194.***.*** | ০৪ মে ২০২৪ ১৫:০৫523377
  • দ , এইটা বোধ হয় ঠিক নয়। যদ্দুর জানি (রঞ্জন বোধ হয় বলতে পারবেন ভালোভাবে ), বিয়ে দুরকম ভাবে রেজিস্ট্রি করা যায়, সিভিল ম্যারেজ আর হিন্দু (বা যে  কোনো ধর্মীয়)   হিসেবে। । শাঁখা সিঁদুর মালাবদল অগ্নিসাক্ষী সাতপা লাজাঞ্জলি সারাদিন উপোস  ইত্যাদি  করে বিয়ে করলেও আপনি সিভিল ম্যারেজ হিসেবে রেজিস্ট্রি করতে পারেন। আবার এসব কিস্যু না করেও সিভিল ম্যারেজ রেজিস্ট্রি করতে পারেন। কিন্তু হিন্দু ম্যারেজ হিসেবে রেজিস্ট্রি করতে গেলে তার আগের ঐ অনুষ্ঠান বাধ্যতামূলকঃ এটাই মনে হচ্ছে কোর্টের রায় ।
    কিন্তু ইউসিসি এলে এসবের কি হবে ? সাকশেশন আইনগুলোরই বা কি হবে ? 
  • সমরেশ মুখার্জী | ০৪ মে ২০২৪ ১২:৫৬523376
  • ডিসি‌র দেওয়া নিম্নোক্ত খবরটা দেখে মনে হোলো: 


     
    একে কি বলা যায়? 
    Doctrine of Unnatural Justice! sad
  • | ০৪ মে ২০২৪ ১২:৪৪523375
  • হিন্দদুরাষ্ট্র হুঁ হুঁ বাবা! 
     
  • dc | 2402:e280:2141:1e8:2143:96e1:40a2:***:*** | ০৪ মে ২০২৪ ১২:২৯523374
  • এই হলো আমাদের ইন্ডিয়ান বিচারব্যবস্থার অবস্থাঃ  
     
     
    Unnatural Sex With Wife Not Rape, Absence Of Woman's Consent Immaterial: MP High Court
     
    The Madhya Pradesh High Court in a recent order noted that any sexual act, including unnatural sex, by a husband with his wife will not constitute rape as marital rape is not legally recognised in India adding that the consent of the wife in such cases is immaterial.
    The High Court made the observations while dismissing an FIR lodged against one Manish Sahu by his wife alleging, inter alia, a commission of unnatural offence as per Section 377 of IPC, Live Law reported.
  • অরিন | 119.224.***.*** | ০৪ মে ২০২৪ ১০:৪৮523373
  • তার মানে এ মনে হয় অপেক্ষাকৃত বিরল কিছু হবে, তবে সম্ভব। এখন আমাদের খুবই ছোট নগণ্য ঘরের/বাড়ির ফার্ম, সেখানে আর কটাই বা টম‌্যাটো, তার মধ্যে বড়জোর একটা অমন বেরোল। আপনি যে বাজারে দেখেছেন, তাদের হয়ত বিশাল ফার্ম, একাধিক জায়গা থেকে সোর্স করেছে। 
    যাই হোক, শেপটা ইন্টারেস্টিং। 
  • সমরেশ মুখার্জী | ০৪ মে ২০২৪ ১০:৩৫523372
  • "কিন্তু এই ধরণের শেপের একটাই টম্যাটো দেখা গেল যদিও গাছগুলোতে সব মিলিয়ে শ দেড়েক টম্যাটো হয়ে আছে।"
     
    আমার তোলা টমেটোর ছবিটা দোকানের একটা ক্রেট থেকে নেওয়া। কনট্রাস্টের জন‍্য আঙুরের ক্রেটে রেখে ছবিটা তুলেছিলাম। টমেটোর ক্রেটে আন্দাজ শখানেক টমেটোর মধ‍্যে সেদিন গোটা দশেক অমন পাখির ঠোঁটের মতো আঁচিল ওয়ালা টমেটো দেখেছি‌লাম। laugh
     
    এটা ঠিক বলেছেন - মিস প্রকৃতি ম‍্যাডামের লীলা অপার!  
  • | ০৪ মে ২০২৪ ১০:০১523371
  • কিউয়ার কোডটা স্ক্যান করলে বইটা ডাউনলোড করা যাবে
     
  • অরিন | 119.224.***.*** | ০৪ মে ২০২৪ ০৯:৫২523370
  • "কলকাতার উপকণ্ঠে যেখানে এই টমেটো হয়েছে এবং তার থেকে এগারো হাজার কিমি দূরে একটি দেশে কী তাহলে কোনোভাবে এক‌ই ধরণের টমেটো বীজ ব‍্যবহৃত হয়েছে?"
     
    সেটা অবশ্য খুবই সম্ভব, কারণ আমরা yates বলে একটা কোম্পানীর বীজ লাগিয়েছিলাম, এখন তারা কোথা থেকে কি নিয়ে এসেছে সে আর কেই বা দেখতে গেছে। কিন্তু এই ধরণের শেপের একটাই টম্যাটো দেখা গেল যদিও গাছগুলোতে সব মিলিয়ে শ দেড়েক টম্যাটো হয়ে আছে।
    কে জানে, প্রকৃতির লীলা অপার মশাই। 
  • সমরেশ মুখার্জী | ০৪ মে ২০২৪ ০৯:৪০523369
  • "খুব ইন্টারেস্টিং। এ কিন্তু দুটোর হাইব্রিড নয়। হতে পারে শেপ নির্ধারণকারী জিনের কোনভাবে শেয়ারিং হয়ে থাকতে পারে।" 

    টমেটোর গায়ে পাখি‌র ঠোঁটের মতো ঐ শেপ দেখে মিষ্টি/মজা লাগলেও সেদিন কিন্তু আমার‌ও মনে হয়েছিল এটা কোনো আর্টিফিশিয়াল জেনেটিক মডিফিকেশন এক্সপেরিমেন্ট গুলি‌য়ে যাওয়ার ফলে হয়নি তো? কিন্তু আপনি বললেন আপনাদের বাগানে স্বাভাবিক‌ভাবে ঠিক এমন জিনিস হয়েছে। এটা বেশ আশ্চর্য ব‍্যাপার! কলকাতার উপকণ্ঠে যেখানে এই টমেটো হয়েছে এবং তার থেকে এগারো হাজার কিমি দূরে একটি দেশে কী তাহলে কোনোভাবে এক‌ই ধরণের টমেটো বীজ ব‍্যবহৃত হয়েছে?

    শুনেছি - চারপাশে চারপাশে সমূদ্রে ঘেরা নিউজিল্যান্ড তার এন্ডেমিক স্পেসিস এবং বায়ো হ‍্যাজার্ড, পিওরিটি নিয়ে খুব সজাগ। বাইরে থেকে কোনো পালিত পশু নিয়ে এলে তাকে এয়ারপোর্টে জানি‌য়ে ক’দিন কোয়ারান্টাইন করে দেখা হয় নতুন কোনো রোগ জীবাণু নিয়ে আসছে কিনা। বাইরে থেকে ফল, গাছ নিয়ে এলে‌ও এয়ারপোর্টে জানাতে হয়। শুনেছি নিউজিল্যান্ডের খেলতে গিয়ে সোলের তলায় মাটি লেগে থাকা জুতো ঘোষণা না করে স‍্যুটকেসে করে নিয়ে যাচ্ছিল বলে সৌরভ গাঙ্গুলীকে ফাইন করে জুতো নিয়ে নিয়েছি‌ল। সৌরভ হয়তো তখন জানতো না ঐ নিয়ম। 

    নিউজিল্যান্ডের অত‍্যধিক সতর্কতার কারণ অনুমেয়। তার ইকোনমির একটা বড় অংশ তার ফল (আপেল, কিউয়ি ইত‍্যাদি), ডেয়ারি প্রোডাক্ট‌স রপ্তানি। তাই কোনো মহামারী হলে কেলেঙ্কারি।

    সত‍্যমিথ‍্যা জানি না - বলে নাকি পার্থেনিয়াম আগাছা ভারতে আগে পাওয়া যেতো না - আমেরিকা থেকে ডোলের গমের সাথে এসেছে। এখন চতুর্দিকে পার্থেনিয়ামেরে ছড়াছড়ি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত