এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.25.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ২২:০৬523096
  • ২৮ এপ্রিল ২০২৪ ১৩-র "সে এক সেন সেশানাল ব্যপার হবে, শুধু সেন দের জন্যই না, অলসো ফর অল দা নন সেনস :-)"
    ইন সেনদের আউট করলেন যে বড়ো? 
    তবে স্থির বিশ্বাস আছে পবর যেকোনও আসনে এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা হলে উনিজির বিপুল পরাজয় সুনিশ্চিত। 
  • dc | 2402:e280:2141:1e8:ddba:26d4:47d6:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২২:০১523095
  • হ্যাঁ। আমারও মনে হয়, কংগ্রেস আর আরেসেস / বিজেপির নিজেদের মধ্যে পাওয়ার পলিটিক্স যা হওয়ার তা তো হয়েইছে। কংগ্রেসের মধ্যে সোনিয়া, আর বিজেপির মধ্যে আদবাণি আর মোদী, এদের মধ্যে পাবলিকলি আর পর্দার আড়ালে বহু টানাপোড়েন হয়েছে। আরেসেস অবশ্যই একটা সময়ের পরে আদবানিকে ছেড়ে মোদিকে সাপোর্ট করতে শুরু করেছিল, কারন হয়তো বুঝতে পেরেছিল মোদির হিন্দুত্ব বিক্রি করার ক্ষমতা আদবানির থেকে বেশী, তাছাড়া মোদিও নিজের জোরে আদবানিকে সরিয়ে সামনে উঠে এসেছিল। এসবই হয়েছিল, এছাড়া আরেসেস কংগ্রেসের বিরুদ্ধে করাপশান ইস্যুতে হাওয়া তৈরি করতে পেরেছিল, আইটি সেল (প্রশান্ত কিশোর) সেই প্রথম ভারতে কাজ শুরু করেছিল। এগুলো নিয়ে আমার কোন দ্বিমত নেই। কিন্তু কর্পোরেট এন্টিটিরা সবাই মিলে কং্গ্রেসকে ছেড়ে বিজেপির পেছনে ঝুঁকে পড়েছিল, বা কর্পোরেটরাই বিজেপিকে ক্ষমতায় এনেছিল, এরকম স্টেটমেন্টের পেছনে খুব একটা যুক্তি খুঁজে পাইনা। 
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৫৬523094
  •  
    হ্যাঁ, ছিল তো। মূল ধারার রাজনীতি সেই বিদ্বেষটাকে উস্কে দিলে সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয়। রাম ইট নিয়ে লম্ফ ঝম্প তো আটের দশকেও। শিবসেনা টেনা তো ছিলই।
    বিজেপির উত্থান এক দিনে বা এক বছরে না, বহু বছর ধরে হয়েছে। অ্যাগ্রেসনের লেভেল ইত্যাদি হিসেব করে পরিবর্তন করা হয়েছে। খুবই অ্যাজাইল, ঠান্ডা মাথার দল।
    একটাই ভরসা, এখন ক্ষমতার শিখরে হয়তো সেই ঠান্ডা মাথায় সাবধানী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ ভুলে স্লিপ করতে পারে। আলোর প্রাণী অন্ধকারে দিশাহারা হয়, তেমনই অন্ধকারে যে গুঁড়ি মেরে এসে ঝাঁপিয়ে পড়ে টুঁটি চেপে ধরে, সে আলোয় দিশাহারা হয়। গান্ধী হত্যার পর থেকে এদের প্রস্তুতি অন্ধকারে ছিল।

    কিন্তু দিনের শেষে সেই, মানুষের মত ভোট বাক্সে প্রতিফলিত হওয়া। ইগো বুস্টিং না, প্রহসন না। জনমত তৈরি ও ভোটবাক্স - সেই জনমত ভয়ানক হতেই পারে। জনমত মানেই পবিত্র কিছু না, সংখ্যাগুরুর মতই শিরোধার্য কিনা তা নিয়েও বিতর্ক চলতেই পারে - ভারতের মত এত বৈচিত্র নেই - এমন দেশেও মানুষ ভয়ানক সব সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য ইতিহাস তাদের ক্ষমা করেনি।
    কিন্তু গণতন্ত্রের কোন শ্রেয়তর বিকল্পের সন্ধান তো পাওয়া যায়নি।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৫১523093
  • কং - ও মোদী আর অমিত শাহের খেলা বা ক্ষমতা বুঝেছিল। সোনিয়া গান্ধী ২০০৭ এ মোদীকে মওত কা সওদাগর বলে, দুজনের বিরুদ্ধে বিবিধ কেস ২০০৭ পরবর্তী সময়ে, অমিত শাহ গুজরাতে তো ঢুকতে পারত না, তার্পর অবশ্য সব কেসই উঠে গেল। মোদীজী কোথায় ছিল, ২০১৩ তে ডিপ স্টেট তাকে এনে বসালো, এর মানে বুঝিনা। গভীর জলের মাছেদের খেলা থাকলেও অনেক দিন ধরেই চলছে।
  • dc | 2402:e280:2141:1e8:ddba:26d4:47d6:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৪৮523092
  • "মোদীর ইমেজ বিল্ডিং ২০০৫ - ২০০৬ থেকে শুরু হয়েছে, আইটি সেল ইত্যাদি সেই সময়েই তৈরী, আমেরিকায় ঢুকতে পারত না বলে ভিডিও কন করে প্রবাসী ভারতীয় দিবস না কী যেন একটা করত, সেসব প্রচারও পেত, গুজরাত মোদেলের প্রচার শুরু হয় যার সাথে লোকের চাকরি হবে আর আচ্ছে দিন যুক্ত করা হয়, ভারতের জবলেস গ্রোথকে ব্যবহার করেছিল নিশ্চয়, পাকিস্তানকে টাইট দেয়ার কথাও, কং আমলের স্ক্যাম বা লোকপাল নিয়ে দোটানা সব কিছুই ব্যবহার করেছিল, কিন্তু না এসব ১ বছরে ঘটেনি। দিনক্ষণ ভুলে গেলে তো চলবে না।"
     
    "আদবাণীর পাকিস্তানে গিয়ে জিন্না প্রশস্তি কবে ? ২০০৫ মনে হয় ? আর এস এস লাইন থেকে সরে গিয়ে লিবারাল হতে গেছিলেন, তারপর ভাজপার সভাপতি না মাথার কাজটি যায়, আর এস এস এর সাথে সম্পর্ক খারাপ হয়। ভাজপার মধ্যেও বদলটা ঐ সময় থেকেই শুরু। নিশ্চয়, ক্রমশঃ মোদী কর্পোরেট আর আর এস এস, দুই দিককেই ব্যবহার করতে পারে। রিয়েল পলিটিক মোদীজী অন্যদের সাহায্য নিয়ে দীর্ঘ সময় ধরে করেছে।"
     
    দুটোতেই একমত। 
  • dc | 2402:e280:2141:1e8:ddba:26d4:47d6:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৪৬523091
  • এই ব্যাখ্যাটা আমার একটু ফোর্সড মনে হয়। প্রথমত, "কর্পোরেট" মানে কোন হোমোজিনিয়াস এন্টিটি নয়, বা বর্গের মতো হআইভ মাইন্ড নয়। কর্পোরেট মানে মোটামুটি বলা যেতে পারে বিগ ক্যাপিটাল, অর্থাত বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, হেজ ফান্ড গুলো, তদের বোর্ড অফ ডিরেক্টরস ইত্যাদিরা। এদের নিজেদের মধ্যেও রেষারেষি আছে, নানা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। যেমন ধরুন পরমাণু চুক্তি, ধরে নিলাম নিউক্লিয়ার পাওয়ারের সাথে যুক্ত কোম্পানিগুলোর এতে লাভ হতো, তাই তারা আমেরিকার ফরেন পলিসি এস্টাব্লিশমেন্টে চাপ দিয়েছিল যাতে ইন্ডিয়া ঐ চুক্তি সই করে। আর মনমোহন সিং রাজি হচ্ছিলেন না, আর বামপন্থীরা বাধা দিচ্ছিল, তাই সেই কোম্পানিগুলো ইনডইরেক্টলি মোদিকে সাপোর্ট করতে শুরু করে। 
     
    এই অবধি ঠিক আছে। কিন্তু এবার অন্যান্য বিগ ইনভেস্টরদের কথা ভাবুন, ধরা যাক শেল, অ্যামাজন, মাইক্রোসফট, ইউনিলিভার, নানারকম হেজ ফান্ড আর সোভারেন ফান্ডরা। তারাও কর্পোরেট, তারাও ভারতের বিশাল বাজারে ব্যবসা করতে চায়, আর তার জন্য ইনভেস্ট করতে রেডি। এদের স্পেন্ডিং পাওয়ার কিন্তু ঐ সব পুঁচকে নিউক্লিয়ার কোম্পানিগুলোর থেকে অনেক বেশী, এরাই হলো আসল "কর্পোরেট"। আর তারা কিন্তু স্টেবিলিটি, কন্টিনুইটি চায়, কারন যেকোন ব্যাবসায়ে রিটার্ন সবচেয়ে বেশী আসে যখন পলিসি আর মার্কেট স্টেবল থাকে। তাহলে এরা কেন ইনভেস্টর ফ্রেন্ডলি মনমোহন (বা কংগ্রেস) সরকারকে সরিয়ে আননোন এন্টিটি মোদি (বা বিজেপি) সরকারকে আনার রিস্ক নেবে? মোদি ২০১৪ র আগেও গুজরাটে যথেষ্ট ইনভেস্টর ফ্রেন্ডলি ছিল ঠিকই, কিন্তু সে তো কেন্দ্রেও কংগ্রেস সরকার ইনভেস্টর ফ্রেন্ডলি ছিল! এই সমস্ত কর্পোরেট এনটিটি একসাথে হয়ে য্দি কোন ডিসিশান নেয়ও (যেটা আমার কাছে বেশ অবাস্তব মনে হয়), তাহলে ঠিক কি কারনে তারা কংগ্রেস কে ছেড়ে বিজেপির পেছনে ইনভেস্ট করার ডিসিশান নিয়েছিল? 
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৪৫523090
  • আদবাণীর পাকিস্তানে গিয়ে জিন্না প্রশস্তি কবে ? ২০০৫ মনে হয় ? আর এস এস লাইন থেকে সরে গিয়ে লিবারাল হতে গেছিলেন, তারপর ভাজপার সভাপতি না মাথার কাজটি যায়, আর এস এস এর সাথে সম্পর্ক খারাপ হয়। ভাজপার মধ্যেও বদলটা ঐ সময় থেকেই শুরু। নিশ্চয়, ক্রমশঃ মোদী কর্পোরেট আর আর এস এস, দুই দিককেই ব্যবহার করতে পারে। রিয়েল পলিটিক মোদীজী অন্যদের সাহায্য নিয়ে দীর্ঘ সময় ধরে করেছে।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৩৭523089
  • মোদীর ইমেজ বিল্ডিং ২০০৫ - ২০০৬ থেকে শুরু হয়েছে, আইটি সেল ইত্যাদি সেই সময়েই তৈরী, আমেরিকায় ঢুকতে পারত না বলে ভিডিও কন করে প্রবাসী ভারতীয় দিবস না কী যেন একটা করত, সেসব প্রচারও পেত, গুজরাত মোদেলের প্রচার শুরু হয় যার সাথে লোকের চাকরি হবে আর আচ্ছে দিন যুক্ত করা হয়, ভারতের জবলেস গ্রোথকে ব্যবহার করেছিল নিশ্চয়, পাকিস্তানকে টাইট দেয়ার কথাও, কং আমলের স্ক্যাম বা লোকপাল নিয়ে দোটানা সব কিছুই ব্যবহার করেছিল, কিন্তু না এসব ১ বছরে ঘটেনি। দিনক্ষণ ভুলে গেলে তো চলবে না।
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৩৭523088
  • অর্থাৎ সারা ভারতের মানুষ নামটা জানতোই না (খুব রাজনীতি সচেতন / উৎসাহী লোক বাদে), তো তার ওপর এতো ভরসা কিভাবে তৈরী হতে পারে! এটাও মাথায় রাখতে হবে ২০১৪ তে মোদী কিন্তু উন্নয়ন পিচ করেছিল, হিন্দু মুসলমান নয়, মনে করে দেখুন, তখন বিজেপি ও চাড্ডিগণ বলতো ওসব পুরোনো বিষয়, এ মোদী সে মোদী নয় ইত্যাদি।
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২১:৩৪523087
  • মোদী ২০১৩ এর আগে সর্বভারতীয় রাজনীতি করে নি, লোকসভাতেও দাঁড়ায় নি, কোনো মঞ্চে তাকে দেখিনি। বোম্বের ঘটনা সে নিজের স্থানীয় রাজনীতির জন্যেই করতে পারে, ওটা ওর ইউএসপি। লোকসভা ২০১৪তেও আদবানির নামই ঘোরাফেরা করছিলো, ভোটের ঠিক বছর খানেক বা তারও কম সময়ে মোদির নাম আসতে অনেক ভুরু কপালে উঠেছিল। অনেকে ভেবেছিলো বিজেপি পায়ে কুড়ুল মেরেছে।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:২৫523086
  • এক বছরে হাওয়া তৈরী হল মানে কী ? ২০০৮ এ মুম্বাইতে attack যখন হয়েছে, মোদী সেখানে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেছে। হাওয়া তো তৈরী করা হয়েছে নিশ্চয়, পিকে তো ভাজপার সাথেই ছিল, কর্পোরেট - মিডিয়া নিশ্চয় যুক্ত হচ্ছিল, কেউ বলে না যে ভারতীয় গণতন্ত্র ম্যানিপুলেশন থেকে মুক্ত বা ক্ষমতার খেলা নেই, কিন্তু হঠাৎ ১ বছরে তো এসব ঘটেনি।
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২১:২৩523085
  • "আমেরিকার সাথে মনমোহনকে দিয়ে পরমাণু চুক্তি" – খেয়াল করবেন বাম সরিয়েও কিন্তু চুক্তি সাক্ষর হয় নি। কোনো দুর্ঘটনার দায় কে নেবে সেই ইস্যুতে চুক্তি ঠান্ডা ঘরে চলে গেছিলো, মোদী এসেই প্রথম কাজ করে এই চুক্তি কার্যকর করে (ঠিক করে দায় নেবে ভারতের বীমা কোম্পানি এলআইসি আর আরো কোন তিনের টাকা মিলে তৈরী একটা সংযুক্ত তহবিল)। অর্থাৎ মনমোহন বামকে দিয়ে সময় কিনেছে কিন্তু ওই চুক্তি মানতে চায় নি। 
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২১:১৯523084
  • মূল ইস্যু বিদ্বেষ – সেতো আছেই, কিন্তু মানুষ কি আগে বিদ্বেষী ছিল না? 
     
    হ্যাঁ ডিসি, এতে আমার মনে হয়েছে (মানে একটা সম্ভাব্য ব্যাখ্যা আর কি) যে কর্পোরেট প্রাথমিক পর্যায় যখন জমি তৈরী করেছে তখন কংগ্রেস উপযুক্ত ছিল, কিন্তু এরপর যে এগ্রেসিভ চেঞ্জগুলো (UAPA থেকে surveilance state) করতে চেয়েছে সেগুলোর জন্যে যেমন সাংঘাতিক বেপরোয়া এবং বোধবুদ্ধিহীন লোক দরকার সেটা মনমোহন কে দিয়ে হতো না, যেমন মনমোহন নোট বাতিল করছেন ভাবুন একবার!
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:১৭523083
  • আমেরিকার সাথে মনমোহনকে দিয়ে পরমাণু চুক্তি করিয়ে প্রথমে বাম দলগুলোকে এন্দ্র থেকে সরানো হয়েছে।

    তারপর ২০১১ তে পঃবঃ থেকে বাম দলগুলোকে সরিয়ে ভাজপার বি-টিমকে বসানো হয়েছে।

    তারপর ২০১৪ এ ভাজপাকে দিল্লীতে বসিয়ে ভাজপা থেকে পুরোন নেতাদের সরিয়ে মোদী - যোগীকে আনা হয়েছে।

    ব্যাক আপ হিসেবে আআপ - কে রাখা ছিল, সেও ভাজপার বি-টিম, আর দরকার না লাগায় ভাজপা দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে।

    এ ভাবেও ক্রনোলজি দেখা যায়।
  • dc | 172.225.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:১০523082
  • অরিত্রর কথাগুলো ভাববার মতন। তবে ভারতীয় ইকোনমির কর্পোরেটাইজেশান আর লিবারালাইজেশান অনেক আগেই শুরু হয়েছিল, আর এই ব্যাপারে কংগ্রেস আর বিজেপির পলিসির অনেক মিলও আছে। তাহলে মোদিকে কেন বাছা হলো? এখানটা আমার কাছে পরিষ্কার না। কিছুদিন আগেও এই প্রশ্নটা করেছিলাম। 
  • r2h | 2405:201:8005:9947:c5af:67d0:e7d4:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২১:১০523081
  • মূল ইস্যু বিদ্বেষ। 
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২০:৫৮523080
  • ভোটে রিগিং ইত্যাদি নিয়ে র২হ, ডিসি, দ, সিএস যা বললেন তার সঙ্গে আমি একমত নই। বরং অরিন যেটা বলেছেন (২৮ এপ্রিল ২০২৪ ০৭:২২ এবং ২৮ এপ্রিল ২০২৪ ০৭:৩৬) তার সঙ্গে (যদি ঠিক বুঝে থাকি) বোধহয় একমত। আর কন্সপিরেসি থিওরি (মনে হয় র২হ বলেছিলেন) বললে উচিত হয় না, কেউ অফেন্ডেড হতে পারেন, এখানে কেউ একেবারে অশিক্ষিত বা বোধবুদ্ধিহীন তো নন।

    যাই হোক, যেমন ডিসি বললেন – "ইন্ডিয়াতে জনমত ম্যানুফাকচার করা কঠিন", ঠিক কথা, অথচ দেখুন একটা লোক যে সর্বভারতীয় রাজনীতি করেইনি ২০১৩ অবধি, অর্থাৎ খুব রাজনীতি উৎসাহী লোক ছাড়া আর তার নিজের রাজ্যের লোক ছাড়া তাকে কেউ চেনেই না, তাকে ঘিরেই মানুষের আশা ভরসার এমন "হাওয়া" তৈরী হল *মাত্র এক বছরেই* যে সে একটা নয় ছয় সাতটা রাজ্যে প্রায় ১০০/১০০ ফলাফল করলো, এমনকি সুদূর উত্তরপূর্বাঞ্চলেও! আর একবার নয় পরপর দুই বার করে দেখালো। সেই একই বৈচিত্রময় দেশে। এবারে এর উত্তর সাধারণত পাওয়া যায় যে "পনেরো লক্ষ টাকা", "দু কোটি চাকরি", "স্মার্ট সিটি", "মেক ইন ইন্ডিয়া", "ভালো দিন" আর অন্যান্য জুমলা (পরের বার পুলওয়ামা ইত্যাদি) "মানুষ খেয়ে গেছে"। তাহলে এগুলো যখন মিললো না, বা পড়ে উল্টে নোটবাতিল হলো, বা পুলওয়ামা নিয়ে অন্য তথ্য উঠে এলো তখন আন-খাওয়া হলো না কেন? এখানে আরেকটা যুক্তি আসে যে মানুষের স্মৃতি খুব দুর্বল ইত্যাদি। এদিকে সেই মানুষই বাংলায় কংগ্রেসের ক্ষেত্রে সত্তরের দশক মনে রেখে দিয়েছে, সেই যুক্তিও দেওয়া হয়, তাহলে দুর্বল স্মৃতিই বা কোথায়।আর অরিন যেমন বললেন কোভিড মিসম্যানেজমেন্টের কোনো প্রভাব পড়েনি, তেমনি ডিমনিটাইজেশনেরও না, বরং ভোট বেড়ে গেলো! ২০১৪ - ১৯ ঠিক কোন কাজের জন্য সে "বর্ধিত" জনপ্রিয়তা পায়? অর্থাৎ "মানুষ" হলো সেই নাল পয়েন্টার সেই নন্দ ঘোষ যার ঘাঁড়ে সমস্ত না মেলা অংক চাপিয়ে দেওয়া যায়, মানুষের কোনো rationality নেই, সে এক অদ্ভুত বিষয়, ব্যাখ্যাহীন তার কাজকর্ম, এইরকম আর কি।
     
    আমি উদাহরণ দিলাম, কেউ এগুলোর একেকটায় কোনো যুক্তি দিতেই পারে, কিন্তু যেটা বলার সেটা হলো মানুষের ভোট চরিত্র সম্পর্কে এই তত্ত্ব গুলোয় অনেক কন্ট্রাডিকশন খুঁজলেই পাওয়া যায়। তত্ত্বগুলো বরং রবি শাস্ত্রীর পোস্ট ম্যাচ অ্যানালিসিসের মতন। অথচ এই সবের মধ্যে একটা প্যাটার্ন দেখা যাবে, ভারতকে একটি কর্পোরেট রাষ্ট্রে (না কি অন্য কোনো আরো উপযুক্ত নাম আছে জানি না) পরিবর্তিত করতে যা যা করা দরকার এসময়টায় রাজনৈতিকভাবে ঠিক তাই তাই হয়ে চলেছে। তার জন্যে সংসদে যতটা জোর অন্তত দরকার ততটা জোর এই সরকার ঠিকই পেতে থেকেছে সমস্ত অংককে ভুল করে দিয়ে। তাই হটাৎ করেই সর্বভারতীয় রাজনীতির র না জানা কোথাকার কোন অমিতশা এক নিমেষেই হয়ে যান "চাণক্য", আর সমস্ত অন্যান্য দীর্ঘদিনের রাজনৈতিকরা (এমনকি বিজেপির মধ্যের আডবাণী, রাজনাথ বা গডকড়ি পর্যন্ত) যারা এই বৈচিত্রপূর্ণ ভারতকে বহুদিন চেনেন, তাও কেউই পুরোটা চেনেন না, তারা হন গবেট।
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ২০:৫২523079
  • অবশ্য একেবারেই যে নেই তা নাও হতে পারে ।ওসবের ইকুইভ্যালেন্ট আছে হয়ত 
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ২০:৫০523078
  • ভারতে ও ডিপ স্টেট !!!! অথচ ইউএফও দেখা যায় না ।এরিয়া ৫১ নেই। খুব অন্যায় ।এগুলো করে ফেলা দরকার 
  • dc | 2402:e280:2141:1e8:ddba:26d4:47d6:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২০:৪৪523077
  • আমার মনে হয় অরিন্দমবাবু ব্রডার সেন্সে ম্যানিপুলেশানের কথা বলতে চেয়েছেন। অর্থাত ভোট ঠিকই হয়, ভারতীয়রা পার্টিসিপেটও করে, কিন্তু এই প্রসেসটা ওপরের একটা লেয়ার, আসলে দেশের পলিসি ইত্যাদি, বা কারা ক্ষমতায় থাকবে (মানে বিশেষ কোন পার্টি না, বরং রুলিং ক্লাস), সেসব অন্যভাবে ঠিক হয়। অরিন্দমবাবু হয়তো কিছুটা ডিপ স্টেটের ইঙ্গিত দিতে চেয়েছেন।। ওনার পোস্টগুলো পড়ে আমার এরকম ধারনা হলো, তবে আমি ভুলও হতে পারি।  
  • সিএস | 2401:4900:708f:ad5:4d4e:ef7f:bd04:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২০:৩৩523076
  • ঈগোর বুস্টিং, হাঁদা পাবলিক, সব কিছুই ম্যানিপুলেটেড - অরিনবাবুর এই তিন বক্তব্য ছিল আমি যা বুঝেছি। ঘোরতর আপত্তি আছে এই কথাগুলোয়, যাকে বলে মিসোজিনিমার্কা কথা এগুলো।

    ২য় ঢোঁড়াই লেখার দরকার আছে, দেবেশ - মহাশ্বেতা করার চেষ্টা করেছেন, অন্য রকম কিছু হয়েছে, ঢোঁড়াই-২ আর হবে কিনা সন্দেহ আছে কিন্তু দরকার ছিল।
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ২০:০৭523075
  • অর্থনীতিও সচল সবল ডাইনামিক হয় ,ভোট উৎসব তো সোজা কথা নয়।  
  • পাপাঙ্গুল | ২৮ এপ্রিল ২০২৪ ১৮:৪৭523074
  • মানকি ম্যান বলে একটা আজব জন উইক , স্লামডগ কোটিপতি আর 'হিন্দুত্ত্ব' মেশানো ছবি দেখলাম। এই ছবি নাকি অনেকে বলছে ভারতে মুক্তি পাবে না। কিন্তু সেরকম কিছুই দেখায়নি। 
  • পাপাঙ্গুল | ২৮ এপ্রিল ২০২৪ ১৮:৪২523073
  • ভারতে ভোট দেওয়া পুরোটাই স্কিন ইন দ্য গেম। গ্রামের দিকে ভোট না দিলে সরকারি প্রকল্পের টাকা , রেশন , ফড়েদের ধান ইত্যাদি বিক্রি , একশো দিনের কাজ সবই অনিশ্চিত হয়ে যায়। শহরের মধ্যবিত্ত+ লোকেরা জানে যে দলই আসুক ট্যাক্স একই দিতে হবে , তাই তাদের কাছে ভোট তেমন জরুরি নয়।
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৭:৫৮523072
  • এই বিশ্রী বিশ্রী মিসোজিনিওয়ালা লেখাগুলো গ্লোবালি পপুলার করার পিছনে কর্পোরেট কৌশল আছে বলে সন্দেহ হয় ।সে লাতিন আমেরিকার লেখা বা ইউরোপের লেখা যাই হোক । অত নাম তত নাম অথচ বিরক্তিকর মিসো মিসো টোন . পড়তে গিয়ে বিরক্ত লাগে। ওদিকে সোভিয়েত জমানার লেখাপত্র যা আসত সেসব অনেক মিসোজিনিমুক্ত ছিল ।সেসব চাপা পড়ে গেল বেমালুম 
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৯523071
  • সেইসব তৃ প বু ভূ দিনগুলো মিস করছি ।আহা সেই নোটা নিয়ে কত বিতর্ক ।সেই 'যে আসে আসুক এরা যাক' তর্ক ।কোথায় সেই জশোয়ালা বিতর্কের ঝাঁঝ ! হু হু করে পোস্ট বন্যার মত ।সেই রামও নাই, সেই অযোধ্যাও  ....
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৭:২৫523070
  • হাহা, না, সে ঠিক আছে, আমি তো অন্তত শিক্ষনীয় কিছু বলিও নি, নিতান্তই নিজের মতামত।
    ভোট দিতে হয় বা দেওয়া যায় বলেই দেওয়া বা দিতে হবে, আসলে এটা ইগো বুস্টিং ও ফার্স, আসলে ভারতের জনতা পূর্বনির্দিষ্ট ও সেটিঙের হাতে ক্রীড়নক - আমি এমন বিশ্বাস করি না, আর ভারতেও বিপুল জনতা যারা বোমা বন্দুক শাসকের হিংসা শারীরিক প্রতিবন্ধ, মজুরি কাটা এইসব উপেক্ষা করে ভোট দেন -তারাও এমন বিশ্বাস করেন না, আর এমন বিশ্বাসের একটা বিপজ্জনক দিক আছে যা মানুষকে স্থিতাবস্থা, ষড়যন্ত্র তত্ত্ব, ও অদৃষ্টবাদের দিকে ঠেলে দিতে পারে -এই তো বক্তব্য।
    এতে ভিন্নমত হতেই পারে।

    তবে, সিএস কোন কিছু, একেবারে যেকোন রকম টেক্সট বিষয়ে - পড়ে দেখার দরকার নেই এমন বলবেন- এইটা আমি অনেক নুন গোলমরিচ দিয়েও, আত্মস্থ করতে পারলাম না, সিএসকে যেরকম যতটা গুরুর বিভিন্ন পাতায় চিনেছি আরকি!
  • অরিন | ২৮ এপ্রিল ২০২৪ ১৬:২০523069
  • সিএস, dc, র২হ, দ, 
    আপনাদের সত্যি দারুণ সব ইনসাইট, অসংখ্য ধন্যবাদ |
    অনেক কিছু শেখা হল, তবে সব হয়ত মোটা মাথায় ঢুকলো না।
    কৃতজ্ঞতা জানবেন।
     
    তবে একটা ব্যাপারে বুঝলাম যে, ভারতে ভোট পাঁচ বছর অন্তর একটা চমৎকার ইগো বুস্টিং এর ব্যাপার রয়েছে, যেখানে নামহীন জনতা কতটা সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, শুধু তার মনোরঞ্জেনের জন্য এত আয়োজন, তার প্রতি একটা মানুষের দায়িত্ববোধ থাকে বৈকি। অবশ্য এমনিতেও স্বতঃস্ফুর্তভাবে ভোটে অংশগ্রহণ করার একটা প্রয়োজন রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই |
     
    তবে যেটা আমি ভেবে দেখি নি (হয়ত ভেবে দেখার ব্যাপারে আমি এমনিতেও ভারি কুঁড়ে), সিএস যেমন লিখলেন, এখন তো আর ১৯৪৪ নয় যে সতীনাথ ভাদুড়ি, ঢোঁড়াই চরিত মানস পড়ার দরকার রয়েছে। যেমনটি মারগারেট অ্যাটউড, কত ভাল ভাল লেখা রয়েছে, কেউ পড়ে সময় নষ্ট করে? 
    কিন্তু ঐ আর কি, যার যার নিজের পড়ার পছন্দ। 
     
  • অরিন | 119.224.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৫:৫১523068
  • ভোট দিলে কি হবে না হবে, সেটা পরের কথা, ভোটের বন্দোবস্ত যখন আছে, ভোট দিতে হবে। 
    কিন্তু এটাও মনে রাখা আমার মনে হয় প্রাসঙ্গিক যে সরকার বদল বা জমানা বদলের সঙ্গে ভোট নির্ণয়ের ব্যাপারটাই একমাত্র বিচার্য বিষয় নয়। লোক দেখানো হোক না হোক, ভোটকে বাদ দিলে জনতার হাতে আর কিছুই থাকে না, বিশেষ করে গণতন্ত্রে। 
    সেটাই শেষ ভরসা।
    যে কারণে রাশিয়াতোও লোকে ভোট দিতে যায়।
    এই তো কথা। 
  • | ২৮ এপ্রিল ২০২৪ ১৫:৫০523067
  • *গা বাঁচিয়ে চলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত