এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১২:০৯522585
  • হ্যাঁ...
    আবার বাঙালীদের কিছু টিপিক্যাল জিনিস (অন্য যেকোন গোষ্ঠীর মতই, কিছু টিপিক্যাল), আমার যেমন সমস্যা হয়, ধন্যবাদের উত্তর কী বলি? বাংলা ধন্যবাদের উত্তরে ইংরেজি ওয়েলকাম কিছু কিছু সময় একটি অবিনীত শোনায়, আক্ষরিক অনুবাদ তো একেবারেই অনর্থক।
    হিন্দিতে যেমন শুক্রিয়া বললে দিল্লিওয়ালারা বলেন, কোই নেহি জী, কোই নেহি, শুনতে ভালোই লাগে, সেই হিসেবে আমাদের সামাজিক সম্ভাষনগুলি যেন একটু দ্বিধাগ্রস্ত।
  • অরিন | 119.224.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১১:৪৭522584
  • @র২হ, সমস্যা নয়, সমস্যা হবে কেন, এটাই তো আমাদের ফিচার, ঐজন্য তো লিখলাম রীতি রেওয়াজ। জাপানীদের যেমন সান, আমাদের তেমন -দা (বা -দি) । 
    ব্যাপারটা একই।
    খুব ভাল পয়েন্ট করেছেন, এই জায়গাটায় বাঙালীদের সঙ্গে পূর্ব এশিয়া, ধরো দক্ষিণ পূর্ব এশিয়ার মিল। 
    :-)
  • দীপ | 42.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১১:৪২522583
  • অজস্র মিথ্যা প্রোপাগান্ডাতে কিন্তু সমস্যা হয়না! 
    চালিয়ে যান!
  • দীপ | 42.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১১:৪১522582
  • মহাবিপ্লবীদের সবকিছুতেই সমস্যা হয়! 
    চালিয়ে যান! 
    অবশ্য লাথির পর লাথি খেলেও কোনো সমস্যা হয়না!
     
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১১:৩১522581
    • অরিন | ২০ এপ্রিল ২০২৪ ০৫:২০
    • ...সব বয়সের বাঙালি নারী পুরুষ নির্বিশেষে নিজেদের খোকা খুকু ভাবতে ভালবাসেন, তাই নিজেরা বাদে সবাই অমুক-দা বা অমুক-দি হয়ে যান। 
     
    এইটা কি শুধুই বাঙালীদের রেওয়াজ? মোটের ওপর এশিয়ান সংস্কৃতি না? সামাজিক পরিসরে আরকি।
    হিন্দি বলয়ে একটা সুবিধে আছে - জী লাগলেই যথোপযুক্ত সম্মান দেখানো যায়। আবার ভাইসাব ব্যাপারটাও সুবিধেজনক - দাদা বলে বয়স ইন্ডিকেট করছে এমনও মনে হয় না, আবার সমান দেখানোও হয়। মহারাষ্ট্রের কিঞ্চিৎ মেঠো তাউ ভাউ এইগুলো বেশ মজা লাগতো! 
    তবে অরিনবাবুর প্রেফারেন্সটা খেয়াল রাখবো :D 
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১১:২৪522580
  • আমাদের ফ্ল্যাট বাড়ির পেছনে এই ছোটখাটো মিনিয়েচার বনভূমি আর এঁদো জলাটুকু ছিল। নানান রকম পাখির বাসা - হাঁড়িচাচা ফিঙে মাছরাঙা বসন্তবৌরি কাঠঠোকরা ছাতারে আরো নানান। ভামবেড়াল, বেজি।
    দু'বছর পর এসে দেখলাম হাপিস হয়ে গেছে। এক বেলায় নাকি ইলেক্ট্রিক করাত দিয়ে। আটষট্টিটা বড় গাছ নাকি কাটা পড়েছে।
    দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কীই বা করার আছে। আমাদের বাসাখানি তৈরি হওয়ার আগে এই জমিও নিশ্চয় ওই বনভূমির অংশই ছিল। জমির মালিককে তো আর কেউ জঙ্গল পোষার জন্য পয়সা দিচ্ছিল না। এমনও না যে সরকার এই জায়গাগুলির দায়িত্ব নিয়ে জমির মালিককে কোন রকম মাসোহারা দেয়।

    আজকাল তো এমনকি গাছ লাগান প্রাণ বাঁচান ইত্যাদি প্রচারও চোখে পড়ে না। 
     
  • যোষিতা | ২০ এপ্রিল ২০২৪ ০৬:৩৫522579
  • আমি কিন্তু ডাক্তার বলে ডাকি। ডাক্তার আমার চেয়ে বয়সে ছোট ।
  • অরিন | 119.224.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ০৫:২০522578
  • "যদিও অরিন্দম বসু অনেক সিনিয়র সেটা বুঝি, প্রায় সবাই দেখেছি তাঁকে অরিনদা বলেই ডাকেন। আশা করি এবি বা অন্যকেউ কিছু মনে করছেন না।"
     
    সব বয়সের বাঙালি নারী পুরুষ নির্বিশেষে নিজেদের খোকা খুকু ভাবতে ভালবাসেন, তাই নিজেরা বাদে সবাই অমুক-দা বা অমুক-দি হয়ে যান। মনে করার কিছু নেই। এ হচ্ছে বাঙালির সাবেক রীতি রেওয়াজ। 
  • বকলম -এ অরিত্র | ২০ এপ্রিল ২০২৪ ০১:০১522577
  • হ্যাঁ, আপনার যেটা পছন্দ হয়।
     
    এই সুযোগে বলি, আমি আসলে যেহেতু কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না কাজেই দাদা/দা এগুলো ব্যবহার করি না। অনেক ক্ষেত্রে অন্যজন বয়সে বড় না ছোট তাও বুঝি না। যদিও অরিন্দম বসু অনেক সিনিয়র সেটা বুঝি, প্রায় সবাই দেখেছি তাঁকে অরিনদা বলেই ডাকেন। আশা করি এবি বা অন্যকেউ কিছু মনে করছেন না।
  • kk | 172.58.***.*** | ১৯ এপ্রিল ২০২৪ ২২:৩৭522576
  • বকলম -এ অরিত্র | ১৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৬
     
    থ্যাংকিউ! আপনার নিক নামটা তো অনেক বড়। ডাকার সুবিধার জন্য 'অরিত্র' বা 'বিএ' (যেমন আপনি অরিন্দম বসুকে সংক্ষেপে 'এবি' বলে ডাকেন) এরকম কোনোটা চলতে পারে?
  • D | 103.***.*** | ১৯ এপ্রিল ২০২৪ ২১:৫৭522575
  • এই প্রথম বাংলাদেশ ভ্রমণ । ঢাকা শহরের যে জিনিষ ভালো লাগলো গণ পরিবহন মাধ্যম । রাত বারোটায় অনাসায়ে বাস পাওয়া যায় । কলকাতায় দশটা বাজলেই প্রায় বাস নিঃশেষ হয়ে যায় । কাল হিমায়াতপুর গিয়ে একটু ফেঁসে গেছিলাম । সেখান থেকে সাভার, তারপর নবীনগর , তারপর কালিয়াকৈর সময় লেগে গেল ।
    এখানে দুটো শপিং মল দেখলাম । চলমান সিঁড়ি নেই ।
    দেখলাম বাংলাদেশের সিনেমা । ঈদ উপলক্ষে ১টা ছবি এসেছে । ইতিমধ্যে ৬ টা দেখে ফেললাম ।
    ভালো লাগলো " দেয়ালের দেশ " ছবিটা । শরিফুল রাজের সুন্দর অভিনয় । তার সঙ্গে শবনম বুবলি । 
    " ওমর " সেই শরিফুল রাজ , তার সঙ্গে নাসিরউদ্দিন খান । চমৎকার রসায়ন ।
    " লিপস্টিক " মার্ডার মিস্ট্রি।  এক এক খুন হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত মানুষ । সন্দেহের তালিকায় নায়িকা মাধুরী বা পূজা চেরি ।
    " কাজলরেখা " গিয়াসউদ্দিন সেলিমের পঞ্চম ছবি । আগের চারটে ছবি দেখে ভালো লেগেছিল । এটাও ভালো লাগলো ।
    " মোনা জিন ২ " একেবারেই ফালতু ছবি ।
    " রাজকুমার " সুপারস্টার শাকিব খান । খুব খারাপ অভিনেতা  । অথচ ওখানে সুপারস্টার । খুব খারাপ একটা সিনেমা ।
  • dc | 2402:e280:2141:1e8:104c:1791:4059:***:*** | ১৯ এপ্রিল ২০২৪ ২০:৩৯522574
  • প্রত্যয় বাবু, দেরির জন্য দুঃখিত। একটা কারনে হঠাত করে আটকে গেছি, আশা করি কালকের মধ্যে উত্তর দিতে পারব। 
  • বকলম -এ অরিত্র | ১৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৬522573
  • ১) Kk ১৩ এপ্রিল ০১:০৮ লিখেছিলেন "তাঁর রাগ হবেনা তা কিন্তু নয়, ট্রিগার এলেই রাগ হবে। কিন্তু সেটা তখন তাঁকে ভাসিয়ে নিয়ে যেতে পারবেনা। তিনি জানবেন "ও আচ্ছা, রাগ এসে গেছে, কিন্তু একটু পরে চলেও যাবে।""
    এটা দারুণ শিখলাম, ধন্যবাদ। পুরো আলোচনাটিই ভালো ছিল। বলতে ভুলে গেছিলাম।
     
    ২) কেউ একজন জিজ্ঞেস করছিলেন 3 body problem ওয়েব সিরিজ নিয়ে। আমি দেখেছি, ভালো লাগার মতন মনে হয়নি। আমি অবশ্য সায়েন্স ফিকশনের খুব অনুরাগী না, কিন্তু আমার মনে হয়েছে এটির মেকিং খুব ভালো না, কিছু ইন্টারেস্টিং কন্সেপ্ট আছে কিন্তু সেটাকে ঘিরে গল্পটা ঠিক তৈরি হয়নি, একটু যেমন তেমন করে বানানো। শেষের দিকে আর দেখতে ভাল্লাগছিল না কিন্তু আমি মাঝখানে ছাড়তে পছন্দ করি না। গল্পটা শেষ হয়নি, আবার সেকেন্ড সিসন আছে মনে হচ্ছে। 
  • সমরেশ মুখার্জী | ১৯ এপ্রিল ২০২৪ ১৯:২৬522572
    • &/ | 151.141.85.8 | ১৮ এপ্রিল ২০২৪ ০৩:৫৪522528
    • সেই যে গল্প ছিল না যে এক শিল্পী একটা কাগজে আঁকত আর আরেকটা সমাজ সাইজের সমান কোয়ালিটির কাগজে তুলির রঙ মুছতো? ভুল করে সেই রঙমোছার কাগজটাই প্যাক করে পাঠিয়ে দিয়েছিল কোন একটা ছবি কনটেস্টে? ঃ-)
    গল্পটি‌র লেখক সত্য‌জিত রায় -  নাম - "পুরস্কার"
  • দীপ | 42.***.*** | ১৯ এপ্রিল ২০২৪ ১৮:২৫522571
  • যদুবাবু | ১৯ এপ্রিল ২০২৪ ১৬:০৯522570
  • এই ডগলাস মন্টগোমেরি আমাদের ইউনিভার্সিটির ছাত্র। মানে ভার্জিনিয়া টেক থেকে BS, MS, PhD — তবে স্ট্যাট নয়, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এখন ওঁর নামে একটা distinguished lecture হয় - দুই ডিপার্টমেন্ট (স্ট্যাট আর IE) মিলিয়ে। 
     
    তো গল্প হচ্ছে, উনি নাকি স্ট্যাটের অনেকগুলো কোর্স করে ভালো লেগেছিল বলে স্ট্যাটেই পিএইচডি করবেন ভেবেছিলেন। যিনি পড়াচ্ছিলেন (সম্ভবত Ray Myers? দেখতে হবে একবার) তিনি শুনে বলেছিলেন স্ট্যাট না, বরং IE তেই থাকো। ওই একই জিনিষ করবে তবে অনেক বেশি টাকা পয়সা পাবে। laugh
     
    যাইহোক, এ গল্পের সাথে প্রত্যয়ের প্রশ্নের কোনো সম্পর্ক নেই। পরীক্ষার জন্য গুড লাক। 
  • অরিন | 119.224.***.*** | ১৯ এপ্রিল ২০২৪ ১২:৩৮522569
  • @dc, আপনি দারুণ বুঝিয়েছেন, excel স্প্রেডশীট প্রত্যয়ের হোমওয়ার্ক, ;-), 
    প্রত্যয়, নীচের রিসোর্সটা দেখেছেন?
     
    https://people.math.ethz.ch/~meier/teaching/anova/incomplete-block-designs.html
  • dc | 2402:e280:2141:1e8:104c:1791:4059:***:*** | ১৯ এপ্রিল ২০২৪ ১১:২৮522568
  • সরি, আটটা না। এক্সেলে বানিয়ে দেখাচ্ছি, কিন্তু এক ঘন্টা পরে। 
  • প্রত্যয় ভুক্ত | ১৯ এপ্রিল ২০২৪ ১১:১৮522567
  • তিনটে ফ্যাক্টর, প্রত্যেকটার দুটো লেভেল, তাহলে তো 2^3 টা রান হবে প্রত্যেকটা ব্লক বা রেপ্লিকেট এ, অর্থাৎ 8 টাই
  • প্রত্যয় ভুক্ত | ১৯ এপ্রিল ২০২৪ ১১:১৫522566
  • হ্যাঁ ওটাই তো, মন্টগোমারির ব‌ইতে পাইনি বলেই লিখলাম আরো, BIBD আমরা‌ পড়েছি eyedrop effectiveness experiment এর উদাহরণ দিয়ে, কিন্তু , partial balance আর full balance এর পার্থক্যটা comprehend করতে পারছিনা।
  • dc | 2402:e280:2141:1e8:104c:1791:4059:***:*** | ১৯ এপ্রিল ২০২৪ ১০:৫৯522565
  • প্রত্যয় বাবু, সোজাভাবে বললে, পার্শাল ব্যালনেস মানে কোন একটা ফ্যাক্টরকে ফিক্স করে দিয়ে অন্য ফ্যক্টরগুলো ফুল ব্যালেন্স করা। 
     
    ধরুন তিনটে ফ্যাক্টর আছে, সব কটারই দুটো করে লেভেল। কিন্তু আমার এক্সপেরিমেন্টাল রানে কন্স্ট্রেন্ট আছে, ফলে নটার জায়গায় আটটা রান করবো। তখন ফ্যাক্টর ১ কে ফিক্স করে দিয়ে ফ্যাক্টর ২ আর ৩ এর সবকটা কম্বো ট্রাই করে দেখলাম। তাহলে ফ্যাক্টর এ কে কন্ট্রোল করে পার্শাল ব্যালেন্স ডিজাইন হলো। 
     
    আরেকরকম ব্যালেন্স হলো Balanced incomplete block design. এই বইটা পড়ে দেখতে পারেনঃ Design and Analysis of Experiments, Douglas Montogomery
  • প্রত্যয় ভুক্ত | ১৯ এপ্রিল ২০২৪ ১০:৩২522564
  • আচ্ছা, কোনো 2^n, 2^k factorial expt. এ balancing বলতে কী বোঝানো হয়, একটু কেউ বিশদভাবে উদা. সহযোগে ব্যাখ্যা করতে পারেন, খুব উপকার হতো তাহলে। মন্টগোমারিতে কিছু দেওয়া নেই, ক্লাসে ও লাস্ট ক্লাস ডে তে এই টপিকটা ইন্ট্রোডিউস করিয়ে ছেড়ে দেয়া হয়েছে আলতো করে ছুঁয়ে, অথচ এ থেকে গতবার প্রশ্ন‌ও এসেছে DOE paper এ, ভালোই মার্কসের। তাই দুশ্চিন্তায় আছি সবিশেষ। To be more specific, my query is about confirming one thing, what is partial balance, and is there any other kind of balancing apart from partial balance? Is partial balance about confounding all the specified i e s equal no. of times, using minimum no. of replicates or anything else?
  • দীপ | 2401:4900:3fcb:9339:7bd3:17b0:8be8:***:*** | ১৯ এপ্রিল ২০২৪ ১০:১০522563
  • Aranya | 2601:84:4600:5410:d8d1:982e:a056:***:*** | ১৯ এপ্রিল ২০২৪ ০৮:২২522562
  • ঠিক, টোটাল ক্যাও
  • Arindam Basu | ১৯ এপ্রিল ২০২৪ ০৮:১৬522561
  • aranya, "
    • একাটা ভিডিও ক্লিপ পেলাম - নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে বাংলা নববর্ষ উদযাপন - গাওয়া হচ্ছে আগুনের পরশমণি। দারুণ "
    নিউইয়রকে গাইছে আগুণের পরশমণি, গরমে পুড়ছে কলকাতা, ক্যাও আর কাকে বলে?
  • aranya | 2601:84:4600:5410:c8d0:eccb:b89b:***:*** | ১৯ এপ্রিল ২০২৪ ০৮:০৫522560
  • একাটা ভিডিও ক্লিপ পেলাম - নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে বাংলা নববর্ষ উদযাপন - গাওয়া হচ্ছে আগুনের পরশমণি। দারুণ 
  • aranya | 2601:84:4600:5410:c8d0:eccb:b89b:***:*** | ১৯ এপ্রিল ২০২৪ ০৮:০১522559
  • "Tomorrow is the first round of polling in several states. I hope voters will choose social and communal harmony. Hopefully voters will reject demagoguery, mixing religion with politics, and the rise of fascism."
     
    - ডিসি, এটা কলেজ গ্রুপে শেয়ার করলাম। লিখলাম এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, যে এখনো স্বপ্ন দেখে :-)
  • &/ | 151.14.***.*** | ১৯ এপ্রিল ২০২৪ ০৬:৫৫522558
  • তিথি বিষয়ে একটা কথা মনে পড়ল। বেশ কিছুকাল আগে, হঠাৎ একদিন শুনলাম সেদিন নাকি 'মৌনী অমাবস্যা'। চারিদিকে পুজোর আয়োজনও দেখলাম। হয়তো মৌনী থাকতে হয় সেই অমাবস্যায়।
  • &/ | 151.14.***.*** | ১৯ এপ্রিল ২০২৪ ০৬:৫০522557
  • ওই যে এক ভদ্রলোক বিজ্ঞান সমাজ ইতিহাস রাজনীতি নানা বিষয়ে চমৎকার চমৎকার সব লেখা লিখতেন, ডারউইনিজম নিয়ে চমৎকার সব বক্তব্য দিতেন, তিনি কই? তাঁর লেখাগুলো কই? তাঁকে কত কিছু জিজ্ঞেস করার ছিল।
  • &/ | 151.14.***.*** | ১৯ এপ্রিল ২০২৪ ০৬:৪৬522556
  • চতুর্মাত্রিক, ছবি টবি বাদ্দিন। সিরিয়াস ব্যাপারে আসুন। সিপিএমকে আনতে পারবে না কেন? ক্ষমতায় নেই বলে কি সমাজেও নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত