এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কালীপটকা | 2409:40e0:1040:7f8f:9835:22ff:feb3:***:*** | ৩১ মার্চ ২০২৪ ১৪:০৮521862
  • কালীপটকা ১

    বাঙালি বিদ্বেষী

    এতদিন তাঁরা বিবেকানন্দকে 'অজ্ঞ বামপন্থী' বলেছেন, প্রধানমন্ত্রী স্কুল পাঠ্যবইয়ে পড়া (?) রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন, দেশভাগ তথা বাংলা ভাগের উন্মত্ত সমর্থক এ হেন বিজেপি এখন দিল্লির এক আমলা-বঙ্গসন্তানকে এগিয়ে দিয়েছে বাংলাকে নিয়ে কষে গালি দিতে। শোনা গেল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল, যাঁর নাকি বাংলা অক্ষরজ্ঞান পর্যন্ত নেই, দিল্লিতেই প্রতিপালিত এবং বঙ্গের দিকে কোনওকালে ফিরেও তাকাননি, তিনি সদর্পে ঘোষণা দিয়েছেন যে, বাঙালি হল মদ্যপ ও সিগারেট খোর, রোয়াকে গুলতানি মারা 'আঁতেল', উচ্চাকাঙ্ক্ষাহীন ও মৃণাল সেনের ভক্ত। বোঝাই যাচ্ছে, উত্তর ভারতীয় 'হিন্দি-হিন্দু' বটিকা গেলা এই ফেক বঙ্গসন্তানকে ঠিক ভোটের মুখে কেন লেলিয়ে দেওয়া হয়েছে মরীয়া আরএসএস-বিজেপি'র তরফে।

    যদিও এই ফেসবুক-হোয়াটসঅ্যাপের যুগে রোয়াকের আড্ডা বিলীয়মান, তবুও তিনি কথাটি পেড়েছেন সম্ভবত টেনিদা-ঘনাদা'র কথা এদিক-ওদিক শুনে। এমনকি ফেলুদা'ও যে উচ্চাকাঙ্ক্ষাহীন আড্ডাবাজ ছিলেন, সে কথাও তিনি শুনে থাকতে পারেন। অতএব, জনপ্রিয় এই আইকনগুলোকে ভাঙো, তাদের অপদস্থ করো; শেখাও যে, রামভজনা ও মুসলমান বিদ্বেষকেই পাথেয় করতে হবে তবেই মিলবে 'অচ্ছে দিন'। অতএব, বাঙালি পদবী বয়ে বেড়ানো সঞ্জীব সান্যাল ব্যতিরেকে আর কার মুখে এইসব বিষাক্ত কথা বসালে মানানসই হত? তাই তিনিই বিষ-বাহক হয়েছেন। জিজ্ঞেস করতে সাধ হয়, আচ্ছা, মুখে গুটকা বা পান পুরে অর্থমন্ত্রকের দফতরের সিঁড়ি বা লিফটের কোণায় থুথু বা পিক ফেলতে সঞ্জীববাবু এতদিনে নিশ্চয়ই ভালই অভ্যস্ত হয়ে উঠেছেন! যাঁর বা যাঁদের পবন সিং পছন্দ তাঁর বা তাঁদের মৃণাল সেনে যে অ্যালার্জি থাকবে, সে আর আশ্চর্যের কী!

    ২০২১ সালের বিধানসভা ভোটে মোদীজী 'গো অ্যাজ ইউ লাইক' খেলায় রবীন্দ্রনাথের ভেক ধরেছিলেন। টেলিপ্রম্পটারে দেখেও ভুলভাল রবি-কবিতা আওড়েছিলেন। এইবার আর ভেক ধরছেন না। সোজাসুজি ঝাঁপিয়ে পড়েছেন এক হাতে হনুমানের পতাকা, আরেক হাতে মীরজাফরের সহযোগী দেশদ্রোহী কৃষ্ণচন্দ্র রায়ের জয়গান দিয়ে। গত আড়াইশো বছরের বাঙালি ঐতিহ্য-- চৈতন্য, লালন, সত্যপীর, রামকৃষ্ণ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজী, তেভাগা-- তাকে মাটিতে মিশিয়ে বাংলাকে অস্ত্রধারী হিন্দুত্বের বশ্যতা স্বীকার করাতে তারা মরীয়া। আর সেই কাজে তারা নিয়োগ করেছে, স্বার্থান্ধ, অর্থলোভী, খুনে মানসিকতার নরেন গোঁসাই, জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র রায় মার্কা কিছু বিশ্বাসঘাতকদের, যারা আদাজল খেয়ে নেমেছে বাংলা ও বাঙালির বুকে ছুরি মারতে। 

    বাংলা হেরে গেলে, ভারত হেরে যাবে। বাংলা দমে গেলে আমরা আবার পরাধীন হব। বাংলার সমস্যা আমরা বাঙালিরাই বুঝে নেব, এখানে পরদেশি গুটকা-সংস্কৃতির কোনও জায়গা নেই। টেনিদার আড্ডা, ফেলুদার প্যান্ট-পাঞ্জাবি, অপুর বিস্ময়, শঙ্করের চাঁদের পাহাড়, সিধো-কানুর ধামসা-মাদল, রামকৃষ্ণদেবের 'যত মত তত পথ', লালনের গীত, মৃণাল সেনের 'কলকাতা ৭১', প্রতুল মুখোপাধ্যায়ের 'আমি বাংলায় গান গাই' ও আরও আরও এমত যা কিছু আমাদের ঘিরে রয়েছে, তা নিয়েই আমাদের জীবনযাপন, মরণ-বাঁচন।

    'মাসীমা, মালপোয়া খামু।' এইভাবে কইতে পারবি, হালার পো? 'বঙ্গ আমার জননী আমার...'। যা ভাগ, দিল্লির গরু!

    জয় বাংলা।
  • ফ্যাঁচ | 2401:4900:707d:c16b:4210:361a:5a0:***:*** | ৩১ মার্চ ২০২৪ ১৩:৪৫521861
  • "আচ্ছা, এই যে আজকাল এদিক সেদিক নানা মিডিয়ায় 'বাঙালির চক্ষের মণি বক্ষের ধন সিরাজ', 'ভারতের উদ্ধারকারী পরম সম্প্রীতিওয়ালা মহান বাদশাহ আওরঙ্গজেব', 'বঙ্গভূমিকে সভ্যতা দানকারী মহান বঙ্গবিজেতা বখতিয়ার'---এইসব অদ্ভুত অদ্ভুত সব তত্ত্ব দেখতে পাই, এসব কি আইটিসেলেরই ওপিঠ? নিজের বড়দারই মুন্ডু উড়িয়ে দিল, বাবাকে ফাটকে দিল, সে সম্প্রীতিওয়ালা উদ্ধারকারী তো বটেই!"
     
    এগুলো বোদায় খিস্তি ট্যান আর ওর ভাইই শুদু দেকতে পায়, তারপর দুজনে এখানে ছায়া আলুচানা চালায়।
  • :|: | 174.25.***.*** | ৩১ মার্চ ২০২৪ ১২:৩৭521860
  • কালীপটকার ১ নংটা কই? 
  • কালীপটকা | 2409:40e0:c:7421:8c8:e9ff:fe67:***:*** | ৩১ মার্চ ২০২৪ ১১:৫০521859
  • কালীপটকা ২

    আম গেছে, ছালাও যাবে

    পরিকল্পনাটা ছকাই ছিল। হৈ হৈ করে রামমন্দির হবে, তারপর মথুরা, এন্তারসে পাকিস্তানি-জুজুর গপ্পো, সিএএ নিয়মাবিধি লাগু, ইউনিভার্সাল সিভিল কোডের সুরসুরি ইত্যাদি ইত্যাদি; পাশে, পাক্কা দোসর ইডি-সিবিআই-আইটি ও এনআইএ তো আছেই! 

    কিন্তু কোথায় বা কী! 'ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে'। 

    রামমন্দিরের ঝড় উঠল না, মথুরা নিয়েও জনতার মাথাব্যথা নেই, সিএএ নিয়মাবিধি চালু হল বটে কিন্তু একজন মতুয়াও নাগরিকত্বের জন্য আবেদন করে আত্মহননের পথে গেলেন না, পাকিস্তানেরও এমনই ল্যাজেগোবরে অবস্থা যে অর্ধমৃত জুজু দিয়ে আর ভয় দেখানোও গেল না, ইউসিসি'ও হারিয়ে গেল অতল জলে! অতএব, এখন নতুন জুমলা- মোদি গ্যারান্টি। অস্যার্থ, জনগণ যখন আর হিংসা ও বিদ্বেষের রাজনীতিতে মজছে না, তখন রুটি-রুজির জুমলা দেওয়া ছাড়া আর উপায় কী! সঙ্গে অবশ্য রইল ইডি-সিবিআই মাসলম্যান!!

    দু মাস আগেও যে মোদি রথকে অনেকেরই মনে হচ্ছিল 'অপ্রতিরোধ্য', তা যেন কেমন এখন মিইয়ে যাওয়া ভেজা কাগুজে চেহারা নিয়েছে। সমস্ত কিছু ভুলে এখন শুধু 'গ্যারান্টি', 'গ্যারান্টি', 'গ্যারান্টি' আর 'ফ্রি', 'ফ্রি', 'ফ্রি'! অমুক তারিখে আকাশ ভেঙ্গে পড়বে, তমুক তারিখে অমুকে জেলে যাবে, এক ফোনেই রাষ্ট্রপতি শাসন- এ হেন বাকতাল্লা-খ্যাত শুভেন্দু অধিকারী পর্যন্ত এখন চোখ পাকিয়ে বলতে শুরু করেছে, তারা ক্ষমতায় এলে গ্যাসের দাম ৪৫০ টাকা হবে আর লক্ষ্মীর ভাণ্ডারে ৩০০০ টাকা পাওয়া যাবে। বোঝো কাণ্ড। এই সেদিনও 'ভিক্ষার দান' বলে যারে কটাক্ষ, এখন তারই নকলনবিশি! এরেই কয়, আপনি বাঁচলে বাপের নাম।

    মোদি বাহিনী বুঝে গেছে, ধর্মের রসে চিড়ে আর ভিজবে না। মানুষের দৈনন্দিন যাপন ভয়ঙ্কর ভাবে বিপন্ন ও বিপর্যস্ত। তারা অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা চায়। মুসলমানকে দেশের শত্রু সাজিয়ে এবং এক দেশ, এক নেতা, এক ধর্ম, এক ভাষা, এক খাদ্য, এক পোশাকের হুঙ্কার তুলে যে তালিবানি শাসনের ডাক এতদিন ধরে দেওয়া হচ্ছে, তার ভয়ঙ্করতা সম্পর্কে আপামর মানুষ সতর্ক হচ্ছেন। 'জমিন কা সন্দেশ' শাসকের কানেও পৌঁছচ্ছে। অতএব, ইস্যু পরিবর্তন। কিন্তু তাই বলে, একনায়কতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বাসনা থেকে কি তারা সরে আসবে? না, একেবারেই না। যদি জেতে, সব হিসেব হবে। এখন তাই, জনকল্যাণমূলক ইস্যুগুলিকে প্রধান দাবি হিসেবে আপাতত সামনে আনলেও তারা একই সঙ্গে অন্য একটি খেলাকে মারাত্মকভাবে জিইয়ে রেখেছে। তা হল, এজেন্সি তাণ্ডব। 

    তাদের মতলব, ইডি-সিবিআই দিয়ে বিরোধীদের কার্যত ব্যতিব্যস্ত করে নির্বাচনী ময়দান থেকে দূরে সরিয়ে রাখা, তোলাবাজি করে সংগৃহীত নির্বাচনী বন্ডের টাকা দিয়ে সেই ব্যতিব্যস্ত নেতাদের কিয়দংশকে কিনে নেওয়া এবং গোদি মিডিয়ার সহযোগে 'চোর চোর' চিল-চীৎকার জুড়ে কপাকপ এজেন্সি রেইড অথবা গ্রেফতারি করাটাকে বাঁয়ে হাত কা খেল বানিয়ে ফেলা। না হলে, জেলবন্দী মদের ব্যবসায়ী শরৎচন্দ্রের শুধুমাত্র এক বয়ানের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা যায়? যেখানে ওই বয়ানের পরপরই উক্ত ব্যবসায়ী বিজেপিকে ৫৫ কোটি টাকার নির্বাচনী বন্ড দিয়ে নিজেকে জেলমুক্ত ও বিজেপি-ভক্ত করে!

    আমরা জানি না, লোকসভার নির্বাচন সম্পূর্ণ হওয়া পর্যন্ত কতজন বিরোধী নেতা জেলের বাইরে থাকবেন! আমরা জানি না, বিরোধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে নির্বাচনী লড়াইয়ে তাদের কতটা অক্ষম করে দেওয়া হবে!! আমরা এও জানি না, মোদি বাহিনী লক্ষ কোটি টাকা খরচ করে গোদি মিডিয়াকে পকেটস্থ রাখতে, ভোট কিনতে, সন্ত্রাস করতে ও এমএলএ-এমপি কেনাবেচায় গোটা অভিযানটাকে কোন মাত্রায় নিয়ে যাবে! কিন্তু শেষমেশ, এটুকু ভরসা তো রাখাই যায়, এবারের নির্বাচনে মানুষ যখন ইস্যুগুলিকে ঘুরিয়ে দিতে পেরেছেন, তখন আমের সঙ্গে ছালাটাকেও বিদায় দেবেন। অন্তত বাংলায় মোদি বাহিনীর আমের সঙ্গে ছালাও যে যাবে, তা বেশ পরিষ্কার!

    আশায় বাঁচে চাষা!

    জয় বাংলা
  • &/ | 151.14.***.*** | ৩১ মার্চ ২০২৪ ০৪:০৮521856
  • আচ্ছা, এই যে আজকাল এদিক সেদিক নানা মিডিয়ায় 'বাঙালির চক্ষের মণি বক্ষের ধন সিরাজ', 'ভারতের উদ্ধারকারী পরম সম্প্রীতিওয়ালা মহান বাদশাহ আওরঙ্গজেব', 'বঙ্গভূমিকে সভ্যতা দানকারী মহান বঙ্গবিজেতা বখতিয়ার'---এইসব অদ্ভুত অদ্ভুত সব তত্ত্ব দেখতে পাই, এসব কি আইটিসেলেরই ওপিঠ? নিজের বড়দারই মুন্ডু উড়িয়ে দিল, বাবাকে ফাটকে দিল, সে সম্প্রীতিওয়ালা উদ্ধারকারী তো বটেই!
  • Arindam Basu | ৩১ মার্চ ২০২৪ ০২:০২521855
  • অরিত্র, 
    "পৃথিবীময় টাকার যে বন্যা বয়ে চলেছে তার উৎস ও উৎপত্তি এবং ফলে উৎপন্ন জল্পনাভিত্তিক অর্থনীতি ও অর্থনৈতিক বুদবুদ এবং এইসবের এর সম্ভাব্য বিপদ এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব, অর্থনৈতিক অসাম্য ও অস্থিরতার বৃদ্ধি - ইত্যাদির আশেপাশেই আলোচনা ঘোরাফেরা করেছে।"
    খুব ভাল লিখেছেন। 
    এবং এই ব্যাপারটাই এক প্রকার রাজনৈতিক স্থিতাবস্থা তৈরী করতে চায়, মানে এই বেশ ভাল আছি, বা আমার আর কি, যেখানে যা হচ্ছে হোক ধরণের মানসিকতা। 
  • কর্তৃপক্ষের কাছে প্রশ্ন | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ৩০ মার্চ ২০২৪ ২১:৪৭521853
  • মেন্টালি ক্রিপলড দিপচাড্ডিটাকে পার্মানেন্টলি লাথানো যায় না? 
  • D | 2409:4060:e86:ad31:dbb2:dd32:f7:***:*** | ৩০ মার্চ ২০২৪ ১৯:১০521852
  • The Red files নামে একটা বাংলা ছবি দেখলাম। বাম আমলে বানতলা ও অনিতা দেওয়ান এর ঘটনা নিয়ে ছবি। পোস্টার "সত্য ঘটনা অবলম্বনে" দেখে ছবিতে দেখার সাধ হল। ছবিটা ভালো লাগলো। জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী সেই সময় বিরোধী নেত্রী সব আছে। ছবিটা শুরু হচ্ছে বর্তমান সময়ে। সেই কেস রিওপেন করতে চাইছে ছবির নায়িকা যাকে দেখানো হচ্ছে অনিতা দেওয়ান এর মেয়ে হিসাবে। ১৯৯০ থেকে ২০০৬ অব্দি কেস চলেছিল। জ্যোতি বসুর মুখে "এমন ঘটনা তো কতই হয়" আছে। মহাকরণের সামনে সেই সময়ের বিরোধী নেত্রীর বিক্ষোভ আছে।
    ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল সেই সময়ের এক আর্থিক দুর্নীতি। হয়তো ছবির এইটুকু অংশ দর্শকদের অজানা থাকতে পারে।
  • বকলম -এ অরিত্র | ৩০ মার্চ ২০২৪ ১৫:১০521851
  • এবি, যা বলেছেন! তবে বিবিসির লিঙ্কটায় অ্যাপ ভিত্তিক স্ক্যামের কথাই রয়েছে, বড় ছবিটা নেই। আপনার কথার প্রসঙ্গে কয়েকটা জিনিস মনে হল। আমার অর্থনীতি নিয়ে তো বিশেষ জ্ঞান নেই, যা বলছি তা সাধারণ ভাবনাচিন্তা থেকে।

    মানুষ রোজগার থেকে খরচ করে। খরচ করতে পারে বলে উৎপাদনের চাহিদা তৈরী হয়, লাভের সুযোগ তৈরী হয়। এবারে এই লাভের একমুখী গতি বেশি দিন থাকলে অর্থনৈতিক অসাম্য মারাত্মক হয়ে দাঁড়ায়। সেটা হলে নিচের দিকের শ্রেণীর খরচ করার ক্ষমতা কমে যায়, ফলে উৎপাদনের চাহিদা কমে, লাভের সুযোগ কমে যায়। সমস্যা! সেই সমস্যা সামাল দিতে ঋণ ভিত্তিক অর্থনীতিকে ব্যবহার করা যায়। ঋণ আসলে কী? স্পষ্ট বললে ঋণ হলো ভবিষ্যতের রোজগার থেকে খরচ করা। অর্থাৎ আজকে তোমার টাকা নেই তো কী হয়েছে, কালকে তো টাকা হবে কিছুটা সেখান থেকেই এখন খরচ করে ফেলো পরে মিটিয়ে দিও। খুব ভালো কথা, খরচের ক্ষমতা তৈরী হল, উৎপাদনের চাহিদা তৈরী হলো, লাভের সুযোগ তৈরী হলো আর অর্থনীতি আবার সচল হলো। কিন্তু আগামীকালও তো আমার কিছু খরচ থাকবে, সেটা কোথা থেকে খরচ করবো, আগামী পরশু আর তরশুর রোজগার থেকে? হ্যাঁ তা ভবিষ্যৎ তো অফুরন্ত! কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা সংকট তৈরী হচ্ছে। এবার এরকম কি দেখা গেছে যে ঋণ ভিত্তিক অর্থনীতির ফলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণী ঘুরে দাঁড়িয়েছে এবং অসাম্য কমেছে? মনে তো হয় না, অসাম্য তো বেড়েই চলেছে। তাহলে এই বাঘের পিঠ থেকে নামার উপায় কী?

    এই ঋণ গোছানোর চক্করেই তো তৈরী হয়েছিল অজস্র বাজে ঋণ (অর্থাৎ যে ঋণ কোনো আবশ্যকতা বা পরিশোধযোগ্য ব্যবহারের জন্যে নেওয়া হয় নি) এবং আমেরিকার কুখ্যাত সাবপ্রাইম ক্রাইসিস যেটা বললেন। সেটার দায় সাধারণ মানুষের নির্বুদ্ধিতা এবং কিছু আর্থিক প্রতিষ্ঠানের লোভের ঘাঁড়ে ফেলে দেওয়া হয়েছে।

    এই প্রসঙ্গে বেশ কয়েক বছর আগে দেখা একটা ডকু ভিডিও মনে পড়লো, ডয়েস ভ্যালের। এইধরণের ভিডিওতে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে কোনো বিষয়কে দেখানো বা ব্যাখ্যা করার প্রবণতা থাকে, কিন্তু সেটা হয়ে থাকার ঝুঁকি নিয়েও ভিডিওটা দেখার মতন। পৃথিবীময় টাকার যে বন্যা বয়ে চলেছে তার উৎস ও উৎপত্তি এবং ফলে উৎপন্ন জল্পনাভিত্তিক অর্থনীতি ও অর্থনৈতিক বুদবুদ এবং এইসবের এর সম্ভাব্য বিপদ এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব, অর্থনৈতিক অসাম্য ও অস্থিরতার বৃদ্ধি - ইত্যাদির আশেপাশেই আলোচনা ঘোরাফেরা করেছে।
     


    ভিডিওটা এটা একটা টই পত্রে দিই।
  • পাপাঙ্গুল | ৩০ মার্চ ২০২৪ ১৩:১৭521850
  • laugh
     
    In 2017, Reliance Industries acquired a 25% stake in Balaji Telefilms for Rs413 crore. The deal gave RIL access to Balaji Telefilms' content for use by telecom unit Reliance Jio
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ মার্চ ২০২৪ ১২:৫৯521849
  • সব প্রোপাগান্ডার মাঝেও নিজেদের সম্মন্ধে একটা সত্যিকথা বলে ফেলেছে, সাধারণ লোকে সত্যিটা জানার জন্য খবর দেখে, আর খবরওলারা সত্যিটা বলার আগে নিজের ওপরওলাদের দেখে।
     
    ঠিক এই কারণেই "আম্বানির চ্যানেলে বসে আম্বানির সমালোচনা করা যাবেনা"।
  • পাপাঙ্গুল | ৩০ মার্চ ২০২৪ ১২:১৪521848
  • এবছর ভোটের বাজারে আর কত এরকম আসবে দেখি 
     
  • Arindam Basu | ৩০ মার্চ ২০২৪ ০১:৩৯521847
  • অরিত্র, এর সঙ্গে যোগ করুন সহজে ধার দিয়ে লোককে আজীবন ঋণী করে রাখার ছক, তারপর গলাত পা দিয়ে টাকা বের করে নেওয়া। এর পর সাবস্কাইম ক্রাইসিস আসছে । 
    আরেকটা লিঙ্ক রইল, 
    দু বছরের পুরনো রিপোর্ট তবে এ খেলা চলছে এবং চলবে ।
  • বকলম -এ অরিত্র | ৩০ মার্চ ২০২৪ ০১:০৮521846
  • দেখছি হর্ষবর্ধন গোবর্ধন আর তাদের হনু সেনারা সূক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের চিন্তাভাবনার বিষয়গুলো পাল্টে দেওয়ার। সতর্ক থাকা দরকার। মাতারাণীর হিন্দু মুসলমান, সান্যালের পুরোনো কাসুন্দি (কমি অপশাসন) এগুলো ওদের পছন্দের ডাইভারসান। কলকাতা তথা পশ্চিমবঙ্গের দুঃখের কারণানুসন্ধান বহু হয়েছে আরও হবে, এই সময়ে দরকার নেই। দরকার নেই দিলীপের মমতা রোগ নিয়ে আলোচনার, ওদের দৃষ্টিভঙ্গি সর্বজন বিদিত, যারা জেনেও কেয়ার করে নি তারা আর করবেও না।
     
    যেগুলো চিন্তাভাবনায় ও আলোচনায় থাকা হনুরা চায় না, সেগুলোর মধ্যে এখন রয়েছে সিএএ – এমন কাগজপত্র চাওয়া হচ্ছে কেন যেগুলো জানা কথাই যে পাওয়া যাবে না, নিঃশর্ত নাগরিকত্ব নয় কেন। ইলেক্টোরাল বন্ডের প্রত্যেকটা কেস এক একটা আলাদা ইস্যু, জানি না ইন্ডিয়া জোট থেকে এগুলো ধরে ধরে তদন্দের দাবিতে কোর্টে গেলে ভালো হয়, বিচার প্রক্রিয়া শুরু হোক না হোক, খবরে থাকবে। 
     
    এছাড়া রয়েছে – চাকরি। উপার্জন কই, চাকরি কই? বেকারত্ব মাত্রাছাড়া, সরকার বলছে চাকরির ব্যবস্থা হবে না। রাশিয়া ইসরাইলে যুদ্ধে লড়তে পাচার হচ্ছে বেকার যুবক। দেশের যেটুকু রোজগার আয়ের উপায় আছে, তা মূলত কংগ্রেস আমলের ও পরিকল্পনার ফসল। অন্যতম প্রধান হল আইটি। গত দশ বছরে এই আইটির কি বৃদ্ধি হয়েছে, সংকোচন হয়নি তো? তার বদলে কি নতুন রোজগারের রাস্তা খুলেছে? অনিশ্চিত গিগ ওয়ার্কের দৌলতে আজকাল ছেলেমেয়েরা জীবনে থিতু হতে পারছে না, পরিবারগুলো নষ্ট হতে যাচ্ছে।
     
    এইগুলো আলোচনায় থাকুক।
  • বকলম -এ অরিত্র | ২৯ মার্চ ২০২৪ ১৪:৩০521845
  • শোনা যাচ্ছে প্রথমে সিএএ ও তারপরে কেজরী নিয়ে নিজের পায়ে পর পর দুবার গুলি করে ফেলার পরে দলের পরামর্শে নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে জানতে চেয়ে বিল গেটস এর সঙ্গে দেখা করেছেন। রিপোর্ট অনুযায়ী গেটস তাকে জানিয়েছেন কৃবু অনেক কাজ খুব সহজেই করে ফেলতে পারে, যেমন প্রচুর পরিমাণে ফেক ভিডিও বা নিউজ জেনারেট করা, কিন্তু এমন অনেক কাজ আছে যা কৃবু সহজেই করে দেবে মনে করার কোনো কারণ নেই। ওয়াকিবহাল মহল মনে করেছেন দ্বিতীয় ক্ষেত্রে গেটস নির্বাচনে জেতা আসনের সংখ্যা ধরে রাখার ব্যাপারই ঘুরিয়ে ইঙ্গিত করেছেন।
  • অরিন | 119.224.***.*** | ২৯ মার্চ ২০২৪ ০১:৫০521843
  •  
  • অরিন | 119.224.***.*** | ২৯ মার্চ ২০২৪ ০১:৩৯521842
  • সহস্র মূষিক ভক্ষণ করে মার্জার হজে চললেন, 
    ". It's also going to be a question of various other winnability criteria that they use... Are you from this community or are you from that religion? Are you from this? I said no, I do not think I am going to able to do it," she said at the TIMES NOW Summit 2024"
  • ইলেক্টোরাল বন্ডের টাকা নিয়ে লড়বেনা? | 2409:40e0:5f:10aa:2cb9:20ff:fe6c:***:*** | ২৯ মার্চ ২০২৪ ০১:৩০521841
  • Finance Minister Nirmala Sitharaman said she declined the BJP's offer to contest elections pleading that she did not have the 'kind of fund' required to contest the Lok Sabha polls.
    BJP President JP Nadda gave her the option to contest either from Andhra Pradesh or Tamil Nadu, she said.
    "After thinking for a week or ten days, I went back to say, 'Maybe not'. I do not have that kind of money to contest. I also have a problem whether it is Andhra Pradesh or Tamil Nadu. It's also going to be a question of various other winnability criteria that they use... Are you from this community or are you from that religion? Are you from this? I said no, I do not think I am going to able to do it," she said at the TIMES NOW Summit 2024.
  • &/ | 151.14.***.*** | ২৯ মার্চ ২০২৪ ০০:৩৯521839
  • বইপত্রের প্রচ্ছদগুলো খুব সুন্দর। হবে না? গুরুচন্ডালি তো সব ছুপা রুস্তম শিল্পীদের জায়গা!
  • কেজরি তো | 45.138.***.*** | ২৯ মার্চ ২০২৪ ০০:২৭521837
  • বিচিপির বি টিম। গলায় গামছা না হয়ে গেরুয়া মাফলার হবে।
  • dc | 2402:e280:2141:1e8:b180:76d9:87a5:***:*** | ২৮ মার্চ ২০২৪ ২৩:৪৭521836
  • ডনা সামারের গাওয়া দেয়ার গোস মাই বেবি শুনুন
     
     
     
  • ওয়াশিং মেশিন বিচিপি | 2a00:1b88:4::***:*** | ২৮ মার্চ ২০২৪ ২৩:৩১521835
  • ও কদিন বাদেই জানা যাবে সরকার এর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। তারপরে এ ছপিটপিও তুলবে গলায় গেরুয়া গামছা লটকে। আজকে কোর্টে কেজরি তো চুষে দিয়েছে পুরো তাই মরীয়া হতে নজর ঘোরাতে এরকম আরো  দু চারপিস নাববে। 
  • kk | 2607:fb91:89c:cac0:f81e:3179:9020:***:*** | ২৮ মার্চ ২০২৪ ২২:৫৩521833
  • গুগুস এর এই বিজ্ঞপ্তির ভাষাটা আমার খুব ভালো লেগে গেলো। যিনি লিখেছেন তাঁকে দুটো থাম্ব্স আপ দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত