অমিত:"কিন্তু ভারতের রেল স্টেশন বা এভারেজ যেকোনো পাবলিক টয়লেট শুধু অপরিচ্ছন্ন নয়- রীতিমতো অস্বাস্থ্যকর। আর এটা শুধু দারিদ্র দিয়ে জাস্টিফাই করা যায়না একদম। এয়ার ইন্ডিয়ার লং ফ্লাইটে ও একই অভিজ্ঞতা হয়েছে। ইন্ডিয়ার বা পুরো সাবকন্টিনেন্ট র এভারেজ লোকের বেসিক টয়লেট ম্যানার্স টাই আসলে বেশ খারাপ। লোকে জানে না কিভাবে ব্যবহার করতে হয় আর কিভাবে একটা বেসিক স্যানিটেশন বা পরিচ্ছন্নতা মেনটেন করতে হয়। সেই কমন সেন্স টাই নেই।"
আসলে আধুনিক টয়লেট/শৌচালয় পরিচ্ছন্ন ভাবে ব্যবহার করার ব্যাপারটা একদিনে হয় না তো, এর সঙ্গে শিক্ষা, সমাজ, আর টেকনোলজির একেকটা নিবিড় যোগাযোগ রয়েছে । মানে আমি আপনি পশ্চিমী দৃষ্টিকোণ থেকে দেখলে ভাববেন/ভাবব, ভারতীয়গুলো সভ্য আর হয়ে উঠলো না, ব্যাপারটা বেশ জটিল। অথচ আজ থেকে দুশো বছর আগেও ধরুন সায়েবদের দেশেও ওই শৌচালয়ের একই রকমের ব্যবস্থা ছিল, লোকে রীতিমতন সকালবেলায় রাস্তার ওপর চেম্বার পটের মাল (মনে হয় যেখান থেকে পটি কথাটা এসেছে) ছুঁড়ে ফেলত, লোককে "Gardyloo!" বলে চেঁচিয়ে সাবধান করত। উনবিংশ শতকের লণ্ডন রীতিমতন বাজে জায়গা ছিল, বাড়ির ভেতরে কাঠের তক্তার ওপর বসে "কাজকর্ম" সারত, আর প্লাম্বিং এর বালাই ছিল না, সরাসরি বাড়ি থেকে ড্রেন বাহিত হয়ে বড় রাস্তায় "cesspool" এ জমা হত, এবং রাতের বেলায় "নাইট সয়েল" পরিষ্কার করার লোক ছিল (আমাদের জমাদার?, nightmen)। স্যানিটেশনের দুনিয়ায় সবথেকে চমকপ্রদ উদাহরণ জাপানের, টোটোর রিমোট কন্ট্রোল দেওয়া টয়লেটের টেকনোলজি যা তা ব্যাপার, এহেন জাপানেরও শৌচালয় আজ থেকে একশো বছর আগেও কহতব্য ছিল না।
আসলে টয়লেট সেনস একদিনে হয় না, একটা শিক্ষা সংস্কৃতির ব্যাপার থাকে, যেমন জাপানে ইশকুলে ছাত্ররা নিজেদের টয়লেট নিজেরা পরিষ্কার করে। আমাদের ভারতের শহরগুলোতে আমি যতটুকু দেখেছি, আমি অন্তত কলকাতায় যতজনকে জানি তারা কেউ নিজদের টয়লেট নিজেরা পরিষ্কার করে না, "জমাদার" এসে করে দিয়ে যায়। কলকাতায় অন্তত বহু পুরনো আমলের বাড়িতে দেখতাম বাড়ির বাইরে ঘোরানো লোহার সিঁড়ি থাকত যার উদ্দেশ্য ছিল সাফাইঅলা/জমাদার আসা যাওয়ার রাস্তা। এইসব নানান কারণে মনে হয় শহুরে ভারতীয়দের মধ্যে শৌচকর্ম নিয়ে এক ধরণের ট্যাবু থাকে হয়ত যার জন্য "আমি নোংরা করি, অন্য লোকে এসে পরিষ্কার করে দেবে" মতন একটা মানসিকতা তৈরী হয়।
গ্রামের দিকে ব্যাপারটা অন্যরকম মনে হয়। ২০১৪ তে Diane Coffey নামে এক গবেষক ভারতে "open defecation" নিয়ে বিমারু স্টেটগুলোর গ্রামে গঞ্জে ঘুরে গবেষণা করে একটি পেপার লিখেছিলেন (দ্রষ্টব্য:
https://www.jstor.org/stable/24480705), তো সে লেখার শেষে তিনি লিখেছিলেন,
> We present evidence from new survey data collected in Bihar, Haryana, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh. Many survey respondents' behaviour reveals a preference for open defecation: over 40% of households with a working latrine have at least one member who defecates in the open. Our data predict that if the government were to build a latrine for every rural household that lacks one, without changing sanitation preferences, most people in our sample in these states would nevertheless defecate in the open
এই তো অবস্থা, কমন সেনস হবে কোথা থেকে।