এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:232f:10e:4cf2:4af0:4be3:***:*** | ২২ আগস্ট ২০২৩ ১৩:৪১516685
  • আরে নীলাঞ্জন দাদা অরোভিলে গেছিলেন নাকি? অরোভিলের বাইরে মেন রোড থেকে ঢোকার রাস্তাটায় বেশ কয়েকটা খুব ভালো রেস্টুরেন্ট আছে। একটা হলো ট্যান্টো পিজেরিয়া, এখানে খুব ভালো উড ফায়ার্ড পিজা পাওয়া যায়। আরেকটা হলো অরোভিলে বেকারি, এখানে অসাধারন স্যালাড, কফি, ডেজার্ট ইত্যাদি পাওয়া যায়। ট্যান্টোর পাশেই গ্রোভ, সেখানে খুব ভালো বিফ স্টেক পাওয়া যায়। ম্যাশড পটেটো, গাজর, কড়াইশুঁটি সহযোগে দেয়, আর বিয়ার নিয়ে গেলে সেটা ওদের ফ্রিজে রেখে ঠান্ডাও করে দেয়। ভারি ভালো সার্ভিস। 
  • Bratin Das | ২২ আগস্ট ২০২৩ ১৩:২২516684
  • ও আটেক টা তথ্য NACC রেটিং  এ আমাদের  বিদ্যামন্দির  লাস্ট বছরে দেশের প্রথম পাঁচটা  কলেজের মধ্যে  একটা ছিল। একারে দু ধাপ পিছিয়েছে।
     
    তবে এবারে আরেকট মিশন রহড়া রামকৃষ্ণ মিশন প্রথম দশে।
     
    জাস্ট ইনফো। কে আমাদের  সম্পর্কে  কী ভাবলো তাতে  আমাদের  জাস্ট  ছেঁড়া যায়। বোল্ড অ্যান্ড আন্ডারলাইনড। 
     
    চিয়ার্স 
  • Nilanjan Chatterjee | 2401:4900:1c20:1d48:d56c:1889:4dab:***:*** | ২২ আগস্ট ২০২৩ ১৩:০৩516683
  • "বৈরাগ্য সাধনে মুক্তি , সে আমার নয় ।
    অসংখ্য বন্ধন - মাঝে মহানন্দময়
    লভিব মুক্তির স্বাদ ।
    মোহ মোর মুক্তি রূপে উঠিবে জ্বলিয়া,
    প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া। "
    -------
    Gematria Today :-
    AURUM = MUKTI = 74 = ENERGY = GEMATRIA.
    MOTHER = 79 = e-ENERGY .
    I see Mother's Presence in an "electron" !
    -------***-----***-----
    AURUM is the Latin word for GOLD
    Chemical Formula for Gold ( Accepted Globally is *Au* )
    Atomic number for Aurum is 79.
    Aura means "Dawn" ( ঊষা).
    And I see the Golden Dawn in heaven!
    And I have visited Auroville ( Mother's Creation) at Pondicherry,Tamil Nadu , India.
    --------------------
    Destination Next :-
    Ushagram ( ঊষাগ্রাম ) : District Nadia , West Bengal, to search for Earthly Soul!
    ----------------------
    The Mother is the Transformation Agent , Who can transform :-
    মোহ -------> মুক্তি ।
    যে মুক্তি "হিরন্ময়", উজ্জ্বল উদ্ধার !
    নমস্কার ।
    -------------
  • যোষিতা | ২২ আগস্ট ২০২৩ ১২:১৬516682
  • ব্রতীন তুই বিদ্যামন্দিরে পড়েছিস বলেই কি তুই এত ভাল মনের একজন হয়েছিস রে? হয়ত তাই।
    সেরকমই বিশ্বাস করতে মন চাইছে। তোর মনটা ঈর্ষণীয় রকমের ভাল। হয়ত তোর বিদ্যামন্দির ৭৫০ তম ওয়ার্লড র্যাংকিং এ আসে না, কিন্তু মানুষ তৈরী করার র্যাংকিং এ প্রথম সারির। অন্তর থেকে বললাম কথাগুলো।
    নম্বর নয়, ডিগ্রি নয়, মানুষ তৈরি হবে কবে? মানুষের মত মানুষের বড্ড অভাব তথাকথিত এলিট কলেজগুলোয়।
  • যোষিতা | ২২ আগস্ট ২০২৩ ১২:১০516681
  • আর বলিস না ব্রতীন,  এই গুরুতে আমার কমেন্ট নিয়ে হোয়াটস্যাপ গ্রুপে গ্রুপে অনেক কিছু ঘুরছে।
    যাকে বলে বুরিনজরবালেরা মুহ কালা করে করে ঘুরে বেড়াচ্ছে। এক্স যাদবপুরিয়ারা রয়েছে। তারা পড়বে বলেই আরও বেশি করে এখানে লিখছি বুঝলি?
    এদের রূপ, মানে আসলি রূপ দেখেছি সেই ১৯৯৭ সাল থেকেই। যেমনি হিংসুটে তেমনি কুচক্রী। নোংরামির চুড়ান্ত মালগুলো। এখানে ডিরেক্ট লিখবার মুরোদ নেই তাই হোয়া গ্রুপে লিখে বেড়াচ্ছে। পারভারটেড লোকজন। সাধে কি আর ঐখানে পড়ুয়া খুন হয়?
  • Bratin Das | ২২ আগস্ট ২০২৩ ১১:৫৯516680
  • বিদ্যামন্দিরে র‌্যাগিং...!!! ভযঙ্কর র‌্যাগিং !!
    রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ এক শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সেখানেও র‌্যাগিং হয়!!  যেদিন প্রথম কলেজের গেটে পা দিলাম জনা পাঁচ সাতেক তৃতীয় বর্ষের ছাত্র কলেজ ইনফর্ম এ ছুটে এলো, আমাদের হাত থেকে একপ্রকার কাড়াকাড়ি করে আমাদের ব্যাগ পত্র বাক্স প্যাঁটরা যা  ছিলো সব নিয়ে নিল, জিজ্ঞেস করলো, কোন সাবজেক্ট? বলা মাত্রই জিনিসপত্র সহ আমাদের নিয়ে চলে গেল বিনয় ভবন। রুমে পৌঁছে দিয়ে বিছানা পত্র চৌকির উপর রেখে দিয়ে বলে গেল কোনো অসুবিধা হলে জানাতে। সন্ধ্যায় আবার র‌্যাগিং । চলে এলো দুজন দাদা।  যারা ধুতি পরতে পারে না। তাদের ধুতি পরিয়ে দিল। প্রার্থনা সঙ্গীত বইটি নিয়ে প্রার্থনা কক্ষে যাওয়ার ব্যবস্থা করে তবেই তারা রেহাই দিল। এখানেই শেষ নয় রাত ন'টায় টুরিস্ট গাইডের মতো নিয়ে গেল ডাইনিং হলে। যারা কোনো কারণে  থালা আনেনি। তাদের থালার ব্যবস্থা করে দিয়েছে। এতো কঠিন র‌্যগিং আর মনে হয় কোথাও  নেই। তবে এখনই শেষ হয় নি র‌্যগিং। এরপর রাতে তারা আবার এলো, কে মশারি টাঙাতে পারেনি। কার মশারির দড়ি ছোটো হয়ে গেছে, কার মশারি নেই।  সব সমস্যার সুচারু সমাধান করে তবে তারা নিজেদের ঘরে গেছে। এতো অত্যাচার কি সহ্য হয়?? এর পর তাদের নিজেদের ফার্স্ট ইয়ারের নোট দিয়ে দিয়েছে। নিজেদের বই দিয়ে দিয়েছে । এরকম হাজারো র‌্যগিং এর শিকার আমরা হয়েছি। আর আমরা যখন দু বছর পাড় করে দাদা হয়ে উঠেছি তখন এরকম ভয়ঙ্কর ভযঙ্কর র‌্যগিং আমরাও অনেক করেছি। তবে এই র‌্যগিং কাউকে পৃথিবী ছাড়তে হয় নি। তবে তৃতীয় বর্ষের শেষে হোস্টেল ছাড়ার দিন যে কী ভযঙ্কর ঘটনা ঘটে তা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। র‌্যগিং এর জ্বালায় ব্যতিব্যস্ত , কলেজ শেষ করা  যুবক ছেলেরা বন্ধুদের জড়িয়ে ধরে যে কী ভয়ংকর কাঁদতে পারে তা নিজের চোখে না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না।
    মহারাজ রাও কিন্তু র‌্যগিং করতেন। সেটা আমরা বুঝেছি হোস্টেল এ ঢোকার একদিন পরেই। যেদিন হোস্টেল এর বেশিরভাগ নতুন ছেলেই ফুড পয়জন এর শিকার হয়েছিল। সারা রাত জেগে ছেলেদের পরিচর্যা করা, তাদের টয়লেট নিয়ে যাওয়া  থেকে শুরু করে সমস্ত কিছু। সেই ভয়ংকর র‌্যগিং এর কথা কোনো দিন ভুলবো না।
    প্রসঙ্গত বলে রাখি হোস্টেল ক্যাম্পাসে কোনো তথাকথিত cc tv ছিল না। 
    এমন র‌্যগিং পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল এ থাকুক। পৃথিবী বেঁচে যাবে।
  • aranya | 2601:84:4600:5410:89e4:b31f:976e:***:*** | ২২ আগস্ট ২০২৩ ০৬:০৯516679
  • হ্যাঁ , নাম নন্দ smiley
  • lcm | ২২ আগস্ট ২০২৩ ০৬:০৫516678
  • হ্যাঁ, দেখেছি, স্কোরারের নাম নন্দ ছিল বুঝি, ভারি দৃষ্টি-নন্দ-ন গোল, আ-নন্দ পেলাম, ওর নাম দিলাম নন্দগো(পা)ল ... smiley
  • aranya | 2601:84:4600:5410:89e4:b31f:976e:***:*** | ২২ আগস্ট ২০২৩ ০৫:৫৬516677
  • লসাগু, নন্দ- র গোলটা দেখেছিলে, মোবার বিরুদ্ধে ? 
  • lcm | ২২ আগস্ট ২০২৩ ০৫:০৫516675
  • হরিনাথ মজুমদার (কাঙাল হরিনাথ) এর কাহিনি ইন্টারেস্টিং - বাউল সঙ্গীতকার, লালন ফকিরের গানের ভক্ত ও প্রচারক , 'হরি দিন তো গেল সন্ধ্যা হল...' -- এসবের বাইরে ওনার মেইন কাজ ছিল প্রকাশনা নিয়ে -- সে যুগে মেইনস্ট্রিম মিডিয়ার (সেই বা তখন আর কতটুকু) বাইরে গ্রামীন প্রকাশনার কাজ শুরু করেছিলেন। গ্রামবার্তা প্রকাশিকা, ১৮৬৩। 
    ভদ্রলোকের দম ছিল -  কুস্টিয়া থেকে মেটিরিয়াল নিয়ে আসতেন কলকাতায় প্রেসে, চারদিন লাগত জলপথ (নৌকো) এবং স্থলপথ মিলিয়ে, সেই ছাপানো কাগজ আবার বয়ে নিয়ে যেতেন ডিস্ট্রিবিউশনের জন্য। যেই উদ্যম দেখে শেষে কলকাতার লোকজন ওনাকে একটা প্রিন্টিং মেশিন কিনে নিয়ে যেতে বলেন। সেই মেশিন নৌকোয় চাপিয়ে, চারটে নদী বয়ে নিয়ে গেছিলেন। 
     
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৩ ০৪:৪৩516674
  • লাভের গুড় পিঁপড়া নিল।
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৩ ০৪:১৮516672
  • @রমিত, ডিক লিট ধরে নিয়ে ডি লিট দেওয়ার ব্যাপারটা কিন্তু বেশ। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৩ ০০:০৫516671
  • সোশাল মিডিয়া আর এমনি মিডিয়া মিলে পাবলিক মেমোরির শোচনীয় দশা করে ছেড়ে দিয়েছে। নতুন নতুন এত ইসু যে একটু পুরোনো জিনিসই কোথায় চাপা পড়ে যাচ্ছে। কিছুদিন প্রজ্ঞাদীপার ব্যাপার নিয়ে খুব হৈ চৈ হল, তারপরেই এসে গেল স্বপ্নদীপ কেস। আর কোথাও আগের ব্যাপারটার উল্লেখও দেখি না এখন। দু'দিন পর আবার অন্য কিছু এসে পড়বে।
  • গাম্বাট | 185.207.***.*** | ২১ আগস্ট ২০২৩ ২৩:০৪516670
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় জোরদার হয়েছে ‘র‌্যাগিং তত্ত্ব’। এ বার সেই একই অভিযোগে বিশ্বভারতীর দুই ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করলেন কর্তৃপক্ষ। সোমবার রাতে হস্টেলে যান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ওই তিন ছাত্র সোমবার রাত পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
     
    পাশাপাশি, র‌্যাগিংয়ের অভিযোগ ওঠার পর বিশ্বভারতীর সমস্ত হস্টেলে পরিদর্শনে যান কর্তৃপক্ষ। তাঁরা আবাসিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের কারও কোনও অভিযোগ রয়েছে কি না, জানতে চাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিশ্বভারতীতে। 
  • :|: | 174.25.***.*** | ২১ আগস্ট ২০২৩ ২১:৪৭516669
  • বেড়েছে কি? পপুলেশনের রেসপেক্টে রেশিও নিলে সংখ্যা মনে হয় একই আছে। 
  • Name | 24.206.***.*** | ২১ আগস্ট ২০২৩ ২১:৩৯516668
  • চারুলতাও ছিল। সে-ও অবশ্য ঠিক সাই ফাই নয়।
     
    দেশে গাম্বাটের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে!
  • লেহালুয়া | 193.189.***.*** | ২১ আগস্ট ২০২৩ ১২:২৯516667
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে নিয়ে সর্বত্রই প্রবল আলোচনা। যাদবপুর ক্যাম্পাস এবং সরকারি মহলে যেমন তাঁর নিয়োগ নিয়েই বিতর্ক চলছে। তাঁর ‘রাজনৈতিক পরিচয়’ নিয়ে প্রশ্ন উঠছে। তেমনই তাঁর ফেসবুক প্রোফাইলে শেয়ার করা কিছু পোস্ট নারীবিদ্বেষী, সংরক্ষণ-বিরোধী এবং সমপ্রেম-বিরোধী বলেও অভিযোগ উঠেছে। রাজ্য সরকার ইতিমধ্যে এই নিয়োগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে।

    জানা গিয়েছে, বর্তমানে বুদ্ধদেব রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ঘনিষ্ঠ শিক্ষক সংগঠন ‘জাতীয়তাবাদী অধ‍্যাপক ও গবেষক সঙ্ঘের’ এই রাজ্যের সভাপতি। এক সময়ে তিনি তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপারও সক্রিয় সদস্য ছিলেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে এ দিন বুদ্ধদেব অবশ্য বলেন, “এই ধরনের প্রশ্ন করবেন না। এতে অ্যাকাডেমিক পরিবেশ নষ্ট হয়।” বলেই তিনি ফোন কেটে দেন। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ আগস্ট ২০২৩ ১১:৪৯516666
  • &/ সত্যি একটা সম্পূর্ণ নতুন বিষয়ে জানলাম। লাস্টে ওনাকে হুমবাবার সাথে তুলনাটা সত্যি ফ্যাসিনেটিং।
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ আগস্ট ২০২৩ ১১:৪৭516665
  • আচ্ছা মাননীয়ার লেখা গুলোও কি ডিক লিট হিসেবে ধরে ওনাকে ডি লিট দেওয়া হয়েছিল ?
  • হিজি-বিজ-বিজ  | 2607:f010:3fe:ffec::***:*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:৫২516664
  • এপোলো থার্টিন ও ছিল। সে অবশ্য ঠিক সাই ফাই নয়।
  • &/ | 107.77.***.*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:৪৭516663
  • সাদ্দামবাবু  যে উপন্যাস লিখেছিলেন ,কেউ জানতেন ? ভাবা যায় ? আজ সাইটে জানলাম। 
  • &/ | 107.77.***.*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:৩৬516662
  • ডিসি , থ্যাঙ্ক ইউ।  
  • :|: | 174.25.***.*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:২৮516661
  • চ্যাটার্জির মতো ইনিও তো বলছেন "গরীব বলে..." ইত্যাদি।
    সৌরভ সংখ্যা/চটি হবে না কি? আরেক আগস্ট 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:826e:31fb:***:*** | ২০ আগস্ট ২০২৩ ২৩:২৮516660
  • মারপিট আর হরর ছাড়া পাঁচটা সাই ফাই মুভিঃ 
     
    ২০০১ এ স্পেস ওডিসি 
    ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড 
    সোলারিস 
    অ্যারাইভাল 
    দ্য অ্যাবিস 
  • &/ | 107.77.***.*** | ২০ আগস্ট ২০২৩ ২২:৫৭516659
  • ডিসি, একটা অনুরোধ আছে। ভালো ভালো সাইফাই সিনেমার একটা লিস্ট দেবেন ? মারামারিহীন, ডিস্টোপিয়াহীন , ভালো জিনিস। ভূতপ্রেতহীন । 'ইভেন্ট হরাইজন' দেখতে বসে দেখি ভূতপ্রেতে ভর্তি! ছি ছি .
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ২২:২৬516658
  • আচ্ছা একটা গান শুনুন। গানটা প্রথম বানিয়েছিলেন ডেভ গ্রুসিন, ক্যান্ডি নামের একটা বহু পুরনো সাইকেডেলিক সিনেমার জন্য। পরে স্টিভেন সোডারবার্গ এই গানটা ওশানস ১২ তে ব্যবহার করেছিলেন। 
     
  • kk | 2607:fb91:149f:50ef:7568:5e1e:c54a:***:*** | ২০ আগস্ট ২০২৩ ০৬:৩৭516657
  • "অন্যরা ভাববে হিজিবিজি। আপনারা কী বলেন?"
     
    আমি বলি কী, অন্যদের জন্য ঐ হিজিবি টুকুই থাক। শেষের জি টা নিয়ে, লিপি নিয়ে আমি চলে যাই। সেই সবচেয়ে ভালো হবে।
  • aranya | 2601:84:4600:5410:b412:cb03:ab53:***:*** | ২০ আগস্ট ২০২৩ ০৬:০১516656
  • ব্রতীন, হাবিব যখন দাপিয়ে খেলছেন, সে তো সত্তরের দশক, তখন তুমি হয় জন্মাও নি, বা খুবি ছোট। অবশ্য আশির দশকেও খেলেছেন, পড়ন্ত বেলা 
    যাই হোক, তোমার শিশু মনে যে হাবিবের খেলা দাগ কেটেছিল, এটা জেনে খুশী হলেম :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত