এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:5ac:1e22:f6:***:*** | ১৩ জুলাই ২০২৩ ২৩:২৫515596
  • হ্যাঁ, ঘনাদা গুরুতে লিখেছেন। জ্যোতিষ  নিয়ে লিখতেন 
  • &/ | 151.14.***.*** | ১৩ জুলাই ২০২৩ ২৩:২৩515595
  • কুন্দনন্দিনীর কথাও মনে পড়ে। ঃ-)
  • হিজি-বিজ-বিজ | 149.142.***.*** | ১৩ জুলাই ২০২৩ ২৩:২১515594
  • আচ্ছা উনি কি সেই 'জ্যোতিষ আসলে বিজ্ঞান' গোছের লেখাপত্তর  দিতেন ?  
  • উপোষি মন  | 2600:1002:b112:4598:9504:c6e8:794a:***:*** | ১৩ জুলাই ২০২৩ ২৩:২১515593
  • কুন্দেরা চলে গেলেন। 
    বোধি এসেছে। 
    আমাদের কি কিছু প্রাপ্য হয় না? (দুর্ভাগা মুখ ইমোজি) 
     
  • ঘনাদা | 2600:1002:b112:4598:9504:c6e8:794a:***:*** | ১৩ জুলাই ২০২৩ ২৩:১৯515592
  • ঘনাদা গুরুতেও লিখেছেন বলে মনে হয়েছে! 
  • aranya | 2601:84:4600:5410:5ac:1e22:f6:***:*** | ১৩ জুলাই ২০২৩ ২৩:১৯515591
  • বোধি আর কেসি-কে দেখে ভাল লাগল। ড্রোণাচার্য্য টি - এরও একটা পোস্ট দেখলাম।
    রাতের সব তারাই থাকে দিনের আলোর আড়ালে :-)
    খুবই মিস ​​​​​​​করি ​​​​​​​পুরনো জনতা দের 
     
    লসাগু, বোধি ইন্ডি শব্দ টা ব্যবহার করায়, কেসি ঐ ছড়াটা দিল, যাতে ইন্দি নামের একটা চরিত্র আছে 
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2406:b400:b4:382d:2110:d3d0:62e0:***:*** | ১৩ জুলাই ২০২৩ ২২:৫৮515590
  • লসাগু, থ্যাঙ্ক ইউ। ভালো আছি। নতুন কোনো খবর নাই 
  • lcm | ১৩ জুলাই ২০২৩ ২২:৩৮515589
  • আরে বোধি ! কি খবর?

    কিন্তু বোধির পোস্টের উত্তরে কেসি কি একটা প্রচলিত ছড়া দিল, বুঝতে পারছি না, কিসব খিচুড়ি খাবার বায়না...
  • kc @ ১৩ জুলাই ২০২৩ ২১:৫৩ | 37.39.***.*** | ১৩ জুলাই ২০২৩ ২২:০৫515588
  • "ইন্দি-বিন্দি-সিন্দি
    উঁকি মারে গাছের আড়াল থেকে৷
    শনিবারে একদিন নাকিসুরে গাইল \’সে\’ গান –
    তাই শুনে ইন্দি-বিন্দির উড়ে গেল প্রাণ৷
    ইন্দির খিদে পেল
    গাছ থেকে নেমে এল,
    খিচুড়ি খাবে বলে কাঁদিল রে৷
    মা এসে দু-ঘা দিল
    খাওয়া-টাওয়া ঘুচে গেল৷
    ইন্দি-বিন্দি রাগ করে শুতে গেল রে৷
    – প্রচলিত"
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2406:b400:b4:382d:555a:76b0:5cb0:***:*** | ১৩ জুলাই ২০২৩ ২১:৫৩515587
  • তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে মারপিট করেছে। ​​​​​​​সেটা ​​​​​​​কি ​​​​​​​করে ​​​​​​​গুরুচন্ডালির ​​​​​​​দোষ ​​​​​​​হবে ​​​​​​​মাইরি। ​​​​​​​আমার ​​​​​​​গুরু ​​​​​​​তে ​​​​​​​সলিড ​​​​​​​বোর ​​​​​​​লাগে ​​​​​​​আজকাল ​​​​​​​, ​​​​​​মানে এতই বোর লাগে যে এগজ্যাকটলি কিসে বোর লাগে খোলসা কইরা কইতে পারিনা , কিন্তু অনেকদিন বাদে দুপাতা ভাট পড়ে মনে হল, ​​​​​​​এটা ​​​​​​​সিরিয়াসলি ​​​​​​​উইয়ার্ড ​​​​​​​এবং আউটরেজিয়াস অ্যালিগেশন , ​​​​​​​আমি ​​​​​​​খুব ​​​​​​​ই ​​​​​​​সিপিএম ​​​​​​​সমর্থক, ​​​​​​​প্রতিনিধি নই, কিন্তু সিরিয়াস সমর্থক, কিন্তু ​​​​​​​এরকম ​​​​​​​বিচিত্র অভিযোগের ​​​​​​​কোন মাথামুন্ডউ ​​​​​​​বুঝি ​​​​​​​না। একটা রাজনৈতিক দল মারপিট করলে একটা ইন্ডি পাবলিশার কি করবে রে বাবা। কম্পিলিসিট ইত্যাদি বলা যেত যদি তারা সরকার বা দলের কাছ থেকে  চারিদিকে বিজ্ঞাপন লাগিয়ে পয়সা নিত।  একটা ​​​​​​​বড় কমারশিয়াল ​​​​​​​মেডিয়া ​​​​​​​কে ​​​​​​​আর একট ইন্ডি পাবলিশার ​​​​​​​কে ​​​​​​​একই ​​​​​​​ভাবে ​​​​​​​সমালোচনা করা যায় ​​​​​​​কিনা ​​​​​​​আমি ​​​​​​​নিশ্চিত ​​​​​​​নই। 

    আমার ​​​​​​​ব্যক্তিগত ​​​​​​​পজিশন ​​​​​​​হল, ​​​​​​​আমি ​​​​​​​গুরু র পাবলিকেশন ​​​​​​​লিস্টিং আজকাল ​​​​​​​ফলো ​​​​​​​করি ​​​​​​​না, ​​​​​​​কিন্তু চোখে ইন্টারেস্টিং ​​​​​​​টাইটল পড়লে ​​​​​​​চাঁদা ​​​​​​​দেব। ​​​​​​​সেটা ​​​​​​​আমি ​​​​​​​অনেক ​​​​​​​ইন্ডি ​​​​​​​পাবলিকেশনের ​​​​​​​বই ​​​​​​​কিনেও ​​​​​​​থাকি। বাকি ​​​​​​​তারা ​​​​​​​কি ​​​​​​​করে ​​​​​​​নাচে ​​​​​​​না ​​​​​​​গায় ​​​​​​​আমার ​​​​​​​জানার দরকার ​​​​​​​নাই। ​​​​​​​পাবলিশার রা বুথ দখল করেছে ​​​​​​​বলে ​​​​​​​খবর ​​​​​​​নাই। 

    জয় গোস্বামী ​​​​​​​খুব ​​​​​​​বড় ​​​​​​​কবি, ​​​​​​​কিন্তু ​​​​​​​বড্ড তৃণমূল, ​​​​​​​কি ​​​​​​​করব, ​​​​​​​আমাদের ​​​​​​​জিগ্যেস ​​​​​​​করে ​​​​​​​তো কেউ ​​​​​​​রাজনীতি ​​​​​​​করবে ​​​​​​​না। ​​​​​​​যার যেমন ​​​​​​​বুঝ। ​​​​​​​কম্প্লিসিট ​​​​​​​ইত্যাদি ​​​​​​​বলা ​​​​​​​যায়, ​​​​​​​বলতে ​​​​​​​ইচ্ছে ​​​​​​​করে ​​​​​​​না। ​​​​​​​রাজনীতিবিদ ​​​​​​​রা ​​​​​​​কারো ​​​​​​​কথা ​​​​​​​শোনে ​​​​​​​না, ​​​​​​​বহুত ​​​​​​​বদমাস। তাছাড়া ​​​​​​​কবিরা ​​​​​​​টেকনোক্রাট ​​​​​​​দের ​​​​​​​মত ​​​​​​​সরকারের ​​​​​​​সেটাপে ​​​​​​​অত ​​​​​​​জড়িত ​​​​​​​থাকে ​​​​​​​কিনা ​​​​​​​আমি ​​​​​​​নিশ্চিত ​​​​​​​না। ​​​​​​​মানে ​​​​​​​ধরেন একটা ​​​​​​​জেলার ​​​​​​​এস ​​​​​​​পি ​​​​​​​জয় ​​​​​​​গোস্বামি ​​​​​​​কে ​​​​​​​জিগ্যেস ​​​​​​​করে ​​​​​​​থানায় ​​​​​​​বিরোধী ক্যালাবে, ​​​​​​​এটা ​​​​​​​প্র‌্যাকটিকালি ​​​​​​​বলা ​​​​​​​কঠিন। 

    হ্যা একটা ​​​​​​​গোল ​​​​​​​মত ​​​​​​​সমালোচনা ​​​​​​​করা ​​​​​​​যেতে ​​​​​​​পারে, ​​​​​​​কিন্তু ​​​​​​​রাজনৈতিক ​​​​​​​নেতাদের ​​​​​​​কে ​​​​​​​আক্রমণ ​​​​​​​করাই ​​​​​​​ভালো, ​​​​​​​কবিদের ​​​​​​​না ​​​​​​​করে। ​​​​​​​সাংবিধানিক ​​​​​​​আকাউন্টেবিলিটি ​​​​​​​বুরোক্রাট ​​​​​​​আর পদাধিকারি ​​​​​​​রাজনৈতিক নেতাদের ​​​​​​​আছে। ​​​​​​একটা ইন্ডি ​​​​​​​পাবলিকেশনের ​​​​​​কাজ ​​​​​​​আমার ​​​​​​​বোর ​​​​​​​লাগতে ​​​​​​​পারে, ​​​​​​​নানা ​​​​​​​বিধ ​​​​​​​কারণে ​​​​​​​আমার ​​​​​​​কর্মকর্তা ​​​​​​​দের ​​​​​​​সঙ্গে ​​​​​​​যোগাযোগ ​​​​​​​রাখতে ​​​​​​​ইছে ​​​​​​​না করতে ​​​​​​​পারে, ​​​​​​​কিন্তু ​​​​​​​রাজনূইতিক ​​​​​​​সন্ত্রাসের ​​​​​​​দায় ​​​​​​​রাজনৈতিক ​​​​​​​নেতৃত্তএর। ​​​​​​​কবি ​​​​​​​বা ​​​​​​​ইন্ডি ​​​​​​​পাব্লিশার er না। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৩ জুলাই ২০২৩ ১৯:৫৭515586
  • ঘনাদা নেট দুনিয়ায় একসময় খুবই পরিচিত ছিলেন। ঘনাদা অবশ্যই আসল নাম না। আসল নাম রামকৃষ্ণ। পদবীটা এতরকম লিখতেন, অবশ্যই কারণ সহ, যে আমি ঘেঁটে ফেলেছি। সান্যাল বা ভট্টাচার্য। দুরকমই লিখতেন। দুটো যোগ করেও লিখেছেন। বয়স হয়েছিল। মারা গেলেন কাল।
  • :|: | 174.25.***.*** | ১৩ জুলাই ২০২৩ ১৯:৪৩515585
  • ১৩ জুলাই ২০২৩ ১৭:৪৫-এর খবরটার মানে কী? 
    তবে অনাহারে থাকার চেয়ে নিরামিষ খাওয়া গোটাগুটি একশো শতাংশই ভালো।  
  • ক্যাক্যা ছিছি | 185.22.***.*** | ১৩ জুলাই ২০২৩ ১৮:৫২515584
  • চার সন্তানের হাত ধরে পাকিস্তানে রাজমিস্ত্রি স্বামীকে ছেড়ে তরুণ প্রেমিকের জন্য ভারতে অনুপ্রবেশ করেছিলেন পাক গৃহবধূ সীমা। জানাজানি হতে পুলিশের হাতে গ্রেফতারও হন। জেল থেকে বেরনোর পর থেকে তিনি সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছেন। জেল থেকে বেরিয়েই সীমা জানিয়েছিলেন, তিনি আর পাকিস্তানে ফিরতে চান না। প্রেমিককে বিয়ে করে থেকে যেতে চান ভারতেই। নিজেকে ইতিমধ্যে ভারতীয় বলেও দাবি করে বসেছেন সীমা। তাঁর দাবি, অন্তর থেকে তিনি ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলেছেন। শচীনের পরিবারের কথা ভেবে নিরামিষ খেতেও শুরু করেছেন তিনি। পাক বধূ জানিয়েছেন, তিনি প্রেমিকের সঙ্গে ভারতে নতুন করে সংসার পাততে চান।
  • :( | 2405:8100:8000:5ca1::32:***:*** | ১৩ জুলাই ২০২৩ ১৭:৪৫515583
  • ঘনাদা মারা গেলেন।
  • চটিমাসি | 2405:8100:8000:5ca1::a0:***:*** | ১৩ জুলাই ২০২৩ ০৯:৪৪515581
  • আরে ভাই, এত কথা না বলে লেখ না, তৃণমূলের দুর্নীতি নিয়ে দু প্যারা লেখ না ভাই, বা বিজেপিকে সমর্থন করে বেশ পয়েন্ট দিয়ে যুক্তি দিয়ে লেখ ভাই।  অন্য কে কি লিখছে, কে কার চটি চাটছে, কারা মাথায় কতটা মস্তিষ্ক আছে অতশত না ভেবে, দিনরাত লোকের পিছনে কাঠি করে এত এনার্জি খরচা না করে, গুছিয়ে লেখ না রে ভাই, লিখে ফ্যাল, লিখে ফ্যাল, পারবি, চেষ্টা কর, হবে। 
  • T | 223.19.***.*** | ১৩ জুলাই ২০২৩ ০৯:৪০515580
  • আচ্ছা সৈকতদা, মিত্তির মশাইয়ের চিঠিপত্র আর কিছু পেলে? :)
  • Amit | 163.116.***.*** | ১৩ জুলাই ২০২৩ ০৯:১৯515579
  • স্বাভাবিক। যার যেটা কম থাকে সেগুলো নিয়ে বেশি কনসিডার না করাই ভালো। জীবনে আনন্দ থাকে। 
     
    :) :) 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৩ জুলাই ২০২৩ ০৮:৪৪515578
  • না ঘাট হয়েছে। আপনি সারাক্ষণ যেকোনো বিষয়ে পিসি, হোআ ফরোয়ার্ড, ইউএফও, যা নিয়ে খুশি বক্তব্য রাখুন। 
     
    মস্তিষ্কের ব্যাপারটা আমি কনসিডার করিনি। খুবই দুঃখিত।
  • Amit | 163.116.***.*** | ১৩ জুলাই ২০২৩ ০৮:৩৫515577
  • হ্যা নিশ্চয়। একদম ঠিক ​​​​​​​আছি। ​​​​​​​বরং ​​​​​​​পিসির ​​​​​​​নাম ​​​​​​​উঠলেই ​​​​​​​আপনি ​​​​​​​যেমন ​​​​​​​লম্ফোঝম্প ​​​​​​​জুড়ছেন ​​​​​​​তাতে ​​​​​​​মনে ​​​​​​​হচ্ছে ​​​​​​​আপনার ​​​​​​​সক্কলের আগে ​​​​​​​ঠিক ​​​​​​​হওয়া ​​​​​​​দরকার। :) :) 
     
     
    অবশ্য এই রোগটা আজকাল বিরল নয়। অল ইন্ডিয়া টিভি চ্যানেল গুলোতে তিনুদের প্যানেলিস্ট গুলো র একদম এই অবস্থাই হয়। সাবজেক্ট এ না ঢুকে শুধু চেল্লাতে থাকে। কে জানে - কোনো পিসিভিড ভাইরাস কি না। 
     
    :) :) 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৩ জুলাই ২০২৩ ০৮:২১515576
  • ওহো হ্যাঁ, তোমার অবদান মিস হয়ে গেছে। সরি। আমি আসলে পাইয়ের সঙ্গেই ডিল করছিলাম তো। ওইটাই মাথায় থেকে গেছে।
  • | ১৩ জুলাই ২০২৩ ০৮:১৮515575
  • ইকিরে পরের ISBN  অ্যাকাউন্টটা তো আমি চেষ্টা করে বানিয়ে দিলাম হুতো গুরুর ডকু দিল।   আগেরটাকেও  ব্লক করানো হয়েছিল সম্ভবত। পাই অ্যাপ্লিকেশান পরে ফলো আপ করেছিল।  যাকে ধরেছিলাম তাকে আমি আর পাই দুদিক থেকে ফলো আপ করেছিলাম কারণ সুকির বইটা আটকে ছিল। 
  • aranya | 2601:84:4600:5410:d85f:ebdd:4993:***:*** | ১৩ জুলাই ২০২৩ ০৮:১০515574
  • হ্যাঁ, আইবিএন এপিসোড মনে আছে। 'ইহা পয়সা বোলতা হ্যায় ' - সেই উক্তি মনে আছে। টাকা খাওয়ার অভিযোগ আসে। অথচ কত কষ্ট করে ব্যক্তিগত অনুদানে (দত্তক ইঃ ) গুরুর বই প্রকাশ হয়, তা এরা সবাই জানেন 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৩ জুলাই ২০২৩ ০৮:০৫515573
  • অরণ্যদা, ট্রোল তো তাও একরকম। এরা তো অনৈতিক কাজকর্ম করে। বেশিদূরে যেতে হবেনা। আমাদের শমীক মুকুজ্যে। সে সিপিএম-সমর্থক হয়েই হঠাৎ এই রোগে আক্রান্ত হয়ে পড়ল। বিপ্লবী স্লোগান দিতে শুরু করল। সে ভালো কথা। গুরুকে শ্রেণীশত্রু ঠাওরালো। সেও ভালো কথা। ব্যক্তিগত সিদ্ধান্ত। এবার হল কি, গুরুর যে আইএসবিএন অ্যাকাউন্ট, বইয়ের জন্য যেটা ভারত সরকারের কাছ থেকে অনেক কাঠখড় পুড়িয়ে খুলতে হয়, তার আইডি পাসওয়ার্ড শমীকের কাছে ছিল। সে দিল সেটা বদলে। এবং চাইতে বলল, ফেরত দেবনা। বলে বুক ফুলিয়ে ঘুরতে লাগল, যেন সেটা ওরই সম্পত্তি। 

    এবার, পাসওয়ার্ড চুরিকে থিয়োরিটিকালি চুরি বলে কিনা জানিনা। কিন্তু আমার কাছে ওটা চুরিরই সমতূল্য। অনৈতিক কর্ম তো বটেই। অ্যাকাউন্টটা কোথাও বেচেছে কিনা জানা নেই। কিছুই বিশ্বাস নেই। কিন্তু সারাদিন দুনিয়ার লোককে চোর-চোর বলে যাচ্ছে। শমীক সিপিএমের সদস্য না। কিন্তু যারা জেনে-শুনেও তোল্লাই দিয়ে যাচ্ছেন, তাঁরা সবাই পরিচিত মুখ। কেউ আগুনখোর কর্মী, কেউ নেতাদের ঘনিষ্ঠ। এঁরা চোর-চোর বলে চিল্লালে, এমনকি সেটা সত্যি হলেও, কেন লোকে বিশ্বাস করবে কে জানে। পুরোটাই তো বিদ্বেষের কারবার মনে হবে। তা, এঁদের লেখা-জোখা ওইজন্যই কেউ পড়েওনা বিশেষ, নিজেরাই গজরান, নিজেদেরই ক্যাথারসিস হয়। নাম-ধাম দিয়ে আমিও লিখিনা, মায়া করে, কী হবে এই দুর্দিনের বাজারে সিপিএমকে অস্বস্তিতে ফেলে। আবার কাঠখড় পুড়িয়ে আরেকটা অ্যাকাউন্ট বানাতে হয়েছে। পুরো চাপটাই পাইয়ের গেছে। সেও করে ফেলা গেছে।

    কিন্তু আমি চেপে রেখে কী করব। এই যে লোকগুলি, এদের হাবভাব দেখলে এমনিই তো লোকে পালায়। "প্রতিটি কর্মীপিছু পাঁচজন ভোটার হারান" বিজ্ঞাপন লেখা পুরো মুখের উপর। 
  • মদনা | 2409:4065:e95:347e:1c7e:cfff:fe6b:***:*** | ১৩ জুলাই ২০২৩ ০৮:০২515571
  • এই অমিতচাড্ডী যত লেখে তত নিজের বোকামি জাহির করে। নিহেকেই আবার নিজের বোকা বোকা রসিকতায় স্মাইলি দিতে হয়, পাছে কেউ না বোঝে!   এতো তুমুল বাম বিরোধীও,  অবশ্য শিবুটিবুদের মত নেট সিপিএম দের তাতে আর কি আসে যায়।
  • Amit | 163.116.***.*** | ১৩ জুলাই ২০২৩ ০৭:৫০515570
  • কারোর কথায় আপনার গেলো এলো কিনা সেটা তো আপনার সমস্যা। এতো নাক ঘুরিয়ে থামতে বলার আকুলতা কেন ? আমিও টাইম পাস্ করছি। সেটার হিসেব তো আপনার আদৌ দরকার বলে মনে হয়না। আপনি আপনার ​​​​​​​পিসির ​​​​​​​গুনগান ​​​​​​​গান ​​​​​​​না ​​​​​​​আপনার ​​​​​​​মতো।​​​​​​​
     
    :) :) 
  • aranya | 2601:84:4600:5410:d85f:ebdd:4993:***:*** | ১৩ জুলাই ২০২৩ ০৭:৪৭515569
  • 'ওজনহীন পরিচিত কোনো বিজেপিবিরোধী লোক' - এই বিভাগে ​​​​​​​আমি পড়ব :-)
     
    এই পঞ্চায়েত নির্বাচনের আগে অব্দি আমার স্ট্যান্ড ছিল তৃণমূলের বিরুদ্ধে কিছু বললে বিজেপি-র সুবিধা হয়, কিন্তু তাও তৃণমূলের দুর্নীতি, সন্ত্রাস এসব নিয়ে সোচ্চার হওয়া প্রয়োজন 
     
    এখন মনে হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে কিছু বললে বাম, কংগ্রেসেরও সুবিধা হতে পারে 
     
    তবে আমার ওজন এতই কম যে আমি কি ভাবি বা বলি তা আদৌ কাউন্ট করে না :-)
  • aranya | 2601:84:4600:5410:d85f:ebdd:4993:***:*** | ১৩ জুলাই ২০২৩ ০৭:৪০515568
  • বুঝলাম। 'উনি কেন দুঃখ পেয়েছেন, মুন্ডু চাননি' - এটা ভাল :-)
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৩ জুলাই ২০২৩ ০৭:৩৩515567
  • অরণ্যদা, আমি যা জানতে চেয়েছি, তা সহজ। তৃণমূলের বিরুদ্ধে বললে, "এতে বিজেপির সুবিধে হয়ে যাবে", - ওজনদার কোনো নোভোট্টু নেতা, পরিচিত কোনো নোভোট্টু কর্মী বা সমর্থক, ওজনহীন পরিচিত কোনো বিজেপিবিরোধী লোক, যেমন আমি, এরকম কেউ কখনও বলেছেন কিনা? বললে কে? এইটা জিগাতেই তো গোঁসা হয়ে গেল, কারণ, এরকম পাওয়া ভারি শক্ত। 

    উল্টোদিকে আমি ওজনদার উদাহরণই দিতে পারি। একাধিক। নোভোট্টুবিজেপি যেদিন লঞ্চ হল, বিজেপির-বিরুদ্ধে-লড়ছি ছাড়া একটি স্টেটমেন্টও তারা দেয়নি, সেদিনই সুজন চক্কোত্তি বললেন, "এটা তো তৃণমূলের উদ্যোগ", বা "তৃণমূলের সুবিধে করে দেওয়া হবে"। একদম হুবহু মনে নেই, তবে এইরকমই। দলে সলে সমর্থক তারপর নেমে পড়লেন এবং অবশেষে একুশ সালে শূন্য হলেন। 

    তারপর, যেদিন জয় গোস্বামীর বগটুই নিয়ে লেখা বই বেরোলো, সে তো এমনকি বিজেপি-বিরোধীও না তৃণমূলের বিপক্ষে। দলে-দলে সমর্থকরা ট্রোলে নেমে পড়লেন। কী? সে নানা দাবী। না, কবিতায় তৃণমূলের নাম নেই কেন, উনি কেন দুঃখ পেয়েছেন, মুন্ডু চাননি। এটাও হুবহু না, তবে এইরকমই। শেষমেশ মহম্মদ সেলিমকে ইন্টারভিউ দিতে হল, যে এটা সিপিএমের অবস্থান না।

    আর ছোটো স্কেলে? চাইলেই নামধাম সমেত দিয়ে দেব। এই তো কালকেই দেখলেন, যোগ চিহ্ন নিক নিয়ে একজন এসে দাবী করলেন, পকাবুদের ফেবুতে খুব ট্রোল করা হয়। তা, ওঁরা চেষ্টা করেন তো। কিন্তু সেটা এখন নিজেদের মধ্যে এসে দাঁড়িয়েছে, রিচ বলে কিসু নাই আর। ২০০৭ এ যেরকম ক্যাম্পেন হয়েছিল, সত্যিই যদি আরেকবার সেটা শুরু করার অ্যাজেন্ডা থাকত, আমার বা অন্য কারো, তাহলে কী যে করতেন কে জানে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত