এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:1cd0:4a10:f542:29e7:ccb9:***:*** | ১২ অক্টোবর ২০২২ ১২:০৩510933
  • বোঝ কান্ড! এলসিএমদাও স্পেসি ব্যবহার করছেন? এদিকে আমিও বিটেলগিউসের এক বাসিন্দাকে কদিন আগে বললাম আমাদের কাজে স্পেসি ব্যবহার করতে। পৃথিবী সত্যিই গোল! 
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১১:৫৭510932
  • আমরা এই জিনিসটা ইউজ করছি বছর খানেক হল, এনএলপি-র জন্য। ওপেন সোর্স, ইয়ানে কি ফ্রি, এটা আর এক মহামতি ফেসবুক, থুরি, মেটা-র মহান দান।
    https://spacy.io/

    তারপরে, আর এক ফ্রি জিনিস -
    https://www.elastic.co/guide/en/machine-learning/current/machine-learning-intro.html

    কোড না লিখে। লোকে বলে - লো কোড, আমরা চাইছি নো কোড। 
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১১:৪৮510931
  • রসগোল্লা কেন, রাজভোগ। ইয়াম্মি।
  • dc | 2401:4900:1cd0:4a10:f542:29e7:ccb9:***:*** | ১২ অক্টোবর ২০২২ ১১:৪৬510930
  • এলসিএমদা, তাই দেখছি। তবে শুধু আইবিএম কেন, মাইক্রোসফট থেকে অ্যামাজন হয়ে গুগল, সব্বাই এ আই নাম দিয়ে বড়ো ছোট রসোগোল্লা বেচছে laugh
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১১:৩৬510929
  • না ঠিক লাইনের লোক নই। তবে আপিসের কিছু কাজে দু একটা টুল হয়ত ইউজ হয়েছে। যেমন, এনএলপি। কিন্তু মেইনলি এন্ড ইউজার, লোকজন যেমন শুনি ফটাফট নিজেরাই নিজেদের মডেল লিখে ফেলেন, আমরা তা নই, আমরা বিভিন্ন মহামতিদের তৈরি মডেল মাঝেমধ্যে চালিয়ে দিই। কি সব কেরামতি করে, তার আউটপুট বুঝতে দম বেরিয়ে যায়। তব এসব না করলেও মাইনে জমা পড়ে, মানে এখনও পড়ছে। এইসব আর কি।
  • যোষিতা | 194.56.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১১:০৪510928
  • লসাগু কি সরাসরি এই লাইনের লোক? এখানে এই লাইনের কে কে আছে, মানে থিয়োরি নয়, ইন্ডাস্ট্রিতে? তাহলে দুটো কথা ছিল।
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১১:০১510927
  • মানে ঐ একই ব্যাপার, ক্ষার আর ক্ষারকের মতন, সব মেশিন লার্নিং এআই, কিন্তু সব এআই মেশিন লার্নিং নয়।
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১১:০০510926
  • ওহে ডিসি,
    শুধু মহামতি ওরাকেল সাহেব নন, মহান হস্তী আইবিএম, মানে অরবিন্দোবাবুরা কি বলছেন দেখো, ছবি দেখো, বড় গোল্লার মধ্যে ছোট গোল্লা -
  • dc | 2401:4900:1cd0:4a10:f542:29e7:ccb9:***:*** | ১২ অক্টোবর ২০২২ ০৯:৫৪510925
  • আপাতত শুনুন এক গুচ্ছ ভালোবাসা, আমি যাই কাজে :-)
     
  • dc | 2401:4900:1cd0:4a10:f542:29e7:ccb9:***:*** | ১২ অক্টোবর ২০২২ ০৯:৪৭510924
  • গোডেল, এশার, বাখ, হফস্ট্যাডটার, আর পেনরোজ - এই পাঁচ মহামতিকে নিয়ে কখনো সময় পেলে বড়ো করে লিখবো। কিন্তু রিটায়ার করার আগে সময় পাবো বলে মনে হয় না :-(
  • dc | 2401:4900:1cd0:4a10:f542:29e7:ccb9:***:*** | ১২ অক্টোবর ২০২২ ০৯:৪৪510923
  • ডিপ লার্নিং নিয়ে দেখছি কয়েকটা ভালো পোস্ট হয়েছে। a কে ধন্যবাদ ভালো ভালো প্রশ্ন করার জন্য, আর হজবরল কে ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য :-)
     
    " আমার আপত্তি ছিল ডিসিবাবুর ডিপ লার্নিন আর নিউরাল নেটোর্ককে একই  লাইনে আলাদা ভাবে দেখানোর" - a, আমি আসলে বোঝাতে চেয়েছিলাম আজকাল এই টার্মগুলো বেশীর ভাগ সময়ে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হচ্ছে, আর বেশীর ভাগ সময়ে লোকজন মানে না বুঝে ব্যবহার করছে। একদম ভেতরে বেসিয়ান মডেলিং, তার ওপর আরও কিছু স্ট্যাটিসটিকাল টুল আর ডেটা মডেলিং টুল চাপিয়ে সেটাকে নানারকম নাম দেওয়া হচ্ছে, যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি। আর মহামতি ল্যারি এলিসন ও আরও অন্যান্য মহামতিরা সেটাকে বাজারে বেচছেন এ আই নাম দিয়ে। (মহামতিও ল্যারি এলিসন এর আগে অবশ্য ক্লাউড নিয়েও এরকম বাণী দিয়েছেন) 
     
    সময় পেলে একটা টই খুলে লেখা যেত, কিন্তু এখন কয়েক মাস কাজের চাপে চিঁড়েচ্যাপ্টা হয়ে থাকবো :-( তবে চট করে লিখে দি, ইনটেলিজেন্স বিষয়ে আরেক মহামতি, ডগলাস হফস্ট্যাডটার, বেশ কিছু আলোচনা করেছেন ওনার গোডেল, এশার, বাখ বইতে। ইনটেলিজেন্স এর একটা বড়ো লক্ষন হলো অ্যাবস্ট্রাকশান আর সিন্থেসিস, যার মাধ্যমে নতুন কনসেপ্ট আবিষ্কার হয় বা তৈরি হয়। যার একটা চমতকার উদাহরন হলো ওই রবার্ট প্ল্যান্টের গানের লিরিক। গানের লাইনগুলোর মধ্যে যে লেয়ারিং, ভেগনেস, অ্যাম্বিগুইটি, রিচনেস, ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি ইত্যাদি আছে সেটা হলো ইনটেলিজেন্স। আর, "হোয়েন শি গেটস দেয়ার শি নোজ, ইফ দ্য স্টোর্স আর অল ক্লোজড" শুনে যখন একটা দোকানের ছবি আঁকে, সেটা হলো মেশিন লার্নিং :-)
     
     
  • syandi | 81.109.***.*** | ১২ অক্টোবর ২০২২ ০১:১০510922
  •  
    • kc | 188.71.209.83 | ১০ অক্টোবর ২০২২ ০৬:৪২510874
    • স্যান্ডি, ১০ অক্টোবর ২০২২ ০০:২৭, আমারতো যোগকোষের মতন লাগছে।
     
     
    কেসি কে ধন্যবাদ
  • হিজি বিজ বিজ | ১২ অক্টোবর ২০২২ ০০:৩৩510920
  • উরিশ্লা , এবার কানাডা কুমার ইতিহাস -পুরাণে ছড়িয়ে ছাপ্পান্ন করবে আর আমরা চোখে কচ্লে দেখবো।  
  • ওদিকে | 185.22.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১৭:৪৪510919
  • হজবরল | 109.7.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১৭:২০510918
  • রিইন্ফোর্সমেন্ট লার্নিং জিনিসটা বেশ মজার। এখানে একটা রিওয়ার্ড/পানিশমেন্ট ব্যাপার থাকে। মানে ঠিকঠাক প্রেডিক্ট করলে মেশিন একটা প্রাইজ পায়। সেজন্য রুল বেসড সিস্টেমগুলোর বদলে কম্পিউটার গেমগুলোয় ধীরে ধীরে এই জিনিসটা আসছে। দাবায় যেমন একটা ভুল চাল দিলে আপনার ঘোড়াটা অপোনেন্ট খেয়ে নেবে , সেটা থেকে প্রোগ্রামটা শিখবে যে এই ভুলটা আর করা যাবেনা।
     
    আলেক্সা যদি ভুল করে তাহলে আমরা হাসাহাসি করি কিন্তু আলেক্সা সেটা বোঝে না, তার জায়গায় একটা রিইনফোর্সড আলেক্সা থাকলে অপমান বোধ করত :-)
  • হজবরল | 51.195.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১৭:০১510917
  • এনএলপি ডিপ লার্নিংয়ের ভেতরেও একটা ছোট সাবসেট যেটা শুধু ভাষা থেকে শেখে আর আউটপুট দেয় যেমন কাস্টমার কেয়ার চ্যাটবট গুলো 
  • যোষিতা | 194.56.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১৫:৫৩510916
  • এনএলপি নিয়ে কথা হবে না?
  • a | 203.22.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১৫:২৮510915
  •  
    ইন্টেলিজেন্সের ডেফিনিশন সত্যি নানা ​​​​​​​প্রকারের ​​​​​​​হয়, ​​​​​​​আর ​​​​​​​সবগুলোরই ​​​​​​​কিছু ​​​​​​​কিছু ​​​​​​​সমস্যা ​​​​​​​আছে। 
    তবে ​​​​​​​জেনেরাল ​​​​​​​ইন্টেলিজেন্সের ​​​​​​​বিষয়্টা ​​​​​​​আমি ​​​​​​​যা ​​​​​​​বুঝি ​​​​​​​সেটা ​​​​​​​হলঃ যে রান্না করে সে কেশবিলাসীনিও হয়। এইখানেই বর্তমান এআই আটকে গেছে - মানে রান্না করার এআই চুলের বিষয়ে কিসুই জানে না। এই জেনেরাল ইন্টেলিজেন্স ব্যাপারটা একটু বেশিই ঝামেলার। রিইন্ফোর্সমেন্ট লার্নিন দিয়ে শুনছি চেষ্টা চরিত্র চলছে, এখানকার অনেক পন্ডিত লোক এবিষয়ে ভাল বলতে পারবেন। 
    ডিপ লার্নিন মোটামুটি নতুন বোতলে পুরানো মদ্য, মাল্টি লেয়ার পার্সেপট্রন --> নৌরাল নেটোয়ার্ক ---> অধুনা ডিপ লার্নিন। তবে বহু নতুন নতুন ফিল্ডে এর ব্যাবহার হচ্ছে এইটা সত্যি নতুন। আমার আপত্তি ছিল ডিসিবাবুর ডিপ লার্নিন আর নিউরাল নেটোর্ককে একই  লাইনে আলাদা ভাবে দেখানোর। 
     
    অবশ্যই এটা আমার বিষয় নয়। সবই পল্লবগ্রাহীতার ফল। অধিকারী (নানা শান্তিকুন্জের nay) রা কেউ একটু বড় করে লিখলে জমে যাবে 
     
  • হজবরল | 185.22.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১৪:৫৪510914
  • ১২:৩১
    ডিপ লার্নিং মানে যে প্রব্লেমগুলো unstructred data  যেমন ছবি , মানুষের গলার আওয়াজ এসবকে দেখে আপাত জটিল ম্যানুয়াল প্রসেস অটোমেট করতে চায় । যেমন একটা ছবি দেখে বলে দেওয়া সেটা কুকুর না বেড়ালের ছবি বা  আলেক্সা বা  সেলফ ড্রাইভিং কার। 
     
    নিউরাল নেট মানে একটা স্ট্রাকচার্ড মেকানিসম যেটা কিছু স্পেসিফিক আলগো আর হাইপারপ্যারামিটার (যেমন কটা লেয়ার থাকবে) এসব ব্যবহার করে একটা ডিপ লার্নিং প্রব্লেমকে সলভ করার চেষ্টা করে। 
     
    ডিপ ড্রিম বা ড্যালি জাতীয় প্রোগ্রামগুলোকে বুঝিয়ে বলে দিতে হয় যে ছবির বিষয় কি , কোন ঘরানায় আঁকতে হবে এসব, তবে তারা ঐসব ঘরানার ছবি থেকে শিখে তাদেরকে ইমিটেট করবে। শেখার ব্যাপারটা আছে বলে ব্যাপারটাকে a machine is learning বলা যায়। 
     
     
  • lcm | ১১ অক্টোবর ২০২২ ১২:৪৬510913
  • Turing did not explicitly state that the Turing test could be used as a measure of "intelligence", or any other human quality. He wanted to provide a clear and understandable alternative to the word "think", which he could then use to reply to criticisms of the possibility of "thinking machines" and to suggest ways that research might move forward. Numerous experts in the field, including cognitive scientist Gary Marcus, insist that the Turing test only shows how easy it is to fool humans and is not an indication of machine intelligence.

    Nevertheless, the Turing test has been proposed as a measure of a machine's "ability to think" or its "intelligence". This proposal has received criticism from both philosophers and computer scientists. 
  • lcm | ১১ অক্টোবর ২০২২ ১২:৪২510912
  • আর টুরিং টেস্ট - এআই এর মহান গুরুদেব আর এক মহামতি মার্ভিন মিনস্কি তো বলেই দিয়েছেন -
    Marvin Minsky on AI: The Turing Test is a Joke!
  • lcm | ১১ অক্টোবর ২০২২ ১২:৩৯510911
  • ইন্টেলিজেন্স ইজ এ রিলেটিভ টার্ম। এটা কোনো ডিফাইন্ড কিছু নয়। 
    পাথর ঘষে আগুন জ্বালানো বা চাকা ঘোরানো এক সময় ইন্টেলিজেন্ট ব্যাপার ছিল।
  • a | 203.22.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১২:৩৩510910
  • ঐ জেনেরাল ইন্টালিজেন্সে এসে ঠেকে গেছে। লার্নিন তো করছে, ইন্টালিজেন্ট হচ্ছে না  
  • a | 203.22.***.*** | ১১ অক্টোবর ২০২২ ১২:৩১510909
  • দুটি কোশ্ন 
    ১। ডিপ লার্নিন আর নিউরাল নেটোয়ার্কের ভিতর তফাত কি? 
     
    ২। এই ডিপ ড্রিম বা ড্যালি জাতীয় প্রোগ্রামগুলো কি সেস্ন্সে মেশিন লার্নিন এর ভিতর পড়ছে? 
  • dc | 2401:4900:1f2b:5ada:68dd:895e:a0d9:***:*** | ১১ অক্টোবর ২০২২ ১২:২৪510908
  • এনসাইক্লো ব্রিটঃ 
     
    At the present time even an embodied system displaying the overall intelligence of a cockroach is proving elusive, let alone a system that can rival a human being. The difficulty of scaling up AI’s modest achievements cannot be overstated. Five decades of research in symbolic AI have failed to produce any firm evidence that a symbol system can manifest human levels of general intelligence; connectionists are unable to model the nervous systems of even the simplest invertebrates; and critics of nouvelle AI regard as simply mystical the view that high-level behaviours involving language understanding, planning, and reasoning will somehow emerge from the interaction of basic behaviours such as obstacle avoidance, gaze control, and object manipulation.
     
  • dc | 2401:4900:1f2b:5ada:68dd:895e:a0d9:***:*** | ১১ অক্টোবর ২০২২ ১২:২০510907
  • ভাগ্যক্রমে, ব্রিটানিকার এ আই ডেফিনিশান দেখছি এখনও পাল্টায়নি, ভাগ্যিস মহামতি ল্যারি এলিসন এখনও অবধি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কিনে ফেলার কথা ভাবেনি laugh
     
    ব্রিটানিকায় দেখছি এও লেখা আছে যে এখনও অবধি কোন "এ আই" টুরিং টেস্ট পাশ করতে পারেনি, ফলে ফুল লোবনার প্রাইজও এখনও কেউ পায়নি। 
  • dc | 2401:4900:1f2b:5ada:68dd:895e:a0d9:***:*** | ১১ অক্টোবর ২০২২ ১১:৫৪510906
  • সব মেশিন লার্নিং নাকি এ আই! এই না হলে মহামতি? laugh
  • lcm | ১১ অক্টোবর ২০২২ ১০:৪৭510905
  • ধুস, সবই এআই। যা কিছুই মেশিন নিজে নিজে করতে পারে সে সব এআই। যেমন গম পেষা মেশিন। মেশিনে গমের দানা ঢেলে দিলে গুঁড়ো আটা নিজে থেকেই বেরিয়ে আসে। 
     
    মহামতি ল্যারি এলিসন এর Oracle এর সাইটে বলছে - 
     
    AI has become a catchall term for applications that perform complex tasks that once required human input such as communicating with customers online or playing chess. The term is often used interchangeably with its subfields, which include machine learning and deep learning. There are differences, however. For example, machine learning is focused on building systems that learn or improve their performance based on the data they consume. It’s important to note that although all machine learning is AI, not all AI is machine learning.
     
  • dc | 2401:4900:1f2b:5ada:68dd:895e:a0d9:***:*** | ১১ অক্টোবর ২০২২ ১০:১৫510904
  • কথা হলো, এগুলোর কোনটাই "এ আই" নয়। এগুলো সবই নানারক্ম ডিপ লার্নিং, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কিং ইত্যাদি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স আমরা এখনও বানাতে পারিনি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত