এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪৭510181
  • আমার ট্রাবলড ব্লাডের গল্পের বাঁধুনি বেটার লেগেছিল। এটায় একটু দুর্বল। অবাস্তব লাগে নি একেবারেই। এই অনলাইন ট্রোলিং হেট মেসেজ, আল্ট্রা রাইট গ্রুপেদের আক্রমণ ইত্যাদি ঘোর বাস্তব। আরো যারা আমার মত এইগুলোর টার্গেট হয়েছে,  এই অনলাইনে করা মন্তব্যের জন্য স্বনামে বা  বেনামে ধেয়ে এসে অকথ্য গালিগালাজ, বাপ মা তুলে গালি , ইমেলে হুমকি এইগুলো  খুবই বাস্তব। অনলাইন থেকে লোকেশান বের করে গিয়ে খুন করে আসাও খুবই বাস্তব। এই থ্রেট, ​​​​​​​অ্যাবিউজ, ​​​​​​​ভায়োলেন্স ​​​​​​​এগুলো ​​​​​​​এত ​​​​​​​ঘোর ​​​​​​​বাস্তব ​​​​​​​যে ​​​​​​​ রিয়াল ​​​​​​​লাইফের ​​​​​​​চরিত্রগুলোকে ​​​​​​​মনে ​​​​​​​পড়িয়ে ​​​​​​​দেয়। ​​​​​​​আমাকে ​​​​​​​যেমন ​​​​​​​গুরুর খিস্তিপাবলোকগুলোকে ​​​​​​​মনে ​​​​​​​পড়িয়েছে ​​​​​​​পদে ​​​​​​​পদে। 
     
    আমারও ঐ প্রচুর ইনফো চোখের সামনেই ছড়িয়ে রয়েছে কিন্তু ঠিক টুকরোটা তুলে নেওয়া যাচ্ছে না সহজে এই ব্যপারটা খুবই ভাল লাগে। এছাড়াও ​​​​​​​ফিজিকালি ​​​​​​​চ্যালেন্জড ​​​​​​​স্ট্রাইক রীতিমত ​​​​​​​আরদিকে ​​​​​​​ঘুরে ​​​​​​​প্রচুর ​​​​​​​রিস্ক ​​​​​​​নিয়ে ​​​​​ সাসপেক্টদের ​​​​​​​নজরে ​​​​​​​রাখছে ​​​​​​​এইটাও ​​​​​​​খুবই ​​​​​​​ভাল ​​​​​​​লাগে। ​​​​​​​নাহলে ​​​​​​​সাধারণত ​​​​​​​গোয়েন্দারা ​​​​​​​তো ​​​​​​​অতিমানব ​​​​​​​টাইপের ​​​​​​​হন। ​​​​​​​মিস ​​​​​​​মার্পল, ​​​​​​​স্ট্রাইক ​​​​​​​এঁরা ​​​​​​​একেবারেই ​​​​​​​তা ​​​​​​​নন। ​​​​​​​ঐজন্য ​​​​​​​এঁদের ​​​​​​​খুবই ​​​​​​​পছন্দ ​​​​​​​করি। 
     
    আমার ​​​​​​​এই ​​​​​​​গল্পে এক ​​​​​​​তো ​​​​​​​গল্পটা ​​​​​​​দুর্বল। তাছাড়া ​​​​​​​অতবড় ​​​​​​​সফল ​​​​​​​একটা ​​​​​​​গেম ​​​​​​​দুজন ​​​​​​​ডেভেলপার ​​​​​​​ম্যানেজ ​​​​​​​করছে ​​​​​​​এইটা ​​​​​​​একটু ​​​​​​​বেশীই ​​​​​​​গল্প ​​​​​​​গল্প। ​​​​​​​সাধারণত ​​​​​​​পুরো ​​​​​​​টিম ​​​​​​​লাগে পুরো ​​​​​​​২৪ ​​​​​​​ঘন্টা ​​​​​​​চলা ​​​​​​​একটা ​​​​​​​গেম ​​​​​​​ম্যানেজ ​​​​​​​করতে। ​​​​​​​এখানে ​​​​​​অন্য ​মডুরা ​​​​​​​কেউ ​​​​​​​টেকি ​​​​​​​নয়।  এছাড়া ​​​​​​​ট্যুইট ​​​​​​​বা ​​​​​​​চ্যাট ​​​​​​​পাতার ​​​​​​​পর ​​​​​​​পাতা ​​​​​​​চলছে ​​​​​​​এ গুচ্ছ ​​​​​​​বোরিং। ​​​​​​​যগুলো ​​​​​​​অনলাইনে ​​​​​​​এক ​​​​​​​আঙুলের ​​​​​​​ছোঁয়ায় ​​​​​​​স্যাট ​​​​​​​করে ​​​​​​​সরে ​​​​​​​যায় ​​​​​​​সেটা ​​​​​​​পাতার ​​​​​​​পর ​​​​​​​পাতা ​​​​​​​মন ​​​​​​​দিয়ে ​​​​​​​পড়া ​​​​​​​আমার ​​​​​​​কাছে ​​​​​​​বড্ড ​​​​​​​বোরিং ​​​​​​​লেগেছে। ​​​​​​​আর ​​​​​​​স্ট্রাইক ​​​​​​​আর ​​​​​​​এলাকটের ​​​​​​​এই ​​​​​​​মিলস ​​​​​​​এন্ড ​​​​​​​বুনস ​​​​​​​টাইপ ​​​​​​​প্রেম ​​​​​​​হবে ​​​​​​​কি ​​​​​​​হবে ​​​​​​​নাটাও ​​​​​​​বড্ড ​​​​​​​বোরিং। 
  • dc | 2401:4900:1f2b:ae44:40e5:2aef:7e9:***:*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪০510180
  • ব্রতীনবাবু, গ্রাফ থিরোরি অতি খটোমটো ব্যপার। আমি দুয়েকবার পড়ে দেখতে গেছিলাম, কিন্তু ভয়ে পালিয়ে এসেছি। এই বইটা পড়ে দেখতে পারেন, গ্র‌্যাজুয়েট লেভেলের বইঃ 
     
     
    একককেও জিগ্যেস করে দেখতে পারেন, তার এ ব্যাপারে ফান্ডা আছে। তবে সে তো বেটেলেগিউসের বাসিন্দা, কখন কোথায় থাকে বলা মুশকিল। 
  • &/ | 151.14.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৩510179
  • কেকে, আছো? পুরীর রাজার রথের সিঁড়ি, রাস্তা এইসব ঝাঁট দেওয়ার গল্পটা পড়ে অ্যাজটেকদের কেটজালকোয়াটলের গল্প মনে পড়ল। তিনি যখন রাজা ছিলেন, চেহারা ছিল পালকওয়ালা মহানাগের মতন, তখন খুব নিরহঙ্কার ছিলেন। নিজেই রাস্তাঘাট ঝাঁট দিতেন যাতে বৃষ্টিদেবতারা এসে নির্বিঘ্নে বৃষ্টি করতে পারেন। (পরে তো অনেক ঝঞ্ঝাট ঝামেলা হল তিনি মানুষ-চেহারা পেয়ে যাবার পর। )
    অথচ দ্যাখো কোথায় পুরী, কোথায় অ্যাজটেক! ঃ-)
  • ইন্দ্রাণী | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৬510178
  • হ্যাঁ কেকে।
    স্ট্রাইকের ব্যক্তিগত জীবন নিয়ে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে কাহিনী- মোটামুটি সেই একই ঘটনাপ্রবাহ। সেটা ক্লান্তিকর লাগছিল। বিশেষত ট্রাবল ব্লাডে যেভাবে আনা কারেনিনার রেফারেন্স এনে শেষ হয়েছিল তাতে রোবিন আর স্ট্রাইকের সম্পর্ক নিয়ে আরো জটিলতা, ভিন্ন ঘটনাপ্রবাহ প্রত্যাশিত ছিল।
  • Bratin Das | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩০510177
  • আচ্ছা  "গ্রাফ থিয়োরি " র ওপর কোন সহজবোধ্য  নই আছ?
     
    আমাকে পড়াতে হব। এদিকে কস্মিনকালেও  উহা আমি পড়ি নাই
  • kk | 2601:448:c400:9fe0:811a:c2a1:d160:***:*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:২০510176
  • ধুত, আগেই পোস্ট হয়ে গেলো। ইন্দ্রাণীদির এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে লিখছিলাম -- "আমার সেটা ভালো লাগে ব্যক্তিগত ভাবে - একটা খুব নয়েজি ব্যাকড্রপে আসল তথ্য লুকিয়ে আছে- সামনেই আছে কিছু নয়েজ তাকে মাস্ক করে দিচ্ছে- সেখান থেকে সঠিক পাজল পিস খুঁজে বের করে মিলিয়ে দিতে হবে। এইটা ডিটেকটিভেরও কাজ, পাঠকেরও।"
  • kk | 2601:448:c400:9fe0:811a:c2a1:d160:***:*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৯510175
  • এই কথাগুলো আমারও মনে হয়েছে ইংক ব্ল্যাক হার্ট সম্বন্ধে। এই জিনিষটা আমি খুব উপভোগ করি। ওভার অল এই বইটা আমার বেশ ভালো লেগেছে। ট্রাবল্ড ব্লাডের থেকে বেটার মনে হয়েছে গল্পটা। আমার এই গল্পটা একটুও কষ্ট-্কল্পিত মনে হয়নি। ফ্যানডম, চ্যাটরুম সম্বলিত গেম, এই জিনিষগুলো খুব কাছ থেকে এক্সপেরিয়েন্স করেছি বলেই হয়তো এর বাস্তবতা নিয়ে কোনো সন্দেহ হয়নি। এতটা ভায়োলেন্ট ঘটনা না দেখলেও, এই রকম গেম থেকে ঘোর ডিস্টার্বিং ব্যাপার ঘটতে নিজের চোখেই দেখেছি। তবে প্রত্যেক গল্পেই স্ট্রাইকের রিলেশনশিপ নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি একটু বোরিং হয়ে যাচ্ছে। লেখক হয়তো ইচ্ছে করেই দেখাতে চাইছেন যে সেম প্যাটার্ন ফলো করছে। তবু আর কী।
  • Bratin Das | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:০০510174
  • কাজের  চাপে কদিন আসতে পারি নি। সব কুশল  মঙ্গল  তো? 
  • &/ | 151.14.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৫510173
  • অনেকদিন আগে নানারকম শাক, লতাপাতা ইত্যাদি বিষয়ে একটা লেখা পড়েছিলাম, এই সাইটেই। লেখাটার কী নাম কারুর কি মনে আছে?
  • &/ | 151.14.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৩510172
  • আচ্ছা, পুনর্নবা বলে কি কোনো গাছ বা লতা বা গুল্ম আছে?
  • ইন্দ্রাণী | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫৭510171
  • ইঙ্ক ব্ল্যাক হার্ট শেষ করলাম সদ্য। অন্যান্য স্ট্রাইক নভেলের মত এখানেও প্রচুর এক্স্ট্রা ইন্ফরমেশন যা কখনও কিছুটা ওভারহোয়েলমিং। বস্তুত ট্রাবলড ব্লাডেও এই অতিরিক্ত ব্যাপারটা খুব ছিল। আমার সেটা ভালো লাগে ব্যক্তিগত ভাবে - একটা খুব নয়েজি ব্যাকড্রপে আসল তথ্য লুকিয়ে আছে- সামনেই আছে কিছু নয়েজ তাকে মাস্ক করে দিচ্ছে- সেখান থেকে সঠিক পাজল পিস খুঁজে বের করে মিলিয়ে দিতে হবে। এইটা ডিটেকটিভেরও কাজ, পাঠকেরও।
    এই ধরণটা অনেকটা হোয়ার ইজ ওয়ালি র মতো লাগে আমার। উপভোগ করি চ্যালেঞ্জটা।
    এই বই ও তার ব্যতিক্রম নয়। তবে, এবার কিঞ্চিৎ দীর্ঘায়িত লাগছিল।

    পড়তে গিয়ে কটা কথা মনে হল-এই আখ্যানের বীজ সম্ভবত সম্ভবত জে কে আর এর ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। সেটা ঠিকই আছে। তবে এই বইতে একটা মেসেজ দেওয়ার ভাব রয়েছে। একদিক সেটা হয়তো প্রার্থিত - ওঁর যে বিশাল ভক্ত পাঠকগোষ্ঠী তাঁরা যদি কিছুটা সচেতন ও সাবধান হন এই আখ্যান থেকে। মেসেজে আমার ব্যক্তিগতভাবে সামান্য অস্বস্তি লাগে।
     
  • kk | 2601:448:c400:9fe0:811a:c2a1:d160:***:*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৬510170
  • অ্যান্ডর,
    হ্যাঁ, খুব ভালো গল্পগুলো। বিহার আর সিকিমটাও করে নিও। বিহার পর্বটা আমার সবচেয়ে প্রিয় ছিলো ছোটবেলায়। সিকিমের গল্পগুলো একটু ডার্ক। এই আজ ডিসি, হুতো আর ঁঞ্ছ এর দৌলতে যে এই বইগুলো পেলাম, আগে ফুটিচার সাহেব ও যদুবাবুর দৌলতে 'সমুদ্রের সন্ন্যাসিনী' পেয়েছিলাম, কোনোদিন ভাবতেই পারিনি এগুলো আবার পড়তে পাবো। কত যে ঋণ জমা হয়ে যাচ্ছে গুরুর কাছে!
  • ঞ্ছঁ | 43.239.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০২:৫০510169
  • ব্লগে লসাগু যদি কমেন্ট অফ করিয়ে দেন, তাহলে সম্ভবত অনন্তকাল ধরে পোস্ট কনটেন্ট এডিট করে চলা যাবে। যদ্দূর জানতাম কটা যেন কমেন্ট হয়ে গেলে আর ব্লগপোস্টের কনটেন্ট এডিট করা যেত না।
     
    বইয়ের মধ্যেকার বাংলা টেকস্ট খোঁজা সহজ হয়েছে এখন আর্কাইভে। তবে রেডিও বাটন বদল করে মেটাডেটা সার্চে অবশ্য ইংরিজি হরফেই খুঁজতে হয়। ফলে বানানের তারতম্যে সার্চ রেজাল্ট পাল্টায়।
    যেমন SCOERAT তে একই বইয়ের দুরকম বানানের জন্য দুটো আলাদা খন্ড চোখছাড়া হয়ে যায়। http://125.22.75.155:8080/browse?type=author&value=edited+by+Majumder%2C+Lila
     
    এখান থেকে ডাউনলোড করতে জানা আছে তো? বইয়ের ইউআরএল থেকে /view/web/viewer.html?file= এইটুকু ডিলিট করে এন্টার মারতে হবে।
     
    SCOERAT DLI ওখান থেকে আর্কাইভে তুলতে গিয়েও একই মিস করেছে 
     
    ফোকটেল জিনিসটা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা ডিপার্টমেন্ট রয়েছে গোটাগুটি। তাই একা হাতে এই ডকুমেন্টেশন করা প্রচন্ড টিডিয়াস হতে পারে। তবে জিনিসটা নামলে একটা মোটাসোটা বইয়ের কনটেন্ট হয়েই  যাবে।
     
    ধরা যাক আর্কাইভে এভাবে বইয়ের ভিতরের কনটেন্ট সার্চ করে আশাদেবীর বাংলা শিশুসাহিত্য গ্রন্থপঞ্জী থেকে 'লোককথা' 'উপকথা' 'রূপকথা' ইত্যাদি কীওয়ার্ড  সংক্রান্ত বইগুলো খুঁজে লিস্ট করে ফেলে তারপর যে কটা অনলাইনে পাওয়া গেল হাইপারলিংক করা গেল (সূচীপত্র রাখা গেলে আরো ভালো), নইলে ভবিষ্যতে যদি কারো সংগ্রহ থেকে পাওয়া যায় ও ডিজিটাইজ করা যায় সেই অপেক্ষায় শুধু এন্ট্রিটা রেখে দেওয়া গেল।
     
    ইত্যাদি।
     
    ডিসি, 
    না চেনার কী আছে?
  • &/ | 151.14.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০১:৩০510168
  • ভাগ্যিস তুমি কইলে কেকে, তাই তো পাওয়া গেল। ওড়িশার গল্প পড়লাম একটা। অতি সুন্দর। পুরীর মন্দিরের গল্পটা।
  • kk | 2601:448:c400:9fe0:811a:c2a1:d160:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২৩:২০510166
  • খাতাঞ্চী,
    বেশ, তাই করবো।
  • dc | 2401:4900:1f2a:2c48:ac40:f7bf:fa04:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২২:৫২510165
  • ঞ্ছঁ কে কেমন চেনা চেনা মনে হচ্ছে, মানে গন্ধটা খুব সন্দেহজনক আর কি। 
  • খাতাঞ্চী | 192.139.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২২:২৬510164
  • টইয়ের বদলে ব্লগ করলে গুছিয়ে রাখতে সুবিধে হবে, টই করলে মাঝখানে অন্য কমেন্ট ঢুকে গেলে একটু গোলমাল হবে।
    পরিচিত আইডি থেকে হপা অ্যাকসেস দেখতে পাচ্ছি না, একবার লগিন করলে ঐটা করে দেওয়া যাবে।
    আর অন্য কোন আইডি থেকে যদি থাকে তাহলে তো হয়েই গেল।
  • kk | 2601:448:c400:9fe0:811a:c2a1:d160:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২২:১১510163
  • আর যদি এমন কোনো গল্প থাকে যেটা আমার কোথাও শোনা বা এমন কোনো সোর্স থেকে পড়া যার ডিজিট্যাল কপি নেই, সেটা বাংলায় নিজের মত করে (ঐ রিটোল্ড আর কী) ওখানে লিখে রাখতে পারি।
  • kk | 2601:448:c400:9fe0:811a:c2a1:d160:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২২:০৬510162
  • ঞ্ছঁ ,
    এই প্রস্তাবটা তো খুবই ভালো। থ্যাংকলেস কাজ করতে আমার কোনো আপত্তি নেই। মুশকিল হলো যে আমি খুবই টেকনোলজি চ্যালেঞ্জড মানুষ। ঐ ফিল্ডে কিছুই করতে পারিনা, এবং মাথামোটা টাইপের। কাজেই কেমন ভাবে এগুলো করবো সে তো জানিনা। আপাতত একটা জিনিষ করতে পারি। একটা আলাদা টই খুলে সেখানে আমি যেখান থেকে যা পড়তে পাবো তার লিংক বা সোর্স দিয়ে রাখতে পারি। লিংকের ওপরে শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবো যে এটা কোন দেশের, বা প্রদেশের, কী ক্যাটিগরির (ফোকটেল, মাইথোলজি বা লোর বা অন্য কিছু)। এর বেশি কিছু তো আমার ক্ষমতায় এখুনি কুলোবে বলে মনে হয়না। হয়তো কোনো টেক স্যাভি সহৃদয় বন্ধু পরে এর থেকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন।
  • গন্ধটা খুব সন্দেহজনক! | 185.22.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৯510161
  • বৃহস্পতিবার দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোটিং ক্লাবের শারদোৎসবের সূচনা করে যান সল্টলেক এফডি ব্লকের পুজোর উদ্বোধন করতে। সেখানে পৌঁছেই মুখ্যমন্ত্রী হেঁটে এগোতে থাকেন মণ্ডপের দিকে। মণ্ডপে পৌঁছনোর আগেই আচমকাই মুখ্যমন্ত্রী বলেন,‘‘একটা ভ্যাটের গাড়ি দাঁড় করানো রয়েছে। কী গন্ধ!” হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী আবারও বলে ওঠেন, ‘‘হ্যাঁ! কী গন্ধ বাপরে বাপ!’’
     
  • ঞ্ছঁ | 43.239.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২১:৫১510159
  • কেকে-র জন্যে একটা অনুরোধ। যেহেতু বিভিন্ন প্রদেশের, দেশের উপকথা পড়ার আগ্রহ, যে কোনো একটা প্ল্যাটফর্মে ব্লগ পোস্ট করে বিভিন্ন ক্যাটেগরির উপকথা, দেশ, মহাদেশ, রাজ্য, প্রদেশ, জনজাতি, প্রজাতি উপজাতি ভিত্তিক - যেভাবে ক্যাটেগরাইজ করলে ভালো হবে মনে হয় - রেখে এই নেট এ পাওয়া নানান রিসোর্স হাইপারলিংক ও সূচীপত্র করে করে রাখলে একখানা লোককথা উপকথার ডেসক্রিপটিভ বিবলিওগ্রাফিক অরিজিনাল টেকস্ট-এর লাইব্রেরি হয়ে থাকে পড়তে আগ্রহী জনতার জন্য। রিসার্চে উৎসাহী ভবিষ্যতের লোকেদের জন্যেও। যে রিসোর্সে মিক্সড কনটেন্ট আছে সেখান থেকে হয়ত পাতা এক্সট্রাক্ট করে আলাদা করতে হতে পারে। অবিশ্যি থ্যাংকলেস অ্যাকটিভিটি।
     
    গুরুতে কমেন্ট অফ করে রাখলে সম্ভবত ব্লগ পোস্ট অনন্তকাল ধরে এডিট করে যাওয়া যাবে। যদিও সেটা বোধহয় LCM-এর পক্ষেই ইমপ্লিমেন্ট করা সম্ভব। আর প্যারালাল একটা টই থাকলে তা থেকে কমেন্টারদের কনট্রিবিউশন আপডেট করতে থাকা যায়।
     
    ফেবলসের ক্ষেত্রে যেমন এ কাজটা বাঙালির কাছে পঞ্চতন্ত্রে আটকে আছে। লা ফঁতেন - এর ফেবলস গুলো বাংলায় আনা যায়নি পুরোপুরি। নানা দেশে তো এমনই আরো নানান ফেবলস আছে। গুগুল ট্রান্সলেট এর মাধ্যমে যেভাবে ক্রোম এর পাতা শুদ্ধু অনুবাদ হয়ে যায়, অন্য কোনো দেশের ভাষা পড়ে প্রাথমিক ধারণা গড়ে তোলা মোটেই কঠিন নয় আর। ফলে সব ভাষার কনটেন্ট থেকেই প্রাইমারি সোর্স আর আর্কাইভড মেটেরিয়াল জট ডাউন করা কঠিন নয় আর। তাছাড়া সব দেশে সব ভাষাতেই মেটেরিয়াল আর্কাইভ করা হচ্ছে, ডিজিটাল লাইব্রেরি ওপেন অ্যাক্সেস করা হচ্ছে। শেষে খুব পছন্দের কিছু গল্পকে বাংলায় নিজেই স্টোরি রিটোল্ড করে নেওয়ার অপশন তো থাকলই। 
  • যোষিতা | ২২ সেপ্টেম্বর ২০২২ ২১:২৭510158
  • যোষিতা | ২২ সেপ্টেম্বর ২০২২ ২১:২১510157
  • kk | 2601:448:c400:9fe0:1464:1f37:2bf1:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৭510156
  • ঞ্ছঁ ,
    বাঃ, থ্যাংকিউ। হ্যাঁ, ইংরেজীতে পড়তে কোনো অসুবিধে নেই।
  • kk | 2601:448:c400:9fe0:1464:1f37:2bf1:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৬510155
  • ডিসি, হুতো, থ্যাংকিউ। হ্যাঁ, এই বইই। কি আশ্চর্য্য ব্যাপার দেখুন, আমাদের বাড়িতে চারটে পর্বই কেনা হয়েছিলো। কিন্তু কেমন করে শুধু ঐ ওড়িশা পর্বটা ছাড়া আর সবগুলো হারিয়ে গেলো। এখন বাড়িতেও ঐ পর্বটাই আছে, আর নেটেও তাই :-)
  • ঞ্ছঁ | 43.239.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৩510154
  • সিকিম SCERT তেই আছে। ওড়িশা archive এ। পাওয়া গেল না শুধু তামিলনাড়ু। 
    কেকে ইংরিজিতে পড়লে এই সিরিজটা কাজের
  • &/ | 107.77.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:৪১510152
  • চীনের ওরা এই সুযোগে যদি --- এক গুঁতো মেরে ---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত