এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 42.***.*** | ২৬ আগস্ট ২০২২ ১৮:২৪508958
  • Kc বাবু , এই ধরনের মিথ্যাচার প্রত্যাশিত নয়। গত কয়েকদিন ধরে তৃণমূলের অসংখ্য দুর্নীতি নিয়ে লেখা শেয়ার করা হয়েছে।
    বিগত বছরে তসলিমার বেশ কিছু লেখা শেয়ার করেছি।
    আর রামকৃষ্ণ-বিবেকানন্দ নিয়ে আমি কিছুই লিখিনা! বিবেকানন্দের কোনো 
    ছবি আমার প্রোফাইলে নেই! 
    আপনি কোথায় এসব তথ্য পেলেন আমি জানি না! 
    আর আমি কখনো এখানে বেনামে লিখিনি, সবসময় নিজের নামেই লিখেছি! 
    এই ধরনের মিথ্যা অভিযোগ প্রত্যাশিত নয়!
     
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০২২ ১৮:২৩508957
  • কেসিসাহেব, জি বিলকুল। ফেবুতে বহু আগে থেকেই চিনি এবং সপ্তাহখানেকের মধ্যেই ব্লক করে দিই। এখানে কী উপায়?
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০২২ ১৮:২১508956
  • ওফ, এই ভদ্রলোকের কম্প্রিহেনশনের সমস্যা আছে। কাল সম্বিৎ বসুর পুজোর টইতে আমার করা মন্তব্যের পরেও ১৭৫৭ নিয়ে নাকিকান্না থেকেই সেটা পরিষ্কার। নিজেই বলে রামমোহন পড়েনি, আবার গলা ফুলিয়ে রামমোহনের ছেরাদ্দ করার ব্যাপারে নিশ্চিন্ত হয়। নিজেই বলে সাভারকর জানা নেই, আবার এখানেই দেখছি লিখেছে তাঁর রাজনৈতিক আদর্শ কখনোই গ্রহণযোগ্য নয়। বাদ্দিন। খালি দ-দিকে গালাগাল করাটা এক্সট্রিম বাড়াবাড়ি।
     
    আচ্ছা এই যে আপনারা এত সাভারকর-সাভারকর করছেন, ছাত্রজীবনে তাঁর সম্পর্কে এক লাইনও পড়েছেন? আমি অন্তত পড়িনি। মালটা রাজনৈতিক ডিসকোর্সে গুরুত্ব পেতে শুরু করে রাজীব গান্ধী রামালালা মন্দিরের তালা খুলে দেওয়ার পর থেকে। কাজেই তাঁর রাজনৈতিক আদর্শ-ফাদর্শ নয়, বিজেপির একটা আইকন দরকার ছিল যে কি না ব্রিটিশবিরোধী আন্দোলনে জেল-ফেল খেটেছে - তাই সবেধন নীলমণি সাভারকর।
     
    শ্যামাপোকার সঙ্গে যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং হিন্দু মহাসভা যে ১৯৪৬-এ পাত্তাই করতে পারেনি - এ কথা স্বয়ং শ্যামাপোকা তাঁর ডায়েরিতে লিখে গেছেন। কাজেই এই যুগপৎ ফাঁপাস্য ফাঁপা মাল এবং দলটির আদর্শ নিয়ে যত বাক্যি ব্যয় করবেন, ততই বিজেপির উইন-উইন সিচ্যুয়েশন হবে। তারা রাজনৈতিক ডিসকোর্সে পাত্তা পাওয়ার জায়গায় যাবে।
     
    আর এই গান্ধী বনাম সাভারকরে আমার অন্তত আগ্রহ নেই। দুটো কারণ। প্রথমত তিলক স্বরাজ তহবিলে ওঠা এক কোটি টাকার মধ্যে মাত্র ৪৫ হাজার টাকা দলিতদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। এবং সে টাকা খরচ করার দায়িত্ব দিয়েছিল হিন্দু মহাসভাকে। মানে মুরগি পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল শিয়ালকে। দায়িত্বটি দিয়েছিলেন গান্ধী।
     
    দ্বিতীয়ত আম্বেদকরকে ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে যে পুণা চুক্তি সম্পাদিত হয়, তার অন্যতম সাক্ষী ছিলেন এই সাভারকর।
     
    জয়া চ্যাটার্জি স্পষ্ট বলেছেন যে অন্ততপক্ষে বাংলায় ৪৬-এর নির্বাচনে হিন্দুরা কংগ্রেসকেই তাদের শিবরাত্রির সলতে ভেবেছিল, হিন্দু মহাসভাকে নয়। শ্যামাপোকার ডায়েরিতেও একই কথা আছে। এটি সারা ভারতবর্ষের প্রেক্ষিতেই সত্যি। কাজেই গান্ধী বনাম সাভারকর নয়, গান্ধী সাভারকর।
     
    আচ্ছা, হেমচন্দ্র কানুনগো মুচলেকা দিয়েছিলেন - এটা কোন বইতে পাওয়া যাবে?
  • kc | 37.39.***.*** | ২৬ আগস্ট ২০২২ ১৮:১২508955
  • প্রসঙ্গত উল্লেখ্য, দীপ বাবুর উন্মুক্ত ফেবু প্রোফাইলে পোতিবাদ টোতিবাদ তসলিমা থাকেনা একদমই। সেখানে তিনি হেব্বি মিশন তথা স্বামীজী 'ভক্ত', একজন ঝান্টু পান্টু বাম হেটার।
     
    পোতিবাদ শুধু আইপি লুকিয়ে, আর গুরুর ঢাকাঢুকি পাতায়। লোকে পারেও, উফফফফ।
  • দীপ | 2401:4900:3a0a:61c2:3fcb:e84e:f64:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৮:০৭508954
  • বা বা, রত্নরা সব একযোগে েে
    এসে পড়েছে! অসাধারণ আলোচনা! 
  • :-) | 2405:8100:8000:5ca1::2ae:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৭:১৫508953
  • মামু কি এইবার বুঝছে লোকে কেন ফেসবুকে পড়ে থাকে?এই দীপের মত লেচো সাপ ওই  লুরুর বিম টেলেকমের কেন্নোটা এরা কেউ দমদির দেবালে এন্ট্রিই পাবে না। ফেসবুক সেটুকু সুরক্ষা অন্তত দেয়। ওই কেন্নোটা রোজ এসে কিলবিল করে হানুদাকে কন্টি অ্যাটাক করে গেছে  ওটার আইপি কেন ব্লক করে না। ওটা যতগুলো আইপি থেকে লিখবে পোস্ট মোছার সাথে সাথে সেই আইপি ব্লক করুক। এই দীপবালটা এসেই একে শুয়োর তাকে কুকুর এলেদাকে স্কাউন্ড্রেল বলেছিল। একে পালটে বললেই তখন পার্সোনাল  অ্যাটাকের কাঁদুনি গায়। তা তুই বাল দমদি পোস্ট করতেই পোষ্য বলে ঝাঁপিয়ে এখন আবার বলছিস  পাসসোনাল অ্যাটাক!! সাভারকরের যোগ্য উত্তরসুরি বটে।  এলেদাকে যথেচ্ছ খিস্তি করে আবার পাসসোনাল অ্যাটাক!
  • :-) | 2405:8100:8000:5ca1::2ae:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৭:১৪508952
  • মামু কি এইবার বুঝছে লোকে কেন ফেসবুকে পড়ে থাকে?এই দীপের মত লেচো সাপ ওই  লুরুর বিম টেলেকমের কেন্নোটা এরা কেউ দমদির দেবালে এন্ট্রিই পাবে না। ফেসবুক সেটুকু সুরক্ষা অন্তত দেয়। ওই কেন্নোটা রোজ এসে কিলবিল করে হানুদাকে কন্টি অ্যাটাক করে গেছে  ওটার আইপি কেন ব্লক করে না। ওটা যতগুলো আইপি থেকে লিখবে পোস্ট মোছার সাথে সাথে সেই আইপি ব্লক করুক। এই দীপবালটা এসেই একে শুয়োর তাকে কুকুর এলেদাকে স্কাউন্ড্রেল বলেছিল। একে পালটে বললেই তখন পার্সোনাল  অ্যাটাকের কাঁদুনি গায়। তা তুই বাল দমদি পোস্ট করতেই পোষ্য বলে ঝাঁপিয়ে এখন আবার বলছিস  পাসসোনাল অ্যাটাক!! সাভারকরের যোগ্য উত্তরসুরি বটে।  এলেদাকে যথেচ্ছ খিস্তি করে আবার পাসসোনাল অ্যাটাক!
  • দীপ | 2401:4900:3a1b:f614:df09:afa5:dc04:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৬:১৬508950
  • Again the shameless scoundrel has started  to use obscene languages. So personal attack is the only option.
  • একক | ২৬ আগস্ট ২০২২ ১৬:১৩508949
  •  
    সাভারকার শুধুমাত্র হিটলারকে দেখেই হিট খেয়ে চিন্তা বদলান এরকম মনে হয় না। 
     
    খেয়াল করে দেখুন, গান্ধী লাইফ শুরু করচেন স্বার্থে ডুবে থাকা একজন পেশাজীবি হিসেবে যিনি ধাক্কা খেতে খেতে উদার হচ্ছেন,  শাসকের অত্যেচারকে রিলিজিয়াস অস্টারিটির পার্ট হিসেবে দেখচেন। জেলের জীবন গান্ধীকে এথিক্যালি মোল্ড করে লার্জার হিউম্যানিজমের দিকে নিয়ে যাচ্চে।
     
    সাভারকার ঠিক এর উল্টো।  চনমনে বিপ্লবী ছোকরা অত্যেচারের মুখে ভেঙে পড়চে। গান্ধীর যে সনাতনবাদী বিশ্বাস কৃচ্ছতা ও কষ্টকেন্দ্রিক,  তার ঠিক উল্টোমেরুতে সাভারকার। ঠিক একজন নাস্তিক এক্সিজটেনশিয়াল ক্রাইসিস থেকে যা যা করে সাভারকর তাই করেচেন। হিটুর মতবাদকে আঁকড়ে ধরা একটা সাইড এফেক্ট। 
     
    আমাকে, এই ফিলওজফি অফ পেইন অংশ টাই ভাবায়। যা এক্টা ধান্দাবাজ উকিলকে দেবত্বে উত্তীর্ণ করল আবার একজন ডেডিকেটেড সোলজার লাইক সাভারকার কে ধান্দাবাজ বানিয়ে দিল। দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। 
     
     
  • | ২৬ আগস্ট ২০২২ ১৬:১০508948
  • হ্যাঁ সেটাই। গুট গুট করে বেরোচ্ছে। 
     
    কিন্তু ইতর খিস্তিদীপ এখনও লেউ লেউ করে মনোযোগ ভিক্ষে মেগে চলেছে! কি তামশা! এই ইতর মনুষ্যেতর দুপেয়ে প্রাণীগুলোই রাস্তা মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেখলে 'কুত্তিমাগী' টাইপের কথা বলে সেটাই এখানে শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করে মনযোগ ভিক্ষে করছে। এই দুপেয়ে ইতরই রাস্তায় পেলে ঠিক ঐ ভাষাই বলবে। 
     
    আরো তামশার ব্যপার হল তসলিমাকান্ডের সময় ও পরে এই নিয়ে প্রতিবাদ করায় আমি রোবু পাই প্পিটির কাছে খিস্তি খেয়েছে। এখন পিটির ডিপের এক ইতর দুপেয়ে প্রাণীর কাছে খিস্তি খাচ্ছি। 
     
    এককালে সিপিএম সাপোর্টারদের খিস্তি খেয়েছি হুমকি মেল পেয়েছি, ছাগুবাহিনীর থেকেও খিস্তি খেয়েছি।  এখন চাড্ডিকুল ও ইসলামোফোবদের থেকে পাচ্ছি। 
    স্বাধীন মতামত থাকা মানেই খিস্তি খেতে হবে। 
     
    @ সৈকত বন্দ্যোপাধ্যায়  দৃষ্টি  আকর্ষণ করে গেলাম। 
  • দীপ | 2401:4900:3a1b:f614:df09:afa5:dc04:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৬:০৬508947
  • আর দেশভাগ সব রাজনৈতিক দল সমর্থন করেছিল, প্রত্যেকেই নিজের স্বার্থ দেখেছিল, কেউ সাধারণ মানুষের কথা ভাবেনি।
    অবশ্য‌ই মূল দায়ী কংগ্রেস ও মুসলিম লীগ। হিন্দু মহাসভা ও কম্যুনিসট পার্টির সেসময় বিশেষ কোনো শক্তি ছিলনা, তবে তারাও দেশভাগ চেয়েছিল।
    ইংরেজ দেশভাগ করেছে, এটি অর্ধসত্য । বাকি অর্ধসত্য , আমরাও দেশভাগ করেছি।
  • S | 2405:8100:8000:5ca1::f:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৫:৪৩508946
  • হিটলারের আদর্শে অনুপ্রাণিত লোকজন যে দুনিয়াতে কত ছিল আর আছে, তার বোধয় ইয়ত্তা নেই। সবে তো খোসা ছাড়ানো শুরু হয়েছে।
  • দীপ | 2401:4900:3a1b:f614:df09:afa5:dc04:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৫:৩৯508945
  • শূকর শাবক ও তার পোষ্য চামচারা ভদ্র ভাষা বোঝেনা! কামাল পাশাই এদের আসল দাওয়াই!
  • দীপ | 2401:4900:3a1b:f614:df09:afa5:dc04:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৫:৩৬508944
  • ধর্মনিরপেক্ষ প্রলেতারিয়েত নেতার বক্তৃতা!
  • a | 2405:8100:8000:5ca1::1a3:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৫:৩৩508942
  • ক্ষুদিরামের ক্ষমাপ্রার্থনা র জন্য গুরুরা টিটকিরি দেয় তো? মিস না হয়।
  • দীপ | 2401:4900:3a1b:f614:df09:afa5:dc04:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৫:১৭508941
  • কলকাতার বুকে দাঁড়িয়ে টিপু সুলতান মসজিদের ইমাম তসলিমার মুন্ডু চেয়েছিল। আরো কয়েকজন এক‌ইসঙ্গে চীৎকার করেছিল। মহাবিপ্লবীদের গলা দিয়ে একটা আওয়াজ‌ ও বের হয়নি! 
    অসামান্য ধর্মনিরপেক্ষ চিন্তা!
  • দীপ | 2401:4900:3a1b:f614:df09:afa5:dc04:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৫:০৯508940
  • সাভারকরের রাজনৈতিক আদর্শ কখনোই গ্রহণযোগ্য নয়। 
    কিন্তু যারা তসলিমার ব‌ই নিষিদ্ধ করে, তসলিমাকে রাজ্য তাড়ায়, আব্বাসের মতো ধান্দাবাজের সঙ্গে জোট করে; তাদের মুখে ধর্মনিরপেক্ষতা র বুলি শুনলে গর্দভেও অট্টহাসিতে ফেটে পড়ে।
    পশ্চিমবঙ্গের মানুষ এই ধান্দাবাজদের খুব ভালো ভাবেই বুঝে গেছে!
  • | ২৬ আগস্ট ২০২২ ১৪:৪৭508939
  • *দিয়ে ছেড়ে দেয়া
    *মত 
    *সম্পর্কে
  • | ২৬ আগস্ট ২০২২ ১৪:৪৬508938
  • নাহ সাভারকর শুধু যে ক্ষমাকর ক্ষমাকর তাই না,  ওইটুকু হলে বড়জোর টিটকিরি দিতে ছেড়ে দেয়া যেত।  কিন্তু হিটলারের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইহুদীদের মিত করে মুসলমানদের ট্রীট করতে হপবে এই মর্মে কাজ করে গেছে, গান্ধীহত্যার মাস্টারমাইন্ড হয়েও ফাঁক গলে বেরিয়ে গেছে - এ লোককে কোনোভাবে কোনোরকম ছাড় দিতে রাজী নই আমি। 
    আমি বরং চক্রবর্তী রাজাগোপালাচারি সম্পির্কে খানিক জানতে ইচ্ছুক। 
  • যোষিতা | ২৬ আগস্ট ২০২২ ১৪:১১508937
  • SSC চাকরি দুর্নীতির মিডলম্যান প্রদীপ সিং এর জেরা চলছে।
  • sm | 2402:3a80:1cd2:c374:378:5634:1232:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৩:৫১508936
  • দেশটা এখন লজিক নয়,ম্যাজিকে চলে। কথা থেকে কি হয়ে যাবে,একবারে পাঁচ ট্রিলিয়ন ডলার এর ইকোনমি হয়ে যাবে। চীন মাথা নিচু করে মাঠ ছাড়বে।পাকিস্তান জোড় হাতে ক্ষমা চাইবে।
    তাঁর ইচ্ছে হলে  এদের ,ক্ষমা করবেন কি না করবেন।মুমকিন  হ্যায় কি নেহি সেটাই দেখার জিনিষ।
    তিনো রা তো নিমিত্ত মাত্র। থাকবে কি থাকবে না তাঁর ইচ্ছে।
    তবে গুরু যে রকম  গোদি মিডিয়ার মত খলবল করছে,আঁখি ছল ছল করে বক্তিমে ঝাড়ছে,সেটাও বড়োই নয়ন মনোহর,শ্রুতি মধুর।
  • হেম কানুনগো | 2405:8100:8000:5ca1::1f1:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৩:৪৪508935
  • মুচলেকা তো আমিও দিয়েছিলাম। তবে সে কথা বইতে লিখিনি।
  • হজবরল | 185.22.***.*** | ২৬ আগস্ট ২০২২ ১৩:৪০508934
  • তালে সেই লজিকে নিচ্চয় বোষ্টমবাবু মেনে নিচ্চেন যে পরের বার তিনোরা আর জিতবে না ?
  • বোষ্টম | 2402:3a80:1cd2:c374:378:5634:1232:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১৩:৩৬508933
  • সিপিএম,টাটা আর সিঙ্গুরের চাষী দের ডিল টাও অনেকটা  ওই রকম ছিল।আমার পছন্দের তাই লিয়ে লিচ্ছি।
    রাজার হাট নিউ টাউন ও তাই।
  • যোষিতা | ২৬ আগস্ট ২০২২ ১৩:৩২508932
  • কেষ্ট মণ্ডলের দাদা সুব্রত মণ্ডল।
  • যোষিতা | ২৬ আগস্ট ২০২২ ১৩:৩১508931
  • "হামার কুনো চিজ পসন্দ হোলে, আমি নিয়ে লিই। তোমার সোংগে তো আমি ফেয়ার ডীল করছি" — এরকম গোছের সংলাপ ছিল মোগনলালের মুখে।
    কেষ্ট এবং তার দাদা জমিজমাও ওরকম নিয়ে নিত। কেনাকাটির ঝামেলায় যেত না।
  • Amit | 115.64.***.*** | ২৬ আগস্ট ২০২২ ১৩:০৯508930
  • গুলাম নবী আজাদ কংগ্রেস ছাড়লো। যেদিকে এগোচ্ছে , সেলফ রেসপেক্ট যাদের আছে সবাই ছেড়ে যাবে। শুধু গান্ধী ট্রয়ি আর ওদের কিছু চামচা পড়ে থাকবে কংগ্রেসে। 
  • সিএস  | 103.99.***.*** | ২৬ আগস্ট ২০২২ ১২:০৭508929
  • সাভারকরকে নিয়ে বিশেষ কোন ধারণা নেই, বেশ ভাসা ভাসা। একটা ধারণা ছিল, হয়ত, ওনার প্রথম পর্বের যে কাজকর্ম, বিপ্লবী যুগের, সে সব প্রশংসার। হেম কানুনগোর যে বইটা - বাংলায় বিপ্লব প্রচেষ্টা - সেখানে দেখেছি লণ্ডন পর্বের কথায় সাভারকরের উল্লেখ আছে এবং ভাল কথাই আছে। কিন্তু , তারপরের পর্বটা বেশ ইয়ে মতো যদিও আন্দামানে মুচলেকা দেওয়া নিয়ে যে সমালোচনা হয়, সেটা নিয়ে দোটানা আছে। ৫০ বছরের জন্য মনে হয় কালাপানি হয়েছিল, তদুপরি সেখানে বিবিধ অত্যাচার, অনেকেই তো পাগল হয়ে গেছিল, পুরো ব্যাপারটা মনে হয় সাভারকর সামলাতে পারেননি। এই মুচলেকা দেওয়ার ব্যাপারও নিশ্চয় আরো অনেকের ক্ষেত্রে ঘটেছিল আবার অনেকে করেওনি, সহ্য করেছিল। যারা অত্যাচার সয়েছিল, আন্দামানেই জীবন কাটিয়ে দিয়েছিল তারা পরবর্তীকালে লোকের সামনে থেকে সরে গেছিল, চাপা পড়ে গেছিল অনেকেই। সাভারকরের ক্ষেত্রে সেটা ঘটেনি বরং নিজের মতকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য চেষ্টা করে গেছে, গান্ধীহত্যার সাথে যুক্ত হয়ে পড়াটা চরম ব্যাপার। আমার তো সাভারকরের নাম শুনলে গান্ধীহত্যার কোর্ট শুনানির ছবিটার কথা মনে পড়ে, সামনের দিকে গডসে আর তার ভাই, পেছনের সীটে মাথায় কালো টুপি পড়ে সরাসরি না তাকিয়ে সাভারকরের ঝুঁকে বসে থাকা, পালাবার পথ খুঁজছেন যেন ! তো এই আন্দামান পরবর্তী পর্বটাই সমস্যার, এটা xenophobic পর্ব, সংকীর্ণ কিন্তু ওনার এই মত ও পথ nation state তৈরীর সাথেও যুক্ত, nation state তৈরীর মধ্যে অনেক ক্ষেত্রেই ভায়োলেন্স যুক্ত থাকে, কোন একটা ভাষা বা কালচার বা গোষ্ঠীকে nation state এর প্রধান করে তুলতে হয়, সাভারকর হিন্দুদের সেই প্রধান গোষ্ঠী করে তুলতে চেয়েছিলেন।

    এবার সোজা ভাবে বলা হয়, '৪৭ -এর পরে ভারত রাষ্ট্র অন্তত ঘোষিতভাবে হিন্দুপ্রধান nation state হয়ে ওঠেনি, ফলে গান্ধীর গুরুত্ব সেখানে বেশী ছিল, ৭৫ বছর পরে সেই nation state-এর চরিত্র বদল হলে সাভারকরের 'বাহুবলী' হিন্দুত্ব ফোকাস পাবে।
  • dc | 2401:4900:1f2b:62b4:10b0:ad4:bdda:***:*** | ২৬ আগস্ট ২০২২ ১১:৪৮508928
  • অনেকদিন পর একটা বেশ ভালো ট্রেলার দেখলাম। এমনিতে মার্ভেল সিরিজ দেখে দেখে বোর হয়ে গেছি, তবে এই ট্রেলারটা দেখে সিনেমাটা দেখার ইচ্ছে হচ্ছে 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত