এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ২৭ জুলাই ২০২২ ০৮:৫৭506975
  • সরি, ধরুন* :D 
     
    উত্তেজনায় ধরো হৈ গিয়া। 
  • যদুবাবু | ২৭ জুলাই ২০২২ ০৮:৫৭506974
  • হ্যাঁ তাই হবে মনে হয়, তবে তারা কী করে এতোদিন বেঁচে থেকে মানুষকে দেখা দিলো (?) এটা একটা আশ্চর্যের ব্যাপার। 
     
    হয়তো মানুষ সেই অস্বচ্ছ সময়ে নিজের সামান্য বুদ্ধিতে যা দেখেছে সেইসবের কিছু কিছু জিনিষে নিজের মনের মাধুরী মিশিয়ে লিখেছে ... আমরা সেই সূত্রগুলো মাঝে মাঝে খুঁজে পেলে চমকে যাই ... আর আছে কালেকটিভ মেমরি - সে খুব চাপের জিনিষ ! 

    আর্কিওলজিস্ট দের এমন বহু কনজেকচার আছে, শুনলে রোমাঞ্চকর লাগে, আমরা মনে মনে কিছু একটা কল্পনা করেনি, কিন্তু ওই অব্দি-ই ... এই যেমন ধরো, আমাদের গরুড়, আরব্য রজনীর রক (roc), আমেরিকার আদি অধিবাসীদের thunder bird, বা চীনের পেং - এরা কি এক-ই বৃহৎ পক্ষী যাকে আদিম মানুষ নানা জায়গায় দেখে নানান গল্পে, পুরাণে ধরে রেখেছে -- অনেকে বলে বড়ো ঈগল দেখে কল্পনার রঙ মিশেছে, অনেকে বলে ঊটপাখির বিশাল ডিম দেখে ...(মানে এটা তো আর সম্ভব নয় যে আদিমানুষ কোনোদিন টেরোড্যাকটাইল-দের উড়তে দেখেছে। 

    এই নিয়েও আবার একটা দারুণ ফেক নিউজ আছে, হয়তো গুল্প বলা বেটার। সেটা এইরকম যে, ১৮৫৬ সালের ৯-ই ফেব্রুয়ারী নাকি ফ্রেঞ্চ রেলওয়ে টানেল খুঁড়তে গিয়ে কিছু লোক একটা বিশাল টেরোড্যাকটাইল পাখিকে দেখতে পায়, অযুত-নিযুত বছর বেঁচে থাকে সেই পাখি পাথর ফাটানোর অভিঘাতে বেরিয়ে আসে, দুবার ডানা ঝাপটিয়ে মারা যায় ... এইটার শিল্পীর কল্পনায় আঁকা ছবি দিলাম নীচে। 
     

     
     
     
  • Amit | 121.2.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৮:৪৮506973
  • কোবতে টা জব্বর হয়েছে। 
     
    সব নেসি -মানে প্লিওসরাস টাইপ এর ডাইনোসর মিষ্টি জলের প্রাণী সেটা বলা হয়তো একটু পৃম্যাচুর। হয়তো এমনও হতে পারে এদের এক দু খান ভ্যারিয়েন্ট মিষ্টি জলে এডাপ্ট করে গেছিলো।
     
    যেমন ধরেন অস্ট্রেলিয়ান সল্ট ওয়াটার কুমীর দিব্যি নোনা জলে থাকতে পারে কিন্তু অন্য কুমীর থাকতে পারে না। বা অস্ট্রেলিয়ান বুল শার্ক মিষ্টি জলে এডাপ্ট করে ফেলেছে কিন্তু অন্য হাঙ্গর নোনা জলে থাকে। 
  • যদুবাবু | ২৭ জুলাই ২০২২ ০৮:৩৪506972
  • নিননিছা ভাটপাতায় পেলো ক্ষণকালের ছন্দ, 
    উড়ে এসে ছড়িয়ে গেলো, তাতেই তার আনন্দ :D 

    যাইহোক, বলচে লক নেসি নাকি সত্যি হতেই পারে। (মানে প্লিওসরাস মিষ্টি জলের প্রাণী ছিলো এটা অবিশ্বাস্য নয় আর।)
     
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৮:২৯506971
  • হয়তো একটা মানসিক রিলিফ, অন্ততঃ কোথাও তো কিছু বলতে পারল।
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৮:২৭506970
  • কেকে, আমারও তাই মনে হয়। হয়তো কঠোর ও অবদমিত জীবনের মাঝে কিছুটা চেঁচামেচির বিনোদন নিতেই এরা আসেন।
  • kk | 2601:448:c400:9fe0:946e:6f3b:c325:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৮:১৬506969
  • dc, ঐ চিৎকার চেঁচামেচির মধ্যে আপনার খোরাক নেওয়া পোস্টগুলো আমি খুবই উপভোগ করি :-)

    অ্যান্ডর,
    না, বদলাবেনা সে তো হলো। কিন্তু আমি বুঝছি তুমি তোমার মতে স্টিক করে থাকবে। তুমিও বুঝছো আমি কিছুতেই নিজের মত ছাড়বোনা। তবু দুজনেই চিল্লিয়ে চলেছি, এটাই কেমন লাগে। হয়তো জীবনের অন্য ক্ষেত্রে ভেন্ট না করতে পারা হাজারটা তিক্ততা, রাগ এগুলো লোকে এইভাবে ঢেলে দিয়ে কিছুটা প্লেজার পায়। হয়তো নিজের ইনসিকিউরিটিও নিজের কাছেই খানিকটা ঢাকা দেওয়াও হয়। কী জানি!
  • যদুবাবু | ২৭ জুলাই ২০২২ ০৮:১২506968
  • না অনলাইন আলোচনায় আমি এই এতোদিনে কাউকে দেখিনি কিছুতেই কনভিন্স হতে। সে মানে জামাপ্যান্ট খুলে নিয়ে চলে গ্যাছে কিন্তু বিনা যুদ্ধে নাহি দিব ... ব্যাপার। কাজেই ডিসি আপনাকে কুর্নিশ ... 
     
    খুব ছোটো গ্রুপে যেখানে সবাই kindred soul সেখানে হয়। আমার এইরকম একটা দুটো গ্রুপ আছে, যেখানে হাতে গোনা কয়েকজন লোক তর্কাতর্কি করে নিয়মিত শুধু ঐ ব্যাপারটা বজায় রাখতে যে, হ্যাঁ আমি এভিডেন্স পেলে বিলিফ আপডেট করবো। সেটাই একমাত্র পথ। 
     
    আসলে সামনাসামনি না দেখলে অজানা স্ট্রেঞ্জারের সাথে তর্কে হেরে যাওয়ার থেকে বোধহয় এইসব লোকের কাছে বেশী বিব্রতকর কিছুই নেই। সেখানে একেবারে পাহাড়প্রমাণ ইগো এসে দাঁড়ায়। তাও গুরুতে অ্যানোনিমাস - মানে চুপ করে গেলেই হ'লো। কে জানছে কে জিতলো, কে হারলো, কিন্তু ঐ আর কি ... 
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৮:০৯506967
  • অধিকাংশ ক্ষেত্রেই এইসব তর্কাতর্কি আসলে জাস্ট নিজস্ব অ্যাজেন্ডা নিয়ে আসা দুইদলের খামচাখামচি। সেক্ষেত্রে কেউ মত বদলাবেই বা কেন? তাদের তো আগে থেকেই সেট করা আছে মতবাদ।
  • dc | 2401:4900:1cd1:a2a6:351a:30b4:7517:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৮:০৮506966
  • না, আমারটা ইন জেনারাল বা রিয়েল লাইফে বললাম, শুধু গুরুর ক্ষেত্রে না। ইন জেনারাল ওপেন মাইন্ড না রাখলে নতুন কিছু শেখা যায় না। কদিন আগে একটা টইতে আপনিই বোধায় লিখেছিলেন। গোল্ডেন ওয়ার্ডস :-)
  • dc | 2401:4900:1cd1:a2a6:351a:30b4:7517:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৮:০৫506965
  • তবে আমার একটা বড়ো দোষ হলো, খোরাক নেওয়ার চান্স পেলেই আমি আর সিরিয়াস তর্ক করতে পারি না। যার জন্য  সিরিয়াস আলোচনা না হলে ধৈর্য ধরে বোঝাতেও পারি না, মনে হয় বেফালতু সময় নষ্ট করছি। 
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৮:০৫506964
  • পারসেন্ট এর জায়্গায় পার্ট পার মিলিয়ন ধরণের কিছু দেখানো প্রয়োজন। বিশাল পপুলেশনের মধ্যে কোনো ব্যাপারের গুরুত্ব বোঝানো পার্সেন্ট দিয়ে ---অনেকেই ভাবেন হয়তো কিছুই না, এত কম পার্সেন্টেজ!
  • kk | 2601:448:c400:9fe0:946e:6f3b:c325:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৮:০৩506963
  • dc, খুবই ভালো তো। ঐভাবে খোলা মন নিয়ে তর্ক করলে তবে তো? অবশ্য আমি কয়েকটা টই আর ভাটের কিছু ঘটনার ভিত্তিতে বললাম। হয়তো জেনেরালাইজ করা উচিৎ হয়নি।
  • dc | 2401:4900:1cd1:a2a6:351a:30b4:7517:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৫৫506962
  • kk, আমি সাধারনত কারুর যুক্তি লজিকাল মনে হলে সেটা মেনে নি। মানে অনেক কিছু নিয়েই আমার নিজস্ব ভিউপয়েন্ট আছে, কিন্তু অন্য কেউ যদি দেখান যে এই কারনে এই পয়েন্টটা ভুল আর এই হলো তার স্বপক্ষে বডি অফ এভিডেন্স, তাহলে আমি সেটা মেনে নি। অনেক কিছু নিয়েই সেরকম হয়েছে। 
  • kk | 2601:448:c400:9fe0:946e:6f3b:c325:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৫০506961
  • অনেক টইতেই দেখেছি মত - অমত, গালাগালি, রাগারাগির বন্যা বয়ে যায়। কেউ প্রচুর তথ্য এনে নিজের মত বলেন, কেউ গলার জোরে। সবাই তো নিজের নিজের মতে অটল। কেউই আধ ইঞ্চিও নড়েন না। পাতার পর পাতা, দিনের পর দিন তর্ক চললেও না। মানে আনি দেখিনি অন্তত। আপনারা কখনো দেখেছেন কাউকে যিনি অন্যের যুক্তি-তর্ক এসব শোনার নিজের মত বদলেছেন? নিছক কৌতুহল থেকে জানতে চাইছি।
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৪৯506960
  • অ্যান্টি ভ্যাক্সারদের খুব রাগ যে কারা যেন চল্লিশজন বিলিয়নেয়ার হয়ে গেল। লোকজন ভ্যাক্সিন না নিলেই যেন ওই লোকেরা ওদের বিলিয়ন বিলিয়ে যেত লোকেদের হাতে হাতে। ঃ-)
  • dc | 2401:4900:1cd1:a2a6:351a:30b4:7517:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৪৮506959
  • অ্যান্টি ভ্যাক্সার আর সোভারেন সিটিজেনদের স্ট্র‌্যাটেজি হলো এলোমেলো করে দে মা লুটেপুটে খাই। একটা লেজেন্ডারি ভিডিও আছে, ডেভিড হল বনাম জাজ হার্লি। এই ভিডিওটা বারবার দেখুন, এরকম দুর্দান্ত ভিডিও খুব বেশী নেই laugh
     
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৪৬506958
  • কিন্তু এইসব টাকা তো ব্যোমকেশের গল্পের মতন আংটা জ্বালিয়ে পোড়াতে হবে। হিসাব বহির্ভূত কালো টাকা না এইসব?
  • dc | 2401:4900:1cd1:a2a6:351a:30b4:7517:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৪৪506957
  • না না অ্যান্টি ভ্যাক্সারদের একটা ছোট গ্রুপ আছে, ভ্যাক্সিন নিয়ে কোন টই খুললেই তিন চারজন এসে ভ্যাক্সিন নিয়ে রাগ দেখান আর বিল গেটসের নিন্দা করতে শুরু করেন। আগেও দেখেছি laugh
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৪২506956
  • আর টইতে অ্যান্টি-ভ্যাক্সাররা তুমুল চালাচ্ছেন সংশ্লিষ্ট টইটাতে। আগে তো এতটা উৎপাত ছিল না এদের! সম্প্রতি বেড়েছে মনে হয়।
  • dc | 2401:4900:1cd1:a2a6:351a:30b4:7517:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৪২506955
  • হায়, এরকম একটা বাড়ির সন্ধান যদি পেতাম যেখানে মেঝের ওপর কুড়ি একুশ কোটি টাকা বস্তা করে পড়ে থাকে! কয়েক কোটি তুলে আনতাম তাহলে। 
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৭:৩৯506954
  • হুতেন্দ্র, দেখুন আমি একেবারেই এলিতেলি পাতি অবজার্ভার মাত্র। এইসব ব্যাপারে গুণীজনেরা বলুন। যাঁরা ভালো করে জানেন রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিল্প ইত্যাদি ইত্যাদি। ফেসবুকে এত গজল্লা চলছে এইসব নিয়ে আর 'একুশ কোটি ধরবো ঘেঁটি' নিয়ে যে কিছুই বোঝা যাচ্ছে না। ভালো বিশ্লেষক দরকার যাঁরা সমস্তটা ভালো করে বুঝিয়ে বলবেন। তাতে আমরাও কিছুটা আলোকিত হতে পারি।
  • র২হ | 2601:c6:c87f:c858:a4bc:ef3e:e9fa:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৭:০৭506953
  • তবে আমি ঠিক জনগনের দাবি বুঝিনা। কৌশিকী পুরস্কার পেয়েছেন, তাঁকে পুরস্কারদাতার উদ্দেশ্য বুঝে বিবৃতি দিতেই হবে?
    দিলে ভালো, তাতে তাঁর রাজনীতি ও সমাজ নিয়ে সচেতনতা প্রকাশ পেত। কিন্তু না দিলেও শিল্পী হিসেবে তাঁর সম্মান কমে না, বা কমা উচিত না। অধিকন্তু সমাজসচেতনতার বাড়তি সম্মান পাবেন না, সে ঠিক আছে।
     
    আবার লীনা গঙ্গাপাধ্যায় মহিলা কমিশনের কেউকেটা, তাঁর সে দায় থাকা উচিত।
     
    ওদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান সবাই পুরস্কার পেয়েছে দেখছি - এটা ভালো।
     
    কৌশিকীর কথাই বললে অ্যান্ডর, 'রাগরাগিনী ভিত্তিক গান'? আমি তেমন বুঝিনা তবে এখনকার শ্রেষ্ঠ ধ্রুপদী শিল্পীদের মধ্যে তো উনি আসেন বোধয় নিজগুনে।
    নাম করে না বললে বুঝতে পারি না। আনন্দবাজারে লেখে ওরকম, বাইপাসের ধারে হাসপাতাল, মধ্য কলকাতার স্কুল, অভিজাত আবাসন। কী মুশকিল!
     
    বাম ও দক্ষিনপন্থী, সবারই দেখি ইন্টেলেকচুয়াল ও এনজিওদের ওপর যত রাগ।
  • সুকি | 49.207.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৬:৫৯506952
  • বঙ্গ বিভূষণ এ তো একমাত্র শানু-দার নামটাই ঠিক ঠাক লাগছে
  • যোষিতা | ২৭ জুলাই ২০২২ ০৬:৩৭506951
  • Bangabhushan award 2022:
    1. Sri Rudra Chatterjee 2. Dr. Monimoy Banerjee 3. Dr Yogiraj Roy 4. Sri Manoranjan Byapari 5. Professor Mahendranath Roy 6. Sri Srijato Bandyopadhyay 7. Sri Bharat Chettri 8. Sri Rabilal Tudu 9. Sri Jeet Ganguly 10. Sri Srijit Mukherjee 11. Sri Dipak Adhikari 12. Srimati Rituparna Sengupta 13. Srimati Indrani Haldar 14. Sri Debashis Bhattacharay 15. Sri Jayanta Ghosal 16. Srimati Kaushiki Chakraborty 17. Sri Wriddhiman Saha 18. Srimati Iman Chakrabarti 19. Srimati June Malia 20. Srimati Leena Ganguly
  • যোষিতা | ২৭ জুলাই ২০২২ ০৬:৩৬506950
  • Banga Bibhushan award 2022:
    1. Professor Avijit Vinayak Banerjee 2. Professor Bikash Sinha 3. Pandit Anindo Chatterjee 4. Justice Jyotirmoy Bhattacharaya. 5. Sri. Radhe Shyam Goenka 6. Sri Harsbavardhan Neotia 7. Sri Basudev Bandyopadhyay 8. Sri Kumar Sanu 9. Sri Abhijeet Bhattacharya 10. Pandit Debojyoti Basu 11. Abul Bashar 12. Sri Devshankar Halder 13. Sri Ashok Dasgupta 14. Mohonbagan Athletic Club 15. East Bengal Club 16. Mohammedan Sporting Club 17. Professor Kaushik Basu
  • Amit | 121.2.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৬:৩৫506949
  • তবে ভাবি যে এই আমরা বাঙালিরা নিজেদের বিশাল একটা কালচারাল হনু বলে ভাবি বাকি রাজ্যের লোকজনের  তুলনায় সেসব আদতে জাস্ট আস্ত ঢপের চপ। 
     
    মনে আছে করোনা চলাকালীন একটা মিডিয়া হাউসের "গত বছরের শ্রেষ্ঠ বাঙালি" নাকি "শ্রেষ্ঠ বাঙালি মহিলা" -র ওপিনিয়ন পোল হয়েছিল। এক কি দু বছর আগেই। প্রচুর ভোট পড়েছিল। সেখানে একজন মহিলা ভিরোলজিস্ট ছিলেন যিনি কোরোনা নিয়ে রিসার্চ করছিলেন আর এক মহিলা ইকোনোমিস্ট -যিনি কোরোনাকালে ইকোনমির ডাউনটার্ন আর সমাধান এসব নিয়ে রিসার্চ করছিলেন। যথারীতি ওনাদের নাম মনে পড়ছে না - আমিও তো গড্ডলিকা দের দলেই। 
     
    তো সেই দুজনকে চাপিয়ে পোলে টপ ভোট পেয়েছিলেন কি এক বাঙালি সিরিয়েল নায়িকা যিনি নাকি রাসমণি না সারদা কি এক খান রোলে এয়েছ গেয়েছ করে নেচে বেড়াতেন তখন। 
     
    এই তো কালচার এর হাল আমাদের। তো সেই বিভীষণ রাই লাফিয়ে বেড়াবে বিচিত্র কি। 
  • যোষিতা | ২৭ জুলাই ২০২২ ০৬:৩১506948
  • কে বিভীষণ?
  • র২হ | 2601:c6:c87f:c858:a4bc:ef3e:e9fa:***:*** | ২৭ জুলাই ২০২২ ০৬:২৭506947
  • কে রাগরাগিনী ভিত্তিক গান করে পুরস্কার পেয়েছেন? সিরিয়াল লিখেই বা কে?
  • &/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২২ ০৬:০৪506946
  • ওই যে টিভি সিরিয়ালের কাহিনি লেখেন, তিনিও পেয়েছেন বিভীষণ। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত