এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::209:***:*** | ০৫ জুলাই ২০২২ ০২:১০505853
  • এই ইন্ডিয়া নিয়ে কিছু বললেই পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য মুসলিম দেশের উদাহরণ টানাটা একদম বিজেপির প্লেবুক থেকে নেওয়া। দেখেছি মেজরিটি এনারাইরা এইটা ভেবেই খুব খুশী যে বাংলাদেশ, পাকিস্তানকে তো এখনও হারাতে পারছি। আমি সেই স্বস্তি পাইনা।

    আর হোটাবাউটারি করলেঃ
    ক্রিয়েশানিজম আমেরিকাতেও এই কয়েক বছর আগেও ইস্কুলে শেখানো হত। এখনও হয় বেশ কিছু স্টেটে। টেক্সাসে মনেহয় এই কয়েকবছর হলো ইভোলিউশান শেখানো আবশ্যিক করে দিয়েছে। এছাড়া বেশ কিছু জায়্গায় ইস্কুল কলেজে এখনও টীচার তার পলিটিকাল অ্যাফিলিয়েশান অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিংকে ফেক বলে চালিয়ে যেতে পারেন। অতেব এই সমস্যা সর্বত্র। অতি শিক্ষিত লোকজনকেও দেখেছি পলিটিকাল অ্যাফিলিয়েশান অনুযায়ী ক্লাইমেট চেন্জ থেকে কোরোনা সবকিছুকেই হোক্স বলতে, ইনফ্লেশানের জন্য ইমিগ্রেশানকে দায়ী করতে, ইত্যাদি। অতেব শুধু মুসলিমদের দিকে আঙুল তোলার আগে আমি অনেকবার ভাববো।
  • a | 121.45.***.*** | ০৪ জুলাই ২০২২ ২০:১৮505851
  • সায়েবরা তো ভালৈ খেলছে 
  • হজবরল | 185.22.***.*** | ০৪ জুলাই ২০২২ ১৪:৪৫505850
  • "... সারল্য তাঁর ছবির আর এক অলঙ্কার ..." - simplicity is the ultimate sophistication থেকে অনুপ্রাণিত মনে হচ্চে
  • r2h | 134.238.***.*** | ০৪ জুলাই ২০২২ ১৪:৪১505849
  • আচ্ছা। এই স্ক্রিনগার্ড ব্যপারটা খুঁজে দেখা যাক তাহলে। থ্যাংকিউঃ)
  • kc | 188.236.***.*** | ০৪ জুলাই ২০২২ ১৪:২৩505848
  • *অনেকরকম 
  • kc | 188.236.***.*** | ০৪ জুলাই ২০২২ ১৪:২২505847
  • হুতো, সফটওয়্যার সাপোর্টের জন্য বলেছিলাম। তোমার তো আইপ্যাড আছে, এখন অনরকরকম খসখসে টাইপের স্ক্রিন গার্ড বেরিয়েছে। আগে সেইটা ট্রাই কর।
  • lcm | ০৪ জুলাই ২০২২ ১৩:২২505846
  • তরুণ মজুমদারের অবিচুয়ারি নিয়ে কয়েকটা লেখা পড়লাম - একজন লিখেছেন - "... সারল্য তাঁর ছবির আর এক অলঙ্কার ..."
  • lcm | ০৪ জুলাই ২০২২ ১৩:০৯505845
  • বোতিন,
    হরিদাস পাল পাতায় যাও। ওপরে হরিদাস পাল টাইটেলে বাঁ পাশে একটা প্লাস সাইন আছে, ওটাতে ক্লিক করো, একটা টেক্সট আসবে, ওতে "কী করে নিজের ব্লগ পাতা পাবেন" ক্লিক করো, ওখানে ডিটেইলস পাবে। 
  • r2h | 134.238.***.*** | ০৪ জুলাই ২০২২ ১২:৫৫505844
  • কেসিদা আছো নাকি?
    সেই যে একবার রিমার্কেবল নিয়ে কথা হচ্ছিল - কিনতে না করেছিলে - ভুলে গেছিলাম জিজ্ঞেস করতে - কেন ওটা কাজের না?

    সফটওয়ারের সাপোর্ট ইত্যাদি খুব অসুবিধেজনক। কিন্তু ছবি আঁকার জন্যে ঐ খসখসে সারফেসটা আমার খুব পছন্দ হচ্ছিল, ডিজিটাল ইনপুটে ক্যাজুয়াল আঁকিবুঁকি করার জন্যে এর থেকে ভালো ফিল আমি আর কিছুতে পাইনি। আঁকারও যদিও অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার পছন্দ হয়েছিল সারফেস আর কলমের এক্সপিরিয়েন্সটা।

    সফটওয়ার সাপোর্টের জন্যে বলেছিলে, না আরো কিছু গোলমাল আছে?
  • Apu | 103.17.***.*** | ০৪ জুলাই ২০২২ ১২:৩২505843
  • ও এল সি এম দা ,
    অমি একটা বড় লেখা নামাবো 
    .ব্লগ আকসেস 
     চাই ।কী করবো? 
  • lcm | ০৪ জুলাই ২০২২ ১২:০৯505842
  • সিডনি এলাকায় বৃষ্টি, বন্যা। ছোটাই আশা করি ঠিক আছেন।
  • খ্যাক | 2405:8100:8000:5ca1::234:***:*** | ০৪ জুলাই ২০২২ ১১:২২505840
  • খেউড়েশইবু কিচুতেই আর গুচির মায়া কাটাতে পারে না গ।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:3daa:90ad:314c:***:*** | ০৪ জুলাই ২০২২ ০৯:৪১505839
  • yes
  • kc | 188.236.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৯:২৮505838
  • কনফারেন্স অফ বার্ডস' পড়েছি, ভালো, বেশ ভালো লেগেছে। তবে রুমি রুমিই। 
    রিসেন্টলি পড়লাম সাবির হাকা। পলিটিশিয়ান'দাকে রেকো দিলাম।
  • Abhyu | 97.8.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৮:৩৫505837
  • ইন্দ্রাণীদি আসছেন দেখলাম। একটা মিষ্টি গান দি যদি শোনো https://tinyurl.com/3zctpkmm - এই রেকর্ডিংটা সহজলভ্য না, ইউটিউবে পাবে না।

    অবশ্য সবাইই শুনতে পারেন :)
  • s | 2405:8100:8000:5ca1::241:***:*** | ০৪ জুলাই ২০২২ ০৭:৪০505836
  • "গুরুর পাতায়  হিন্দু সাম্প্রদায়িকতার এগেনস্ট এ রেটোরিক দেয়ার সময় ইসলামের প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন আমার চোখে ​​​​​​​পড়ে। ​​​​​​​যেভাবে ​​​​​​​অনেকেই ​​​​​​​মোদী ​​​​​​​শাহের ​​​​​​​আন্টি ​​​​​​​ইসলাম ন্যারেটিভ ​​​​​​​নিয়ে ​​​​​​​যতটা সরব , বাংলাদেশ ​​​​​​​বা ​​​​​​​অন্য ​​​​​​​কোথাও ​​​​​​​ইসলামের ​​​​​​​ইন্টলারেন্স ​​​​​​​বা বিপদ নিয়ে ​​​​​​​সেরকম সরব ​​​​​​​কিনা সেটা আমার ​​​​​​​চোখে ​​​​​​​পড়েনি। ​​​​​​​"
     
    এই সেকুলারিজমের জন্যই তো বিজেপির বাড়বাড়ন্ত।
  • Amit | 121.2.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৭:৩৮505835
  • ইভোল্যুশন থিওরী মেনে নিলে জেনেসিস পুরান সব কোথায় যাবে ?  ধম্মগুরুরা পুণ্যের ফলে পরজন্মে ভালো ঘরে জন্মানো বা  ধর্মের জন্যে শহীদ হবার পরে বেহেস্তের হুরিদের ঢপ লোককে খাওয়াবে কি করে ? 
     
    বাকি দেশ তো ছেড়েই  দ্যান। খোদ আম্রিগায় একটা বিশাল % লোক ডারউইন তত্ত্বে বিশ্বাস করেনা। 
  • &/ | 151.14.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৭:২৩505834
  • সবচেয়ে আশ্চর্য লাগে বিজ্ঞানের একটা ব্যাপার নিয়ে কেন ঝামেলাটা করে? ইভোলিউশন তো একটা ফ্যাক্ট। সেটার বিরোধিতা কেনই বা? অথচ ছেলেপিলেরা স্কুলে গিয়ে পড়াশোনা করছে, করতেই হবে, নাহলে পরে মুশকিল হবে। তখন এরা যদি নিউটনের মহাকর্ষ সূত্রের বিরোধিতা করে, বলে উঁচু বিল্ডিং থেকে শূন্যে ঝাঁপ দিলেও কিছু হবে না, তখন? সেই বেলা তো মেনে নেয়? অথচ এখানে ওখানে মাঝে মাঝেই দেখি বিবর্তন নিয়ে ঝামেলা করে!
  • &/ | 151.14.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৭:১১505833
  • বাংলাদেশে ভয়াবহ কান্ড চলছে। প্রায় রোজই একটা না একটা ভয়াবহ কান্ডের খবর পাই কোনো না কোনো বন্ধুর ওয়ালে। কিছুদিন আগে এক শিক্ষককে মাথা ফাটিয়ে মেরে ফেলেছে।
  • Amit | 121.2.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৬:৪২505832
  • এক্সাক্টলী। ধর্মভিত্তিক রাষ্ট্র মানেই ডিসক্রিমিনেশন থাকবেই। কোনো ধর্মভিত্তিক দেশে সবাইকে একুয়াল ট্রিট করা হয় এই ক্লেম টাই আদতে একটা কাঁঠালের আমসত্ত্ব মার্কা অক্সিমোরোন। 
     
    আর নানারকম চেরি পিকড ডাটা তুলি তুলে সেসব প্রুফ করার চেষ্টা আরো হাস্যকর। 
  • Aranya | 2600:1001:b01b:883:71c9:dd0f:8876:***:*** | ০৪ জুলাই ২০২২ ০৬:৩২505831
  • রাষ্ট্র আর ধর্ম কে আলাদা রাখাটা বেসিক নেসেসিটি। ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যাপারটা, এই ২০২২ সালে একটা বর্বরতা , মানুষের জন্য লজ্জা 
  • &/ | 151.14.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৫:৫৯505830
  • মারাত্মক। সবচেয়ে সাংঘাতিক ওই বিল্ডিং ম্যানেজারের ব্যাপারটা। শিউরে উঠলাম।
  • Aranya | 2600:1001:b01b:883:71c9:dd0f:8876:***:*** | ০৪ জুলাই ২০২২ ০৫:৪৭505829
  • ভয়াবহ @অমিত 
  • Amit | 121.2.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৫:২০505828
  • কেসি কে বলার ছিল এখানে প্রশ্নটা তিন বা ছয় ভার্সেস ১৭ বছরের কম্পিটিশন এর নয়। গুরুর পাতায়  হিন্দু সাম্প্রদায়িকতার এগেনস্ট এ রেটোরিক দেয়ার সময় ইসলামের প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন আমার চোখে ​​​​​​​পড়ে। ​​​​​​​যেভাবে ​​​​​​​অনেকেই ​​​​​​​মোদী ​​​​​​​শাহের ​​​​​​​আন্টি ​​​​​​​ইসলাম ন্যারেটিভ ​​​​​​​নিয়ে ​​​​​​​যতটা সরব , বাংলাদেশ ​​​​​​​বা ​​​​​​​অন্য ​​​​​​​কোথাও ​​​​​​​ইসলামের ​​​​​​​ইন্টলারেন্স ​​​​​​​বা বিপদ নিয়ে ​​​​​​​সেরকম সরব ​​​​​​​কিনা সেটা আমার ​​​​​​​চোখে ​​​​​​​পড়েনি। ​​​​​​​সেটার ​​​​​​​প্রেক্ষিতেই আমার নিজের কিছু অভিজ্ঞতা র কথা বলা।
     
    অন্য কারোর অভিজ্ঞতা আলাদা হতেই পারে। আমার নিজেরই অনেক বন্ধু যারা সাথেই কাছ করতো , তারা অনেকেই রয়ে গেছে আজকে ১৩-১৪ বছর ধরে। বহু লোকের সাথে আলাপ & যোগাযোগ আছে যারা বিশ -২৫ বছর ধরে আছেন ওসব দেশে। যার যা পছন্দ এবং প্রায়োরিটি - এতে কোনোরকম জাজমেন্ট এর দরকারই নেই। যার যার জীবন যে যেমন ইচ্ছে করে কাটাবে। পিরিয়ড। 
     
    আমার কাতারের থাকার অভিজ্ঞতা তিন বছর। কুয়েতে এক বছর। মালয়েশিয়া & ব্রুনেই তে এক এক বছর। সৌদিতে ছমাস। 
     
    সবথেকে ভালো অভিজ্ঞতা মালয়েশিয়ায়। দেশটা ইসলামিক হয়েও অনেক টলারেন্ট বাকিদের তুলনায়। সবথেকে খারাপ সৌদি আর কুয়েত এ। 
     
    সেই জন্যেই যখন কেউ কেউ ইন্ডিয়াকে দুনিয়ার সবথেকে ইন্টলারেন্ট দেশ প্রুভ করতে লেগে পড়েন - ইভেন পাকিস্তান বাংলাদেশের তুলনায় ও ইন্ডিয়াকে পিছিয়ে রাখেন - তখন তেনাদেরকে বলি শুধু থিওরী না দিয়ে একটু প্রাকটিক্যাল এক্সপি ও করে নিতে বাকি জায়গাগুলোর। ইন্ডিয়া স্বর্গ কিছু নয় , কিন্তু একেবারে বটম অফ দা ব্যারেল ও নয়। 
     
    কেও প্রশ্ন তুলতেই পারেন ন্যাড়া হয়ে কেন এতবার বেলতলায় গেলাম যদি ইসলামিক দেশ পছন্দই  না হয়। আমার কাছে উত্তর খুব সোজা। টাকার জন্যে। সেরকম দরকার পড়লে আবার যাবো  পছন্দ হোক বা নাহোক কারণ আমার কাজের ফিল্ড টাই এমন এই দেশগুলোতে প্রজেক্ট বেশি। আর ধর্ম বা পছন্দ অপছন্দ মাড়িয়ে কি দানাপানি জুটবে ? আমার তো জোটে না। 
     
    কিন্তু ভাবলাম কটা পার্সনাল অভিজ্ঞতা শেয়ার করেই যাই। এমনিতেও আমার লজ্জা কিসের ? আমি গর্বিত হিন্দু এবং মোদী সমর্থক। তাই আন্টি মুসলিম হওয়া আমার রাইটস । গল্পগুলো বিশ্বাস করা না করা আপনাদের হাতে। আমার কিস্যু আসে যায়না। 
     
    আর কোনো দেশে থাকার অভিজ্ঞতা অনেকটা ডিপেন্ড করে কিরকম সার্কলে মেশা হচ্ছে। আমি মিডল ইস্টে হোক কি অস্ট্রেলিয়ায় হোক - এমন বাঙালি ও দেখেছি যারা বাঙালি সার্কলে ছাড়া মেশেন না। ১৫-২০ বছর কাটিয়েও তাদের ৯০-% সার্কল সেই কলকাতার বাঙালি রাই এবং উইকেন্ড এ চা বা মদের সাথে মমতা আর মোদী। আর কোনো দুনিয়ার বিষয় নেই। 
     
    আমাকে কাজের সূত্রে অনেক ন্যাশনালিটির সাথে মিশতে হয়েছে বাধ্য হয়ে আর এমনিতেও নানারকম লোকের সাথে মিশতে আমাদের ভালোই  লাগে। সুতরাং অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে - অনেকটাই ভালো - কিছুটা খারাপও। সেসব নিয়ে কারোর সাথে কম্পিট  করারও ইচ্ছা নাই। প্রচুর বন্ধু হয়েছে পাকিস্তান শ্রীলংকা ইজিপ্ট এর এবং এখনো তাদের সাথে যোগাযোগ থাকে গেছে। 
     
    সেদিন কেও একজন আমার পোস্টের উত্তর বলেছিলেন নুপুর শর্মা ওসব না বললে নাকি কিচ্ছু হতোনা। হতেও পারে হয়তো -কে জানে। আমার তো এটাও মনে হয় পুরো ভিডিওটা শেয়ার করা দরকার সবার বোঝার জন্যে যে নুপুর শর্মা সম্পূর্ণ নিজের থেকে , উল্টোদিকের বক্তাদের কোনোরকম প্রভোকেশন বা মন্তব্য ছাড়াই হটাৎ করে প্রফেট কে পেডোফাইল বলেছিলেন নাকি উল্টোদিক থেকেও কথার পিঠে কথা চড়তে চড়তে কোনো রকম প্রভোকেশন ছিল  যার উত্তরে ওরকম হট হেডেড একটা স্টেটমেন্ট যার জন্যে এত্ত এত্ত দেশে ইসলাম ক্ষতরেমে হ্যায় রিঅ্যাকশন। 
     
    তবে আজকাল ইসলাম এর এতই সুক্ষ সব অনুভূতি যে কার কখন কিসে লেগে যায় বোঝা প্রফেট এরও অসাধ্য হতো হয়তো। 
     
    থাক কয়েকটা গল্প (বা গুল্প- মিথ্যে  তো বলতেই পারি। আমি যুধিষ্টির আবার কবে কোথায় ক্লেম করলাম ?)
     
    কাতারে  থাকার সময় নন-মুসলিম দের মদ খাওয়ার লাইসেন্স নিতে হতো। একটাই সরকারি দোকান থেকে সেটা দেখিয়ে কোটা থেকে কেনা যেত। মুসলিম দের লাইসেন্স দিতো না। আমার প্রচুর পাকিস্তানী এজিপ্টিয়ান বন্ধু ছিল এবং আছে কাজের সূত্রে অমার বাড়িতে তারা বহুবার এসেছে ফ্যামিলি নিয়ে & ড্রিংক করেছে। ভালো সার্কল ছিলো। 
     
    এবার আমার ছোট মেয়ে যখন হবে , আমার স্ত্রী ইন্ডিয়ায় এসে ছিলেন কয়েক মাস ওনার বাবা মায়ের কাছে - একটু ভালো সাপোর্ট পাওয়া যাবে এই জন্যে। ওখানে একা ঠিক আমরা ভরসা পাচ্ছিলাম না। তারপর তখন প্লান্ট কমিশনিং চলছে - আমাকে লম্বা সময় থাকতে হয় অফিসে। 
    তখন উইকেন্ডে মাঝে সাঝে একটু ব্যাচেলর পার্টি হতো আর বলে গিয়ে একটূ বেশিই পান হয়ে যেত। 
     
    ত একদিন জুরাসিক পার্ক -২ন্ড পার্ট না ৩র্ড পার্ট ভুলে গেছি- সেই সিনেমাটা দেখছি সবাই ঘরে বসে আর মাল খাওয়া চলছে। তারপর সবাই মিলে আলোচনা করছি কিভাবে ডাইনোসর থেকে ম্যামালস রা এভল্ভ করলো - সাইন্স কি আশ্চর্য জিনিস। তো একজন এজিপ্টিয়ান কলিগ হটাৎ খচে গিয়ে বলে এগুলো সব ভাট। সব প্রাণীকে আল্লাহ বানিয়েছে- জেনেসিস এ সব আছে। এই নিয়ে তর্কাতর্কি হতে হতে সে আমাদের বলছে আমরা যেহেতু ননমুসলিম -এসব বোঝার বুদ্ধি আমাদের নেই - তাই ওসব সাইন্স নিয়ে ভাট মারি। তখন সবারই একটু চড়ে আছে। আমিও খচে গিয়ে বলেছি এতো ইসলামে ভক্তি থাকলে কেন মাল খাচ্ছে আমাদের সাথে বসে। সে মাল সোজা বেরিয়ে গিয়ে পরদিন অফিসে আমার নামে ব্ল্যাসফেমি চার্জ লাগিয়ে কমপ্লেন ঠুকে দিয়েছে। আমাকে রীতিমতো ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছিল কয়েক সপ্তাহ। জাস্ট তখন কমিশনিং এর ক্রিটিকাল স্টেজ - তাই রিটেন আপলোজিতে ব্যাপারটা মিটে গেল। নাহলে জেল থেকে চাকরি নট -অনেক কিছুই হতে পারতো। 
     
    অলমোস্ট সেম জিনিস। নাইট শিফটে একটা কেনিয়ান অপারেটর কাজ ছেড়ে কন্ট্রোল রুমে বসে উত্তাল লেকচার দিচ্ছে যেহেতু আল্লাহ আদম এর পাঁজর থেকে ইভকে বানিয়েছেন - তাই মেয়ে রা কখনোই ছেলেদের একুয়াল নয়। পার্টস ক্যান্ট বি একুয়াল টু হোল থিং। দুর্দান্ত ম্যাথস-কোন সন্দেহ নেই। কিন্তু এই লেকচারের ঠেলায় সে একটা ওয়াক্স ট্রেন স্টিম ফ্লাশিং করার ছিল সেটা ভুলে গেছে। পুরো ট্রেন ব্লকড। সেটা র জন্যে তিনদিন প্রোডাকশন লস। আমি ব্যাপারটা জেনে যেই মাল টাকে ঝেড়েছে সে যথারীতি আমার নামে গিয়ে সেম চার্জ লাগিযেছে। তবে এবার আমার লাকটা ভালো ছিল। প্রোডাকশন ম্যানেজার ছিল একটা ব্রিটিশ। সে পুরো জিনিসটা জেনে আমাকে বাঁচিয়ে দিয়েছিলো। 
     
    তখন ছুটি নিয়ে বাড়ি আসতে হলে কোম্পানি থেকে একটা এপ্রুভাল লেটার লাগতো (ইটা ২০০৫-০৭ এর টাইম এর কথা -এখন কি হয় জানিনা)। রামাদানের সময় একবার বাড়ি আসবো বলে সেই চিঠিটা আনতে সকালে অফিসে গেছি। এইচ আর এ বসে ছিল একটা কাতারি। সেদিন রাত্তিরে ফ্লাইট - তখন ও সে চিঠিটা রেডি করেনি। আমি তাড়া লাগাতে উল্টে আমাকেই তুমুল ঝেড়ে দিলো যে রামাদানের উপোসের সময় এসব ছোটোখাটো জিনিস নিয়ে আমরা ইন্ডিয়ান গুলো সারাক্ষন বিরক্ত করে মারি ওদের। যথারীতি তাঁকে হাতে পায়ে ধরে সামলে চিঠিটা আমাকে জোগাড় করতে হলো কারণ নাহলে ফ্লাইট টা আমার মিস হবে। 
     
    দোহাতে একটা বন্ধুর বাড়ি গেছি ফ্রাইডে তে দুপুরে। বড়ো এপার্টমেন্ট কমপ্লেক্স। গাড়ি ঢুকতে গেলে সিকিউরিটি গেট খুলে দেয়। সেদিন সিকিউরিটি ছিল একটা পাকিস্তানের লোক। সে গেট লক করে নামাজ পড়তে চলে গেছে। এদিকে হটাৎ বন্ধুর বৌয়ের এপেন্ডিক্সের ব্যাথা উঠেছে। গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে গিয়ে দেখি গেট লকড। সে ফিরলো প্রায় এক ঘন্টা পরে। ততক্ষন পুরো এপার্টমেন্ট এর কেও গাড়ি বের করতে পারছে না। ফেরার পরে তাকে খেপে গিয়ে আমরা বলেছি কেন এরকম গেট লক করে চলে গেছে - সে যেই দেখেছে অবস্থা বেগতিক - সঙ্গে সঙ্গে চেঁচামেচি জুড়ে দিয়েছে যে আমরা নন-মুসলিম। আমরা নামাজের ভ্যালু কি করে বুঝবো। ওর হৈচৈ শুনে রাস্তায় নামাজ ফেরতা লোক জড়ো হতে শুরু করেছে আর পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেলো। আমরাই তখন গালাগাল খাচ্ছি। কোনোমতে হাতজোড় করে ওর বৌকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমরা একা থাকলে পিঠে দুঘা পড়া  বা আরো কিছু হতেই পারতো। 
     
    আমার কলিগ এর স্ত্রীকে একটা আরব নেবার সেক্সউয়ালী হ্যারাস করেছিল যখন ছেলেটি কয়েকদিনের বিজনেস ট্রিপে ছিল। পুলিশ কেস হয়েছিল। জাস্ট দুমাসের মধ্যে ভদ্রলোক কে চাকরি ছাড়িয়ে ফ্যামিলি সমেত ইন্ডিয়ায় ফেরত পাঠানো হয়। সেই কেস কি হলো আল্লাই জানেন। 
     
    কালকে বড়ো স বলছিলেন রিচ দেশগুলোতে নাকি ডোমেস্টিক ভায়োলেন্স কম। হবে হয়তো। আমাদের অভিজ্ঞতা আলাদা। আমাদের প্রতিবেশী ছিল প্যালেস্টিনিয়ান & ইজিপ্টিয়ান। আমার স্ত্রীর সাথে ওই মহিলাদের বেশ বন্ধুত্ব হয়ে গেসলো। স্ত্রীর থেকেই অনেক কিছু শুনেছি ঠিক বলার মতো নয়। যখন ছমাস আমার স্ত্রী ইন্ডিয়ায় ছিলেন ছোট মেয়ের ডেলিভারির জন্যে , অনেকবার রাতে চিৎকার চেঁচামেচি ব্যা কান্নার আওয়াজ পেয়েছি। কিন্তু তদ্দিনে অফিস এর ঝামেলা গুলোর পরে আর থানা পুলিশ করার এপেটাইট আমার ছিলোনা। 
     
    নাইট শিফটে কাজ করার সময়  আরব কলিগরা আমাদের বোঝাতো মেয়েদের কিভাবে জুতোর তলায় রাখা উচিত। নাহলে মাথায় চড়ে বসে। যদ্দুর মনে পড়ছে ৩০-৩২ জন আরব অপারেটর দের মধ্যে ১৪-১৫ জনের পলিগ্যামি ছিল। রীতিমতো অফিসে আলোচনা হতো কার কটা বিয়ে করার আর কটা বাচ্চার প্ল্যান। ব্যতিক্রম আছে নিশ্চয়। দুর্ভাগ্যক্রমে আমার গ্রূপের মধ্যে তাদের দেখিনি। 
     
    কুয়েতে একদিন বিকেলে আমাদের এপার্টমেন্ট কমপ্লেক্সে পার্কিং কয়েকটা আরব টিন এজার গাড়ি রেভ করছে। আমি তখন অফিসে - পরে বৌয়ের থেকে গল্প শুনেছি। প্রচন্ড আওয়াজ হওয়াতে বিল্ডিং ম্যানেজার - তিনি একজন কেরালাইট তাঁদেরকে গিয়ে বারণ করেছেন । তাপ্পর কি কথা কাটাকাটি হয়েছে জানিনা -বৌ তিনতলার জানলা দিয়ে দেখেছে দূর থেকে ওনাকে মাটিতে ফেলে পেটাচ্ছে। ভদ্রলোক সেদিন রাতে হসপিটালে মারা যান। রাতে পুলিশ আসে। পরে যদ্দুর শুনেছি কারোর কিচ্ছু হয়নি। ওটাকে ডেথ ডিউ টু হার্ট ফেলিওর বলে চালানো হয় আর বডি ইন্ডিয়ায় পাঠানো হয়। .
     
    মিডিয়া ফ্রিডম বলে কিস্সু ছিল না তখন- এখনো নেই। সুতরাং এই যে ঘটনাগুলো সবগুলো আমার নিজের সাথে ঘটা বা দেখা। কানাঘুষোয় আরো অনেক কিছুই শোনা। ওখানে যেসব ইন্দোনেশিয়ান/ফিলিপিনো /ইন্ডিয়ান / নেপালি গরিব মেয়েরা হাউস মেড হয়ে কাজ করতে যায় তাদেরকে রীতিমতো টর্চার করা হয়। তাদেরকে কোনো রকম লিগ্যাল সাপোর্ট 
    দেয়না তাদের এম্বাসি গুলো। জাস্ট চেপে যাওয়া হয় নেহাত খুনোখুনি অবধি না গড়ালে। বেশ কিছু ঘটনা শোনা কানাঘুষোয়। কিন্তু কারোর কিছু করার নেই। 
     
    যাকগে -অনেক মহাভারত লিখে ফেললাম। 
     
     
  • lcm | ০৪ জুলাই ২০২২ ০৩:৪৯505827
  • apu | 223.19.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৩:৩৯505826
  • আরআমার দাবার তালিকায় গেল ?তন্ন তন্ন করে
    খুজে ও পেলাম নাতো!!
    একী শিয়ার চক্রান্ত ?? 
  • Apu | 223.19.***.*** | ০৪ জুলাই ২০২২ ০৩:২৫505825
  • এ কী ,রে ভাই যোষিতা দি ,কেসি কেএকের পর এক এক নাম্বারের প্রশ্ন কএ যচ্ছে 
     আর আমাদের প্রবীন কেসি ক্দম ব্যাটের মাঝ্খান দিয়ে  বিষক্ত ইয়্কর্ড গুলো 
    খেলে  দিচ্ছেন অবলীলাক্রমে কেয়া পার্ফর্ম্যাম্নস 
     হ্যায় গুরু জি smileylaughheart
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:3daa:90ad:314c:***:*** | ০৪ জুলাই ২০২২ ০২:৩২505824
  • পারস্য ভাষায় সুফি কবিতা পড়তে চাইলে আত্তরের কনফারেন্স অফ বার্ডস দেখতে পারেন। আমি পারস্য ভাষা জানিনা। কিন্তু অনুবাদে রুমির চেয়ে আত্তর আমার বেশী ভাল লেগেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত