এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 89.58.***.*** | ২৫ জুন ২০২২ ০০:৫৩505252
  • লেফটের দিকে অনেকেই বোঝেনা যে আমেরিকাতে টু-পার্টি সিস্টেম চলে। এর মধ্যেই চুজ করতে হবে। বার্ণী স্যান্ডার্স কেন নমিনেশান পেলেন না, তাই গোঁসা করে ঘরে বসে থাকলে যা হবার সেসব এখন হচ্ছে। আরো হবে। টমাস তো অলরেডী ম্যারেজ ইকুয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেই দিয়েছে। অলরেডী বিগত দুই সপ্তাহে গান ল, মিরান্ডা রাইটস, রিলিজিয়স চার্টার স্কুলে পাবলিক মানি নিয়ে ডিসিশান এসেছে। আরো মারাত্মক সব ডিশিসান আসবে। মনে হচ্ছে এনভায়রনমেন্ট নিয়েও কিছু ডিসিশান আসবে আগামী কয়েক মাসে।

    টেক্সচুয়ালিজমকে এরা এখন সুবিধার্থে ব্যবহার করছে। পরে আবার প্রয়োজন মতন উল্টোদিকেও হাঁটবে।

    ওদিকে ২০২৪এ কিছু জিওপি কন্ট্রোল্ড সুইং স্টেটে ইন্ডিপেন্ডেন্ট ইলেকটর ব্যবহার করা যায় কিনা, সেসব দেখা হচ্ছে। শোনা যাচ্ছে সুপ্রীম কোর্টে কিছু সমর্থকও আছে। তাহলে তো মোটামুটি ২০২৪ এ ট্রাম্পের ফেরা শিওর হয়ে যাবে, ইলেকশানের রেজাল্ট যাই হোক।
  • s | 100.36.***.*** | ২৫ জুন ২০২২ ০০:২১505251
  • "সুপ্রীম কোর্টের কনজারভেটিভ সুপার মেজরিটির জন্য একা ট্রাম্পকে বলে কি হবে? ডেমরাও কম করেনি। আঙ্কল থমাসকে কনফার্ম করার সময় অ্যানিটা হিলকে অপদস্থ করায় আঙ্কল জো একটা বড় ভূমিকা রেখেছিল। এখনো ফিলিবাস্টার তাড়িয়ে দিয়ে কোর্ট প্রোগ্রেসিভ জাস্টিস দিয়ে ভর্তি করার কোন উৎসাহ ডেমরা দেখাচে না। এদিকে পরের ইলেকশন ট্রাম্প জিতবে। "
    তারপর অনেক জল গড়িয়েছে। আজকের এই সুপ্রীম কোর্টের জন্যে দায়ী বুশ এবং ট্রাম্পের ইলেকশন। ইন ফ্যাক্ট, লিবারাল তথা প্রেগ্রেসিভরা জুডিশিয়াল ব্রাঞ্চকে কোনোদিন গুরূত্ব দেয় নি, যদিও ব্রাউন, রো আর ওবেরফেগাল - এই তিনটে ল্যান্ডমার্ক কেসের জন্যে জুডিশিয়ারি দায়ী। অন্যদিকে ইভান্জেলিকালরা ২০১৬ এ নাক টিপে ট্রাম্পকে ভোট দিয়েছিল শুধুমাত্র সুপ্রীম কোর্টের কথা ভেবে। আর প্রোগ্রেসিভরা অনেকেই ট্রাম্প ক্লিন্টনের চেয়ে কত আর খারাপ হবে ভেবে বাড়িতে বসে ছিল। তার ফল আজ পাওয়া যাচ্ছে।
    ফিলিবাস্টার উঠিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও একটা ভুল ধারণা। সুপ্রীম কোর্ট ছাড়াও সেনেটের আর একটা কাজ হচ্ছে সমস্ত ফেডেরাল অ্যাপেলেট কোর্ট আর সার্কিট কোর্টের জন্যে জাজ অ্যাপ্রুভ করা। ২০১৩ এ সেনেট মেজরিটি লিডার হ্যারি রিড রিপাব্লিকান দের ক্রমাগত ফিলিবাস্টারে বিরক্ত হয়ে সুপ্রীম কোর্ট ছাড়া আর সব কোর্টের জন্যে ফিলিবাস্টার উঠিয়ে দিয়েছিলেন। তাতে বেশ কিছু ওবামা জাজ নমিনেট হলেও তারপর শয়ে শয়ে ট্রাম্প জাজ অ্যাপ্রুভ হয়েছে। ৯৯% কেস সুপ্রীম কোর্টে পৌঁছায় না। এখন অ্যাপেলেট আর সার্কিট কোর্টে যেসব জাজ আছে তাদের অনেকের একমাত্র বোনা ফিডে হচ্ছে তারা ফেডেরালিস্ট সোসাইটি অ্যাপ্রুভড। লিবারাল বা প্রোগ্রেসিভরা কি এই অব্স্থা দেখে জুডিশিয়ারির কথা চিন্তা করে ভোট দেবে?
    গতকালের মিরান্ডা রাইটস ও প্রায় শেষ।

    "দুই, এই ওপিনিয়নের মোটামুটি যা বক্তব্য তা হলোঃ সংবিধানে যদি কোনও রাইট্স স্পেসিফিকালি মেনশন করা না থাকে, তাহলে সেইটা কোনও রাইটসই নয়। এখন এইধরনের চিন্তাভাবনা খুবই সমস্যার। কারণ এই একই যুক্তি দেখিয়ে এরপরে অনেক অধিকারই ছিনিয়ে নেওয়া যাবে।"
    এই ব্যাপারটা একটা জুডিশিয়াল ফিলসফি, যাকে ওরিজিনালিস্ট পোজিশন বলে। এর একস্ট্রিম ভার্শন হচ্ছে টেক্স্ট্চুয়ালিস্ট। মানে সংবিধানে যা লেখা নেই, তা সাংবিধানিক নয়। এর সবথেকে বড় সাব্স্ক্রাইবার ছিলেন লেট জাস্টিস স্কালিয়া। আর এখন জাস্টিস টমাস, অ্যালিটো আর গরসেচ। এমনিতে ব্যাপার্টা অ্যাকাডেমিয়া আর সেমিনার, পাবলিকেশানে থাকলে অসুবিধে নেই কিন্তু ডেইলি লাইফে এই ফিলসফি নিয়ে চললে অসুবিধে আছে। তাও স্কালিয়ার একটা প্রিন্সিপল ছিল। টমাস আর অ্যালিটো পুরোপুরি পলিটিকাল হ্যাক।
     
  • S | 2405:8100:8000:5ca1::22:***:*** | ২৪ জুন ২০২২ ২৩:০৭505250
  • সব সুপ্রীম কোর্টই খেল দেখাচ্ছে। এসব হওয়ারই ছিলো। ইলেকশানস হ্যাভ কনসিকুয়েন্স।
  • | ২৪ জুন ২০২২ ২৩:০২505249
  • এবং জাকিয়া জাফরির কেস ডিস্মিস হয়েছে। 
  • S | 2405:8100:8000:5ca1::8b:***:*** | ২৪ জুন ২০২২ ২২:৩৮505248
  • রো ভি ওয়েড ডিসিশান উল্টে দিলো সুপ্রীম কোর্ট। নেকস্ট টার্গেট মনে হয় ম্যারেজ ইকুয়ালিটি।
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৭:২৫505247
  • Medanta te bhorti hobar kotha
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৬:৫০505245
  • উৎসাহী কেউ সাড়া দিলে তখন ডিটেল জানাব। 
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৬:৫০505244
  • গুরুতে প্রচুর সাহায্যপ্রবণ মানুষ আছে তাই এখানেই লিখলাম। 
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৬:৪৮505243
  • ওরা কোলকাতা থেকে আজই দিল্লি চলে গেছে।
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৬:৪৭505242
  • ওর সঙ্গে ওর মেয়ে আছে, মেয়ে ডোনার। অপারেশনের পর একটু সাহায্য লাগবে। ভদ্রলোক বিপত্নীক।
     
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৬:৪৩505241
  • দিল্লিতে আমার এক পরিচিতের লিভার ট্রান্সপ্লান্ট হবে কাল বা পরশু। তার সঙ্গে দেখাশোনার জন্য সঙ্গে কেউ নেই। এখানে সহৃদয় দিল্লিবাসী কেউ আছেন কি যিনি একটু খবরাখবর নিতে পারবেন? লোকবল চাই।
  • kc | 188.236.***.*** | ২৪ জুন ২০২২ ১৫:৩৮505240
  • বোধিসত্ত্ব 
  • kc | 188.236.***.*** | ২৪ জুন ২০২২ ১৫:২৩505239
  • মিহির সেনগুপ্তের 'টাঁড় পাহাড়ের পদাবলী' বইটায় কপিরাইট ইত্যাদি প্রভৃতি লেখা পাতাটায় একজন 'বোধিসত্ব দাশগুপ্ত'র নাম ছাপা রয়েছে দেখলাম। ইনি কি আমাদের ..... ?
  • | ২৪ জুন ২০২২ ১৪:২৮505238
  • 'নদু গদু'  টার্মটা হেব্বি পছন্দ হল smiley
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৪:১৩505237
  • জো চাচা বাঁচবেন মনে হয় ফুল টার্ম?
  • S | 2405:8100:8000:5ca1::***:*** | ২৪ জুন ২০২২ ১৪:০৮505236
  • এখনকার পরিস্থিতি থাকলে দাঁড়াবে তো বটেই। তবে এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। পলিটিকালি ভাবলে আমার মতে এইমুহুর্তে রিপাব্লিকানদের বেস্ট ক্যান্ডিডেট ফ্লোরিডার গভর্ণর রন ডিস্যান্টিস। কিন্তু খুব ইয়ং। ফলে হয়তো ভীপের টিকিট পাবে। আমার মনে হচ্ছে মিডটার্মের পরে ইলেকশান রুলের প্রচুর অদলবদল করবে রিপাব্লিকান কন্ট্রোল্ড সুইং স্টেটগুলো।
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১৩:৫৮505235
  • ও দাঁড়াবে ২০২৪এ?
    কমলাদি হয়ত দাঁড়াবেন।
  • S | 2405:8100:8000:5ca1::78:***:*** | ২৪ জুন ২০২২ ১৩:৫৩505234
  • ২০২৪এ ট্রাম্প যদি ইলেক্শান হেরে যায় তখন কোর্ট আসল কাজটা করবে।
  • যোষিতা | ২৪ জুন ২০২২ ১২:৫০505233
  • পরবর্তী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?
  • এগিয়ে বাংলা | 37.252.***.*** | ২৪ জুন ২০২২ ১২:৩৯505232
  • প্রতি বছর গ্রীষ্মে রাজ্যবাসীর মধ্যে বিয়ারের চাহিদা তুঙ্গে থাকে। দাবদাহে স্বস্তি পেতে সুরাপ্রেমীরা গলা ভেজাতে বেছে নেন ঠান্ডা বিয়ার। ব্যতিক্রম নয় এ বছরটিও। বরং এ বছরে রেকর্ড বিয়ার বিক্রি হয়েছে। মার্চ, এপ্রিল, মে— চলতি বছরের এই তিন মাসেই বিয়ার বিক্রির ৬৫০ কোটি টাকা এসেছে আবগারি দফতরের ঘরে।  

    https://www.anandabazar.com/lifestyle/west-bengal-witnesses-record-sale-of-beer-in-summer-dgtl/cid/1352533
  • dc | 2401:4900:1f2b:f4b3:991:a6aa:67da:***:*** | ২৪ জুন ২০২২ ১২:৩৬505231
  • সাধে কি কবি বলেছিলেন, দুনিয়ার সুপ্রিম কোর্ট এক হও, চোখের পট্টি ছাড়া তোমাদের হারনোর কিছু নেই? 
  • dc | 2401:4900:1f2b:f4b3:991:a6aa:67da:***:*** | ২৪ জুন ২০২২ ১২:৩৫505230
  • আজ বড়ো আনন্দের দিন। আজ আমাদের সুপ্রিম কোর্ট আমাদের সবার প্রিয় প্রধানসেবককে ফাইনাল ক্লিন চিট দিয়ে দিয়েছে। ক্লিন চিট মানে জানেন না? মানে একদম ক্লিনলি চিট আর কি। দিকে দিকে গৌমাতাদের জয়দ্ধনি শোনা যাচ্ছে। অগ্নিবীররাও এলো বলে। লতপত, লতপত, অগ্নিপথ।  
  • politician | 2603:8001:b143:3000:c9bb:4141:7cd:***:*** | ২৪ জুন ২০২২ ০৯:৫৪505229
  • সুপ্রীম কোর্টের কনজারভেটিভ সুপার মেজরিটির জন্য একা ট্রাম্পকে বলে কি হবে? ডেমরাও কম করেনি। আঙ্কল থমাসকে কনফার্ম করার সময় অ্যানিটা হিলকে অপদস্থ করায় আঙ্কল জো একটা বড় ভূমিকা রেখেছিল। এখনো ফিলিবাস্টার তাড়িয়ে দিয়ে কোর্ট প্রোগ্রেসিভ জাস্টিস দিয়ে ভর্তি করার কোন উৎসাহ ডেমরা দেখাচে না। এদিকে পরের ইলেকশন ট্রাম্প জিতবে। 
     
    আকবা। 
  • S | 2405:8100:8000:5ca1::2d:***:*** | ২৪ জুন ২০২২ ০৯:৫০505228
  • সুপ্রীম কোর্টের কনজার্ভেটিভ জাস্টিস স্যামুয়েল অ্যালিটো ড্রাফ্ট ওপিনিয়্নটা লিখেছেন। সেটা লীক হওয়ার পরে এক্সপার্টদের কিছু মন্তব্য এদিক সেদিক দেখছিলাম। দুটো সমস্যা আছে।

    এক, জাস্টিস অ্যালিটো কমন লয়ের দুশো তিনশো বছর পুরোনো কিছু প্রিসিডেন্স ব্যবহার করেছেন বেশ র‌্যান্ডমলি এবং চেরী পিক করে। মুশকিল হল যে দেশে কমন ল প্রতিষ্ঠা হয়েছিলো, তারা এইসব হাবিজাবি কাজ বন্ধ করে দিয়েছে বহুকাল হলো।

    দুই, এই ওপিনিয়নের মোটামুটি যা বক্তব্য তা হলোঃ সংবিধানে যদি কোনও রাইট্স স্পেসিফিকালি মেনশন করা না থাকে, তাহলে সেইটা কোনও রাইটসই নয়। এখন এইধরনের চিন্তাভাবনা খুবই সমস্যার। কারণ এই একই যুক্তি দেখিয়ে এরপরে অনেক অধিকারই ছিনিয়ে নেওয়া যাবে।
  • s | 100.36.***.*** | ২৪ জুন ২০২২ ০৯:৩২505227
  • ধর্মের দোহাই দিয়ে নয়। এই দেশে অ্যাবর্শানের রুলিং প্রথম থেকেই খুব একটা স্টেবল নয়। ১৯৭৩ এ সুপ্রীম কোর্ট অ্যাবর্শানকে লিগাল ঘোষণা করে। সেই সময় অনেক রাজ্যে অ্যাবর্শান ইল্লিগাল ছিল। এই রুলিং এর বেসিস ছিল প্রাইভেসি। মানে আমেরিকার কন্সটিউশন সবাইকে তাদের বডিলি অটোনমি দিয়েছে। সেটা তাদের ব্যাক্তিগত অধিকার। তাই অ্যাব্র্শান বিরোধী সব আইনকে অসাংবিধানিক বলে ধরা হল।
    এতে করে সমস্ত ক্যাথলিক আর ইভান্জেলিকাল ক্রিশ্চান গ্রুপ গেল ক্ষেপে। আর এরা পলিটিকালি খুব অ্যাকটিভ। অনেকেই অ্যাবর্শানের প্রশ্নে ওয়ান ইস্যু ভোটার। মানে দুনিয়া রসাতলে গেলেও এরা অ্যাব্র্শানের বিরোধিতায় একজোট হয়ে ভোট দেবে। গত পঁচাশ বছর ধরে এরা মোটামুটি রিপাবলিকান দের সাপোর্ট করে এসেছে এবং ফাইনালি সুপ্রীম কোর্টে সুপার মেজরিটি কনজার্ভেটিভ জাস্টিস আনা গেছে,থ্যান্ক্স টু ট্রাম্প। এই জাস্টিসদের মতে অ্যাব্র্শানের অধিকার প্রাইভেসি ঢাকা যাবে না। তাই কোনো স্টেট যদি অ্যাবর্শানকে ইল্লিগাল বলে আইন বানায়, তা সংবিধান স্বীকৃত। এইবার সব রিপাবলিকান লেড স্টেট অ্যাবর্শান ইল্লিগাল বলে আইন পাশ করবে। এখন মিসিসিপি থেকে কেউ চাইলে ক্যালিফোর্নিয়া আসতেই পারে অ্যাবর্শানের জন্যে, কিন্তু মুশ্কিল হবে অর্থনৈতিক এবং রেশিয়ালি পিছিয়ে পড়া মহিলাদের। রিপাব্লিকান পলিটিশিয়ান কি বিসনেসম্যানরা তাদের মিস্ট্রেসদের ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কে এনে অ্যাবর্শান করানোর কোনো অসুবিধা হবে না।
  • Amit | 121.2.***.*** | ২৪ জুন ২০২২ ০৯:০৯505226
  • ধর্মের দোহাই দিয়ে এই যুগে এবরশন রাইটস বাতিল করা মানে প্রায় তালিবান লেভেলের এক্সট্রিমিজম। 
  • s | 100.36.***.*** | ২৪ জুন ২০২২ ০৮:৪০505225
  • কাল বেরোবে গত পঞ্চাশ বছরের মধ্যে সেরা ব্লক বাস্টার। রো ভি ওয়েড বাতিল। আমেরিকার প্রায় আর্ধেক স্টেটে অ্যাবর্শান ইল্লিগাল হয়ে যাবে। দুদিন আগে থেকে সুপ্রিম কোর্টের চারপাশে ব্যারিকেড লাগানো চলছে। সাধারণ লোকেদের ঢোকা বন্ধ। 
  • S | 2405:8100:8000:5ca1::2b:***:*** | ২৪ জুন ২০২২ ০৮:২৭505224
  • S | 2405:8100:8000:5ca1::2b:***:*** | ২৪ জুন ২০২২ ০৮:১৮505223
  • আম্রিগার সুপ্রীম কোর্ট শেষ কয়েক সপ্তাহে বেশ অনেকগুলো রুলিং দিয়েছে যেগুলো খুবই চিন্তার। আমার ধারণা আগামী কয়েক মাসে এরকম জিনিসপত্তর আরো কিছু আসছে। আম্রিগাকে গ্রেট বানিয়েই ছাড়বে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত