এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ১০:৫২493996
  • আমি একজনকে জানি তাকে পাঁচশ কি হাজার ডলার দিতে হত। বাঙালী জনতা (সেই রকম জনতা যে পারলে ওয়ালমার্ট থেকে বাসন কিনে অষ্টাশি দিন ব্যবহার করে ঊননব্বই দিনে ফেরত দেয়) মান্থলি পেমেন্টে গেল, বলল মাসে পঁচিশ ডলারের বেশি কোনো মতে দিতে পারব না। প্রথমে বলেছিল মাসে পাঁচ ডলার, সেখান থেকে দরাদরি করে পঁচিশ পর্যন্ত ওঠে। হাসপাতাল শেষ পর্যন্ত বিলটা মুকুব করে দেয়, পঞ্চাশের কমে ওদের পোষায় না বলে।
  • Abhyu | 47.39.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ১০:৪৮493995
  • এবারে ব্যাপার হল, কারো কারো হাই ডিডাক্টেবল প্ল্যান থাকে। তাকে ঐ একবার হাসপাতালে যাবার জন্যে ছয় হাজার ডলার বিল পকেট থেকে দিতে হতে পারে। ইমার্জেন্সী রুমে অন্য রেটে চার্জ হয় (বলে শুনেছি) আর তারপরে যদি সেই হাসপাতাল নেটওয়ার্কের বাইরে হয় তো হয়েই গেল। এমনকি হাসপাতাল নেটওয়ার্কে কিন্তু ডাক্তার নেটওয়ার্কের বাইরে - তাতেও সেই জ্বালা।

    শুনেছিলাম হাসপাতালে একবার একজনের একটা টাইলিনলের জন্যে দশ ডলার চার্জ করেছিল। স্যামস ক্লাবে দশ ডলারে চারশটা টাইলিনল পাবেন।
  • lcm | ১২ জানুয়ারি ২০২২ ১০:৩৪493994
  • আমার আপিসের একজনের কাছে শুনেছিলাম, তার শ্বশুরবাড়ির একজনের কেস। তিনি চাকরি করতেন এবং এমপ্লয়ার প্রোভাইডেড হেল্থ ইন্সিওরেন্স ছিল। একটি গুরুতর অপারেশন হয় যাতে করে শেষমেশ ওনার নিজের ঘাড়ে ১ লাখ ডলারের বিল এসে পরে, আসল বিল আরও অনেক বেশি কিছু হয়েছিল।  উনি তখন এক বন্ধু লইয়ারের কাছে যান। তিনি বলেছিলেন বিল পে কোরো না, ওটা আল্টিমেটলি হয়ত কালেকশন এজেন্সিতে যাবে, তারপর তোমার ক্রেডিট হিস্ট্রিতে যাবে, ৭ বছর হিস্ট্রিতে থাকবে, তারপর ভয়েড হয়ে যেমন অন্য ডেটের ক্ষেত্রে হয়। উনি তাই করেছিলেন, আর কিই বা করতেন। লইয়ার বন্ধু শুধু বলেছিলেন যে কর্তৃপক্ষ খুব চেষ্টা করবে ডেট রিডাকশন মান্থলি পেমেন্ট প্ল্যানে ঠেলে দেবার। ইন্টারেস্টিংলি, ওনার ক্ষেত্রে ক্রেডিট হিস্ট্রিতে ওটা রিপোর্টেড হয় নি। 
  • lcm | ১২ জানুয়ারি ২০২২ ১০:২০493993
  • বি,
    আর তুমি যে গল্পটা বললে, রাস্তার ধারে শুইয়ে রেখে চলে গেছে, এটা বোধহয় লিগ্যালি করতে পারে না, কি একটা ল/বিল আছে যে মেডিক্যাল ট্রিটমেন্ট কাউকে ডিনাই করা যাবে না। অবশ্য, অ্যাম্বুলেন্স এর ব্যাপারটা আলাদা হয়ত, ওটা অনেক সময়ই প্রাইভেট সার্ভিস। তাছাড়া, রাজ্যে রাজ্যে আইনের তফাৎ থাকতে পারে।
  • lcm | ১২ জানুয়ারি ২০২২ ১০:১৫493992
  • পলিটিশিয়ান,
    এখন বোধহয় সরকার থেকে একটা ইন্সিওরেন্স দেয় (ওবামাকেয়ার/বাইডেনকেয়ার), ঠিক ফ্রি না, ঐ মাসে চল্লিশ/পঞ্চাশ ডলার, এটা করেছে যাতে কভারেজ থাকে। এসব সত্ত্বেও ২০২১ সালে ৯% লোক আনইন্সিওরড ছিল। তাদের খুব মুশকিল।
    আসল প্রবলেম হল হাই কস্ট অফ মেডিক্যাল ট্রিটমেন্ট, ইন্সিওরেন্স থাকলেও এটা একটা গুরুতর সমস্যা, কি ধরনের ইন্সিওরেন্স তার ওপর পুরোটা নির্ভর করছে। যার জন্য যারা মোটা মেডিক্যাল বিলের জন্য দেনায় ডুবছে তাদের বেশির ভাগেরই ইনসিওরেন্স আছে, কিন্তু তার কভারেজে সব খরচ আসে নি।

    বি,
    রোড অ্যাক্সিডেন্টে এমার্জেন্সি সিচুয়েশনে আমার এক্সপেরিয়েন্স আলাদা - দুবার পড়েছি এমন অবস্থায়, অ্যাম্বুলেন্স তো আগে তড়িঘড়ি করে কাছাকাছি হাসপতালে নিয়ে গেল। যাবার সময় শুধু বলে গেল কোন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পুলিশকে অবশ্য ডিটেইলস দিতে হয়েছিল। অবশ্য বাড়িতে যখন অ্যাম্বুলেন্স এসেছিল তখন একদল লোক সঙ্গে এসেছিল, একজন ইন্সিওরেন্স ইনফরমেশন কালেক্ট করেছিল।
  • b | 14.139.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০৯:৫৯493991
  • আচ্ছা। তবে ঐ গল্পটা সত্যি। আমাদের এক সিনিয়র আমেরিকায় পড়তে যবার তিন দিনের মধ্যেই জে ওয়াকিং করতে গিয়ে গাড়ির ধাক্কা খান। রাস্তায় শুয়ে শুয়ে যখন কাতরাচ্ছেন, তখন অ্যামবুলেন্স আসে। ধরাধারি করে তুলতে তুলতে একজন প্যারামেডিক জিজ্ঞেস করে, আপনার ইনস্যুরেন্স আছে কি ? নেই শুনে আবার  ফুটপাথের ওপর শুইয়ে রেখে চলে যায় । 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:f421:fd96:ae60:***:*** | ১২ জানুয়ারি ২০২২ ০৯:৫৪493990
  • মেডিকেয়ার তো বুড়ো হলে। মেডিকেইড পেতে হলে নিজের নামে একটা লেভেলের বেশী টাকা থাকলে হবে না।
     
    আমেরিকায় মেডিক্যাল ডেট জনিত ব্যাংকরাপসির সংখ্যা বেশ বেশি। কোথায় যেন দেখলাম সব রকম ব্যাংকরাপসির মধ্যে এটাই সবচেয়ে বেশী।
  • lcm | ১২ জানুয়ারি ২০২২ ০৮:৩০493989
  • অমিত,
    ইন্সিওরেন্স থাকলে ওরা দিয়ে দেয়। আমার কয়েকবার এক্সপেরিয়েন্স হয়েছে, কিছু দিতে হয় নি।
    আর যাদের প্রাইভেট ইন্সিওরেন্স বা এমপ্লয়ার প্রোভাইডেড গ্রুপ ইন্সিওরেন্স নেই, তাদের সরকারি ফ্রি ইন্সিওরেন্স (মেডিকেইড, মেডিকেয়ারে...) কিছু থাকলে, ওরা কভার করে কস্ট।
    এটা ইন জেনারেল। এবার নানারকমের ইন্সিওরেন্স আছে, তার হরেকরকমের নিয়ম, এদিক ওদিক অন্য নিয়মও আছে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:f421:fd96:ae60:***:*** | ১২ জানুয়ারি ২০২২ ০৮:৩০493988
  • ইনসিওরেন্স থাকলে মোস্টলি দিতে হয় না। ওটা ইনসিওরেন্স কোম্পানী নিগোসিয়েট করে দেয়।
     
    ইনসিওরেন্স না থাকলে আপনার ঝাড় খাওয়ার প্রবল সম্ভাবনা।
     
    • Amit | 121.200.237.26 | ১২ জানুয়ারি ২০২২ ০৮:১০493986
    • তাহলে বাকী বিলটা কি নিজে দিতে হয় ?  সেটা তো বিশাল এমাউন্ট ? 
  • dc | 122.174.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০৮:২৬493987
  • আমরা দুজনেই প্রায় সুস্থ, সবাইকে ধন্যবাদ :-)
     
    দেখুন, শুধু মাস্ক পরলে আর হ্যান্ড স্যানিটাইজ করলে হবে না, সাথে হ্যাপি বার্থডেও গাইতে হবে। আমার স্ত্রী নিয়মিত হাত ধোবার সময়ে হ্যাপি বার্থডে গাইতো, কিন্তু বুধবার আমি ব্যাঙ্গালোর গেছিলাম, তাই সেদিন গাইতে ভুলে গেছে। ব্যস, ওমনি বেস্পতিবার ওমিক্রন ধরেছে। 
  • Amit | 121.2.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০৮:১০493986
  • তাহলে বাকী বিলটা কি নিজে দিতে হয় ?  সেটা তো বিশাল এমাউন্ট ? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:f421:fd96:ae60:***:*** | ১২ জানুয়ারি ২০২২ ০৮:০৭493985
  • ইনসিওরেন্স কোম্পানীর ব্যাপারটা দেখার মত। ইমারজেন্সি রুম হয়তো এক লাখ টাকা বিল করল। ইনসিওরেন্স কোম্পানি দেবে দশ হাজার ডলার বা আরো কম। 
     
    তাহলে এরা এমনি উল্টোপাল্টা বিল করে কেন? জাস্ট, যদিই দিয়ে দেয় সেই জন্য?
  • Abhyu | 47.39.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০৭:৪৭493984
  • হ্যাঁ। ইমার্জেন্সীতে গেলে ডাক্তার দেখবে, দেখবেই - ফেরাতে পারবে না। তারপরে ইন্সিওরেন্স থাকলেও দেড় দু মাস পরে এক্খানি পিলে-চমকানি বিল পাঠাবে। (সেটা না পাঠানোর চান্স কলকাতায় করোনা হবার চান্সের থেকে কম।)
  • Abhyu | 47.39.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০৭:৪৫493983
  • বিবেকানন্দ একবার অন্ধবিশ্বাসের কথা বলাতে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন - হয় বল বিশ্বাস নয় বল জ্ঞান। নইলে অন্ধবিশ্বাস চোখওয়ালা বিশ্বাস - এ সব আবার কি?
  • b | 117.194.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০৭:৪৪493982
  • আচ্ছা জেনারা আমেরিকায়  থাকেন :
    ওখানে এমার্জেন্সি মেডিকাল সিস্টেম কেমন? রাস্তাঘাটে দুর্ঘটনা হলে যদি হসপিটালে নিয়ে যায়, তার জন্যে কি পয়সা দিতে হয়? বা ইন্স্যুরেন্স থাকতে হয় ?
  • Ranjan Roy | ১২ জানুয়ারি ২০২২ ০৬:৫২493981
  • বিশ্বাস বনাম অন্ধবিশ্বাস
    -------------------------------
    যে তোমাকে মদ খাওয়াচ্ছে সে নিশ্চয়ই সঙ্গে কিছু চাট , নিদেনপক্ষে চানাচুর, খেতে দেবে--- এটা হল বিশ্বাস।
     
    কিন্তু যে চানাচুর খাওয়াচ্ছে সে মদও খাওয়াবে--- এরে কয় অন্ধবিশ্বাস‍।
     
    হিন্দি বলয়ের লোকোক্তি।
  • lcm | ১২ জানুয়ারি ২০২২ ০৫:৫১493980
  • আমেরিকান গ্রাম নিয়ে ভিডিও - হিন্দিতে
  • ইন্দ্রাণী | ১২ জানুয়ারি ২০২২ ০২:৩৮493979
  • রঞ্জনদা,
    আমাদের দেখা হবে নিশ্চয়ই কোনো এক ব‌ইমেলায়।

    অনেকেই অসুস্থ হয়েছেন যেটুকু পড়লাম। সকলের দ্রুত আরোগ‍্য কামনা করি।
  • সে | 2001:1711:fa42:f421:19d6:c498:59f4:***:*** | ১২ জানুয়ারি ২০২২ ০১:১৬493978
  • কোলকাতায় প্রচুর লোকের করোনা হচ্ছে। তবে এখন এই রোগের তেজ কমে গেছে শুনলাম। কোলকাতায় দূরত্ব রেখে রাস্তায় চলাফেরা করা অসম্ভব। কাপড়ের মাস্ক পরে অনেকেই। মাস্ক নিয়মিত বদলাতে হয়। এন৯৫ বা মেডিকেল মাস্ক পরা দরকার, এবং একই মাস্ক বারবার না পরা। সেটা যথেষ্ট খরচ সাপেক্ষ। সকলের পক্ষে সম্ভব না। মাস্ক কিন্তু বাইরের জীবানু ভেতরে আসা বিশেষ ঠেকায় না, ঠেকায় ভেতরের জীবানু বাইরে বের হওয়া। ফলে আক্রান্ত ব্যক্তি মাস্ক না পরলে বিপদ। এই ব্যাপারগুলো গত দু বছর ধরে সকলে মেনে চললে রোগটা হয়ত এত ব্যাপকভাবে ছড়াতো না। কিন্তু সকলের পক্ষে এত নিয়ম মানা সম্ভব নয়। তার ওপর ভ্যাকসিন হয় সকলে নিতে চায় না, নয় সময়মত পায় না। এগুলোও সমস্যা।
    ২০২০ সালে যারা পাড়ায় কারো করোনা হলে তার জন্য পুলিশ ডেকে আনত বা ধোপা নাপিত বন্ধ করত তারা নিজেরা এই রোগে আক্রান্ত হচ্ছে সেটাও দেখছি।
     
  • অর্জুন | 27.13.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০০:৩৮493977
  • আমরাও ডবল ভ্যাকসিনেটড। বাইরে বেরুলে দুটো মাস্ক পরি। প্রয়োজনে, অপ্রয়োজনে সব সময় সাবান দিয়ে হাত ধুচ্ছি। স্যানিটাইজর ব্যবহার করছি। 
     
    কিন্তু পাব্লিক ট্রান্সপোর্টে দূরত্ব বজায় রাখা এ দেশে একটা ইউটপিক কনসেপ্ট। এবার গীতাঞ্জলি, রাজধানীতেও দেখলাম মাস্কের ব্যবহার কম। এই যে দু হপ্তা আগে শান্তিনিকেতন থেকে ফিরলাম। যাওয়ার সময় যদিও মাস্ক পরতে দেখলাম। ফেরার সময় প্রায় কারো মুখে মাস্ক নেই। ট্রেনে থ্রিসিটার এখন  ফোর সিটার করে দিয়েছে। কিষাণ আন্দোলনে যে কদিন ছিলাম, মাস্কহীন ছিলাম বলা যায়। ওখানে মাস্ক ইস্যু করে 'আদার' হয়ে যেতে মন চায়নি। মনেও পড়েনি।  ওখানে অবশ্য গায়ে ঘেঁষাঘেঁষি ব্যাপার ছিল না। 
  • অর্জুন | 27.13.***.*** | ১২ জানুয়ারি ২০২২ ০০:২৪493976
  • @ডিসি, আপনি ও আপনার স্ত্রী আশাকরি ভাল আছেন। আমি আজ অনেক বেটার। আমার বাবাও সুস্থ। 
     
    আমার ছোটকাকার আজ পজিটিভ ধরা পড়েছে। কাকার মেয়ে তিন হপ্তার জন্যে অ্যামেরিকা থেকে দেশে এসেছে। কলকাতায় দু হপ্তার প্ল্যান ছিল। কাকা বেচারাকে অন্য ফ্ল্যাটে চলে আসতে হয়েছে একা। বোনও শুনলাম টিকিট এগিয়ে নিচ্ছে। 
  • সে | 2001:1711:fa42:f421:19d6:c498:59f4:***:*** | ১২ জানুয়ারি ২০২২ ০০:০৮493975
  • আগে প্রায় প্রত্যেক বছরই সিজনাল ফ্লু হতো। কিন্তু ২০২০ থেকে এখনও অবধি জ্বর পেটের অসুখ কিছুই হ্য় নি। করোনার জন্য যে সাবধানতাগুলো নেওয়া হচ্ছে সেগুলোর কল্যাণে অন্য রোগ টোগও হচ্ছে না।
  • সে | 2001:1711:fa42:f421:19d6:c498:59f4:***:*** | ১২ জানুয়ারি ২০২২ ০০:০০493974
  • আমাদের পরিবারের প্রত্যেকেরই তিনটে ডোজ ভ্যাকসিন নেয়া হয়ে গেছে গতবছর এবং এখনও পর্যন্ত কারোরই করোনা হয় নি। আমরা নিয়মিত মাস্ক পরি এবং বাইরে বের হলে দূরত্ব বজায় রাখি। তাছাড়া নিয়মিত সাবান দিয়ে হাত ধুই, সবসময় সঙ্গে স্যানিটাইজার রাখি ও তা ব্যবহার করি। বাইরে বের হলে অপ্রয়োজনে কোনও কিছুতে হাত দিই না। বাজার করার পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, বাড়ি ফিরেও হাত সাবান দিয়ে ধুই। 
  • Ranjan Roy | ১১ জানুয়ারি ২০২২ ২৩:২১493973
  • ডিসি বলিলেন-- উনার করোনা অর্ধাঙ্গিনীর সংস্পর্শে প্রাপ্ত। অতএব ইহা ভালবাসার দান।
    অথচ , আমার স্ত্রীর করোনা হোল, আমার হয়নি। তার মানে? তবে কি-- সন্দেহটা গভীর হোল। 
  • Ranjan Roy | ১১ জানুয়ারি ২০২২ ২৩:১৯493972
  • বইমেলা কি হচ্ছে?
     
    ডিসি সেরে উঠুন তাড়াতাড়ি। 
    একক ও ডিসি না থাকিলে গুরুতে 'লীলে পোষ্টাই হয় না'। ঠাকুর বলিয়াছেন।
  • Ranjan Roy | ১১ জানুয়ারি ২০২২ ২৩:১৭493971
  • আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরঃ
    দ্য পাওয়ার অফ দ্য ডগ সেরা ছবির পুরষ্কার পেয়েছে। 
     
    'সাইকলজি অফ মানি' কেউ পড়েছেন? এটা পড়ে ফের "থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো' পড়তে শুরু করেছি। সেবার হুড়মুড়িয়ে পড়েছি, তলিয়ে বুঝিনি এবং কিছুই রিটেইন করতে পারিনি।
    এবার খুঁটিয়ে পড়ছি। এর জন্য দায়ী অভ্যু ও যদুবাবুর সেই ডিপেন্ডেড প্রোব্যাবিলিটি, বেইজ থিওরেম ইত্যাদি। 
  • Abhyu | 198.137.***.*** | ১১ জানুয়ারি ২০২২ ২২:৩০493970
  • অ্যাঁ? কেসি নাকের ওপর ফোন নিয়ে ঘোরে??
  • kc | 188.7.***.*** | ১১ জানুয়ারি ২০২২ ২২:১৪493969
  • যাঁদের যাঁদের কোভিড হয়েছে বা হবে, ইনশাল্লাহ তাঁরা সবাই মাইনর সিম্পটমের উপর দিয়েই আরোগ্যের পথে এগিয়ে চলুন। ভ্যাকসিন থাকলে দেখছি হাল্কার উপর দিয়েই যাচ্ছে। আমার তিনবার হয়েছে, প্রথমবার যখন ভ্যাকসিন ছিলোনা, দ্বিতীয়বার ফার্স্ট ডোজের পর, এবার কিছুই গায়ে লাগলনা, তিনদিন প্যারাসিটামল খেলাম, ডাক্তারকে জিজ্ঞেস করেই। এখন তন্দুরস্ত। তবে মাস্ক বোধহয় যতদিন বেঁচে থাকব, পরব। ইদানিং নাকের উপর মাস্ক না থাকলে খালি খালি লাগে। ফোনের মতোই।
  • bodhisattvagc dasgupta | ১১ জানুয়ারি ২০২২ ২২:১১493968
  • ডিসি গুরু ভালো হয়ে যাও তাড়াতাড়ি।
  • অনামি | 223.226.***.*** | ১১ জানুয়ারি ২০২২ ২০:২২493967
  • তবে, বেলজিয়ান সাংবাদিকের বঙ্গযোগের সমাপতন এখানেই থামে না। ‘বেলজিয়ান’ শব্দটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলে সেটা ‘বেঙ্গলি’ হয়ে যায়, খেয়াল করেছেন কি! বাঙালিদের সঙ্গে বোধ হয় তাই এমন মধুর যোগ টিনটিনের।
     
    আজকের আনন্দবাজার এর নিবেদন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত