- aranya | 2601:84:4600:5410:14e4:f100:203b:5d16 | ০৪ জানুয়ারি ২০২২ ০২:২৩493393
- 'একজন্য আদ্যন্ত ধুরন্ধর, ধড়িবাজ, ক্ষমতালোভী এবং পাল্টি খাওয়ায় তুখোড় মানুষ '
- এর সাথে সাহসী, দেশপ্রেমী, ধর্মনিরপেক্ষ, দেশের স্বাধীনতার জন্য প্রাণের ঝুঁকি নেওয়া একজন মানুষ, এগুলো ও লিখবেন, নইলে সত্যের অপলাপ হবে @এলেবেলে
বেশ তো লিখব না হয়, আপনি যখন বলছেন। তবে কি না তার আগে আপনার 'সাহসী, দেশপ্রেমী, ধর্মনিরপেক্ষ, দেশের স্বাধীনতার জন্য প্রাণের ঝুঁকি নেওয়া' মানুষটি সম্পর্কে কালকের মধ্যে এই প্রশ্নগুলোর বিশদে উত্তর দেবেন তো।
১. কর্পোরেশনের সিইও-র পদে বসার সময় তাঁর বেতন কত ছিল? তাঁর থেকে ঢের কম বেতনে যোগ্যতর অন্য কেউ ছিলেন কি?
২. এই সময়েই বেঙ্গল প্যাক্টের গাজর ঝুলিয়ে স্বরাজ্য দল কর্পোরেশন দখল করে। সিইও থাকাকালীন তিনি সর্বমোট কতজন মুসলমানকে কী কী পদে চাকরি দিয়ে উঠতে পেরেছিলেন?
৩. পলতা জল প্রকল্পে ৭৫ হাজার টাকা কাটমানি খাওয়ার ক্ষেত্রে তাঁর ও তাঁর গুরু চিতুর ঠিক কী ভূমিকা ছিল?
৪. কৃষ্ণনগরের সভায় যখন বেঙ্গল প্যাক্ট বাতিল হয়, তখন সর্বশ্রী শরৎ ও সুভাষের ঠিক কী ভূমিকা ছিল?
৫. তিনি কি বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের সংশোধনী প্রস্তাবের ভোটাভুটিতে কৃষক সভার পক্ষে ভোট দিয়েছিলেন না জমিদারদের পক্ষে?
৬. ১৯২৮ সালে যখন জামশেদপুরে টাটাদের কারখানায় শ্রমিকরা ধর্মঘট শুরু করেন, সেখানে সুভাষের ঠিক কী ভূমিকা ছিল? এই ভূমিকায় খুশি বিড়লা তাঁর সম্পর্কে ঠিক কী বলেছিলেন?
৭. দেশজুড়ে যখন আইন অমান্য আন্দোলন চলছে, তখন সুভাষের যাবতীয় মনোযোগের কেন্দ্রবিন্দু কলকাতা কর্পোরেশনে আটকে ছিল কেন? যতীন সেনগুপ্তর সঙ্গে আকচাআকচি-ই বা কেন? কী মধু ছিল কর্পোরেশনে? সেখানে তিনি সরকারি টাকায় কতজন ক্যাডার (অনুশীলন ও যুগান্তর) পুষতেন? কেন পুষতেন?
৮. তিনি তো দেখেছিলেন সভাপতি হিসেবে নেহরু কীভাবে গান্ধীর হাতে বন্দি। তারপরেও হরিপুরাতে সভাপতি হওয়ার ল্যালাপনা দেখিয়ে সুভাষ রাতারাতি পাল্টি খেয়ে গান্ধীবাবার সঙ্গে ভাব জমালেন কেন?
৯. সেই কংগ্রেসে সুভাষের নাকের ডগা দিয়ে গান্ধী কী কী প্রস্তাব পাশ করিয়ে নিয়েছিলেন? সুভাষ সেখানে অনুগত পুতুলের ভূমিকা পালন করলেন কেন?
১০. পরের বছর তাকে ফলস ভোটারের ভোটে জিততে হল কেন? কেন তিনি নিজের মতো ক্যাবিনেট গঠন করতে পারলেন না?
১১. একজন কংগ্রেস সভাপতি পরের বছরে পাতি অল্ডারম্যান হওয়ার জন্য প্রথমে হিন্দু মহাসভা ও পরে মুসলিম লিগের সঙ্গে আপস রফা করলেন কেন?
১২. আর ওই ঢপের চপ 'মহানিষ্ক্রমণ'-টা আদৌ ঘটেছিল? নাকি ওটা বসু পরিবারের তিন পুরুষ ধরে সুভাষকে ভাঙিয়ে খাওয়ার বাহানা?
আপাতত এই এক ডজন প্রশ্নের উত্তর দিলেই চলবে। গুরুতে বেশিরভাগ লোকজনের ইতিহাস পড়ার লেভেল মাধ্যমিকের কিরণ চৌধুরী টাইপ। আপনি সে দলে পড়েন না। তাই বাকিদের করুণা করলেও কেবল আপনার জন্য এতটা টাইপ করলাম।
আর্নোস ভেল-এর উত্তর আজ পর্যন্ত পাইনি। আমি ডেড শিওর সুভাষ সম্পর্কে দীপেশ চক্রবর্তী বা পার্থ চট্টোপাধ্যায় ঠিক কী বাঙিটি আজ পর্যন্ত ফাটিয়েছেন, তারও উত্তর পাওয়া যাবে না। আর ক্লাসের ফুটুনি? হে হে যোধপুর পার্কে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে ফার্স্ট ফ্লাশ চা আর বইমেলা থেকে ট্যাক্সিতে বিন বুলায়ে মেহমান হিসেবে জুটে যাওয়া থেকেই যা বোঝার বুঝে গেছি। ওই কারণেই কষিয়ে লাথ মারা।