এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৬:১৫493453
  • দুঃখ করবেন না স্যার, মুখার্জি কমিশনের জিজ্ঞাসার সামনে প্রণব মুখার্জি আর‌ সুমন চট্টোপাধ্যায়ের অবস্থা এর চেয়েও খারাপ হয়েছিল।
    যান, নেতাজি ভবনে বসে নতুন গল্পের প্ল্যান করুন! তবে গল্পেের প্রমাাণ চাই! 
  • অমিতাভ সেনগুপ্ত | 2605:6400:20:10e7:e002:2588:fa6:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৬:০৫493452
  • ডিএনএ টেস্ট করে দেখা গেছে টোকিওতে রেনকোজি টেম্পলে রাখা ছাইভস্ম আসলে নেতাজিরই। নেতাজির বাড়ি থেকে ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে থাকা ডিএনএ স্যাম্পেল মিলিয়ে তাই দেখা গেছে। অর্থাৎ, নেতাজির চিতাভস্ম রেনকোজি টেম্পলে রয়েছে। নেতাজি প্লেন দুর্ঘটনায় মারা গেছেন কিনা সে নিয়ে সন্দেহ থাকলেও, নেতাজির মৃতদেহ যে জাপানে নিয়ে যাওয়া হয়েছিল সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। এবং সেটি ১৯৪৫ সালেই হয়েছিল।

    এখন বিজ্ঞানকে অবিশ্বাস করলে কিছু করার নেই।  
  • b | 14.139.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৬:০০493451
  • বুবুভা-য় অশোক শ'  এর একটি পোস্ট অনেকবার এসেছে। গুরুর কোর গ্রুপ  একটু দেখবেন। 
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৫:২৫493450
  • আপনাকে গায়ে পড়ে কোনো কিছু বলতে যাইনি। আপনি মাতব্বরি টা একটু অতিরিক্ত মাত্রায় করে ফেলে এখন সামলাতে পারছেন না। যে কমিশন নিয়ে এতো আস্ফালন তা নিয়ে ব্যসিক প্রশ্ন গুলোর উত্তর দিলেন পারলেন না! 
     
    আমি গতকাল ই বলে দিয়েছি ইতিহাসবিদদের মত অনুযায়ী ১৮ অগাস্ট '৪৫ accepted তথ্য। 
     
    এতো অবান্তর আলোচনায় এনগেজ আর যায় না। 
     
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৫:০৬493449
  • গল্পের প্রমাণটা এখনো পেলাম না!
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৫:০৪493448
  • সুভাষ বোস নিয়ে গায়ে পড়ে আপনার মাতব্বরিও অর্থহীন!
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৫:০৩493447
  • সুরেশ বোস, শিশির বোস, চন্দ্র বোস এদের রাজনৈতিক বিভাজনে কিছু এসে যায়না। এক বিন্দু আগ্রহ নেই। 
     
    কমিশন উপযুক্ত তথ্য প্রমানাদি সংগ্রহ করে কি সিদ্ধান্তে এল এবং না আসতে পারলে কেন এল না !! 
     
    এখানে আর কিছুর গুরুত্ব দেখিনা।
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৪:৫৬493446
  • আপনিই তো সবার আগে সুভাষচন্দ্রের মৃত্যু নিয়ে পোস্ট দিলেন।‌ তারপর একটু প্রশ্ন ও মুখার্জি কমিশন নিয়ে আসার পর এখন আপনার সুভাষচন্দ্রের মৃত্যু নিয়ে আর কোনো আগ্রহ নেই! 
     
    আপনার স্বরচিত/বন্ধুকৃত গল্প নিয়েও আমাদের কোনো আগ্রহ নেই। নিজের বক্তব্যের সমর্থনে প্রমাণ দিন, মুখার্জি কমিশনের মত খণ্ডন করুন। অন্তত গল্প শোনাতে আসবেন না!
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৪:৪৯493445
  • আগে নিজের বক্তব্যের প্রমাণ দিন।
    আর এর আগেই বলেছি, সুরেশ‌ বোস শিশির বোস ও তৎ সম্প্রদায়ের চূড়ান্ত বিরোধী। সুভাষচন্দ্রের পরিবার বিরাট, শিশির বোসরা ছাড়াও আরো অনেক সদস্য আছেন। তাই শিশির বোসদের বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করিনা।
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৪:২৮493444
  • আপনি ঠিক কি বিষয়ে আলোচনা করছেন? এতো গুলো মন্তব্য লিখছেন কিন্তু বক্তব্য টা কি ? মুখার্জি কমিশনকে কে চ্যালেঞ্জ করছে? আপনার উদ্দেশ্য কি? মুখার্জি কমিশন নির্ভুল এবং যথার্থ সেটা প্রমান করা ? বেশ তো। আপনি সময় নিয়ে হাজার, হাজার পাতার রিপোর্ট পড়ে থাকবেন। 
     
    মুখার্জি কমিশনের কাছে বহু মানুষ দাবী করেছে তারা নেতাজীকে দেখেছে। তো এতো লোকের এতো সাক্ষ্য, এতো তথ্য চর্চা করে মুখার্জি কমিশন শেষমেশ কেন জানাতে পারল না সুভাষচন্দ্র কতকাল জীবিত ছিলেন ? কোথায় ছিলেন ? এবং কোথায় মারা গেছেন? 
     
    একটা গোটা কমিশন এটা বের করতে পারল না !!
     
    শরৎ বসু ছোট ভাইয়ের মৃত্যু মানসিক ভাবে মেনে নাই থাকতে পারেন। তিনি যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে ইউরোপ গেছিলেন জানি কিন্তু বিমান দুর্ঘটনা ও মৃত্যু বিষয়ে কি অনুসন্ধান চালিয়েছিলেন যার ওপর ভিত্তি করে বলা যায় সুভাষচন্দ্র তাইহোকুর বিমান দুর্ঘটনায় মারা যাননি !! 
     
    নেতাজী পরিবারে কে কোন রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন সেসব জেনে কি করব !! ওই পরিবারের বর্তমান প্রজন্ম তৃণমূলেও আছে, আবার বিজেপিতেও। অধিকাংশ এখনো ফরওয়ার্ড ব্লকের সমর্থক। 
     
    ওই পরিবারের বৃন্দা দি (বসু)র বাবা সিপি আই করতেন। 
    '৪১ এ এলগিন রোডের বাড়ি থেকে চলে যাওয়ার সময় যার বিশেষ ভূমিকা ছিল এবং তাঁর কথা আলোচিত ই হয়না সেই অরবিন্দ বসু ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন। 
     
    কাকার জন্যে তাঁকেই একমাত্র পুলিশি নির্যাতন সহ্য করতে হয়েছিল।
     
    আপনি মুখার্জি কমিশনের রিপোর্টে এতো উৎসাহিত তখন তা নিয়ে পূর্ণাঙ্গ পোস্ট দিন। 
     
    তা না হলে এই আলোচনা অর্থহীন। 
  • | 176.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৪:০১493443
  • এইটে থালে চক্কত্তি চক্কোত্যির মদ্যেকার ঝামালি। তা চলুক। কিন্তুক অরণ্য তো খুবই সুপারফিশিয়াল কথাবার্তা কয় বরাবর। এঁয়ার পোচ্চুর ইতিহাস পড়ার পোমান কোতায় পাওয়া যায়?
  • দীপ | 2401:4900:3a1c:50e9:ddef:9b0e:ad4:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৩:৫৬493442
  • আর ১৯৪৯ সালে শরৎ বোস বলেন সুভাষ জীবিত। কিন্তু ১৯৫০ সালে শরৎ বোসের মৃত্যুর পর তাঁর পুত্র একটি রাজনৈতিক দলের আশ্রয় গ্রহণ করে সম্পূর্ণ ভিন্ন কথা বলতে থাকেন। বর্তমানে তাঁর কৃতী সন্তান এক‌ই পথ অনুসরণ করে চলছেন! 
    কিন্তু মুখার্জি কমিশনকে চ্যালেঞ্জ করার কথা বললেই তখন  সুভাষচন্দ্রের মৃত্যু নিয়ে কারো আগ্রহ থাকেনা!
  • দীপ | 2401:4900:3a1c:50e9:ddef:9b0e:ad4:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৩:৪৫493441
  • "এবং এটা তো ফ্যাক্ট ১৯৪৫ র পরে সশরীরে নেতাজীকে দেখেছে এরকম প্রমাণ কারো কাছে কোন দেশে নেই। "
     
    আবার মিথ্যে কথা বললেন। ১৯৪৫ সালের তথাকথিত বিমান দুর্ঘটনার পর অনেকেই সুভাষচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনের দাবি করেছেন। মুখার্জি কমিশনের কাছে সেই রিপোর্ট আছে।
     
    নতুন গল্প বানাতে হবে স্যার। পুরোনো গল্প আর লোকে খাচ্ছেনা। অবশ্য সেটা শুরু হয়ে গেছে!
  • এই দ্যাকো | 104.225.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৩:২৬493440
  • যোধপুর পার্কে বিলাসবহুল চা খাওয়ার পয়সা কে জুগিয়েছিল? জাতি জানতে চায়!
  • এলেবেলে | ০৪ জানুয়ারি ২০২২ ১৩:২০493439
  • আর গঙ্গারামপুরের গঙ্গাফড়িংটার আমার ওপর হেব্বি খার! আবার সুগত বোসের ওপরেও হেব্বি খার দেখছি। তো বলি কি রামছাগল, চিতুর দেড়শো বছর উপলক্ষে মালটা একটা পোবোন্দো নামায় আন্দোবাজারে। ঠিই তার পরের দিন লেখাটার প্রতিবাদ করে কে একজন যেন চিঠি পাঠায় এবং সব্বাইকে আচ্চোজ্জো করে দিয়ে চিঠিটা ভার্বাটিম তার পরের দিন প্রকাশিতও হয়। কিন্তু অনেক দেখলাম জানেন? কিন্তু কিছুতেই সুগত বোসের নাকে ঝামা ঘষে দেওয়ার লোকটিকে দীপ উর্ফ রাকৃমির দীপ্তাংশু চক্রবর্তী বলে ঠাহর করে উঠতে পারলাম না। আপনি একবার দেখুন দিকি ওটা দীপ্তাংশু চক্কোত্তিই কি না। 
  • | 2402:3a80:d22:d7e5:ff:26ca:c1a1:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১৩:১৩493438
  • আশ্চর্য আচোদা .....:)
  • এলেবেলে | ০৪ জানুয়ারি ২০২২ ১৩:০৫493437
    • aranya | 2601:84:4600:5410:14e4:f100:203b:5d16 | ০৪ জানুয়ারি ২০২২ ০২:২৩493393
    • 'একজন্য আদ্যন্ত ধুরন্ধর, ধড়িবাজ, ক্ষমতালোভী এবং পাল্টি খাওয়ায় তুখোড় মানুষ '
      এর সাথে সাহসী, দেশপ্রেমী, ​​​​​​​ধর্মনিরপেক্ষ, দেশের স্বাধীনতার জন্য ​​​​​​​প্রাণের ​​​​​​​ঝুঁকি ​​​​​​​নেওয়া একজন ​​​​​​​মানুষ, ​​​​​​​এগুলো ​​​​​​​ও লিখবেন, ​​​​​​​নইলে ​​​​​​​সত্যের ​​​​​​​অপলাপ ​​​​​​​হবে @এলেবেলে 
    বেশ তো লিখব না হয়, আপনি যখন বলছেন। তবে কি না তার আগে আপনার 'সাহসী, দেশপ্রেমী, ধর্মনিরপেক্ষ, দেশের স্বাধীনতার জন্য প্রাণের ঝুঁকি নেওয়া' মানুষটি সম্পর্কে কালকের মধ্যে এই প্রশ্নগুলোর বিশদে উত্তর দেবেন তো।
     
    ১. কর্পোরেশনের সিইও-র পদে বসার সময় তাঁর বেতন কত ছিল? তাঁর থেকে ঢের কম বেতনে যোগ্যতর অন্য কেউ ছিলেন কি?
    ২. এই সময়েই বেঙ্গল প্যাক্টের গাজর ঝুলিয়ে স্বরাজ্য দল কর্পোরেশন দখল করে। সিইও থাকাকালীন তিনি সর্বমোট কতজন মুসলমানকে কী কী পদে চাকরি দিয়ে উঠতে পেরেছিলেন?
    ৩. পলতা জল প্রকল্পে ৭৫ হাজার টাকা কাটমানি খাওয়ার ক্ষেত্রে তাঁর ও তাঁর গুরু চিতুর ঠিক কী ভূমিকা ছিল?
    ৪. কৃষ্ণনগরের সভায় যখন বেঙ্গল প্যাক্ট বাতিল হয়, তখন সর্বশ্রী শরৎ ও সুভাষের ঠিক কী ভূমিকা ছিল?
    ৫. তিনি কি বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের সংশোধনী প্রস্তাবের ভোটাভুটিতে কৃষক সভার পক্ষে ভোট দিয়েছিলেন না জমিদারদের পক্ষে?
    ৬. ১৯২৮ সালে যখন জামশেদপুরে টাটাদের কারখানায় শ্রমিকরা ধর্মঘট শুরু করেন, সেখানে সুভাষের ঠিক কী ভূমিকা ছিল? এই ভূমিকায় খুশি বিড়লা তাঁর সম্পর্কে ঠিক কী বলেছিলেন?
    ৭. দেশজুড়ে যখন আইন অমান্য আন্দোলন চলছে, তখন সুভাষের যাবতীয় মনোযোগের কেন্দ্রবিন্দু কলকাতা কর্পোরেশনে আটকে ছিল কেন? যতীন সেনগুপ্তর সঙ্গে আকচাআকচি-ই বা কেন? কী মধু ছিল কর্পোরেশনে? সেখানে তিনি সরকারি টাকায় কতজন ক্যাডার (অনুশীলন ও যুগান্তর) পুষতেন? কেন পুষতেন?
    ৮. তিনি তো দেখেছিলেন সভাপতি হিসেবে নেহরু কীভাবে গান্ধীর হাতে বন্দি। তারপরেও হরিপুরাতে সভাপতি হওয়ার ল্যালাপনা দেখিয়ে সুভাষ রাতারাতি পাল্টি খেয়ে গান্ধীবাবার সঙ্গে ভাব জমালেন কেন?
    ৯. সেই কংগ্রেসে সুভাষের নাকের ডগা দিয়ে গান্ধী কী কী প্রস্তাব পাশ করিয়ে নিয়েছিলেন? সুভাষ সেখানে অনুগত পুতুলের ভূমিকা পালন করলেন কেন?
    ১০. পরের বছর তাকে ফলস ভোটারের ভোটে জিততে হল কেন? কেন তিনি নিজের মতো ক্যাবিনেট গঠন করতে পারলেন না?
    ১১. একজন কংগ্রেস সভাপতি পরের বছরে পাতি অল্ডারম্যান হওয়ার জন্য প্রথমে হিন্দু মহাসভা ও পরে মুসলিম লিগের সঙ্গে আপস রফা করলেন কেন?
    ১২. আর ওই ঢপের চপ 'মহানিষ্ক্রমণ'-টা আদৌ ঘটেছিল? নাকি ওটা বসু পরিবারের তিন পুরুষ ধরে সুভাষকে ভাঙিয়ে খাওয়ার বাহানা?
     
    আপাতত এই এক ডজন প্রশ্নের উত্তর দিলেই চলবে। গুরুতে বেশিরভাগ লোকজনের ইতিহাস পড়ার লেভেল মাধ্যমিকের কিরণ চৌধুরী টাইপ। আপনি সে দলে পড়েন না। তাই বাকিদের করুণা করলেও কেবল আপনার জন্য এতটা টাইপ করলাম।
     
    আর্নোস ভেল-এর উত্তর আজ পর্যন্ত পাইনি। আমি ডেড শিওর সুভাষ সম্পর্কে দীপেশ চক্রবর্তী বা পার্থ চট্টোপাধ্যায় ঠিক কী বাঙিটি আজ পর্যন্ত ফাটিয়েছেন, তারও উত্তর পাওয়া যাবে না। আর ক্লাসের ফুটুনি? হে হে যোধপুর পার্কে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে ফার্স্ট ফ্লাশ চা আর বইমেলা থেকে ট্যাক্সিতে বিন বুলায়ে মেহমান হিসেবে জুটে যাওয়া থেকেই যা বোঝার বুঝে গেছি। ওই কারণেই কষিয়ে লাথ মারা।
  • দীপ | 2401:4900:3a1c:50e9:ddef:9b0e:ad4:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১২:৫৮493436
  • অ, আপনার বিশ্বাস‌ই আপনার ‌সুদৃঢ় প্রমাণ।
     
    আর মুখার্জি কমিশন স্পষ্ট বলেছেন, ভারত সরকারের কাছে প্রত্যাশিত সাহায্য তিনি পাননি। সুভাষচন্দ্র সম্পর্কিত অনেক ফাইল অন্যান্য দেশে আছে, সেগুলো না দেখলে কোনো সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব নয়। মনে হয় আপনি বাংলা ভাষা বোঝেন না!
  • kc | 188.236.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১২:১১493435
  • দমুদি, পাঁচ নম্বর চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টারটা ইন্টারেস্টিং লেগেছে। 
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ১২:০৯493434
  • এতো ভারী মুশকিল হল, আমি মুখার্জি কমিশনের অনুসন্ধান, সাক্ষ্য প্রমান এবং রিপোর্ট কোনোটার বিষয়ে উৎসাহিত নই।  
     
    আমি বিশ্বাস করিনা উনি ১৯৪৫ র অগাস্টের পরে জীবিত ছিলেন!! তাইহোকুর বিমান দুর্ঘটনা হোক, বা অন্য কিছু। 
     
    জ্যাপানিজ্রা ওকে হত্যা করতেই পারে। তাই যে কাহিনী শুনেছি তাই বলেছি। আর ওই কাহিনী যখন মানছেন না, তাহলে সেটা নিয়ে হেজিয়ে যাচ্ছেন কেন ?
     
    আপনার মুখার্জি কমিশন বলছে নেতাজী মারা গেছে কিন্তু কোথায় কি ভাবে সেটা বলতে পারছে না !! তাহলে এতো ঘটা পটা করে কমিশন বসিয়ে কি লাভ হল!! 
  • | ০৪ জানুয়ারি ২০২২ ১১:৪১493433
  • স্লাইট ভিন্নপ্রসঙ্গ যদিও।
  • | ০৪ জানুয়ারি ২০২২ ১১:৪১493432
  • আচ্ছা এই বইটা স্বাতীর রেকোয় পড়লাম। আমার ইন্টারেস্টিং লেগেছে। @KC. 
     
     
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১১:২৯493431
  • আবার বলছি, এত‌ই যদি প্রগাঢ় জ্ঞান; তো মুখার্জি কমিশনের সামনে চ্যালেঞ্জ ছুঁড়লেন না কেন? না‌ কি‌ সেখানে এইসব গপ্পিবাজি চলবে না, সেটা ভালোভাবেই জানতেন?
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১১:২৫493430
  • নেতাজির মৃত্যু নিয়ে উৎসাহ নেই, কিন্তু সবার আগে গপ্প নিয়ে চলে আসেন! তারপর প্রমাণ দিতে না পারায় সবাই কূপমণ্ডুক হয়ে যায়!
  • দীপ | 2402:3a80:a8a:320c:96be:ac46:7086:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ১১:০৫493429
  • "প্লেন থেকে ফেলে দেওয়ার কাহিনী টা শোনা। আমার কল্পিত নয়। যদি ওই এয়ার ক্র্যাশ না হয়, তাহলে ওই সময়ে ওইরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে। "
    হে পণ্ডিতপ্রবর, এর প্রমাণটাই তো চাইছি।  আর দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেই আপনি অন্যকে মণ্ডূক বলছেন। 
    আর সুরেশ বসু থেকে মুখার্জি কমিশন , দুর্ঘটনা কে পুরো গাঁজাখুরি বলে উড়িয়ে দিয়েছেন। তপন রায়চৌধুরী ও বলেছেন কিছু ফাইল দেখে দুর্ঘটনার সত্যতা নিয়ে তাঁর মনে প্রশ্ন আছে। কিন্তু আরো তথ্য না থাকায় এ নিয়ে তিনি আর কিছু বলেন নি। সুতরাং প্রশ্ন অনেক আছে, অনেকেই তুলেছেন।
     
  • Pokpok | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৯:২৭493428
  • Awww! Ebar Netaji elebeler hate! Malta puro ranga mulo. Shite boddo gas chhoray. 
  • dc | 122.164.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৭:৫৫493427
  • দ্বিতীয় মিটিং এর শিরোনাম হবেঃ "নেতাজি ও ডি বি কুপারঃ কিছু সাদৃশ্য" 
  • dc | 122.164.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৭:৫৩493426
  • হ্যাঁ হ্যাঁ জুম মিটিং হোক। গুরুর কোর কমিটি একটা মিটিং এর ব্যবস্থা করুক, বিষয়ঃ 
     
    "নেতাজি ও ডিপ স্টেটঃ নেতাজি কি মংগল গ্রহ থেকে এলন মাস্ক অবতারে ফিরে এসেছে? একটি আন্তর্জাতিক আলোচনাচক্র" 
  • Amit | 203.219.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৫:১৯493425
  • প্লেন থেকে ফেলে দেওয়াটা ও টেকনিক্যালি ডিফিকাল্ট। চলন্ত প্লেনের দরজা খুললে যে সাডেন এয়ার প্রেসার চেঞ্জ হবে আর টার্বুলেন্স হবে , তাতে সেই প্লেন এর একজনকে দরজা খুলে ফেলে দিয়ে বাকিরা দিব্যি আবার সেফলি উড়ে গেলো এটা একটু গরু গাছে তোলা  টাইপের হয়ে যাচ্ছে। সেই প্লেনের ক্র্যাশ করার প্রবাবিলিটি অনেক বেশি। 
     
    তবে ওই আর কি। সবসময় প্রোবাবিলিটি মেলে না। মিরাকল হ্যাপেন্স। কিন্তু যখন কোনোটারই ১০০-% প্রমান নেই তখন মনে হয় প্রোবাবিলিটি টেকস প্রায়োরিটি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত