এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.25.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৫:১১493424
  • মণ = মেনে চলা হয় 
  • :|: | 174.25.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৫:১০493423
  • এইটা একটা প্রশ্ন হলো? 
    •  
    • এলেবেলে | 202.142.119.186 | ০৪ জানুয়ারি ২০২২ ০১:৩৮493361
    • অস্ট্রিয়ার বিলাসবহুল ভিলায় এমিলিকে নিয়ে প্রায় মধুচন্দ্রিমা যাপনের খরচ কে জুগিয়েছিল?
    সবাই জানে ​​​​​​​হানিমুনের খরচ মেয়ের ​​​​​​​বাপের ​​​​​​​বাড়ি ​​​​​​​থেকেই দেওয়া ​​​​​​​হবে। অধিকাংশ ক্ষেত্রেই এই নিয়ম মণ হয়। ​​​​​​​তো, এমিলির ​​​​​​​বাপের ​​​​​​​বাড়ি খরচ জুগিয়েছিল! 
     
  • Amit | 203.219.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৪:৫৬493422
  • গুমনামী টা আমার পার্সোনালি মনে হয় এক্কেরে ভুলভাল কেস- কোনো ডাটা বা পড়াশোনা নেই যদিও। কিন্তু তখন বসু পরিবার রীতিমতো ইনফ্লুয়েন্সিয়াল। সেই বিশাল ফ্যামিলির এতো এতো সেলিব্রিটি লোকজন কেউ একবার ও  তিরিশ বছরে কনভিন্সিঙলী ইডেন্টিফাই করতে পারবে না ওনাকে দেখে বা কথা বলে ? অল্প সময়ের ​​​​​​​ব্যাপার ​​​​​​​তো ​​​​​​​নয়। 
     
    অবশ্য এসব আইডেন্টিটি থেফট কেস অন্য জায়গাতেও আছে। রাশিয়ার লাস্ট জার নিকোলাস আর পুরো ফ্যামিলি কে বলশেভিকরা গুলি করে মেরেছিলো ১৯১৮ এ । তার কয়েক বছর পর জার্মানিতে একটি ২২-২৪ বছরের মেয়ে  ক্লেম করে সে নাকি নিকোলাসের বড়ো মেয়ে। গুলিতে আহত হলেও নাকি মরেনি। সেই বলশেভিকদের দলে থাকা একটি ছেলে নাকি ওর বয়ফ্রেন্ড। তাকে লুকিয়ে হসপিটালে নিয়ে বাঁচিয়ে জার্মানিতে পালানোর সুযোগ করে দেয়। শুরুতে তার ক্লেম খুব সিরিয়াসলি নিয়েছিল জার্মান অথরিটি। ইউরোপের নানা দেশে ছড়িয়ে থাকা জার দের আত্মীয়দের এনে ওকে ইডেন্টিফাই করানোর চেষ্টা হয়েছিল। কেও কনভিন্সিঙলী ইডেন্টিফাই  করতে পারেনি। তাও সেই মহিলা সারা জীবন ধরে একই ক্লেম করে গেছেন। বোধহয় অ্যারাউন্ড ৬০-৭০ এ মারা যান। সেম গুমনামী কেস।  
  • aranya | 2601:84:4600:5410:14e4:f100:203b:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:৫০493421
  • 'Netaji was no more living'
    - ২০০৫ সালের ​​​​​​​রিপোর্ট। ​​​​​​​তখন ​​​​​​​যে ​​​​​​​নেতাজি ​​​​​​​আর ​​​​​​​জীবিত ​​​​​​​নেই, ​​​​​​​তা ​​​​​​​অবশ্য ​​​​​​​কোন ​​​​​​​তদন্ত ​​​​​​​ছাড়াই ​​​​​​​বলা ​​​​​​​যায় :-)
     
    ১০৮ বছর বয়স হত, তখনো বেঁচে থাকলে 
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:২২493420
  • প্লেন থেকে ফেলে দেওয়ার কাহিনী টা শোনা। আমার কল্পিত নয়। যদি ওই এয়ার ক্র্যাশ না হয়, তাহলে ওই সময়ে ওইরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে। 
     
    এসব ক্র্যাশ ট্যাশ তো গেল। আরও ভয়ংকর সব খবর পাচ্ছি। কলেজ স্ট্রীট পাড়ায় শুনলাম রামমন্দির আন্দোলনের পথিকৃৎ নাকি নেতাজী। এ নিয়ে ১২৫ এ বইও বেরুচ্ছে। 
     
    সর্বনাশ বলে সর্বনাশ ! কোন দিক সামলাবেন !! 
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:১৭493419
    • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:a8a2 | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৫৫493407
    • সেজন্য‌ই তো বলছি, আপনার আর সুগত বসুর কাছে এতো এতো প্রমাণ , আর মুখার্জি কমিশনকে চ্যালেঞ্জ করতে পারলেন না? খালি ব্লগে বুকনি মারলেই হবে?
    • আমার 'আর সুগত বসুর' !! এটার অর্থ কি!!  নেতাজী রিসার্চ ব্যুরো সম্পর্কে আমার মতামত এর আগেই দিয়ে দিয়েছি। সু. ব.র  'হিজ ম্যাজেসস্টিস অপনেন্ট' বেশ খারাপ জীবনী। আপনি এ বিষয়ে এত উৎসাহী আপনি ব্যুরোর এগেনস্টে RTI করুন। ওটা তো জাতীয় সম্পত্তি। শুনেছি কাউকেই নাকি ওদের আর্কাইভ দেখতে দেয়না। এ নিয়ে সোরগোল তুলুন।  কারো কুক্ষিগত করে রাখবার অধিকার নেই।  ব্যক্তি আক্রমণ করছেন কেন!! 
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:১৪493418
  • আর মুখার্জি কমিশন ডিটেল স্টাডি করেন নি, সেটাই বা জানলেন কেমন করে? 
    মহাপণ্ডিত সুগত বসুই বা কেন মুখার্জি কমিশনকে চ্যালেঞ্জ করলেন না? নীরব মণ্ডূক হয়ে র‌ইলেন?
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:১১493417
  • নেতাজির মৃত্যু নিয়ে উৎসাহ নেই, কিন্তু সবার আগে গপ্প নিয়ে চলে আসেন! তারপর প্রমাণ দিতে না পারায় সবাই কূপমণ্ডুক হয়ে যায়!
  • Abhyu | 47.39.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:১০493416
  • বলেন দেখি কোন বিখ্যাত ধর্মব্যক্তিত্ব নিজেদেরকে মোষের সাথে তুলনা করেছিলেন?
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০৮493415
  • @দীপ 
     
    নেতাজীর জীবন ,  রাজনৈতিক জীবন , ব্যক্তিত্ব ইত্যাদি আগ্রহের বিষয় হলেও তাঁর মৃত্যু বিষয়ে আমি চিন্তিত নই। উৎসাহ নেই। ১৯৪৫ র পরে ৭৭ বছর কেটে গেছে। আর তার মৃত্যু নিয়ে মুখার্জি কমিশনের আগে আরো দুটি কমিশন বসেছিল। শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশনের রিপোর্টও তবে স্টাডি করতে হবে। আগের দুটি কমিশনের রিপোর্টই বা ভুল কেন? এছাড়া  লেনার্ড গর্ডন ১৭ বছর গবেষণা করেছেন। প্রায় ১৪ টি দেশ গেছেন গবেষণা করতে। বিমান দুর্ঘটনার স্থানে গেছেন। আহত নেতাজীকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেসব ডাক্তার ও নার্স শেষ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন, তাদের সাক্ষাৎকার নেন ডিটেলে। সেসব ফুঁৎকারে কি করে মিথ্যে বলা যায় !! এবং জীবনীকার সেটা করবেন ই বা কেন!! 
     
    এবং এটা তো ফ্যাক্ট ১৯৪৫ র পরে সশরীরে নেতাজীকে দেখেছে এরকম প্রমাণ কারো কাছে কোন দেশে নেই।     
     
    বাঙালি এ বিশ্বাস নিয়ে থাকতে চায়, নেতাজী মরেনি। ওখান থেকে বাঙালিকে সরানো যাবেনা।  তাই মুখার্জি কমিশনের রিপোর্ট তাদের মনঃপুত। অন্য কমিশনের রিপোর্ট নয়। 
     
    আমি এই কূপমণ্ডূক পাকচক্রের মধ্যে একেবারে থাকতে নারাজ। 
  • lcm | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০৬493414
  • রাশিয়ার মোষ নেই (নাকি আছে?), তাহলে এই অভ্যুর দেওয়া ছবির মতনও হতে পারে।
  • lcm | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০৬493413
  • রাশিয়ার প্লেন থেকে নেমে বরফে আছাড় খেয়ে হতে পারে। 
  • Abhyu | 47.39.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০৫493412
  • আচ্ছা মশাই এই ভাটিয়ালিতেও লোকে যদি একটু ভুলভাল না বকবে তো উল্টোপাল্টা কথা কোথায় বলবে বলতে পারেন? তাতে সবাই এতো খেপে যাচ্ছে কেন?
  • lcm | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০৪493411
  • প্লেন ক্র্যাশে মারা যান নি বলেছে। তার মানে, প্লেনের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে। বা, প্লেন থেকে নামতে গিয়ে পা পিছলে হতে পারে।
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০২493410
  • অর্থাৎ প্লেন দুর্ঘটনার জন্য হয়নি, পরে হয়েছে।
  • lcm | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০১493409
  • মুখার্জি কমিশনের রেজাল্ট হেব্বি - বলেছে -
    The Commission came to the conclusion that Netaji was no more living and that he was dead. They also had contented that his death was not owing to any plane crash.

    মুখার্জিদারা বলেছেন যে, ফর শিওর নেতাজি মারা গেছেন, কিন্তু প্লেন ক্র্যাশে মারা যান নি, মৃত্যুর কারণ জানা যায় নি। মশার কামড়ে হতে পারে। তবে কোভিড নয় বোধহয়।

    থানার পুলিশ রিপোর্টের মতন।
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০৩:০০493408
  • সুবিধাবাদী কারা, সেটা খুব সহজেই অনুমেয়!
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৫৫493407
  • সেজন্য‌ই তো বলছি, আপনার আর সুগত বসুর কাছে এতো এতো প্রমাণ , আর মুখার্জি কমিশনকে চ্যালেঞ্জ করতে পারলেন না? খালি ব্লগে বুকনি মারলেই হবে?
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৫১493406
  • আজ্ঞে, প্রণববাবু মুখার্জি কমিশনের সামনে  প্রথমে ঐ কথাই বলেছিলেন! তারপর কমিশনের ধাতানি খেয়ে স্বীকার করেন যে কোনো প্রমাণ নেই! 
    আর আপনি সন্দেহাতীত প্রমাণ পেয়ে যান!
  • lcm | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৫১493405
  • অনেককেই বলতে শুনি - সুভাষ বোস থাকলে আজ দেশের অবস্থা অন্যরকম হত।

    এমন একজনকে জিগ্গেস করেছিলাম - কি রকম হত।

    উনি বললেন - সব চাবকে সিধে করে দিতেন।

    মনে মনে চিত্রটা ভাবতে থাকলাম - গোল চশমা, মাথায় অল্পবিস্তর টাক (পোসেনজিতের মতন নকল টাক না), সুভাষ বোসের কোমরে ঝুলছে নানা ধরনের হান্টার হুইপ চাবুক - সেখান থেকে একটি করে বের করছেন - সাঁই সাঁই করে হাওয়ায় দোলাচ্ছেন চাবুক - আর সব সিধে হয়ে যাচ্ছে, কোটি কোটি করোনা ভাইরাস ন্যাজ তুলে পালাচ্ছে।
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৪৮493404
  • প্রণব মুখার্জি এ ক্ষেত্রে তাহলে সুবিধেবাদী অবস্থান নিয়েছিলেন বলতে হবে। নেতাজী ভবনের অনুষ্ঠানে আগে নিয়মিত যেতাম। এখনো দু, এক সময়  যাই। '৯৬ এর ২৩ জানুয়ারি নেতাজী ভবনের সামনের রাস্তায় অনুষ্ঠান হচ্ছে। সেবার বিশেষ  অতিথি প্রণব মুখার্জি। মাইকে বক্তব্য রাখতে বলে দিলেন ওই বিমান দুর্ঘটনাতেই নেতাজী মারা গেছেন। নেতাজীর চিতা ভস্ম দেশে ফেরত আনা হোক  । 
     
    ব্যাস, সম্বেত জনতা হই হই, রই, রই করে তাকে প্রায় মারতে যায়। পুরো স্টেজ তারা ঘিরে ফেলে। শিশির বোস মাইকে এসে 'আপ্নারা শান্ত হন। আপ্নারা নেতাজীকে অপমান করছেন। একজন সম্মানিত অতিথিকে অপমান করছেন।' :-) :-) এসব বলে ব্যর্থ চেষ্টা করলেন। প্রণব বাবু মুখ লাল করে বসে রইলেন। পুলিশ এসে তাকে স্টেজের পিছন দিয়ে বের করে নিয়ে গেল। 
     
    ও, হ্যাঁ। উত্তেজিত জনতার দাবী ছিল প্রণব মুখার্জিে এই মন্তব্যের জন্যে ক্ষমা চাইতে হবে।   
     
    তবে এও বলব মারমুখী জনতা একেবারে সুসংস্কৃত ছিল না।  
  • lcm | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৪৩493403
  • কিন্তু নেতাজিকে ধুরন্ধর, ধড়িবাজ, ক্ষমতালোভী ... - এসব আবার কে বলল?

    বরং, অরণ্যর মতন কেসি যা বলল সেটা আমারও মনে হয়, অবশ্য পেটপাতলা ব্যাপারটা ঠিক জানি না। 
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৪৩493402
  • শুধু তাই নয়, প্রকাশ্যে বললেন বিধান রায় তাঁকে শাহনেওয়াজ কমিটির রিপোর্টে স‌ই করতে চাপ দিচ্ছেন! নাকি এগুলো সব ভুলে মেরে দিয়েছেন! 
     
    এতো জ্ঞান, তো আপনি আর সুগত বোস মুখার্জি কমিশনকে চ্যালেঞ্জ করলেন না কেন? তাহলে তো সব স্পষ্ট হয়ে যেতো! নাকি সেটা যে পারবেন না তা ভালোভাবেই জানতেন? তাই এখন গল্প লিখতে এসেছেন!
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৩৮493401
  • আর সুরেশ বোস যে শাহন‌ওয়াজ কমিশনের রিপোর্টে স‌ই করলেন না, সেটা জানেন না? সর্ববিষয়ে কমিটির কাছে অসহযোগিতার অভিযোগ তুললেন, সেটা মনে নেই? শুধু তাই নয়় প্রকাশ্যে
  • aranya | 2601:84:4600:5410:14e4:f100:203b:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৩৫493400
  • কেসি, আমারও তাই মনে হয়। 
  • সে | 2001:1711:fa42:f421:2d51:7202:380b:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৩২493399
  • হ্যাঁ, আড্ডাই তো। হোক একদিন।
  • দীপ | 2401:4900:3a02:5c88:404f:8e2f:f99f:***:*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৩২493398
  • আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, প্রণব মুখার্জি শেষ পর্যন্ত মুখার্জি কমিশনের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, ভারত সরকারের কাছে প্লেন দুর্ঘটনার সন্দেহাতীত কোনো প্রমাণ নেই। মনে রাখবেন, এই ব্যক্তি দীর্ঘদিন বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন! তিনিও মুখার্জি কমিশনের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ না দিতে পেরে চূড়ান্ত অপদস্থ হন! 
    আর আপনি ও আপনার ঐতিহাসিক সন্দেহাতীত প্রমাণ পেয়ে যান!
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৩১493397
  • @দীপ 
     
    রুদ্রাংশু মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী , রাম গুহ, আদিত্য মুখোপাধ্যায় আমি এদের কথা বলছি। 
  • kc | 188.236.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:৩০493396
  • অরণ্যদা,
    'একজন্য আদ্যন্ত ধুরন্ধর, ধড়িবাজ, ক্ষমতালোভী এবং পাল্টি খাওয়ায় তুখোড় মানুষ ' - একদম ফালতু কথা। একজন মহাআবেগী, প্রেমিক, নাইভ, দেশপ্রেমিক, অথচ পেটপাতলা লোক হলেন সুভাষ বোস।
     
    সে'দি তর্কে ফর্কে আমি নাই, নির্ভেজাল আড্ডা হলে আছি।
  • অর্জুন | 113.2.***.*** | ০৪ জানুয়ারি ২০২২ ০২:২৬493395
    • হ্যাহ্যা | 216.105.168.26 | ০৪ জানুয়ারি ২০২২ ০১:৫৩493374
    • ওভিজাত ওজ্জুন ত কিশ্না বোসের নাতি। তা সুগতমামাকে ধরে নেতাজির খপরটা জিগিয়ে নিলে কেমুন হত?
    • বসু পরিবার ত্রিশের দশক থেকে পারিবারিক বন্ধু। তবে ওদের সঙ্গে আমাদের কোন বৈবাহিক আত্মীয়তা আছে বলে জানিনা। চোদ্দ ভাই, বোনের সুবিশাল পরিবার। অনেক শাখা, প্রশাখা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত