এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 122.183.***.*** | ০৮ ডিসেম্বর ২০২১ ২২:৫০491526
  • আমি একগাদা কমেডিয়ান বা শো ফলো করি। ল্যারি ডেভিড আর সাইনফেল্ড তো অবশ্যই, তাছাড়া স্টিভ ক্যারেল (অফিস, স্পেস ফোর্স)। আর টেড ল্যাসো। আর পুরনোগুলো তো আছেই, ইয়েস মিনিস্টার দেখে দেখে বোর হয়ে গিয়েও আবার দেখি। ব্ল্যাক অ্যাডার, ফল্টি টাওয়ার ইত্যাদি ইত্যাদি। আরও অনেক আছে, আপাতত নাম মনে আসছে না। 
  • এলেবেলে | ০৮ ডিসেম্বর ২০২১ ২২:৩০491525
  • রঞ্জনবাবু, অরবিন্দের দর্শন নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন কেন তার সঙ্গে আমি একমত নই, তার উদাহরণ হিসেবে আমি আপনারই একটি লেখা (যা হয়ত আমি ব্যবহারও করব) থেকে ভার্বাটিম কোট করছি --- উনি নিজে কতখানি বিশ্বাস করতেন নিজের তৈরিব্রহ্ম সত্য, জগৎ মিথ্যামডেলটিকে? ব্যক্তিজীবনে উনি কিন্তু আদৌ ব্যবহারিক সত্যের এই দুনিয়াকে তাচ্ছিল্য করেননি। চষে বেরিয়েছেন ভারতবর্ষের মাথা মাথা; স্থাপন করেছেন চার-চারটে মঠ, গড়ে তুলেছেন সন্ন্যাসীদের মধ্যে শ্রেণীবিভাগ করে দশনামী সম্প্রদায়।
     
    তার মানে আপনি কিন্তু শংকরের দর্শন ও তাঁর নিজের জীবনে সেই দর্শনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তো সে হিসেবে কি আপনার মনে হয় অরবিন্দের দর্শন তাঁর জীবনে প্রযোজ্য? তা ছাড়া উনি তো একটি আদ্যন্ত ঢপের চপ গীতা নিয়ে বিস্তর ভ্যাজর ভ্যাজর করে গেছেন। বর্তমানে তার মূল্য কতটুকু?
     
     
    অন্য প্রসঙ্গে। বা মি-র ছাত্রদের থেকে ই মি-র ছাত্রদের বাংলায় দখল বেশি ছিল? ২০১৮ পর্যন্ত? বাপ রে! প্রথমে রামমোহন মিশন ও পরে বিড়লা হাই থেকে পাশ করা একটি পরিচিত ছেলে স্পষ্ট স্বীকার করেছিল, সে বাংলা প্রবন্ধের মর্মোদ্ধার করতে পারে না। অবশ্য এটিও অ্যানেকডোটাল রেফারেন্স এবং 'কুখ্যাত' সেলফ রেফারেন্সও বটে।
  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ২২:২৯491524
  • আমার ল্যারি ডেভিড ব্যাপক লাগে, :---))))))) অসম্ভব তিলে খচ্চর কমেডিয়ান। তুমি কোন কমেডিয়ান ফলো করো। আমার কমেডি আ্যংলোফিলিয়ার রোগ আছে:---)))))))
  • b | 117.194.***.*** | ০৮ ডিসেম্বর ২০২১ ২১:৪৮491523
  • প্রথম দুটো লাইনে ছন্দ একেবারেই মিলছে না। 
  • dc | 122.183.***.*** | ০৮ ডিসেম্বর ২০২১ ২১:২৮491522
  • কার্ব ইয়োর এন্থু তো আমার ভয়ানক ফেভারিট! 
     
    আর য়ুটুব না থাকলে কি করতাম কে জানে। আমি মোটামুটি এক ঘন্টা কাজ করলে দশ মিনিট য়ুটুব দেখি, সারাদিন এই করেই চলে। আর খুব কাজের চাপ না থাকলে টিভিতে ওটিটি অ্যাপে সিনেমা দেখি। হক আই যেমন টিভিতে দেখবো হটস্টার এর অ্যাপে। নেটফ্লিক্সও তাই। সিনেমা এখনও দেখতে ভাল্লাগে, বিশেষ করে পুরনো সিনেমা। সেসবই টরেন্টে ডাউনলোড করা। 
  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ২১:১৬491521
  • আমার আবার ওটিটি পোষায় না। সিনেমা ইন‌ জেনেরাল দেখতে আর ভালো লাগেই না।  বুঝে গেছি ও মিডিয়ামটা আমার একেবারেই হয় না। মাঝে মাঝে কার্ব ইয়োর এনথুসিয়াসম আর আইরিশম্যান ইউটিউব এ দেখেনি। একেকটা সিকোয়েন্স। শুনেছি পোর্তুগীজ ডিকটেটর আর কোল্ড ওয়ার নিয়ে  নিয়ে কি একটা হয়েছে হয়তো টুক দু চার মিনিট দেখব। 
     
    সৈকতের ম্যাকবেথ নিয়ে আমি ফিল্মটা নানা দেখেই কি করে খানিকটা একমত হয়ে গেলাম এই টা একটু চাপের লেগেছে :--))))))))))))))))
  • dc | 122.183.***.*** | ০৮ ডিসেম্বর ২০২১ ২১:১৫491520
  • হক আই অল্প একটু দেখেছি, খুব ভালো লেগেছে। সব জমিয়ে রেখেছি ২৫ এর পর দেখবো বলে। কল মাই এজেন্টও লিস্টিতে রাখলাম, ধন্যবাদ। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ ডিসেম্বর ২০২১ ২১:০৯491519
  • @dc হক আই সিরিজ দেখছেন নাকি ? আমি এখনো শুরু করিনি।
     
    তবে একটা ফরাসি সিরিজ শেষ করলাম সবে। কল মাই এজেন্ট নামে নেটফ্লিক্স এ পাবেন। আসল নাম Dix pour cent । সিনেমাা তারকা দের এজেন্ট দের জীবন আর কাজকর্ম নিয়ে ।জাস্ট অসাধারণ।
  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ২১:০৬491518
  • * প্রকোপ না স্কোপ :--))))))
  • Abhyu | 47.39.***.*** | ০৮ ডিসেম্বর ২০২১ ২০:৩০491517
    • কৌশিক ঘোষ | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:০৩491499
    • দু' নম্বর হলো বাংলা বিষয়ে বাংলা মাধ‍্যমের ছাত্রদের দখল। হাতে গোনা কিছু স্কুল ছাড়া সর্বত্রই মনে হয় বাংলা মাধ‍্যমের গড়পড়তা ছাত্র ইং মাধ‍্যমের গড়পড়তা ছাত্রের চেয়ে পিছিয়ে থাকতো বাংলা বিষয়ের পড়া ও লেখায়। মোটামুটি ২০১৮ পর্যন্ত খেয়াল করেছি।
    ২০১৮ তে পর্যবেক্ষণ শেষ হয়েছে, কবে শুরু হয়েছে জানান নি। যদি সেটার স্প্যান দশ পনের বছর বা তার বেশি ধরেন তো আমার পর্যবেক্ষণ ঠিক উল্টো। 
     
  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ২০:২৮491516
  • হ্যাঁ খুব মজার লেখা , উনি খুব ই ট্যালেন্টেড লোক , তবে ওনার কনফ্লিকট টা খুব পরিষ্কার।  সারাজীবনের বাট অফ দ্য জোক ছিল গোমড়া মুখো ইন্টেলেকচুয়াল রা আর মরালিটি চর্চা। এখন মরালিটি পিসি মশাইপনা তে বিজেপি আর রক্ষনশীল আর দিলীপ ঘোষ রা এগিয়ে গেছে বলে ওনাকে ইন্টেলেকচুয়াল দের ডিফেন্ড করতে হয় , বিশেষত বাঙালি ন্যাশনালিজম প্রশ্নে। আর ইন্টেলেকচুয়াল ফ্রিডম অফ এক্সপ্রেসন এর প্রশ্নে।
  • dc | 122.183.***.*** | ০৮ ডিসেম্বর ২০২১ ২০:২২491515
  • মেট্রিক্স রেজারেকশানস। বাইশ ডিসেম্বর। দেজা ভু। ​​​​​​​
     
  • যদুবাবু | ০৮ ডিসেম্বর ২০২১ ২০:১৮491514
  • পেডাগজিকে যে আমাদের চন্দ্রিল পেডাগগি করে ফ্রগি-র সাথে ছন্দ মিলিয়ে কী সে আশ্চর্য কবতে লিখেছিলো পড়েছেন? এই নিন। 

  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ২০:১২491513
  • দাঁড়ান কিছু সিলেবাস আনাই , এটা গুডটপিক, পেডাগোজি শব্দটাও বেশ‌ জাপানি আতসবাজি র সাথে মেলে, এমনকি ঊনবিংশ শতকে টাইম ট্রাভেলের এটাই পরীক্ষিত  রাস্তা :---)))))))))
  • যদুবাবু | ০৮ ডিসেম্বর ২০২১ ২০:১০491512
  • এই আমি কিন্তু প্রমাণ-টমাণ চাইছি না। সারা জীবন ক্লাসে আর পরীক্ষায় 'প্রঁমাঁণ দাঁও" বলে চিল্লিয়ে উপলব্ধি করেছি আসলে প্রমাণ চাই না। 

    তা ছাড়া, একদম পার্সোন্যাল অ্যানেকডোটের গুরুত্ব আছে বলে-ই মনে করি। 
  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ২০:০৯491511
  • এসবের কোনো পোমান‌ নেই সুদুই আত্মজীবনী:-))))
     
    তবে একটা জিনিস , ভেবে দেখতে পারেন, স্নাতক স্তরে , স্নাতকোত্তর স্তরে অন্তত ভগরতে গত বিশ তিরিশ বছরে সিলেবাস এর বড় দুটি পরিবর্তন এসেছে ইংরেজি ভাষা সাহিত্য পড়ানোতে, আমাদের এখানে,‌‌‌‌‌‌প্রচুর পোস্ট কলোনিয়াল থিয়োরি,‌অ ন্যান্য ক্রিটিকাল থিয়োরি , দলিত রাইটিং , কালো আমেরিকান‌ লেখক দের লেখা  ইত্যাদি ঢুকেছে সিলেবাস এ , বা অন্তত স্পেশালাইজেশনের অপশনে সেটা বাংলায় করা হয়নি বলাটা এন্টায়ারলি ঠিক না, করার প্রকোপ অপেক্ষা কৃত কম। 
     
    ডেটা মিলিয়ে নেবেন, আমি ই অধ্যাপক বন্ধুদের সারাদিন ব ই টেক্সট ঢোকাতে দেখে অবাক বনে যাই।
    যেটা একটু স্লাইটলি দুঃখের বাঙালি পাঠাভ্যাস ও সংস্কৃতি চর্চায় বিকল্পে উৎসাহ কম, সেই আমাদের সূর্য দীঘল বাড়ি ইত্যাদি আবেগের কমতি নাই। তাই নতুন ইন্টারেস্টিং দেখি হলেও ফস করে সিলেবাসে ঢোকেকিনা একটু চাপের , তবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য আছে। অনেক নতুন জায়গায় অনেক কিছু পড়ানো হয় নতুন।
     
    তবে বাংলা ইংরেজি তাই পড়ানো হোক, নতুন বি পুরোনো , সাহিত্য প্রেমিকদের নিজেদের ম ইদ্যেঝগড়া করে লাভ নেই। ক্যাম্পাসে, লিবেরাল আর্টস এ যাই পড়ানো হোক তাকে পড়ে থাকা কন্ডোমের কারণ হিসেবে দেখা হয়। আর আমেরিকা য় গিয়ে টেক কোং চাকরিতে দড় না হবার জন্য যা পড়া সে ছাড়া কিসু পড়ে লাভ নাই লোকে মনে করে, পড়ার জগতের দলিত আর মুসলমানদের নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই :---))))
  • দীপ | 2402:3a80:a6f:33ff:31fe:905d:b713:***:*** | ০৮ ডিসেম্বর ২০২১ ১৯:৫৩491510
  •  "হাতে গোনা কিছু স্কুল ছাড়া সর্বত্রই মনে হয় বাংলা মাধ‍্যমের গড়পড়তা ছাত্র ইং মাধ‍্যমের গড়পড়তা ছাত্রের চেয়ে পিছিয়ে থাকতো বাংলা বিষয়ের পড়া ও লেখায়" --
     
    অনুগ্রহ করে উপযুক্ত প্রমাণ দেবেন। 
     
  • যদুবাবু | ০৮ ডিসেম্বর ২০২১ ১৯:৪৬491509
  • @কৌশিক-বাবুঃ "হাতে গোনা কিছু স্কুল ছাড়া সর্বত্রই মনে হয় বাংলা মাধ‍্যমের গড়পড়তা ছাত্র ইং মাধ‍্যমের গড়পড়তা ছাত্রের চেয়ে পিছিয়ে থাকতো বাংলা বিষয়ের পড়া ও লেখায়" --

    এইটা কি একদম পিওর অ্যানেকডোটাল? মানে আপনার অনেকদিনের অভিজ্ঞতায় দেখা বা-মি/ ই-মি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই প্যাটার্ন আছে এমন বলছেন? আমি একেবারেই বলছি না যে কথাটা সামগ্রিক ভাবে ভুল বা ঠিক বা আপনার অবজার্ভেশনকে সন্দেহ করার প্রশ্ন-ই নেই, কিন্তু অ্যানেকডোট হিসেবে ভাববো না ডেটা হিসেবে সেটা ঠিক করতে চাইছি। 
  • | ০৮ ডিসেম্বর ২০২১ ১৫:৩৭491508
  • :-( 
  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:৫১491506
  • হাতিটা ও নিশ্চয়ই খুবই নার্ভাস ছিল। একে ফুটো রাষ্ট্রীয় পাইপ , তায় এনার্সি বিরোধী বিটকেল ঔপন্যাসিক বাঙালি অনুপ্রবেশকারী। ::--))))))))
  • | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:৩১491505
  • এগজ্যাক্টলি ওইভাবেই হয়। পাইপ্লাইনে ফুটো করে। 
  • রমিত | 202.8.***.*** | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:২৭491504
  • কি ভাবে হয় চুরি ?
     
    আগের দিন তো রুচি সোয়া অভিযোগ করেছে  ওদের পাইপ লাইন থেকে ফুটো করে 10  ট ন    অপরিশোধিত তেল চুুু রিি করে নিয়েছে বঙ্গে 
  • | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:২৪491503
  • ডিব্রুগড়ে ক্কি গরম!! 
    গতকাল ডিগবয়ে তেল ন্যাচারাল গ্যাস ইত্যাদি চুরি করার উপায় দেখে এলাম। কাছেপিঠে একটা কিঞ্চিৎ বিক্ষুব্ধ টাস্কার ঘুরছিল দেখে বিশেষ এক্সপ্লোর করা গেল না ব্যপারগুলো।
  • bodhisattvagc dasgupta | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:২৩491502
  • এক্ষেত্রে   উষ্ণতা
  • কৌশিক ঘোষ | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:০৪491500
  • বন্ধুত্বের আগে অবশ‍্য দুপক্ষই শীতল
  • কৌশিক ঘোষ | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:০৩491499
  • @ অর্জুন
    ৭/১২/২০২১ তারিখে ১৪.৫৪তে আপনি ইং মাধ্যম বাং মাধ‍্যম নিয়ে কিছু কথা লিখেছেন। তার মধ‍্যে দুটো নিয়ে বলি।
    এক, বাং-রা ইং-দের টিজ করছে। টিজ করা খুব বেশি না হলেও, ছিলো। বেশ খানিকটা ছিলো। দুপক্ষের সম্পর্কের মধ‍্যে অস্বস্তি জেগে আছে, তাও দেখেছি। কখনো বা ভার্বাল ট্রোলিং। সাধারণত বাংলারা করতো ইংদের। ইংদের এক বড়ো অংশের ছিলো হিরণ্ময় শীতলতা, তাদের শুধু ইংদের সাথেই যাবতীয় আদানপ্রদান। আপনি বাং বলে কেউ টিজ করবে না, কিন্তু এতো শীতল হয়ে থাকবে, বুঝবেন যে আপনি প্রায় ব্রাত‍্য।
    দু' নম্বর হলো বাংলা বিষয়ে বাংলা মাধ‍্যমের ছাত্রদের দখল। হাতে গোনা কিছু স্কুল ছাড়া সর্বত্রই মনে হয় বাংলা মাধ‍্যমের গড়পড়তা ছাত্র ইং মাধ‍্যমের গড়পড়তা ছাত্রের চেয়ে পিছিয়ে থাকতো বাংলা বিষয়ের পড়া ও লেখায়। মোটামুটি ২০১৮ পর্যন্ত খেয়াল করেছি।
    এই বিষয়টা তুলনায় একেবারে অপ্রাসঙ্গিক দেখেছি অন‍্য একটাই মাত্র জায়গায়, জয়েন্টের কোচিংয়ের ক্লাসে। হয়তো সেখানে পারফরম্যান্স মুখ‍্য বলেই। গলায় গলায় বন্ধুত্ব যাকে বলে  বাং-ইং দুই মিডিয়ামের পড়ুয়াকে তেমন বন্ধুত্বে ডুবতে দেখেছি।
  • কৌশিক ঘোষ | ০৮ ডিসেম্বর ২০২১ ১৪:০০491498
  • তাই বলে ধ্রুবতারাকে সৌরজগতের মধ‍্যে ধরবে ? প্রক্সিমা সেন্টরি না হয় তুলনায় অচেনা। সৌরজগত শব্দের মানেটা ভাববে না ? একটা যেকোনো তারা আর তার চারপাশে এক বা একাধিক গ্রহ। বাইনারি স্টার তো সবে স্কলারদের মধ‍্যে আলোচনায় এসেছে, সেও বাদ।
  • সে | 2001:1711:fa42:f421:cce:31ed:c36e:***:*** | ০৮ ডিসেম্বর ২০২১ ১৩:০৭491497
  • কৌশিক,
    :-)
    হ্যা, সেটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত