এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2406:7400:63:9866::***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১৫:৩০488721
  • উফ কি খোরাক , পোঙটা পন্ডিত এলেবেলে নবমীর মজাটা জমিয়ে দিলো |  গুরু  চালিয়ে  যাও , একটা ল্যা ল্যা নাচ দেখাও | 
  • বুনাম | 223.29.***.*** | ১৪ অক্টোবর ২০২১ ১৫:২০488720
  • কালকের খুলে রাখা পাতা আর আজকের নতুন খোলা পাতায় ন্ডা গুলো ণ্ডা তে পালটে যাওয়াতেই মনে হয়েছিল, সাইট মেন্টেনেন্সের দায়িত্বে থাকা জনতা কাকের কান নিয়ে যাওয়ার গুজব শুনলেই কাকের পিছনে ছোটেন।  অন্তত এলেবেলের মুখনিঃসৃত বাণীকে অমোঘ ভেবে নেওয়া বা গুরুর অন্তর্নিহিত রাজনীতিগুলোর সাথে সম্যক পরিচিত না থাকার ফল ও খানিক।
     
    পাই বলতে চেয়েছিলেন : ন্ডা ব্যপারটা কোয়ালিটি আইসক্রিমের অন্যরকম বানানের মত ব্যপার বলে সৈকতের মত। তাতে এলেবেলের যুক্তি : অন্যরকম বানান ব্যপারটা ৯ এর ব্যবহারেই 'যথেষ্ট' হয়েছে আবার ন্ডা দিয়েও সেটা করতে হবে কেন? অর্থাৎ এলেবেলের মতে একটা শুধু ৯ ব্যবহার করেই 'যথেষ্ট' অন্যরকম বানান গুরু লিখেছে। আবার ন্ডা টা অদরকারি। কিন্তু সৈকত হয়তো  ন্ডা আর ৯ দুটোই ব্যবহার করতে চেয়েছেন। এবার কতটা অন্যরকম বানান লিখলে 'যথেষ্ট' অন্যরকম হওয়া হবে সেটা তো ব্যক্তিমানুষের পারসেপশন বেসড। এই যেমন আগে বই পত্রিকাতে পাল্টা  /  উল্টো পাল্টা প্রতিষ্ঠান ব্যপারটা যেভাবে লেখা হত এখন হয় না। এলেবেলের বক্তব্য গুরুর অন্যরকম বানানের মূল USP ৯ যেকারণে সুমেরু সেটা ব্যবহার করতে চান। নিশ্চয়ই ৯ ব্যবহার একটা যুগান্তকারী ব্যাপার যা অন্য অনেকেই আত্মস্যাৎ করতে চাইবেন কিন্তু সেটাকেই একমাত্র ভেবে নেওয়াটা আবার ওই ব্যক্তিমানুষের ইন্টারপ্রিটেশন আর কি।
     
    এখানে একটি সাবভার্সান ঢুকে আছে,সেটা বলা যাক। তৎসম ও চলিত শব্দের মিশ্র ব্যবহারকে বলে গুরুচণ্ডালী। যেমন  বারিধিতে ডুব। এটা গুরুর একধরণের অ্যাজেন্ডা। অর্থাৎ লেখার সময় কোনো পূর্বনির্দিষ্ট নিয়মনিধি, লেখার প্রকরণ মেনে চলা হবে না। আবার সবসময় যে এই দ্রোহটা থাকবে তাও নয়। কিছু গুরু ও থাকবে, অর্থাৎ ক্লাসিক বা ট্রাডিশনাল লেখা আর কিছু দ্রোহ ও। (এখানে আবার বলা ভালো, এই নিয়ম ভাঙার দর্শন মূলত লিখন পদ্ধতির। ঘোষিতভাবে অন্তত বানানবিধির নয়)। এবার যে শব্দটা দিয়ে এই দর্শন এই পাল্টা বা উল্টোপাল্টা প্রতিষ্ঠানের নাম দেওয়া সেই গুরুচণ্ডালী শব্দটা নিজেই তৎসম।  লী কে ৯ দিয়ে লেখার মধ্যে যে মজা ও অ্যাজেন্ডা আছে সেটা সৈকত লিখিত রূপেই লিপিবদ্ধ করেছেন। কিন্তু এই বানান লেখার সময় ব্যাকরণের নির্দিষ্ট নীতিটি, অর্থাৎ তৎসমশব্দ হওয়ার কারণে ণ ও দীর্ঘ-ঈ এর ব্যবহার - এটাকে কোনোভাবে কমব্যাট করতে হয়। ণ রাখলে আপনি খানিক ব্যাকরণ মানার পথে হাঁটলেন, ন করলে খানিক না মানার পথে। এই শব্দে বানানবিধির ক্ষেত্রে যতখানি বিদ্রোহ করা গেল, লেখালেখিতে সামগ্রিকভাবে প্রচলিত লেখালেখির দর্শনের ক্ষেত্রেও তাই করা হবে - এটা সেই রাজনীতি বা সাবভার্সান। খুব চট করে বোঝার নয়। গুরু যতটা ক্লাসিক ততোটাই অফবিট, চণ্ডালী র জায়গায় চন্ডা৯ র ন্ডা থেকে সেই ডিপার্চারের শুরু, যা লী বা লি কাটিয়ে একেবারে ৯ অবধি পৌঁছে যেতে চায়। 
     
    চট করে যেটা বোঝার, ক্যাচি জিনিসটি, তা ওই ৯। গুরুচন্ডা৯ বা গুরুচণ্ডা৯ র ক্ষেত্রে বা চন্ডালি লেখা ক্ষেত্রেও বাড়তি গভীর ওই রাজনীতিটুকু এমবেডেড। যখনই ৯ লেখা হচ্ছে, তখনই ন্ডা বা ণ্ডা-র কোনো একটি লেখার দায় থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। যেটা খুশি লিখতে পারেন। সেই স্বাধীনতা আপনাকে ৯ টি দিচ্ছে, কারণ ৯ ব্যবহার করলেই আপনি বানানবিধির আর্গল থেকে বেরিয়ে আসছেন।  ন্ডা লিখে সেই স্বাধীনতাটুকু আত্মস্থ করার পক্ষেই আমি, অন্তত।
     
    লিরিক্যাল এ এরকম কোনো রাজনীতি নেই, ৯ দিয়ে Ly লেখার মধ্যে, গুরুর যেখানে শেষ সেখান থেকে ওদের শুরু এরকম একটা কমপিটিশন ছাড়া। ঋ দিয়ে ri লেখার মধ্যে অপ্রচলিতভাবে ঋ টেনে আনাতেও আরেকটা কমপিটিশন, গুরু একবার এটা করেছে, শুধু ৯ দিয়ে, লিরিকাল দুবার এটা করল ৯ আর ঋ ব্যবহার করে। এটুকুই। একটা আপাদমস্তক নন ফিকশন পাবলিকেশনের নাম কেন লিরিকাল হবে, তারও কোনো রাজনীতি নেই এই কম্পিটিশনটুকু ছাড়া।  একটা ইংরিজি শব্দ বাংলায় কীভাবে লেখা হবে তারও কোনো নির্ধারিত বিধি না থাকায় বানান ব্যবহারে যথেচ্ছচারী হয়ে ক্যাচিনেসটুকুর বাইরে এখানে রাজনীতিটুকুও ধরা গেল না।
     
    এবার গুরু যেটা সাইটে করেছিল, চন্ডালি, চন্ডালী, চন্ডা৯, চণ্ডালি, চণ্ডালী, চণ্ডা৯ -এই ছটা কম্বিনেশনের মধ্যে বেছে নেওয়া যেখান থেকে কেউ বলতে পারবে না, বাপু, বানানের ক্ষেত্রে তো ণত্ববিধি ব্যাকরণবিধি বেশ মানছ, এদিকে লেখার প্রকরনের সময় মুখে বিপ্লবের বুলি! কিন্তু বই হওয়াতে কিছু স্ট্যান্ডার্ডাইজেশন করতেই হয়।  সম্পাদক আছেন, প্রতিষ্ঠিত লেখকের প্রেফারেন্স আছে, বড় হাউজে রিভিউ-র মন্তব্যের ভার আছে, প্রুফ রিডারও এমনকি বর্তমানে আবার প্রফেশনাল।  সুতরাং তাদের সেট করা স্ট্যান্ডার্ডের সাথে সাইটের রাজনীতির/দর্শনের কম্প্রোমাইজও থাকবে। সেগুলো কালে কালে সাইটেও ইমপ্লিমেন্ট হবে, আশ্চর্যের কিছুই নেই। সমস্যার হল এই স্ট্যান্ডার্ডাইজেশনের সাথে সাথে সাবভার্সিভ রাজনীতিটুকুও ক্রমশ মুছে যাওয়ায়।
     
  • পাই | 2402:3a80:196c:f97:778:5634:1232:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১৪:৫৯488719
  • যেহেতু অনেক উল্টোপাল্টা অভিযোগ করেছেন, যা কিনা করেই থাকেন,  এর আগে গ্রুপে গুরুর বাংলাদেশে ব্যবসা সংক্রান্ত গাদা মিথ্যা অভিযোগ করেছিলেন, তাই এটা রইল।  বলা যায়, দিতে বাধ্যই হলাম
    ইয়ার্কি টিয়ার্কি অনেক কিছু শুনলাম তো।
    আর হ্যাঁ, মেলাতে এসেও বই নেওয়ার সময় এই সংক্রান্ত কথা হয়েছিল। তখন আপনাকে জানাই আপনার পছন্দমত বই নিতে পারেন।  আপনি নেওয়ার সময়েও জানাননি কিন্তু চাননা, ওসব ইয়ার্কি ছিল ইত্যাদি। এগুলো লেখা খুবই অস্বস্তিকর। কিন্তু  দুমদাম অত ভুল বকে দেবেন না, কেমন? 
    আর আপনার মেসেঞ্জারে প্রুফের রিকোয়েস্ট পাঠিয়ে রাখব এমন কোন দুরাশাও করবেন না, সেনিয়ে আস্ফালনও না। 
     
     
    এটা আপনি প্রথমে লিখেছিলেন।
     
    'এটা ফ্রি করে দিলাম । পরের বার থেকে পাতা পিছু দশ টাকা আমার পারিশ্রমিক ! হাজার টাকা জমলে বই নেব । হিসাবের ভার আপনার।'
     
    এরপর রুখসানা কাজল ও রবিশংকর বল সংক্রান্ত লেখার প্রুফ দেখে লিখেছিলেন,
     
    'দশ পাতা মানে ২০০ টাকা। পরেরবার বই কেনার জন্য জমা থাকল।'
     
     
     
     
  • এলেবেলে | 2402:3a80:1f00:792d:56c9:91b5:31a4:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১৪:৩৭488718
  • ১৩:৩৬ Krispy Kreme Doughnuts জানা আছে। থাকলে এই নির্বুদ্ধিতার পরিচয়টা দিতেন না। যাগ্গে। আপনারাই সব জানেন বোঝেন এবং অন্যকে কাঠি করেন!
  • এলেবেলে | 2402:3a80:1123:1bc1:2277:5887:e69:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১৪:১২488717
  • আমরা কেবল কোয়ালিটি বুঝি, এভারেডি বুঝি না। বোঝালেও বুঝি না। কারণ ওটা সৈকতদা বলেননি। কারণ ওটা আমাদের সিলেবাসের বাইরে। কারণ ত্যানা প্যাঁচানো আমাদের স্বভাব। এবং গায়ে পড়ে ঝগড়া করাও। 
  • এলেবেলে | 2402:3a80:1123:1bc1:2277:5887:e69:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১৪:০২488716
  • হে হে একা কুম্ভ রক্ষা করে নকল বাঁশের কেল্লা! কোয়ালিটির অনেক আগেই এভারেডি। তাতে শালা ণ্ড নেই, ৯-ও নেই। কিন্তু আমি বা আমরা সব ব্যাপারেই শেষ কথা বলার হকদার!!!
  • bodhisattvagc dasgupta | ১৪ অক্টোবর ২০২১ ১৩:৫৮488715
  • সৈকত দ্বিতীয় , ওদিকে গেসলে নাকি, কিছু পত্রিকা, নতুন ইন্টারেস্টিং কিছু দেখলে ? 
  • অস্পষ্টবাদী | 2405:8100:8000:5ca1::160:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১৩:৩৬488714
  • আমি অস্পষ্টবাদী, যা বলি অস্পষ্টভবে বলি। কোয়ালিটি ব্যাপারটা আমি পুরো বুঝি না, একটু অস্পষ্ট, কোয়ালিটির লি টা শুধু বুঝি।আমি সোজা কথা ব্যাকা ভাবে বলতে পছন্দ করি। অনেক চেষ্টা করেও আমি জীবনে কোনোদিন সোজা আঙুলে ঘি তুলতে পারি নি, চামচে দিয়েই তুলি, কিন্তু সোজা আঙুলে চামচে ধরতে পারি না।
  • এলেবেলে | 2402:3a80:113b:e15:1607:34d0:f62d:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৪৯488713
  • প্রুফ দেখা নিয়ে যখন এত লেবু কচলানো চলছে তখন মূল প্রস্তাবটা কোথা থেকে এসেছিল, সেটাও সময়মতো জানিয়ে দেব।
     
    দ-দি কি এখনও মনে করছেন যে আমি কোয়ালিটির ব্যাপারটা বুঝতে পারিনি?
  • এলেবেলে | 2402:3a80:113b:e15:1607:34d0:f62d:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৪৩488712
  • বই পাঠানোটা কৃতজ্ঞতাবোধ থেকে। ফেরত দিতে চাওয়াটা অপমানবোধ থেকে। পারিশ্রমিকের প্রসঙ্গটা নেহাতই ঠাট্টা করে বলা। আমি কাজটা ভালোবেসে করেছিলাম। পারিশ্রমিকের লোভে করিনি। ওই দশ বিশ টাকা আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। 
  • এলেবেলে | 2402:3a80:113b:e15:1607:34d0:f62d:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৩৯488711
  • আমি রবিশংকর বলটাও দেখেছিলাম। ঝগড়ার মুডে সেটা ভুলে গেছেন অবশ্য! তাই একটা লেখায় এসে দাঁড়িয়েছে!!
     
    আমি অত্যন্ত স্পষ্টভাষী। আমার চরিত্রের দোষ। এ জীবনে আর পাল্টানোর চান্স নেই।
  • পিলিজ | 108.6.***.*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৩৯488710
  • আপনি মাইরি কাউকে বই দেবেন না বা নেবেন না। না নিতে চাইলেও জোর করে ঠিকানা জোগাড় করে চিরকুট লিখে বই পাঠাবেন। আবার ঝাল হলেই বই ফেরত দেবার হুমকি দেবেন। এ পোষায় না।
  • র2হ | 2405:201:8005:9947:b1a5:5751:8df2:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৩৭488709
  • অ একক, লিখলে?
  • পাই | 2402:3a80:196c:f97:778:5634:1232:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৩৫488708
  • 'মিথ্যাচারটা বন্ধ হওয়া দরকার। কত পারিশ্রমিক দিয়েছিলেন?'
     
    এই কথাটা বলার সময় আশা করি খেয়াল ছিল। 
  • ধুর | 108.6.***.*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৩৫488707
  • রুখসানা কাজলের লেখায় যতই বানাম ভুল থাক , প্রুফরিডার হিসেবে আপ্নার কাজ সেসব ঠিক করা। না পারলে সেটা আপনার অপদার্থতা। এটুকু স্বীকার করার সৎসাহস আপনার নেই।
  • পাই | 2402:3a80:196c:f97:778:5634:1232:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৩৪488706
  • যাক, তাহলে স্মৃতি তঞ্চকতা করেনি এখনো। 
    সম্মানদক্ষিণা নিয়েই আপনি দেখবেন আর সেজন্য গুরুর বই আপনি প্রেফার করেন জানিয়েছিলেন, ওই একটা লেখার জন্য আপনাকে ম্যাগাজিন দেওয়াও হয়েছিল।  আমাদের দিক থেকে তো এব্যাপারে ত্রুটি হয়নি, তো অভিযোগ কীসের? 
    ম্যাগাজিন ফেরতের প্রশ্নই বা আসছে কেন, আমি তো বলিইনি।
  • এলেবেলে | 2402:3a80:113b:e15:1607:34d0:f62d:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:৩১488705
  • ও হ্যাঁ, সেই অতিরিক্ত সংখ্যাটিও আমি নিজে থেকে চাইনি। কারণ সেটি যে প্রকাশিত হয়েছে, আমি সেটাই জানতাম না। আপনি নিজে থেকেই আমাকে দিয়েছিলেন। তবুও দেখা হলে ফেরত দিয়ে দিতে চাই।
  • একক | ১৪ অক্টোবর ২০২১ ১২:২৯488704
  • @lcm দা, থ্যাংকু :))
  • এলেবেলে | 2402:3a80:113b:e15:1607:34d0:f62d:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:২৮488703
  • একদা অত্যন্ত ভালো সম্পর্ক ধরে নিচ্ছি আমার দোষেই অত্যন্ত তিক্ত অবস্থায় পৌঁছেছে। সেটাকে আরও তিক্ত না করলেই ভালো হয়। পারিশ্রমিক নিয়ে প্রুফ দেখার অবস্থায় আমি এখনও আসিনি। একটি অতিরিক্ত সংখ্যা দিয়েছিলেন। এবারে দেখা হলে সেটি ফেরত দিয়ে দেব। যত্ন করে রাখা আছে এবং একটি পাতাও উল্টে দেখিনি। কিন্তু রুখসানা কাজলটা দিন। কাঁচামালটা সবাই একবার দেখুক। বিশেষ করে এখানকার কেচ্ছালোভী জনগণ। 
  • পাই | 2402:3a80:196c:f97:778:5634:1232:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:২৭488702
  • কিম্বা বইয়ে যখন ভুল বানান, টাইপো থাকে তখন ওই থিয়োরি অনুযায়ী ...
     
    যাজ্ঞে, এসব যত বলবেন,  তত ব্যুমেরাং ই হবে।
    ওটুকু ভুল, টাইপো নিয়ে এমনিতে কিছু বলার থাকেনা,  অনেকেরই হয়, আমারো নিশ্চয় হয়। কিন্তু কেউ এত এইচটিটি মারালে, অন্যদের চোখে আঙুল দিলে, খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েই চললে, নিজের দিকেও কিছু আঙুল ঘুরবে, এটুকুই। 
  • lcm | ১৪ অক্টোবর ২০২১ ১২:২৬488701
  • ওহ! বানান-বিতর্ক!

    যাই হোক, একটা কথা বলে রাখি। তৎসম শব্দের বানানরীতি তো দূরের কথা, তৎসম শব্দই আমি বুঝতে পারি না, কোন শব্দ সংস্কৃত থেকে এসেছে এসব বুঝতে পারি না, যেমন "প্রচণ্ড" - এটা কি তৎসম শব্দ? জানি না। এটা কি ঠিক বানান? জানি না। এলেবেলে এই একটি বানানরীতি, অর্থাৎ, এই কখন ন-য়ে-ড-য়ে হবে, আর কোথায় ণ-য়ে-ড-য়ে হবে এটা বলে ভালো করেছেন, একেবারেই জানতাম না, থ্যাংকু। যদিও গুরুর বানানের ব্যাপারটা আমার ডিপার্টমেন্ট নয়।

    এটা নিয়ে সৈকত যে kwality/quality এর তুলনা দিয়েছে, পাই এর পোস্টে দেখলাম, এটাও মজার। অবশ্য এরকম ফাজলামি তো গুরুর একটি ট্রেডমার্ক বলা যায়।

    বাই দ্য ওয়ে, এই আলোচনা দেখে আমি দু-একটি জায়গায় এখন ঠিক করে দিয়েছি। কিন্তু "গুরুচণ্ডা" বানানই সাইটের বেশির ভাগ জায়গায় (প্রায় সর্বত্রই) ছিল, যেরকম অভ্যু ছবির উদাহারণ দিয়ে দেখিয়েছে।

    একক,
    ডাবল/মাল্টিপল সাবমিশন এটা একটা পেন্ডিং ইস্যু, লিস্টে আছে। দেখতে হবে। তোমার ডুপ্লিকেট টই-টা ডিলিট করে দিয়েছি।
  • পাই | 2402:3a80:196c:f97:778:5634:1232:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:২৩488700
  • স্কিপ করার অংশ পড়তে গিয়েই প্রতুত্তর পড়লাম। ঃ-(
    তো, গোবর ঘুঁটের থিয়োরি অনুযায়ী এখানে নিজের লেখায় এই ভুলের কারণ দাঁড়াচ্ছে ... ;) 
  • পাই | 2402:3a80:196c:f97:778:5634:1232:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:১৭488699
  • আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। একটা লেখার প্রুফ দেখেছিলেন বলে সম্মানদক্ষিণা হিসেবে গুরুর কোন বই প্রাপ্য হয় বলে নিজে বইমেলাতে জানিয়েছিলেন না,  আপনাকে তো সেরকম লেখাও হয়েছিল।  যদ্দুর মনে পড়ে, সেই মর্মে আপনাকে সে বই মেলাতে দেওয়াও হয়, পুরো খেয়াল নেই, যাঁরা বিল দেখেন, দেখে বলতে পারবেন। সময় করে দেখতে বলব।  আর না পেলে, তিন চার পাতার লেখা বাবদ যত সম্মানদক্ষিণা হয়, জানিয়ে দেবেন,  পেয়ে যাবেন। 
  • আরে | 198.7.***.*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:১৬488698
  • প্রত্যুত্তর দিচ্চেন না মানেই যে আপুনি হেবি গেরেমভারি পন্ডিত তা নয়। হয়ত আপুনার স্টকে বিশেশ কিচু বলার নাই।
  • এলেবেলে | 2402:3a80:113b:e15:1607:34d0:f62d:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:১৫488697
  • হ্যাঁ, রুখসানা কাজল। তো তার আসল লেখা এবং প্রকাশিত লেখাটি পাশাপাশি এখানে ফেলে দিন। ওই গোবর থেকে ঘুঁটে বানাতে গেলে ভুল না হওয়াই চরম অস্বাভাবিক ব্যাপার।
  • এলেবেলে | 2402:3a80:113b:e15:1607:34d0:f62d:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:১৩488696
  • দ-দি আপনি সম্ভবত ভুলে যাচ্ছেন আমাকে পাঁচ বছর ইংরেজী ভাষাতত্ত্ব পড়তে হয়েছিল। কাজেই কোয়ালিটিটা সৈকতের আগে থেকেই জানি। কেন অমন লেখা হয়, জানি সেটাও। সুমেরু মুখোপাধ্যায় কোনটা নিতে চেয়েছিলেন? ণ্ড না ৯?  কেন নিতে চেয়েছিলেন? তিনি তো গুরুর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন? এখানেই আমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। সেটাকে বেকার ধামাচাপা দিয়ে লাভ নেই।
     
    যাকে স্কিপ করতে চান, তাকে স্কিপ করাই মঙ্গলদায়ক। আমিও তাই করে থাকি। প্রচুর আপত্তিকর মন্তব্য শোনার পরেও প্রতুত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না।  আজকেও তাই করেছি।এবারে সেটা অভ্যাস করতে শুরু করুন।
  • গুড়গুড়ে ভটচাজ | 169.197.***.*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:১৩488695
  • এলেবেলে পালিয়ে গেল নাকি?
  • পাই | 2402:3a80:196c:f97:778:5634:1232:***:*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:০৮488694
  • গুরুতে রুকসানা কাজল বলে কেউ কখনো লেখেননি।
    রুখসানা কাজল লিখেছেন।
  • বুনাম | 223.29.***.*** | ১৪ অক্টোবর ২০২১ ১২:০৬488693
  • অভ্যু কল্পতরুদার সাথে একটু কথা বলে নিতে পারে সাইটে বানানের পরিবর্তন এর ডেট নিয়ে... ...
     
  • | ১৪ অক্টোবর ২০২১ ১২:০৫488692
  • ধুত মিল আবার কোত্থেকে এল! 
    ওটা Kwality. হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত