অপু | 2409:4060:95:e2b5::184e:***:*** | ০৯ আগস্ট ২০২১ ১৭:১৫485237হমম আম্মো জানি। কিন্ত বলা যাবে না।
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ১৭:০২485236কেন, কালই তো দেখা হল।
উফ্ফ ওপন ফোরামে শেয়ার করা ইনফো যে সক্কলের সেই বোধ আর আপনাদের কবে হবে রঞ্জনদা? চোর আবার কি! ছ্যাহ। বেশ করেছেন নামিয়েছেন। চাইলে বাংলাটাও নামিয়ে নিন, ফেসবুকের 'মলাট ' গ্রুপে আছে।
সে,
হয়ন্ হয়নি। সম্বিৎ এত সহজ প্রশ্ন করবার বান্দা নয়।ঃ))) আমি খানিক আন্দাজ পেয়েছি, বলব না।
ডিসি ও দময়ন্তী,
আমি মহাচোর। প্রফুল্ল চক্রবর্তীর বইটির ব্যপারে কিছুই জানিনা। কিন্তু দ যখন এতকরে খোঁজ করছে তখন নিঘঘাৎ ঘ্যামা বই হবে। তাই চুপচাপ আম্মো ডাউনলোড করে রাখলাম। আরামসে পড়ব বলে।ঃ)))
সে | 193.192.***.*** | ০৯ আগস্ট ২০২১ ১৬:৪৭485232আমি দুটো প্রশ্নের উত্তরই জানি। বলব?
১) দিদি
২)নমো
অপু | 2409:4060:95:e2b5::184e:***:*** | ০৯ আগস্ট ২০২১ ১৬:৪৪485231বি, প্লিজ একটা মেলাঘাত করো। তোমাকে কিছুতেই মনে করতে পারছি না। সিটি সেন্টারে সেই মিট এর কথা একেবারে ভুলে দিয়েছি।
প্লিজ প্লিজ
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ১৫:১৯485230কে সেই লোক?
আর ফার্স্ট ক্লাস প্রোপাগান্ডিস্টই বা কে আছেন?
সম্বিৎ | ০৯ আগস্ট ২০২১ ১১:৩২485229একটা লোক, বছর তিনেক আগেও মাঝে মাঝে সেন্সিবল কথা বলত, স্রেফ কন্ট্রারিয়ান হতে গিয়ে একজন থাডক্লাস প্রোপাগ্যান্ডিস্ট হয়ে গেল।
এটা কি ভেগোলজি নাকি সত্যি, ১৮ স্যাম্পল সাইজে এত বড় কথা? কোভ্যাকসিন বেচার রাস্তা? চাপ হয়ে গেল।
ডিসিকে এই অ্যা অ্যা ত্তগুলো থেঙ্কুউউউ
:|: | 174.255.***.*** | ০৯ আগস্ট ২০২১ ১০:৪৫485225শুধু পান নয়, প্রফেটের পান জলপান নিয়ে।
:|: | 174.255.***.*** | ০৯ আগস্ট ২০২১ ১০:৪২485224যা বুঝলুম বেশীভাগ লোকজনরাই বাসন মাজতে ভালোবাসেন। এতটাই সে ভালোবাসা যে একটা রবীন্দ্রসঙ্গীত পর্যন্ত লিখে ফেল্লেন ভরা বাইশে শ্রাবনে! বাসন ধোয়ায় ভালোবাসা আর ইহকালে ডেভেলপ করিবে না। ফাইভ পার্সেন্টে ঢুকে যেতে পারার সমূহ সম্ভাবনা।
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ১০:০৩485223সে তো শুনেছি মহর্ষি দেবেন্দ্রনাথ লিখেছিলেন ঃ তিনি আমার পানের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি।
dc | 223.226.***.*** | ০৯ আগস্ট ২০২১ ০৯:৫৬485222দ দি এখান থেকে ডাউনলোড করে নিনঃ
প্রফুল্ল চক্রবর্তীর The Marginal Men বইটা কেউ দিতে পারেন প্লীজ? বাংলা বইটা 'প্রান্তিক মানব' আছে। কিন্তু বাংলাটা কিছু সংক্ষিপ্ত বলে শুনেছি। তাই ইংরিজিটা চাইছি।
অনেকে জীবনে pun চিবোনোর সোপানটাতেই চড়তে জানেন না
ar | 96.23.***.*** | ০৯ আগস্ট ২০২১ ০৭:২৭485219https://www.ibtimes.co.in/vaccination-certificate-frankfurt-airport-pms-photo-was-mistaken-that-traveller-838897
Vaccination certificate: At Frankfurt airport, PM's photo was mistaken for that of a traveller
Modi's photo was mistaken for that of a passenger on a vaccination certificate at Frankfurt airport's document verification. Passenger shares the incident on social media.
ar | 96.23.***.*** | ০৯ আগস্ট ২০২১ ০৭:২২485218This happened today at Jantar-Mantar.
https://twitter.com/hussainhaidry/status/1424375819107962881
খুলে বলি, যারা পান আগে থেকে চিবোচছেন বা চিবোতে ভাল বাসেন, তাদের সমস্যা জল্ভাত। কিন্তু যারা নতুন তাদের পান চিবোতে সমস্যা।
একটা আলাদা পাতা - সাহায্যের পাতা (FAQ) খুলতে চাই। যাতে সবাই নিজে থেকে দেখে নিয়ে গুছিয়ে নিতে পারেন। একটু সাহায্য দরকার, সবার।
একটি জরুরি ঘোষণা
এই গ্রুপে অনেকে লিখতে গিয়ে অনেক কিছু সমস্যা পান, বা অনেক কিছু বুঝে উঠতে পারেন না।
সে | 2001:171b:c9a7:d3d1:fd83:4db8:a5cd:***:*** | ০৯ আগস্ট ২০২১ ০৩:৪০485216pun যেহেতু, তাই হয়ত google পারবে না।
সে | 2001:171b:c9a7:d3d1:fd83:4db8:a5cd:***:*** | ০৯ আগস্ট ২০২১ ০৩:৩৯485215google এ ফেলে দ্যাখ।
অপু | 2409:4060:94:ff15::1c2f:***:*** | ০৯ আগস্ট ২০২১ ০৩:২৪485214ও সে দি, মানে কী?
সে | 2001:171b:c9a7:d3d1:7133:71a5:6465:***:*** | ০৯ আগস্ট ২০২১ ০৩:১৭485213জার্মান ভাষাতেও এমন আছে।
— Du schwarz!
— Ich weiss.
অপু | 2409:4060:94:ff15::1c2f:***:*** | ০৯ আগস্ট ২০২১ ০২:৪৩485212তুমি চা-খাও আর না-খাও আমাকে তো চাখাও!!
syandi | 45.25.***.*** | ০৯ আগস্ট ২০২১ ০২:৪১485211আবার শিব্রামীয় pun আর একটি ভীষণ টাইপের পান।
&/ | 151.14.***.*** | ০৯ আগস্ট ২০২১ ০১:৪২485210কবি লিখেছেন,
"আমি যখন রই চেয়ে রই তোমার পানে-
প্রাণে আমার মুহুর্মুহু অচিনলোকের বজ্র হানে। "
পানের সমস্যা অতি গভীর। ঃ-)
r2h | 2405:201:8005:9947:d180:a4be:fe7a:***:*** | ০৯ আগস্ট ২০২১ ০১:৩২485209পানে অনেক সমস্যা হতে পারে। ধরুন খাসিয়া পান বা তিনশো ষাট জর্দা কলকাতায় পাওয়া যায় না, তাতে অনেক লোককে অনেক সমস্যায় পড়তে দেখেছি। উড়িষ্যায় আবার ছোট ছোট পান। আবার একশোবিশের বদলে হাকিমপুরী দিতে চাইলে সে এক ঝামেলা। কাপড় দিয়ে ঢেকে ঢেকে যে ফ্যাকাশে বাংলা পানকে বেনারসী পান বলে চালায়, সেসবই বা চিনবেন কী করে?
আমাদের ছোটবেলায় একটা ছড়া শুনতাম, সুপুরী গাছে পানের লতা বেয়ে উঠেছে তাতে কাকে হেগেছে, সেই দেখে গ্রামে নবাগত বোকা লোক বলছে "একোই গাছে পান সুপারী একোই গাছে চুন/ কিবা দেশে আইলাম রে বা কীবা দেশের গুণ"।
আবার পানের ল্যাজ ধরে পানীয়তে চলে গেলে সে তো এক গভীর জনবহুল পথ। রাত পোহালে সোমবার, সেসব কথা এখন আর টেনে লাভ নেই।
syandi | 45.25.***.*** | ০৯ আগস্ট ২০২১ ০১:০৪485208একটি জরুরি ঘোষণা
এই গ্রুপে অনেকে লিখতে গিয়ে অনেক কিছু সমস্যা পান, বা অনেক কিছু বুঝে উঠতে পারেন না।