এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 2409:4060:210a:288::1024:***:*** | ২১ জুলাই ২০২১ ২৩:১২484272
  • কালকে এলসিএম দা আমার মনের কথা বলে দিয়েছে। সাহিত‍্যের সাথে রাজনীতি র কীরকম যোগাযোগ  সে প্রসঙ্গে। ধন‍্যবাদ এল সিএম দা। 

  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২১ ২৩:০৯484271
  • বি, এইটা খুব ভালো বলেছেন প্র না বি ঃ-)
    চন্দ্রাবতীও বলেছেন,
    "ভাসান গাহিয়া পিতা বেড়ান নগর
    চাল কড়ি যাহা পান আনি দেন ঘর।"

  • b | 14.139.***.*** | ২১ জুলাই ২০২১ ২৩:০০484270
  • আমার বাবার এক বন্ধু কলেজ সার্ভিস কমিশনে বাংলার অধ্যাপকের জন্যে ইন্টারভিউ দিতে যান। সে ধরুন ১৯৬০ এর দশকের শেষে। একজন ডব্লু বি সি এস অফিসার  খুব গুরুগম্ভীর ভাবে জিজ্ঞাসা করেছিলেন,  বলুন তো, মানুষ উপন্যাস লেখে কেন? উনি কডওয়েল টডোয়েল সাজাচ্ছেন মনের মধ্যে , এমন সময়ে সাবজেক্ট এক্স্পার্ট  প্রমথনাথ বিশী খুব বিরক্ত হয়ে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে বললেন রয়ালটি পাবার জন্যে লেখে। তারপরে বাবার বন্ধুর দিকে তাকিয়ে বললেন, নিন, এবারে আপনি বলুন। 


    (এছাড়াও আরেকজন  নাকি  সবাইকে  স্বর্গ হইতে বিদায় কবিতাটা মুখস্ত ধরেছিলেন )


     

  • র২হ | 49.37.***.*** | ২১ জুলাই ২০২১ ২২:৪৮484269
  • সিএসের কথায় মনে পড়লো, প্রথম যুগের পুজোসংখ্যা আনন্দমেলায় বেরুনো ভ্রমণকাহিনী, শক্তি চট্টোর বোধয় লেখা, একটি কাগজ কুড়োন বাচ্চা ছেলের জবানীতে তার কলকাতা বেড়ানোর গল্প।


    পরে অবশ্য প্রথাগত ভ্রমণকাহিনী বেরুতো।

  • র২হ | 49.37.***.*** | ২১ জুলাই ২০২১ ২২:৪০484268
    • আচ্ছা | 2405:8100:8000:5ca1::10:914c | ২১ জুলাই ২০২১ ২০:১০484255
    • অপু,র২হ,অরণ্য, এলসিএম এক পয়সারও সাহিত্য পড়েনি বলে জানা গেল। আর কেউ কি বাদ গেল এই লিস্ট থেকে?

    ইয়ে, মানে আমি সত্যিই পড়িনি। সমালোচনা সাহিত্য বা সাহিত্য সমালোচনা নিয়ে একাডেমিক আলোচনায় অংশ নেওয়ার মত পড়াশুনোর প্রশ্নই নেই।


    রেফার্ড বক্তব্যটি অহংকারী, তবে সে অন্য কথা। গুরুর কল্যানে পড়াশুনো করা লোকেদের মাঝে খাপ খুলে নৃত্য করি বটে কখনো কিন্তু আসলে পড়া হয়নি কিছু, এটা সত্যি। 

  • সিএস | 49.37.***.*** | ২১ জুলাই ২০২১ ২২:৩৪484267
  • আর adventure সাহিত্য তো ছোটদের জন্য লেখার একটি প্রধাণ ট্রোপ। এ দেশে, ও দেশে, সব জায়গাতেই মনে হয়। শুধু context আর পারিপার্শ্বিক বদলে যায়। ১৯২০-র দশকে যখের ধন টাইপের লেখা যখন হচ্ছে তার কনটেক্স্ট হিসেবে তো ছিল পরাধীন ভারত, কিন্তু স্বাধীনতাস্পৃহা জাগ্রত, সেই পরিস্থিতি দাবী করছে ছোটদের জন্য লেখায় সাহসী বাঙালী যুবকদের যারা ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ছে। শিবরামের 'বাড়ি থেকে পালিয়ে' তো adventure ই, গ্রাম, শহর, দেশ মিলিয়ে ঘুরে বেড়ানো। একটু অন্যদিকে গিয়ে ভাবতে পারি যে অ্যালিসের গল্পও তো সেই ধারারই, শুধু বাস্তবের ফাটল দিয়ে গলে পড়া।

    ফলে, আবাপীয় ছোটদের সাহিত্য যখন হচ্ছে তখন এরকম লেখা মডেল হিসেবে থাকছেই। যেটা ঘটছে, হয়ত, লেখাগুলো যারা পড়বে তাদের পরিবার বা দৈনন্দিন অনুযায়ী লেখার বিস্তৃতিকে সাজিয়ে নেওয়া হচ্ছে আর adventure এর উদ্দেশ্য স্বাধীন দেশে তিরিশ বছর কেটে যাওয়ার পরে স্মাগলার, ক্রিমিনাল, বিদেশী চর ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত হচ্ছে। সন্দেহ নেই, লেখাগুলোর গল্প বা বিষয় নির্ধারিত হচ্ছে সমসময় দিয়ে যেখানে মধ্যবিত্ত পরিবার থেকে আসা চরিত্রদের দেশকে 'জানা'-র বিষয়টি কম, জায়গাগুলো সম্বন্ধে মোটামুটি জানা আছে, অনেকটাই টুরিস্টের মত সেসব জায়গায় ট্রেনে, প্লেনে বা গাড়িতে পৌঁছে যাওয়া হচ্ছে।

  • | 2402:e280:3d05:62a:4c47:c75d:4faf:***:*** | ২১ জুলাই ২০২১ ২১:৫১484266
  • মতি নন্দী পরিচয় পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তো।

  • সিএস | 49.37.***.*** | ২১ জুলাই ২০২১ ২১:২৪484265
  • বোধি, একটা লেখা বা একজন লেখকের ওপর, হাজার রকমের প্রভাব তো থাকতেই পারে, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্বিক, পারিবারিক, চাকুরিগত আরো কী কী ! তো সাহিত্য সমালোচনার একটা ধারা তো লেখার আঁশ ছাড়িয়ে এইসব বিষয়গুলোকে খোলসা করা, যে একজন লেখক একটি লেখা কেন লিখলেন বা তার বায়োগ্রাফি দিয়ে লেখার কার্যকারণ নির্ণয় করা। কিন্তু আমার অসুবিধে হল লেখাকে ব্যবহার করে এই খোলসা করার কাজটিকে নিয়েই, যেখানে ধরেই নেওয়া হয়েছে একটি লেখা থেকে লেখকের সকল উদ্দেশ্য বা intention খুঁজে পাওয়া যাবে। আমার কোন সন্দেহই নেই, লেখকের ওপর হাজারো প্রভাবের ব্যাপারে কিন্তু সন্দেহ আছে লেখকের উদ্দেশ্য একটি লেখা থেকে বাক্য বা ডায়লগ তুলে খুঁজে পাওয়াতে। পরিবর্তে আমি টেক্সটির লজিক, তার চরিত্রগুলোর লজিক, নাটকীয়তা ইত্যাদি মিলিয়ে টেক্সটির মধ্যে যে দ্বন্দ ঘনিয়ে উঠছে সেই ব্যাপারটি বুঝতে চাই। তোমার মনে হতে পারে, খুব সহজেই যেখানে লেখকের রাজনীতি ইত্যাদি বুঝে ফেলা যাচ্ছে সেখানে একটি লেখা 'পড়ার' এই জটিলতা কেন, সেখানে আমার বক্তব্য হল, টেক্সটটি সত্যি কী সেই তথ্যটি দিচ্ছে নাকি লেখকের সম্বন্ধে আমাদের জানা আছে বলেই ঐ সিদ্ধান্তে পৌঁছতে পারছি।

    কোনি একটি উদাহরণ এখন, কিন্তু আমি মনে করি, ঐ পার্টিকুলার পরিচ্ছেদটিতে খিদ্দা ও বিষ্ণুপদর কথা ও আরো পরের একটি পরিচ্ছেদে কোনির সাথে খিদ্দার কথার মধ্যে দিয়ে "উপন্যাসটির" বক্তব্য বা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় অথবা চরিত্রদের মনোভঙ্গী সম্বন্ধে, লেখকের সম্বন্ধে ধারণাকে সরিয়ে রেখে। সাবটেক্সট ইত্যাদি লিখেছিলাম এই কারণেই যে লেখার মধ্যে থেকে ঐগুলিও বেরিয়ে আসতে পারে পাঠকের পড়ার ওপর নির্ভর করে, যদিও লেখকের সেরকম কোন কনশাস উদ্দেশ্য ছিল না বা অন্য কোন পাঠকও সেরকম মনে করবে না।

    যেটা দাঁড়াচ্ছে মনে হয়, যে তুমি একটি লেখা হয়ে ওঠার আগের পরিস্থিতি যা লেখকের ওপর ক্রিয়া করছে সেই নিয়ে মন্তব্য করছ আর আমি বলতে চাইছি একটি লেখা হয়ে যাওয়ার পরে লেখাটি থেকে পূর্ববর্তী পরিস্থিতিতে পৌঁছন যাবে না যদি না লেখকের সম্বন্ধে আগে থেকে জানা থাকে।

     

  • aranya | 2601:84:4600:5410:b14a:c7af:194b:***:*** | ২১ জুলাই ২০২১ ২১:০৫484264
  • আজকের দিনে সো কলড কিশোর সাহিত্য-র রথী, মহারথী কারা , দুই বাংলায়, আদৌ উল্লেখযোগ্য কিছু লেখা হচ্ছে কিনা, পাঠক সংখ্যা কেমন (টিভি, সোশাল মিডিয়া, স্কুলে পড়ার চাপ ইঃ-র প্রভাব ) - এসব নিয়ে আলোচনা হলে ভাল হত। 

  • aranya | 2601:84:4600:5410:b14a:c7af:194b:***:*** | ২১ জুলাই ২০২১ ২০:৫৯484263
  • শুকতারায় অমর বীর কাহিনী , টার্জান এসব ও থাকত। 


    শিশুসাথী পড়েছি। ঝলমল খেয়াল আসছে না। 


    দেব সাহিত্য কুটীরের পূজাবার্ষিকী গুলোর জন্যও অপেক্ষা থাকত - তপোবন, পূরবী ইঃ

  • xavier | 2001:67c:198c:906:42f2:e9ff:fec4:***:*** | ২১ জুলাই ২০২১ ২০:৫৮484262
  • এক পয়সার বইয়ের ব্লার্ব আর বিবলিওগ্রাফি পড়ে বিবুদা হবার চে দশ টাকা দিয়ে আমেলা পড়া অনেক ভালো। :))

  • aranya | 2601:84:4600:5410:b14a:c7af:194b:***:*** | ২১ জুলাই ২০২১ ২০:৫৬484261
  • শুধুই আমেলা বা শুধুই শারদীয়া বা শুধুই কিশোর সাহিত্য - এ ধরণের  স্ট্র ম্যান আর্গুমেন্ট ও আগে দেখেছি,  তর্কে সুবিধার জন্য বলা হয়। 


    একজন মানুষ কত বিচিত্র বই পত্র পড়ে, পড়বে, সেটাই স্বাভাবিক। 

  • aranya | 2601:84:4600:5410:b14a:c7af:194b:***:*** | ২১ জুলাই ২০২১ ২০:৫১484260
  • লেখক দের ওপর চাপ ছিল কিনা, বা থাকলেও কতটা ছিল, সরকার বাড়ীর রাজনীতি সমৃদ্ধ রচনা লেখার , তা নিয়ে সন্দেহ আছে। 


    মতি নন্দীর লেখায় যা রাজনীতি, তা তার নিজেরই। অন্য পত্রিকায় লিখলেও, লেখার ধারা পাল্টাতেন বলে মনে হয় না। শীর্ষেন্দু বা অন্য শক্তিশালী সাহিত্যিক দের সম্বন্ধেও একই কথা। 

  • aranya | 2601:84:4600:5410:b14a:c7af:194b:***:*** | ২১ জুলাই ২০২১ ২০:৪৬484259
  • 'একথা বলে লাভ আছে, যে প্রতিষ্ঠান আর তার প্রকাশনা আদর্শের রাজনীতি নেই'


    - একথা গুরুতে কোনদিন ​​​​​​​কেউ ​​​​​​​বলে ​​​​​​​নি, ​​​​​​​অন্তত ​​​​​​​আমি ​​​​​​​তো ​​​​​​​খুঁজে ​​​​​​​পেলাম ​​​​​​​না।

  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২১ ২০:২৫484258
  • 'এক পয়সার সাহিত্য' শুনে মনে পড়ল,
    "এক পয়সার তৈল
    কীসে খরচ হইল?"

  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২১ ২০:২২484257
  • দিলখুশে খুশ দিল। বুঝলে অপু, এই হল সার সত্য। ঃ-)

  • অপু | 2409:4060:210a:288::1024:***:*** | ২১ জুলাই ২০২১ ২০:১৩484256
  • আরেক টি মনে প ড়ছে দাবার ব ই 2495 End games. বাকিগুলো র মধ‍্যে The Soviet Chess school থাকতে পারে। নট সিউর। বহু দিন আগে তো। 


    তারপরে তোমার সাথে দেখা হলে কলেজ ষ্ট্রিটের দিলখুশে। বই টই কিনে তুমি সাটাচ্ছিলে। আমিও এক ই ধান্দায় গেলাম। তখন ব‍্যাটেবলে হল।:)))

  • আচ্ছা | 2405:8100:8000:5ca1::10:***:*** | ২১ জুলাই ২০২১ ২০:১০484255
  • অপু,র২হ,অরণ্য, এলসিএম এক পয়সারও সাহিত্য পড়েনি বলে জানা গেল। আর কেউ কি বাদ গেল এই লিস্ট থেকে?


    কয়েক পয়সার সায়িত্য পড়েও এক প্যারাগ্রাফ শুদ্ধ বাংলা লিখতে পারে না যে বোধিসত্ব সে আনন্দ করে আনন্দমেলা পড়লে হয়ত বাংলাটা ঠিকঠাক লিখতে শিখত।

  • সোভিয়েত বই | 207.244.***.*** | ২১ জুলাই ২০২১ ১৯:৫৬484254
  • Apu | 2401:4900:110a:8eaa:b856:b4eb:df7e:8636 | ২০ জুলাই ২০২১ ১৯:১০


    সোমনাথ আমার  বাড়ী তে এসে গোটা ৪/৫ সোভিয়েট ইউনিয়নে প্রকাশিত বই নিয়ে গেছে যে গুলো তখন ও পায়নি।


    - "কেন আমি বাবার মত" ছাড়া ৪/৫ টা বইয়ের বাকিগুলো কি কি বলা যাবে?

  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:ec10:e98d:dd17:***:*** | ২১ জুলাই ২০২১ ১৯:৪৭484253
  • আহা রে! ওপরের ওনাকে বলুন। উনিই দুঃখ দূর করবেন।

    • b | 14.139.196.16 | ২১ জুলাই ২০২১ ১৭:১১484244
    • আজ বকরিদের দিনে বাড়িতে জুটলো কি না বেগুনপোড়া , কুমড়ো সিদ্ধ আর সয়াবীনের তরকারী। সব ইয়াদ রখ্খা যায়েগা। 

  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২১ ১৯:৪৬484252
  • নেরুদেরিদা বলে দেওয়া যায় যোগ করে, দা কমন নিয়ে। ঃ-)

  • dc | 103.217.***.*** | ২১ জুলাই ২০২১ ১৯:৪২484251
  • দেরিদা বাদ গেলো। 

  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২১ ১৯:৩৯484250
  • যাঁরা খাপ্পা হয়ে আছেন আমেলার উপরে, তাঁদের উপরে রাগ করেও কোনো লাভ নেই। ছোটোবেলাতে কাফকা,কামু, লোরকা, নেরুদা পড়লে এই অবস্থাই হয়। ঃ-)

  • &/ | 151.14.***.*** | ২১ জুলাই ২০২১ ১৯:৩৪484249
  • বাপরে এখনও চলছে আনন্দমেলা নিয়ে? এতো রেকারিং ডেসিমেল এর মতন হয়ে গেল। ঃ-)

  • ধুর | 2a0f:e586:f:f::***:*** | ২১ জুলাই ২০২১ ১৮:৪০484248
  • ছোটবেলায় আনন্দমেলা না পড়া ব্যাপারটাকে এত ডিফেন্ড করার কি আছে? পড়েননি তো পড়েননি, এত ইনফিরিয়রিটির কিসু নেই।

  • অপু | 2409:4060:210a:288::1024:***:*** | ২১ জুলাই ২০২১ ১৮:১৪484247
  • বি, আমার এক জিগরী দোস্ত ছিল। ইকবাল। কলেজ, ইউনিভার্সিটি  এক সাথে। তার বাড়িতে সেই কলেজ লাইফ থেকে ঈদে নেমোতন্ন থাকতো। আমরা দল বেধে যেতিম। কিন্তু গত দুবছর সে বেটা ইউ এস তে। তাই এবারে নো নেমতন্নো। দু জন ছাত্র ছাত্রী নেমোতন্নো করেছে বটে কিন্তু বড্ড দূর। লেবারে পোষাবে না :))

  • অপু | 2409:4060:210a:288::1024:***:*** | ২১ জুলাই ২০২১ ১৮:১১484246
  • বোধি দা, কোনি কত বছর বয়েসে প ড়েছিলে বললে না তো!! 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২১ জুলাই ২০২১ ১৭:১৮484245
  • সি এস তোমার মত আলাদা হতেই পারে। মানে ধর এক পয়সার সাহিত্য না পড়ে , সাহিত্য সমালোচনা তে গত একশো বছরে কি কাজ হয়েছে যাদের কোন বিন্দুমাত্র ধারণা নেই, তাদের মধ্যে তুমি নেই তাই উত্তর দেবার পরিশ্রম করছি।  


    আমি অদৌ মনে করি না, একটা লেখা , শুধুই একজ্ন লেখকের ব্যক্তিগত ট্যালেন্ট বা চয়েস। হ্যা অবশ্যই কোন যন্ত্র বা সমালোচক এর পক্ষে বলা সম্ভব ই না একজন লেখক কি লিখবেন, কিন্তু সামাজিক অবস্থান, ক্ষমতা  এবং রাজনৈতিক পরিস্থিতির কোন প্রভাব, সাংস্কৃতিক রাজনীতির, প্রতিষ্ঠানের রাজনীতির কোন প্রভাব নেই একটা লেখা কখন কি ভাবে হয়ে উঠছে তার উপরে, এবং লেখকের ক্রিয়েটিভ চয়েস এর উপরে তাহলে ইউ আর ক্লিয়ারলি ফর সাম রিজন ইন সাম সর্ট অফ ডিনাইআল । কারণ এই বিষয়টা সাহিত্য সমালোচনার বেসিক। লেখক নিজেকে যতটা ক্ষমতাবান মনে করছেন, চরিত্র কে যেমন গড়ব তেমন হবে, বা তারা বাহাদূর হয়ে গেলে গড়ার বদলে পিটে নেব, সেই ন্যারেটিভ চয়েস টার ও একটা কার্যকারণ আছে। এই ডিনাইয়াল টা তোমার আগে অন্তত যে ভাবে বলছ সেভাবে ছিল না। নর্মালি আমি পুরোনো বিতর্ক আনি না, যখন লেখা হচ্ছে  তার মধ্যে সীমাবদ্ধ থাকি।  তুমি পুরোনো কথা বললে তাই বলছি। এখন এটা এসেছে, মানুষের মতামত বদলেই থাকে, সেটা তোমার দার্শনিক না তার্কিক সমস্যা সেটা তোমাকেই ঠিক করতে হবে। এর পরে রয়েছে কালচারাল ট্র‌্যাডিশন এর কোন দিক টা কে কেনো কোন সময়ে রি-ইনভোক করছেন। ক্রিয়েটিভ ইম্পেটাস আকাশ থেকে পড়ার কাথা না। হ্যা জিনিয়াসের বেলাতেও সব কিছুই অ্যাক্ট অফ গড না। রবীন্দ্রনাথ প্রচুর সাফল্য পাচ্ছেন, বৈষ্ঞব সাহিত্যর কন্টিনিউএশন ধরে, কিন্তু শুধু সেটাই সারাজীবন করছেন কি, আরো নানা বিষয় তাঁক প্রভাবিত করছে, আরো আনা রকম লিখছেন। ইত্যাদি। 


    এর পরে থাকে কালচারাল প্রোডাককশন দ্বারা নির্মিত টেস্ট। ১১ -১৫ বছর বয়স মানেই অ্যাডভেঞ্চার ছাড়া আর কিছু পাঠ্য না, এই সিদ্ধান্ত টা নিচ্ছে যারা তারা কি নিজেরা ১১-১৫ ? একথা বলে লাভ আছে, যে প্রতিষ্ঠান আর তার প্রকাশনা আদর্শের রাজনীতি নেই? প্রেক্ষিত কে উপেক্ষা করে চরিত্র আর তার বিভিন্ন মুহুর্তের মরাল অবস্থান নিয়ে অমুক ভালো তমুক মন্দ র বাইরে কথা বলতে না চাইলে এনগেজ করা কঠিন। 


    এটা এখন প্রেস্টিজ ইসু হয়ে গেছে এখানে, বেশির ভাগ কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে , মানুষ নিজের ছোটোবেলা ডিফেন্ড করছে , এটার সঙ্গে  টেক্স্ট টা বা সাহিত্য সমালোচনার কোন সম্পর্ক নেই। প্রিয় স্মৃতির একটা প্রক্ষেপ আছে। রচনার প্রেক্ষিতের ও কোন সম্পর্ক নেই। কোন অ্যাডাল্ট সচেতন পাঠকের সিদ্ধান্ত কিসুই নেই।  :-)))) কেবলি নষ্টলজি। 


    বোধিসত্ত্ব দাশগুপ্ত

  • b | 14.139.***.*** | ২১ জুলাই ২০২১ ১৭:১১484244
  • আজ বকরিদের দিনে বাড়িতে জুটলো কি না বেগুনপোড়া , কুমড়ো সিদ্ধ আর সয়াবীনের তরকারী। সব ইয়াদ রখ্খা যায়েগা। 

  • dc | 223.19.***.*** | ২১ জুলাই ২০২১ ১৭:০৩484243
  • "সফল মোরগের আত্মজীবনী" পড়ার অপেক্ষায় থাকলাম। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত