পাবলিকলি বললে খেউর হয়, দমু যেটা বলেছেন, সেটা করলে সল্যুশন হয়। দ্বিতীয়টাই টার্গেট হওয়া উচিত নয় কি?
কেন? এটা হয়েছে, লোকজনের বই আটকে আছে। গুরুচণ্ডা৯'র গলা টেপার পাবলিক থ্রেট দিয়ে প্রকাশনার সরকারী অ্যাকাউন্ট হাইজ্যাক হয়েছে। এটা পাবলিকলি বলতে সমস্যাটা কী?
হাজামটা যদি তুমি হও, আমি অবাক হব, এবং খুবই দুঃখ পাব।
সে দুঃখ পাওয়া এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে।
এই আসল নিক নকল নিক এক হাস্যকর ব্যাপার। আমি কহিপ্তাশা নামে পদ্য লিখলে সেটা ভালো আর ভবম হাজাম নামে কুচ্ছো করলে খারাপ, কী কান্ড!
আর তাছাড়া চেনা নিক থেকে খেউড় ভালো (কম হয়নি), অচেনা নিক থেকে পাবলিক পোস্টের স্ক্রিনশট খারাপ, এও মজার ব্যাপার :)
হাজাম তো আমি। লেখা পড়ে অনেকেই বুঝেছে।
সমস্যাটা কী?
আপনারা কেউ খেলা দেখছেন না? আমার ছাত্র আমার অফিসে এসে ফ্রী হুলু ট্রায়াল চালিয়ে দিয়েছে :)
সে স্ক্রিনশট এখানে কারা তুলছে? প্রথমে ওই হাজাম নিকটাকে আগে এখানে দেখা গেছে কি? আর সবকটা কমেন্টেই আসল নিকটা সো ভিজিবল! কারুর এক পয়সার দম নেই? চেনা নিক থেকে খেউরগুলো করার? আর সো কল্ড কোর কমিটি বসে বসে মজা নেবে? এ নিউ লো!
অ্যনোনিমিটি কই? স্বনামেই তো গালমন্দ অ্যাকাউন্ট ব্লক সব হচ্ছে!
আরে কি হচ্ছেটা কি? অ্যানোনিমিটির ফাঁকে এইসব চলবে? সো লো!?
বড়ই পিছিয়ে পড়েছি। আমার ধারণা ছিল সিকি দিল্লিতে থাকে। তো, সে দেশের এম্ব্যাসি কি বাংলা পড়তে পারবে? অবশ্য বাংলা কিশলয়ে হান্স বলে একটা ছেলের কথা পড়েছিলাম, সে হাত দিয়ে দেয়ালের ফুটো বন্ধ করে গ্রামের লোককে বাঁচিয়েছিল।
নেদারল্যাণ্ড বড় ভালো জায়গা। টিউলিপ হয়।
গলাটেপা বাবু হোথায় থাকে। বঙ্গে সিপিম হেরে যাওয়ায় ওখেনে পাকাপাকি হয়ে যেতে পারে।
সবই বুঝলাম কিন্তু নেদারল্যাণ্ড এম্ব্যাসি কেন?
এইসব ডিটেলস নিয়ে FIR করে মিনিস্ট্রি তে আর নেদারল্যান্ড এম্ব্যাসিতে কপি দিয়ে দিক। তারপর দেখা যাক কার গলা কোথায় থাকে।
একখান ইস্কিনশট দিয়েই দিয়েছে। b মশাই চাইলে ডেট ফেট চেক করে দেখতে পারেন খোলাপাতায় খিস্তানো কবেথেকে শুরু। সবই পাবলিক ওয়ালে আছে।
tdamayanti
জিমেল বা ইয়াহু যেটায় খুশী
হ্যাঁ, সফট কপি। মেইল করে দেব কি ?
বেলজিয়াম কে তো আজকে নয় বহুদিন ধরেই failed state বলা হচ্ছে। 2016 থেকে নিয়মিত বলছে। আগেও 2008 এও বোধহয় বলেছিল।
রমিত, বইটা কি সফট কপি? দেওয়া সম্ভব?
আচ্ছা আশিস নন্দীর পার্টিশান ট্রমার উপরে রিসার্চ আছে। এই রিসার্চ পেপার বা সেই সম্পর্কিত বইয়ের সন্ধান দিতে পারেন কেউ?
বোধিসত্ত্ব দাশগুপ্ত মহাশয় কি এইটার কথা বলছেন? টু-উ গুড।
"Football, after all, is a potential ally of every ideology, a perfect canvas on which to project a worldview. Socialists can hail an industry in which nearly all the money goes to the workers. Statists can applaud how government-funded football camps on the edge of Paris churn out a stream of world-class footballers (albeit ones incapable of beating Switzerland)."
গুন্ডা বা কলকাতার আনডারগ্রাউন্ড , কলকাতার খেচর কালচার ইত্যাদি নিয়ে কাজ অ্যাকচুয়ালি ভালই আছে। নতুন গবেষকদের কাজ ও আছে। মানে রীতিমতো ভালো।
সেমিফাইনাল বেলজিয়াম স্পেন হবে কি?
ওদিকে সাহেবদের মোটামুটি ফাইনাল অবধি রাস্তা খোলা। যদি না ছড়ায় ফাইনালে যাবেই।
দ, নানা চার পাতা নয়। 111 পাতা। একের পর এক গুন্ডা নিয়ে কেস স্টাডি রয়েছে। মেন বইটা তো আগে দেখিনি। তাই কোনো পাতা বাদ গেছে কিনা জানিনা। তবে যতদূর মনে হয় মেন বই এর পাতা সংখ্যা এরকমই ছিল। গুড রিডস এ খুঁজছিলাম এক্সট্রা তথ্যের জন্য। কোনো রিভিউ বা বেশি তথ্য পেলাম না।
সিপিএম এর লোকজন, সর্বদাই বিপক্ষের মত দেওয়া লোকজন কে যুথবদ্ধ ভাবে আক্রমণ করেছে। তাচ্ছিল্য করেছে ও গালাগালি দিয়েছে।
নিজেদের কুকর্ম ও পাপ নির্লজ্জ ভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করে গেছে।নিরন্তর ও অবিচ্ছিন্ন ভাবে।
শেষ দিকে শুরু হয়েছিল তিনোমুল কে দোষারোপ করে, বিজেপির প্রচ্ছন্ন সমর্থন।সোশ্যাল মিডিয়া জুড়ে নিরন্তর নাকী কান্না গেয়ে গেছে। আজ পর্যন্ত একই রকম কীর্তি কলাপ চালিয়ে যাচ্ছে।
ব্রিগেডে দশলাখ লোক জমায়েত করে,ধরা কে সরা জ্ঞান করছিলো।জনগন গুছিয়ে অর্ধচন্দ্র দিয়েছে।এখন বিধান সভায় কোন স্থান নেই। কোন বক্তব্য জানাত পারবে না।
হাতে পড়ে আছে শুধু সোশ্যাল মিডিয়া।দেখা যাক কি করে উঠতে পারে।
বেলজিয়াম ইটালির খেলা আজ। সালা ইকোনোমিস্ট কঠিন খচ্চর পত্রিকা, আজ লিখেছে, বেলজিয়াম ইজ দ্য মোস্ট সাকসেসফুল ফেইল্ড স্টেট :-))))) বলে যেরকম করে ডেটা ইত্যাদি দিয়েছে। নিউ ইয়র্কার বা প্রাইভেট আই এর মত না উচ্চমানের না হলেও, ইকোনোমিস্ট এর হিউমর খারাপ না। :-))))) আমাদের দেশে সিরিয়াস অ্যানালিসিসে এ হিউমর এর টাচ থাকাটা লোকে অসম্ভব লজ্জার কথা বলে মনে করে বোধ হয়। জাস্ট জানি না কেন।
আক্রমণ টাক্রমন হয়েই থাকে, ওসবে উতলা হলে চলে না। সেদিন কী আর গুরুরাক্ষসের আইএসবিএনরূপী গলাভোমরার কথা মনে ছিল!
ইসে S বা অন্য যে কেউ যদি ডিপ্রেশানের কথা বলেই থাকেন, সেটা নিয়ে এখানে আলোচনা না করার অনুরোধ রইল।
আর গালিগালাজ সিপিএম সমর্থকদের দিক থেকে বেশী ছাড়া কম হয় নি। এই S ই যেমন একবার কল্লোলদা এবং পরে আপত্তি করায় আমাকেও ঘুরিয়ে পেঁচিয়ে সারদায় টাকা খাবার ঈঙ্গিত দিচ্ছিলেন। কোনও একটা হীরাভতে আছে। এরপরে পাই আসে তর্কে। যেহেতু পাই মোটামুটি গুরুর কর্তৃপক্ষ বলে পরিচিত কাজেই তখন বড়েস সুর বদলে নানা আমি কল্লোলদাকে বলি নি ইত্যাদি বলেন। দ্রিকে এত বেশী গালি দিয়েছেন যে দ্রি বহুকাল লেখেন না।
এরকম আরো লোকজনের আছে।
প্রেফার্ড ইভিল পাওয়ারে না আসায় সিপিএমের ফেবুবাহিনির শোক আর নেওয়া যাচ্ছে না। গুরু মাঝখান থেকে বেকার কেস খেয়ে বসল। ২০২৪এর জন্য গুরু ভোট্টুবিজেপি ক্যাম্পেইন লঞ্চ করলে ক্ষমা মিলবে মনে হয়।
সিপিএম সমর্থকেরা সবাই মোটামুটি সংঘবদ্ধ আক্রমণে গুরুতে মন্তব্য করা থেকে বিরত আছেন, যা বুঝছি। ্সে ঠিক আছে এমনিতে।-
ও তাদের নিজেদের মধ্যে যোগাযোগ আছে যখন তখন আর চিন্তা কী?
S একবার লিখেছিলেন ক্রনিক ডিপ্রেশনে আছেন বা ওরকম কিছু, যাতে বেশ কতক্ষণ গুরুতে পোস্ট না দেখলে তাঁর চেনা পরিচিত বা আত্মীয়দের খবর দেওয়া হয়। খুব ভাসা ভাসা স্মৃতি থেকে বললাম। তা ওঁকে পার্সোনালি লোকেট করতে পারেন এমন কেউ খবর নিয়ে কুশল জানালে ভালো হয়। সিপিএম সমর্থকেরা সবাই মোটামুটি সংঘবদ্ধ আক্রমণে গুরুতে মন্তব্য করা থেকে বিরত আছেন, যা বুঝছি। ্সে ঠিক আছে এমনিতে।