b | 14.139.***.*** | ২৬ জুন ২০২১ ১২:০৪483010এলে কি জনসনের মোক্ষম উক্তিটি ভুলে গেলেন?
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ১১:৪৯483009জায়গাগুলো একটা সাইকেল নিয়ে ঘুরতে খুব ভালো লাগে। নবদ্বীপও। এখনতো সবকিছুই প্রায় ইসকন নিয়ে নিচ্ছে।
এলেবেলে | ২৬ জুন ২০২১ ১১:৩২483008অবিশ্যি পালচৌধুরীরাও কম জোচ্চোর নয়। ওদের জোচ্চুরির কথা বিশদে লেখা আছে প্রমথনাথ মল্লিকের 'কলিকাতার কথা'-য়। আদি না মধ্যকাণ্ড সেটা দেখে বলতে হবে। রতনে রতন চিনেছে!
এলেবেলে | ২৬ জুন ২০২১ ১১:২৮483007মহুয়া মৈত্র তো? উনি কিছু করতে পারবেন না। অশোক রায়ের হাত বহু লম্বা। প্রচুর ঘ্যামা ঘ্যামা লোক জোচ্চোরটার ক্লায়েন্ট। তাছাড়া মহুয়া এখন ফিকে হয়ে যাবে। মুকুল বাড়ি চলে এসেছে তো! নদীয়া ওর হাতের মুঠোয় বরাবর।
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ১১:২৫483006এলে, ;-)
এখন তো বিখ্যাত এমপি সাহেবা পালচৌধুরীদেরই নাতনি, বোধহয় খেলা ঘুরছে।
এলেবেলে | ২৬ জুন ২০২১ ১১:১৬483005কেসিসাহেব, পালচৌধুরীদের বাড়ি থাকার সময় খেয়াল করেছেন কি ওই বাড়িটির একাংশ কীভাবে জোচ্চোর ও চিটিংবাজ জ্যোতিষ অশোক রায় ও তার পরিবার দখল করে নিয়েছেন? জোচ্চোরটির পুত্র আমার ছাত্র ছিল এবং কেলাস নাইনেই তার পড়াশোনার ইতি ঘটে কারণ তিনি বহু চেষ্টা করেও ওই গণ্ডিটি টপকাতে পারেননি! অবশেষে বাপের জোচ্চুরি ব্যবসাটি করে থাকে বর্তমানে।
এলেবেলে | ২৬ জুন ২০২১ ১১:০৮483004চতুরানন, কেচ্ছাপ্রেমী শব্দটি আপনার জন্য প্রযোজ্য নয় কারণ আপনি আমঘাটা সংক্রান্ত প্রশ্নের উত্তরদাতা মাত্র, প্রশ্নকর্তা নন। কাজেই ব্যাজস্তুতি-ফুতির সিন নেই।
রমিত ধন্যবাদ। আসলে নবদ্বীপ চিরকালই বৈচিত্রময়। এখানে নৈয়ায়িক বাসুদেব সার্বভৌম, নব্য নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি, বৈষ্ণব চৈতন্য, শাক্ত কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং স্মার্তচূড়ামণি রঘুনন্দন ভট্টাচার্য দীর্ঘদিন রাজ করে গেছেন। যদিও আমার জন্মভূমি ও কর্মভূমিকে আর পাঁচটা গেরামের তুলনায় আলাদা করে দেখি না। আমি বার্নার্ড শ-তে বিশ্বাসী --- Patriotism is your conviction that this country is superior to all others because you were born on it.
কোথায় দেখব বলুন
মেড ইন বাংলাদেশই যদি বলেন, টার্কিশ সিরিহ, The Magnificent Century র মেড ইন বাংলাদেশ ভার্শন দেখুন। সুলতান সুলেমান। ফিদা হয়ে গেছি। যিনি চিত্রনাট্য লিখেছেন, মনে হয় কবি, লেখক। মূল চিত্রনাট্য তো ছেড়ে দিলাম। মহাকাব্যকে হার মানাবে৷ ইতিহাসে কোথায় কোথায় লোকগাথা মেশানো হয়েছে, পরে খুঁজে বের করতেও মজা লাগে, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্তর বেরিয়ে আসে।
সুলতানি আর মুঘল আমল নিয়েও যদি এমন করত, বা মুর্শিদাবাদ।
আমাদের দেশের সিরিয়ালগুলো কিছু শিখলে পারে তো!
সিরাজ নিয়ে একটা করেছিল, সেটা অবশ্য আর কিছু না হলেও শুধু সিরাজকে দেখার জন্যই দেখা যায় ঃ)
হ্যাঁ হ্যাঁ ওইটাই। ইশ কোথাও পাচ্ছি না। থ্যাঙ্কু টিমি ফোজ্জি
4z | 216.209.***.*** | ২৬ জুন ২০২১ ১০:১৬483000মেড ইন বাংলাদেশ @দমদি
Tim | 174.102.***.*** | ২৬ জুন ২০২১ ১০:১৫482999মেড ইন বাংলাদেশ, দম দি? অসামান্য ভালো ছবি।
b | 14.139.***.*** | ২৬ জুন ২০২১ ১০:১১482998হ্যা অভ্যু, উল্টে পাল্টে সেই জর্জদা।
:|: | 174.255.***.*** | ২৬ জুন ২০২১ ১০:১০482997আম জনতার ঘাটের কথাটি ভালো লাগলো। "কেচ্ছা" শব্দের ব্যবহার ব্যাজস্তুতি ছিলো মাত্র! ধন্যবাদ -- আমঘাটের বিষয়ে আলোকপাত করার জন্য।
kc | 37.39.***.*** | ২৬ জুন ২০২১ ১০:০৯482996পালচৌধুরীদের জমিদার বাড়িটার নাম বালাখানা এস্টেট। গিয়ে থাকাও যায়। দাম একটু বেশিই। তবে অসাধারণ ব্যবহার আর খাওয়া। রণদেব পালচৌধুরী নিজেই তদারক করেন অতিথিদের। বছরতিনেক আগে দুদিন থেকে এসেছিলাম। ইটাচুনা বা বাওয়ালির রাজবাড়ির থেকে অনেক ভালো।
না কম্লা রকেট নয়। যেটা সম্ভবত গার্মেন্টসের মেয়েদের ইউনিয়ন নিয়ে ছিল।
Tim | 174.102.***.*** | ২৬ জুন ২০২১ ১০:০৫482994রে তিনের চার ভাগ অসম্ভব খারাপ হয়েছে। একমাত্র অভিষেক চৌবের পার্টটা (মনোজ বাজপেয়ি, গজরাজ রাও) ভালো। ঐটে রেকো করলাম।
শেরনি খুবই ভালো।
র২হ | 2405:201:8005:9078:940c:907f:bba:***:*** | ২৬ জুন ২০২১ ০৯:৫৯482993আমার পছন্দের গান হলো 'মধুপুরে পাশের বাড়িতে তুমি থাকতে'।
আচ্ছা, সম্ভবত ঋতিকা সাহানির একটা গান আছে, ম্যাডোনার পাপা ডোন্ট প্রিচ-এর বাংলা অ্যাডাপ্টেশন। কারো সন্ধানে থাকলে একটু দেবেন প্লিজ।
র২হ | 2405:201:8005:9078:940c:907f:bba:***:*** | ২৬ জুন ২০২১ ০৯:৫৮482992টেলিভিশন? সে সম্ভবত সর্বত্র সরিয়ে নিয়েছে। কমলা রকেট আছে।
হ্যাঁ প্রাইম আমেরিকায় বাংলাদেশের একটা ছবি সোসেন রেকো দিয়েছিল পরে হুচিটিমিও বলল, সে আর এখানে পেলামই না।
Abhyu | 47.39.***.*** | ২৬ জুন ২০২১ ০৯:৫৫482990আচ্ছা ব্রতীন্দা বিপ্পালকে বাদ দিল কি বলে? বুড়ো বয়সে পরকীয়াই তো একমাত্র সম্বল মানুষের।
র২হ | 49.37.***.*** | ২৬ জুন ২০২১ ০৯:৫০482988না, প্রাইম নেই আমার, কিন্তু শেরনি দেখতে হবে। অল্পদিনের জন্যে কিছু নেওয়া যায় কিনা দেখি।
প্রাইমের সমস্যা হল অ্যাক্রস জিওগ্রাফি এক মেম্বারশিপ চলে না। নেটফ্লিক্স এদিকে উদার, যদিও সব টাইটেল সর্বত্র নেই। ভারতে যেমন বিবিটি আছে, ওদিকে নেই।
র২হ | 2405:201:8005:9078:940c:907f:bba:***:*** | ২৬ জুন ২০২১ ০৯:৪৫482987বেশ একটা টিনেজ টিনেজ হাওয়া দিচ্ছে। চিরকুট, (শরতের)মেঘ বালিকা। যাই পুঁথি দপ্তর ঝাড়পোঁছ করে রাধিকা সিরিজ নিয়ে বসি।
রে বেশ বাজে হয়েছে যা শুনলাম। প্রাইমে শেরনি ত নিশ্চয় দেখে নিয়েছ। এটা মানে খুবইই ভাল হয়েছে। নেটফ্লিক্সে আরেকটা দেখলাম ঘোস্ট স্টোরিজ। এটা অবশ্য একটু পুরানো। কিন্তু দিব্বি ভাল।
Abhyu | 47.39.***.*** | ২৬ জুন ২০২১ ০৯:৪০482985উপমা ব্রতীনদাসস্য।
আমি যদি তেমন কাউকে চিরকুট পাঠাই ঐ উপমাটা ধার করবই করব।
4z | 216.209.***.*** | ২৬ জুন ২০২১ ০৯:৩৯482984কানটা অনেকদিন অক্ষত রয়েছে।
অভ্যু কশ কশ করে
4z | 216.209.***.*** | ২৬ জুন ২০২১ ০৯:৩৫482982খ্যা খ্যা খ্যা
@এলেবেলে নবদ্বীপের ইতিহাস টা বেশ ভালো লাগল। মাল্টি কালচরাল আর রিিচ। বাংলার বৌদ্ধ অতীত নিয়ে আজ খুব একটা চর্চা আর দেখি না।