পদবী বললে তো হয় http://stat.columbia.edu/department-directory/name/siddhartha-dalal/
আরে আমাদের এদিকে এক্জন একটু ব্যাঁকা ছিলেন বলে লোকে তাকে ভালোবেসে বংকুবাবু বলে ডাকতো। আমি আবার কি একটা কাজে গিয়ে তাঁকেই বলেছি, ভাবলাম শুদ্ধ করে বলি, আচ্ছা এখানে বংকিম বাবু কোথায় বসেন। উনি হেবি খচে গেলেন বললেন, জানি না, পরে শুনলাম তাঁর নাম আসলে অমরেশ বাবু। কাজটা সম্পূর্ণ অন্য কাউকে পাঠিয়ে করাতে হয়েছিল।
মিঠুর দালাল এর গল্পে এটা মনে পড়লো।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
চতুরানন যে সব্বাইকে বাবু লেখেন এইটে আমি চরম সমর্থন করি। কালকে মেজাজটা সামান্য তেতো ছিল সাতসকালে ওই পোস্ট এবং বারংবার অনুরোধ করা সত্ত্বেও সেটা নিয়ে কচলাকচলি দেখে। মানে চতুরানন এটা চূড়ান্ত বুদ্ধিদীপ্তভাবে করে থাকেন। অ্যানোনিমিটি মানে অ্যানোনিমিটি, সেখানে দাদাদিদিকাকাকাকিমেসোমাসিপিসোপিসিমামুমামি সব সমান। তারপরে ধরুন গে আমার মতো জনাকয়েককে বাবু বলারও সিন নেই। তাতে কে হলদিয়ায় থাকেন আর কে হনলুলু, কে যদুপুর আর কে শান্তিপুর, কে আইটি আর কে ভাইটি - অত সূক্ষ্ম অফলাইন পরিচিতির দরকার পড়ে না। হুতো যে কেন এটা নিয়ে কাল আপত্তি জানালেন সেটা বুঝিনি।
কমিউনিটি কিচেনের বাংলা নাম দিন বারোয়ারি রান্নাঘর। হিন্দুত্ববাদী বোঁটকা গন্ধ নাকে লাগলে বলুন বারোয়ারি রসুইঘর বা আরও ভালো বারোয়ারি রসুইখানা।
নিকের সঙ্গে বাবু মজা হিসেবেই নিলাম, যেহেতু নিক ব্যপারটি অ্যানোনিমিটির শর্তে জেন্ডার নিরপেক্ষ। তেকোনা স্যার ও তো ছিলেন, ম্যাডামের বদলে।
দালাল কিন্তু পদবী হয় , এই মুহূর্তে মনে পড়ছে তারলা দালাল , একজন শেফ , কুকবুক রাইটার ইত্যাদি প্রভৃতি
আমি খুব আহ্লাদের দু একজনকে সোনা এবং বাবু বলে ডেকে থাকি।আমাদের পাড়ায় কিছু না হলেও কুড়িটা বাবু আছে, যথা রাবণ,শকুন, লেডিজ, পাল,ডাক্তার,বেঁটে, বড়ো ইত্যাদি। সেগুলোই নাম:-) বয়ফ্রেন্ডকে বাবু বলে ডাকলে তারমধ্যে একটা নারীবাদী অ্যাঙ্গেল এসে পড়ায় সেটা অনেক মেয়েই ভালো চোখে দেখেন না।গার্লফ্রেন্ডকেও লোকে বাবু বলে ডাকতে শুনেছি। আমার তো দিব্যি লাগে।উভয়েই উভয়ের বাবু:-)
আচ্ছা :)
অভ্যু, দালাল কারুর নাম না।দালাল হলো একটা প্রজাতি। এখানে বাড়ির দালালের কথা লিখেছিলাম:-(
মিঠুদি, কোনো লোকের নাম দালাল হয়? দালালের সাথে বেরুচ্ছি মানে কী?
উরি বাবা গো মাগো
এবার কি আমাকে চিরকুট নিয়েও টই খুলতে হবে? :)
সাদা মনে কাদা নেই।একদা আমি একটা চিরকুট লিখেছিলাম, 'দালালের সঙ্গে বেরোচ্ছি, ফিরতে দেরী হবে'।প্রাপক বাড়ি ফিরে সেটা দেখে 'হুব্বা 'হয়ে গিয়েছিলেন! তারপর থেকে আমি রচনা লিখি:-(
হ্যাঁ গো। তোমাকে দেখে ভালো লাগল।
বলুন দেখি
(২,৩)+(৪,২) = (২,১৬)
(৩,২)+(২,৪) = (-২,১৬)
(২,৩)+(২,৪) = (-৮,১৪)
(৩,২)+(৪,২) = ?
(৮ , 14)
হুতো
আজকালকার' ' শুদ্ধ' হিন্দিতে কমিউনিটিকে বলে সমুদায় আর কমিউনিটি কিচেনকে বলে "সামুদায়িক রসোই "।ঃ))
এগরোল নিয়ে হয়েছে। কিন্তু সিঙ্গাড়া উপেক্ষিত থেকে গেছে। এর পেছনে একটা ষড়যন্ত্রের স্পষ্ট আভাস আছে কিন্তু আজ আমি আর কোন বিতর্ক ঝগড়া বা ছ্যাবলামি করবো না, অনেক রাত হয়েছে।
সিঙ্গারা নিয়ে গুরুতে কখন মনজ্ঞ আলোচনা হয়েছে কি?
সিঙ্গারা কেন মন খেতে চায়? মন কেন সিঙ্গারা খেতে চায়? এ নিয়ে একটি তাত্ত্বিক ও সুললিত প্রবন্ধের বড়ই অভাব বোধ করছি!
বাক্য কিছু নেই, কয়েকটা কিওয়ার্ড নানান ভাষায় হবে। এইটা হয়েছে মুশকিল, কনটেক্স্ট দিয়ে বোঝানোর উপায় নেই।
আমার মামাতো ভাইয়ের নাম আমি দিয়েছিলাম সপ্তর্ষি মণ্ডল।
মন্ডল বা মন্ডলীও হয়।
হুতো, পুরো বাক্যটা বলা যাবে?
সৌম্যদীপের কৌমকিচেন - কেমন শোনাচ্ছে? :)
আম-রসুই, জনতা কিচেন
সম্প্রদায় বা গোষ্ঠী দুটোই একটু ভাগাভাগি টাইপ। সমাজ আমার পছন্দ, কিন্তু হয়ে যাচ্ছে সোসাইটি।
কৌম ভালোই, কিন্তু আমার খুব সহজবোধ্য পরিচিত শব্দ দরকার।
সম্প্রদায় , সমাজ , গোষ্ঠী
কমিউনিটির বাংলা হল কৌম।
কৌমকিচেন - বেশ শোনাচ্ছে।
আহা ঐ জন্যেই না বললাম আপনাকে ডিফাইন করতে হবে :)
আর তার পরেই তো যোগের ধাঁধা দিলুম নীচে!
@অভ্যু দুঃশলার শালা কি করে হবে। আমাদের বাংলায় তো আত্মীয় রা সব সময়ই জেন্ডার স্পেসিফিক। ননদ, নন্দাই, শ্বশুর,শাশুড়ি, মাসি, মেসো।
দেওর যদি হয় তবে জয়দ্রথের ভাই হবে।
এলেবেলে, সরি সরি :)
আচ্ছা, কমিউনিটির বাংলা কী করা যায়?
বলুন দেখি
(২,৩)+(৪,২) = (২,১৬)
(৩,২)+(২,৪) = (-২,১৬)
(২,৩)+(২,৪) = (-৮,১৪)
(৩,২)+(৪,২) = ?
হুতো, ডাকে যাঁদের পাঠিয়েছি তাঁরা প্রত্যেকে চিরকুট পেয়েছেন। বইতে নিজের নাম লেখার মতো কেউকেটা যেন কোনও দিন না হই সেই প্রার্থনা করি।
রমিত, কনটেন্ট একই। বাংলাদেশ স্পেস ও মার্জিন বেশি রাখায় পাক্কা ১০০ পৃষ্ঠা বেশি। কপিরাইটজনিত কারণে বাংলাদেশের প্রচ্ছদটি আলাদা, নামটাও সামান্য পরিবর্তিত।
এবারে তো সবাই চুপ করে যান।
এই যেমন (২,৩)+(৪,২) = (২,১৬) বা ২+৪ = ৮
ডিফাইন করলেই হবে!