ডিসিকে বললাম :-)
উনি গুরুরই লোক, মাঝেমধ্যে পায়ের ধুলো দেন হেথায়। রসুইঘরের রোয়াকে এসে বসেছিলেন কবে যেন।
শেষের দিকটা মারাত্মক ভাল।
syandi | 45.25.***.*** | ১৬ জুন ২০২১ ২১:১৬482198সেতারি শাহিদ পারভেজ আরেকজন যার বাজনা সুমধুর হওয়া সত্ত্বেও আমি সাধারণত ওনার মিউজিক শুনলে উইনডো মিনিমাইজ করে শুনি। আসলে উনি সেতার বাজানোর সময়ে চোখেমুখে এমন ভয়ানক এক্সপ্রেশন দিতে থাকেন যে ব্যাপারটা ঠিক দৃষ্টিনন্দন থাকেনা।
অভ্যু কেসি আনন্দ বি,
একটা রিকোয়েস্ট। পাকিস্তানের একজন গায়িকার গানে আমি ফিদা গত দু'বছর ধরে। ওনার নাম বোধহয় টিনা, বয়স্ক মহিলা। ওনার গলায় ' ইয়ে ন থী হমারী কিসমত, কি বিসালে ইয়ার হোতা'।
একবার এখানে লিং দিন ও শুনে বলুন। ঠকবেন না, গ্র্যান্টি।
"আমার ভাগ্যে লেখা নেই জানি প্রিয়ামিলনের ক্ষণ'।
আর ভীমসেনের গায়ন, খেয়াল হোক বা ঠুংরি, কখনই দৃষ্টিনন্দন ছিলনা। শ্রুতিনন্দন বলা বাহুল্য।
Abhyu | 47.39.***.*** | ১৬ জুন ২০২১ ২১:০১482196কেউ একটু ভালো (সোমনাথ কোয়ালিটি) খেরোর খাতার সন্ধান দিতে পারেন?
এলেবেলে | 202.142.***.*** | ১৬ জুন ২০২১ ২১:০০482195লিবজেন আর আর্কাইভ ছাড়া বাকি দুটোর খোঁজ পাইনি। খুঁজে দেখি কিছু পাই কি না। অনেক ধন্যবাদ অভ্যু ও স্যান্ডি।
dc | 122.174.***.*** | ১৬ জুন ২০২১ ২০:৫৭482194দ দির ভিডিওটা খানিকটা দেখলাম। এই হলো বেড়ানো :-)
syandi | 45.25.***.*** | ১৬ জুন ২০২১ ২০:৫২482193লিংক দিতে ভুলে গেছিলাম আগের পোস্টে। এখানে দিলাম
র২হ | 2405:201:8005:9078:bd07:6a72:5e1:***:*** | ১৬ জুন ২০২১ ২০:৫১482192বড় এস অনেকদিন আসেন না।
syandi | 45.25.***.*** | ১৬ জুন ২০২১ ২০:৫০482191এই সাইটটা বাংলা ইবুকের একেবারে খনি। লেখকদের নামানুসারে সাজান আছে।লেখকের নামে ক্লিকালে ওই লেখকের লেখা বইয়ের লিস্ট আসবে। তখন পছন্দের বইয়ে ক্লিকিয়ে পিডিএফ ডাউনলোড করে নিন।
Abhyu | 47.39.***.*** | ১৬ জুন ২০২১ ১৯:১০482190অর্জুন এইখানে অনেক বইয়ের pdf আছে।
বাংলা https://bdebooks.com/
সায়েন্স https://vertsluisants.fr/index.php?article4/where-scihub-libgen-server-down আর http://libgen.li/
আর্টস ও হিউম্যানিটিস https://archive.org
অর্জুন | 113.2.***.*** | ১৬ জুন ২০২১ ১৮:৪৬482189কিছু বইয়ের pdf আমাকে কেউ তুলে দিতে পারবেন?
b | 14.139.***.*** | ১৬ জুন ২০২১ ১৮:৩১482188এইতো কেসি এসেছেন! মল্লিকার্জুনের সাবনীতে দেব দেব সৎসঙ্গ গানটা আছে, যেখানে উনি গান থামিয়ে এক জায়গাতে বলছেন, এটা আমার গুরু মনজি খাঁ সহেবের গায়কী। সংগ্রহে থাকলে একটু দিন তো। একটা সত্যি সত্যি ভালো লোকের আশীর্বাদ পাবেন।
Abhyu | 47.39.***.*** | ১৬ জুন ২০২১ ১২:২৬482186জামাইবাবু :)

Apu | 2401:4900:3141:3380:65d8:7b7b:b40c:***:*** | ১৬ জুন ২০২১ ১১:০৭482185১৮ বছরে এই প্রথম বার জামাই ষষ্ঠী হচ্ছে না ( যে ক বছর বাইরে ছিলাম সে গুলো বাদ দিয়ে ) । শাশু মার শরীর ভালো নয়। :(((
Abhyu | 47.39.***.*** | ১৬ জুন ২০২১ ১০:২৭482184আহা এই সেই টই যাতে আমাকে গুরুর্গণেশ উপাধি দেওয়া হয়েছিল :)
র২হ | 49.37.***.*** | ১৬ জুন ২০২১ ১০:২৩482183ভালো টই, খাসা টই, চমৎকার টই :)
Apu | 2401:4900:3141:3380:b928:8c9f:793d:***:*** | ১৬ জুন ২০২১ ১০:০১482182স্যামন শুনেই মন কেমন করে!!
এই টইটাও অভ্যু খুলেছিল। এক জীবনে কত যে টই খুলেছে ছোকরা!
Abhyu | 47.39.***.*** | ১৬ জুন ২০২১ ০৯:১৪482180অরণ্যদা কই?
অপু | 2409:4060:397:3690::2362:***:*** | ১৬ জুন ২০২১ ০৮:৫৪482179কেসি অনেক ধন্যবাদ। শুনতে হবে।
lcm | ১৬ জুন ২০২১ ০৮:৪২482178কেসি, আনন্দবি,
থ্যাংকু। ইউটিউব থেকে এমপিথ্রি করে, ফোনে ভরে নিলাম।
অপু | 2409:4060:397:3690::2362:***:*** | ১৬ জুন ২০২১ ০৮:৩৭482177আমার বাবা বলেন " মান্ধাতা যখন হাফ পান্টুল পড়তেন.." (মানে মান্ধাতা ও যখন ছোট ছিলেন সেই সম য়ের কথা...)
ম | 2601:247:4280:d10:ed1b:7a13:1298:***:*** | ১৬ জুন ২০২১ ০৮:৩২482176বোধি,কী বলব...সাবধানে থেকো।
ম | 2601:247:4280:d10:ed1b:7a13:1298:***:*** | ১৬ জুন ২০২১ ০৮:৩১482175অভ্যু,কার জন্যে কাঁদব ভাবছি। স্যামনের জন্যই কাঁদি বরং:-)
Abhyu | 47.39.***.*** | ১৬ জুন ২০২১ ০৬:২৯482173দোকানটায় আবার ইউনিভার্সিটি বললে ১০% ছাড় দেয়, তাতে ছটাকা ত্রিশ পার পাউণ্ড হল!
Abhyu | 47.39.***.*** | ১৬ জুন ২০২১ ০৬:২৪482172জানো তো, এখানে ফ্রেশ সিজনের মার্কেটে নতুন স্যামন এসেছে, নেভার ফ্রোজেন। খুবই লোভনীয় কিন্তু দাম করেছে ত্রিশ ডলার - বলেছিলাম তোমায়। আর সে মানে একগাদা নিয়ে এসেছে। কিছুদিন পরে দেখি দাম কমিয়ে কুড়ি ডলারে বিক্রি করছে। সেটাও আমার বাজেটে কুলোবে না। আজ দেখি "টুডে ওনলি" বলে সাত টাকা পার পাউণ্ড। মাত্র গোটা দশেক ফিলে পড়ে আছে। আমি একে ওকে কনুই দিয়ে গুঁতিয়ে সামনে গিয়ে ঝপাঝপ চারটে ফিলে কিনে নিলাম। আড়াই পাউণ্ডের একটু বেশি হল।
ম | 2601:247:4280:d10:ed71:2f23:af46:***:*** | ১৬ জুন ২০২১ ০৬:১৪482171কীইইইই অভ্যু!!!!
আমার তো গুলাম আলির মতো কাউকে লাগে না। কী যেন আছে একটা গলায়। 'ইয়ে দিল' আমি লুপে শুনি।সপ্তাহে দুবার, দশবার দশবার করে:-))